Shopno Jatri Tourismস্বপ্নযাত্রী ট্যুরিজম

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Shopno Jatri Tourismস্বপ্নযাত্রী ট্যুরিজম

Shopno Jatri Tourismস্বপ্নযাত্রী ট্যুরিজম ভ্রমণপ্রেমীদের নিয়ে আনন্দময় ভ্রমণ কর

ঢাকা টু কক্সবাজারে ট্রেন আসছে ১৫ অক্টোবর🚟এটি এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। সরাসরি ঢাকা থেকে আসবে ট্রেন। তবে এটি হবে পরীক্ষ...
03/10/2023

ঢাকা টু কক্সবাজারে ট্রেন আসছে ১৫ অক্টোবর🚟

এটি এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। সরাসরি ঢাকা থেকে আসবে ট্রেন। তবে এটি হবে পরীক্ষামূলক চলাচল।
এ ট্রেনে থাকবে ৬ টি বগি,২২০০ সিরিজের একটি ইঞ্জিন। এটি হবে ট্রায়াল রান।

Source - Cox's Bazar Sea Beach । কক্সবাজার সমুদ্র সৈকত

বিশেষ ঘোষণা ⚠️আজ মঙ্গলবার থেকে সিরাজগঞ্জ হাটিকুমরুল এ অবস্থিত ফুড ভিলেজ প্লাস চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে,,,, অর্থাৎ সেখ...
05/09/2023

বিশেষ ঘোষণা ⚠️

আজ মঙ্গলবার থেকে সিরাজগঞ্জ হাটিকুমরুল এ অবস্থিত ফুড ভিলেজ প্লাস চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে,,,,
অর্থাৎ সেখানে আর কোনো বাস বিরতী দিবে না,

কারণ হিসেবে ধরা হচ্ছে সিরাজগঞ্জ রোড এ আন্তর্জাতিক ইন্টারচেঞ্জের কাজের জন্য
( ফ্লাই অভার ব্রীজ)

স্মৃতি হয়ে থাকবে সেই চিরচেনা ফুড ভিলেজ

রূপসা নদীতে কুমির!!!গতকাল সকাল ৯.৩০ টার দিকে রূপসা নদীতে কুমিরের আনাগোনা দেখা গেছে। রূপসা প্রাথমিক বিদ্যালয়ের সামনের নদী...
08/11/2022

রূপসা নদীতে কুমির!!!

গতকাল সকাল ৯.৩০ টার দিকে রূপসা নদীতে কুমিরের আনাগোনা দেখা গেছে। রূপসা প্রাথমিক বিদ্যালয়ের সামনের নদীর চরে গতকাল কুমিরটি দেখা গেছে।

রূপসা নদী উপকূলে বসবাসকারীরা একটু সাবধানে থাকবেন, বিশেষ করে আপনাদের ছোট শিশু এবং গবাদি পশুকে নদীর কাছাকাছি যেতে না দিলে ভালো হয়।

Source: নয়া দিগন্ত।

আলহামদুলিল্লাহ...সাজেক ভ্যালীতে নামাজ পরার সুবিধার্থে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নানা প্রতিকুলতার মধ্যে মসজিদ তৈরি হয়েছে ক...
06/09/2022

আলহামদুলিল্লাহ...সাজেক ভ্যালীতে নামাজ পরার সুবিধার্থে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নানা প্রতিকুলতার মধ্যে মসজিদ তৈরি হয়েছে কিছুদিন আগেই। এবার সাজেকের পাশের কংলাক পাহাড়েও আরেকটি মসজিদ তৈরি হচ্ছে; আল-হাম-দু-লিল্লাহ।

মিশরের আলেকজান্দ্রিয়ায় পানির নিচে ডুবে যাওয়া হেরাক্লিয়নের শহর।😱সংগৃহিত
17/08/2022

মিশরের আলেকজান্দ্রিয়ায় পানির নিচে ডুবে যাওয়া হেরাক্লিয়নের শহর।😱

সংগৃহিত

আলহামদুলিল্লাহ! সীতাকুণ্ডের ট্যুর সম্পন্ন করে সকলই নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছেন....সীতাকুণ্ডের এই ট্যুরে অংশগ্রহণকারী সক...
16/08/2022

আলহামদুলিল্লাহ!
সীতাকুণ্ডের ট্যুর সম্পন্ন করে সকলই নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছেন....

সীতাকুণ্ডের এই ট্যুরে অংশগ্রহণকারী সকল সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি...ট্যুরে অংশগ্রহণ করে ভ্রমণটি সফল করার জন্য। ❤️❤️🥰🥰

আলহামদুলিল্লাহ..স্বপ্নযাত্রীর টিম নিয়ে সীতাকুণ্ডের পথে.....নিরাপদ সফরের জন্য দোয়া প্রার্থী.....
14/08/2022

আলহামদুলিল্লাহ..স্বপ্নযাত্রীর টিম নিয়ে সীতাকুণ্ডের পথে.....
নিরাপদ সফরের জন্য দোয়া প্রার্থী.....

১৪ই আগষ্ট ২০২২ইং ছুটির দিনে মাত্র ৯৯৯/- টাকায়।২ রাত ১দিনের  #সীতাকুণ্ড ভ্রমণ...  #স্বপ্নযাত্রীর টিমের এর সাথে চলেন ঘুরে...
13/08/2022

১৪ই আগষ্ট ২০২২ইং ছুটির দিনে মাত্র ৯৯৯/- টাকায়।
২ রাত ১দিনের #সীতাকুণ্ড ভ্রমণ...
#স্বপ্নযাত্রীর টিমের এর সাথে চলেন ঘুরে আসি

◼️দর্শনীয় স্থান সমূহ:
➡️ চন্দ্রনাথ পাহাড়।
➡️ খৈয়াছড়া ঝর্ণা।(ঝর্ণার রাণী)
➡️ গুলিয়াখালি/ বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত

আগ্রহী যে কেউ জয়েন করতে পারেন আমাদের সাথে।

যাত্রার শুরু তারিখঃ ১৪ই আগস্ট 🕘রাত ৯:৩০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে।

যাত্রার শেষ তারিখঃ ১৫ই আগস্ট আনুমানিক রাত ১১ টায় ইনশাআল্লাহ ঢাকায় থাকব।

এই প্যাকেজে যা যা থাকছেঃ
➡️ ঢাকা-সীতাকুন্ড-ঢাকা যাতায়াত খরচ।
➡️ লোকাল পরিবহন ভাড়া।
➡️ সকালের নাস্তা ও দুপুরের খাবার।🌮🍛
➡️ সারাক্ষণ অভিজ্ঞ & দক্ষ গাইড।🎤

💵ভ্রমণ খরচ:💵
৯৯৯/-টাকা জনপ্রতি।
বুকিং মানি: ৫০০/- ( অফেরতযোগ্য)

🧾 বুকিং অনুযায়ী বাসের সিট প্লান করা হবে। মৌখিক কথা কনফার্ম গ্রহণযোগ্য না।
⬇️
♦️এই প্যাকেজে যা যা নেই ♦️
❌ কোন প্রকার ব্যক্তিগত খরচ।
❌ হাইওয়ে খাবার এর খরচ।
❌ কোন প্রকার টিকেট মূল্য.

➡️খাবারের মেনু:
💠সকালে: ২ পিচ পরোটা+ডিম/ভাজি 🍽️
💠দুপুরে: সাদা ভাত+ভর্তা+সবজি+ মুরগি মাংস+ডাল+সালাত.

➡️বিস্তারিত ট্যুর প্ল্যান:
➡️আগামী ১৪ই আগস্ট ২০২২ইং
রবিবার রাত ১০টায় ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রাম মেইল ট্রেইনে যাত্রা শুরু ১৫/০৮/২০২২ সোমবার সকালে সীতাকুন্ড বাজারে নেমে নাস্তা করে চলে যাবো চন্দ্রনাথ পাহাড়ে। সবুজের সমারোহ পাহাড়ের চূড়ায় প্রকৃতির অপরুপ দৃশ্য উপভোগ করে আবারও চলে আসব সীতাকুণ্ড বাজারে।এবার রওনা দিবো ঝর্ণার রাণী খৈয়াছড়ায়।ঝর্ণার ১২টি স্টেপ শেষ করে ফিরে এসে দুপুরের খাবার শেষে রওনা দিবো গুলিয়াখালী অথবা বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে। অতঃপর সন্ধ্যায় ঢাকাগামী বাসে রওনা দিয়ে রাত ১১-১২টার মধ্যে ঢাকায় পৌঁছাব ইনশাআল্লাহ।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ
( শুয়াইব প্রাধান) হটলাইন নাম্বার: 01870381930📞

শিলিগুড়ি থেকে সরাসরি নেপাল বাস সার্ভিস চালু।বাসের ভাড়া - ১৫০০ রূপী
28/07/2022

শিলিগুড়ি থেকে সরাসরি নেপাল বাস সার্ভিস চালু।
বাসের ভাড়া - ১৫০০ রূপী

নেপালের প্লেন ফেয়ার কোভিড প্যান্ডেমিক এর পর যেভাবে বেড়েছে তা  কম হওয়ার কোন সম্ভাবনা নেইBiman Bangladesh বা Himalaya Airl...
08/07/2022

নেপালের প্লেন ফেয়ার কোভিড প্যান্ডেমিক এর পর যেভাবে বেড়েছে তা কম হওয়ার কোন সম্ভাবনা নেই
Biman Bangladesh বা Himalaya Airlines ২ টার ই সেম অবস্থা। এমন অবস্থায় আমাদের বাজেট ট্রাভেলারদের জন্য চালু হলো শিলিগুড়ি-কাঠমান্ডু-শিলিগুড়ি সরাসরি বাস পরিষেবা। ভারতের ট্রানজিট ভিসা নিয়ে এই পথে বাংলাদেশীরা নেপাল ভ্রমণ করতে পারবে। আরো সুখবর বাংলাদেশীদের জন্য ইতিমধ্যেই ট্রানজিট ভিসা সেবা চালু করে দিয়েছে,ইন্ডিয়ান হাই কমিশন। শিলিগুড়ি -কাঠমান্ডু বাস সার্ভিসটি শিলিগুড়ি শহরের Tenzing Norgay Bus Terminal থেকে এর যাত্রা শুরু করবে। এখানেই রয়েছে অগ্রিম বুকিং কেন্দ্র। প্রাথমিকভাবে সপ্তাহে ৩ দিন-- সোম, বুধ, শুক্রবার বিকেল ৩ টায় যাত্রা করবে এটি। পরদিন সকাল আটটা নাগাদ পৌঁছবে কাঠমান্ডু।
৪৫টি আসন বিশিষ্ট আধুনিক বাসগুলি ৪৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেবে মোটামুটি ১৬-১৭ ঘন্টা ইমিগ্রেশন সহ।
ভাড়াও মাত্র- ১৫০০ রুপী।
তালহে আর দেরি কেন রেডি হয়ে যান তারাতারি
সংগৃহিত

সৌদিতে ওমরাহ ব্যবস্থাপনা সহজ হচ্ছে:১/ ওমরাহ করার জন্য কোনো এজেন্সি লাগবেনা। অনলাইনে আবেদনের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে যাত্...
03/06/2022

সৌদিতে ওমরাহ ব্যবস্থাপনা সহজ হচ্ছে:
১/ ওমরাহ করার জন্য কোনো এজেন্সি লাগবেনা। অনলাইনে আবেদনের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে যাত্রী নিজেই ভিসা বের করতে পারবেন।
২/ ওমরাহ ভিসার মেয়াদ (এক মাসের পরিবর্তে) হবে ৩ মাস।
৩/ হাজী সাহেব নির্দ্বিধায় সৌদি আরবের যেকোনো অঞ্চলে কোনো বাধা ছাড়া যাতায়াত করতে পারবেন।

[ভিশন 2030]

নোটঃ সম্প্রতি সৌদি আরব ৮ ধরনের ভিসা ব্যবস্থা বাতিল করার সাথে সাথে ওমরার ব্যবস্থা সহজ করেছে। এতে ২ নাম্বার ব্যবসায়ী ও এজেন্সি গুলো থেকে সাধারণ মানুষের হয়রানি কমবে।

সংগৃহীত

আলহামদুলিল্লাহ আজ থেকে ঢাকা টু জলপাইগুড়ি রুটে চালু হতে যাচ্ছে এই ট্রেনটি।জলপাইগুড়ি থেকে দার্জিলিং ও সিকিম ভ্রমণ করা যায় ...
01/06/2022

আলহামদুলিল্লাহ আজ থেকে ঢাকা টু জলপাইগুড়ি রুটে চালু হতে যাচ্ছে এই ট্রেনটি।

জলপাইগুড়ি থেকে দার্জিলিং ও সিকিম ভ্রমণ করা যায় খুব সহজেই।

দশ বছর আগে যখন আমরা জঙ্গল খুঁজে খুঁজে এসব প্রাকৃতিক আশীর্বাদকে জনসমক্ষে আনলাম তখন আমাদের টাকা লাগেনি। বিভিন্ন মিডিয়া ও ব...
13/05/2022

দশ বছর আগে যখন আমরা জঙ্গল খুঁজে খুঁজে এসব প্রাকৃতিক আশীর্বাদকে জনসমক্ষে আনলাম তখন আমাদের টাকা লাগেনি। বিভিন্ন মিডিয়া ও বন বিভাগ যখন আমাদের ছবি ব্যবহার করে এসব লোকেশন প্রমোট করলো তখনও আমাদের কোন টাকা লাগেনি। অথচ এখন আমাদেরই কিনা প্রকৃতিপ্রদত্ত এসব স্থানে যেতে ইজারাদারদের টাকা দিতে হবে!

প্রকৃতি আমাদের মা। সন্তানের মায়ের কোলে ফেরার পথে যারা টাকার বাঁধ বাঁধে তারা অসুর। গরুর হাট আর স্রষ্টাপ্রদত্ত প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্পট কখনোই এক নয় যে তা গরুর হাটের মত ইজারাদারদের কাছে ইজারা দিয়ে পয়সা কামাতে হবে। যে ইজারাদার টাকা দিয়ে গরুর হাট ইজারা নিবে সে ইজারাদারই টাকা নিয়ে বন অরণ্য বা পর্যটনস্থল ইজারা নিলে তার কাছে গরু আর পর্যটকে কোন পার্থক্য থাকেনা। সেকারণেই জাফলং এর মত ঘটনা ঘটে৷

পৃথিবী এগিয়ে গেছে। প্রাকৃতিক পর্যটনস্থলে পর্যটকদের গরু বানিয়ে ইজাদারারদের হাতে তুলে দিয়ে টাকা কামানো প্রশাসন বা বন বিভাগের মত প্রতিষ্ঠানের পক্ষে শোভন নয়। বন বিভাগ পর্যটন থেকে টাকা কামাতে চাইলে নিরাপত্তা ও ইকো ফ্রেন্ডলি টেকসই অবকাঠামো নির্মাণ করে পর্যটন কর্পোরেশনকে দায়িত্ব দিক বা নিজেদের ফরেষ্ট ট্যুরিজম উইং খুলে নিজেরাই পরিচালনা করুক। কোন দায়হীন তৃতীয় পক্ষের হাতে শুধু অর্থ আয়ের বাসনায় গরুর হাটের মত পর্যটকদের মাথা ইজারা মধ্যযুগীয় পশ্চাদপদ নোংরা সংস্কৃতি যা আমাদের আধুনিক পর্যটন ও আধুনিক বন বিভাগের ধারণার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। পর্যটকদের মানুষ ভাবুন। পর্যটন হোক মানবিক।

(বর্তমান CCF একজন তরুণ ও আধুনিক মানুষ। জনাবের দৃষ্টি আকর্ষিত হলে এই রকম অমানবিক ইজারাদারী ট্যুরিজম বন্ধ হবে বলে আমার বিশ্বাস।)

© সংগৃহীত

09/05/2022
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অর্থায়নে ,, অদ্য ইং ০৯-০৫-২০২২ তারিখ সকাল ৯ঃ৩০ মিঃ সময়সিলেট-জাফলং ট্যুরিস্ট পুলিশের উদ্যো...
09/05/2022

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অর্থায়নে ,,
অদ্য ইং ০৯-০৫-২০২২ তারিখ সকাল ৯ঃ৩০ মিঃ সময়
সিলেট-জাফলং ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে ভ্রমণে আসা পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জাফলং জিরো পয়েন্টে বসানো হলো "হেল্প ডেস্ক"। আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন করলেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইউনিট ইনচার্জ মো রতন শেখ।
জাফলং জিরো পয়েন্টর টিকলির উপর হেল্প ডেস্কে সেবা প্রত্যাশীদর ভিড়।
ট্যুরিস্ট পুলিশ সর্বদা পর্যটকদের সেবায় নিয়োজিত।

আজ সকালে সেন্টমার্টিন ডেইল পাড়ার রশিদ মাঝি টানা জালে প্রায় ১৪০ কেজি ওজনের কোরাল মাছটি ধরা পড়ে।এইটি বিক্রি মূল্য ১ লক্ষ ৪...
23/04/2022

আজ সকালে সেন্টমার্টিন ডেইল পাড়ার রশিদ মাঝি টানা জালে প্রায় ১৪০ কেজি ওজনের কোরাল মাছটি ধরা পড়ে।
এইটি বিক্রি মূল্য ১ লক্ষ ৪০ হাজার চাচ্ছে রশিদ মাঝি।

©জসিম ভাই

14/02/2022

লাউয়াছড়া বন সংলগ্ন লেবু বাগানের পাশে জাগছড়া চা বাগান এলাকায় গত পরশুদিনোর দৃশ্য।😧😧

video Collected.

***  #সতর্কতামূলক_পোস্ট *** #ফ্লাশ_ফ্লাড (পাহাড়ী_ঢল) ★★★বর্ষা শুরু  আমরা হইরই করে বেরিয়ে পরবো ঝর্ণা দেখতে।  বিশেষ করে বে...
02/06/2021

*** #সতর্কতামূলক_পোস্ট ***

#ফ্লাশ_ফ্লাড (পাহাড়ী_ঢল) ★★★

বর্ষা শুরু আমরা হইরই করে বেরিয়ে পরবো ঝর্ণা দেখতে।
বিশেষ করে বেশিরভাগ দূর্গম ঝর্ণাগুলোতে যাওয়ার জন্য পাহাড়ি নদী, খাল বা ঝিরিপথ ব্যবহার করতে হয়। বছরের অন্যান্য সময় খাল বা ঝিরিপথ প্রায় শুকনা থাকলেও বর্ষাকালে হয়ে উঠে পিচ্ছিল ও দূর্গম। অল্প বৃষ্টিতেই ভয়ংকর বিপদের কারণ হয়ে পারে এই ঝিরি পথ। তেমনি একটি অনাকাঙ্ক্ষিত বিপদের নাম ফ্লাশ ফ্লাড। বেশ কয়েক বছর ধরে আমাদের দেশের বান্দরবান, খাগড়াছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ড সহ অনেক পাহাড়ী জায়গায় ভ্রমণকারীদের পরিমাণ দিন দিন বাড়ছে। ফলে বিভিন্ন রকম দূর্ঘটনার সংখ্যাও বাড়ছে।

এবার জেনে নিই ফ্লাশ ফ্লাড কি কেন হয় এবং হলে আমাদের কি করণীয়।

#ফ্লাশ_ফ্লাড_কি★

আপনি শুকনা ঝিরি দিয়ে হাঁঠতেছেন, আকাশ কালো হলো দূরে কিন্তু আমার আশেপাশে টিপটিপ বৃষ্টি পরতেছে, এমতাবস্থায় কিছু বুঝে উঠার আগেই শুকনা ঝিড়িতে বিপুল পরিমান পানি স্রোত আকারে বয়ে চলাকেই ফ্লাশফ্লাড বলে।
একটু আগে যে ঝিরি ছিলো শুকনা সেটে কয়েকমিনিটের ভিতর গলা সমান বা তারচেয়ে বেশী পরিমাণ গভীরতা নিয়ে হয়ে উঠবে এক খরস্রোতা নদীতে।একটু আগে যেটা ছিল পায়ে হাঁটা রাস্তা, মুহূর্তেই সেটা পরিণত হতে পারে একটা খরস্রোতা নদীতে। সেই প্রচণ্ড স্রোতে আপনাকে ভাসিয়ে নিতে পারে, স্রোতে ভেসে আসা ডালপালা,পাথর বড় গাছের কাণ্ড এসব আপনাকে আঘাত করতে পারে।

#ফ্লাশ_ফ্লাড_কেন_হয় ★

সাধারণত পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়। আর সব বৃষ্টির পানি গড়িয়ে পাহাড়ের গাঁ বেয়ে, ও ঝর্ণা দিয়ে একত্রে নেমে আসে এত বিশাল এরিয়ার পানি একসাথে নামার ফলে সুরু ঝিরি তে ঢলের সৃষ্টি হয়, এর হওয়ার কারণ পাহাড়ে ঝিরি ছাড়া আর পনি প্রাবাহের কোন রাস্তা নাই, তাই বিশাল এরিয়ার জলরাশি কয়েকমিনিটের ভিতর ঝিরিতে প্রবেশ করে এবং পাহাড়ী ঢলের সৃষ্টি করে।

#ফ্লাশ_ফ্লাড_হলে_বুঝবো_কিভাবে ★★★★

১★ বৃষ্টি হওয়ার সাথে সাথে আকাশে তাকাতে হবে দেখবেন দূরে বৃষ্টি হচ্ছে কিনা বা আকাশ কালো।কিনা।
২★ বৃষ্টি হচ্ছে আপনার সামনের দিক থেকে ঘোলা, পাতা সহ পানির স্রোত আসতেছে তাদেখে।
৩★হঠাৎ করে পানির গভীরতা বেড়ে গেলে।
৪★পানির স্রোত অনেক বেশী হলে।

#ফ্লাড_থেকে_বাঁচার_উপায় ★★★

১ ★চোখ কান খোলা রাখতে হবে।
২★চারপাশের অবস্থান টা ভালো করে খেয়াল রাখতে হবে।
৩★তারাহুড়া না করে সব পর্যবেক্ষণ করতে হবে।
৪★যদি বুঝেন খুব বৃষ্টি হচ্ছে তাহলে খুব দ্রুত পাহাড়ে উঠে কিছুক্ষণ অপেক্ষা করবেন।
৫★প্রতিনিয়ত খেয়াল রাখবেন সামনের দিকে।
৬★ সবসময় টিমমেটেদের ভিতর একতা রাখবেন।

#ঝিরির_ভিতর_থাকাকালীন_ফ্লাশ_ফ্লাড_হলে_করণীয়

১★ যত দ্রুত সম্ভব পাহাড়ে আশ্রয় নিবেন।
২★যারা সাঁতার পারে না তাদের কে সবার আগে উপরে তুলবেন।
৩★পাহাড়ে রাস্তা খুঁজে না পেলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, কারণ বৃষ্টি শেষ হওয়ার কিছুক্ষণ পর ঢল কমে যায়।
৪★পাহাড়ে থাকাকালীন সময় জোঁক, কাটা, সাপ এই গুলোর প্রতি নজর রাখিয়েন।
৫★কখনোই ঝিরি তে অবস্থিত পাথর ধরে বসবেন না বা উপরে উঠবেন না।

#সাথে_কি_নেওয়া_ভালো ★★★

বর্ষা তে কোথাও গেলে সাথে দড়ি,পলিব্যাগ,ছুরি,টর্চ,লাঠি,লবন, সাথে নেওয়া ভালো।
ফ্লাশ ফ্লাড শুরু হয়ে আবার কিছুক্ষণেই শেষ হয়ে যায়। এটা এত দ্রুত আসে, যে সঠিক সময়ে সতর্ক না হলে দেখা যাবে আপনি কোন দিকে ভেসে যাচ্ছেন, নিজেও বুঝতে পারবেন না।

তবে ফ্লাশ ফ্লাড জিনিসটা মারাত্মক হলেও এটার আগাম সতর্ক বার্তা পাওয়া সম্ভব একটু চোখ-কান খোলা রাখলেই। আকাশ খারাপ করছে, বৃষ্টি হতে

ফ্লাশ ফ্লাড নিয়ে এতটাই মারাত্মক যে এর কারণে মানুষ মারা যেতে পারে। শুকনো হাঁটু পানির ঝিরি মুহূর্তেই মাথা ছাড়িয়ে যাওয়া পানিতে পরিণত হয়। বান্দরবান,মীরসরাই এরিয়াতে বেশ কিছু ঝিরিপথে ভরা বর্ষায় ট্রেকিং করতে গিয়ে চরম বিপদে পড়েছেন অনেকে আর মারাও গেছেন বেশ কিছু মানুষ।

তাই সাবধান প্রয়োজন হলে ঝিরিপথ থেকে দূরে থাকুন। আর চোখ কান খোলা রাখুন সর্বোচ্চ পর্যায়ে।
আপনার যাত্রা শুভ হউক।

★★ দয়া করে কোথাও ময়লা ফেলবেন না, ময়লা একটি পলিব্যাগে জমিয়ে নির্দিষ্ট জায়গা তে ফেলুন।
©️Bijoy Kumar Ghose

৭০ বয়স এ কেউকারাডং জয়❤️যারা পাহাড়ে যেতে ভয় পান,শক্তি খুঁজে পান না।তারা এই আংকেলকে দেখতে পারেন।উনি ৭০বছর বয়সে কেউকারাডং জ...
02/02/2021

৭০ বয়স এ কেউকারাডং জয়❤️

যারা পাহাড়ে যেতে ভয় পান,শক্তি খুঁজে পান না।তারা এই আংকেলকে দেখতে পারেন।উনি ৭০বছর বয়সে কেউকারাডং জয় করেছেন।তার ছেলের ভাষ্যমতে, প্ল্যান ছিল বগালেক পর্যন্ত যাবেন কিন্তু তার আগ্রহ দেখে তাকে নিয়েই কেউকারাডং জয়ের চিন্তা করেন এবং আলহামদুলিল্লাহ সফল হন।যদিও রাস্তায় অনেকেই অনেক কথা শুনিয়েছেন কিন্তু দিনশেষে উনি কেউকারাডং এ জাতীয় পতাকা উড়িয়েছেন
সুস্থতা কামনা করছি❤️❤️ copy post

আমাদের সাজেক ট্যুরের রিসোর্ট......এখানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে... ১.সার্বক্ষণিক বিদ্যুৎ এর ব্যাবস্হা।২.প্রতিটা রুমে...
10/09/2020

আমাদের সাজেক ট্যুরের রিসোর্ট......
এখানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে...
১.সার্বক্ষণিক বিদ্যুৎ এর ব্যাবস্হা।
২.প্রতিটা রুমের সাথে বেলকুনি
৩.হাই কমড টয়লেট
৪.সুন্দর ডেকোরেশন ইত্যাদি......
যারা এখনো যাবেন বলে ভাবতেছেন....আর দেরি না করে এখনি কনফার্ম করুন।

20/08/2020

 #কাশ্মীরের_যে_গ্রামের_নাম_বাংলাদেশ 🇧🇩সম্রাট জাহাঙ্গীরের একটি প্রিয় অভ্যাস ছিলো। গ্রীষ্মের দিল্লী যখন তীব্র দাবদাহে ভারী...
12/08/2020

#কাশ্মীরের_যে_গ্রামের_নাম_বাংলাদেশ 🇧🇩

সম্রাট জাহাঙ্গীরের একটি প্রিয় অভ্যাস ছিলো। গ্রীষ্মের দিল্লী যখন তীব্র দাবদাহে ভারী হয়ে উঠতো তখন হাওয়া বদলের জন্য মোঘল সম্রাট আসতেন কাশ্মীরে। কাশ্মীরকে তিনি ভূস্বর্গ বলেছিলেন, বলেছিলেন এক ইচ্ছের কথাও। জীবনের শেষ নিঃশ্বাস এই কাশ্মীরের ভূমিতেই তিনি ফেলতে চেয়েছিলেন। কাশ্মীরে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। বলাকা কাব্যগ্রন্থের কিছু কবিতা এই ভূমিতে বসে লিখেছিলেন।

কাশ্মীরের সৌন্দর্য বর্ণনা দিতে গিয়ে অনেকেই আবেগে বিহ্বল হন। কাশ্মীর নিয়ে উন্মাদনা তো কম হয় না। এখন তো বাংলাদেশি অনেক পর্যটকদেরও অন্যতম প্রিয় জায়গা এই কাশ্মীর। কিন্তু বাংলাদেশিরা কি জানেন, পৃথিবীর ভূস্বর্গ খ্যাত এশিয়ার সুইজারল্যান্ড কাশ্মীরেও আছে এমন এক টুকরো গ্রাম, যার নাম বাংলাদেশ!

কাশ্মীরের ২২ টি জেলা সর্বমোটে। শ্রীনগর থেকে ৮০ কি.মি উত্তর দিকে গেলে যে জেলা পড়বে তার নাম বান্ডিপুরা। এই বান্ডিপুরা জেলার আলুসা তহশিলে একটি গ্রামের নাম বাংলাদেশ। বিখ্যাতউলার হৃদের তীরে ভাসমান এই গ্রামে বাইরের মানুষ খুব একটা যান না অবশ্য। বান্ডিপুরা-সোপুরের মধ্য খান দিয়ে মাটির রাস্তা ধরে পাঁচ কিলোমিটার হাটলেই এই গ্রামটি দেখা যাবে।

কিন্তু কেন “বাংলাদেশ” হলো এই গ্রামের নাম? আপনি জেনে অবাক হবেন, কাশ্মীরের এই গ্রামটির সাথেও ১৯৭১ এর যোগসূত্র রয়েছে। ১৯৭১ সালে জুরিমন নামক এক গ্রামের ৫-৬টি ঘরে আগুন লাগে। আগুনের শিখায়জ্বলে পুড়ে যায় ঘরগুলো। গৃহহীন হয়ে পড়েন নিরীহ সাধারণ এই মানুষগুলো। তারা তখন পুড়ে যাওয়া জায়গা থেকে কিছুটা দূরে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় সবাই মিলে ঘর তোলেন। সেই বছরই ডিসেম্বরে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। সেই একই সময় গৃহহীন মানুষগুলো দুঃসময় মোকাবেলা করে শুরু করেন তাদের নবজনম। তাই তারাও তাদের নতুন গ্রামের নাম রাখেন বাংলাদেশ।

উলার হৃদের তীরে এই গ্রামটি সৌন্দর্যে কিন্তু কম যায় না! চারদিকে জল, পেছনে সুউচ্চ পর্বত, সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটির। কিন্তু, নাগরিক কিছু সাধারণ সুবিধা এখনো ঠিক ঠাক ভাবে পৌঁছে না গ্রামবাসীর কাছে। ভিনদেশী মানুষ তাদের কাছে আশ্চর্য এক ব্যাপার। বাইরে থেকে সচরাচর কেউ যায় না সেখানে। তাই হটাত কেউ গেলেই তারা খুব অবাক এবং আশ্চর্য হয়।


যদিও তারা গ্রাম হিসেবে মর্যাদা পেয়েছে বেশিদিন হয়নি। বান্ডিপুরার ডিসিঅফিস ২০১০ সালে এই বাংলাদেশ নামক গ্রামটিকে আলাদা গ্রামের মর্যাদা দেন। ৫/৬ ঘর থেকে শুরু হওয়া বাংলাদেশ গ্রামে এখন আছে পঞ্চাশেরও বেশি ঘর! যদিও এই প্রজন্মের অনেকে গ্রামটির জন্ম ইতিহাস জানেন না। মাছ ধরা মূলত প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম তাদের। পাশাপাশি পানি বাদাম সংগ্রহ করাও গ্রামবাসীর অন্যতম প্রধান কাজ।

ভাসমান এই গ্রাম, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, কাশ্মীর সব মিলিয়ে যেন আশ্চর্য কাকতালীয় যোগাযোগ! কোথায় যেনো একটা মায়া কাজ করে শুনলে, বিশেষ করে যে গ্রামটির জন্ম একাত্তরে, যে “বাংলাদেশ” গ্রামটি জন্মেছিলো স্বাধীন বাংলাদেশ নামের রাষ্ট্রটি জন্মের বছরে! “বাংলাদেশ”- এর প্রতি শুভকামনা। ভালো থাকুক, বাংলাদেশ।

ছবি ও তথ্য ঃ সংগৃহীত।।

Address

79/k, Bibir Baghicha 2number Gate, North Jattarabary, Dhaka 1204
Dhaka

Telephone

+8801613513480

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopno Jatri Tourismস্বপ্নযাত্রী ট্যুরিজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category