মালায়শিয়ান প্রফেশনাল ভিসা, বিজনেস ভিসা, সেকেন্ডহোম

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মালায়শিয়ান প্রফেশনাল ভিসা, বিজনেস ভিসা, সেকেন্ডহোম

মালায়শিয়ান প্রফেশনাল ভিসা, বিজনেস ভিসা, সেকেন্ডহোম আমরা শুধুমাত্র দক্ষ শ্রমিক/বিজনেস ভিসা/সেকেন্ড হোম প্রসেস করি।

28/11/2022

call for Malaysia calling visa +8801726631567

Malaysia work permit
28/11/2022

Malaysia work permit

24/11/2022
01/11/2022

malaysia calling visa pete caile comment korun amara help korbo visa pete

02/06/2022

আগে লিস্ট দেখেন সিস্টেম জানেন তার পর টাকা আর পাসপোর্ট জমা দিয়েন। সাধু সাবধান 😎

28/01/2022

২৮ তারিখ থেকে মালায়শিয়ান প্লানটেশন সেক্টর এর মালিকরা আবেদন করতে পারবেন। কিন্তু সেই আবেদন শুধুমাত্র তার কয়জন শ্রমিক প্রয়োজন সেটার সম্ভাবনা যাচাই করার জন্য। বাংলাদেশ থেকে নিয়োগ হবে সেই কথা কোথাও বলে নি মালায়শিয়ান সরকার। 😂😂😛😛 কি বুঝলেন 😛😛

26/01/2022

মালায়শিয়ান টিম বাংলাদেশে আসে নাই। কাজ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর।

🤔 এখন কি হবে? সবাই কি কাজ পাবে? না আবার বন্ধ হয়ে যাবে🤔🤔🤔।
20/01/2022

🤔 এখন কি হবে? সবাই কি কাজ পাবে? না আবার বন্ধ হয়ে যাবে🤔🤔🤔।

সত্য মিথ্যা জানি না। তবে এই চিঠি সঠিক হলে কাজ সিন্ডিকেটের মাধ্যমেই হবে।
20/01/2022

সত্য মিথ্যা জানি না। তবে এই চিঠি সঠিক হলে কাজ সিন্ডিকেটের মাধ্যমেই হবে।

মালয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুুতি কি কি?১)পাসপোর্ট হাতে রাখা বয়স১৮+ ৩৫ বছর হলে সবচেয়ে ভালো হয়!২)পাসপোর্ট দিয়ে টিকার আ...
31/12/2021

মালয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুুতি কি কি?
১)পাসপোর্ট হাতে রাখা বয়স১৮+ ৩৫ বছর হলে সবচেয়ে ভালো হয়!
২)পাসপোর্ট দিয়ে টিকার আবেদন বা আইডি দিয়ে টিকার আবেদন করুন, আইডির সাথে পাসপোর্টের তথ্যগত অমিল থাকলে অবশ্যই পাসপোর্ট দিয়ে টিকা নিবেন!আর তথ্যগত মিল থাকলে সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার বসিয়ে দিবেন।

৩)সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করা সরকারি নির্দেশ মোতাবেক অগ্রসর হওয়া!

৪)আপনি কোন সেক্টরে যাবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করা! যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টর, পামওয়েল, এগ্রিকালচার। আপনি আপনার সেক্টর নির্বাচন করে রাখুন!

৫)পাসপোর্ট জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখবেন পাসপোর্টের মেয়াদ যত বেশি থাকবে তত আপনার জন্যে ভালো, কারণ চাইনিজরা ঝামেলা পছন্দ করেনা তাই আপনার পাসপোর্টের মেয়াদ কম থাকলে কোম্পানির প্রতিনিধি আপনার নাম বাতিল করে দিতে পারে। তাই পাসপোর্টের জমা দেয়ার সময়( মেয়াদ) যত বেশি তত আপনার জন্যে ভালো তবে অবশ্যই ২বছরের কম যেন না হয়!

৬) মালেয়াশিয়ায় যাওয়ার আগে জানতে হবে মৌলিক কিছু বিষয়। যেমন আপনি কোন সেক্টরে যাচ্ছেন এবং সেটার কি কাজ।

*ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি কারখানা।
*কনস্টাকশন মানে বিল্ডিংয়ের কাজ।
*পামওয়েল মানে বাগানে জঙ্গলে পামওয়েল কাটা (এগুলি খুবই পরিশ্রমি কাজ)
*গার্ডেনার মানে বাগানের ফুলের কাজ।( অনেক সময় গার্ডেনার বলে পামওয়েলে দিয়ে দেয় সেটা খেয়াল রাখবেন)
*এগ্রিকালচার মানে কৃষিকাজ।
*সার্ভিস সেক্টর মানে, হোটেল রেস্টুরেন্ট (মালয়েশিয়া এই সার্ভিস সেক্টরে শুধুমাত্র সাপ্লাই হওয়ার সম্ভাবনা ৯০% থাকে! তাই আগে বুঝতে চেষ্টা করুন তারপর বিদেশ যাবেন এজেন্ট বা এজেন্সিকে এতো প্রশ্ন করার দরকার নেই আপনি নিজে নিজে জানতে চেষ্টা করুন)

৭)মালয়েশিয়া বেসিক ম্যানুফ্যাকচারিং ১২০০ রিংগিত, কনস্টাকশন ১৫০০-১৮০০ রিঙ্গিত মত বেতন হয়। তবে মধ্যপ্রাচ্যের তুলনায় মালয়েশিয়া কনস্ট্রাকশনের কাজ কিছুটা সহজ এবং বেতন বেশি পাওয়া যায়! অভিজ্ঞতা সাথে সাথে আপনার বেতন বাড়বে। মনে রাখবেন মালয়েশিয়া আপনাকে কাজ করে টাকা নিতে হবে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। তাই আপনি যদি পরিশ্রমই না হন তাহলে আপনি না যাওয়াটাই উত্তম। কারণ বাংলাদেশ থেকে আপনাকে পাঠানোর দায়িত্ব এজেন্সির কিন্তু মালয়েশিয়া যাওয়ার পরে কাজ করার দায়িত্ব আপনার। ওখানে গিয়ে কান্নাকাটি করে লাভ হবে না। তাই আগে সিদ্ধান্ত নিন আপনি কি কাজে যাবেন অথবা যাবেন কিনা। মালয়েশিয়া যাওয়ার পরে মালয়শিয়া শ্রম আইন এবং কোম্পানির আইন অনুযায়ী আপনাকে চলতে হবে। সেখানে এজেন্ট বা এজেন্সি কিছুই করার থাকেনা।কাজ আপনার রাতে পড়তে পারে দিনেও পড়তে পারে। যে কোনো সিফটে আপনাকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে!

৮) আপনি দেশে কিছুই করেন নাই বাবা-মায়ের পালিত পুতুল ছিলেন এগুলো বিদেশে বলে লাভ নাই। আপনি বিদেশে গিয়ে যতই পরিশ্রম করবেন ততই আপনার নিজ পরিচয় পরিচিত হতে পারবেন।বাবা চেয়ারম্যান মেম্বার ছিল এগুলো দেখার বিষয় না, সেখানে কাজ করতে সক্ষম কি অক্ষম সেটা দেখবে!

৯) কত টাকা লাগবে? অপেক্ষা করুন সরকারের ঘোষনা আসা পর্যন্ত।
কখন শুরু হবে?ঘোষনা আসলে খবর পাবেন!
কোন জায়গায় মেডিক্যাল করবেন?সরকারের ঘোষনা আসার পর সব পরিস্কার হয়ে যাবে!

১০) পাসপোর্ট, টাকা, টিকার সার্টিফিকেট হাতে রাখুন,সরকারের ঘোষনা আসার পর আপনার বিশ্বস্ততা আছে তাদের সাথে কাজ করুন!

ধন্যবাদ

মালয়েশিয়া গামী কর্মীদের জন্য সুখবর।যোগাযোগঃ ☎01726631567☎01838335522করনার টিকা সনদ ছাড়া মালয়েশিয়ায় ভিসার জন্য এপলিকেশন ক...
24/12/2021

মালয়েশিয়া গামী কর্মীদের জন্য সুখবর।
যোগাযোগঃ ☎01726631567☎01838335522

করনার টিকা সনদ ছাড়া মালয়েশিয়ায় ভিসার জন্য এপলিকেশন করা যাবে না। তাই আমরা বিনামূল্যে শুধুমাত্র বি এম ই টি এর নির্ধারিত চার্য নিয়ে করোনার টিকার জন্য সহায়তা করি। তাই দেরি না করে আজই নিম্নক্ত কাগজ নিয়া চলে আসুন আমাদে অফিসে।

টিকার জন্য যা যা প্রয়োজনঃ
১. মূল পাসপোর্ট।
২. পিতা ও মাতার ন্যাশনাল আইডি কার্ড।

বিঃ দ্রঃ- এজেন্ট নিয়োগ চলছে।
যোগাযোগঃ 📳01726631567, 📳01838335522

আমাদের অফিসের ঠিকানা
*****************
যমুনা ফিউচার পার্কের লেভেল ২ শপ নম্বার ২/সি ২৮ বি সি জোন।

MOU Signed সমঝোতা চুক্তি সম্পন্ন
19/12/2021

MOU Signed
সমঝোতা চুক্তি সম্পন্ন

বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন , এই মাসে সমঝোতা স্মারক (এমওইউ) হতে পারে।দীর্ঘি ৪ বছরেরও ...
10/12/2021

বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন , এই মাসে সমঝোতা স্মারক (এমওইউ) হতে পারে।

দীর্ঘি ৪ বছরেরও বেশি সময় প্রতীক্ষার পরে শুক্রবার মালয়েশিয়ার মন্ত্রিসভায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে সম্মত হয়েছে দেশটির সরকার। বর্তমান সব সেক্টরে ব্যাপক কর্মী সংকটের কারণে কলকারখানা , কনস্ট্রাকশন ও বিভিন্ন প্রজেক্ট বন্ধ হবার উপক্রম। ফলে মালয়েশিয়ার চলমান সঙ্কট কাটতে ২০২২ সালের মধ্যে প্রায় ৬ লাখ বিদেশি কর্মী প্রয়োজন। ।

ফলশ্রুতিতে মন্ত্রিসভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সব সেক্টরের জন্য কর্মী নিয়োগ উন্মুক্ত করার জন্য ।

মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান বলেছেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যেতে পারবে । বাগান, কৃষি, উত্পাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মীদের জন্য কর্মী নিয়োগ উন্মুক্ত হবে। বিদেশি শ্রমিকদের নিয়োগ জটিলতা এড়াতে নিয়োগকর্তাগণ খরচ বহন করবেন ।

মন্ত্রী আরও বলেন মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রলায়ের নির্দেশকৃত স্বাস্থ্যবিধি মেনে বিদেশী কর্মী প্রবেশ করতে পারবেন।

10/12/2021

মালেয়শিয়ান সংসদে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সব সেক্টর আজ থেকে চালু করে দেয়ার সিধান্ত হয়েছে। খুব শীগ্রই কলিং চালু হবে। ২টি ভেক্সিন ডোজ কমপ্লিট করে পাসপোর্ট নিয়ে রেডি হয়ে যান সবাই।

20/11/2021

hello

আরও একটি বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (অনাপত...
05/11/2021

আরও একটি বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (অনাপত্তি সনদ-এনওসি) পেয়েছ।
নতুন এই বেসরকারি উড়োজাহাজ সংস্থার নাম ‘এয়ার অ্যাস্ট্রা’। বৃহস্পতিবার (৪ নভেম্বর) এনওসি পেয়েছে সংস্থাটি।

২ নভেম্বর থেকে মালয়েশিয়ায় পুনরায় ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন...
01/11/2021

২ নভেম্বর থেকে মালয়েশিয়ায় পুনরায় ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে পুনরায় যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

30/10/2021
30/10/2021

Address

Jamuna Future Park ( 2nd Floor Shop 2C-028B )
Dhaka
1229

Telephone

+8801726631567

Website

Alerts

Be the first to know and let us send you an email when মালায়শিয়ান প্রফেশনাল ভিসা, বিজনেস ভিসা, সেকেন্ডহোম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মালায়শিয়ান প্রফেশনাল ভিসা, বিজনেস ভিসা, সেকেন্ডহোম:

Videos

Share

Nearby travel agencies


Other Passport & Visa Services in Dhaka

Show All