Railway Gallery

Railway Gallery শুধুমাত্র রেলপ্রেমিদের জন্য...
(5)

17/01/2024

দুই ট্রেনের রেস (কপোতাক্ষ এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস)

14/01/2024

বেচারা চোর শুধু জানালা দিয়ে ব্যাগ চুরি করতে এসেছিলো 😁

বাকিটা ইতিহাস

12/01/2024

ভারত থেকে আসা মেদেনীপুর ওরশ স্পেশাল - এবছর ফেব্রুয়ারিতে আবারো দেখা যাবে এই ট্রেন

ভিডিও ২০২৩ (কালেক্টেড)

09/01/2024

কুয়াশা ভেদ করে লোকোমাষ্টারদের এভাবেই ট্রেন চালাতে হয়

07/01/2024

ট্রেন ই যখন জ্যামে আটকে যায়... 😴

07/01/2024

আ গু নে পুড়ে যাবার আগে সেদিনবিকেলে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস কুষ্টিয়া অতিক্রম কালে....

যাত্রীরা তখন জী বি ত ছিলো সবাই, এখন অনেকেই পরপারে পাড়ি জমিয়েছে।

ক্রেডিট - A Cameraman

07/01/2024

অসাধারণ গতিতে কলকাতা - খুলনা বন্ধন এক্সপ্রেস

© বিশ্বরূপ চ্যাটার্জি দাদা

ভালো থেকো তোমরা....© My Name
07/01/2024

ভালো থেকো তোমরা....

© My Name

03/01/2024

অসাধারণ সুইজারল্যান্ড

© কালেক্টেড

03/01/2024

১৯৬৯ সালে হাওড়ার একটি ট্রেন

রেললাইন ভাঙা থাকায় বারবকুন্ড-সীতাকুন্ড সেকশনে চট্টলা এক্সপ্রেস (৮০১ আপ) দুর্ঘটনা কবলিত।© কালেক্টেড
03/01/2024

রেললাইন ভাঙা থাকায় বারবকুন্ড-সীতাকুন্ড সেকশনে চট্টলা এক্সপ্রেস (৮০১ আপ) দুর্ঘটনা কবলিত।

© কালেক্টেড

রূপসা / সীমান্ত এক্সপ্রেস ট্রেনের অবস্থা... শীঘ্রই র‍্যাক পরিবর্তন হচ্ছে ট্রেনটির,টুঙ্গিপাড়া এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রে...
02/01/2024

রূপসা / সীমান্ত এক্সপ্রেস ট্রেনের অবস্থা...

শীঘ্রই র‍্যাক পরিবর্তন হচ্ছে ট্রেনটির,টুঙ্গিপাড়া এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেসে এই সাদা ইনকা কোচগুলো যুক্ত হবার সম্ভাবনা আছে 🥹

[কালেক্টেড]

রূপপুর রেলওয়ে স্টেশন© রাজিব হোসেন
02/01/2024

রূপপুর রেলওয়ে স্টেশন

© রাজিব হোসেন

ঈশ্বরদী জংশন © রাজিব
30/08/2023

ঈশ্বরদী জংশন

© রাজিব

LHB কোচের চেয়ারের আদলে মিটারগেজ কোরিয়ান কোচের চেয়ারছবি - Hridoy
25/06/2023

LHB কোচের চেয়ারের আদলে মিটারগেজ কোরিয়ান কোচের চেয়ার

ছবি - Hridoy

ঈদ উপলক্ষে যত আয়োজন (পশ্চিমাঞ্চল):✓ ১৭ এপ্রিল থেকে চীন থেকে সদ্য আনা কোচে চলাচল শুরু করবে নীলসাগর এক্সপ্রেস।✓ ১৮ এপ্রিল...
07/04/2023

ঈদ উপলক্ষে যত আয়োজন (পশ্চিমাঞ্চল):

✓ ১৭ এপ্রিল থেকে চীন থেকে সদ্য আনা কোচে চলাচল শুরু করবে নীলসাগর এক্সপ্রেস।
✓ ১৮ এপ্রিল থেকে চীন থেকে সদ্য আনা কোচে চলাচল শুরু করবে বেনাপোল এক্সপ্রেস।
✓ ১৮ হতে ২৫ এপ্রিল সিবিসি কাপলিং এর রেকে পঞ্চগড় -ঢাকা - পঞ্চগড় দুটি এসি চেয়ার কোচ ও দুটি শোভন চেয়ার কোচ অতিরিক্ত হিসেবে যুক্ত থাকবে।
✓ ১৮ হতে ২৬ এপ্রিল স্ক্রু কাপলিং এর রেকে পঞ্চগড় -ঢাকা - পঞ্চগড় একটি পাওয়ার কার কাম শোভন চেয়ার কোচ অতিরিক্ত হিসেবে যুক্ত থাকবে।
✓ সিল্কসিটি,পদ্মা এবং ধুমকেতু এক্সপ্রেস এ একটি করে এসি চেয়ার কোচ অতিরিক্ত হিসেবে যুক্ত থাকবে।
✓ রুপসা ও সীমান্ত এক্সপ্রেস এ একটি করে শোভন চেয়ার কোচ অতিরিক্ত হিসেবে যুক্ত থাকবে।
✓ দোলনচাঁপা এক্সপ্রেস এ একটি করে শোভন চেয়ার কোচ অতিরিক্ত হিসেবে যুক্ত থাকবে।
✓ করতোয়া এক্সপ্রেস এ দুটি শোভন চেয়ার কোচ অতিরিক্ত হিসেবে যুক্ত থাকবে।
✓ যাত্রীদের অভিযোগ আমলে নিতে চার বিভাগে চারটি এবং রেল ভবনে একটি সহ পাঁচটি অভিযোগ নম্বর চালু করা হবে। যাত্রীদের তা যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
✓ যাত্রীদের সুবিধার্থে পঞ্চগড় - জয়দেবপুর - পঞ্চগড় এবং ঢাকা - চিলাহাটি - ঢাকা দুটো ঈদ স্পেশাল ট্রেন চালু করা হবে।
✓ পঞ্চগড় ঈদ স্পেশাল এবং চিলাহাটি ঈদ স্পেশাল ঈদের আগে ১৮-২০ এবং ঈদের পরে ২৪-২৫ এপ্রিল চলাচল করবে।
✓ পঞ্চগড় ঈদ স্পেশাল ট্রেনে কোন এসি কোচ থাকবে না।
✓ চিলাহাটি ঈদ স্পেশাল ট্রেনে ২ টি এসি কেবিন ও চারটি এসি চেয়ার কোচ যুক্ত থাকবে।

🔴 ঈদ স্পেশাল ও এর সময় সূচি:

*বিমুসিই, পঞ্চগড় ঈদ স্পেশাল-১,
জয়দেবপুর ছাড়বে সন্ধ্যা ১৯:২৫, ও পঞ্চগড় পৌঁছাবে সকাল ০৫:২৫
*বিমুসিই, পঞ্চগড় ঈদ স্পেশাল-২,
পঞ্চগড় ছাড়বে সকাল ৬:২৫, জয়দেবপুর পৌঁছাবে বিকাল ১৫:৪৫।

*চিলাহাটি ঈদ স্পেশাল-১৫,
ঢাকা ছাড়বে রাত ২৩:৪৫, চিলাহাটি পৌছাবে সকাল ০৯:৪৫।
*চিলাহাটি ঈদ স্পেশাল-১৬,
চিলাহাটি ছাড়বে দুপুর ১৪:৩০, ঢাকা পৌছাবে রাত ২২:৫৫।

* ঈদের আগে ১৮ থেকে ২০ এপ্রিল ও ঈদের পরে ২৪ ও ২৫ এপ্রিল চলাচল করবে উক্ত ঈদ স্পেশাল ট্রেন ২ টি।

*ঈদ স্পেশালের টিকিট শতভাগ অনলাইনে পাওয়া যাবে।

*আগামী ১৭ তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত একতা, দ্রুতযান, পঞ্চগড়, রংপুর, লালমনি, কুড়িগ্রাম, নীলসাগর ও চিলাহাটি ঈদ স্পেশাল ট্রেন সমূহ ঢাকা যাবার সময় বিমানবন্দর স্টেশনে দারাবে না। তবে ঢাকা থেকে ছেড়ে এসে বিমানবন্দরে দারাবে।

*একতা/দ্রুতযান/পঞ্চগড় এক্সপ্রেস ৩ ট্রেনের ৪ রেকে লোড বাড়ানো হবে। যার মধ্যে ২০১৯ মডেলের ইনকার সর্বমোট লোড ১৬/৩২ ও ২০১৬ মডেলের ইনকার সর্বমোট লোড ১৩/২৬ করা হবে। যা পর্যায়ক্রমে ৩ ট্রেনেই চলবে। এছাড়াও স্ক্রু কাপ্লিং এর একটি এসি চেয়ার ঢাকায় এক্সট্রা রাখা হবে৷ সেই সাথে বাকি প্রায় সব ট্রেনেরও লোড বাড়ানো হবে।

* পঞ্চগড় ঈদ স্পেশাল ভেকুয়াম রেকে ৯/১৮ লোডে ও চিলাহাটি ঈদ স্পেশাল চাইনিজ+ইনকা মিক্স রেকে ১১/২২ লোডে চলবে।

**পঞ্চগড় ঈদ স্পেশালের যাত্রা বিরতি ও সময় সূচিঃ

* ঈদ স্পেশাল-১ (জয়দেবপুর - বিমুসিই)
জয়দেবপুর ছাড়বে ১৯:২৫
সান্তাহার ০০:২০
জয়পুরহাট ০১:০৩
বিরামপুর ০১:৪৮
ফুলবাড়ি ০২:০৩
পার্বতীপুর ০২:৪০
দিনাজপুর ০৩:২০
ঠাকুরগাঁও ০৪:৩৬
কিসমত ০৫:০৩
বিমুসিই, পঞ্চগড় পৌছাবে ০৫:২৫

* ঈদ স্পেশাল-২ (বিমুসিই - জয়দেবপুর)
বিমুসিই, পঞ্চগড় ছাড়বে ৬:২৫
কিসমত ৬:৪৩
ঠাকুরগাঁও ০৭:০৭
দিনাজপুর ৮:২০
পার্বতীপুর ০৯:১৫
ফুলবাড়ি ০৯:৩৬
বিরামপুর ০৯:৫০
জয়পুরহাট ১০:২৩
সান্তাহার ১১:০০
জয়দেবপুর পৌছাবে ১৫:৪৫

আপনার ঈদ যাত্রা শুভ হোক 😊

© সাঈদ আনোয়ার

কালেক্টেড পোস্ট - ছবি: রাজু ভাই

এবার ঈদে ট্রেনের অগ্রিম টিকিট ও ফিরতি টিকিটের  সময়সূচি,, আসন্ন ঈদ-উল-ফিতরের ঈদযাত্রা উপলক্ষে ১ এপ্রিল ২০২৩ থেকে আন্তনগর ...
02/04/2023

এবার ঈদে ট্রেনের অগ্রিম টিকিট ও ফিরতি টিকিটের সময়সূচি,,

আসন্ন ঈদ-উল-ফিতরের ঈদযাত্রা উপলক্ষে ১ এপ্রিল ২০২৩ থেকে আন্তনগর ট্রেনের টিকেট প্রাপ্তির নিয়মাবলি:

১। ১ এপ্রিল ২০২৩ থেকে যাত্রার ১০ দিন পূর্বের আন্তনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। ১ এপ্রিল পাওয়া যাবে ৫ থেকে ১১ এপ্রিলের যাত্রার টিকেট। (বি.দ্র: ৩১ মার্চ পাওয়া যাবে ৪ এপ্রিলের টিকেট)

২। ১ এপ্রিল থেকে সকাল ৮ঃ০০ টা থেকে কাউন্টার এবং অনলাইনে একযোগে টিকেট ক্রয় করা যাবে। অনলাইন ও কাউন্টারে আলাদা কোটা থাকবে না।

৩। ১ থেকে ১৬ এপ্রিলের যাত্রার টিকেট অনলাইন বা কাউন্টার যে কোন যায়গা থেকে ক্রয় করা যাবে।

৪। ১৭ থেকে ২১ এপ্রিল এবং ২৫ থেকে ৩০ এপ্রিলে যেসকল আন্তনগর এবং স্পেশাল ট্রেন চলবে, সেসকল ট্রেনের টিকেট শুধুমাত্র অনলাইনে ক্রয় করা যাবে। কাউন্টারে এসকল দিনের যাত্রা করা ট্রেনের আসনসহ টিকিট পাওয়া যাবে না।

৫। ঈদযাত্রায় ৭, ৮, ৯, ১০, ১১ এপ্রিল যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০, ২১ এপ্রিলের টিকেট অনলাইনে সিটসহ বিক্রি শুরু হবে।

৬। ফিরতি যাত্রায় ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এপ্রিল যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ এপ্রিলের টিকেট অনলাইনে সিটসহ ক্রয় করা যাবে।

৭৷ একজন যাত্রী ঈদ অগ্রিম টিকিট ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার ক্রয় করতে পারবেন। এবং প্রতিবার একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন।

৮৷ ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শুধুমাত্র অনলাইনে রিফান্ড করা যাবে।

৯। ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল। সাপ্তাহিক বন্ধের দিনও চলবে।

১০। স্পেশাল ট্রেনের টিকেট অনলাইনে বিক্রয় করা হবে।

১১। স্ট্যান্ডিং টিকেট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রয় করা হবে।

১২৷ ১৭ তারিখ হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, রংপুর, লালমনি ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সমূহ বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না।

Address

Dhaka
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Railway Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies