19/03/2023
আজকের এই ব্যস্ততম বিশ্বে কমবেশি সবাই কোনো না কোনো ভাবে ব্যস্ত থাকেন। আর এই ব্যস্ততার মাঝে সবাই চিন্তা করেন কিভাবে কম সময়ে কম খরচে একটা কাজ শেষ করা যায়। যারা বিভিন্ন ভাবে যেমন: অফিসে, নিজ ব্যবসায় ব্যস্ত থাকেন, তারা যাতে খুব সহজেই বিমানের টিকিট এবং ভ্রমন সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে পারেন, সেই জন্য আমাদের এই সার্ভিস। আপনারা আমাদের অফিসে না এসেই, জাস্ট একটা ফোন কলের মাধ্যমে আপনি আপনার টিকিট এবং ভ্রমন সম্পর্কিত বিভিন্ন তথ্য পায়ে যাবেন।
আমাদের কাছে কিভাবে টিকিট নিবেন?
আপনি আপনার ভ্রমনের তারিখ, ভ্রমনের সময় এবং পছন্দের এয়ারলাইনস নির্ধারণ করে নিচের প্রদত্ত নাম্বারে কল করুন অথবা বার্তা প্রেরন করে আমাদের অবহিত করুন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী বুকিং করে আপনাদেরকে টিকিটের দাম জানিয়ে দিব। এয়ারলাইনস গুলো বুকিং সংরক্ষনের জন্য একটা নির্দিষ্ট সময় দেয়। এই সময়ের মধ্যেই টিকিট কনফার্ম করতে হয়। আপনার টিকিটের দাম অনুকুলে থাকলে, বুকিং সংরক্ষনের সময়ের মধ্যেই আপনি আমাদের বিকাশ নাম্বার অথবা ব্যংক একাউন্ট এ টাকা জমা দিয়ে আমাদেরকে জানাবেন। আমরা আপনার টিকিট কনফার্ম করে আপনার Whatsapp নাম্বারে অথবা Email এ টিকিট পাঠিয়ে দিব।
আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন আস্তে পারে।
১. টিকিটের মুল্য পরিশোধ করার পর টিকিট Fraud হয় কিনা?
আমরা আপনাকে এয়ারলাইন্স টিকিট কপি প্রদান করবো। চাইলে আপনি এয়ারলাইনসে কল দিয়ে টিকিট যাচাই করতে পারেন অথবা অন্তত এক বারের জন্য হলেও আমাদের অফিস ভিজিট করতে পারেন।
২. এয়ারলাইনস এ কল দিয়ে যদি টিকিট করতে হয়, তাহলে আপনাকে কল দিব কেন? এয়ারলাইনস থেকেই টিকিট নিব।
এয়ারলাইনস থেকে টিকিট নিতে হলে, আপনাকে তাদের সেলস কাউন্টারে গিয়ে টিকিট নিতে হবে। সেখানে আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না।
৩. আমাদের এই সার্ভিস দিয়ে আপনার প্রফিট কি?
এয়ারলাইনস গুলো ট্রাভেল এজেন্সী গুলোকে টিকিট বিক্রির উপর শতকরা হিসাবে কমিশন দিয়ে থাকে, যেটা Actual Traveler দের দেয় না। আমরা সেই কমিশনের কিছু পরিমান রেখে, পুরোটাই আমদের কাস্টমারদের দিয়েদি। যেমন: একটা টিকিট এর দাম যদি ৪০০০/- টাকা হয়। এয়ারলাইনস আপনার কাছে ৪০০০/- টাকায় রাখবে। কিন্ত এয়ারলাইনস আমাদেরকে ৪০০০/- টাকার উপর কমিশন দেয়, সেটা হতে পারে ৩০০/- টাকা। আমরা ৫০/- টাকা রেখে, আপনাদেরকে ২৫০/- ছেড়ে দিব। তার মানে, আমাদের কাছে আপনি ৩৭৫০/- টাকায় টিকিট পাচ্ছেন।