Good Luck Tours And Travels

Good Luck Tours And Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Good Luck Tours And Travels, Travel Service, Dhaka.

30/01/2024

Lectures and Sermons: Engage with thought-provoking sermons and lectures by respected Islamic scholars and religious leaders. These discussions cover a wide ...

30/01/2024
কাতারের ম্যানপাওয়ার করতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশ এম্বাসি থেকে ভিসাতে Attested করে নিতে হবে।এম্বাসি Attested ছাড়া ম্যা...
30/01/2024

কাতারের ম্যানপাওয়ার করতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশ এম্বাসি থেকে ভিসাতে Attested করে নিতে হবে।
এম্বাসি Attested ছাড়া ম্যানপাওয়ার হবে না।
যদি কেউ আপনাকে বলে হবে তাহলে আপনি ভুল করছেন। আপনি কারো কোন কথা না শুনে সময় নষ্ট না করে দোহা বাংলাদেশ এম্বাসি থেকে Attested করে নেন।
আমরা ম্যানপাওয়ার ও টিকেটের কাজ করে থাকি।
আপনার ভিসা প্রসেসিং ম্যানপাওয়ার ও টিকেটের জন্য আমাদের কে ইনবক্সে মেসেজ করুন।

সবাইকে অগ্রীম ধন্যবাদ।

৪০ টি দেশের জন্য মাত্র একটি ভিসা। কথাটা শুনে একটু অবাক লাগছে না? কিন্তু আসলেই এটা সম্ভব। আর এই ৪০ টি দেশের চাবির নাম সেন...
25/01/2024

৪০ টি দেশের জন্য মাত্র একটি ভিসা। কথাটা শুনে একটু অবাক লাগছে না? কিন্তু আসলেই এটা সম্ভব। আর এই ৪০ টি দেশের চাবির নাম সেনজেন ভিসা।

আমরা দেশ ও দেশের বাহিরে ভ্রমণ করে থাকি একটা উদ্দেশ নিয়ে। সবার উদ্দেশ ভিন্ন ভিন্ন থাকে। কেউ দেখতে চায় ঝলমলে সৈকত আবার কেউ দেখতে চায় মন্ত্রমুগ্ধ স্থাপত্য। যদি আপনি শুধুমাত্র একটি ভিসা নিয়ে একাধিক গন্তব্যে ভ্রমণ করতে পারেন এবং এটি সব অভিজ্ঞতা অর্জন করতে পারেন?

আপনার Schengen ভিসা করা থাকে তাহলে ইউরোপ ভ্রমণ খুব সহজেই করতে পারবেন। একটি Schengen ভিসার মাধ্যমে আপনি ২৭ টি ইউরোপীয় দেশ পরিদর্শন করতে পারবেন। আরও মজার বিষয় হল এই ২৭টি দেশ ছাড়াও আপনি আরও ১৩টি দেশে যেতে পারেন। অর্থাৎ আপনি Schengen ভিসা নিয়ে মোট ৪০টি দেশে যেতে পারেন।

সেনজেন ভিসার জন্য যা ডকুমেন্ট লাগবে-

১। ভিসা আবেদনপত্র ফর্ম- আবেদনকারীর স্বাক্ষর ফর্মে থাকতে হবে।

২। বর্তমান সময়ের ২ কপি ছবি

৩। বৈধ পাসপোর্ট। পুরাতন পাসপোর্ট থাকলে জমা করতে হবে।

৪। রাউন্ড ট্রিপ রিজার্ভেশন বা আপনার সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনা (যাত্রাপথ)। ভ্রমণের তারিখ এবং ফ্লাইট নম্বর স্পষ্টভাবে লিখতে হবে।

৫। ভ্রমণ বীমা পলিসি, ন্যূনতম ৩০,০০০ ইউরোর কভারেজ সহ।
আবাসনের প্রমাণ, অর্থাৎ সেনজেন দেশগুলিতে আপনার থাকার সময় আপনি কোথায় থাকবেন তা দেখানো একটি নথি।

এটা হতে পারে -

*হোটেল/হোস্টেল বুকিং
* ভাড়া বা ভাড়াটে চুক্তি
* আমন্ত্রণ পত্র
* আর্থিক স্বচ্ছলতার প্রমাণ, যেমন ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট বা স্পনসরশিপ চিঠি। স্পনসরশিপ পত্রের সাথে স্পনসরের একটি ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করতে হবে। আপনি চাইলে উভয়ের সংমিশ্রণে আর্থিক স্বচ্ছলতার প্রমাণও দেখাতে পারেন।
* ভিসা ফি প্রদানের প্রমাণ - Schengen ভিসার জন্য ভিসা ফি প্রাপ্তবয়স্কদের জন্য €80 এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য €45
আপনাকে আপনার পেশা অনুযায়ী কিছু ডকুমেন্ট জমা দিতে হবে, যেমন:
* চাকরির চুক্তিপত্র
* ব্যাংকের গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
* এন ও সি
* আয়কর রিটার্ন (ITR) ফর্ম

স্ব-নিযুক্ত পেশার জন্য, যেমন ব্যবসায়ী:

* ব্যবসায়িক লাইসেন্সের একটি কপি
* কোম্পানির গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
* আয়কর রিটার্ন (ITR)

শিক্ষার্থীদের জন্য:

*ছাত্রত্বের প্রমাণ।
* স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকে নো অবজেকশন লেটার।

অবসরপ্রাপ্তদের জন্য:

গত ৬ মাসের পেনশন বিবৃতি।

একটি বৈধ সেনজেন ভিসার মাধ্যমে সেনজেনের অংশ নয় এমন দেশগুলিতে ভ্রমণ করতে পারবেন।

দেশগুলো হল-

*আলবেনিয়া
* বসনিয়া
* হার্জেগোভিনা
* উত্তর সাইপ্রাস (তুর্কি সাইপ্রাস)
* জর্জিয়া
* কসোভো
* মন্টিনিগ্রো
* উত্তর মেসিডোনিয়া
*রোমানিয়া
* সার্বিয়া
* তুরস্ক
* আফ্রিকা
* সাও টোমে এবং প্রিন্সেপ
*উত্তর আমেরিকা
* মেক্সিকো
*অ্যান্টিগুয়া ও বার্বুডা
*ক্যারিবিয়ান অঞ্চল

20/01/2024

রীচ পেমেন্টে কেউ ফ্লাইটের কাজ করেন আমার অনেকগুল ফ্লাইট আছে ভিসা করা আছে।

08/01/2024

''সুখ দেখতে চেয়েছিলাম তবে সুখ যে পেলাম না, আপোষ করবো না জীবনে ঘুরে দাঁড়াবো আমি।

28/12/2023

বাংলাদেশ থেকে কেউ কাতার আসবেন ৩০ তারিখের মধ্যে যদি কেউ আসেন জানাবেন।

15/10/2023
04/06/2023

আসুন জেনে নিই
ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ

★গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে,
এখানে আগেরদিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকত।

★ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি,
পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।

★মহাখালিঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।

★ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে
এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে
বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ।

★পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো । বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা ।
বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ।

★এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো
"হাতির ঝিল"এ গোসল করাতে,
তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো ।
সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো । যাতায়াতের রাস্তাটির নামকরণ
সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল"।

★কাকরাইলঃ🏇
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল ।
নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল"।

★রমনা পার্কঃ🤼 অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির" । মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান
আর খেলাধুলার পার্ক ।
পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক"।

★গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন ।
নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন । পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"।

★টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো।
হুক্কার টিকার কারখানা ছিলো যেথায়
সেটাই "টিকাটুলি"।

★তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর
অবস্থান ছিল এখানে।

★পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা ।

★বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-
নতুন ঢাকার যোগাযোগ রাস্তার ।
তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান,
আবাসিক বাড়িঘর চলে যায় ।
আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে ।
এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর",
এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো । ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয় ।

★ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো ।
হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল।

★পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল । সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ ।
পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল,
নাম – পাগলা ।
মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন ।
অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত ।
সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল"।

★ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল । সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।

★শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন ।
এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল
তাই সবাই মিলে আলোচনা করে
এলাকার নাম রাখেন শ্যামলী।

★সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর ।
এ এলাকায় এককালে অনেক
শূত্রধর পরিবারের বসবাস ছিলো ।
সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।

©️

Address

Dhaka
1216

Telephone

+97470454722

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good Luck Tours And Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Good Luck Tours And Travels:

Share

Category



You may also like