21/05/2024
🇲🇰 #নর্থ_মেসেডোনিয়া_জব_ভিসা✌️✈️
✳️নর্থ মেসেডোনিয়া হল দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র, এটি পূর্বে যুগোস্লাভিয়ার অন্তর্গত ছিল, ১৯৯১ সালের নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা লাভ করে, যার আয়তন ২৫,৭১৩ বর্গকিলোমিটার, রাজধানী স্কপিয়ে, মুদ্রার নাম মেসিডোনিয়ান দিনার MKD, ইউরোপের নন-সেঞ্জেন কান্ট্রি সমুহের মধ্যে একটা ভালো দেশ।
🎇 ইউরোপের নন-সেঞ্জেন অন্যান্য দেশের চেয়ে নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং অনেক সহজ ও ভিসা রেশিও শতভাগ। বর্তমানে ইউরোপের অন্যান্য কান্ট্রির ভিসা প্রসেসিং এ অনেক জটিলতা থাকায় ভিসা পাওয়া খুব যন্ত্রণার! ইতালির বিষয়টি তো মোটামুটি সবারই জানা আছে, আবেদন কারীর পাশাপাশি এজেন্সি থেকে শুরু করে মধ্যস্থকারী সবাই ক্ষতিগ্রস্ত।
🎆 অন্যদিকে রোমানিয়া মাল্টা সার্বিয়া ক্রোয়েশিয়া লিথুনিয়া থেকে যে হারে সবাই গেইম দিচ্ছে, যার জন্য বাংলাদেশিদের জন্য দিন দিন ইউরোপের পথ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। বর্তমানে কয়েকটি দেশ মোটামুটি ভিসা দিচ্ছে, সবাই যদি একটু চিন্তা করি তাহলে আর প্রব্লেম থাকেনা, আশাকরি সবাই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন।
🪡 আর এই এত এত সমস্যার মাঝে আপনি যদি হ্যাসেল ফ্রি অল্প খরচে কম সময়ের মধ্যে ইউরোপ যেতে চান, তাহলে নর্থ মেসিডোনিয়া হবে আপনার জন্য বেষ্ট অপশন, সেখানে গিয়ে ১-২ বছর কাজ করে TRC নিয়ে বৈধ ভাবেই আপনি সেঞ্জেন কান্ট্রি গুলোতে যেতে পারবেন।
🎄বর্তমানে কয়েকটি সেক্টরে বেশকিছু ক্যাটাগরিতে জবের অপশন আছে, চাইলে আপনার যদি কোন বিষয়ে অভিজ্ঞতা থাকে, তাহলে আপনিও আবেদন করতে পারেন নর্থ-মেসেডোনিয়া জন্য।
√ সুপারশপ
√ হোটেল
√ রেস্টুরেন্ট
√ ইলেক্ট্রিক
√ কন্সট্রাকশন
√ ক্লিনার
√ ড্রাইভিং
√ ফুড প্যাকেজিং
√ এগ্রিকালচার
√ ফুড ডেলিভারি সহ ইত্যাদি।
✅এছাড়াও নর্থ মেসিডোনিয়া সম্পর্কিত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, বা সময় থাকলে একটা এপয়েন্টমেন্ট নিয়ে (রবি থেকে বৃহস্পতিবার) (সকাল ১০টা থেকে বিকাল ৬ঃ৩০ মিঃ) এর মধ্যে চলে আসুন আমাদের অফিসে। ধন্যবাদ👍
📱+88 01862-911193
📱+88 01884-399974
📱+88 01886-052056
📱+88 01771-535712
📧 [email protected]
🎧 + 88 09696-363802
🏙️Our Office : House-01, Road-04, Banani-DOHS, Dhaka-1206, Bangladesh