Sonar Bangla Travel Group

Sonar Bangla Travel Group সোনার বাংলা ট্রাভেল গ্রুপ হলো পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ানোর একটি প্ল্যাটফর্ম।
(4)

24/08/2024

শোনা যাচ্ছে বন্যার্তদের সাহায্যের অনেকেই ফটো সেশন কমপ্লিট করতে বুড়িচং যাচ্ছে। তারা বরং এলাকাবাসীকে বিরক্ত করছে আর কিছুই না।

ফ্রেন্ডলিস্টে এমন অনেককেই দেখবেন ঘন ঘন লাইভে আসতেছে, সাহায্য করে দেখায় লাইভে এসে। তো সে সাহায্যটা আসলে করে কখন?

important কোনো ঘোষনা বা নিউজ থাকলে অথবা দিনে 1-2 বার কাজের আপডেট দিলে আমার মতে হয়। কিন্তু বেশিরভাগই কাজের চেয়ে ফটোসেশন নিয়ে ব্যস্ত থাকে ব্যাপারটা দুঃখজনক।

সাহায্য করছেন নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। কিন্তু ফটোসেশনের জন্য আপনারা ভিতরের গ্রামগুলো মিস করছেন। রাস্তার পাশে কয়েকটা গ্রাম দিয়েই আপনাদের কাজ শেষ করে বাসায় চলে আসছেন। ওইখান দিগে ভিতরে অনেক গ্রামে একজনও যান নি। টাকা যেহেতু খরচ করেছেন, কাপড় যেহেতু ভিজিয়েছেনই। টাকাটা আশা করবো ভালো কাজে লাগাবেন।

ভিডিও: Rafsan Ahamed Saif

22/08/2024

বিকাশ সুমন, বিকাশ আফ্রিদি,বিকাশ তাসরিফ,বিকাশ ফারাজ করিম!
এইসব বলে ট্রল করে ফেইসবুকে সস্তা বিনোদন নেওয়া খুব সহজ।
বাস্তবে দুর্যোগ বা কঠিন সময়ে এর মধ্যে অনেকেই পাশে থাকেনা।

আগে অন্তত ফেইসবুকে পরিচিত বা জনপ্রিয়তার আশায় হলেও মানুষ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার উদ্যোগ নিয়েছিল। এতে করে অন্তত বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু মানুষ উপকৃত হয়েছে।

কিন্তু বর্তমানে সেটা ট্রল করে এমন পর্যায়ে নিয়ে গেছে কেউ আর এই উদ্যোগ নিতে সাহস করেনা।

আমরা এমন এক অকৃতজ্ঞ জাতি, মানুষকে সম্মান দিয়ে বাহবা দিয়ে মানবতার ফেরিওয়ালা বানাতেও দেরি করিনা। আবার ট্রল করে একেবারে নিচে নামাতেও সময় নিইনা।

মহান আল্লাহ দেশের এই বন্যা/ দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুক,
সবাই সবার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ান,🙏

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় মনিটরিং সেল চালু করেছে পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিস। বাতিল ...
21/08/2024

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় মনিটরিং সেল চালু করেছে পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিস। বাতিল করা হয়েছে বন্যা কবলিত জেলাগুলোর পানি উন্নয়ন বোর্ডের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি।

প্রয়োজনে মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মোবাইল নম্বর: ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ই-মেইল [email protected], [email protected]

বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমের জন্য বুধবার বিকেল ৫টা থেকে চালু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মনিটরিং সেল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশের বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজসহ যে কোনো সেবায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে।

পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩-০৩৮১৮১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেও ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে।

ইতিহাস সৃষ্টি করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের নভোচারীরা✌️🫡
29/06/2024

ইতিহাস সৃষ্টি করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের নভোচারীরা✌️🫡

আল্লাহ তায়ালা সবাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন,আমিন।
24/06/2024

আল্লাহ তায়ালা সবাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন,আমিন।

13/12/2023

কুমিল্লার লাকসামে যাত্রীবাহী ইকোনো বাস ও বেকুর মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত! কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই ভয়াবহ এই দুর্ঘটনা হয়।

13/12/2023

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে'র ৭টি বগি লাইনচ্যুত; নিহত ১

11/12/2023

আসসালামু আলাইকুম।শুভ রাত্রি সবাইকে।

26/01/2023

ট্যুরে যাওয়ার পর বান্ধবী'কে যখন জঙ্গলে জ্বীনে ধরে😁

নামাজের প্রতি সম্মান দেখানোর জন্য গ্রীন লাইন পরিবহনের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেলো🥰
30/11/2022

নামাজের প্রতি সম্মান দেখানোর জন্য গ্রীন লাইন পরিবহনের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেলো🥰

01/07/2022

বান্দরবানের মারাইংতং পাহাড়ে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ।

জনস্বার্থে....
30/06/2022

জনস্বার্থে....

04/06/2022

চট্টগ্রাম সীতাকুণ্ডের কদমরসুলে বিএম কন্টেইনার ডিপোতে আগুনে অনেক মানুষ আহত হয়েছে। ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সদস্যরাসহ অনেকে আহত। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। হাসপাতালে আহতদের চিকিৎসা, রক্ত, ওষুধসহ সব রকম সহযোগিতা প্রয়োজন। যাদের পক্ষে সম্ভব চিকিৎসায় সহযোগিতা করতে স্বেচ্ছাসেবা দিতে এগিয়ে আসুন। এই মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ান।

01/06/2022

একদম পারফেক্ট শট 🔥

আখাউড়া রেলওয়ে স্টেশনে মোবাইল চোর চক্র জানালা দিয়ে চুরির চেষ্টা করলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন ভাই সফলভাবে চোরকে সাইজ করতে সক্ষম হন 💝

এমন টাইমিং বাংলাদেশ জাতীয় দলও মিলাতে পারে না🤭

U can’t hurt my feeling If l don’t have any feelings 😄
12/05/2022

U can’t hurt my feeling
If l don’t have any feelings 😄

ইয়ামথাং ভ্যালীতে দুচারজনের সাথে আলাপ করে জানা গেছে বাংলাদেশী কয়েকজন পর্যটক আধার কার্ড জাল করে ভারতীয় সেজে সিকিমে বিদেশি ...
06/05/2022

ইয়ামথাং ভ্যালীতে দুচারজনের সাথে আলাপ করে জানা গেছে বাংলাদেশী কয়েকজন পর্যটক আধার কার্ড জাল করে ভারতীয় সেজে সিকিমে বিদেশি নাগরিকদের জন্য নিষিদ্ধ এমন কিছু জায়গা ঘুরে এসে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ভারতীয় সেনাবাহিনীর নজরে আসে।
এছাড়া কয়েকজন বাংলাদেশী লাচুংয়ের মাউন্ট কাটাওয়ে উঠে সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে সে ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেন। এসমস্ত কারণে সেখানকার সেনাবাহিনী বাংলাদেশীদের জন্য সংরক্ষিত স্থানে যেতে নিষেধাজ্ঞা জারি করে।

**জরুরী বিজ্ঞপ্তি**জাফলং, বিছনাকান্দি ও রাতারগুল পর্যটন এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় সহ হয়রানীর শিকার হলে যোগাযোগ করুন।উপজে...
05/05/2022

**জরুরী বিজ্ঞপ্তি**
জাফলং, বিছনাকান্দি ও রাতারগুল পর্যটন এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় সহ হয়রানীর শিকার হলে যোগাযোগ করুন।
উপজেলা নির্বাহী অফিসার, গোয়াইঘাট ০১৭৩০৩৩১০৩৬
ওসি, গোয়াইঘাট থানা ০১৩২০১১৭৯৬৯
** জাফলং ৬০০/- টাকা
** রাতারগুল ৭৫০/- টাকা
বিছনাকান্দি....
** পীরের বাজার নৌকা ঘাট থেকে সর্বোচ্চ ১৫৫০/- টাকা
** হাদারপাড় বাজার থেকে সর্বোচ্চ ১২৫০/-

নৌকা ভ্রমণ ঈদ -২০২২🥰
05/05/2022

নৌকা ভ্রমণ ঈদ -২০২২🥰

জাফলং পর্যটকদের উপর হামলার মূল আসামী ২ জন গ্রেফতার।
05/05/2022

জাফলং পর্যটকদের উপর হামলার মূল আসামী ২ জন গ্রেফতার।

Hi
04/05/2022

Hi

28/04/2022

আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত তিন দিনের অবকাশ যাপনে সাজেক ভ্যালি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাঁর নিরাপত্তাজনিত কারণে বাড়তি সতর্কতার জন্য আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত পাঁচ দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। ১৫ মে থেকে যথারীতি সব রিসোর্ট পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

04/03/2022

বিশ্বস্ত সঙ্গীর হাত কাঁধে থাকলে অনেক কঠিন পথও সহজ হয়ে যায়....

কক্সবাজার নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, বিভ্রান্ত হবেন না-------। ------বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ যেন কক্সবাজা...
25/12/2021

কক্সবাজার নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, বিভ্রান্ত হবেন না
-------। ------
বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ যেন কক্সবাজারের বিরুদ্ধে বাপ দাদার আক্রোশ মেটাচ্ছেন। পূর্ব পরিচিত একদল দুর্বৃত্ত দ্বারা জনৈকা গৃহবধূ ধর্ষনের ঘটনায় তারা কক্সবাজার বিরোধী রহস্যজনক প্রতিবাদী হয়ে উঠেছেন। তারা দেশের প্রধান আকর্ষণ পর্যটন শহরটির ধ্বংস কামনা করছেন। অথচ তাদের অনেকের নিজ ঘরে ধর্ষনের ঘটনা ঘটলে বাড়ি বা সমাজ ত্যাগের সাহসও রাখেন না। বাইরে প্রতিবাদের ভাব দেখান। পরিসংখ্যান ঘেঁটে দেখুন, অন্য যে কোনো জেলার তুলনায় কক্সবাজারে চাঁদাবাজি, ধর্ষণ, খুন খারাপির ঘটনা অনেক কমই ঘটে।
উত্তাল তরঙ্গের ঢেউ, সমুদ্রের গর্জনেভরা এই কক্সবাজার আপনার আমার পুরো বাংলাদেশের!স্বল্পসংখ্যক কিছু দুষ্কৃতকারীর কারণে পর্যটন শিল্পকে ধ্বংস হতে দিতে পারি না আমরা। পাশে থাকুন কক্সবাজারের! বিচ্ছিন্ন ধর্ষণকে কেন্দ্র কক্সবাজার বিরোধী জনমত গঠন থেকে বিরত থাকুন। ধর্ষনের বিচার মানে কক্সবাজার বয়কট নয়। ধর্ষণ হলেই আমরা সমাজ ত্যাগ করি না, দেশকে ফেলে দেই না!!
কার্টেসীঃ Saidur Rahman Rimon ভাই

💢সাজেক ভ্রমণ-৫০০০/- টাকায়💢♦রিসোর্টঃ ঝুমঘর ইকো রিসোর্ট (সাজেকের সেরা রিসোর্ট)★★যাত্রাঃ ২২ ডিসেম্বর বুধবার রাতে সায়দাবাদ,ঢ...
14/12/2021

💢সাজেক ভ্রমণ-৫০০০/- টাকায়💢
♦রিসোর্টঃ ঝুমঘর ইকো রিসোর্ট (সাজেকের সেরা রিসোর্ট)

★★যাত্রাঃ ২২ ডিসেম্বর বুধবার রাতে সায়দাবাদ,ঢাকা থেকে সাজেকের উদ্দেশ্য রওয়ানা।

★★ফেরাঃ ২৪ ডিসেম্বর শুক্রবার রাতে খাগড়াছড়ি (সাজেক) থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।শনিবার খুব সকালে ঢাকায় পৌঁছে যাবো, ইনশা আল্লাহ।যাদের শনিবার অফিস আছে তারা অফিস করতে পারবেন রিলাক্সে।

#ট্যুর সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন
#01783-604694( মাহবুব)
#01738-265081(রাসেল)

ইভেন্ট ফিঃ৫০০০/- টাকা জনপ্রতি
(১রুমে ৪জন)
★কাপলদের ক্ষেত্রে জনপ্রতি ৬০০০/- টাকা
(১রুমে ২জন)

★ সাজেক ভ্যালি দর্শনীয় স্থান সমূহঃ

#সাজেক ভ্যালি
#কংলাক পাহাড়
#হ্যালিপেড
#আলুটিলা গুহা
#রিচাং ঝর্না
#তারেং
#জেলা পরিষদ পার্ক
#ঝুলন্ত ব্রীজ

★ভ্রমণ বৃত্তান্ত:

✺ ্রথম_দিনঃ ২২ ডিসেম্বর বুধবার– ঢাকা থেকে রাতে নন-এসি বাসে যাত্রা।

✺ ্বিতীয়_দিনঃ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার – খাগড়াছড়িতে নাস্তা করে সাজেক এর উদ্দেশ্যে যাত্রা (আর্মি এসকর্ট সকাল ১০-১০:৩০টা)। দুপুর ১টার মধ্যে সাজেকে পৌছেঁ যাবো।প্রথমে রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিব।বিকেল বেলা ও সন্ধ্যায় কংলাক পাহাড়,হ্যালিপেড এবং রুইলুই পারায় ঘোরাঘুরি। রাতে বার-বি-কিউ ডিনার।

✺ ৃতীয়_দিনঃ ২৪ ডিসেম্বর শুক্রবার সকালটা নিজেদের মতো করে সূর্যোদয় উপভোগ করে, হেলিপ্যাড থেকে মেঘ দেখবো।সকাল ৯টায় নাস্তা করে নিবো। তারপর নিজেদের মত করে সাজেকে কিছুক্ষন ঘোরাঘুরি করে সাজেক ত্যাগ করব। আর্মি এসকর্ট (এসকর্ট ১০-১০:৩০)। দুপুরে খাগড়াছড়িতে এসে লাঞ্চ সেরে আলুটিলা গুহা, তারেং,রিচাং ঝর্না, জেলা পরিষদ পার্ক এবং ঝুলন্ত ব্রীজে যাবো। তারপর রাতের ডিনার করে ঢাকার উদ্দেশ্যে রওনা।

✺ ুর্থ_দিনঃ ২৫ ডিসেম্বর শনিবার– ভোরে ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।

*কোন হিডেন চার্জ নেই।*

★প্যাকেজে যা যা থাকছে:

✺ আপ-ডাউন নন এসি বাস টিকেট
*এসি বাসে যেতে চাইলে বুকিংয়ের সময় কনফার্ম করবেন।
✺ রির্জাভ চান্দের গাড়ি ২ দিনের জন্য,দুই দিনের পুরোটা সময় সার্বক্ষনিক চাঁন্দের গাড়ি (মাহেন্দ্র গাড়ি)
✺ রিসোর্ট এ রাতযাপন (সাজেক,রুইলুই পারা)।

💥রিসোর্টঃ ঝুমঘর ইকো রিসোর্ট 💥
✺ দু'দিনে ৬ বেলা খাবার (২টা সকালের নাস্তা, ২টা দুপুরের খাবার, ২টা রাতের খাবার)।

✺ প্রবেশ ফি (সাজেক,আলুটিলা, ঝুলন্ত ব্রীজ)

❑ ্পেশাল_ফিচারঃ
✺ পাহাড়ি ট্রেডিশনাল বেম্বো চিকেন লাঞ্চ।
অথবা
🍲বার-বি-কিউ চিকেন ডিনার

★ যা যা থাকছে না:
# ঢাকা থেকে খাগড়াছড়ি আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরততে খাবার।
# যে কোন বাক্তিগত খরচ।
# ঔষধ।

ইভেন্ট ফিঃ
৫০০০/- টাকা (জনপ্রতি)।
কাপলদের ক্ষেত্রে ৬০০০/- টাকা (জন প্রতি)

বাচ্চার বয়স ৩বছরের কম হলে কোন ফি দিতে হবে না।

কনফার্মেশনের জন্য ৩০০০/= টাকা জমা দিতে হবে (টাকা অফেরত যোগ্য)
বিকাশের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য ৬০টাকা,সুতরাং ৩০৬০/- টাকা পাঠাবেন

★বিক্যাশ করতে পারেন:
রাসেল: 01738-265081 (পারসোনাল)
★নগদ
রাসেল: 01738-265081 (পারসোনাল

★ব্যাংক
Md. Rasel
A/C No-1141580000331
Dutch Bangla Bank Ltd
Branch-Banani,Dhaka

#সরাসরি অফিসে এসেও টাকা জমা দিয়ে কনফার্ম করতে পারেন।
বিক্যাশের / ব্যাংক এর ক্ষেত্রে টাকা পাঠিয়ে আমাদের অবশ্যই নিশ্চিত করবেন।

#সোনার বাংলা ট্রাভেল গ্রুপ
অফিসঃ ক-১৪,রসুলবাগ, মহাখালী,ঢাকা-১২১২
মোবাইল: 01738-265081/ 01783-604694

#নিরাপত্তার স্বার্থে আমাদের সাথে অনেক কাপল যাচ্ছে।

(বিঃ দ্রঃ সময় বা যে কোন সমস্যার কারনে পরিস্থিতির উপর ভিত্তি করে সবার সাথে আলোচনা করে যে কোন সময় ট্যুর প্লান পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে হোস্টের সিদ্ধান্তই চুড়ান্ত হবে)

#সোনার বাংলা ট্রাভেল গ্রুপের পেইজ লিংক
https://www.facebook.com/Sonar-Bangla-Travel-Group-102476301576702/

সোনার বাংলা ট্রাভেল গ্রুপের ফেসবুক গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/2358025441167386/

আজ মধ্য রাতে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছেএতে সাজেকের অনেক দিনের পুরনো রিসোর্ট  "মেঘছুট"এবং সবচেয়ে বড় রিসোর্ট  "অবকাশ...
02/12/2021

আজ মধ্য রাতে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

এতে সাজেকের অনেক দিনের পুরনো রিসোর্ট "মেঘছুট"এবং সবচেয়ে বড় রিসোর্ট "অবকাশ" এবং মারুয়াটি রেষ্টুরেন্ট, সাজেক ইকো ভ্যালী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে।

Dubai এর মতো ফিলিংস নিতে ready তো আপনারা ?! অবশেষে চলে আসলো Flydining Cox's Bazar 😍😍❤️❤️শূন্যে বসে সাগর দেখতে দেখতে খাবে...
30/11/2021

Dubai এর মতো ফিলিংস নিতে ready তো আপনারা ?!
অবশেষে চলে আসলো Flydining Cox's Bazar 😍😍❤️❤️

শূন্যে বসে সাগর দেখতে দেখতে খাবেন আহা 😁😁

পাহাড়ের গায়ে হেলান দিয়ে এখানে মেঘ ঘুমায়, পাহাড়ের বন্ধনহীন মিলন দেখা যায়। কোথাও কোথাও তুলার মতো দলছুট মেঘের স্তুপ ভ...
29/11/2021

পাহাড়ের গায়ে হেলান দিয়ে এখানে মেঘ ঘুমায়, পাহাড়ের বন্ধনহীন মিলন দেখা যায়। কোথাও কোথাও তুলার মতো দলছুট মেঘের স্তুপ ভেসে বেড়ায় পাহাড়ের চূড়ায় – এ যেন এক স্বপ্নরাজ্য! বলছি সাজেক এর কথা।সাজেক ভ্রমণ-৫০০০/- টাকায়

♦রিসোর্টঃ ঝুমঘর ইকো রিসোর্ট (সাজেকের সেরা রিসোর্ট)

★★যাত্রাঃ ২২ ডিসেম্বর বুধবার রাতে সায়দাবাদ,ঢাকা থেকে সাজেকের উদ্দেশ্য রওয়ানা।

★★ফেরাঃ ২৪ ডিসেম্বর শুক্রবার রাতে খাগড়াছড়ি (সাজেক) থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।শনিবার খুব সকালে ঢাকায় পৌঁছে যাবো, ইনশা আল্লাহ।যাদের শনিবার অফিস আছে তারা অফিস করতে পারবেন রিলাক্সে।

#ট্যুর সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন
#01783-604694( মাহবুব)
#01738-265081(রাসেল)

ইভেন্ট ফিঃ৫০০০/- টাকা জনপ্রতি
(১রুমে ৪জন)
★কাপলদের ক্ষেত্রে জনপ্রতি ৬০০০/- টাকা
(১রুমে ২জন)

★ সাজেক ভ্যালি দর্শনীয় স্থান সমূহঃ

#সাজেক ভ্যালি
#কংলাক পাহাড়
#হ্যালিপেড
#আলুটিলা গুহা
#রিচাং ঝর্না
#তারেং
#জেলা পরিষদ পার্ক
#ঝুলন্ত ব্রীজ

★ভ্রমণ বৃত্তান্ত:

✺ ্রথম_দিনঃ ২২ ডিসেম্বর বুধবার– ঢাকা থেকে রাতে নন-এসি বাসে যাত্রা।

✺ ্বিতীয়_দিনঃ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার – খাগড়াছড়িতে নাস্তা করে সাজেক এর উদ্দেশ্যে যাত্রা (আর্মি এসকর্ট সকাল ১০-১০:৩০টা)। দুপুর ১টার মধে্য সাজেকে পৌছেঁ যাবোপ্রথমে রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিব।বিকেল বেলা ও সন্ধ্যায় কংলাক পাহাড়,হ্যালিপেড এবং রুইলুই পারায় ঘোরাঘুরি। রাতে বার-বি-কিউ ডিনার।

✺ ৃতীয়_দিনঃ ২৪ ডিসেম্বর শুক্রবার সকালটা নিজেদের মতো করে সূর্যোদয় উপভোগ করে, হেলিপ্যাড থেকে মেঘ দেখবো।সকাল ৯টায় নাস্তা করে নিবো। তারপর নিজেদের মত করে সাজেকে কিছুক্ষন ঘোরাঘুরি করে সাজেক ত্যাগ করব। আর্মি এসকর্ট (এসকর্ট ১০-১০:৩০)। দুপুরে খাগড়াছড়িতে এসে লাঞ্চ সেরে আলুটিলা গুহা, তারেং,রিচাং ঝর্না, জেলা পরিষদ পার্ক এবং ঝুলন্ত ব্রীজে যাবো। তারপর রাতের ডিনার করে ঢাকার উদ্দেশ্যে রওনা।

✺ ুর্থ_দিনঃ ২৫ ডিসেম্বর শনিবার– ভোরে ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।

*কোন হিডেন চার্জ নেই।*

★প্যাকেজে যা যা থাকছে:

✺ আপ-ডাউন নন এসি বাস টিকেট
*এসি বাসে যেতে চাইলে বুকিংয়ের সময় কনফার্ম করবেন।
✺ রির্জাভ চান্দের গাড়ি ২ দিনের জন্য,দুই দিনের পুরোটা সময় সার্বক্ষনিক চাঁন্দের গাড়ি (মাহেন্দ্র গাড়ি)
✺ রিসোর্ট এ রাতযাপন (সাজেক,রুইলুই পারা)।

💥রিসোর্টঃ ঝুমঘর ইকো রিসোর্ট 💥
✺ দু'দিনে ৬ বেলা খাবার (২টা সকালের নাস্তা, ২টা দুপুরের খাবার, ২টা রাতের খাবার)।

✺ প্রবেশ ফি (সাজেক,আলুটিলা, ঝুলন্ত ব্রীজ)

❑ ্পেশাল_ফিচারঃ
✺ পাহাড়ি ট্রেডিশনাল বেম্বো চিকেন লাঞ্চ।
অথবা
🍲বার-বি-কিউ চিকেন ডিনার

★ যা যা থাকছে না:
# ঢাকা থেকে খাগড়াছড়ি আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরততে খাবার।
# যে কোন বাক্তিগত খরচ।
# ঔষধ।

ইভেন্ট ফিঃ
৫০০০/- টাকা (জনপ্রতি)।
কাপলদের ক্ষেত্রে ৬০০০/- টাকা (জন প্রতি)

বাচ্চার বয়স ৩বছরের কম হলে কোন ফি দিতে হবে না।

কনফার্মেশনের জন্য ৩০০০/= টাকা জমা দিতে হবে (টাকা অফেরত যোগ্য)
বিকাশের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য ৬০টাকা,সুতরাং ৩০৬০/- টাকা পাঠাবেন

★বিক্যাশ করতে পারেন:
রাসেল: 01738-265081 (পারসোনাল)
★নগদ
রাসেল: 01738-265081 (পারসোনাল

★ব্যাংক
Md. Rasel
A/C No-1141580000331
Dutch Bangla Bank Ltd
Branch-Banani,Dhaka

#সরাসরি অফিসে এসেও টাকা জমা দিয়ে কনফার্ম করতে পারেন।
বিক্যাশের / ব্যাংক এর ক্ষেত্রে টাকা পাঠিয়ে আমাদের অবশ্যই নিশ্চিত করবেন।

#সোনার বাংলা ট্রাভেল গ্রুপ
অফিসঃ ক-১৪,রসুলবাগ, মহাখালী,ঢাকা-১২১২
মোবাইল: 01738-265081/ 01783-604694

#নিরাপত্তার স্বার্থে আমাদের সাথে অনেক কাপল যাচ্ছে।

(বিঃ দ্রঃ সময় বা যে কোন সমস্যার কারনে পরিস্থিতির উপর ভিত্তি করে সবার সাথে আলোচনা করে যে কোন সময় ট্যুর প্লান পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে হোস্টের সিদ্ধান্তই চুড়ান্ত হবে)

#সোনার বাংলা ট্রাভেল গ্রুপের পেইজ লিংক
https://www.facebook.com/Sonar-Bangla-Travel-Group-102476301576702/

সোনার বাংলা ট্রাভেল গ্রুপের ফেসবুক গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/2358025441167386/

পাহাড়ের গায়ে হেলান দিয়ে এখানে মেঘ ঘুমায়, পাহাড়ের বন্ধনহীন মিলন দেখা যায়। কোথাও কোথাও তুলার মতো দলছুট মেঘের স্তুপ ভ...
10/11/2021

পাহাড়ের গায়ে হেলান দিয়ে এখানে মেঘ ঘুমায়, পাহাড়ের বন্ধনহীন মিলন দেখা যায়। কোথাও কোথাও তুলার মতো দলছুট মেঘের স্তুপ ভেসে বেড়ায় পাহাড়ের চূড়ায় – এ যেন এক স্বপ্নরাজ্য! বলছি সাজেক এর কথা।সাজেক ভ্রমণ-৫০০০/- টাকায়

♦রিসোর্টঃ ঝুমঘর ইকো রিসোর্ট (সাজেকের সেরা রিসোর্ট)

★★যাত্রাঃ ২২ ডিসেম্বর বুধবার রাতে সায়দাবাদ,ঢাকা থেকে সাজেকের উদ্দেশ্য রওয়ানা।

★★ফেরাঃ ২৪ ডিসেম্বর শুক্রবার রাতে খাগড়াছড়ি (সাজেক) থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।শনিবার খুব সকালে ঢাকায় পৌঁছে যাবো, ইনশা আল্লাহ।যাদের শনিবার অফিস আছে তারা অফিস করতে পারবেন রিলাক্সে।

#ট্যুর সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন
#01738-265081(রাসেল)
#01783-604694( মাহবুব

ইভেন্ট ফিঃ৫০০০/- টাকা জনপ্রতি
(১রুমে ৪জন)
★কাপলদের ক্ষেত্রে জনপ্রতি ৬০০০/- টাকা
(১রুমে ২জন)

★ সাজেক ভ্যালি দর্শনীয় স্থান সমূহঃ

#সাজেক ভ্যালি
#কংলাক পাহাড়
#হ্যালিপেড
#আলুটিলা গুহা
#রিচাং ঝর্না
#তারেং
#জেলা পরিষদ পার্ক
#ঝুলন্ত ব্রীজ

★ভ্রমণ বৃত্তান্ত:

✺ ্রথম_দিনঃ ২২ ডিসেম্বর বুধবার– ঢাকা থেকে রাতে নন-এসি বাসে যাত্রা।

✺ ্বিতীয়_দিনঃ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার – খাগড়াছড়িতে নাস্তা করে সাজেক এর উদ্দেশ্যে যাত্রা (আর্মি এসকর্ট সকাল ১০-১০:৩০টা)। দুপুর ১টার মধে্য সাজেকে পৌছেঁ যাবোপ্রথমে রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিব।বিকেল বেলা ও সন্ধ্যায় কংলাক পাহাড়,হ্যালিপেড এবং রুইলুই পারায় ঘোরাঘুরি। রাতে বার-বি-কিউ ডিনার।

✺ ৃতীয়_দিনঃ ২৪ ডিসেম্বর শুক্রবার – নিজেদের মতো করে সূর্যোদয় উপভোগ করে, হেলিপ্যাড থেকে মেঘ দেখবো।সকাল ৯টায় নাস্তা করে নিবো। তারপর নিজেদের মত করে সাজেকে কিছুক্ষন ঘোরাঘুরি করে সাজেক ত্যাগ করব। আর্মি এসকর্ট (এসকর্ট ১০-১০:৩০)। দুপুরে খাগড়াছড়িতে এসে লাঞ্চ সেরে আলুটিলা গুহা, তারেং,রিচাং ঝর্না, জেলা পরিষদ পার্ক এবং ঝুলন্ত ব্রীজে যাবো। তারপর রাতের ডিনার করে ঢাকার উদ্দেশ্যে রওনা।

✺ ুর্থ_দিনঃ ২৫ ডিসেম্বর শনিবার– ভোরে ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।

*কোন হিডেন চার্জ নেই।*

★প্যাকেজে যা যা থাকছে:

✺ আপ-ডাউন নন এসি বাস টিকেট
*এসি বাসে যেতে চাইলে বুকিংয়ের সময় কনফার্ম করবেন।
✺ রির্জাভ চান্দের গাড়ি ২ দিনের জন্য,দুই দিনের পুরোটা সময় সার্বক্ষনিক চাঁন্দের গাড়ি (মাহেন্দ্র গাড়ি)
✺ রিসোর্ট এ রাতযাপন (সাজেক,রুইলুই পারা)।

💥রিসোর্টঃ ঝুমঘর ইকো রিসোর্ট 💥
✺ দু'দিনে ৬ বেলা খাবার (২টা সকালের নাস্তা, ২টা দুপুরের খাবার, ২টা রাতের খাবার)।

✺ প্রবেশ ফি (সাজেক,আলুটিলা, ঝুলন্ত ব্রীজ)

❑ ্পেশাল_ফিচারঃ
✺ পাহাড়ি ট্রেডিশনাল বেম্বো চিকেন লাঞ্চ।
অথবা
🍲বার-বি-কিউ চিকেন ডিনার

★ যা যা থাকছে না:
# ঢাকা থেকে খাগড়াছড়ি আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরততে খাবার।
# যে কোন বাক্তিগত খরচ।
# ঔষধ।

ইভেন্ট ফিঃ
৫০০০/- টাকা (জনপ্রতি)।
কাপলদের ক্ষেত্রে ৬০০০/- টাকা (জন প্রতি)

বাচ্চার বয়স ৩বছরের কম হলে কোন ফি দিতে হবে না।

কনফার্মেশনের জন্য ৩০০০/= টাকা জমা দিতে হবে (টাকা অফেরত যোগ্য)
বিকাশের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য ৬০টাকা,সুতরাং ৩০৬০/- টাকা পাঠাবেন

★বিক্যাশ করতে পারেন:
রাসেল: 01738-265081 (পারসোনাল)
★নগদ
রাসেল: 01738-265081 (পারসোনাল

★ব্যাংক
Md. Rasel
A/C No-1141580000331
Dutch Bangla Bank Ltd
Branch-Banani,Dhaka

#সরাসরি অফিসে এসেও টাকা জমা দিয়ে কনফার্ম করতে পারেন।
বিক্যাশের / ব্যাংক এর ক্ষেত্রে টাকা পাঠিয়ে আমাদের অবশ্যই নিশ্চিত করবেন।

#সোনার বাংলা ট্রাভেল গ্রুপ
অফিসঃ ক-১৪,রসুলবাগ, মহাখালী,ঢাকা-১২১২
মোবাইল: 01738-265081/ 01783-604694

#নিরাপত্তার স্বার্থে আমাদের সাথে অনেক কাপল যাচ্ছে।

(বিঃ দ্রঃ সময় বা যে কোন সমস্যার কারনে পরিস্থিতির উপর ভিত্তি করে সবার সাথে আলোচনা করে যে কোন সময় ট্যুর প্লান পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে হোস্টের সিদ্ধান্তই চুড়ান্ত হবে)

#সোনার বাংলা ট্রাভেল গ্রুপের পেইজ লিংক
https://www.facebook.com/Sonar-Bangla-Travel-Group-102476301576702/

সোনার বাংলা ট্রাভেল গ্রুপের ফেসবুক গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/2358025441167386/

[মাত্র ১৫০০/- টাকায় কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ]💟যাত্রার তারিখঃ ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে মহাখালী,সায়দাবাদ, যাত্রাবাড়ী...
28/10/2021

[মাত্র ১৫০০/- টাকায় কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ]
💟যাত্রার তারিখঃ ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে মহাখালী,সায়দাবাদ, যাত্রাবাড়ী ও সাইনবোর্ড থেকে রওয়ানা।

💟ফেরার_তারিখঃ-
১৯ নভেম্বর শুক্রবার রাত ৯ঃ৩০ টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবো।ইনশাআল্লাহ ২০ তারিখ শনিবার সকাল ৬টার মধ্যে ঢাকায় থাকবো।

📲যেকোনো প্রয়োজনে বা বুকিং দিতে কল করুনঃ
📱01738-265081 (রাসেল)
📱01842-687034 (মাহবুব)

🌀ইভেন্ট ফিঃ- ১৫০০/- টাকা মাত্র।
🔚কনফার্ম করার শেষ সময়ঃ-আসন খালি থাকা সাপেক্ষে বুকিং চলবে।(আসন সংখ্যা ৪৫)

💢বুকিং মানি ১০০০/-টাকা
নগদ বা বিকাশ বা রকেটে টাকা পাঠালে ২০ টাকা চার্জ সহ পাঠাবেন।
বিকাশ নাম্বার:01738-265081 (পার্সোনাল)
রকেট নাম্বার:01738-2650810 (পার্সোনাল)
নগদ:01738-265081 (পার্সোনাল)

💥অথবা সরাসরি আমাদের অফিসে এসে বুকিং দিতে পারবেন।
ঠিকানাঃক-১৪,রসুলবাগ, মহাখালী, ঢাকা-১২১২
মোবাইলঃ ০১৮৪২-২৬৫০৮১

➡️➡️ ইভেন্ট ফি এর মধ্যে যা যা থাকছেঃ-
🌳 ঢাকা-কক্সবাজার-ঢাকা চেয়ারকোচ রিজার্ভ বাস।
🌳 সকাল, দুপুর ও রাতের খাবার।
🌳কক্সবাজার হোটেল রুম (ফ্রেশ হওয়ার জন্য)
🌳 মেয়ে/মহিলাদের ফ্রেশ হওয়ার জন্য জন্য আলাদা রুম।
🌳 দক্ষ ও অভিজ্ঞ গাইড।

➡️➡️ যা যা দেখবোঃ-
🌳 কক্সবাজার সমুদ্র সৈকত।
🌳 লাবণী পয়েন্ট।
🌳 সুগন্ধা পয়েন্ট।
🌳 হিমছড়ি পাহাড়।
🌳 ইনানী বিচ।
🌳 মেরিন ড্রাইভ

🍛ফুডমেন‍্যুঃ-🥣

🥪সকালেঃ-
দুটি পরোটার সাথে সবজি/ডাল।
🍱দুপুরেঃ-
সাদা ভাতের সাথে মুরগীর মাংস, ভর্তা ও পাতলা ডাল।
🍜রাতেঃ-
ডিম পোলাও

➡️➡️ যা যা থাকছেনাঃ-
🌳 কোনো প্রকার ব্যাক্তিগত খরচ।
🌳 হাইওয়ে বিরতিতে খাবার খরচ।
🌳হিমছড়ি ও ইনানী আসা-যাওয়ার ও হিমছড়ি পাহাড়ের প্রবেশ ফি (মোট ১৩০ টাকা)
🌳 মিনারেল ওয়াটার

➡️➡️ ভ্রমণ পরিকল্পনাঃ-
১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে রিজার্ভ বাসে করে মহাখালী , সায়দাবাদ,যাত্রাবাড়ী,সাইনবোর্ড থেকে আমাদের যাত্রা শুরু করবো।১৯ নভেম্বর শুক্রবার ভোরে কক্সবাজার পৌঁছে প্রথমে হোটেলে ‍উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে নিবো। ফ্রেশ হওয়ার জন্য মেয়ে এবং ছেলেদের আলাদা রুম থাকবে।তারপর চলবে সমুদ্রে দাপাদাপি, ঝাঁপাঝাপি, চলবে আনলিমিটেড ফটো শুট।দুপুরের লাঞ্চ সেরে সেখান থেকে আমরা চলে যাবো হিমছড়ির উদ্দেশ্য। সেখানে কিছুক্ষণ ঘুরাঘুরি শেষে বিকেলে ইনানী গিয়ে সূর্যাস্ত দেখবো।তারপর সন্ধ্যায় আবার কক্সবাজার ফিরে এসে মার্কেটে যে যার যার মতো কেনাকাটা শেষে রাতের খাবার খেয়ে নিব ৯টায়।খাওয়া-দাওয়া শেষে রাত ৯ঃ৩০টার রিজার্ভ বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিব। ইনশাআল্লাহ্ ২০ তারিখ শনিবার ভোর ৫/৬ টায় ঢাকায় এসে পৌঁছাবো।

🤎সোনার বাংলা ট্রাভেল গ্রুপের ফেসবুক গ্ৰুপ:
https://www.facebook.com/groups/2358025441167386/?ref=share

💗সোনার বাংলা ট্রাভেল গ্রুপের পেইজ লিংক
https://www.facebook.com/Sonar-Bangla-Travel-Group-102476301576702/

Call for booking
01738-265081 (Rasel)
01842-687034 (Mahbub)

[মাত্র ১৪৯৯/- টাকায় সিলেট, জাফলং,লালাখাল ট্যুর]যাত্রাঃ ২১ই অক্টোবর  বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকা থেকে।ফেরাঃ ২৩ই অক্টোবর শন...
18/10/2021

[মাত্র ১৪৯৯/- টাকায় সিলেট, জাফলং,লালাখাল ট্যুর]
যাত্রাঃ ২১ই অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকা থেকে।

ফেরাঃ ২৩ই অক্টোবর শনিবার সকাল ৬টা বাজে ঢাকায় পৌঁছে যাবো। ইনশা আল্লাহ।

আমাদের ফেসবুক গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/2358025441167386/?ref=share

★বুকিং দিতে কল করুন
01738-265081 (রাসেল)
01783-604694 (মাহবুব)
01994007934 (রাশেদ)

>সর্বমোট খরচ - ১৪৯৯/- টাকা।
কোন হিডেন চার্জ নেই।

#মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়। বুকিং মানি ১০০০টাকা/- টাকা বিকাশ বা রকেট করে আসন কনফার্ম করতে হবে।বিকাশ চার্জ ২০ টাকা সহ দিতে হবে।
বুকিং মানি পাঠানোর নাম্বার-

01738-265081(পারসোনাল বিকাশ)
01738-2650810 (পার্সোনাল রকেট)

অথবা সরাসরি অফিসে এসে টাকা জমা দিতে পারবেন।

#অফিসঃ
ক-১৪, রসুলবাগ, মহাখালী, ঢাকা-১২১২
মোবাইলঃ 01842-265081

> বুকিং এর শেষ সময়ঃ আসন খালি থাকা পর্যন্ত।
আসন সংখ্যা (৪৫)

যা যা দেখবোঃ
√জাফলং
√লালাখাল
√চা বাগান
√জিরো পয়েন্ট
√হযরত শাহ জালাল (রঃ) এর মাজার
√হযরত শাহ পরাণ (রঃ) এর মাজার

#ভ্রমণ_বিস্তারিত:
যাত্রার দিনঃ
২১ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০ টার বাসে মহাখালী থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা।বাস মহাখালী,কমলাপুর,সায়দাবাদ,যাত্রাবাড়ী,
সাইনবোর্ড হয়ে যাবে সিলেটে।
১ম দিনঃ
সকালে সিলেটে নেমে সকালের নাস্তা করে নিব পানসী রেস্টুরেন্টের বিখ্যাত ভুনা খিচুড়ি।তারপর শাহ জালাল ও শাহ পরাণ (রঃ) এর মাজার জিয়ারত করে নিব। তারপর রওয়ানা দিব নীলজলের লালাখালের উদ্দেশ্যে সেখানে নৌকায় ঘুরে ঘুরে উপভোগ করবো এবং চা বাগান দেখবো।ঘুরাঘুরি শেষে জাফলং এর উদ্দেশ্যে রওয়ানা দিব। দুপুর হয়ে যাবে জাফলং পৌঁছাতে। সেখানে দুপুরের খাবার খেয়ে জাফলং এবং জিরো পয়েন্ট ঘুরে ঘুরে উপভোগ করবো। বিকেলের মধ্যে গোসল করে নিব সবাই। তারপর ফ্রেশ হয়ে জামা -কাপড় চেঞ্জ করে নিব।জামা-কাপড় চেঞ্জ করার রুম আছে।সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত জাফলং এ কেনাকাটা করবো বা যে যার মত ঘুরে বেড়াবো।তারপর রাত ৯টায় রাতের খাবার খেয়ে রাত ৯ঃ৩০ আমাদের রিজার্ভ বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ অক্টোবর শনিবার সকাল ৬টার মধ্যে ঢাকায় পৌঁছে যাবো, ইনশা আল্লাহ।

যা যা থাকছে এই খরচে:
✔️ ঢাকা থেকে সিলেট নন এসি চেয়ার কোচ বাস
✔️ জাফলং এর নৌকা খরচ
✔️ সকালের নাস্তা ও দুপুরের খাবার।
✔️ লালাখালের নৌকা ভাড়া

যা যা থাকছে নাঃ
❌ কোন ব্যাক্তিগত খরচ
❌ ফেরার দিন রাতের খাবার
❌ বাসের যাত্রা বিরতিতে কোন খাবার খরচ।
কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
-->প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
-->ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
-->ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
-->আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
-->স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
-->ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন ও সেবন করা যাবে না।
-->মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
-->পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
➡️ভ্রমণের জন্য আমাদের সাথে কেউ যোগাযোগ করতে পারেন।
ছেলে/মেয়ে, ফ্যামিলি সহ সকলেই যেতে পারবেন।

✔️এছাড়াও আমরা যেকোন দিন গ্রুপ ট্যুরের আয়োজন করে থাকি।

ট্যুর ভিত্তিক যেকোন প্রয়োজনে:
01738-265081 (রাসেল)
01783-604694 (মাহবুব)
01994007934 (রাশেদ)

Address

Ka-14, Rasulbagh, Mohakhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Sonar Bangla Travel Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonar Bangla Travel Group:

Videos

Share

Category

Nearby travel agencies

  • KITES

    KITES

    Shaheed Tajuddin Ahmed Sarani


You may also like