MH Turst Holidays

MH Turst Holidays IMPROVE YOUR LIFE, TRAVELS WITH US!

25/03/2024
সার্বিয়া নতুন ভেকেন্সি
24/03/2024

সার্বিয়া নতুন ভেকেন্সি

বর্তমানে আমরা এই দেশগুলো নিয়ে স্টুডেন্ট ভিসার কাজ করছি, যারা উন্নত দেশে  স্টুডেন্ট ভিসায় গিয়ে নিজেকে উন্নত জীবনযাপন  ...
24/03/2024

বর্তমানে আমরা এই দেশগুলো নিয়ে স্টুডেন্ট ভিসার কাজ করছি, যারা উন্নত দেশে স্টুডেন্ট ভিসায় গিয়ে নিজেকে উন্নত জীবনযাপন করার পরিকল্পনা করছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।

20/03/2024

সার্বিয়া জন্য সুইং অপারেটর ১০ জন ছেলে ৫ জন মেয়ে লাগবে আর্জেন্ট অবশ্যই কাজের ভিডিও সহকারে দিতে হবে। যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করুন।

20/03/2024

ইমার্জেন্সি সার্বিয়ার কিছু ফাইল লাগবে
অবশ্যই কাজের ভিডিও দিতে হবে।
4 masons,
2 carpenters,
1 armourer

600€
Insurance
Working permit
Acomodation
2 meal

20/03/2024

৩ দেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড টুরিস্ট ভিসা করুন কম দামে।
01884602126 Whatsapp

20/03/2024

আমরাই দিচ্ছি সকল দেশের বিমানের টিকেট কম দামে ,যারা টিকেট করতে ইচ্ছুক যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ 01884602126 নাম্বারে।

19/03/2024

আলহামদুলিল্লাহ আজকে সার্বিয়া +লিথোনিয়া+মেসোডনিয়া বেশ কিছু পারমিট পেলাম।
সামনে বড় পরিসরে ভাল কিছু আসতেছে।

08/02/2024

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া

এডভান্স
পারমিট এর পর পেমেন্ট
বিমান টিকেট,এম্বাসি ফি,ইন্সুইরেন্স নিজে বহন করতে হবে।
পেমেন্ট অবশ্যই ইউরো হিসাবে দিতে হবে।

*সময় পারমিটের জন্য ৩-৪ মাস*
পুলিশ ক্লিয়ারেন্স এটাস্টেড করতে হবে যেভাবে:-
*ওমান,সৌদি,বাহরাইন হলে শুধু সে দেশের ফরেন মিনিস্ট্রি থেকে এটাস্টেড করে দিলে হবে।
*দুবাই হলে ফরেন মিনিস্ট্রি+মিশরে অবস্থিত ক্রোয়েশিয়া এম্বাসি থেকে এটাস্টেড করে দিতে হবে।
*কাতার+কুয়েত হলে ফরেন মিনিস্ট্রি+সেখানে অবস্থিত ক্রোয়েশিয়া এম্বাসি থেকে এটাস্টেড করে দিতে হবে।
*বাংলাদেশ থেকে ইন্ডিয়া অবস্থিত বাংলাদেশ এম্বাসি এবং ক্রোয়েশিয়া এম্বাসি থেকে এটাস্টেড করে দিতে হবে।
*কাজ কন্সট্রাকশন এবং ফুড ডেলিভারি*

08/02/2024

মধ্যপ্রাচ্য থেকে রোমানিয়া
কাতার,কুয়েত,ওমান এবং মালয়েশিয়া
মালয়শিয়াতে যারা কন্সট্রাকশন এর ভিসায় আছেন তারা এপ্লাই করতে পারবেন।

কাজের ধরন
কন্সট্রাকশন,ফ্যাক্টরি,ওয়ারহাউজ
চাইলে ফুড ডেলিভারি করা যাবে যে কেউ।

এখন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াও ফাইল জমা করা যাবে,তবে পিজিকেল সাবমিট সময় পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক দিতে হবে।।

যোগাযোগ
01884602126 (Whatsapp)

আলহামদুলিল্লাহ বেশ কিছু সার্বিয়ার  ওয়ার্ক পারমিট পেয়েছি  ইমারজেন্সি কাজের অতি দ্রুত কাজগুলো সম্পন্ন হবে ইনশাল্লাহ।
08/02/2024

আলহামদুলিল্লাহ বেশ কিছু সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছি ইমারজেন্সি কাজের অতি দ্রুত কাজগুলো সম্পন্ন হবে ইনশাল্লাহ।

08/02/2024

সার্বিয়া ওয়ার্ক পারমিট কিছু কাজের ভেকেন্সি পেয়েছি, যারা এই মুহূর্তে ইউরোপ যাওয়ার জন্য ট্রাই করতেছেন এটাই হবে স্বপ্নপূরণের মুল লক্ষ্য।

জানুয়ারি ৩০ তারিখ থেকে রোমানিয়ার IGI তে নতুন কিছু নিয়ম যুক্ত করা হয়েছে,বিদেশি কর্মীদের সহায়তা করার জন্য।যার মধ্যে উল্ল্য...
31/01/2024

জানুয়ারি ৩০ তারিখ থেকে রোমানিয়ার IGI তে নতুন কিছু নিয়ম যুক্ত করা হয়েছে,বিদেশি কর্মীদের সহায়তা করার জন্য।

যার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো:-
১/ এখন থেকে যে সব ফাইল আই জি আই পোর্টালে জমা করা হবে,তা ৯০ দিনের মধ্যে সমাধান দিতে হবে। প্রমান হিসাবে আমার ২৯/০১/২০২৪ এ একটা ফাইল জমার স্ক্রিনশট এড করে দিলাম। মাত্র একদিনে এপয়েন্টমেন্ট এবং ২ মাসের মধ্যে পারমিটের সমাধান দিতে হবে। হ্যা বা না যে কোন একটা সমাধান দিয়ে দিতে হবে।
২/ রোমানিয়ার পারমিটের আগের যে ফরমেট ছিল,হয়ত সেটা পরিবর্তন হয়ে ইলেকট্রনিক ফরমেট আকারে পারমিট ইস্যু করবে৷ সেই সাথে প্রতিটা পারমিটে ইলেকট্রনিক সাইন অটোমেটিক থাকবে৷বিষয় টা আপনার কাছে সেই আর কি এমন মনে হলেও এইটা গুরত্ব অনেক।
পূর্বে পারমিট আনার জন্য যে কোন ইমাগ্রিশন অফিসার যে কোন ভাবে যে কোন কোম্পানিকে পারমিট দিয়ে দিত।। নিজে যাচাই এবং স্টাম্প সাইন দিয়ে,এখন থেকে আর তা হবেনা।এখন ইন্সপেক্টর জেনারেল এর ইলেকট্রনিক সাইন থাকবে প্রতিটা পারমিটে এবং প্রতিটা কোম্পানি যাচাই করে কর্মীদের ভিসা প্রাপ্তিতে সহজ সিস্টেম করেই পারমিট দিবে।

বর্তমানে রোমানিয়ার এই অবস্থা হবার পেছনে একমাত্র কারন!অতিমাত্রায় লোক পলায়ন,অদক্ষ শ্রমিক, অযোগ্য কোম্পানি গুলা অতিমাত্রায় পারমিট বের করা,নামে বেনামে কোম্পানি বলতে কিছুই নাই শুধু পারমিট ব্যবসা। এইসবের কারনে রিজেক্টের এই হার৷ তবে আশা করা যায় ২০২৪ সালে নতুন ভাবে যারা পারমিট পাবে তাদের ভিসা হওয়ার সম্ভবনা থাকবে ৯০%,সেই সাথে এখন প্রতিটা কোম্পানি যাচাই করেই পারমিট দিবে।। আপনি কোন ভাবে ভিসা চলচাতুরি করে ভিসা পেয়ে গেলেও,অদক্ষ হওয়ার কারনে আপনাকে বেগ পোহাতে অনেক রোমানিয়া আসার পর।। যেহেতু কোম্পানি যাচাই হবে,সেহেতু যাদের অরজিনালি লোক কাজ করায় তাদের কেই পারমিট দিবে। এই সব আনস্কিল,জেনারেল ওয়ার্কার বেশির ভাগ বাদ পরে যাবে লিখে রাখেন,আর এরাই ভবিষ্যতে রোমানিয়ার ১২ বাজিয়ে দিবে যতই সিস্টেম সুন্দর করুক৷

কখনো নিজেদের অদক্ষতা স্বীকার করবেনা,দোষ দিবে দা-লা*ল এর দোষ দিবে কোম্পানির। সব বড় সমস্যা করবে গ্রামের কিছু লোক আছে,যারা ইউরোপ কে মধ্যপ্রাচ্যের মত মনে করে। উনারা দা*লা-ল রে টাকা দিবে দোকানে বসে আকিজ বিড়ির পেছনে আগুন দিবে। ইউরোপের E বুঝেনা এরাই বর্তমানে বেশি সমস্যা করতেছে এবং ভবিষ্যতেও করবে। শিক্ষিত পোলাপাইন এবং ২৮+ বয়স ছাড়া ইউরোপের জন্য কেউ ফাইল নেওয়া উচিৎ নয় সামনে বাংলাদেশ থেকে
© Mahedi Hasan Ashik ভাই

30/01/2024

ইতালি
ডমেস্টিক মার্চ ২১ প্রোগ্রাম।
এডভান্স ৮০ হাজার টাকা
নুল্লাউস্তা আসার পর ২ লক্ষ টাকা
মোট ১৩ লক্ষ টাকা
*আমরা আপনাকে ইতালিতে বৈধ হওয়ার সৌজন্য করে দিব,তবে কাজ নিজে খোঁজে নিতে হবে*
জমা দেওয়ার শেষ তারিখ ফেব্রুয়ারি ৫ (পেমেন্ট সহ)
ডকুমেন্টস শুধু পাসপোর্ট এর স্কেন কপি।
নোটঃ- যাদের পাসপোর্ট এর সাথে অন্যান্য ডকুমেন্টস এর মিল নাই তারা জমা করতে পারবেন না।
*ভিসা না হলে এম্বাসি খরচ বাদ দিয়ে বাকি সব রিফান্ড করা হবে,রিসিভুতা পাওয়ার পর যদি নুল্লাউস্তা না আসে সেক্ষেত্রে ১৫০ ইউরো নন রিফান্ড থাকবে*

28/01/2024

এখন থেকে রোমানিয়ার জন্য শুধু মাত্র ওমান, কুয়েত, কাতার, দুবাই মালয়শিয়া থেকে ফাইল নেওয়া হবে। অবশ্যই ১০০% কাজ করবে এমন লোক দেওয়া লাগবে গ্যারান্টি সহ।। এজেন্ট এর জন্য প্রায়োরিটি থাকবে।। রিয়েল ওয়ার্কার থাকলে জানাতে পারেন।

আলহামদুলিল্লাহ রোমানিয়ার  ভিসা রিসিভ করলাম।  শুভকামনা।
22/01/2024

আলহামদুলিল্লাহ রোমানিয়ার ভিসা রিসিভ করলাম। শুভকামনা।

⚠️🚫🚫⛔সাবধান⛔🚫🚫⚠️রোমানিয়া তে এখন অনবরত ডিপোর্ট করা হচ্ছে। গত সপ্তাহে ১০৪ জনকে একটি চাটার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠানো হয়...
17/01/2024

⚠️🚫🚫⛔সাবধান⛔🚫🚫⚠️
রোমানিয়া তে এখন অনবরত ডিপোর্ট করা হচ্ছে। গত সপ্তাহে ১০৪ জনকে একটি চাটার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠানো হয়। তবে ১০৪ জনের মধ্যে ৮৮ জনই হলো বাংলাদেশী। যারা বর্ডার পার হয়ে গিয়ে ধরা খেয়েছে তারা কয়েকমাস জেলে থাকার পর ইমিগ্রেশন পুলিশ তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে।

Border checks for air and sea travel have been lifted for Bulgaria and Romania as they move to join the Schengen area. 🚢...
15/01/2024

Border checks for air and sea travel have been lifted for Bulgaria and Romania as they move to join the Schengen area. 🚢 ✈️

As of 31 March, air and sea passengers travelling between Bulgaria or Romania and any Schengen member country will no longer have to undergo border controls.

Discussions to remove checks at land borders will continue this year. The European Parliament has previously called for Bulgaria and Romania's full accession to the Schengen area.

বুলগেরিয়া এবং রোমানিয়ার জন্য বিমান ও সমুদ্র ভ্রমণের জন্য সীমান্ত চেক তুলে নেওয়া হয়েছে কারণ তারা শেনজেন এলাকায় যোগদান করতে যাচ্ছে। 🚢 ✈️

31 শে মার্চ থেকে, বুলগেরিয়া বা রোমানিয়া এবং কোনও শেনজেন সদস্য দেশের মধ্যে ভ্রমণকারী বিমান এবং সমুদ্র যাত্রীদের আর সীমান্ত নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যেতে হবে না।

স্থল সীমান্তে চেক অপসারণের আলোচনা এই বছর অব্যাহত থাকবে। ইউরোপীয় পার্লামেন্ট এর আগে বুলগেরিয়া এবং রোমানিয়ার শেঙ্গেন এলাকায় পূর্ণ যোগদানের আহ্বান জানিয়েছে।

10/01/2024

আসালামু আলাইকুম MH TRUST HOLIDAYS এর সকলকে জানাই আন্তরিক শুভেচছা ও অভিনন্দন।এখানে আপডেট পেতে সকলে লাইক দিয়ে পাশে থাকবেন।

05/01/2024

মায়ের আদরের ছেলে বাবার আদরের পরি দের জন্য এখন ইউরোপ অনেক কঠিন হতে চলেছে যারা পড়াশোনা ছাড়া অন্য কিছু করেন নি এখন থেকে তারা ইউরোপ যেতে অনেক কষ্ট হবে। ইতিপূর্বে রোমানিয়া সহ অনেক দেশেই অভিজ্ঞতা সার্টিফিকেট চেয়েছে এখন ইতালির জন্য যারা নুল্লাওয়াস্তা পাবেন তাদেরকেও অভিজ্ঞতা সার্টিফিকেট সাথে জমা দিতে হবে। সুতরাং ইউরোপ এর দেশগুলোর উদ্দেশ্য স্পষ্ট যে তারা আর অনভিজ্ঞ লোক নিতে চাইতেছে না সুতরাং সকল কে অনুরোধ করবো অবশ্যই আপনি ইউরোপ সহ বিভিন্ন দেশে যাওয়ার ইচ্ছে পোষণ করলে আপনি লেখাপড়ার পাশাপাশি কাজের অভিজ্ঞতা বাড়ান তাতে আপনার বিদেশ যাত্রা অনেক সহজ হবে।

বাংলাদেশ থেকে 🇹🇩 রোমানিয়াতে  উচ্চশিক্ষা ও বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ🇷🇴🔵🇷🇴🇷🇴 কেন রোমানিয়া যাবেন? 🇷🇴🇷🇴🇪🇺✅ স্টাডি গ্যাপ ১...
05/01/2024

বাংলাদেশ থেকে 🇹🇩 রোমানিয়াতে উচ্চশিক্ষা ও বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ🇷🇴

🔵🇷🇴🇷🇴 কেন রোমানিয়া যাবেন? 🇷🇴🇷🇴🇪🇺
✅ স্টাডি গ্যাপ ১০ বছর পর্যন্ত গ্রহণ করে।
✅ ২০০০-৩০০০ ইউরো টিউশন ফি।তবে স্পেসিফিক কিছু সাব্জেক্ট এ ৪০০০-৬০০০ ইউরো।
✅ IELTS এর প্রয়োজন নেই। কারণ রোমানিয়ান ভাষায় আবেদন করা যাবে।
✅ ভিসার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে সেই ক্ষেত্রেও আমরা সাহায্য করবো।
✅ পড়া চলাকালীন সপ্তাহে ২০ ঘন্টা জব করা যায়।
✅ এসএসসি এবং এইচএসসি তে
৩.০০ থাকলে আবেদন করতে পারবেন।
✅ ব্যাংক স্টেটমেন্ট মাত্র ৬-৭ লাখ টাকা দেখালে হবে।
✅৫ বছর পর স্থায়ী হওয়ার সুযোগ।
✅ ইংরেজি প্রোগ্রামে IELTS লাগবে।
✅ স্টুডেন্ট ভিসায় এসে জবে কনভার্ট করতে চাইলে সেই ক্ষেত্রেও আমরা সাহায্য করবো।

২০২২ সালের চেয়েও এই বছর স্টুডেন্টস দের ভিসা রেশিও ভালো বুঝা যাচ্ছে। সব ডকুমেন্টস ঠিক থাকলে ওরা ভিসা দিচ্ছে আর রোমানিয়া আগামীতেও ভিসা দিবে। নানান ব্যাস্ততার কারনে ২০২৩ সালে আমি কোনো স্টুডেন্টস নিয়ে কাজ করিনাই কিন্তু ২০২৪/২৫ সেশন আমি স্টুডেন্ট নিয়ে কাজ করবো। যারা ফাইল দিবেন তারা ডকুমেন্টস রেড়ি এখন থেকে শুরু করেন। রোমানিয়ান ভাষায় হলে আইলস ছাড়া আসতে পারবেন আর ইংরেজি মাধ্যমে পড়তে হলে আইলস লাগবে। তাই এখন থেকে প্রস্তুতি নেন কি করবেন। আপনি রোমানিয়ান ভাষায় এসে ১ বছর পরে চাইলে চেঞ্জ করে ইংরেজি সাব্জেক্টে ট্রান্সফার হতে পারবেন এতে আপনার জব পেতেও সুবিধা হবে যেহেতু ভাষাটা জানবেন।

🔘🔘যা যা ডকুমেন্টস আমাদের দিবেনঃ🔘🔘

১) সকল একাডেমিক ডকুমেন্টস ( বাংলাদেশের বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে সত্যায়িত।) এখন সত্যায়িত না থাকলে নোটারী দিলেও হবে।

২) মেডিকেল সনদ(HIV,X-ray, CBC Blood, Hepatitis, Etc..)যেকোনো ল্যাব থেকে এই টেস্ট করিয়ে একটা মেডিকেল সনদ যেটাতে বলা থাকবে আপনি ফিট। না থাকলে আমরা ম্যানেজ করে দিবো।
৩) পাসপোর্ট কপি।
৪) পাসপোর্ট সাইজ ছবি।
৫) ল্যাংগুয়েজ সনদ,IELTS
৬)জন্মনিবন্ধন।
৭) যাদের IELTS বা কোন ইংরেজি প্রফিসিয়েন্সি সনদ নাই তাদের রোমানিয়ান ভাষায় পড়াশোনা করতে হবে।
৮) মোটিভেশান লেটার (পরে দিলেও চলবে)

✔️আমাদের মাধ্যমে কেন আবেদন করবেন?

ℹ️আমরা সরাসরি রোমানিয়ান ইউনিভার্সিটির রিপ্রেজেন্ন্টেটিভ যা দ্রুত অফার লেটার পেতে সাহায্য করবে।
ℹ️ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশনের ক্ষেত্রে সহায়তা প্রদান,
ℹ️ টিউশন ফি প্রদানের ক্ষেত্রে সাপোর্ট প্রদান করে।
ℹ️সকল ধরনের ভিসা সাপোর্টিং ডকুমেন্টস রেডি করতে৷ সহায়তা প্রদান করে।
ℹ️রোমানিয়া পৌঁছার জব পেতে সহায়তা।(ফুড ডেলিভারিতে খুব সহজে করানো যাবে)।

যারা আমাদের সাপোর্ট নিয়ে আবেদন করবেন তারা এখনই পেইজে মেসেজ দিতে পারেন।
এছাড়াও যোগাযোগ করতে পারেন +8801884602126 (WhatsApp)

20/12/2023

আলহামদুলিল্লাহ ইউরোপের সেনজেন কান্ট্রি লিথোনিয়ার আরো বেশ কিছু পারমিট রিসিভ করলাম।

24/11/2023

যারা রোমানিয়ার জন্য কাজ করেন বা করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আমরা সবাই যদি এক থাকি তাহলে রোমানিয়ান লয়ার রা কখনো এতো টাকা হাতাতে পারতো না। প্রতি টা লয়ারে ১০০০-১২০০ কিংবা ১৫০০ ইউরো পারমিট আসার পর মানে ভিসার আগ পর্যন্ত নেয়। আর ভিসা না হলে এই টাকাটা ব্যাক দেয়না। এখন সবাই যদি মিলেমিশে কাজ করেন তাইলে কখনোই লয়ারে এই টাকা নিতে পারতো। এক রোমানিয়া ক্লাইন্ট আর এজেন্ট দুইজনকেই একি আহাজারিতে ভোগাচ্ছে।দিনশেষে সবই তো আমাদেরই টাকা। আমরা যদি এই বিষয় টা নিয়ে সবাই কাজ করি। তাহলে দেখবেন এইরকম আর হবেনা।পোল্যান্ড বলে ক্রোয়েশিয়া বলে লস হলেও ৫০০-৬০০ ইউরো হয়। আর এই রোমানিয়াতে ১২০০-১৫০০ ইউরো যার কোনো মানেই হয়না। যারা রোমানিয়ার কাজ করেন তারা যদি সবাই একইভাবে কাজ করেন তাহলে দেখবেন সব কিছু শিথিল করা কোনো ব্যাপার ই না।

13/11/2023

Lithunia Update

যারাই লিথুনিয়া ফাইল দিছেন মোটামুটি ৯৫% শিউর সবার পারমিট আসার সম্ভবনা আছে। তবে যেহেতু আগে ডকুমেন্ট এত ঝামেলা ছিল না নতুন করে কিছু ঝামেলা এড হইছে। যেমনঃ আপনাদের অনেকের একাডেমিক সার্টিফিকেট নাই,অনেকের এক্সপেরিয়ান্স সার্টিফিকেট নাই এগুলা রেডি করে আবার নোটারি করানো লাগে যা অনেকটা খরচ হয়।

এরপর নতুন করে যোগ হইছে পুলিশ ক্লিয়ারেন্স এটাস্টেড করা যা অনেকটাই ব্যয় বহুল হয়ে গেছে। যদিও লিথুনিয়ার সরকারি ফি ২০ ইউরো। আমাদের খরচ আছে ইন্ডিয়া ডি এইচ এল করা। বাংলাদেশ এম্বাসি থেকে এটাস্টেড করা,আবার সেগুলাকে লিথুনিয়া ডিএইচএল করা। সব চেয়ে বড় বিষয় এখানে লিথুনিয়ার এটাস্টেড করানোর কোন এপয়েন্টমেন্ট পাওয়া যায়না বাংলাদেশি কিছু অসাধু লোকের কারনে। তারা এপয়েন্টমেন্ট গুলা বুক করে বিশাল অঙ্কের টাকা দাবি করে।
তাই এই খরচ গুলা এখন আপনাদের কাজের স্বার্থে আপনাদের কে বহন করতে হবে।

এগুলা পূর্বে ছিলনা তাই আমিও কারো কাছে এগুলার টাকা চাইনি,এখন যেহেতু গুলা এড হয়ছে তাই এগুলা আপনাদের বহন করা লাগবে আপনাদের কাজের স্বার্থে।

খরচ টা আনুমানিক সব মিলিয়ে কত হতে পারে আমি আপনাদের আগামি ৭ দিনের মধ্যে আলোচনা করে জানিয়ে দিবো

09/11/2023

উত্তর মেসিডোনিয়ার জন্য স্বল্প সংখ্যক ওয়েল্ডার এর ভ্যাকেন্সি আছে। যারা ওয়েল্ডিং কাজ জানেন তারা যোগাযোগ করতে পারেন। স্যালারি ৬০০ ইউরো থাকা খাওয়া কোম্পানি দিবে। কাজের উপর নির্ভর করে বেতন বাড়াবে।

যারা কম সময়ে মেসিডোনিয়া তে আসতে চান তারা যোগাযোগ করতে পারেন।

যা যা ডকুমেন্টস লাগবে:

১) কাজের এক্সপেরিয়েন্স সনদ ( বা যে কোনো একাডেমিক সনদ)
২) পুলিশ ক্লিয়ারেন্স
৩) ছবি।

আগামী ১০ দিনের মধ্যেই ফাইল নেওয়া শেষ। যারা আগ্রহী তারাই যোগাযোগ করতে পারেন।

01884602126 (WhatsApp)

03/11/2023

বর্তমানে লিথুনিয়া,ইতালির ফাইল নিতেছি অন্য দেশের কাজের জন্য কেউ কল ও মেসেজ থেকে বিরত থাকবেন।আমি অনেক দিন দিল্লীতে ব্যস্ততাই ছিলাম ইনশাল্লাহ এখন থেকে আমার ক্লায়েন্টদের আপডেট দিবো। কেউ হতাশ হওয়ার কিছু নেই রিজিক নিদ্ধারন করেন মহান আল্লাহ। আমাকে বিশ্বাস করে যারা আমার পাশে আছেন সকলের সফলতার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ।

Address

MH TRUST HOLIDAYS
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801884602126

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Turst Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH Turst Holidays:

Share

Category

Nearby travel agencies