Ghurpak-ঘুরপাক

Ghurpak-ঘুরপাক একজন ভ্রমনকারীর পৃথিবীর সম্পর্কে অনেক কিছু জানা থাকে

15/02/2022
শশী লজ বা শশীলজ, বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ী, যা ময়মনসিংহের রাজবাড়...
31/10/2021

শশী লজ বা শশীলজ, বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ী, যা ময়মনসিংহের রাজবাড়ী নামেও সমধিক খ্যাত। শহরের কেন্দ্রস্থলে, ব্রহ্মপুত্র নদের অদূরে, এই রাজবাড়ী অবস্থিত। ১৯৫২ সাল থেকে শশী লজ ব্যবহৃত হচ্ছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। ২০১৫ সালে ৪ এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশী লজটি অধিগ্রহণ করে।

13/07/2021

বাদলা দিনে মনে পড়ে
ছেলেবেলার গান,

বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
নদে এলো বান। ❤️❤️

Device: Redmi Note 9 Pro

Music: Cholo Viji Bristite by Habib Wahid

ছোটসোনা মসজিদ, তাহখানা, চাঁপাইনবাবগঞ্জ।সেপ্টেম্বর, ২০২০।
19/06/2021

ছোটসোনা মসজিদ, তাহখানা, চাঁপাইনবাবগঞ্জ।
সেপ্টেম্বর, ২০২০।

রবীন্দ্র কুঠিবাড়ি, শিলাইদহ, কুমারখালি, কুষ্টিয়া। অক্টোবর, ২০২০।
18/06/2021

রবীন্দ্র কুঠিবাড়ি, শিলাইদহ, কুমারখালি, কুষ্টিয়া।
অক্টোবর, ২০২০।

17/06/2021

আসসালামু আলাইকুম
আমাদের গ্রুপে আপনাকে স্বাগতম।

নাগরিক জীবনের ব্যস্ততা ও কাজের চাপে কখনো কখনো সব অসহ্য হয়ে ওঠে। শরীর ও মনে চেপে বসে অবসাদ। বিরক্তিকর হয়ে ওঠে নিত্যদিনের জীবনযাপন। এসময় নিজেকে কিছুটা চাপমুক্ত করতে সব কাজ থেকে ছুটি নিয়ে মাঝে মধ্যেই হারিয়ে যেতে ইচ্ছে করে।

তাছাড়া ঘোরাঘুরি করলে মন ভাল থাকে, মানসিক অবসাদ দূর হয়, হার্ট অ্যাটাক এর ঝুকি কমে।

ভ্রমন নিয়ে যেকোন বিষয়ে জানার থাকলে গ্রুপে পোস্ট করুন অথবা ইনফরমেশন শেয়ার করুন। ছবি আপলোড করার ক্ষেত্রে সেই ছবি কোথায় তোলা হয়েছে, কিভাবে যেতে হয়, কখন গেলে ভালো হয়, কোন কোন প্লেসে গেলে ভালো হয় সংক্ষিপ্ত বর্ণনা দিন, ভাল খারাপ সকল অভিজ্ঞতা শেয়ার করুন।

গ্রুপে নানান পেশার নানান মানুষ জয়েন করবেন সবার চিন্তা ভাবনা একরকম না তাই আমরা চাই গ্রুপে কোন ঝামেলা না হোক তাই গ্রুপের প্রতিটি সদস্যকে নিম্নে উল্লেখিত গ্রুপ রুলস গুলা অবশ্যই মেনে চলতে হবে।

গ্রুপ রুলসঃ
১. গ্রুপের কারো সাথে অশোভনীয় আচরন করা যাবে না।

২. ভ্রমন সম্পর্কিত পোস্ট বা ছবি ব্যতিত কোন লিংক বা আপত্তিকর ছবি পোস্ট করা যাবে না।

৩. ঘুরপাক ব্যতিত অন্য কোন গ্রুপ, পেইজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের বানিজ্যিক পোস্ট বা লিংক শেয়ার করা যাবে না।

৪. ধর্ম, বর্ণ, জাতি, কোন ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠানকে আঘাত করে কোন পোস্ট বা ছবি শেয়ার করা যাবে না।

৫. কোন ছবি/ভিডিও পোস্ট করার সময় স্থানের নাম এবং সেখানে কিভাবে যেতে হয় সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।

বিঃ দ্রঃ
***গ্রুপে একে অপরের সাথে ব্যক্তিগত লেনদেন করলে এতে কোন ঝামেলা হলে ঘুরপাক এর দায় নিবেনা।

***গ্রুপে কারো সাথে কোন ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে কোন ঝামেলা সৃষ্টি হলে তার দায়ভার ঘুরপাক নিবেনা।

***আমরা সবাই সবাইকে সম্মান করবো।

***কোন অসামাজিক বা বিতর্কিত পোস্ট করা হলে এডমিন/মোডারেটর উক্ত পোস্টটি ডিলিট করে দিতে পারবে।

***গ্রুপের কোন সদস্য/মোডারেটরের বিরুদ্ধে কোন অভিযোগ বা অসামাজিক কোন কার্যকলাপ প্রমানিত হলে তাকে গ্রুপ থেকে রিমুভ/ব্যান করা হবে।

আশা করছি সবাই রুলস গুলা মেনে চলবেন।

আমাদের গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/ghurpaktorism

একজন ভ্রমনকারীর পৃথিবীর সম্পর্কে অনেক কিছু জানা থাকে

17/06/2021
17/06/2021

আবার হারিয়ে যেতে চাই।

চন্দ্রনাথ পাহাড়
September-2020
Device: Xiaomi Redmi 9 Pro

Address

Dhaka

Telephone

+8801755755431

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghurpak-ঘুরপাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Dhaka travel agencies

Show All