প্রবাসী নিউজ ২৪

প্রবাসী নিউজ ২৪ �Domestic Air Ticketing.
�International Air Ticketing
�Tourist Visa Processing.

যে কোন দেশের ট্রাভেল সম্পর্কিত আপডেট নিউজ এবং এয়ারপোর্টের আপডেট নিউজ পেতে আমাদের পেজ লাইক এবং ফলো করে আমাদের সঙ্গে থাকুন।

20/10/2022

আপনাদের ভালবাসায় এবং সাপোর্টে অনুরাধা এয়ার ট্রাভেলস পরিবারের সদস্য সংখ্যা-৫,০০০+।
আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ🌹✈️✈️✈️

Page link:https://www.facebook.com/anuradhaairtravels

👉বিমানের টিকিট এবং ভিসা সম্পের্কে যে কোন তথ্য বা সহযোগিতার জন্য সরাসরি আমাদের অফিসে চলে আসুন।

☎️01315-332324/whatsapp

15/10/2022

🇷🇺✈️ মস্কো ✈️🇮🇳
থেকে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল
এয়ারপোর্টে।

08/10/2022

অভ্যন্তরীন রুটের বিমান ভাড়া✈️

👉ঢাকা-যশোর -২৯৯৯/-
👉ঢাকা-বরিশাল-৩১৯৯/-
👉ঢাকা-কক্সবাজার-৪৯৯৯/-
👉ঢাকা-চট্টগ্রাম -৩৩৯৯/-
👉ঢাকা-সৈয়দপুর-৩১৯৯/-

☎️হেল্প সেন্টার
০১৩-১৫৩৩২৩২৪/whastapp
-24/7

ইন্ডিয়ান ভিসা করতে যে যে ডকুমেন্টস লাগে।
08/10/2022

ইন্ডিয়ান ভিসা করতে যে যে ডকুমেন্টস লাগে।

07/10/2022

হংকংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পর্যটকদের জন্য উড়োজাহাজের ৫ লাখ টিকিট বিনা মূল্যে দেবে।

অনুরাধা এয়ার ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা।
04/10/2022

অনুরাধা এয়ার ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা।

02/10/2022

শাহজালাল আন্তর্জাতিক
🌍✈️ বিমানবন্দরে ✈️🇧🇩
প্রবাসীদের অজ্ঞান করে সর্বস্ব লুট করে আসা চক্রের মূলহোতা আমির হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

29/09/2022

বিদেশি কর্মীদের
ভিসা নবায়নের জটিলতা নিরসনে সিদ্ধান্ত নিয়েছে
🇲🇾✈ মালয়েশিয়া ✈🌍

দেবী পক্ষের সূচনা আজ থেকে 😇💖সকলকে জানাই শুভ মহালয়া-র অনেক শুভেচ্ছা ওঅভিনন্দন 😊❤️
25/09/2022

দেবী পক্ষের সূচনা আজ থেকে 😇💖
সকলকে জানাই শুভ মহালয়া-র অনেক শুভেচ্ছা ও
অভিনন্দন 😊❤️

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা! অভিনন্দন!
19/09/2022

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা! অভিনন্দন!

আপনি কি কর্মী হিসেবে বিদেশে যাওয়ার চিন্তা করছেন? তাহলে সর্বপ্রথম এই ৩ টি তথ্য অবশ্যই জানতে হবে এবং মনে রাখতে হবে।সচেতনত...
13/09/2022

আপনি কি কর্মী হিসেবে বিদেশে যাওয়ার চিন্তা করছেন? তাহলে সর্বপ্রথম এই ৩ টি তথ্য অবশ্যই জানতে হবে এবং মনে রাখতে হবে।
সচেতনতায়: প্রবাসী নিউজ ২৪

৩১তম বিশেষ ফ্লাইটে ৫৭ জন নিয়মিত ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্য মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন।✈️✈️🛫🛩✈️✈️
13/09/2022

৩১তম বিশেষ ফ্লাইটে ৫৭ জন নিয়মিত ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্য মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন।✈️✈️🛫🛩✈️✈️

13/09/2022

থার্ড টার্মিনালের কাজ ৪৪ শতাংশ শেষ, উদ্বোধন ২০২৩ সালের অক্টোবরে : বিমান প্রতিমন্ত্রী✈️✈️

13/09/2022

অবশেষে সৌদি আরবের আসির প্রদেশের আবহা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানেক্টিং ফ্লাইট চালু হতে যা...

সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট শুরু হবে✈️✈️সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ ...
12/09/2022

সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট শুরু হবে✈️✈️

সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশ বিমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের এই নতুন রুটটি পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সংযুক্ত করবে।

এর মাধ্যমে দেশীয় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং দেশের উত্তর অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সেতুবন্ধন তৈরি হবে। অঞ্চল দুইটির মধ্যে পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেও সাহায্য করবে বিমানের এই ফ্লাইট।

শিগগির বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটের ফ্লাইট শিডিউল ঘোষণা করবে বলে এতে বলা হয়েছে।

বিমানের ১২ ঘণ্টার তল্লাশিতে সিটের নিচে দেড় কোটি টাকার স্বর্ণ
12/09/2022

বিমানের ১২ ঘণ্টার তল্লাশিতে সিটের নিচে দেড় কোটি টাকার স্বর্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুবাই ও আবুধাবি থেকে বাংলাদেশগামী যাত্রীদের লাগেজে বিশেষ অফার দিয়েছে৷ আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ...
11/09/2022

বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুবাই ও আবুধাবি থেকে বাংলাদেশগামী যাত্রীদের লাগেজে বিশেষ অফার দিয়েছে৷ আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের যাত্রীরা লাগেজে সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত জিনিসপত্র নিতে পারবেন৷ এছাড়া হাতে ৭ কেজি আছেই৷ চার্জ ছাড়া মোট ৫৭ কেজি নেওয়ার সুযোগ দিল বিমান।

10/09/2022

ইসরায়েলি
হামলায় বন্ধ হওয়ার পর খুলছে আলেপ্পো
✈ বিমানবন্দর ✈

08/09/2022

🇮🇳✈️ প্রধানমন্ত্রী ✈️🇧🇩
ভারত সফর শেষে দেশে ফিরাকে উদ্দেশ্য করে আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে ৪৫ মিনিট।

বাংলাদেশ বিমান ওমানের জন্য টিকিট কাটার  নতুন নীতিমালা প্রকাশ করল।✈️✈️
05/09/2022

বাংলাদেশ বিমান ওমানের জন্য টিকিট কাটার নতুন নীতিমালা প্রকাশ করল।✈️✈️

05/09/2022

*অতি জরুরী বিজ্ঞপ্তি*
আজ (05-09-2022)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে *ভিভিআইপি মুভমেন্টের* কারণে সকল এয়ারলাইন্সের ফ্লাইটের সময়-সূচি পরিবর্তন করা হয়েছে ,
এতএব সকল সম্মানিত যাত্রীগণকে নির্দিষ্ট সময়ের ২/১ ঘন্টা আগে বিমান বন্দরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে

ভারত থেকে বাংলাদেশে লাশ আনার নিয়ম:==============================ভারত থেকে লাশ নেয়ার জন্য আপনাকে একটা লম্বা রাস্তা পারি দ...
04/09/2022

ভারত থেকে বাংলাদেশে লাশ আনার নিয়ম:
==============================

ভারত থেকে লাশ নেয়ার জন্য আপনাকে একটা লম্বা রাস্তা পারি দিতে হবে, বেশ কয়েকটা অফিস ঘুড়ে প্রমান করতে হবে মৃতদেহ টি আপনার আত্মীয়ের এবং সে এখানে কোন ইলিগ্যাল কিছু করেন নি৷

আমি প্রিতিটি ধাপ নিয়ে নিচে বিস্তারিত লিখছি।

ধাপ - ১/ (Death Certificate)
প্রথমেই হস্পিটাল থেকে ডেথ সার্টিফিকেট, খুব সিম্পল কাজ। যে ডাক্তার এর আন্ডার এ ছিলেন সেই এক কাজটি করে দিবে। হস্পিটাল এর এডমিনেস্ট্রেশন থেকে এইটা কালেক্ট করে প্রথমেই ১০ টা কপি করে নিবেন৷

ধাপ - ২/ ( police N.O.C)
ডেথ সার্টিফিকেট( অরজিনাল + জেরক্স বা ফটো কপি) এবং প্যাশেন্ট + তার যে কোন একজন এটেন্ডেন্ট (যে বডিটা ক্যারি করে দেশে নিয়ে যাবে) এর পাসপোর্ট (অরজিনাল+জেরক্স) নিয়ে নিকটস্থ পুলিশ স্টেশন এ যান এবং সেখানে কথা বলে Entry করে N.O.C কালেক্ট করুন। বলে রাখা ভালো, এতে কোন টাকা পয়সার দরকার নেই।

ধাপ - ৩/ ( Passport Cancellatio + NOC)
উপরের পেপার + পাসপোর্ট (অরজিনাল+জেরক্স) নিয়ে এবার চলে যাবেন নিকটস্থ হাই কমিশন এ (২৪ ঘন্টা খোলা থাকে, যদিও সন্ধ্যা ৬ টার পর কল করলে বলবে এখন আইসেন না বন্ধ) গিয়ে প্যাশেন্ট এর মূল পাসপোর্ট টা ক্যান্সেল করে সিল মেরে সেখান থেকে আরো একটি N.O.C Collect করবেন৷

ধাপ - ৪/ ( FRO)
এবার উপরের সব পেপার নিয়ে চলে যাবেন FRO তে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করলেই মোটামুটি কাজ শেষ। (বলে রাখা ভালো, FRO সকাল ১০ টার আগে খুলে না সো এর আগে যাবেন না)৷

ধাপ - ৫/ ( embalming Certificat)
অনেক অরগানাইজেশান আছে যারা বডি Preservation এর কাজ করে, "Peace Heaven" ইন্ডিয়ার সবচেয়ে পূরন অর্গানাইজেশন গুলোর মধ্যে ১টা যারা লাস্ট ৭০ বছর ধরে এই কাজ অনেক স্বল্প মূল্যে করে যাচ্ছে৷ এরকম যেকোন একটি অর্গানাইজেশন এর সাথে কথা বলে সব ফার্মালিটিস (মূলত উপরের চারটি ধাপের পেপার দেখাতে হবে) শেষ করে Embalming Certificate Collect করবেন।

বংলাদেশে বডি নেয়ার জন্য এই ৫ টি পেপার মাস্ট থাকা লাগবে, উপরের সবগুলো পেপার এর ৭ টি করে জেরক্স করে ৭ টি আলাদা সেট করে রাখবেন।

আপনি যদি বাইরোডে যান তাহলে এম্বুলেন্স এর সাথে কন্টাক্ট করে অবশ্যই বিকাল ৫টার আগে বর্ডার পৌছাবেন, অন্যথায় ইমিগ্রেশন শেষ করে ৬ টার আগে বের হওয়া খুব টাফ হয়ে যাবে।

আর বাই এয়ার গেলে, যে এয়ার ওয়েজ এ যাবেন তার টিকেট কেটে টিকেটের একটা প্রিন্ট কপি + উপরের সব পেপার নিয়ে এয়ারপোর্ট এর কার্গো ডিপার্টমেন্টএ চলে যাবেন এবং সে এয়ারোয়েজ এর কার্গো অফিসে যেয়ে কথা বলে বডি ডিস্প্যাচ করার পেপার কালেক্ট করে নিবেন৷ বাকি কখন কি করতে হবে ওড়াই করে দিবে৷

বি.দ্রঃ উপরের কোথাও কোন খরচ নেই জাস্ট বডি প্রিসারভেশন এর জন্য একটা চার্জ ধরা হয়, পিস হ্যাভেন ৭২ ঘন্টা বডি প্রিসার্ভ + কফিন + ১দিন মর্গে রাখার জন্য ১৬,২০০ টাকা নেয়৷ আর কোথাও কোন খরচ নেই যদি সব কাজগুলো আপনি নিজে করতে পারেন৷

বডি কার্গোতে আনতে কোন টাকা লাগে না, জাস্ট এটেন্ডেন্ট এর এয়ার টিকেট লাগে৷ কাস্টস + ইমিগ্রেশন এ বডির জন্য কিছু টাকা লাগে বাট এয়ার ওয়েজ ও কোন টাকা লাগবে না। কলকাতা থেকে বাংলাদেশে বডি নিতে কাস্টমস এ ৯০০০ রুপি নেয়৷

অভিনন্দন, জনাব আবুল বাশার সরকার সাহেব, নবনির্বাচিত  সভাপতি -বায়রা-।
04/09/2022

অভিনন্দন, জনাব আবুল বাশার সরকার সাহেব, নবনির্বাচিত সভাপতি -বায়রা-।

02/09/2022

ঢাকা থেকে ব্যাংকক ও চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Address

Confidence Tewor, 2nd Floor, Sajadpur, Moddo Baddha, Gulsan, Dhaka
Dhaka
1205

Telephone

+8801314239593

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী নিউজ ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাসী নিউজ ২৪:

Videos

Share

Category