31/12/2021
মালয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুুতি কি কি?
১)পাসপোর্ট হাতে রাখা বয়স১৮+ ৩৫ বছর হলে সবচেয়ে ভালো হয়!
২)পাসপোর্ট দিয়ে টিকার আবেদন বা আইডি দিয়ে টিকার আবেদন করুন, আইডির সাথে পাসপোর্টের তথ্যগত অমিল থাকলে অবশ্যই পাসপোর্ট দিয়ে টিকা নিবেন!আর তথ্যগত মিল থাকলে সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার বসিয়ে দিবেন।
৩)সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করা সরকারি নির্দেশ মোতাবেক অগ্রসর হওয়া!
৪)আপনি কোন সেক্টরে যাবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করা! যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টর, পামওয়েল, এগ্রিকালচার। আপনি আপনার সেক্টর নির্বাচন করে রাখুন!
৫)পাসপোর্ট জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখবেন পাসপোর্টের মেয়াদ যত বেশি থাকবে তত আপনার জন্যে ভালো, কারণ চাইনিজরা ঝামেলা পছন্দ করেনা তাই আপনার পাসপোর্টের মেয়াদ কম থাকলে কোম্পানির প্রতিনিধি আপনার নাম বাতিল করে দিতে পারে। তাই পাসপোর্টের জমা দেয়ার সময়( মেয়াদ) যত বেশি তত আপনার জন্যে ভালো তবে অবশ্যই ২বছরের কম যেন না হয়!
৬) মালেয়াশিয়ায় যাওয়ার আগে জানতে হবে মৌলিক কিছু বিষয়। যেমন আপনি কোন সেক্টরে যাচ্ছেন এবং সেটার কি কাজ।
*ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি কারখানা।
*কনস্টাকশন মানে বিল্ডিংয়ের কাজ।
*পামওয়েল মানে বাগানে জঙ্গলে পামওয়েল কাটা (এগুলি খুবই পরিশ্রমি কাজ)
*গার্ডেনার মানে বাগানের ফুলের কাজ।( অনেক সময় গার্ডেনার বলে পামওয়েলে দিয়ে দেয় সেটা খেয়াল রাখবেন)
*এগ্রিকালচার মানে কৃষিকাজ।
*সার্ভিস সেক্টর মানে, হোটেল রেস্টুরেন্ট (মালয়েশিয়া এই সার্ভিস সেক্টরে শুধুমাত্র সাপ্লাই হওয়ার সম্ভাবনা ৯০% থাকে! তাই আগে বুঝতে চেষ্টা করুন তারপর বিদেশ যাবেন এজেন্ট বা এজেন্সিকে এতো প্রশ্ন করার দরকার নেই আপনি নিজে নিজে জানতে চেষ্টা করুন)
৭)মালয়েশিয়া বেসিক ম্যানুফ্যাকচারিং ১২০০ রিংগিত, কনস্টাকশন ১৫০০-১৮০০ রিঙ্গিত মত বেতন হয়। তবে মধ্যপ্রাচ্যের তুলনায় মালয়েশিয়া কনস্ট্রাকশনের কাজ কিছুটা সহজ এবং বেতন বেশি পাওয়া যায়! অভিজ্ঞতা সাথে সাথে আপনার বেতন বাড়বে। মনে রাখবেন মালয়েশিয়া আপনাকে কাজ করে টাকা নিতে হবে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। তাই আপনি যদি পরিশ্রমই না হন তাহলে আপনি না যাওয়াটাই উত্তম। কারণ বাংলাদেশ থেকে আপনাকে পাঠানোর দায়িত্ব এজেন্সির কিন্তু মালয়েশিয়া যাওয়ার পরে কাজ করার দায়িত্ব আপনার। ওখানে গিয়ে কান্নাকাটি করে লাভ হবে না। তাই আগে সিদ্ধান্ত নিন আপনি কি কাজে যাবেন অথবা যাবেন কিনা। মালয়েশিয়া যাওয়ার পরে মালয়শিয়া শ্রম আইন এবং কোম্পানির আইন অনুযায়ী আপনাকে চলতে হবে। সেখানে এজেন্ট বা এজেন্সি কিছুই করার থাকেনা।কাজ আপনার রাতে পড়তে পারে দিনেও পড়তে পারে। যে কোনো সিফটে আপনাকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে!
৮) আপনি দেশে কিছুই করেন নাই বাবা-মায়ের পালিত পুতুল ছিলেন এগুলো বিদেশে বলে লাভ নাই। আপনি বিদেশে গিয়ে যতই পরিশ্রম করবেন ততই আপনার নিজ পরিচয় পরিচিত হতে পারবেন।বাবা চেয়ারম্যান মেম্বার ছিল এগুলো দেখার বিষয় না, সেখানে কাজ করতে সক্ষম কি অক্ষম সেটা দেখবে!
৯) কত টাকা লাগবে? অপেক্ষা করুন সরকারের ঘোষনা আসা পর্যন্ত।
কখন শুরু হবে?ঘোষনা আসলে খবর পাবেন!
কোন জায়গায় মেডিক্যাল করবেন?সরকারের ঘোষনা আসার পর সব পরিস্কার হয়ে যাবে!
১০) পাসপোর্ট, টাকা, টিকার সার্টিফিকেট হাতে রাখুন,সরকারের ঘোষনা আসার পর আপনার বিশ্বস্ততা আছে তাদের সাথে কাজ করুন!
ধন্যবাদ