01/05/2022
টাঙ্গুয়ার হাওরে জোৎস্না বিলাস - ১৩ই মে, ২০২২ইং
টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা (ঝরণা) এসে মিশেছে এই হাওরে। মেঘালয় পাহাড়ের পদদেশে প্রায় ১০০ বর্গ কিলোমিটার বিস্তৃত এই রামসার সাইটে জনজীবনো প্রকৃতির মতো বৈচিত্রময়। দুই উপজেলার ১৮টি মৌজায় ছোট বড় ৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। বর্ষায় থৈ থৈ পানিতে নিমগ্ন হাওরের জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা —রোদ পোহায়, জিরিয়ে নেয়। হাওর, পাহাড় ও অবারিত আকাশের মিলন হয়েছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। সীমান্তের ওপারে মেঘালয়ের মোনাই পর্বত শ্রেনী থেকে নেমে আসা স্বচ্ছ শীতল জলরাশিতে টুইটুম্বুর রামসার সাইট টাংগুয়া হাওর। দিনভর স্বচ্ছ আকাশের ছায়া পরে হাওরের স্বচ্ছ জলে। সে সৌন্দর্যের মায়া বুনে সূর্যাস্ত নিয়ে আসে নৈসর্গিক রাত। এই নৈসর্গিক রাতকে মায়াবী করে তোলে পূর্নিমা। পুর্নিমায় হাওরে একটি রাত হয়ে যেতে পারে জীবনের সেরা স্মৃতি।
আসছে মে ১২, ২০২২ইং, আমরা যাচ্ছি হাওরে বর্ষাকালীন ১ম পূর্নিমা কাটাতে।
====================== এবার আসি বিস্তারিত ইভেন্টেঃ ======================
বুকিং দেবার শেষ সময়ঃ মে ০৭, ২০২২ইং।
মে ১২, ২০২২ইং রাত ১০ টায় বাসে করে সুনামগন্জ যাত্রা। মে ১৩, ২০২২ইং সকালে সুনামগন্জ পৌছানো। নাস্তা করে নতুন ব্রীজ থেকে সিএনজি যোগে তাহিরপুর যাত্রা। তাহিরপুর পৌছে বাজার করে নৌকাতে ওঠা। সারাদিন হাওরে ঘোরাফেরা, গোসল ও গ্রামীন খাওয়া দাওয়া। রাতে টেকেরঘাট চাদের হাটে রাত্রী যাপন। ভাসমান নৌকায় হবে বার-বি-কিউ। নৌকার ছাদে শুয়ে আকাশের চাদের সাথে বড়-ছোট তারা গুনা। শুখ তারাকে কাছে ডাকা, ফানুশ উড়ানো আরও কত কিছু করা। রাতে মেঘালয়ের পাদদেশে নৌকায় রাত্রী যাপন আপনাকে দেবে অনন্য এক অভিজ্ঞতা। মে ১৪, ২০২২ইং সকাল সকাল নিলাদ্রী লেকে হবে ক্লান্তি হারানোর গোছল। সকালের নাস্তা সেড়ে মটর সাইকেল বারিক্কার টিলা, যাদুকাটা নদী ও শিমুল বাগানে সারাদিন ঘুরাঘুরি। বিকালে নৌকায় তাহিরপুরের উদ্যাশ্যে নৌকা ছেড়ে দেবে। মাঝ হাওরে অস্ত যাবে সূর্য। হাওরের বুকে সূর্যাস্ত বিদায়ে বীনা বাজাবে। তাহিরপুর থেকে আবার মটরসাইকেল/সি এন জি যোগে সুনামগঞ্জ। সুনামগন্জ কুটুম বাড়িতে স্পেশাল ডিনার সেরে রাত দশটায় ঢাকার বাসে।
কোথায় কোথায় ঘুরবোঃ-
টাঙ্গুয়ার হাওর, টেকের ঘাট(নিলাদ্রী লেক), বারিক্কার টিলা, যাদুকাটা নদী, শিমুল বাগান ।
খরচাপাতি :- ৬৯৯৯/- জনপ্রতি ।
ট্রিপ সাইজঃ ২০-৩০ জন।
এ খরচে যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ-
ঢাকা টু সুনামগঞ্জ বাস ভাড়া সিএনজি ভাড়া মটর সাইকেল ভাড়া নৌকা ভাড়া সকল নাস্তা, লাঞ্চ, ডিনার। রাতে থাকা গাইডের খরচ মানে আপনার ব্যক্তিগত খরচ ব্যতীত আর কোন খরচ ইনশাল্লাহ লাগবেনা। অন্তর্ভুক্ত থাকবে ইভেন্ট টি-সার্ট, ফানুশ, ভিডিও ও আনন্দ আয়োজন ।
============================ খাবার মেন্যু ============================
১ম দিন সকালেঃ খিচুড়ি ও মুরগীর ঝোল। দুপুরেঃ সাদা ভাত, হাসের মাংস, শুটকি / চ্যাপা শুটকি / মাছ ভর্তা, ডাল। বিকালের নাস্তাঃ ফল, বিস্কিট ও চা। রাতেঃ সাদা ভাত, হাওরের মাছ ও ডাল।
২য় দিন সকালেঃ সাদা ভাত, ডিমের ঝোল ও ভর্তা। দুপুরেঃ সাদা ভাত, দেশী মুরগি, শুটকি / চ্যাপা শুটকি / মাছ ভর্তা, ডাল। রাতেঃ স্পেশ্যাল ডিনার। কুটুম বাড়ি,সুনামগঞ্জ।(পরিমান নির্ধারিত এবং নিজের পছন্দের সুযোগ আছে)
============================ কনফার্ম কিভাবে করবো ? ============================
কনফার্ম করার জন্য ফয়সাল আহম্মেদ 01618329725 এই নাম্বারে ৩৫৭০ টাকা পাঠিয়ে একটা মেসেজ বা ফোন দিয়ে দিলেই কনফার্মেশন নিশ্চিত হয়ে যাবে ।
============================ এই ট্যুরের বিশেষ নির্দেশনা ============================
১/ রেইন কভার সাথে নিবেন যাতে মোবাইল, মানিব্যাগ বৃষ্টিতে না ভিজে। ২/ পাওয়ার ব্যাংক থাকলে সাথে নিয়ে নিবেন। ৩/ ব্যক্তিগত টর্চ থাকলে খুবই ভালো। ৪/ হাফ প্যান্ট,গামছা সাথে রাখুন। ৫/ আপনি যতই এক্সপার্ট সাতারু হোন না কেনো, লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামা এলাউ না। ৬/ হ্যান্ড স্যানিটাইজার, সাবান, শেম্পু ও ওয়ান টাইম গ্লাস প্লেইট নিজেই নিয়ে আসুন এবং ব্যক্তিগত ব্যবহার্য হিসেবে শেয়ার করা থেকে বিরত থাকুন
============================ লক্ষ্যনীয়ঃ ============================
করোনার ঝুকি এড়াতে নিজেদের তত্ত্ববধানে নৌকা, নৌকায় ব্যবহার্য, বিছানার চাদর, বালিশের কাভার ইত্যাদি জীবাণু মুক্ত করার ব্যবস্থা করবো। আপনার অবশ্যই ভ্রমণ পিপাসু একটি মন থাকতে হবে। যেকোন সমস্যা হলে সেটি সবার সাথে মানিয়ে নিতে হবে। এটি একটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ট্রিপ। আপনার বন্ধু, বান্ধবী অথবা, বউ, বাচ্চাও সাথে নিতে পারবেন। কোন সমস্যা নেই। সিঙ্গেল কোন মেয়ে যেতে চাইলে নিশ্চিতে অংশগ্রহন করতে পারবেন। আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। কোন প্রকার মাদক এলাউ না। কারো কাছে এরকম কোন কমপ্লেইন পাওয়া গেলে সাথে সাথে তাকে ডিস-এলাউ করা হবে। সেক্ষেত্রে ইভেন্ট ফি ফেরত হবে না। কোন প্রকার প্রশ্ন থাকলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা, কল করতে পারেন ফয়সাল আহমেদ, হোস্ট 01618329725 ফয়সাল হাওরী, কো-হোস্ট ধন্যবাদ।