Nabab Hajj Kafela

Nabab Hajj Kafela For Hajj and Umrah.

24/09/2024

দাদার স্নেহ- ছায়ায় নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।

আবওয়ায় মা আমেনার ইন্তেকালের পর বৃদ্ধ আব্দুল মুত্তালেব পৌত্রকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছলেন। পিতৃ - মাতৃহীন পৌত্রের জন্য তাঁর মনে ছিল ভালোবাসার উত্তাপ। তিনি নতুন করে আঘাত পেলেন তা অতীত আঘাতের কথা জাগিয়া তোলে। পিতৃমাতৃহীন পৌত্রকে যতো ভালবাসতেন এত ভালবাসা তার নিজের পুত্র কন্যা কারো জন্যই ছিল না।

ভাগ্যের পরিহাস, বালক মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সে অবস্থায় ছিলেন একান্ত নিঃসঙ্গ কিন্তু আব্দুল মোত্তালেব তাঁকে নি:সঙ্গ থাকতে দিতেন না, তিনি পৌত্রকে অন্য সবার চেয়ে বেশি ভালোবাসতেন এবং স্নেহ করতেন।

ইবনে হিসাম বলেন- আব্দুল মোত্তলেবের জন্য কাবা ঘরের ছায়ায় বিছানা পেতে দেয়া হতো। তাঁর সব সন্তান সেই বিছানার চারিদিকে বসতো। কিন্তু মোহাম্মদ গেলে বিছানায় বসতেন। তিনি ছিলেন অল্প বয়স্ক শিশু। তাঁর চাচা তাঁকে বিছানা থেকে সরিয়ে দিতেন।জ কিন্তু আব্দুল মোতালেব বলতেন, ওকে সরিয়ে দিও না। ওর মর্যাদা অসাধারণ। তারপর তাকে নিজের পাশে বসাতেন। শুধু বাসানোই নয় তিনি প্রিয় পৌত্রকে সব সময় নিজের সঙ্গে রাখতেন। বালক মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কাজকর্ম তাকে আনন্দ দিতেন।

বয়স ৮ বছর দুই মাস দশ দিন পর তাঁর দাদার স্নেহের ছায়াও উঠে গেল। তিনি ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে নিজের পুত্র আবু তালেবকে ওসিয়ত করে গেলেন- তিনি যেন তার ভ্রাতুষ্পূত্রের বিশেষ ভাবে যত্ন নেন। আবু তালেব এবং আব্দুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান।

আবু তালেব তাঁর ভ্রাতুষ্পুত্রকে গভীর স্নেহমমতার সাথে প্রতি পালন করেন। তাঁকে নিজ সন্তানের অনৃতভুক্ত করে নেন। বরং নিজ সন্তানের চেয়ে বেশি স্নেহ করতেন। ৪০ বছরের বেশি সময় পর্যন্ত ভ্রাতষ্পুত্রকে সহায়তা দেন। আবু তালেব প্রিয় ভ্রাতুষ্পুত্রের সার্থপর প্রতি লক্ষ্য রেখেই মানুষের সঙ্গে শত্রুতা ও মিত্রতা বন্ধন স্থাপন করতেন।

"শিশু নবী(حجره محمد صلى الله عليه وسلم)  মায়ের কোলে।" বক্ষ বিদরণের  ঘটনার পর বিবি হালিমা ভীত হয়ে তাঁকে মায়ের কাছে ফিরি...
23/09/2024

"শিশু নবী(حجره محمد صلى الله عليه وسلم) মায়ের কোলে।"

বক্ষ বিদরণের ঘটনার পর বিবি হালিমা ভীত হয়ে তাঁকে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এলেন। ছয় বছর বয়স পর্যন্ত মায়ের স্নেহ ছায়ায় কাটান।
এদিকে হযরত আমেনার ইচ্ছা হলো যে, তিনি পরলোকগত স্বামীর কবর যেয়ারত করবেন। পুত্র মোহাম্মদ দাসি উম্মে আইমান এবং শ্বশুর আব্দুল মোতালেব কে সঙ্গে নিয়ে তিনি প্রায় ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছলেন। একমাস এখানে
অবস্থানের পর মক্কার পথে রওনা হলেন।
মক্কা ও মদিনার মাঝামাঝি আবওয়া নামক জায়গায় এসে বিবি আমেনা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ক্রমে এই অসুখ বেড়ে চলল। অবশেষে তিনি আবওয়ায় ইন্তেকাল করেন।

"বক্ষ বিদারণের ঘটনা" দুধ ছাড়ানোর পরও শিশু মোহাম্মদ বনি সাদ গোত্রেই ছিলেন। তাঁর বয়স যখন চার অথবা পাঁচ বছর, তখন ঘটনাটি ঘ...
18/09/2024

"বক্ষ বিদারণের ঘটনা"
দুধ ছাড়ানোর পরও শিশু মোহাম্মদ বনি সাদ গোত্রেই ছিলেন। তাঁর বয়স যখন চার অথবা পাঁচ বছর, তখন ঘটনাটি ঘটে। অধিকাংশ সীরাত রচয়িতা এই অভিমত ব্যক্ত করেছেন। কিন্তু ইবনে ইসহাকের বর্ণনা থেকে জানা যায় যে তিন বছর বয়সে এ ঘটনা ঘটেছিল।
এ ঘটনার তো বিবরণ সহীহ মুসলিম শরীফে হযরত আনাস রাজিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হযরত জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন। এ সময় আল্লাহ তায়ালার রাসূল শিশুদের সঙ্গে খেলা করছিলেন। জিব্রাইল তাকে শুইয়ে বুক চিরে দিল বের করলেন- অতঃপর দিল থেকে একটি অংশ বের করে বললেন এটা আপনার মধ্যে শয়তানের অংশ। তারপর দিল একটি তশতরীতে রেখে জমজম কুপের পানি দিয়ে ধুয়ে নিলেন। অতঃপর যথাযথ স্থানে স্থাপন করলেন। অন্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালিমার কাছে বলল, মোহাম্মদকে মেরে ফেলা হয়েছে। পরিবারের লোকেরা ছুটে এলো। এসে দেখলো তিনি বিবর্ণ মুখে বসে আছেন।

তাড়াতাড়ি পাসপোর্ট নিয়ে যোগাযোগ করুন।০১৮২৪ ৬৬৬ ৩৩৯।Date: 20/25 December, 2024.
10/09/2024

তাড়াতাড়ি পাসপোর্ট নিয়ে যোগাযোগ করুন।
০১৮২৪ ৬৬৬ ৩৩৯।
Date: 20/25 December, 2024.

27/08/2024

নিজের দোষ চিনবার উপায়:-

জেনে রাখুন যে, যখন করুণাময় আল্লাহ কোন লোকের মঙ্গল কামনা করেন তিনি তাকে তার দোষ সমূহ দেখাইয়া দেন। যার দৃষ্টি তার দোষের জন্য কোন ভয় নাই। যখন সে তার দোষ সমূহ জানতে পারে তখন তার চিকিৎসা করা সম্ভব হয়। কিন্তু অধিকাংশ মানুষ তার দোষ সম্বন্ধে অজ্ঞ থাকে। কেউ তার ভ্রাতার চক্ষুর ভিতর অনিষ্ট কর আবর্জনা দেখতে পাই। কিন্তু তার নিজের চোখের ভেতর কোন অনিষ্টকর আবর্জনা দেখতে পাই না। যে ব্যক্তি নিজের দোষ জানতে ইচ্ছা করে তার চারটি উপায় আছে।

প্রথম উপায়:
কামেল পীরের নিকট নিজের দোষক্রটি জানালে তিনি তার গুপ্ত দোষের বিপদ আপদ জানাইয়ে দিতে পারেন। তাকে তা দূর করার নির্দেশ দিতে পারেন এবং সে তদনুযায়ী চেষ্টা ও পরিশ্রম করতে পারে। এটাই পীরের মুরীদের সম্পর্ক এবং শিক্ষকের সহিত ছাত্রের সম্পর্ক। তার শিক্ষক তার দোষ ত্রুটি তাকে দেখায় দিবে এবং তার চিকিৎসার প্রণালী বলে দিবে। বর্তমানে এটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কেননা, এখন কামেল পীর পাওয়া দুর্লভ।

দ্বিতীয় উপায়:
সত্য ধার্মিক সূক্ষ্মদর্শী বন্ধুকে নিজের দোষ পরীক্ষা করতে নিযুক্ত করা। এরূপ বন্ধু তার কাজ কারবারের দিকে দৃষ্টিপাত করবে, তার বাহ্যিক ও অবান্তরীন দোষের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে এবং সে তার দোষ দেখলে ঐ সময় তাকে জাগ্রত করে দিবে। বুদ্ধিমান ব্যক্তিগণ এবং ধর্মের বুযুর্গান এরূপ ভাবে কার্য করেন।

তৃতীয় উপায়:-
নিজের দোষ শত্রুর নিকট থেকে জেনে নিন। শত্রুর দৃষ্টি কেবল দোষের উপর পড়ে। যদি তারা বিদ্বেষের বশবর্তী হয়ে ছোট দোষকে লোকের নিকট বড় করে দেখায়, তথাপি তাদের কথার ভিতর কিছু না কিছু সত্য থাকে। শত্রুগণ তোমাদের যে যে দোষের কথা বলে তাও অমূলক নয় বলে বিশ্বাস করবে।

চতুর্থ উপায়:-
জনসমাজে মেলামেশা করা। অন্যের দোষ ত্রুটি দেখে ভাববে যে, সেই দোষক্রটি তোমার নিজের মধ্যেও আছে। কেননা মোমেন অন্য মোমেনের দর্প স্বরূপ। যে অন্যের দোষ ত্রুটি হতে নিজের দোষ ত্রুটি দেখতে পায়, সে জানে যে, মুমিনের অনুসরণে তাদের স্বভাব অতি নিকটবর্তী।

26/08/2024

হজের প্রথম কর্তব্য:-
বাড়ি হতে বের হয়ে এহরাম পরার আগেই প্রথমে তওবা করবে। ক্ষতিপূরণ দিবে। পূরণ দিবে। ঋণ পরিশোধ করবে। ফিরে না আসা পর্যন্ত যাদের ভরণপোষণ দরকার তাদের সুব্যবস্থা করবে। যাদের আমানত আছে ফিরিয়ে দিবে।

যাত্রা হতে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত যেই পরিমাণ অর্থের আবশ্যক সে পরিমাণ হালাল অর্থ সঙ্গে নিবে। উদ্বৃত্ত কিছু অর্থ নিবে, যদ্ধারা ফকির মিসকিন ও দুর্বলদেরকে দান করা যায়। যাত্রা করার পূর্বে কিছু দান-খয়রাত করবে।

সঙ্গে ধার্মিক সাথী নেওয়ার অনুসন্ধান করবে। যে তোমার মঙ্গল কামনা করবে এবং সাহায্য করবে। যদি তুমি ভুলে যাও তোমাকে স্মরণ করায়ে দিবে। যদি তাকে স্মরণ করায়ে দাও তোমাকে সাহায্য করবে। যদি তুমি ভীরু হও তোমাকে সাহস দিবে। তুমি ব্যর্থ হলে তোমাকে শক্তি দিবে। যদি তোমার হৃদয় সংকীর্ণ হয়, তোমার হৃদয়কে প্রশস্ত করার জন্য সাহায্য করবে।

যাত্রাকালে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব পাড়া-প্রতিবেশীগণের নিকট হতে বিদায় নিবে এবং তাদের নিকট হতে দোয়া চাইবে।

মহান আল্লাহ তায়ালা, তাদের দোয়ায় তোমার মঙ্গল করতে পারেন।

বিদায় হবার কালে তাদের জন্য এই দোয়া পড়বে "তোমার ধর্ম কর্ম তোমার রক্ষণাবেক্ষণ এবং তোমার কর্মের পরিণাম আল্লাহর নিকট সপর্দ করিতেছি"।

রাসূল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের জন্য এই দোয়া করতেন, "আল্লাহ তোমাকে হেফাজতে এবং রক্ষণাবেক্ষণে রাখুন এবং খোদা ভীতিকে পথের সম্বল করুন; তোমার পাপসমূহকে ক্ষমা করুন এবং তুমি যেখানেই থাক, তিনি তোমার মুখকে মঙ্গলের দিকে রাখুন"।

23/08/2024

বন্ধুত্ব ভাতৃত্বের কিছু কথা।

বন্ধুত্ব সৎ স্বভাবের ফল এবং শত্রুতা অসৎ স্বভাবের ফল।
সৎস্বভাব পরস্পরের ভেতর ভালোবাসা, প্রীতি ও সদ্ভাবের মূল এবং অসৎ স্বভাব পরস্পরের ভেতর হিংসা বিদ্বেষ ও শত্রুতার মূল। যেখানে স্বভাবের মূল প্রশংসনীয় হয় তথায় ফলও প্রশংসনীয় হয়। ধর্মের ভেতর সৎ স্বভাবের ফজিলত গুপ্ত থাকেনা। আল্লাহ তায়ালা তার নবীকে এজন্য প্রশংসা করেছেন। নিশ্চয় তুমি মহৎ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, গুন অধিক সংখ্যক লোকে জান্নাতে পৌছায় দিবে তা আল্লাহর ভয় ও সৎ স্বভাব। মিজানে যা সর্বপেক্ষা ভারী হবে তা সৎ স্বভাব। আল্লাহর রাসূল বলেন, "যে আত্মীয়তার বন্ধন কর্তন করে তার সহিত সু সম্পর্ক বজায় রাখবে; যে তোমাকে অত্যাচার করে তাকে ক্ষমা করবে; যে তোমাকে বঞ্চিত করে তাকে দান করবে।" সৎ স্বভাবের ফল যে বন্ধুর ও নির্জনতা পরিত্যাগ, তা গুপ্ত নয়। যেখানেই ফল উৎপাদনকারী বৃক্ষ উত্তম হবে সেখানেই ফল উত্তম হবে।

20/08/2024

৷ اللهم اهدنى وسددني.
আল্লাহুম্মাহ দিনীয় ওয়া সাদ্দিদনীয়।
" হে আল্লাহ! তুমি আমাকে হেদায়েত দান কর এবং তার উপর অটল রাখ।"

19/08/2024

মজলিসের কাফফারা হলো, মজলিস থেকে উঠার পরে ৩ বার এ দোয়া পড়বে :
سبحن الله وبخمده، سبحنك الهم وبحمدك اثهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্- লা ইলাহা ইল্লা আংতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।

"আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সমস্ত প্রশংসা তাঁরই জন্য। তোমারই পবিত্রতা প্রকাশ করছি। হে আল্লাহ! প্রশংসা একমাত্র তোমারই। আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি ছাড়া কোন মাবুদ নাই। তোমার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তোমার প্রতিই ফিরে আসছি।"

Hajj 2025/2026, Preregistration চলিতছে। ০১৮২৪ ৬৬৬ ৩৩৯।
19/08/2024

Hajj 2025/2026,
Preregistration চলিতছে। ০১৮২৪ ৬৬৬ ৩৩৯।

17/08/2024

কোন অপছন্দ জিনিস দেখলে পড়ার দোয়া :
الحمد لله على كل حال
আলহামদু লিল্লাহি ' আলা কুল্লি হাল।
"সকল অবস্থায় আল্লাহর যাবতীয় প্রশংসা।"

নিজের অথবা অন্যের ধনসম্পদ কিংবা পরিবার পরিজন কারো উত্তম অবস্থা দেখলে এ দোয়া পড়বে :اللهم بارك فيه) আল্লাহুম্মা  বারিক ফিয়...
17/08/2024

নিজের অথবা অন্যের ধনসম্পদ কিংবা পরিবার পরিজন কারো উত্তম অবস্থা দেখলে এ দোয়া পড়বে :
اللهم بارك فيه) আল্লাহুম্মা বারিক ফিয়হি।
" হে আল্লাহ! এর মধ্যে অধিক থেকে অধিক বরকত দান কর"

فصورته هيو لي كل جسم ** ومغناطيس افدة الرجالমুহাম্মদের ছবি প্রতিটি মানবদেহের জন্য মূল অস্তিত্ব স্বরূপ ছিল এবং তার বাস্তব...
14/08/2024

فصورته هيو لي كل جسم ** ومغناطيس افدة الرجال
মুহাম্মদের ছবি প্রতিটি মানবদেহের জন্য মূল অস্তিত্ব স্বরূপ ছিল এবং তার বাস্তব অস্তিত্ব তার অন্তরের জন্য চুম্বকের মতো ছিল।’
রাসূল (সাঃ) এর জন্য সাহাবিগণ (রাঃ) এর অন্তরে প্রেম, প্রীতি, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার যে বেহেশতি ধারা সর্বক্ষন প্রবাহিত হতো, অখন্ড মানব জাতীর ইতিহাসে কোথাও তার কোন তুলনা না। সাহাবিগণ (রাঃ) রাসূল (সাঃ) এর জন্য কখনো কোন ত্যাগ স্বীকারকেই বড়ো বলে মনে করতেন না। এমন কি এ কথাও পছন্দ করতেন না যে, রাসূল (সাঃ) এর নখে সামান্যতম আঘাত লাগুক অথবা তাঁর পায়ে কাঁটার আঁচড় লাগুক। তাঁর জন্য তাঁদের নিজেদের জীবন পর্যন্ত ত্যাগ করতে তারা সর্বক্ষন প্রস্তুত থাকতেন।

Nabab Hajj Kafela.
08/08/2024

Nabab Hajj Kafela.

Assalamu Alaikum. August Umrah packages:  2024 :- TK.150'000/-In Makkah : Masah-al-hani (5/7 min)In Madina : Karam-al-he...
08/08/2024

Assalamu Alaikum.
August Umrah packages: 2024 :- TK.150'000/-

In Makkah : Masah-al-hani (5/7 min)
In Madina : Karam-al-hejaz (3 min)

Direct Flight. SV/BG
Food: 3 times.
For booking, contact with passport & Tk 50'000/-

Md. Mozaharul Islam Nabab.
Call/whatsapp: 01824666339

08/08/2024

আসসালমু আলাইকুম। "নবাব হজ্জ্ব কাফেলা"- এর স্পেশাল প্যাকেজ-এ যা থাকে,-
✅ হোটেল ( হেরেম শরীফ থেকে ৩/৪ মি. দুরত্ব) মদিনায় ৩ ষ্টার, মক্কায় নরমাল হোটেল।
✅ তিনবেলা খাবার
✅ আমি আপনাদের সাথে সর্বক্ষণ থেকে তালিম দিয়ে উমরাহ করিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ।
✅ ডিরেক্ট ফ্লাইট SB/BG

🟥 আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা উমরাহ প্যাকেজ দেখে ভাবছেন, নবাব হজ্জ্ব কাফেলা'র উমরাহ প্যাকেজ ১ লক্ষ ৬০ হাজার টাকা কেন?
🟥 ১ লক্ষ ২০ হাজার টাকায় প্যাকেজ দেওয়া সম্ভব:-
১। ফ্লাইট ট্রানজিট হলে ১০ হাজার টাকা কম,
২। খাবার ছাড়া হলে ১০ হাজার টাকা কম,
৩। হোটেল দূরে হলে ১০ হাজার টাকা কম।
৪। সাথে গাইড না থাকলে ১০ হাজার টাকা কম। মোট ৪০ হাজার টাকা কমবে। এতে করে প্যাকেজ রেট আসে ১'৬০'০০০-৪০'০০০= ১'২০'০০০ টাকা।
বি:দ্র:
অভিজ্ঞ গাইড সাথে না থাকায় ভালো তালিম পায়না, মাসলা মাসায়েল জানেনা। খাবারে, ট্রানজিট ফ্লাইটে ও দুরের হোটেলের ফলে সীমাহীন দু:খ - কষ্ট হয়। তাতে হাজীরা গালি গালাজ করে উমরা নষ্ট করে ও পরিবেশ নষ্ট করে। এই জন্য আমি স্পেশাল প্যাকেজ করে থাকি।

🟩 সেজন্য "নবাব হজ্জ্ব কাফেলা'য়" সকলের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে ১৯ বছরের অভিজ্ঞতার আলোকে প্যাকেজ তৈরি করে থাকি। যাতে করে হাজিসাহেবরা সুন্দর ও সুষ্ঠভাবে হজ্জ্ব ও উমরাহ পালন করতে পারেন।

- মো: মোজাহারুল ইসলাম নবাব।
Madina Library.

07/08/2024

আসসালামু আলাইকুম। আমার প্রান প্রিয় হাজী সাহেবগন, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের নিকট আকুল আবেদন, আপনারা কোন রাজনৈতিক লেখা, ছবি, মন্তব্য এই গ্রুপে দিবেন না। না হলে আমি বিতর্কিত হব। যেটা হাজীগনদের সেবা থেকে বঞ্চিত করবে। আমাকে আপনারা সবাই ভালো বাসেন, আমিও আপনাদের শ্রদ্ধা, মায়া, স্নেহ, ভালবাসা ও নামাজের মাধ্যমে দোয়া করি যেন আল্লাহর অশেষ কৃপায় জান্নাতুল ফেরদৌসের উচা মাকাম দান করেন। আল্লাহ তায়ালা আমাদের সকলকেই পরিপূর্ণ হেদায়েত দান করেন, ঈমানের সাথে খাতেমাবিল খায়ের দান করেন।।

আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ অগাষ্ট মাসের শেষ সপ্তাহে উমরাহর কাফেলা নিয়ে বায়তুল্লাহ যাবো। যারা এই সফরে শরীক হতে চান, তাড়...
11/07/2024

আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ অগাষ্ট মাসের শেষ সপ্তাহে উমরাহর কাফেলা নিয়ে বায়তুল্লাহ যাবো। যারা এই সফরে শরীক হতে চান, তাড়াতাড়ি পাসপোর্ট নিয়ে যোগাযোগ করুন।
প্যাকেজ:
১৫০০০০ টাকা ও
১৬০০০০ টাকা।
ডাইরেক্ট ফ্লাইট।
তিন বেলা খাবার।
আমি সাথে থাকব ইনশাআল্লাহ।
০১৮২৪ ৬৬৬ ৩৩৯

Hajj 2025, Pre registration, going on.

বদরের যুদ্ধে শহীদ ১৪ জন সাহাবিদের নাম ফলক।
26/06/2024

বদরের যুদ্ধে শহীদ ১৪ জন সাহাবিদের নাম ফলক।

25/06/2024

Jeddah airport.
Hajj 2024.

ঢাকার উদ্দেশ্য বিমানে চড়ে। হজ্জ ২০২৪।
24/06/2024

ঢাকার উদ্দেশ্য বিমানে চড়ে।
হজ্জ ২০২৪।

22/06/2024

বদর প্রান্তর।

21/06/2024

Luluat Laana Hotel.
Sh**ha. Makkah.

21/06/2024

Azizia Matam

Address

Dhaka
1216

Telephone

+8801824666339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabab Hajj Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category