The Trail Seekers

The Trail Seekers Do not go where the path may lead; Go instead where there is no path and leave a trail � Need a va

04/06/2024

🙈😁

পাহাড় ঘেরা এমন একটা টং দোকানে চা এর সঙ্গী হিসেবে কাকে নিয়ে যেতে চান? ☕🤎🤍
03/06/2024

পাহাড় ঘেরা এমন একটা টং দোকানে চা এর সঙ্গী হিসেবে কাকে নিয়ে যেতে চান? ☕🤎🤍

Phe Phe falls ❤️Meghalaya, India ❤️
01/06/2024

Phe Phe falls ❤️

Meghalaya, India ❤️

গরমের আরাম 🥱Sikkim,India ❤️
01/06/2024

গরমের আরাম 🥱

Sikkim,India ❤️

যেনে রাখুন ,ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ --------১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।  ২)NID/ পাসপোর্...
01/06/2024

যেনে রাখুন ,ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ --------

১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।
২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।
৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।
৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।
৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।
৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)
১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।
১৮ ) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ্ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে, পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে।

পাহাড়ের ডাকে ছুটে যাই বার বার 🏔️
18/03/2024

পাহাড়ের ডাকে ছুটে যাই বার বার 🏔️

18/03/2024

> পদচিহ্ন ভুলে যাও আর সৃতিগুলো নিয়ে নাও।

🌄নিঝুমদ্বীপ চৌধুরী খাল ক্যাম্পিং ❤️

22/09/2023

ভিডিও টা দেখে নিজেকে সামাল দেওয়া কষ্ট হয়ে গেলো 😥😥

গতকাল মিরপুরের একটি রাস্তায় কারেন্টের তার ছিড়ে পানিতে পরে গেলে সেখানে বাচ্চা সহ বেশ কয়েকজনের মৃত্যু হয় 😥

উন্নয়ন আর উন্নয়ন। এত উন্নয়ন দিয়ে কি হবে যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।দেখে নিন টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ১।...
13/09/2023

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।

দেখে নিন টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️

ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৩। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি/ বিদ্যুৎ বিলের কপি।
৪। লাস্ট ১ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৫। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৬। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৭। পাসপোর্ট কপি
৮। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)

---------------------------------------------------------------
দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??
সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।

মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।

ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

09/09/2023

Gang ✌️

09/09/2023

need this kind of relaxation with friends☘️🌳

04/09/2023

This View 👌🌻

ডিপ্রেশন কমাতে পাহাড়ে আসুন ⛰️❤️
04/09/2023

ডিপ্রেশন কমাতে পাহাড়ে আসুন ⛰️❤️

24/08/2023

লাইফে এমন কনফিডেন্স থাকতে হবে 😂😎

আমি তো ফুল মার্ক পেয়েছি ✌️আপনি কত পেলেন?
24/08/2023

আমি তো ফুল মার্ক পেয়েছি ✌️

আপনি কত পেলেন?

22/08/2023

ঝর্নার এই রুপ দেখতে পারা আসলেই ভাগ্যের ব্যাপার ❤️

10/08/2023

Somewhere in Coxsbajar ❤️

09/08/2023

পাহাড়ে ভাল্লুকের আক্রমণ।

ঝর্নায় পৌছাই রাত ৮টার দিকে। সবাই ক্লান্ত, যে যার মত হাত,পা ছেড়ে শুয়ে আছে, সবাই ক্ষুধার্ত!!

এদিকে লক্ষন দাদা কে একটা খাসির কথা বলে রেখেছিলাম, উনিও আসছে না। ব্যাগ থেকে মুড়ি,চানাচুর বের করলাম খাওয়ার জন্য।

রাতের খাবারের এখনো কোনো হদিস নাই,কখন রান্না করবো আর কখন খাবো।

রাত ১০.৩০ এর দিকে লক্ষন দাদা আসলো পুরো শরীরে রক্ত মাখা, কিছু জিজ্ঞাসা করার আগেই বললো 'দাদা খাশিটা হারিয়ে গেছে'। ধুরু দাদা খাশির খবর পরে তোমার এই অবস্থা হইলো ক্যামনে?

দাদা আপনাদের জন্য খাশিটা কিনে নিয়ে আসতাসিলাম, হঠাৎ করে হাত থেকে ছুটে দিল দৌড় আমিও খাশির পিছনে পিছনে দৌড়, রাতের অন্ধকারে কোথায় গেলো খুজে পাচ্ছি না।

অনেকক্ষন পর লাইট মারার পর দেখলাম কি যেনো চোখের মত একটা জ্বলছে...! সামনে গেলাম মনে হলো খাশি ২হাত দিয়ে জরাইয়া ধরলাম দাদা ভাবলাম খাসি কিন্তু এইটা দাদা ভাল্লুকের বাচ্চা..!

বাচ্চা ভাল্লুকের মা আশেপাশেই ছিলো আমাকে দেখেই আমার উপর আক্রমণ এক থাবা তেই হাত টা মনে হলো ছিরে ফেললো দাদা।

কই থেকে বুদ্ধি আসলো দিলাম এক লাত্থি ভাল্লুক টা সাইডে পরে গেলো আমিও দিলাম এক দৌড় (আমাকে ভাল্লুক ধরসে ভাল্লুক ধরসে চিল্লাইতে চিল্লাইতে)।

কিভাবে যে আসলাম দাদা আমি মনে আজকে বাচতাম না উপর ওয়ালা আমাকে বাচাইসে আজকে নাহলে আমি শেষ....!

দাদার মুখ থেকে কাহিনি শুনতে শুনতে দাদার শরীরের রক্ত মুছে দিলাম আর আমার ব্যাগে ব্যান্ডেজ,গজ,হেক্সিসোল ছিলো সেইগুলা দিয়ে কোনোমতে ব্যান্ডেজ করে দিলাম রক্ত পরা বন্ধ করলাম।

এত কাহিনির পরেও দাদা নিজের বাসার জন্য ২কেজি গয়ালের মাংস কিনেছিলো সেইটা আমাদের জন্য নিয়ে আসতে ভুলে নি।

রান্না করতে করতে রাত বেজে গেলো ১.৩০ পরে সবাই একসাথে বসে খাবার খাই।

পাহাড়ের মানুষের ভালোবাসা আসলেই অতুলনীয়, তাই তো পাহাড় ভালোবাসি, পাহাড়ের মানুষদের ভালোবাসি ❤️

09/08/2023

মিঠাছরি ঝর্না,নাপিত্তাছড়া ট্রেইল, সীতাকুণ্ড ❣️

Monsoon in Bandarban ❤️
02/08/2023

Monsoon in Bandarban ❤️

04/04/2023

One day in sha allah 😍❤️

Address

Shonirakhra, Jatrabari, Dhaka
Dhaka

Telephone

+8801626163674

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Trail Seekers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Trail Seekers:

Videos

Share

Category

Nearby travel agencies