14/06/2024
চুলের যত্নে কেমিক্যাল ব্যতীত শুধুমাত্র প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হেয়ার রিবন্ডিং এন্ড স্ট্রেটনিং করার টিপস্ :
প্রয়োজনীয় উপাদান :
১) নারকেল তেল (Coconut Oil)- ২ টেবিল চামচ
২) অ্যালোভেরা জেল (Aloe Vera Gel) - ২ টেবিল চামচ (সরাসরি খোসা ছাড়িয়ে ভিতরে পিচ্ছিল অংশটুকু বের করে ব্লেন্ডিং করে নিলেই হবে)।
৩) লেবুর রস (Lemon Juice) - ১ টেবিল চামচ
৪) মধু (Honey)- ১ টেবিল চামচ
৫) দই (Yogurt) - ২ টেবিল চামচ
কিভাবে প্রস্তুত করবেন :
১) প্রথম ধাপ : নারকেল তেল ২ টেবিল চামচ ও Aloe Vera Gel)- ২ টেবিল চামচ একটি পাত্রে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। উপাদান গুলি ফ্রিজের স্বাভাবিক মাত্র তাপমাত্রায় কিছুটা ঘন হয়ে আসলে বের করে নিতে হবে।
১) দ্বিতীয় ধাপ : একটি বাটিতে নারকেল তেল, অ্যালোভেরা জেল, লেবুর রস, মধু এবং দই একসাথে মিশিয়ে নিন।
২) তৃতীয় ধাপ: সব উপাদান ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
ব্যবহার পদ্ধতি:
১) প্রথম ধাপ : চুল ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন।
২) দ্বিতীয় ধাপ : পেস্টটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন।
৩) তৃতীয় ধাপ : একটি মোলায়েম ও নরম চিরুনি ব্যবহার করে চুলগুলো সোজা ও যত্ন করে চিরুনি দিয়ে আঁচড়ান।
৪) চতুর্থ ধাপ : পেস্টটি চুলে অন্তত ১ ঘণ্টার জন্য রেখে দিন।
৫) পঞ্চম ধাপ : ১ ঘণ্টা পর প্রথমবার চুল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন, তারপর শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।
৬) ভেজা চুল একটি পরিষ্কার ও নরম টাওয়াল দিয়ে আলতো ভাবে চেপে চেপে শুকিয়ে নিন।
ব্যবহারের উপকারিতা :
• নারকেল তেল : চুলের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
• অ্যালোভেরা জেল : চুলকে মসৃণ এবং ঝলমলে করে।
• লেবুর রস : চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়।
• মধু : চুলের মসৃণতা বৃদ্ধি করে এবং শুষ্কতা কমায়।
• দই : চুলকে পুষ্টি দেয় এবং কোমল করে।
এই পদ্ধতি অন্তত ২ মাস সপ্তাহে ১-২ বার ব্যবহার করলে ধীরে ধীরে চুল সোজা এবং মসৃণ হবে ইনশাআল্লাহ। এই ঘরোয়া মিশ্রণটি ব্যবহারে চুলের কোন ক্ষতি হয় না বরং এটি চুলের যত্নে অনেক উপকারী।
#প্রাকৃতিক_চুল_সোজা #চুলের_যত্ন #প্রাকৃতিক_উপাদান #চুলের_সৌন্দর্য