05/08/2020
#কবে_ওপেন_হচ্ছে_কোন_যায়গা?
#সাজেকঃ এখনো পুরোপুরি বন্ধই রয়েছে। ঘোষণা আসবে আসবে করছে, কিন্তু ঘোষণা আসেনি কোন। আসা মত্রই গ্রুপে জানিয়ে দিবো।
#টাংগুয়ার_হাওরঃ সীমিত আকারে চলছে, অল্প মানুষ নিয়ে নৌকায় করে ঘুরছেন অনেকেই। তবে অবশ্যই সর্বোচ্চ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। যতটা সম্ভব নৌকায়ই পুরো সময় কাটানোর চেষ্টা করতে হবে।
#শ্রীমঙ্গলঃ বেশ কিছু হোটেল-রিসোর্ট খোলা আছে এবং লোকজন যাচ্ছে। তবে এখনও পর্যটন স্থান (লাওয়াছরা, মাধবপুর লেক) খোলেনি।
#কক্সবাজারঃ আন অফিসিয়ালি খোলা, অফিসিয়ালি বন্ধ।
অনেক হোটেল খোলা আছে, তবে মেইন বিচগুলোতে প্রশাসনিকভাবে মাঝে মধ্যে লোকজন থাকলে সরিয়ে দেয়া হচ্ছে।
আজকে/কালকে একটা অফিসিয়াল মিটিং হবার কথা কক্সবাজার খুলে দেয়ার ব্যাপারে।
#সিলেটঃ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে সিলেটের পর্যটন স্থানগুলো(রাতারগুল, জাফলং, বিছনাকান্দি) ঈদের দিন থেকে খুলে দেয়া হয়েছে।
#বান্দরবানঃ এখনো সকল পর্যটন স্থান বন্ধ রয়েছে। কিছু হোটেল খোলা আছে, তবে বান্দরবান শহর ক্রস করে থানচি/রোমা/রোয়াংছড়ি কোনদিকেই যাওয়া যাচ্ছে না কোন বিশেষ অনুমতি বা কারণ ছাড়া। সেই কারণে কোন প্রকার ট্রেকিং রুটও অফিসিয়ালি খোলা নেই।
#সেইন্ট_মার্টিনঃ মূলত কোরবানির ঈদের পর অনেকেই ট্রলারে করে সেইন্ট মার্টিন যান, তবে এবার করোনার কারণে মার্চের ২০ তারিখ বন্ধ হবার পর থেকে আর কোন ট্যুরিস্ট ঢুকতে দেয়া হয়নি। এখনো পর্যন্ত লোকাল লোকজনের বাইরে কোন ট্যুরিস্ট ঢুকতে পারছে না সেইন্ট মার্টিন।
রিসোর্ট মালিক বা বাণিজ্যিক কারণে কেউ গেলে কোস্ট গার্ড এবং স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে যেতে পারবে, সেটাও বেশ সময় এবং ঝামেলাপূর্ণ।
#সুন্দরবনঃ মূলত সুন্দরবনের সিজন শুরু হয়ে অক্টোবর এর শেষ দিক থেকে, তারপরও কোরবানির ঈদের ছুটিতে অনেকেই বিগত ৩-৪ বছর ধরে ট্রিপ করছে। তবে এবার ঈদে কোন শিপ ছেড়ে যায় নি সুন্দরবনের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত কোন অফিসিয়াল অনুমতি/ছাড়পত্র আসেনি সুন্দরবনের জন্য।
#চট্রগ্রাম_রেঞ্জঃ বেশ কয়েক বছর ধরেই চট্রগ্রাম রেঞ্জের ঝর্নাগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। বর্ষায় একদিনের মধ্যেই ছোট ট্রেক, ঝর্না, সি বিচ ঘুরে আসার উদ্দেশ্যে অনেকেই যাচ্ছে ওই দিকটায়। এখন পর্যন্ত ওই দিকটা খোলা রয়েছে। নাপিত্তাছরা, খৈয়াছড়া, কমলদহ, বোয়ালিয়া, ঝরঝরি সহ বেশ কিছু ট্রেইল রয়েছে যেগুলোতে এক ট্রেইলেই কয়েকটি ছোট-বড় ঝর্নার দেখা মেলে। আবার সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ও রয়েছে সেদিকে। তবে সীতাকুণ্ড ইকো পার্ক বন্ধ রয়েছে।
#রাঙামাটিঃ অফিসিয়ালি এখনো কোন স্বীদ্ধান্ত আসেনি, তবে হোটেল খোলা রয়েছে। ছোট টিম হলে লেকে নৌকায় করে কিছুটা ঘোরাও যাচ্ছে।
লেখাঃ Imranul Alam ভাই