31/01/2024
জানুয়ারি ৩০ তারিখ থেকে রোমানিয়ার IGI তে নতুন কিছু নিয়ম যুক্ত করা হয়েছে,বিদেশি কর্মীদের সহায়তা করার জন্য।
যার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো:-
১/ এখন থেকে যে সব ফাইল আই জি আই পোর্টালে জমা করা হবে,তা ৯০ দিনের মধ্যে সমাধান দিতে হবে। প্রমান হিসাবে আমার ২৯/০১/২০২৪ এ একটা ফাইল জমার স্ক্রিনশট এড করে দিলাম। মাত্র একদিনে এপয়েন্টমেন্ট এবং ২ মাসের মধ্যে পারমিটের সমাধান দিতে হবে। হ্যা বা না যে কোন একটা সমাধান দিয়ে দিতে হবে।
২/ রোমানিয়ার পারমিটের আগের যে ফরমেট ছিল,হয়ত সেটা পরিবর্তন হয়ে ইলেকট্রনিক ফরমেট আকারে পারমিট ইস্যু করবে৷ সেই সাথে প্রতিটা পারমিটে ইলেকট্রনিক সাইন অটোমেটিক থাকবে৷বিষয় টা আপনার কাছে সেই আর কি এমন মনে হলেও এইটা গুরত্ব অনেক।
পূর্বে পারমিট আনার জন্য যে কোন ইমাগ্রিশন অফিসার যে কোন ভাবে যে কোন কোম্পানিকে পারমিট দিয়ে দিত।। নিজে যাচাই এবং স্টাম্প সাইন দিয়ে,এখন থেকে আর তা হবেনা।এখন ইন্সপেক্টর জেনারেল এর ইলেকট্রনিক সাইন থাকবে প্রতিটা পারমিটে এবং প্রতিটা কোম্পানি যাচাই করে কর্মীদের ভিসা প্রাপ্তিতে সহজ সিস্টেম করেই পারমিট দিবে।
বর্তমানে রোমানিয়ার এই অবস্থা হবার পেছনে একমাত্র কারন!অতিমাত্রায় লোক পলায়ন,অদক্ষ শ্রমিক, অযোগ্য কোম্পানি গুলা অতিমাত্রায় পারমিট বের করা,নামে বেনামে কোম্পানি বলতে কিছুই নাই শুধু পারমিট ব্যবসা। এইসবের কারনে রিজেক্টের এই হার৷ তবে আশা করা যায় ২০২৪ সালে নতুন ভাবে যারা পারমিট পাবে তাদের ভিসা হওয়ার সম্ভবনা থাকবে ৯০%,সেই সাথে এখন প্রতিটা কোম্পানি যাচাই করেই পারমিট দিবে।। আপনি কোন ভাবে ভিসা চলচাতুরি করে ভিসা পেয়ে গেলেও,অদক্ষ হওয়ার কারনে আপনাকে বেগ পোহাতে অনেক রোমানিয়া আসার পর।। যেহেতু কোম্পানি যাচাই হবে,সেহেতু যাদের অরজিনালি লোক কাজ করায় তাদের কেই পারমিট দিবে। এই সব আনস্কিল,জেনারেল ওয়ার্কার বেশির ভাগ বাদ পরে যাবে লিখে রাখেন,আর এরাই ভবিষ্যতে রোমানিয়ার ১২ বাজিয়ে দিবে যতই সিস্টেম সুন্দর করুক৷
কখনো নিজেদের অদক্ষতা স্বীকার করবেনা,দোষ দিবে দা-লা*ল এর দোষ দিবে কোম্পানির। সব বড় সমস্যা করবে গ্রামের কিছু লোক আছে,যারা ইউরোপ কে মধ্যপ্রাচ্যের মত মনে করে। উনারা দা*লা-ল রে টাকা দিবে দোকানে বসে আকিজ বিড়ির পেছনে আগুন দিবে। ইউরোপের E বুঝেনা এরাই বর্তমানে বেশি সমস্যা করতেছে এবং ভবিষ্যতেও করবে। শিক্ষিত পোলাপাইন এবং ২৮+ বয়স ছাড়া ইউরোপের জন্য কেউ ফাইল নেওয়া উচিৎ নয় সামনে বাংলাদেশ থেকে
© Mahedi Hasan Ashik ভাই