14/08/2024
আমি ছারছীনা দরবারের নিকটতম প্রতিবেশী একজন আলেম ও আবেদ আলহাজ্ব মাওলানা মোঃ নাছির উদ্দীন রঃ এর বড় সন্তান হিসেবে গর্বিত আলহামদুলিল্লাহ। আল্লাহর অলী বলতে একজন মানুষের যে গুন গুলো থাকা দরকার তার সব গুন ও আমল আমার বাবার মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান দেখেছি। বাবা ছিলেন ছারছীনা দরবারের একজন একনিষ্ঠ মুরিদ। বাবার আদেশ পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেছি। বাবার আদেশ ও ইসলামের বিধান মানতে গিয়ে জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, বঞ্চিত হয়েছি অনেক কিছু থেকে। নিজের বড়ত্ব, আমিত্ব জীবন থেকে মুছে ফেলে আমার জানা সত্যে কারো উপকার ছাড়া কোন ক্ষতি করি নাই। তার পরেও আমার বাবা, মা, স্ত্রী বাড়িতে থাকা অবস্থায় ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পরের দিন এলাকার কিছু চিহ্নিত দলীয় পরিচয় দানকারী একটি স্বার্থেন্মেসী মহল আমাকে জামাত শিবির ট্যাগ লাগিয়ে হত্যার চেষ্টা, ঘরবাড়ি ভাংচুর ও বাড়িতে লুটপাট করে। নেছারাবাদ থানায় একজন সংবাদিক ও মানবাধিকার কর্মীর বাড়িতে হামলা এটাই প্রথম। অথচ আমি কোন দলের সদস্য তো দূরের কথা সমর্থকও ছিলাম না। এই জুলুমের পরে আমার আল্লাহর কাছে বিচার দেয়া ছাড়া কিছুই করার ছিলোনা, শুধু আইনকে শ্রদ্ধা করে প্রশাসনকে লিখিত ভাবে জানিয়ে রেখেছি। আমার বাবা ধৈর্য্য ধরতে বলেছেন। পরবর্তীতে অনেক হামলাকারী ভুল বুঝতে পেরে ঢাকায় এসে ক্ষমা চেয়াছে আমি লিল্লাহিয়াত ক্ষমা করে দিয়েছি। কিন্তু আজ ১৬ বছর পরে আবার আমাকে যারা হত্যার চেষ্টা ভাংচুর লুটপাট করেছে তারা আবার ক্ষমা চাচ্ছে। এজন্যই আল্লাহ বলেছেন "নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন"। আমি দেখি আর ক্ষমা করি, কিন্তু লুটেরাদের কি ক্ষমা করা যায়? আল্লাহ সবাইকে হেদায়েত করুন, হেফাজতে রাখুন।
এম মিজানুর রহমান
চেয়ারম্যান :
ইসলামিক জার্নালিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ।
মহাসচিব :
সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট (সিএইচ আর এম)।
চেয়ারম্যান :
ইজাব টিভি প্রাঃ লিমিটেড
ব্যবস্থাপনা পরিচালক :
ইজাব ওভারসীজ লিমিটেড।
সর্বাধিকারী
ট্যুরিফাই হলিডেস।