15/08/2020
( Get a way tourism) এ মাত্র ১৬৫০/= টাকায় নাপিত্তাছড়া ঝর্না ভ্রমন !
করােনাকালীন সময়ের কথা বিবেচনা করে সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস দেয়া হবে ট্যুরের আগে এবং বাসের সিট প্লান বন্টনে সামাজিক দূরত্ব মানা হবে # নাপিত্তাছড়া ট্রেইল । নাপিত্তাছড়া ট্রেইল মিরসরাই - সীতাকুন্ড রিজনের সবচেয়ে সুন্দর ঝিড়ি পথ । এই ট্রেইলে সর্বমােট ৪ টি ঝর্না দেখতে পাবেন ।৩ টি ঝর্নাই অসাধারন সুন্দর , ঝর্ণা গুলাের ছবি আপনার । চোখে লেগে থাকবে অনেকটা দিন এটা গ্যারান্টি !! যাত্রার তারিখঃ ২২ ই আগস্ট ২০২০ রাত ১২ টা । ( ঢাকার শাহাবাগ অথবা সায়েদাবাদ থেকে ) ফেরার তারিখঃ ২৩ ই আগস্ট ২০২০ রাত ৯/১০ এ ঢাকায় থাকবাে । # এই ইভেন্টে_যা_যা_থাকবে নাপিত্তাছড়া ট্রেইল । * কুপিকাটাখুম ঝর্ণা ।
# যা_সাথে_নেওয়া উচিতঃ * যেহেতু এটা হালকা ট্রেকিং ট্যুর তাই সাথে এংলেট এবং নি - গার্ড নিতে পারেন । * ট্র্যাকিং / হাঁটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন কিসমিস , বাদাম , খেজুর রাখবেন এবং সাথে গ্লুকোজ , স্যালাইন । * ট্রেকিং উপযােগী হাল্কা জুতা বা স্যান্ডেল * পানির বােতল ( ৫০০ এম এল ) । * তােয়ালে এবং ঝর্ণায় গােসলের জন্যে কাপড় । * পলিথিন ( মােবাইল ক্যামেরা বৃষ্টির হাত থেকে বাঁচানাের জন্য ) * সানগ্লাস , হ্যাট , সান ক্রিম ( যদি অতিরিক্ত ত্বক সচেতন হন ) " N২-৩ ঘন্টা হাটার মানুষিক প্রস্ততি নিয়ে কনফার্ম করুন আপনার যাত্রা ।।। # শর্ত - সমুহঃ * প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে । * এটা একটা এডভেঞ্চার টাইপ ট্রিপ , ট্র্যাকিং আছে । তবে সেটা খুব একটা কষ্টসাধ্য না । * প্রতিটি জায়গাই আমাদের নিজেদের , তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দ্বায়িত্ব । যেন টুরিজম এর কোন ক্ষতি না হয় , সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে ।
বুকিং নাম্মার: ০১৯৯০৬৫৯৫৪৯