02/11/2022
রিহলাহর সাথে জাফলং, লালাখাল, চাঁবাগান ও মাজার শরীফ ভ্রমণ ১৭-১৯ নভেম্বর।
ভ্রমণপ্রেমীদের আস্থাশীল পরিবার রিহলাহ-তে আপনাকে স্বাগত। যারা এ্যাডভেঞ্চার ট্যুর ও প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন, এই ট্যুরটি তাদের জন্য আদর্শ।
📎 আমাদের ফেইসবুক গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/854456395729873/?ref=share_group_link
📎 আমাদের ফেসবুক পেইজ লিংকঃ
https://facebook.com/events/s/%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%B9%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A5-%E0%A6%9C%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%B2%E0%A6%B2%E0%A6%96%E0%A6%B2-%E0%A6%9A%E0%A6%AC%E0%A6%97%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%B0-%E0%A6%B6/1116199825680252/
⚫ যাত্রা শুরুঃ ১৭নভেম্বর রাত ১০:০০টায় ঢাকা হতে।
⚫ যাত্রা শেষঃ ১৯নভেম্বর ভোর ০৬:০০টায় ঢাকায় এসে নামবো।
⚫ ট্যুরের ধরণঃ ডে লং ট্রিপ।
⚫ ইভেন্ট ফিঃ ২০০০/-
চাইল্ড পলিসিঃ আলোচনা সাপেক্ষে।
⚫ বুকিং মানিঃ ইভেন্ট ফি'র অর্ধেক টাকা পরিশোধ করতে হবে।
⚫ প্যাকেজ কনফার্ম করার ডেডলাইনঃ- সিট খালি থাকা সাপেক্ষে ১৩নভেম্বর, ২০২২
(আগে বুকিং করলে সামনে সিট পাবেন।)
🟥 যেখানে যাবোঃ
১। জাফলং
২। লালাখাল
৩। টি স্টেট
৪। মাজার শরীফ।
🟥 যা যা থাকছেঃ
১। ঢাকা-সিলেট-ঢাকা ননএসি বাসে যাতায়াত
২। ১টি ব্রেকফাস্ট, ১টি লাঞ্চ ও ১টি ডিনার
৩। সকল লোকাল ট্রান্সপোর্ট
৪। সকল এন্ট্রি ফি
৫। লালাখাল বোট রিজার্ভ
৬। দক্ষগাইড।
🟥 ফুড মেন্যুঃ
সকাল- চিকেন খিচুড়ি, সালাদ, মিনারেল ওয়াটার।
দুপুরে- ভাত, চিকেন, ভর্তা/সবজি, ডাল, সালাদ, মিনারেল ওয়াটার।
রাত- চিকেন বিরিয়ানী, মিনারেল ওয়াটার।
🟥 যা থাকছেনাঃ
১) কোন ব্যক্তিগত খরচ
২) কোন ঔষধ
৩) কোন ধরেণের বীমা
৪) উল্লেখিত সার্ভিস ব্যতিত অন্য যেকোনো খরচ।
🔲 ভ্রমণ বৃত্তান্তঃ
১৭নভেম্বর রাত দশটায় সায়দাবাদ থেকে আমাদের যাত্রা শুরু হবে। ভোরে সিলেট পৌঁছে পাঁচ ভাই/পানশি রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে জাফলং এর পথে রওনা হবো।এখানে স্বচ্ছ পানিতে গোসল করা যাবে।
এরপরে দুপুরের খাবার সেরে লালাখাল নৌভ্রমণে চলে যাব।পথিমধ্যে চা বাগান পরিদর্শন করব। এরপরে শাহ্পরান ও শাহ্জালাল মাজার পরিদর্শন শেষে আমরা সবাইকে নিজের মত করে ঘোরাঘুরির জন্য কিছুক্ষণ সময় দিব। রাতে ডিনার শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ইনশাআল্লাহ, ১৯ নভেম্বর ভোর ছয়টায় আমরা ঢাকায় এসে পৌঁছাব।
🔲রিহলাহ'র সাথে কেন ট্যুর করবেন?
১) বাজেট অনুযায়ী অন্যান্য ট্রাভেল গ্রুপের তুলনায় আমরা সেরা সার্ভিস দিব ইনশাআল্লাহ।
২) মুনাফার চেয়ে ভালো সেবার মাধ্যমে গ্রাহক ধরে রাখাই আমাদের লক্ষ্য।
৩) আমাদের প্রতিটি ট্যুরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করায় ফ্যামিলি ও নারী ট্রাভেলাররা স্বাচ্ছন্দে অংশগ্রহণ করতে পারবেন।
৪) নানান জায়গায় কম টাকার ট্যুর ইভেন্ট দেখে প্রতারিত হবেন না। আমরা কোন হিডেন চার্জ রাখিনা এবং ভালো সার্ভিস নিশ্চিত করি। যার ফলে খরচ কিছুটা বাড়বেই।
৫) আমাদের ট্যুর হোস্টরা শিক্ষিত, নম্র-ভদ্র ও অত্যন্ত চৌকস হয়ে থাকে।
৬) আমাদের প্রতিটি ট্যুরে গেস্টরা নিজেদের মতো করে ঘুরতে ও সময় কাটাতে পারে।
🔲 যা সাথে নেওয়া উচিতঃ
১। পাওয়ার ব্যাংক।
২। পানির বোতল (৫০০ এম এল )।
৩। বর্ষা মৌসুম হলে রেইনকোট/ছাতা।
৪। তোয়ালে এবং গোসলের জন্যে কাপড়।
৫। পলিথিন (মোবাইল,ক্যামেরা বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য।)।
৬। সানগ্লাস, হ্যাট, সান ক্রিম।
৭। ট্র্যাকিং ট্যুর হলে সাথে এংলেট এবং নি-গার্ড নিতে পারেন।
৮। ট্রেকিং ট্যুরে হাল্কা জুতা বা স্যান্ডেল নিতে পারেন।
৯। ট্র্যাকিং ট্যুরে হাঁটার সময় সাথে কিছু শুকনো খাবার যেমন কিসমিস, বাদাম, খেজুর রাখবেন এবং সাথে গ্লুকোজ, স্যালাইন।
১০। জরুরী ঔষধ সামগ্রী।
🛑🚨শর্ত ও নির্দেশনা সমুহঃ
১। প্রথমেই একটি ভ্রমণ পিপাসু ও বন্ধুসুলভ মন থাকতে হবে।
২। পানি পথের যাত্রায় অবশ্যই প্রত্যেককে ব্যক্তিগত লাইফজ্যাকেট ব্যবহার করতে হবে। অন্যথায় দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।
৩। ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না এবং জনসম্মুখে ধুমপান করা থেকেও বিরত থাকতে হবে। গানবাজনা ও গায়রে শরয়ী বিনোদন থেকে দূরে থাকতে হবে।
৪। কোন প্রকার বিশৃঙ্খলা বা বে-আইনি কাজ করলে কর্তৃপক্ষ উক্ত ব্যাক্তিকে ইভেন্ট থেকে বহিষ্কারসহ যে কোন পদক্ষেপ নেয়ার ক্ষমতা রাখে।
৫। অনেক ক্ষেত্রে ট্র্যাকিং ট্যুরগুলোতে ঠিক সময়ে খাবার সরবরাহ করা সম্ভব হয়না। হোস্টরা যথাসাধ্য চেষ্টা করবেন সব ঠিকঠাক রাখার। বাকিটা আপনাদের মেনে নিতে হবে।
৬। দুর্ঘটনা বলে আসে না। তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে। দেশের পরিস্থিতির জন্য কিংবা কোন দুর্যোগ কিংবা দুর্ঘটনার জন্য ট্রিপ ক্যানসেল হলে কিংবা দৃশ্যমাণ খরচ বৃদ্ধি পেলে সেটি সবাইকে বহন করতে হবে।
৭। পার্বত্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে NID অথবা পাসপোর্ট অথবা স্টুডেন্ট আইডির এর ৩ কপি ফটোকপি।
৮। কোন নারী একাকী লং ট্রিপে যেতে পারবেন না। সাথে অবশ্যই মাহরাম নিতে হবে। তবে নারীদের জন্য অবশ্যই আলাদা ব্যবস্থাপনা থাকবে আমাদের পক্ষ থেকে।
🟥 বুকিং পদ্ধতিঃ
• বিকাশ/নগদ/রকেট/ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে ইভেন্ট ফি জমা করতে হবে। বিকাশ করলে খরচসহ পাঠাতে হবে। এছাড়া সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং মানি জমা করতে পারেন।
• শুধুমাত্র মৌখিক বা মেসেজ কনফার্মেশন গ্রহনযোগ্য নয়।
• এ্যাডভান্স মানি অফেরৎযোগ্য। তবে কেউ যদি নিজের পরিবর্তে অন্যকে স্থলাভিষিক্ত করতে পারেন তাহলে সম্পূর্ণ বুকিং মানি ফেরত পেয়ে যাবেন।
⚫টাকা পাঠানোর ঠিকানাঃ
বিকাশ (পার্সোনাল): 01815472522
নগদ: 01815472522
⚫ যেকোনো তথ্য ও সেবা পেতে যোগাযোগ করুনঃ
01976472522
★ট্যুর ইভেন্ট ছাড়াও আপনারা আমাদের থেকে নিম্নের সেবাসমূহ পাবেনঃ
হানিমুন/ফ্যামিলি প্যাকেজ ট্যুর
কর্পোরেট/কাস্টমাইজ ট্যুর
ট্যুর গাইড সার্ভিস
ভিসা প্রসেসিং
এয়ার টিকেট বুকিং
হোটেল বুকিং
বাস টিকেট বুকিং