USA Student Visa Help for Bangladeshi

USA Student Visa Help for Bangladeshi USA Student Visa Help for Bangladeshi

USA Student Visa Help For Bangladeshi F1 visa interview questions and answers for MBA F1 visa interview questions and answers 2022 2021 New rules

15/07/2024

যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান হাওয়াই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি ও ফেলোশিপ দেয়। এ বিশ্ববিদ্যালয় দেবে ফেলোশিপ। এ ফেলোশিপের নাম ‘ইস্ট-ওয়েস্ট সেন্টার গ্র্যাজুয়েট ডিগ্রি ফেলোশিপ’। এর অর্থায়ন করবে এডিবি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে হাওয়াই বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ১ আগস্ট থেকে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এ ফেলোশিপে কোনো আবেদন ফি নেই।

ক্রেডিট ট্রান্সফার করে যুক্তরাষ্ট্রের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশুনা করতে যাওয়ার জন্য আজই যোগাযোগ করুন ব্রাইট অ্যাডমিশন কোচিংয়ে।

https://www.eastwestcenter.org/apply/east-west-center-graduate-degree-fellowship-apply-now

https://manoa.hawaii.edu/graduate/

O: Descendants and related characters in the Latin alphabetŒ œ : Latin OE ligatureO with diacritics: Ø ø Ǿ ǿ Ö ö Ȫ ȫ Ó ó...
04/12/2023

O: Descendants and related characters in the Latin alphabet
Œ œ :
Latin OE ligature
O with diacritics: Ø ø Ǿ ǿ Ö ö Ȫ ȫ Ó ó Ò ò Ô ô Ố ố Ồ ồ Ổ ổ Ỗ ỗ Ộ ộ Ǒ ǒ Ő ő Ŏ ŏ Ȏ ȏ Ȯ ȯ Ȱ ȱ Ọ ọ Ɵ ɵ ᶱ[5] Ơ ơ Ớ ớ Ờ ờ Ỡ ỡ Ợ ợ Ở ở Ỏ ỏ Ō ō Ṓ ṓ Ṑ ṑ Õ õ Ȭ ȭ Ṍ ṍ Ṏ ṏ Ǫ ǫ Ȍ ȍ O̩ o̩ Ó̩ ó̩ Ò̩ ò̩ Ǭ ǭ O͍ o͍

Ꝍ ꝍ : O with loop was used in some medieval Nordic orthographies[6]

Ꟁ ꟁ : Old Polish O[7]

ⱺ : Small o with low ring inside is used in the Swedish Dialect Alphabet[8]

IPA-specific symbols related to O: ɔ

IPA superscript letters:[9] 𐞢 𐞣

Uralic Phonetic Alphabet-specific symbols related to O:[10]
U+1D0F ᴏ LATIN LETTER SMALL CAPITAL O
U+1D3C ᴼ MODIFIER LETTER CAPITAL O
U+1D52 ᵒ MODIFIER LETTER SMALL O
U+1D11 ᴑ LATIN SMALL LETTER SIDEWAYS O
U+1D13 ᴓ LATIN SMALL LETTER SIDEWAYS O WITH STROKE
U+1D16 ᴖ LATIN SMALL LETTER TOP HALF O
U+1D17 ᴗ LATIN SMALL LETTER BOTTOM HALF O
U+1D54 ᵔ MODIFIER LETTER SMALL TOP HALF O
U+1D55 ᵕ MODIFIER LETTER SMALL BOTTOM HALF O

Learn more: https://en.wikipedia.org/wiki/O

27/11/2023

The combined pass rate across 11 education boards of the 2023 HSC and equivalent exams is 78.64 percent, which is 7.31 percentage points lower than last year.

A preview of this week’s magazine:- Will a new president end Mexico’s stand-off over HE policy?- Jail threats met with c...
23/11/2023

A preview of this week’s magazine:

- Will a new president end Mexico’s stand-off over HE policy?
- Jail threats met with call for ‘balance’ on research sharing Down Under
- After a year of ChatGPT, is academia getting to grips with generative AI?

https://timeshighereducation.com/store

আমেরিকার কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামে আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্...
21/11/2023

আমেরিকার কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামে আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য আমেরিকায় পড়তে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। এ প্রোগ্রামের আওতায় বাংলাদেশি হাইস্কুলের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পাবে।

ঢাকায় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (১৯ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবে আগ্রহী শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র অর্থায়নে সেখানকার শিক্ষার্থীদের সাথে সমন্বিতভাবে পড়াশোনা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য মেধাভিত্তিক এ স্কলারশিপ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে ইয়েস প্রোগ্রামের আওতায় বাংলাদেশের ৮-১১ গ্রেডে ভালো ফল করা হাইস্কুল শিক্ষার্থীদের এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বৃত্তি প্রদান করা হয়।

ইয়েস বৃত্তি একটি মেধাভিত্তিক ও উন্মুক্ত কার্যক্রম। এতে বিনা মূল্যে আবেদন করা যাবে। ২০০৪ সাল থেকে তিন শতাধিক বাংলাদেশি হাইস্কুল শিক্ষার্থী ইয়েস কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

আবেদনের যোগ্যতা:

*আবেদনকারীর বয়স ২০২৪ সালের ১৫ আগস্টে ১৫ থেকে ১৭ বছরের মধ্যে হতে হবে।
*বর্তমানে বাংলাদেশি উচ্চবিদ্যালয়ের অষ্টম, নবম, দশম বা একাদশ শ্রেণিতে ভর্তি থাকতে হবে।
*বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি নাগরিকেরা আবেদনের জন্য যোগ্য হবে না।
*আবেদনের সময় অবশ্যই ২০২০,২০২১ এবং ২০২২ শিক্ষাবর্ষের নম্বরপত্র/মার্কশিট জমা দিতে হবে।
*বার্ষিক ফলাফলে গড়ে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে।
*গত তিন শিক্ষাবর্ষের মধ্যে কোনো শিক্ষা বিরতি বা কোনো শ্রেণির পুনরাবৃত্তি থাকলে আবেদনকারীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।
*মার্কিন জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে (যুক্তরাষ্ট্রের নাগরিকেরা জে-১ ভিসা পাওয়ার অযোগ্য)।
*আবেদনকারী গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে মোট ৯০ দিনের অধিক বসবাস বা ভ্রমণ করে থাকলে তাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।
*আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে বসবাসকারী স্থায়ী নাগরিক হতে হবে।
*কেউ দ্বৈত নাগরিকত্বের অধিকারী বা বিদেশে স্থায়ীভাবে বসবাসরত হলে তার আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।
*ইংরেজিতে কথা বলা ও লেখাপড়ার জন্য ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে।
*আবেদনকারী প্রার্থীর মা-বাবার যে কেউ অথবা উভয়ই যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র মিশনের বর্তমান কর্মী হতে পারবেন না।

সুযোগ-সুবিধা: ইয়েস প্রোগ্রামের ব্যয়ভার অর্থাৎ বিমানভাড়া, মার্কিন ভিসা ফি, যুক্তরাষ্ট্রে থাকা-খাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন এবং মাসিক ১২৫ ডলারের হাতখরচ যুক্তরাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র বিভাগ বহন করে। এর মধ্যে বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া এবং আসার বিমানভাড়া; প্রিডিপার্চার ওরিয়েন্টেশনের খরচ, আমেরিকান হোস্ট ফ্যামিলিতে প্লেসমেন্টের খরচ; মাসিক উপবৃত্তি; স্বাস্থ্যবিমা এবং প্রোগ্রামের আনুষঙ্গিক কার্যক্রমের খরচ অংশগ্রহণকারীকে বহন করতে হবে না।

প্রতিটি শিক্ষার্থী একটি আমেরিকান হোস্ট ফ্যামিলির সঙ্গে বসবাস করবে। শিক্ষার্থীকে আমেরিকার যেকোনো অঙ্গরাজ্যে বসবাস করতে হতে পারে, যার ব্যবস্থা আমেরিকান প্লেসমেন্ট সংস্থা করে থাকে।

প্রোগ্রাম শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা শিক্ষার্থীদের পক্ষে অসম্ভব। এটি প্রোগ্রামের নিয়মাবলির বিরুদ্ধে এবং এই নিয়ম ভঙ্গ করলে শিক্ষার্থী একজন ফেডারেল অপরাধী হিসেবে চিহ্নিত হবে। শিক্ষার্থী পুনরায় যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না।

আবেদন ও বাছাইপ্রক্রিয়া: ইয়েস প্রোগ্রামের ওয়েবসাইট (https://bd.usembassy.gov/30583/) থেকে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড অফিসার বা স্কুলের কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করতে হবে।

এরপর সেই কাগজপত্র স্ক্যান করে অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। প্রাথমিক আবেদনের পর যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশ করা হবে এবং যোগ্যতার তালিকা অনুযায়ী ফোন ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রিত করা হবে। ইন্টারভিউ তিন মিনিট দীর্ঘ হবে। সাক্ষাৎকারের বিস্তারিত ফল শুধু যোগ্য প্রার্থীদের পাঠানো হবে।

ফোন ইন্টারভিউ থেকে বাছাইকৃত সীমিতসংখ্যক প্রার্থীকে ইএলটিআইএস (ELTiS) পরীক্ষা ও ইন-ক্লাস প্রবন্ধ-রচনায় অংশ নিতে হবে।

ইএলটিআইএসের দুটি অংশ রয়েছে—লিসেনিং (২৫ মিনিট) এবং রিডিং (৪৫ মিনিট)। ইন-ক্লাস প্রবন্ধ-রচনায় অংশ নেওয়া আবেদনকারীদের তিনটি প্রবন্ধ রচনা তৈরি করতে হবে। প্রতিটির জন্য সময় থাকবে ১৫ মিনিট।

চূড়ান্ত আবেদন ও সাক্ষাৎকার: ইএলটিআইএস পরীক্ষা এবং ইন-ক্লাসের প্রবন্ধ রচনা পরীক্ষার সাফল্য অর্জনকারীরা চূড়ান্ত আবেদন জমা দেবে। তারা যোগ্য বিবেচিত হলে চূড়ান্ত আবেদনপ্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হবে। যেসব আবেদনকারী চূড়ান্ত আবেদনপত্র জমা দেবে, তাদের চূড়ান্ত সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ করা হবে। নির্বাচনপ্রক্রিয়া ২০২৪ সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে।

চূড়ান্ত সাক্ষাৎকারের পর ইয়েস প্রোগ্রাম থেকে চূড়ান্ত ও অল্টারনেটদের তালিকা ঘোষণা করা হবে। নির্বাচিত আবেদনকারীদের অবহিত করা হবে এবং যুক্তরাষ্ট্র যাওয়ার আগে এনহেন্সমেন্ট অ্যাকটিভিটি, পিডিও এবং ট্রাভেল ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে হবে। উভয় ওরিয়েন্টেশনই প্রোগ্রামের জন্য বাধ্যতামূলক।

ইয়েস প্রোগ্রামের বিস্তারিত এবং আবেদনের বিস্তারিত নির্দেশাবলি (https://www.iearnbd.org/) জানা যাবে এই ওয়েবসাইটে। এ ছাড়া মেইলে যোগাযোগ করা যাবে।

18/11/2023

বাংলাদেশ থেকে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী ২০২২–২৩ শিক্ষাবর্ষে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, এ সময় ১৩ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গেছেন, যে সংখ্যা আগের শিক্ষাবর্ষের তুলনায় ২৮ শতাংশ বেশি। সার্বিকভাবে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী যাওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৩তম।

২০২৩ সালের ওপেন ডোরস রিপোর্টের উদ্ধৃতি দিয়ে মার্কিন দূতাবাস বলছে, ২০২২–২৩ শিক্ষাবর্ষে যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি শিক্ষার্থী গেছেন, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এ বছর সব মিলিয়ে ১০ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গেছেন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী গেছেন চীন ও ভারত থেকে। মোট শিক্ষার্থীর ৫৩ শতাংশই গেছেন এই দুই দেশ থেকে। এর মধ্যে চীন থেকে গেছেন ২ লাখ ৮৯ হাজার ৫২৬ জন, আর ভারত থেকে ২ লাখ ৬৮ হাজার ৯২৩ জন। চীন থেকে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২০২২–২৩ সালে সামান্য কমেছে, তবে এ সময় ভারতের ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩৫ শতাংশ। বেশ কয়েক বছর ধরে ভারত থেকে বেশি সংখ্যায় শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

চলতি শিক্ষাবর্ষে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ঘটেছে স্নাতক বা সমপর্যায়ের শিক্ষার্থীর সংখ্যায়, ৫০ শতাংশের বেশি। আড়াই হাজার শিক্ষার্থী এই পর্যায়ের শিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। উচ্চশিক্ষা পর্যায়ে যুক্তরাষ্ট্রে গেছেন প্রায় ১০ হাজার শিক্ষার্থী। সারা পৃথিবী থেকে যত দেশের গ্র্যাজুয়েট শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২–২৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম।

মার্কিন দূতাবাস জানিয়েছে, গত এক দশকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। ২০১১–১২ শিক্ষাবর্ষে ৩ হাজার ৩১৪ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ফলে ২০২২–২৩ সালে শিক্ষার্থীর সংখ্যায় প্রবৃদ্ধি ঘটেছে ৩০০ শতাংশের বেশি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এবং ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন প্রতিবছর যৌথভাবে ওপেন ডোরস রিপোর্ট প্রকাশ করে থাকে। এই প্রতিবেদনে প্রতিবছর কতসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন, তা উল্লেখ করা হয়।

কোভিড মহামারির সময় যুক্তরাষ্ট্রে বিদেশি ছাত্রের সংখ্যা কমে গেলেও ২০২২–২৩ শিক্ষাবর্ষে এই সংখ্যা প্রায় আগের পর্যায়ে পৌঁছে গেছে। গত চার দশকের মধ্যে এবারই শিক্ষার্থী যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে।

বেশির ভাগ আন্তর্জাতিক শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছেন। প্রায় আড়াই লাখ শিক্ষার্থী গণিত ও কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। এরা মোট শিক্ষার্থীর ২৩ শতাংশ। তাদের পরই রয়েছেন প্রকৌশল বিষয়ে পড়া শিক্ষার্থীরা। তাঁদের সংখ্যা ছিল ২ লাখের কিছু বেশি বা মোট শিক্ষার্থীর ১৯ শতাংশ। এর পরের পছন্দের বিষয় ছিল ব্যবসা ও ব্যবস্থাপনা (১৫ শতাংশ), সামাজিক বিজ্ঞান (৮ শতাংশ), ভৌত ও জীববিজ্ঞান (৮ শতাংশ) এবং চারু ও ফলিত কলা (৫ শতাংশ)।

18/11/2023

আমেরিকার কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামে আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য আমেরিকায় পড়তে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। এ প্রোগ্রামের আওতায় বাংলাদেশি হাইস্কুলের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পাবে।

ঢাকায় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (১৯ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবে আগ্রহী শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র অর্থায়নে সেখানকার শিক্ষার্থীদের সাথে সমন্বিতভাবে পড়াশোনা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য মেধাভিত্তিক এ স্কলারশিপ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে ইয়েস প্রোগ্রামের আওতায় বাংলাদেশের ৮-১১ গ্রেডে ভালো ফল করা হাইস্কুল শিক্ষার্থীদের এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বৃত্তি প্রদান করা হয়।

ইয়েস বৃত্তি একটি মেধাভিত্তিক ও উন্মুক্ত কার্যক্রম। এতে বিনা মূল্যে আবেদন করা যাবে। ২০০৪ সাল থেকে তিন শতাধিক বাংলাদেশি হাইস্কুল শিক্ষার্থী ইয়েস কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

আবেদনের যোগ্যতা:

*আবেদনকারীর বয়স ২০২৪ সালের ১৫ আগস্টে ১৫ থেকে ১৭ বছরের মধ্যে হতে হবে।

*বর্তমানে বাংলাদেশি উচ্চবিদ্যালয়ের অষ্টম, নবম, দশম বা একাদশ শ্রেণিতে ভর্তি থাকতে হবে।

*বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি নাগরিকেরা আবেদনের জন্য যোগ্য হবে না।

*আবেদনের সময় অবশ্যই ২০২০,২০২১ এবং ২০২২ শিক্ষাবর্ষের নম্বরপত্র/মার্কশিট জমা দিতে হবে।

*বার্ষিক ফলাফলে গড়ে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে।

*গত তিন শিক্ষাবর্ষের মধ্যে কোনো শিক্ষা বিরতি বা কোনো শ্রেণির পুনরাবৃত্তি থাকলে আবেদনকারীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।

*মার্কিন জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে (যুক্তরাষ্ট্রের নাগরিকেরা জে-১ ভিসা পাওয়ার অযোগ্য)।

*আবেদনকারী গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে মোট ৯০ দিনের অধিক বসবাস বা ভ্রমণ করে থাকলে তাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।

*আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে বসবাসকারী স্থায়ী নাগরিক হতে হবে।

*কেউ দ্বৈত নাগরিকত্বের অধিকারী বা বিদেশে স্থায়ীভাবে বসবাসরত হলে তার আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।

*ইংরেজিতে কথা বলা ও লেখাপড়ার জন্য ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে।

*আবেদনকারী প্রার্থীর মা-বাবার যে কেউ অথবা উভয়ই যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র মিশনের বর্তমান কর্মী হতে পারবেন না।

সুযোগ-সুবিধা: ইয়েস প্রোগ্রামের ব্যয়ভার অর্থাৎ বিমানভাড়া, মার্কিন ভিসা ফি, যুক্তরাষ্ট্রে থাকা-খাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন এবং মাসিক ১২৫ ডলারের হাতখরচ যুক্তরাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র বিভাগ বহন করে। এর মধ্যে বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া এবং আসার বিমানভাড়া; প্রিডিপার্চার ওরিয়েন্টেশনের খরচ, আমেরিকান হোস্ট ফ্যামিলিতে প্লেসমেন্টের খরচ; মাসিক উপবৃত্তি; স্বাস্থ্যবিমা এবং প্রোগ্রামের আনুষঙ্গিক কার্যক্রমের খরচ অংশগ্রহণকারীকে বহন করতে হবে না।

প্রতিটি শিক্ষার্থী একটি আমেরিকান হোস্ট ফ্যামিলির সঙ্গে বসবাস করবে। শিক্ষার্থীকে আমেরিকার যেকোনো অঙ্গরাজ্যে বসবাস করতে হতে পারে, যার ব্যবস্থা আমেরিকান প্লেসমেন্ট সংস্থা করে থাকে।

প্রোগ্রাম শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা শিক্ষার্থীদের পক্ষে অসম্ভব। এটি প্রোগ্রামের নিয়মাবলির বিরুদ্ধে এবং এই নিয়ম ভঙ্গ করলে শিক্ষার্থী একজন ফেডারেল অপরাধী হিসেবে চিহ্নিত হবে। শিক্ষার্থী পুনরায় যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না।

আবেদন ও বাছাইপ্রক্রিয়া: ইয়েস প্রোগ্রামের ওয়েবসাইট (https://bd.usembassy.gov/30583/) থেকে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড অফিসার বা স্কুলের কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করতে হবে।

এরপর সেই কাগজপত্র স্ক্যান করে অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। প্রাথমিক আবেদনের পর যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশ করা হবে এবং যোগ্যতার তালিকা অনুযায়ী ফোন ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রিত করা হবে। ইন্টারভিউ তিন মিনিট দীর্ঘ হবে। সাক্ষাৎকারের বিস্তারিত ফল শুধু যোগ্য প্রার্থীদের পাঠানো হবে।

ফোন ইন্টারভিউ থেকে বাছাইকৃত সীমিতসংখ্যক প্রার্থীকে ইএলটিআইএস (ELTiS) পরীক্ষা ও ইন-ক্লাস প্রবন্ধ-রচনায় অংশ নিতে হবে। ইএলটিআইএসের দুটি অংশ রয়েছে—লিসেনিং (২৫ মিনিট) এবং রিডিং (৪৫ মিনিট)। ইন-ক্লাস প্রবন্ধ-রচনায় অংশ নেওয়া আবেদনকারীদের তিনটি প্রবন্ধ রচনা তৈরি করতে হবে। প্রতিটির জন্য সময় থাকবে ১৫ মিনিট।

চূড়ান্ত আবেদন ও সাক্ষাৎকার: ইএলটিআইএস পরীক্ষা এবং ইন-ক্লাসের প্রবন্ধ রচনা পরীক্ষার সাফল্য অর্জনকারীরা চূড়ান্ত আবেদন জমা দেবে। তারা যোগ্য বিবেচিত হলে চূড়ান্ত আবেদনপ্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হবে। যেসব আবেদনকারী চূড়ান্ত আবেদনপত্র জমা দেবে, তাদের চূড়ান্ত সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ করা হবে। নির্বাচনপ্রক্রিয়া ২০২৪ সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে।

চূড়ান্ত সাক্ষাৎকারের পর ইয়েস প্রোগ্রাম থেকে চূড়ান্ত ও অল্টারনেটদের তালিকা ঘোষণা করা হবে। নির্বাচিত আবেদনকারীদের অবহিত করা হবে এবং যুক্তরাষ্ট্র যাওয়ার আগে এনহেন্সমেন্ট অ্যাকটিভিটি, পিডিও এবং ট্রাভেল ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে হবে। উভয় ওরিয়েন্টেশনই প্রোগ্রামের জন্য বাধ্যতামূলক।

ইয়েস প্রোগ্রামের বিস্তারিত এবং আবেদনের বিস্তারিত নির্দেশাবলি (https://www.iearnbd.org/) জানা যাবে এই ওয়েবসাইটে। এ ছাড়া মেইলে যোগাযোগ করা যাবে।

#আমেরিকা #যুক্তরাষ্ট্র #মার্কিন

17/11/2023

এইচএসসির ফল প্রকাশ ২৬ নভেম্বর

আগামী ২৬ নভেম্বর ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, সেদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।

শুক্রবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ২৬ অথবা ২৮ নভেম্বর- যেকোনো একটি দিন চাওয়া হয়েছিল। তিনি ২৬ নভেম্বর ফল প্রকাশে সম্মতি দিয়েছেন।

চলতি বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। তবে সব বোর্ডই ২৬ নভেম্বর ফল প্রকাশ করবে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

এদিকে, এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

31/10/2023

USA Student Visa Help for Bangladeshi

05/10/2023

Times Higher Education (THE) 2024 World University Rankings results have been announced, with Oxford remaining in the top spot for the eighth consecutive yea...

28/09/2023

Even though the cost of education can be relatively high when it comes to pursuing higher education in the United States, the allure of studying in this diverse and dynamic nation is undeniable. However, there are several US universities offering both undergraduate and master's degree programs that not only maintain high-quality education but are also affordable for international students.

These budget-friendly institutions stand out due to their commitment to providing an intimate and supportive learning environment. Instead of getting lost in overcrowded lecture halls, you'll become part of a close-knit student community that fosters collaboration and personal growth. Moreover, the lower cost of living in these areas ensures a higher quality of life as you work towards your academic goals.

𝐋𝐞𝐭'𝐬 𝐭𝐚𝐤𝐞 𝐚 𝐜𝐥𝐨𝐬𝐞𝐫 𝐥𝐨𝐨𝐤 𝐚𝐭 𝐬𝐨𝐦𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞𝐬𝐞 𝐚𝐟𝐟𝐨𝐫𝐝𝐚𝐛𝐥𝐞 𝐔.𝐒. 𝐮𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐢𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬 𝐢𝐧 𝟐𝟎𝟐𝟑:

𝐍𝐢𝐜𝐡𝐨𝐥𝐥𝐬 𝐒𝐭𝐚𝐭𝐞 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 in Thibodaux, Louisiana, is known as "The Colonels." This public university offers both on-site and distance learning options and caters to 1,255 undergraduate students who live on campus, which is one of the safest campuses in the state.

Nicholls State University offers degree programs in various fields such as Science and Technology, Business, Liberal Arts, Nursing, Culinary Arts, and Education. They also provide flexible options like evening MBA, online MBA, and executive MBA.

Scholarships are available based on ACT scores and high school GPA, with annual awards ranging from $3,000 to $5,000. Tuition fees are $4,482.90 per semester for bachelor's and $4,440.36 per semester for master's students.

𝐄𝐚𝐬𝐭𝐞𝐫𝐧 𝐍𝐞𝐰 𝐌𝐞𝐱𝐢𝐜𝐨 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 is an excellent choice for those seeking affordability and diversity. Located in the Southwest, the university offers both on-site and distance learning options. With smaller class sizes, it provides an intimate learning environment where students can easily interact with professors.

Eastern New Mexico University offers a wide range of bachelor's and master's Degree programs and provides numerous financial aid opportunities. Tuition fees are $8,568 per year for bachelor's and $7,110 per year for master's students.

𝐁𝐫𝐢𝐠𝐡𝐚𝐦 𝐘𝐨𝐮𝐧𝐠 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 operates campuses in Utah, Hawaii, and Idaho. This private research university is sponsored by The Church of Jesus Christ of Latter-day Saints and is open to students of all faiths. Students are allowed to work on campus for up to 20 hours per week while maintaining strong academic performance.

A variety of scholarships, including the Russell M. Nelson Scholarship and the Heritage Scholarship, are available for new freshmen based on ACT or SAT scores. Tuition fees are $6,304 per semester for bachelor's and $14,636 per semester for master's students in Utah.

𝐁𝐫𝐢𝐝𝐠𝐞𝐰𝐚𝐭𝐞𝐫 𝐒𝐭𝐚𝐭𝐞 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 is conveniently located near Boston, Massachusetts, offering a strong student community and various Financial Aid programs. Notable scholarships include the Horace Mann Merit Scholarship and Presidential Merit Scholarship. Tuition fees are $7,050 per semester for bachelor's and $488.50 per credit hour for master's students.

𝐌𝐢𝐧𝐧𝐞𝐬𝐨𝐭𝐚 𝐒𝐭𝐚𝐭𝐞 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲-𝐌𝐨𝐨𝐫𝐡𝐞𝐚𝐝, situated in Moorhead, Minnesota, welcomes students from 58 countries and provides online learning opportunities for many courses. Scholarships are available for students with financial need. Tuition fees are $8,837 per semester for 12-18 credits.

𝐌𝐢𝐬𝐬𝐢𝐬𝐬𝐢𝐩𝐩𝐢 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐟𝐨𝐫 𝐖𝐨𝐦𝐞𝐧 holds the distinction of being the first public college for women in the United States. Located in Columbus, Mississippi, it offers affordable education with lower debt compared to other regional Southern universities. Major programs include Biology, Business Administration, Communication, Chemistry, Fine Arts, and Culinary Arts. Merit awards are available based on ACT/SAT scores and GPA. Tuition fees are $3,883 per semester for 9-13 credits.

𝐒𝐨𝐮𝐭𝐡𝐰𝐞𝐬𝐭 𝐌𝐢𝐧𝐧𝐞𝐬𝐨𝐭𝐚 𝐒𝐭𝐚𝐭𝐞 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲, located in Marshall, Minnesota, focuses on liberal arts majors and boasts an active campus life with student residences, clubs, and organizations. Freshman scholarships range from $2,000 to $10,000 based on GPA and ACT scores. Tuition fees are $10,116 per year for bachelor's and $9,324 per year for master's students.

𝐃𝐞𝐥𝐭𝐚 𝐒𝐭𝐚𝐭𝐞 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 in Cleveland, Mississippi, is known for its rich student community, vibrant music scene, amazing food and affordable cost of living. The university offers a wide range of undergraduate and graduate programs, with funding opportunities such as Graduate Assistantships, fellowships, and scholarships. Tuition fees are $4,217 per semester.

𝐁𝐞𝐦𝐢𝐝𝐣𝐢 𝐒𝐭𝐚𝐭𝐞 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 in Bemidji, Minnesota, is an ideal choice for outdoor enthusiasts, situated near Bemidji Lake and Minnesotan forests. The university offers 70 bachelor's and eight master's degree programs, including distance learning options. Tuition fees are $10,150 for two semesters.

𝐇𝐞𝐧𝐝𝐞𝐫𝐬𝐨𝐧 𝐒𝐭𝐚𝐭𝐞 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 in Arkadelphia, Arkansas, offers scholarships with lower tuition fees for international students based on their GPA. Additional financial aid options are available based on family income. The university provides a broad spectrum of undergraduate and graduate programs. Tuition fees are $7,480 per semester.

Please note that the tuition fees mentioned do not include housing, textbooks, or daily expenses.

28/09/2023

১৩১ বছরেরও বেশি সময় ধরে বৈচিত্র্যময় চিন্তাধারা এবং সীমাহীন অন্বেষণের আলোকবর্তিকা হিসেবে জায়গা করে নিয়েছে ইউনিভার্সিটি অব ওকলাহোমা। বিশ্ব মানচিত্রে অন্যদের থেকে আলাদা করার মতো সক্ষমতা অর্জনের জন্য ৪০০টিরও বেশি সংস্থা, ইভেন্টসহ ১৭০টি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ রয়েছে এখানে।

শুধু তাই নয়, কার্নেগি ফাউন্ডেশন থেকে হাইয়েস্ট রিসার্চ অ্যাক্টিভিটি ইনস্টিটিউট হিসেবে মনোয়ন পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

ইউনিভার্সিটি অব ওকলাহোমা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে আন্ডারগ্র‍্যাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট প্রোগ্রাম অফার করে। যেমন- হিসাববিজ্ঞান; ফিন্যান্স; মনোবিজ্ঞান; মার্কেটিং; প্রাণিবিদ্যা; সাংবাদিকতা; লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্সেস; ব্যবস্থাপনা; সমাজবিজ্ঞান; কম্পিউটার সায়েন্স; মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং; রাষ্ট্রবিজ্ঞান এবং সরকার; ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং; ইকোনোমেট্রিক্স এবং কোয়ালিটেটিভ ইকোনোমিক্স; ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং; অ্যাডভার্টাইজিং; কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং; পাবলিক হেলথ; গ্লোবাল স্টাডিজ; মাল্টি স্টাডিজ; রসায়ন; ইতিহাস; গণিত; মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি; বায়োইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং; মাইক্রোবায়োলজি; পরিবেশ বিদ্যা; ইংরেজি ভাষা ও সাহিত্য; আবহাওয়াবিদ্যা; জৈব রসায়ন; কম্পিউটার ইঞ্জিনিয়ারিং; পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং; এলিমেন্টারি চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড টিচিং; সোশ্যাল ওয়ার্ক; সিভিল ইঞ্জিনিয়ারিং; নাটক ও নাট্যতত্ত্ব; স্টুডিও আর্টস; মানবিক; সঙ্গীত; অ্যারোস্পেস, অ্যারোনটিক্যাল এবং অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং; ব্যবসায় প্রশাসন এবং ব্যবস্থাপনা; ব্যবসায় অর্থনীতি; নৃতত্ত্ব; নির্মাণ ব্যবস্থাপনা; স্থাপত্য এবং বিল্ডিং সায়েন্স; স্প্যানিশ ভাষা এবং সাহিত্য; ইন্টেরিয়র ডিজাইন; ফিল্ম স্টাডিজ; তথ্য বিজ্ঞান; মিউজিক টিচার এডুকেশন; সাস্টেনেবেলিটি স্টাডিজ; ভাষাতত্ত্ব; ভৌগলিক তথ্য বিজ্ঞান এবং মানচিত্র; নৃত্যকলা; লোকপ্রশাসন; দর্শন; পদার্থবিদ্যা; স্থাপত্য প্রকৌশল; ধ্রুপদী ভাষা, সাহিত্য এবং ভাষাতত্ত্ব; ধর্ম; ভূগোল; ইংরেজি; বিজ্ঞান, প্রযুক্তি এবং সমাজ; ভূতত্ত্ব; আমেরিকান গবেষণা; জার্মানি ভাষা, সাহিত্য এবং ভাষাবিজ্ঞান; জ্যোতির্পদার্থবিদ্যা; প্রকৌশল পদার্থবিদ্যা; আরবি ভাষা ও সাহিত্য; জিওফিজিক্স এবং সিসমোলজি; বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস ও দর্শন; উদ্ভিদবিদ্যা ইত্যাদি।

আবেদনের যোগ্যতা: ইউনিভার্সিটি অব ওকলাহোমায় আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ হিসেবে আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামে আইইএলটিএস ৬.৫ বা টোফেল আইবিটি ৭৯ থাকতে হবে। পোস্টগ্র‍্যাজুয়েট প্রোগ্রামে আইইএলটিএস ৭.০ বা টোফেল আইবিটি ১০০ থাকতে হবে। ইন্টারন্যাশনাল স্কলারশিপ পেতে গেলে স্যাট বা এসিটি স্কোর প্রয়োজন হবে। আর কয়েকটি বিভাগে জিআরই স্কোর দেখাতে হতে পারে।

আবেদন করবেন যেভাবে: ইউনিভার্সিটি অব ওকলাহোমায় আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টাল বা কমন অ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। আবেদন করতে ৪০ মার্কিন ডলার জমা দিতে হবে। এখানে পড়ার জন্য ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের এফ-ওয়ান বা জে-ওয়ান ভিসা পেতে হয়। এ জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিসেস (আইএসএস)-এর আই টুয়েন্টি বা ডিএস টুয়েন্টি নাইন্টিন ফর্ম পূরণ করতে হয়। এ ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ইমিগ্রেশন এবং আর্থিক সক্ষমতার প্রমাণপত্র, আই-নাইন জিরো ওয়ান সেভিস ফি, এফ-ওয়ান স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট, ভিসা ইন্টারভিউয়ের মতো ধাপ পূরণ করতে হবে।

স্কলারশিপ: ইউনিভার্সিটি অব ওকলাহোমা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বেশ কয়েকটি স্কলারশিপ, ফাইন্যান্সিয়াল এইড প্রদান করে। যার মধ্যে রয়েছে -

১.) ফ্রেশম্যান ইন্টারন্যাশনাল স্কলারশিপ: ইউনিভার্সিটি অব ওকলাহোমা শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন স্তরের মেধাবৃত্তি দিয়ে থাকে। তবে একটির বেশি গ্রহণযোগ্য নয়।

৩১ এসিটি বা ১৩৯০ স্যাট থাকলে পাওয়া যাবে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স। ৪ বছরে মোট ৬০ হাজার মার্কিন ডলার স্কলারশিপ দেওয়া হয়।

২৯ থেকে ৩০ এসিটি বা ১৩৩০ থেকে ১৩৮০ স্যাট থাকলে পাওয়া যাবে ডিস্টিঙ্গুইশড স্কলারশিপ। ৪ বছরে মোট ৫৬ হাজার মার্কিন ডলার স্কলারশিপ দেওয়া হয়।

২৮ এসিটি বা ১৩০০ থেকে ১৩২০ স্যাট থাকলে পাওয়া যাবে ইউনিভার্সিটি স্কলারশিপ। ৪ বছরে মোট ৪৪ হাজার মার্কিন ডলার স্কলারশিপ দেওয়া হয়।

২৬ থেকে ২৭ এসিটি বা ১২৩০ থেকে ১২৯০ স্যাট থাকলে পাওয়া যাবে একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ৪ বছরে মোট ৪০ হাজার মার্কিন ডলার স্কলারশিপ দেওয়া হয়।

২৪ থেকে ২৫ এসিটি বা ১১৬০ থেকে ১২২০ স্যাট থাকলে পাওয়া যাবে নন-রেসিডেন্ট মেরিট স্কলারশিপ। ৪ বছরে মোট ২৮ হাজার মার্কিন ডলার স্কলারশিপ দেওয়া হয়।

২.) ট্রান্সফার ইন্টারন্যাশনাল স্কলারশিপ: ইউনিভার্সিটি অব ওকলাহোমা ট্রান্সফার্ড শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্ব, নেতৃত্ব, কমিউনিটি সম্পৃক্ততা এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর ভিত্তি করে ট্রান্সফার ইন্টারন্যাশনাল স্কলারশিপ দেয়। এ ক্ষেত্রে একাডেমিক ও প্রতিযোগিতা দুটি বিভাগে স্কলারশিপ দেওয়া হয়। পোস্টগ্র‍্যাজুয়েট প্রোগ্রামে ২৪ ক্রেডিট আওয়ার পূরণ করলে এটির জন্য আবেদন করা যাবে। তবে এটি শুধু নরম্যান ক্যাম্পাসের জন্য প্রযোজ্য।

এ ক্ষেত্রে ৩.৭৫ বা তার বেশি ট্রান্সফার জিপিএ থাকলে পাওয়া যাবে ট্রান্সফার একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ। ২ বছরে দেওয়া হবে মোট ১৮ হাজার মার্কিন ডলার।

৩.৫০ বা তার বেশি ট্রান্সফার জিপিএ থাকলে পাওয়া যাবে ট্রান্সফার একাডেমিক ডিস্টিংশন স্কলারশিপ। ২ বছরে দেওয়া হবে মোট ১৪ হাজার মার্কিন ডলার।

৩.২৫ বা তার বেশি ট্রান্সফার জিপিএ থাকলে পাওয়া যাবে ট্রান্সফার একাডেমিক এচিভমেন্ট স্কলারশিপ। ২ বছরে দেওয়া হবে মোট ১০ হাজার মার্কিন ডলার।

এ ছাড়া একাডেমিক কৃতিত্ব ও নেতৃত্ব প্রদানের দক্ষতার ওপর ভিত্তি করে ২ হাজার মার্কিন ডলার ট্রান্সফার লিডারশিপ প্রদান করা হয়। ফাই থেটা ক্যাপায় অংশগ্রহণ করলে ১ হাজার মার্কিন ডলার স্কলারশিপ দেওয়া হয়।


৩.) ক্লিও ক্রস স্কলারশিপ: শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ইউনিভার্সিটি অব ওকলাহোমা ক্লিও ক্রস স্কলারশিপ অফার করে। এজন্য আন্ডারগ্র‍্যাজুয়েট বা গ্র‍্যাজুয়েট প্রোগ্রামে ফুল-টাইম হিসেবে কমপক্ষে দুইটি সিমেস্টার শেষ করতে হবে। আন্ডারগ্র‍্যাজুয়েট হলে ন্যূনতম জিপিএ ২.৫০ এবং গ্র‍্যাজুয়েট হলে ৩.০০ থাকতে হবে।

৪.) সু উইলিয়ামস সার্ভিস অ্যাওয়ার্ড: কমিউনিটি সার্ভিসের সঙ্গে জড়িত থাকলে বার্ষিক সু উইলিয়ামস সার্ভিস অ্যাওয়ার্ড দেওয়া হয়। এজন্য আন্ডারগ্র‍্যাজুয়েট বা গ্র‍্যাজুয়েট প্রোগ্রামে ফুল-টাইম হিসেবে কমপক্ষে দুইটি সিমেস্টার শেষ করতে হবে। আন্ডারগ্র‍্যাজুয়েট হলে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং গ্র‍্যাজুয়েট হলে ৩.৫০ থাকতে হবে।

৫.) পল অ্যান্ড রোজ শার্প আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড: একাডেমিক কৃতিত্ব এবং আন্তর্জাতিক কার্যক্রমের ওপর ভিত্তি করে ইউনিভার্সিটি অব ওকলাহোমা শিক্ষার্থীদের পল অ্যান্ড রোজ শার্প আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড দেয়। আন্ডারগ্র‍্যাজুয়েট বা গ্র‍্যাজুয়েট প্রোগ্রামে ফুল-টাইম হিসেবে কমপক্ষে দুইটি সিমেস্টার শেষ করতে হবে। আন্ডারগ্র‍্যাজুয়েট হলে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং গ্র‍্যাজুয়েট হলে ৩.৫০ থাকতে হবে।

৬.) ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইমার্জেন্সি রিলিফ স্কলারশিপ: ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা আকস্মিক আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হলে ইউনিভার্সিটি অব ওকলাহোমা শুধুমাত্র যোগ্য শিক্ষার্থীদের একবার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইমার্জেন্সি রিলিফ স্কলারশিপ দেয়। হঠাৎ অসুস্থতা বা হাসপাতালে ভর্তি, আর্থিক অভাব, ব্যক্তিগত বা রাজনৈতিক ঘটনার প্রভাব, বড় দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রযোজ্য। ক্রেডিট কার্ডের ঋণ, স্কলারশিপ তহবিলের অপব্যবহার, পারিবারিক ঋণ, আর্থিক অস্বচ্ছলতার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।

এটির আবেদন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রামের আইএসএস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিআইএস অ্যাসোসিয়েট ডিন অব স্টুডেন্ট সার্ভিসেস এবং সিআইএস ডিন কমিটি দেখে। যোগ্য শিক্ষার্থী ১ হাজার মার্কিন ডলার পর্যন্ত প্রয়োজনীয় পরিমাণের তিন চতুর্থাংশ আর্থিক সুবিধা পায়।

৭.) নরম্যান লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল:: ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অব দ্য মানথ: আমেরিকান সংস্কৃতির প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বাছাই করা এবং নরম্যান লায়ন্স ক্লাবের সাপ্তাহিক মিটিং সম্পাদনের জন্য অক্টোবর, নভেম্বর, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে ইউনিভার্সিটি অব ওকলাহোমার একজন ইন্টারন্যাশনাল শিক্ষার্থীকে ২০০ মার্কিন ডলার স্কলারশিপ দেওয়া হয়।

৮.) অ্যাথলেটিক স্কলারশিপ: বিশ্ববিদ্যালয়ের নীতি ও পদ্ধতি অনুযায়ী বিগ টুয়েলভ কনফারেন্স এবং ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন (এনসিএএ) ক্রীড়াবিদ শিক্ষার্থীদের অ্যাথলেটিক স্কলারশিপ দেয়। এই স্কলারশিপ টিউশন ফি থেকে শুরু করে ​​বই, রুম, বোর্ডসহ সবকিছুর আংশিক বা সম্পূর্ণ ব্যয় কভার করতে পারে।
গ্র‍্যান্ট-ইন-এইড অ্যাওয়ার্ডের জন্য এনসিএএ প্রত্যেক দলকে একটি সীমা নির্ধারণ করে দেয়। প্রধান প্রশিক্ষক সেই অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে তা বণ্টন করেন।

৯.) ফাইন্যান্সিয়াল এইড: গ্র‍্যান্ট প্রোগ্রামের মাধ্যমে প্রদত্ত অর্থ পরিশোধ করতে হয় না। মূলত ফ্রি অ্যাপ্লিকেশন ফর ফেডারেল স্টুডেন্ট এইড (এফএএফএসএ)-এর আবেদন থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি প্রয়োজন যাদের সেসব শিক্ষার্থীদের মনোয়ন দেওয়া হয়।

১০.) ফেডারেল গ্র‍্যান্ট: ফেডারেল গ্র‍্যান্ট প্রয়োজন-ভিত্তিক অনুদান। যেসব আন্ডারগ্র‍্যাজুয়েট শিক্ষার্থীরা পূর্বে কোনো স্নাতক বা পেশাদার ডিগ্রি অর্জন করেননি তাদের দেওয়া হয়।

১১.) টিচ গ্র‍্যান্ট: যেসব আন্ডারগ্র‍্যাজুয়েট ও গ্র‍্যাজুয়েট শিক্ষার্থী নিন্মবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পড়ানোর সরকারি বা বেসরকারি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে চান তাদের দেওয়া হয়। টিচ গ্র‍্যান্ট প্রয়োজন-ভিত্তিক অনুদান নয়।

১২.) ফেডারেল ওয়ার্ক-স্টাডি প্রোগ্রাম: ফেডারেল ওয়ার্ক-স্টাডি (এফডব্লিউএস) হলো প্রয়োজন-ভিত্তিক প্রোগ্রাম যা যোগ্য শিক্ষার্থীদের শিক্ষার্থী থাকাকালীন খণ্ডকালীন কাজ করে অর্থ উপার্জন করার সুযোগ দেয়। শিক্ষার্থীদের বার্ষিক এফএএফএসএ দ্বারা নির্ধারিত অপূর্ণ প্রয়োজন পূরণের জন্য প্রতি সিমেস্টারে ২ হাজার ৫০০ মার্কিন ডলার এফডব্লিউএস দেওয়া হয়।

উপার্জন ঘণ্টাপ্রতি মজুরির ওপর ভিত্তি করে নিয়োগকর্তা এবং শিক্ষার্থীর মধ্যে আলোচনা করা হয়। মজুরি করযোগ্য আয় হিসেবে বিবেচিত হয়। তবে বার্ষিক এফএএফএসএ করার সময় উপার্জন উল্লেখ করা হয় না।
এফডব্লিউএস তহবিল সীমিত হওয়ায় আগে আবেদন করলে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এআসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হয়। এজন্য এফএএফএসএ জমা দিতে হয় এবং ইউনিভার্সিটি অব ওকলাহোমার ফেডারেল স্কুল কোড -০০৩১৮৪ অন্তর্ভুক্ত করতে হয়। আর আবেদন করার আগে এফডব্লিউএস অফার গ্রহণ করতে হবে।

#ওকলাহোমা

04/05/2023
04/05/2023
04/05/2023
04/05/2023

Address

Dhaka

Website

http://universitynet1.com/

Alerts

Be the first to know and let us send you an email when USA Student Visa Help for Bangladeshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Passport & Visa Services in Dhaka

Show All