Outing with Faysal

Outing with Faysal Professional tour planner

Eid Mubarak 2023
21/04/2023

Eid Mubarak 2023

টাঙ্গুয়ার হাওরে জোৎস্না বিলাস - ১৩ই মে, ২০২২ইং  টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহা...
01/05/2022

টাঙ্গুয়ার হাওরে জোৎস্না বিলাস - ১৩ই মে, ২০২২ইং

টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা (ঝরণা) এসে মিশেছে এই হাওরে। মেঘালয় পাহাড়ের পদদেশে প্রায় ১০০ বর্গ কিলোমিটার বিস্তৃত এই রামসার সাইটে জনজীবনো প্রকৃতির মতো বৈচিত্রময়। দুই উপজেলার ১৮টি মৌজায় ছোট বড় ৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। বর্ষায় থৈ থৈ পানিতে নিমগ্ন হাওরের জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা —রোদ পোহায়, জিরিয়ে নেয়। হাওর, পাহাড় ও অবারিত আকাশের মিলন হয়েছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। সীমান্তের ওপারে মেঘালয়ের মোনাই পর্বত শ্রেনী থেকে নেমে আসা স্বচ্ছ শীতল জলরাশিতে টুইটুম্বুর রামসার সাইট টাংগুয়া হাওর। দিনভর স্বচ্ছ আকাশের ছায়া পরে হাওরের স্বচ্ছ জলে। সে সৌন্দর্যের মায়া বুনে সূর্যাস্ত নিয়ে আসে নৈসর্গিক রাত। এই নৈসর্গিক রাতকে মায়াবী করে তোলে পূর্নিমা। পুর্নিমায় হাওরে একটি রাত হয়ে যেতে পারে জীবনের সেরা স্মৃতি।
আসছে মে ১২, ২০২২ইং, আমরা যাচ্ছি হাওরে বর্ষাকালীন ১ম পূর্নিমা কাটাতে।

====================== এবার আসি বিস্তারিত ইভেন্টেঃ ======================
বুকিং দেবার শেষ সময়ঃ মে ০৭, ২০২২ইং।
মে ১২, ২০২২ইং রাত ১০ টায় বাসে করে সুনামগন্জ যাত্রা। মে ১৩, ২০২২ইং সকালে সুনামগন্জ পৌছানো। নাস্তা করে নতুন ব্রীজ থেকে সিএনজি যোগে তাহিরপুর যাত্রা। তাহিরপুর পৌছে বাজার করে নৌকাতে ওঠা। সারাদিন হাওরে ঘোরাফেরা, গোসল ও গ্রামীন খাওয়া দাওয়া। রাতে টেকেরঘাট চাদের হাটে রাত্রী যাপন। ভাসমান নৌকায় হবে বার-বি-কিউ। নৌকার ছাদে শুয়ে আকাশের চাদের সাথে বড়-ছোট তারা গুনা। শুখ তারাকে কাছে ডাকা, ফানুশ উড়ানো আরও কত কিছু করা। রাতে মেঘালয়ের পাদদেশে নৌকায় রাত্রী যাপন আপনাকে দেবে অনন্য এক অভিজ্ঞতা। মে ১৪, ২০২২ইং সকাল সকাল নিলাদ্রী লেকে হবে ক্লান্তি হারানোর গোছল। সকালের নাস্তা সেড়ে মটর সাইকেল বারিক্কার টিলা, যাদুকাটা নদী ও শিমুল বাগানে সারাদিন ঘুরাঘুরি। বিকালে নৌকায় তাহিরপুরের উদ্যাশ্যে নৌকা ছেড়ে দেবে। মাঝ হাওরে অস্ত যাবে সূর্য। হাওরের বুকে সূর্যাস্ত বিদায়ে বীনা বাজাবে। তাহিরপুর থেকে আবার মটরসাইকেল/সি এন জি যোগে সুনামগঞ্জ। সুনামগন্জ কুটুম বাড়িতে স্পেশাল ডিনার সেরে রাত দশটায় ঢাকার বাসে।
কোথায় কোথায় ঘুরবোঃ-
টাঙ্গুয়ার হাওর, টেকের ঘাট(নিলাদ্রী লেক), বারিক্কার টিলা, যাদুকাটা নদী, শিমুল বাগান ।
খরচাপাতি :- ৬৯৯৯/- জনপ্রতি ।
ট্রিপ সাইজঃ ২০-৩০ জন।
এ খরচে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ-
ঢাকা টু সুনামগঞ্জ বাস ভাড়া সিএনজি ভাড়া মটর সাইকেল ভাড়া নৌকা ভাড়া সকল নাস্তা, লাঞ্চ, ডিনার। রাতে থাকা গাইডের খরচ মানে আপনার ব্যক্তিগত খরচ ব্যতীত আর কোন খরচ ইনশাল্লাহ লাগবেনা। অন্তর্ভুক্ত থাকবে ইভেন্ট টি-সার্ট, ফানুশ, ভিডিও ও আনন্দ আয়োজন ।
============================ খাবার মেন্যু ============================
১ম দিন সকালেঃ খিচুড়ি ও মুরগীর ঝোল। দুপুরেঃ সাদা ভাত, হাসের মাংস, শুটকি / চ্যাপা শুটকি / মাছ ভর্তা, ডাল। বিকালের নাস্তাঃ ফল, বিস্কিট ও চা। রাতেঃ সাদা ভাত, হাওরের মাছ ও ডাল।
২য় দিন সকালেঃ সাদা ভাত, ডিমের ঝোল ও ভর্তা। দুপুরেঃ সাদা ভাত, দেশী মুরগি, শুটকি / চ্যাপা শুটকি / মাছ ভর্তা, ডাল। রাতেঃ স্পেশ্যাল ডিনার। কুটুম বাড়ি,সুনামগঞ্জ।(পরিমান নির্ধারিত এবং নিজের পছন্দের সুযোগ আছে)
============================ কনফার্ম কিভাবে করবো ? ============================
কনফার্ম করার জন্য ফয়সাল আহম্মেদ 01618329725 এই নাম্বারে ৩৫৭০ টাকা পাঠিয়ে একটা মেসেজ বা ফোন দিয়ে দিলেই কনফার্মেশন নিশ্চিত হয়ে যাবে ।
============================ এই ট্যুরের বিশেষ নির্দেশনা ============================
১/ রেইন কভার সাথে নিবেন যাতে মোবাইল, মানিব্যাগ বৃষ্টিতে না ভিজে। ২/ পাওয়ার ব্যাংক থাকলে সাথে নিয়ে নিবেন। ৩/ ব্যক্তিগত টর্চ থাকলে খুবই ভালো। ৪/ হাফ প্যান্ট,গামছা সাথে রাখুন। ৫/ আপনি যতই এক্সপার্ট সাতারু হোন না কেনো, লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামা এলাউ না। ৬/ হ্যান্ড স্যানিটাইজার, সাবান, শেম্পু ও ওয়ান টাইম গ্লাস প্লেইট নিজেই নিয়ে আসুন এবং ব্যক্তিগত ব্যবহার্য হিসেবে শেয়ার করা থেকে বিরত থাকুন
============================ লক্ষ্যনীয়ঃ ============================
করোনার ঝুকি এড়াতে নিজেদের তত্ত্ববধানে নৌকা, নৌকায় ব্যবহার্য, বিছানার চাদর, বালিশের কাভার ইত্যাদি জীবাণু মুক্ত করার ব্যবস্থা করবো। আপনার অবশ্যই ভ্রমণ পিপাসু একটি মন থাকতে হবে। যেকোন সমস্যা হলে সেটি সবার সাথে মানিয়ে নিতে হবে। এটি একটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ট্রিপ। আপনার বন্ধু, বান্ধবী অথবা, বউ, বাচ্চাও সাথে নিতে পারবেন। কোন সমস্যা নেই। সিঙ্গেল কোন মেয়ে যেতে চাইলে নিশ্চিতে অংশগ্রহন করতে পারবেন। আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। কোন প্রকার মাদক এলাউ না। কারো কাছে এরকম কোন কমপ্লেইন পাওয়া গেলে সাথে সাথে তাকে ডিস-এলাউ করা হবে। সেক্ষেত্রে ইভেন্ট ফি ফেরত হবে না। কোন প্রকার প্রশ্ন থাকলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা, কল করতে পারেন ফয়সাল আহমেদ, হোস্ট 01618329725 ফয়সাল হাওরী, কো-হোস্ট ধন্যবাদ।

14/04/2022
16/12/2021




 টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টির...
11/09/2021


টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা (ঝরণা) এসে মিশেছে এই হাওরে। মেঘালয় পাহাড়ের পদদেশে প্রায় ১০০ বর্গ কিলোমিটার বিস্তৃত এই রামসার সাইটে জনজীবনো প্রকৃতির মতো বৈচিত্রময়।
দুই উপজেলার ১৮টি মৌজায় ছোট বড় ৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। বর্ষায় থৈ থৈ পানিতে নিমগ্ন হাওরের জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা —রোদ পোহায়, জিরিয়ে নেয়।আমরা বিস্তির্ন এ হাওরের আনাচে কানাচে ঘুরবো আর জলকেলীতে মেতে উঠবো।
ওপারে পাহাড় আর এপারে আমার বাংলাদেশ মাঝখানে বয়ে চলা যাদুকাটা নদী, চুনাপাথরের বারিক্কার টিলা বাদ যাবে না কোন কিছুই।
সন্ধ্যায় বারবিকিউ শেষে পূর্ণিমার আলোয় হাওড়ে জ্যোৎস্নাবিলাস। উড়িয়ে দিবো রঙিন ফানুস।
এবার আসি বিস্তারিত ইভেন্টেঃ
======================
বুকিং দেবার শেষ সময়ঃ সেপ্টেম্বর ১২, ২০২১ইং।
সেপ্টেম্বর ১৬, ২০২১ইংঃ রাত ১০ টায় এসি বাসে করে সুনামগন্জ যাত্রা।
সেপ্টেম্বর ১৭, ২০২১ইংঃ সকালে সুনামগন্জ পৌছানো। চা-বিস্কিট খেয়ে নতুন ব্রীজ থেকে সিএনজি/ মোটরসাইকেল যোগে তাহিরপুর যাত্রা।
তাহিরপুর পৌছে নৌকাতে ওঠা। ফ্রেশ হয়ে সকালের নাস্তা।
শুরু হবে সেলফি বাজি, ফটোশুট, ভিডিওগ্রাফি।
সারাদিন হাওরে ঘোরাফেরা, গোসল ও ভরপুর গ্রামীন খাওয়া দাওয়া।
বিকেলে মিনি সুইজারল্যান্ডে ঘোরাঘুরি ও নীলাদ্রি লেকে কায়াকিং।
রাতে টেকেরঘাট চাদের হাটে রাত্রী যাপন। ভাসমান নৌকায় হবে বারবিকিউ। নৌকার ছাদে শুয়ে আকাশের চাদের সাথে বড়-ছোট তারা গুনা। শুখ তারাকে কাছে ডাকা, ফানুশ উড়ানো আরও কত কিছু করা।
নৌকায় রাত্রী যাপন আপনাকে দেবে অনন্য এক অভিজ্ঞতা।
সেপ্টেম্বর ১৮, ২০২১ইংঃ সকাল সকাল নিলাদ্রী লেকে হবে ক্লান্তি হারানোর গোছল।
সকালের নাস্তা সেড়ে মটোরসাইকেল/ নৌকা যোগে বারিক্কার টিলা, যাদুকাটা নদী ও শিমুল বাগানে সারাদিন ঘুরাঘুরি।
বিকালে নৌকায় তাহিরপুরের উদ্যাশ্যে নৌকা ছেড়ে দেবে। মাঝ হাওরে অস্ত যাবে সূর্য।
হাওরের বুকে সূর্যাস্ত বিদায়ে বীনা বাজাবে।
তাহিরপুর থেকে আবার মটরসাইকেল/সি এন জি যোগে সুনামগঞ্জ।
সুনামগন্জ পাণশী / কুটুম বাড়িতে স্পেশাল ডিনার সেরে রাত দশটায় ঢাকার বাসে।
কোথায় কোথায় ঘুরবোঃ
============================
✔ টাঙ্গুয়ার হাওর
✔ টেকের ঘাট(নিলাদ্রী লেক)
✔ বারিক্কার টিলা
✔ যাদুকাটা নদী
✔ শিমুল বাগান
খরচাপাতি
============================
৬৯৯৯/- জনপ্রতি
ট্রিপ সাইজঃ ১৮-২০ জন
============================
এ খরচে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
============================
ঢাকা টু সুনামগঞ্জ এসি বাস ভাড়া
সিএনজি ভাড়া
মটর সাইকেল ভাড়া
নৌকা ভাড়া
সকল নাস্তা, স্নেকস, অলটাইম চা-কফি, তাজা ডাবের পানি, লাঞ্চ, বার-বি-কিউ, ডিনার।
রাতে থাকা।
গাইডের খরচ।
মানে আপনার ব্যক্তিগত খরচ ব্যতীত আর কোন খরচ ইনশাল্লাহ লাগবেনা।
উপহারঃ
কম্প্লিমেন্টারি ওয়েলকাম ড্রিংকস।
ফাইভ স্টার বাথরুম কিট।
প্রিমিয়াম কোয়ালিটি ইভেন্ট টি-সার্ট।
কায়াকিং।
ফানুশ।
ড্রোন ভিডিও।
আনন্দ আয়োজন বাউল গান।
খাবার মেন্যু
============================
১ম দিন
সকালেঃ খিচুড়ি ও মুরগীর ঝোল।
দুপুরেঃ
সাদা ভাত, হাসের মাংস, শুটকি / চ্যাপা শুটকি / মাছ ভর্তা, ডাল।
বিকালের নাস্তাঃ ফল, বিস্কিট ও চা।
রাতেঃ সাদা ভাত, হাওরের মাছ ও ডাল।
২য় দিন
সকালেঃ সাদা ভাত, ডিমের ঝোল ও ভর্তা।
দুপুরেঃ সাদা ভাত, দেশী মুরগি, শুটকি / চ্যাপা শুটকি / মাছ ভর্তা, ডাল।
রাতেঃ স্পেশ্যাল ডিনার। কুটুম বাড়ি,সুনামগঞ্জ।(পরিমান নির্ধারিত এবং নিজের পছন্দের সুযোগ আছে)
============================
কনফার্ম কিভাবে করবো ?
============================
কনফার্ম করার জন্য
ফয়সাল আহম্মেদ ০১৬১৮৩২৯৭২৫(বিকাশ/নগদ)
এই নাম্বারে ৪০৮০ টাকা পাঠিয়ে একটা মেসেজ বা ফোন দিয়ে দিলেই কনফার্মেশন নিশ্চিত হয়ে যাবে ।
এই ট্যুরের বিশেষ নির্দেশনা
============================
১/ রেইন কভার সাথে নিবেন যাতে মোবাইল, মানিব্যাগ বৃষ্টিতে না ভিজে।
২/ পাওয়ার ব্যাংক থাকলে সাথে নিয়ে নিবেন।
৩/ ব্যক্তিগত টর্চ থাকলে খুবই ভালো।
৪/ হাফ প্যান্ট,গামছা সাথে রাখুন।
৫/ আপনি যতই এক্সপার্ট সাতারু হোন না কেনো, লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামা এলাউ না।
৬/ হ্যান্ড স্যানিটাইজার, সাবান, শেম্পু ও ওয়ান টাইম গ্লাস প্লেইট নিজেই নিয়ে আসুন এবং ব্যক্তিগত ব্যবহার্য হিসেবে শেয়ার করা থেকে বিরত থাকুন।
============================
লক্ষ্যনীয়ঃ
============================
👉👉 করোনার ঝুকি এড়াতে নিজেদের তত্ত্ববধানে নৌকা, নৌকায় ব্যবহার্য, বিছানার চাদর, বালিশের কাভার ইত্যাদি জীবাণু মুক্ত করার ব্যবস্থা করবো।
✔ আপনার অবশ্যই ভ্রমণ পিপাসু একটি মন থাকতে হবে। যেকোন সমস্যা হলে সেটি সবার সাথে মানিয়ে নিতে হবে।
✔এটি একটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ট্রিপ। আপনার বন্ধু, বান্ধবী অথবা, বউ বাচ্চাও সাথে নিতে পারবেন। কোন সমস্যা নেই। সিঙ্গেল কোন মেয়ে যেতে চাইলে নিশ্চিতে অংশগ্রহন করতে পারবেন। আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের।
✔ কোন প্রকার মাদক এলাউ না। কারো কাছে এরকম কোন কমপ্লেইন পাওয়া গেলে সাথে সাথে তাকে ডিস-এলাউ করা হবে। সেক্ষেত্রে ইভেন্ট ফি ফেরত হবে না।
কোন প্রকার প্রশ্ন থাকলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা, কল করতে পারেন
ফয়সাল আহমেদ, হোস্ট 01618329725
ধন্যবাদ।

18/06/2021

Boat start from Tahipur Main Ghar....

 টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টির...
10/06/2021


টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা (ঝরণা) এসে মিশেছে এই হাওরে। মেঘালয় পাহাড়ের পদদেশে প্রায় ১০০ বর্গ কিলোমিটার বিস্তৃত এই রামসার সাইটে জনজীবনো প্রকৃতির মতো বৈচিত্রময়।

দুই উপজেলার ১৮টি মৌজায় ছোট বড় ৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। বর্ষায় থৈ থৈ পানিতে নিমগ্ন হাওরের জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা —রোদ পোহায়, জিরিয়ে নেয়।আমরা বিস্তির্ন এ হাওরের আনাচে কানাচে ঘুরবো আর জলকেলীতে মেতে উঠবো।

ওপারে পাহাড় আর এপারে আমার বাংলাদেশ মাঝখানে বয়ে চলা যাদুকাটা নদী, চুনাপাথরের বারিক্কার টিলা বাদ যাবে না কোন কিছুই।

এবার আসি বিস্তারিত ইভেন্টেঃ
======================

বুকিং দেবার শেষ সময়ঃ জুন ১৪, ২০২০ইং।

জুন ১৭, ২০২১ইংঃ রাত ১০ টায় বাসে করে সুনামগন্জ যাত্রা।

জুন ১৮, ২০২১ইংঃ সকালে সুনামগন্জ পৌছানো। নাস্তা করে নতুন ব্রীজ থেকে সিএনজি যোগে তাহিরপুর যাত্রা।

তাহিরপুর পৌছে বাজার করে নৌকাতে ওঠা।

সারাদিন হাওরে ঘোরাফেরা, গোসল ও গ্রামীন খাওয়া দাওয়া।

রাতে টেকেরঘাট চাদের হাটে রাত্রী যাপন। ভাসমান নৌকায় হবে বারবিকিউ। নৌকার ছাদে শুয়ে আকাশের চাদের সাথে বড়-ছোট তারা গুনা। শুখ তারাকে কাছে ডাকা, ফানুশ উড়ানো আরও কত কিছু করা।

নৌকায় রাত্রী যাপন আপনাকে দেবে অনন্য এক অভিজ্ঞতা।

জুন ১৯, ২০২১ইংঃ সকাল সকাল নিলাদ্রী লেকে হবে ক্লান্তি হারানোর গোছল।

সকালের নাস্তা সেড়ে মটর সাইকেল বারিক্কার টিলা, যাদুকাটা নদী ও শিমুল বাগানে সারাদিন ঘুরাঘুরি।

বিকালে নৌকায় তাহিরপুরের উদ্যাশ্যে নৌকা ছেড়ে দেবে। মাঝ হাওরে অস্ত যাবে সূর্য।

হাওরের বুকে সূর্যাস্ত বিদায়ে বীনা বাজাবে।

তাহিরপুর থেকে আবার মটরসাইকেল/সি এন জি যোগে সুনামগঞ্জ।

সুনামগন্জ কুটুম বাড়িতে স্পেশাল ডিনার সেরে রাত দশটায় ঢাকার বাসে।

কোথায় কোথায় ঘুরবোঃ
============================
✔ টাঙ্গুয়ার হাওর
✔ টেকের ঘাট(নিলাদ্রী লেক)
✔ বারিক্কার টিলা
✔ যাদুকাটা নদী
✔ শিমুল বাগান

খরচাপাতি
============================
৪৪৯৯/- জনপ্রতি
ট্রিপ সাইজঃ ২০-৩০ জন
============================

এ খরচে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
============================
ঢাকা টু সুনামগঞ্জ বাস ভাড়া
সিএনজি ভাড়া
মটর সাইকেল ভাড়া
নৌকা ভাড়া
সকল নাস্তা, লাঞ্চ, ডিনার।
রাতে থাকা
গাইডের খরচ

মানে আপনার ব্যক্তিগত খরচ ব্যতীত আর কোন খরচ ইনশাল্লাহ লাগবেনা।

এ খরচে যা যা বহিঃর্ভুক্ত থাকবেঃ
============================

ইভেন্ট টি-সার্ট
ফানুশ
ভিডিও
আনন্দ আয়োজন

খাবার মেন্যু
============================

১ম দিন

সকালেঃ খিচুড়ি ও মুরগীর ঝোল।

দুপুরেঃ
সাদা ভাত, হাসের মাংস, শুটকি / চ্যাপা শুটকি / মাছ ভর্তা, ডাল।

বিকালের নাস্তাঃ ফল, বিস্কিট ও চা।

রাতেঃ সাদা ভাত, হাওরের মাছ ও ডাল।

২য় দিন

সকালেঃ সাদা ভাত, ডিমের ঝোল ও ভর্তা।

দুপুরেঃ সাদা ভাত, দেশী মুরগি, শুটকি / চ্যাপা শুটকি / মাছ ভর্তা, ডাল।

রাতেঃ স্পেশ্যাল ডিনার। কুটুম বাড়ি,সুনামগঞ্জ।(পরিমান নির্ধারিত এবং নিজের পছন্দের সুযোগ আছে)

============================

কনফার্ম কিভাবে করবো ?
============================

কনফার্ম করার জন্য

ফয়সাল আহম্মেদ ০১৬১৮৩২৯৭২৫(বিকাশ/নগদ)

এই নাম্বারে ৩০৬০ টাকা পাঠিয়ে একটা মেসেজ বা ফোন দিয়ে দিলেই কনফার্মেশন নিশ্চিত হয়ে যাবে ।

এই ট্যুরের বিশেষ নির্দেশনা
============================

১/ রেইন কভার সাথে নিবেন যাতে মোবাইল, মানিব্যাগ বৃষ্টিতে না ভিজে।

২/ পাওয়ার ব্যাংক থাকলে সাথে নিয়ে নিবেন।

৩/ ব্যক্তিগত টর্চ থাকলে খুবই ভালো।

৪/ হাফ প্যান্ট,গামছা সাথে রাখুন।

৫/ আপনি যতই এক্সপার্ট সাতারু হোন না কেনো, লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামা এলাউ না।

৬/ হ্যান্ড স্যানিটাইজার, সাবান, শেম্পু ও ওয়ান টাইম গ্লাস প্লেইট নিজেই নিয়ে আসুন এবং ব্যক্তিগত ব্যবহার্য হিসেবে শেয়ার করা থেকে বিরত থাকুন।
============================

লক্ষ্যনীয়ঃ
============================

👉👉 করোনার ঝুকি এড়াতে নিজেদের তত্ত্ববধানে নৌকা, নৌকায় ব্যবহার্য, বিছানার চাদর, বালিশের কাভার ইত্যাদি জীবাণু মুক্ত করার ব্যবস্থা করবো।

✔ আপনার অবশ্যই ভ্রমণ পিপাসু একটি মন থাকতে হবে। যেকোন সমস্যা হলে সেটি সবার সাথে মানিয়ে নিতে হবে।

✔এটি একটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ট্রিপ। আপনার বন্ধু, বান্ধবী অথবা, বউ বাচ্চাও সাথে নিতে পারবেন। কোন সমস্যা নেই। সিঙ্গেল কোন মেয়ে যেতে চাইলে নিশ্চিতে অংশগ্রহন করতে পারবেন। আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের।

✔ কোন প্রকার মাদক এলাউ না। কারো কাছে এরকম কোন কমপ্লেইন পাওয়া গেলে সাথে সাথে তাকে ডিস-এলাউ করা হবে। সেক্ষেত্রে ইভেন্ট ফি ফেরত হবে না।

কোন প্রকার প্রশ্ন থাকলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা, কল করতে পারেন

ফয়সাল আহমেদ, হোস্ট 01618329725
ধন্যবাদ।

🌙ঈদ মুবারাক!!!"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"(আল্লাহ্ আমাদের ও আপনাদের ভালো কাজ গুলো কবুল করুন)
13/05/2021

🌙ঈদ মুবারাক!!!
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
(আল্লাহ্ আমাদের ও আপনাদের ভালো কাজ গুলো কবুল করুন)

We are happy to announced we are Ready to visit World Largest Mangrove Forest Sundarban with a wonderful team from DBBL....
08/02/2021

We are happy to announced we are Ready to visit World Largest Mangrove Forest Sundarban with a wonderful team from DBBL.
Thank you.



Happy victory day 2020
16/12/2020

Happy victory day 2020

SUNDARBAN TOUR(Khulna-Sundarban -Khulna)Package: 2Nights & 3DaysCapacity: Visitor 75 personPACKAGE PRICE:Couple Bed Acco...
03/11/2020

SUNDARBAN TOUR(Khulna-Sundarban -Khulna)
Package: 2Nights & 3Days
Capacity: Visitor 75 person
PACKAGE PRICE:
Couple Bed Accommodation- BDT. 15,500 (per person)attached bath cabin
Bunker Bed Accommodation- BDT. 14,000 (per person)attached bath cabin
Singel bed Cabin BDT 14,000 (Attached bath)
Double Bed accommodation BDT 14,000 per person ( attached bath)
Note:
Price Including Vat & Tax.
♦Will be add BDT. 5200 extra charge for foreign (Non Bangladeshi) guest.
Package Includes:
♦ Cruise inside the Forest with The Wave
♦ Accommodation on our cruiser on sharing basis.
♦ All meals (Pre-Breakfast + Breakfast + Snacks+ Lunch + Evening smacks + Dinner).
♦ Emergency Medicine.
♦ Small country boat to make trips inside small canals/creeks.
♦ Mineral water for drinking during the trip.
♦ BAR-B-Q special dinner on one/two night inside the forest.
♦ Forest fees, permission & armed forest guard from the forest
department
♦ An accompanied Guide during the trip.
Spot we will visit
Kotka sea beach - kotka office para (Tiger point) Karamjol - Harbaria - kochikhali - Dimer char - Or Dubla Hironpoint
NB: Cost can be increase for importent date like government holidays and can be less as per Client requirement.

If you have any queries, feel free to contact with us. 01618329725

20/10/2020


Start from Taherpur ghaat...after 5minute run!!!

হাওর, পাহাড় ও অবারিত আকাশের মিলন হয়েছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। সীমান্তের ওপারে মেঘালয়ের মোনাই পর্বত শ্রেনী থেক...
14/10/2020

হাওর, পাহাড় ও অবারিত আকাশের মিলন হয়েছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। সীমান্তের ওপারে মেঘালয়ের মোনাই পর্বত শ্রেনী থেকে নেমে আসা স্বচ্ছ শীতল জলরাশিতে টুইটুম্বুর রামসার সাইট টাংগুয়া হাওর। দিনভর স্বচ্ছ আকাশের ছায়া পরে হাওরের স্বচ্ছ জলে। সে সৌন্দর্যের মায়া বুনে সূর্যাস্ত নিয়ে আসে নৈসর্গিক রাত। এই নৈসর্গিক রাতকে মায়াবী করে তোলে পূর্নিমা।

পুর্নিমায় হাওরে একটি রাত হয়ে যেতে পারে জীবনের সেরা স্মৃতি।

আসছে ৩০,৩১ অক্টোবর হাওরে বর্ষাকালীন শেষ পূর্নিমা কাটাতে আমরা যাচ্ছি। আপনিও চলেন।

২৯ অক্টোবর ২০২০ঃ
রাত ১০ টার বাসে করে সুনামগন্জ যাত্রা।
৩০ অক্টোবর ২০২০ঃ
সকালে সুনামগন্জ পৌছাবো।
নাস্তা করে সিএনজি যোগে তাহিরপুর যাত্রা।
তাহিরপুর পৌছে বাজার করে নৌকা ভাসাবো।
সারাদিন হাওরে ঘোরাফেরা, গোসল, হাওরের তাজা মাছ নৌকায় রান্নাকরে খাওয়া দাওয়া করে রাতে মেঘালয়ের পাদদেশে নৌকায় চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে যাবো। ঘুমানোর আগে উড়িয়ে দিবো ভালোবাসার ফানুশ।

৩১ অক্টোবর ২০২০ঃ
ভোর সকালে নীলাদ্রি লেকে হবে ক্লান্তি ভাংগার গোছল।
নাস্তা সেড়ে চলে যাবো বারিক্কা টিলা, জাদুকাটা নদী ও শিমুল বাগান ঘুরে আবার তাহিরপুর।
রাতের খাবার শেষে রাত ১০ টার বাসে সুনামগন্জ থেকে ঢাকার উদ্যেশ্যে রওনা হবো।

=== খাবার মেন্যু ===
সকালঃ খিচুড়ি ও মরগির ঝোল/পরোটা, সবজি, ডিমভাজি।
দুপুরঃ সাদা ভাত, হাওরের বড় মাছ, শুটকি ভর্তা, মাছ ভর্তা, ডাল।
সন্ধ্যাঃ বারবিকিউ পার্টি।
রাতঃ সাদা ভাত,হাসের মাংস, ডাল, সবজী।
সকালঃ ভূনা খিচুড়ি, ডিম ভাজি, ভর্তা।
দুপুরঃ হাওরের মাছ, সাদাভাত, ভর্তা ও ডাল।
রাতঃ স্পেশাল ডিনার @ কুটুমবাড়ি/পানসী, সুনামগঞ্জ।

=== খরচ ===
৪,৫০০/- জনপ্রতি
ট্রিপ সাইজ :২০-৩০ জন

=== এই ট্যুরে যা যা অর্ন্তুভুক্ত ===
ঢাকা টু সুনামগঞ্জ বাস ভাড়া
সিএনজি ভাড়া
নৌকা ভাড়া
সকল নাস্তা, লাঞ্চ, ডিনার।
রাতে থাকা
গিফট
গাইডের খরচ।
মানে আপনার ব্যক্তিগত খরচ ব্যতীত আর কোন খরচ ইনশাল্লাহ লাগবেনা।

=== কনফার্ম কিভাবে করবো ? ===

কনফার্ম করার জন্য ০১৬১৮৩২৯৭২৫ এই নাম্বারে ২৫৫০ টাকা পাঠিয়ে একটা মেসেজ বা ফোন দিয়ে দিলেই কনফার্মেশন নিশ্চিত হয়ে যাবে ।

ধন্যবাদ
ফয়সাল আহম্মেদ, হোস্ট - টাংগুয়ার হাওর ট্যুর। মোবাইলঃ 01618329725

Address

Road 3, Banani
Dhaka
1213

Telephone

+8801618329725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Outing with Faysal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Outing with Faysal:

Videos

Share

Category

Nearby travel agencies



You may also like