24/08/2024
শোনা যাচ্ছে বন্যার্তদের সাহায্যের অনেকেই ফটো সেশন কমপ্লিট করতে বুড়িচং যাচ্ছে। তারা বরং এলাকাবাসীকে বিরক্ত করছে আর কিছুই না।
ফ্রেন্ডলিস্টে এমন অনেককেই দেখবেন ঘন ঘন লাইভে আসতেছে, সাহায্য করে দেখায় লাইভে এসে। তো সে সাহায্যটা আসলে করে কখন?
important কোনো ঘোষনা বা নিউজ থাকলে অথবা দিনে 1-2 বার কাজের আপডেট দিলে আমার মতে হয়। কিন্তু বেশিরভাগই কাজের চেয়ে ফটোসেশন নিয়ে ব্যস্ত থাকে ব্যাপারটা দুঃখজনক।
সাহায্য করছেন নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। কিন্তু ফটোসেশনের জন্য আপনারা ভিতরের গ্রামগুলো মিস করছেন। রাস্তার পাশে কয়েকটা গ্রাম দিয়েই আপনাদের কাজ শেষ করে বাসায় চলে আসছেন। ওইখান দিগে ভিতরে অনেক গ্রামে একজনও যান নি। টাকা যেহেতু খরচ করেছেন, কাপড় যেহেতু ভিজিয়েছেনই। টাকাটা আশা করবো ভালো কাজে লাগাবেন।
ভিডিও: Rafsan Ahamed Saif