27/01/2021
ভ্রমন প্রিয় বন্ধুরা আসুন ভাষার মাসে সকলে মিলে ঘুরে আসি মেঘের দেশ সাজেকে।পাহাড়ি আমেজে মেঘের সাথে মিষ্টি মধুর মিতালীর সাথে ব্যাম্বো চিকেন খাওয়া শেষে ব্যাম্বো চা,আলু টিলা,কংলাক টিলা,রুইলুই পাহাড় সহ পাহাড়ী সব দর্শনীয় মনোমুগ্ধকর স্হান পরিদর্শন এবং এলোমেলো ঘুরাঘুরির আনন্দে হই মাতোয়ারা।।
আমাদের এ মাসের ২টি আয়োজন।
০১)যাত্রা শুরু ২০/০২/২০২১ইংরেজী (৩রাত ২দিন)
০২) ২৭/০২/২৯২১ইংরেজী(৩ রাত ২দিন)
জেনে রাখি শুভ যাত্রার সময় ও স্থানঃ ২০ ফ্রেরুয়ারী রাত ১১টা আরামবাগ শান্তি পরিবহন কাউন্টার।
২৭ ফ্রেরুয়ারী রাত ১১টায় আরামবাগ শান্তি পরিবহন কাউন্টার।
এবার খাওয়ার পালাঃ অন্যেরা যাওয়ার রাতে খাবারের ব্যবস্থা না করলেও ট্র্যাভেলমেনিয়া রাতে আমাদের বন্ধুদের জন্য খাবারের আয়োজন রেখেছে।
সারারাত শান্তি পরিবহন চলতে চলতে আমাদের পৌঁছে দেবে সাজেকের প্রবেশমুখে খাগড়াছড়ি জেলার দিঘীনালায়,বাস ছেড়ে এবার সাজেকের প্রস্ততি,অপেক্ষায় রয়েছে চাঁন্দের গাড়ী।এ গাড়ীর কথা শুনতেই আনন্দে মনে নানান প্রিয়তার দোলায় সকালের নাস্তা সেরে ফেলবো ২টা পরটা,সবজি ভাজী,ডিম এবং ধোঁয়া উঠা চায়ের পরশে।
এবার চান্দের গাড়ীতে চড়ে বসা,চলছে গাড়ী সাজেক ভেলী, পাহাড়ের সকল সৌন্দর্য এবং সৃষ্টির অপরুপ সবুজের নিত্য দোলায় মনের অগোচরেই চান্দের গাড়ী সংকেত দিলেন এবার নামতে হবে,আবেগে আপ্লূত আমরা।
সাজেকে পৌঁছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে,দুপুরের খাবার টেবিলে রয়েছে সাদাভাত,ব্যাম্বো চিকেন সহ ডাল,সবজির কপোকাত। এবার ৩০ মিনিটের বিশ্রাম,সেরে বেড়িয়ে পরবো ঘুরতে। আজকের ঘুরাঘুরি শেষে রুমে ফিরে আবার খানিকটা ফ্রেশ হয়ে হাজির হবো বারবিকিউ পার্টিতে। পার্টি শেষে রুমে গিয়ে টান করে ঘুমিয়ে পরবো। রাত পোহালে রুমে বসেই সেই সৌন্দর্য উপভোগ বিভিন্ন ভিউগুলো।উঠবে সূর্য, আমরা ততক্ষণে সকালের নাস্তার টেবিলে,পরটা,পাহড়ি সবজির এক পেয়ালা আনন্দ, নিত্য দিনের অভ্যেস ডিমের সাথে রয়েছে ব্যাম্বো চা। নাস্তা সেরে আবার ঝটপট বেড়িয়ে পরা দর্শনীয় স্পটের উদ্দেশ্যে।
ঘুরাঘুরি শেষে দুপুরের খাবার শেষে চান্দের গাড়ীর হুইসেলে গাড়ীতে উঠে বসা,যাত্রা শুরু ঢাকার যান্ত্রিকতায়।ও হ্যাঁ যাত্রাপথে রাতে কিন্তু শান্তি পরিবহনে বসার আগেই রাতের খাবার টেবিলে থাকবে মাছের সাথে ডাল সবজি এবং সাদাভাতের সাথে পঞ্চমিতালি।রাত শেষে ঢাকায় পৌঁছে আপন আপন গতিতে,নিজ নিজ ঠিকানার উদ্দেশ্য শুভ বিদায়।
আর এতোকিছু আনন্দের বিপরীতে আমাদের প্যাকেজ মাত্র ৪৬০০/-(চার হাজার ছয়শত টাকা),দম্পতী ৫৬০০/-(পাঁচ হাজার ছয়শত টাকা)।
অতি সহজে যোগাযোগ- ট্র্যাভেলমেনিয়া,৯৮ গাউসুল আযম সুপারমার্কেট, নিউমার্কেট, ঢাকা-১২০৫,
কথা বলুনঃ ০১৩০০৭০৭৮৪৪,০১৫৩৬২৪০০১০
বুকিংমানি:
বিকাশ - ০১৯৪১০৭৫৭১৯
রকেট - ০১৫৩৬২৪০০১০৯
ট্যুর শুরুর ১০দিন আগে বুকিং করার সবিনয় অনুরোধ রইল।
ট্র্যাভেলমেনিয়ায় শু স্বাগতম।