BDGOO Tours & Travels

BDGOO Tours & Travels From budget hotels to luxury suites, Air/Bus/Train/Ship Tickets, bdgoo makes it easy to book onlin

01/01/2024

May the New Year bring you joy, success, and countless moments of happiness. May you embrace new opportunities and overcome any challenges that come your way. Here's to a year filled with love, laughter, and endless possibilities.
!!!***!!! Happy New Year 2024 !!!***!!!

ুরি

China Visa Processing�❌ No Visa No Fee❌ 2nd Time :- Single Entry� Tourist (L): 7,500/- BDT�-----------------------------...
07/10/2023

China Visa Processing�❌ No Visa No Fee❌
2nd Time :- Single Entry� Tourist (L): 7,500/- BDT�----------------------------------------�✅ 1st Time :- Single Entry�3 Countries Visited Without SAARC & GCC�Tourist (L): 8,500/- BDT�-----------------------------------------�✅ 1st Time :- Single Entry�1/2 Countries Visited / Fresh Passport�Call for Price�-----------------------------------------�✅ 6 Month Validity :- Double Entry�Tourist (L): 10,500/- BDT�------------------------------------------�✅ 1 Year Validity :- Multiple Entry�Tourist (L): 17,500/- BDT

!!!***!!! Explore MEGHALAYA !!!***!!!This package is a complete treasure for the nature lovers.স্বল্প খরচে চলুন ঘুরে আসি...
07/08/2023

!!!***!!! Explore MEGHALAYA !!!***!!!
This package is a complete treasure for the nature lovers.

স্বল্প খরচে চলুন ঘুরে আসি প্রাচ্চের স্কটল্যান্ড ক্ষ্যাত শিলং, মেঘালয় এবং চেরাপুঞ্জি থেকে।

মাত্র ১২,৫০০ টাকায় ঢাকা থেকে এবং ১১,৫০০ টাকায় সিলেট থেকে।

• ৪ রাত ৩ দিনের ট্যুর।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

প্রথম রাতঃ
সন্ধার পর ঢাকার সায়েদাবাদ/ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে যাবো সিলেট তামাবিল বর্ডার।

প্রথম দিনঃ
১ম দিন বর্ডারের সকল ফর্মালিটিজ পুরন করে আমাদের রিজার্ভ করা গাড়িতে করে চলে যাবো প্রথমে Dawki বাজার। সেখান থেকে টাকা অথবা ডলার কে রুপিতে কনভার্ট করে আমরা Cheerapunji চলে যাবো। পথিমধ্যে আমরা দেখে নিবো Umcrem falls, Borhill falls, Mawlinong Villege ও Living root bridge। মেঘালয়ের মেঘ আর প্রকৃতি দেখতে দেখতে চলে যাবো Cheerapunji। সেখানে রাতে Homestay/Hotel এ আমরা চেক ইন করবো।

দ্বিতীয় দিনঃ
২য় দিন খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে আমরা চলে যাবো Seven Sisters Waterfalls । সেখান থেকে আমার পছন্দের একটা "HIDDEN FALLS" দেখতে। ব্যাক করে চলে যাবো Noh Kali Kai Falls, Arwah Cave, এখান থেকে আমরা চলে যাবো Dainthlen Falls তারপর Wei Sawdong Waterfalls দেখে আমরা সন্ধার মধ্যে চলে যাবো Shillong। শিলং এ হোটেল চেক ইন করে যে যার মত শপিং করে নিবো।

তৃতীয় দিনঃ
৩য় দিন খুব ভোরে শিলং এ হোটেলরুম চেক আউট করে ডাউকি বর্ডারের উদ্দেশ্য বাহির হয়ে যাবো আর পথিমধ্যে আমরা প্রথম দেখে নিবো Laitlum তারপর Krang Shuri Waterfalls তারপর Snonang Pedeng হয়ে আমরা চলে যাবো Dawki Border. সেখানে ইমিগ্রেশন এর কাজ শেষ করে চলে আসবো তামাবিল বর্ডার এ আর তারপর সিলেট শহর হয়ে ঢাকায় রউনা দিবো।

চতুর্থ দিনঃ
৪র্থ দিন খুব ভোরে ইনশাআল্লাহ আমরা ঢাকায় থাকবো।

প্রধান দর্শনীয় স্থান সমুহের একটা লিস্ট তুলে ধরা হলোঃ

Day 1
1. Mawlinong Villege
2. Living Root Bridge
3. Borhill Falls
4. Umcrem Falls
5. Cheerapunji
6. Many more places.

Day 2
1. Seven Sisters Waterfalls
2. HIDDEN WATERFALLS
3. Eco Park
4. Noh Kali Kai Waterfalls
5. Arwah Cave
6. Dainthlen Waterfalls
7. Wei Sawdong Waterfalls
8. Shillong
9. Many more places.

Day 3
1. Snonang Pedeng
2. Krangshuri Waterfalls
3. Laitlum
4. Many more places.

______________________________________________

মাত্র ১৬,৫০০ টাকায় ঢাকা থেকে এবং ১৫,৫০০ টাকায় সিলেট থেকে।

• ৫ রাত ৪ দিনের ট্যুর।

বিস্তারিত প্লানঃ

প্রথম রাতঃ
সন্ধার পর ঢাকার সায়েদাবাদ/ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে যাবো সিলেট তামাবিল বর্ডার।

প্রথম দিনঃ
১ম দিন বর্ডারের সকল ফর্মালিটিজ পুরন করে আমাদের রিজার্ভ করা গাড়িতে করে চলে যাবো প্রথমে Dawki বাজার। সেখান থেকে টাকা অথবা ডলার কে রুপিতে কনভার্ট করে আমরা Cheerapunji চলে যাবো। পথিমধ্যে আমরা দেখে নিবো Umcrem falls, Borhill falls, Mawlinong Villege ও Living root bridge। দুপুরের খাবার আমরা মাওলিনং ভিলেজে খেয়ে নিবো। মেঘালয়ের মেঘ আর প্রকৃতি দেখতে দেখতে চলে যাবো Cheerapunji। সেখানে রাতে Homestay/Hotel এ আমরা চেক ইন করবো। হোটেল এর আশে পাশের রেস্টুরেন্টে আমরা রাতের ডিনার করে ফেলবো।

দ্বিতীয় দিনঃ
২য় দিন খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে আমরা চলে যাবো Seven Sisters Waterfalls । সেখানে সকালের ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো আমার পছন্দের একটা "HIDDEN FALLS" দেখতে। সেখান থেকে ব্যাক করে চলে যাবো Noh Kali Kai Falls, Mawsumei Cave। পথিমধ্যে দুপুরে লাঞ্চ করে চলে যাবো The Garden of Caves দেখতে। সন্ধায় আমরা হোটেল এ ফিরে আসবো। রাতে আমরা চেরাপুঞ্জিতেই থাকবো।

তৃতীয় দিনঃ
সকালের নাস্তা শেষে হোটেল রুম চেক আউট করে আমরা চলে যাবো Dainthlen Falls, Wei Sawdong falls, Prut falls, Elephant falls, Umium Lake, Wards Lake দেখে আমরা সন্ধার মধ্যে চলে যাবো Shillong। শিলং এ হোটেল চেক ইন করে যে যার মত শপিং করে নিবো।

চতুর্থ দিনঃ
খুব ভোরে শিলং এ হোটেলরুম চেক আউট করে ডাউকি বর্ডারের উদ্দেশ্য বাহির হয়ে যাবো আর পথিমধ্যে আমরা প্রথম দেখে নিবো Laitlum তারপর Krang Shuri Waterfalls তারপর Snonang Pedeng হয়ে আমরা চলে যাবো Dawki Border. সেখানে ইমিগ্রেশন এর কাজ শেষ করে চলে আসবো তামাবিল বর্ডার এ আর তারপর সিলেট শহর হয়ে ঢাকায় রউনা দিবো।

পঞ্চম দিনঃ
খুব ভোরে ইনশাআল্লাহ আমরা ঢাকায় থাকবো।

প্রধান দর্শনীয় স্থান সমুহের একটা লিস্ট তুলে ধরা হলোঃ

Day 1
1. Mawlinong Villege
2. Living Root Bridge
3. Borhill Falls
4. Umcrem Falls
5. Cheerapunji
6. Many more places.

Day 2
1. Seven Sisters Waterfalls.
2. HIDDEN WATERFALLS.
3. Eco Park.
4. Noh Kali Kai Waterfalls.
5. The Garden of Caves.
6. Arwah Cave.
7. Mawsumai Cave.
8. Many more places.

Day 3
1. Dainthlen Waterfalls.
2. Wei Sawdong Waterfalls.
3. Prut falls.
4. Elephant falls.
5. Umium Lake (Barapani).
6. Wards Lake.
7. Shillong.
8. Many more places.

Day 4
1. Snonang Pedeng.
2. Krangshuri Waterfalls.
3. Laitlum.
4. Many more places.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

প্যাকেজে অন্তর্ভুক্তঃ
• ঢাকা থেকে তামাবিল যাওয়া আসা নন এসি বাস।
• সব সময়ের জন্য রিজার্ভ ৭ সিটের অথবা ১০ সিটের গাড়ি।
• ইন্ডিয়া যাওয়ার পর প্রতিদিনের সকাল, দুপুর ও রাতের খাবার।
• আভ্যন্তরীন সকল যাতায়াত, হোটেল খরচ।
• টুইন শেয়ার বেসিস রুম এ রাত্রিযাপন (১রুম এ ৩জন-৪জন অথবা হোমস্টে গুলাতে বড় রুমে ৬ জন এছাড়া কাপলদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হবে।)
• যদি কেউ এসি বাসে ঢাকা থেকে সিলেট যাতায়াত করতে চান সেক্ষেত্রে জনপ্রতি ১৮০০-২০০০ টাকা যোগ হবে।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

পাকেজে অন্তর্ভুক্ত নয়ঃ
• ট্রাভেল ট্যাক্স ১০০০ টাকা খরচ ও বর্ডার স্পিড মানি ৫০০-৬০০ টাকা।
• ঢাকা-সিলেট-ঢাকা যাত্রাবিরতিতে খাবার।
• ১ম দিনের সকালের নাস্তা আর শেষের দিনের রাতের ডিনার প্যাকেজে থাকবে না।
• কোন প্রকার স্নাক্স অথবা পানীয়।
• দর্শনীয় স্থান সমুহের টিকেট খরচ।
• ট্যুর প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিয়িং, এক্সট্রা জীপ ভাড়া।
• প্রাকৃতিক দুর্যোগের কারনে উদ্ভুত কোন খরচ (যদি এক্সট্রা অপশন বাছাই করা লাগে)
• কোন ব্যক্তিগত খরচ বা ঔষধ ।
• পরিস্থিতি,আবহাওয়া বিচারে মূল পরিকল্পনায় কোন স্থান ভ্রমণ আগে পরে হতে পারে। তবে যাহাই হবে সবাই আলোচনা করেই হবে।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

আপনার জিজ্ঞাসাঃ

প্রশ্নঃ বর্ডার ডাউকি দিয়ে না থাকলে কি যাওয়া যাবে?
উত্তরঃ না যাওয়া যাবে না।

প্রশ্নঃ বর্ডার কোনটা থাকতে হবে?
উত্তরঃ ভিসায় ডাউকি বর্ডার উল্লেখ থাকতে হবে।

প্রশ্নঃ সিলেট থেকেও কি একই প্যাকেজ?
উত্তরঃ জ্বি, তবে ঢাকা থেকে এসি / নন এসি ভেদে ১২০০/১৬০০ টাকা কম লাগবে মূল প্যাকেজ থেকে।

প্রশ্নঃ ভিসা কি আপনারা করে দিবেন?
উত্তরঃ আমরা ভিসা করে দিতে পারলে অবশ্যই করে দিতাম তবে নিজে গিয়ে ভিসার জন্য দাড়াতে হয় তাই আমরা শুধু ভিসার প্রসেসিং করে দিবো নাম মাত্র মুল্যে বাকিটা আপনাদের কিভাবে কি করতে হবে/কোথায় যেতে হবে সব কিছু দিকনির্দেশনা দিয়ে দিবো।

প্রশ্নঃ মেয়েরা কি একা গ্রুপে জয়েন হতে পারবে?
উত্তরঃ জ্বি পারবে, মেয়েদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হবে এছাড়া মেয়েদের ক্ষেত্রে ফ্যামিলি গ্রুপের সাথে দেওয়ার ব্যবস্থা ও করা হবে যাতে তারা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে।

প্রশ্নঃ এখন বর্ডার এ ট্রাভেল ট্যাক্স কত করে?
উত্তরঃ সরকারের নতুন নিয়ম অনুসারে ট্রাভেল ট্যাক্স এখন ১০০০ টাকা জন প্রতি।

প্রশ্নঃ কাপলদের ক্ষেত্রে প্যাকেজ এ উল্লেখ পরিমান টাকা লাগবে জনপ্রতি আর কি কি সুবিধা থাকছে?
উত্তরঃ কাপলদের ক্ষেত্রে জনপ্রতি ১৫০০ টাকা করে যুক্ত হবে মুল প্যাকেজ এর সাথে আর কাপলদের ক্ষেত্রে অবশ্যই আলাদা রুমের ব্যবস্থা করা হবে এছাড়া আলাদা ভাবে সকল সুবিধা সবাই পাবে।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

শিশু পলিসিঃ
#০-২.৫ বছরর বাচ্চার কোন খরচ নেই।
# ৩-৬ বছরের জন্য ৭০% খরচ বহন করতে হবে।
# ৬ বছরের উপরে প্রাপ্ত বয়স্ক হিসাবে গণ্য করে সম্পূর্ণ খরচ বহন করতে হবে।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

বুকিং মানি যেভাবে দিবেনঃ
নিম্মের একাউন্টে জন প্রতি ৫০০০ টাকা দিয়ে বুকিং কনফার্ম করবেন এবং বাকি টাকা ভ্রমনের ৭ দিন আগে জমা দিবেন । অথবা স্ব-শরীরে এসে ও টাকা দিয়ে যেতে পারেন।

Bank Details:
Name: Md Moniruzzaman
Bank Name: UCB United Commercial Bank Limited
Branch Name: Keraniganj
A/C no.: 1143201000014827

• বিকাশ/নগদ/উপায় এর মাধ্যমে বুকিং মানি দিতে পারেন সেক্ষেত্রে ৫১০০ টাকা খরচ সহ পাঠাতে হবে।
বিকাশ/নগদ/উপায় নাম্বারঃ 01911-181911

আমাদের অফিসের ঠিকানাঃ
Md Moniruzzaman
bdgoo Travels
66, Shaheed Syed Nazrul Islam Sharani (North South Road), Bongshal, Dhaka-1100, Bangladesh.
01911181911, 01722366299
[email protected]

আমাদের পেজ লিংকঃ
https://www.facebook.com/bdgoo22
আমাদের গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/cholghuri

03/05/2023
Changu Lake, also known as Tsomgo Lake, is a high-altitude lake located in the eastern Indian state of Sikkim. It is sit...
02/05/2023

Changu Lake, also known as Tsomgo Lake, is a high-altitude lake located in the eastern Indian state of Sikkim. It is situated at an altitude of 3,753 meters (12,313 feet) above sea level, and is about 40 kilometers away from the state capital, Gangtok.

The lake is a popular tourist destination and is considered to be sacred by the local Sikkimese people. It is surrounded by steep mountains and forests, and during the winter months, the lake freezes over, adding to its scenic beauty.

Visitors can take a ride on decorated yaks around the lake, or go for a trek in the surrounding hills. The lake is also home to a variety of bird species, including the Brahminy duck and the bar-headed goose.

Changu Lake is open to tourists throughout the year, but during the winter months, access can be restricted due to heavy snowfall. Visitors are advised to check weather conditions and road accessibility before planning a trip.

©Md Moniruzzaman
Location: Changu Lake

ুরি

No Visa, no fee.China🇨🇳 Visa fee Update 01may20232nd time single Entry BDT 12,000.*1st time single Entry BDT 14,000.Doub...
01/05/2023

No Visa, no fee.
China🇨🇳 Visa fee Update 01may2023

2nd time single Entry BDT 12,000.
*1st time single Entry BDT 14,000.
Double Entry BDT 18,000.
1year multiple BDT 28,000.

Processing time: 10-12 working Days
=======================
*Documents Required for China Visa*
✅Original Passport (Validity should be at least 07 Months)
✅Recent 33 cm x 48 cm size photo with white background (2 Copy Mat Paper)
✅Visiting Card & National ID Card
✅N.O.C / G.O / Trade License Notarized Copy with Translate in English & Letterhead Pad
✅Original Bank statement for last six months. Minimum Balance Taka 200,000/-
✅Bank Solvency Certificate
✅Vaccine Certificate
✅TIN Certificate
Note: All applicants will be requested to have their fingerprints collected
--------------------------
*Please Contact us*
Bdgoo Travels
66, shahid syed Nazrul Islam Sharoni, Bongshal, Dhaka.
MD Moniruzzaman
Call : 01911181911 (WhatsApp)

মেঘালয় ভ্রমন প্যাকেজঃ৪ রাত ৩ দিন মাত্র ১১৯৯৯ টাকায় এবং৫ রাত ৪ দিন মাত্র ১৫৯৯৯ টাকায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃbdgoo ...
25/04/2023

মেঘালয় ভ্রমন প্যাকেজঃ
৪ রাত ৩ দিন মাত্র ১১৯৯৯ টাকায় এবং
৫ রাত ৪ দিন মাত্র ১৫৯৯৯ টাকায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
bdgoo travels 01911181911

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🌙সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা 🙂🌙 ঈদ মোবারক 🌙
21/04/2023

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🌙
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা 🙂

🌙 ঈদ মোবারক 🌙

চলতি রমযানে জনপ্রতি ছদাক্বাতুল ফিতর সর্বনিম্ম ১০০ টাকা।
27/03/2023

চলতি রমযানে জনপ্রতি ছদাক্বাতুল ফিতর সর্বনিম্ম ১০০ টাকা।

আসসালামু আলাইকুম সবাইকে 🙂খোশআমদেদ মাহে রমজান ❤️     ুরি
25/03/2023

আসসালামু আলাইকুম সবাইকে 🙂
খোশআমদেদ মাহে রমজান ❤️

ুরি

!!!***!!! Ramadan Kareem Calendar 2023 !!!***!!!Attach the Smile & Travel with Us...   ুরি
07/03/2023

!!!***!!! Ramadan Kareem Calendar 2023 !!!***!!!

Attach the Smile & Travel with Us...
ুরি

আলহামদুলিল্লাহ বর্তমানে নর্থ সিক্কিমের লাচুং এ বসে দেখলাম সিক্কিমের উপর আমার প্রতিবেদন লেখা হয়েছে "প্রতিদিনের বাংলাদেশ" ...
25/02/2023

আলহামদুলিল্লাহ বর্তমানে নর্থ সিক্কিমের লাচুং এ বসে দেখলাম সিক্কিমের উপর আমার প্রতিবেদন লেখা হয়েছে "প্রতিদিনের বাংলাদেশ" পত্রিকায়।

ুরি

সিকিম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র। সিকিমের রাজধানী শহর গ্যাংটক। আয়ত.....

📢 একটি বিশেষ ঘোষণাঃএখন থেকে তেতুলিয়া (ফুলবাড়ি) , ছোট সোনা মসজিদ (মাহাদীপুর) , দিনাজপুর ( রাধিকাপুর) বর্ডারে দিয়ে ভিসা আ...
23/02/2023

📢 একটি বিশেষ ঘোষণাঃ

এখন থেকে তেতুলিয়া (ফুলবাড়ি) , ছোট সোনা মসজিদ (মাহাদীপুর) , দিনাজপুর ( রাধিকাপুর) বর্ডারে দিয়ে ভিসা আবেদন করলেই পাবেন । আজ থেকে খুলে দেয়া হলো ।

দাজিলিং, সিকিম ,এবং মুর্শিদাবাদ ভ্রমণ আরো সহজ হয়ে গেলো।
ুরি

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।মোঃ মনিরুজ...
20/02/2023

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

মোঃ মনিরুজ্জামান
ম্যানেজিং ডাইরেক্টর
bdgoo Travels
ুরি

ঢাকাবাসীদের পাসপোর্ট ভোগান্তি কমাতে নতুন দুটি অফিস সংযোগ করা হয়েছে মোহাম্মদপুর ও বনশ্রীতে।  আশা করি এখন পাসপোর্ট অফিসগুল...
04/02/2023

ঢাকাবাসীদের পাসপোর্ট ভোগান্তি কমাতে নতুন দুটি অফিস সংযোগ করা হয়েছে মোহাম্মদপুর ও বনশ্রীতে। আশা করি এখন পাসপোর্ট অফিসগুলাতে চাপ অনেকটা কমে যাবে।
ুরি

বাংলাদেশের বে-সরকারী হজ্জের নোটিস:
02/02/2023

বাংলাদেশের বে-সরকারী হজ্জের নোটিস:

একটি বিশেষ ঘোষণা 📢আগামী ৮তারিখ সিক্কিম যাচ্ছি ইনশাআল্লাহ বাই রোড চেংরাবান্ধা পোর্ট দিয়ে,১২ তারিখ নিউ জলপাইগুড়ি ট্রেন এ এ...
04/01/2023

একটি বিশেষ ঘোষণা 📢
আগামী ৮তারিখ সিক্কিম যাচ্ছি ইনশাআল্লাহ বাই রোড চেংরাবান্ধা পোর্ট দিয়ে,
১২ তারিখ নিউ জলপাইগুড়ি ট্রেন এ এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারির ২য় সপ্তায় নিউ জলপাইগুড়ি ট্রেন দিয়ে যাবো সিক্কিম।

যারা জানুয়ারির ১২ তারিখ ও ফেব্রুয়ারীর ২য় সপ্তাহে সিক্কিম যেতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01911181911 (Whatsup)

যাদের নিউ জলপাইগুড়ি দিয়ে ভিসা করানো নেই তারা ভিসা করে নিতে পারেন অথবা পোর্ট এড করে নিতে পারেন। ধন্যবাদ

P.C: Md Moniruzzaman
, ুরি

আসসালামু আলাইকুম,চল ঘুরি দীর্ঘদিন যাবত সফলতার সাথে কাশ্মীর ইভেন্ট করে আসছে সে ধারাবাহিকতায় এবার আমরা শুধু মাত্র স্টুডেন্...
08/11/2022

আসসালামু আলাইকুম,
চল ঘুরি দীর্ঘদিন যাবত সফলতার সাথে কাশ্মীর ইভেন্ট করে আসছে সে ধারাবাহিকতায় এবার আমরা শুধু মাত্র স্টুডেন্টদের কথা ভেবে সবচেয়ে কমখরচে কাশ্মীর ইভেন্ট নিয়ে আসছি আপনাদের জন্য।
প্রথমেই বলে নিই; এই ট্যুর সবার জন্য না! তাহলে কাদের জন্য⁉️
১। যাদের কাশ্মীর যাওয়ার জন্য প্রবল ইচ্ছা আছে (মানে যে করে হোক যেতেই হবে)।
২। যাদের অনেক অনেক জার্নি করার ধৈর্য্য ও ক্ষমতা আছে।
৩। থাকা এবং খাওয়ার ব্যাপারে যাদের স্পেশাল কোন আবদার নেই, কোনমতে হলেই হয়।
৪। যাদের সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার এবং সবার সাথে মিলেমিশে থাকার মানুষিকতা আছে।
৫। যারা স্নোফল দেখতে চান এবং বরফের মাঝে কিছু সময় কাটাতে চান।
📝ইভেন্টের বিস্তারিতঃ (**অনুগ্রহ করে বিস্তারিত না পড়ে ট্যুর কনফার্ম করবেন না)
**আমরা ২৫ই শে ডিসেম্বর রাতে/২৬ই ডিসেম্বর সকালে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো এবং ২৬ই ডিসেম্বর থেকে ০৬ই জানুয়ারি মোট ১২ দিনের কাশ্মীর মিশন শেষ করে ০৭ই জানুয়ারি সকালের মধ্যে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ্।
🟥বিঃদ্রঃ- আপনি এই ডেট অনুযায়ী যাওয়ার ব্যাপারে কনফার্ম হওয়ার সাথে সাথে ট্রেন টিকেট কনফার্ম করার জন্য এই মাসের ১০ই নভেম্বর এর মাঝেই ১০,০০০৳ টোকেন মানি ও পাসপোর্ট অনুযায়ী আপনার নাম এবং বয়স পাঠিয়ে দিন। তা ছাড়া এই ট্যুরে যেতে পারবেন না। কারন ইন্ডিয়ান রেলের টিকিট প্রায় ২মাস /১-১/২ মাস আগে না কাটলে সিট পাওয়া যাইনা।
✅ট্যুরের সময়কালঃ ১২দিন/১৩রাত
(ঢাকা- কলকাতা- কাশ্মীর- কলকাতা -ঢাকা)।
✅ইভেন্ট/ট্যুর ফিঃ
💰২৫,৫০০/- টাকা জনপ্রতি (১রুমে ২/৪জন)
***ব্যাচেলর ফ্রেন্ডলি ট্যুর***
🟩এই প্যাকেজে যা যা অন্তর্ভুক্তঃ
✅ ঢাকা- বেনাপোল- ঢাকা নন এসি বাসে যাতায়াত।
✅ বর্ডার- কলকাতা - বর্ডার লোকাল ট্রেনে যাতায়াত।
✅ আসা এবং যাওয়ার পথে কলকাতায় ২রাত হোটেলে অবস্থান।
✅ কলকাতা - জম্মু - কলকাতা নন এসি স্লিপার ট্রেনে যাতায়াত।
✅ জম্মু থেকে শুরু করে লোকাল সাইটসীন এর জন্য টেম্পো ট্রাভেলার গাড়ি।
✅ কাশ্মীরে ৫রাত ৩/৪জনের শেয়ার রুম।
✅ প্রতিদিন সকাল, ও রাতের খাবার
✅ ১ঘন্টা শিকারা রাইড
✅ সার্বক্ষণিক বাংলাদেশী ও ইন্ডিয়ান লোকাল গাইড।
🟥এই প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
❌ ট্রাভেল ট্যাক্স (৫০০৳)
❌ ইমিগ্রেশন কেন্দ্রিক কোন খরচ বা টিপস। (২০০৳/১০০৳)
❌ স্পেশাল স্পটের এন্ট্রি টিকেট।
❌ মিনি সুইজারল্যান্ডে ঘোড়া ফি।
❌ গুলমার্গ এ গন্ডোলা টিকেট।
❌ সোনমার্গ এ কোন স্পটের যাওয়ার জন্য ঘোড়া ফী।
❌ পেহেলগাম অতিরিক্ত কোন স্পটের যাওয়ার জন্য ঘোড়া বা গাড়ি খরচ।
❌ কলকাতায় সাইটসীন।
❌ ট্যুর প্লানের বাহিরে অনাকাঙ্ক্ষিত অতিরিক্ত দিনের খরচ (যদি হয়)।
❌ উল্লেখিত খরচের বাহিরে কোন খরচ।
একনজরে আমাদের দর্শনীয় স্থান সমূহঃ
✅ শ্রীনগর
✅ গুলমার্গ
✅ সোনমার্গ
✅ পেহেলগাম
✅ মিনি সুইজারল্যান্ড
✅ আরুভ্যালি
***এ ছাড়া আরও অনেক গুলো স্থান।
🔳সম্ভাব্য ট্যুর প্লানঃ
২৬ই ডিসেম্বরঃ
১ম দিনঃ (ঢাকা - কলকাতা)
সকালে বাসে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্য রওনা।
দুপুর নাগাদ বেনাপোলে ইমিগ্রেশনের সকল কাজ শেষ করে বনগাঁ থেকে লোকাল ট্রেনে আমরা কলকাতা চলে যাবো। রাতে কলকাতায় অবস্থান।
২৭ই ডিসেম্বরঃ
২য় দিনঃ (কলকাতা - জম্মু ট্রেন)
সকালে হোটেল চেক আউট করে কলকাতা রেলওয়ে ষ্টেশন চলে যাবো। সকাল ১১টা ৪৫ মিনিটে 13151 Koaa Jat Expres এ জম্মুর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। এটি প্রায় ৪৫ ঘন্টার এক বিশাল জার্নি। কিন্ত স্বপ্নের কাশ্মীর নিজ চোখে দেখার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। তবে আমরা এই জার্নিকে নিজেদের মতো করে উপভোগ্য করে তুলবো। রাতে ট্রেনে অবস্থান।
২৮ই ডিসেম্বরঃ
৩য় দিনঃ (ট্রেনে জম্মুর পথে)
ট্রেনেই আমরা নিজেদের মতো করে ফ্রেশ হয়ে নাস্তা করে নিবো এবং আশেপাশের পরিবেশ দেখতে দেখতে ট্রেন জার্নিটা উপভোগ করবে। ট্রেনের ভিতরে তো ফান আড্ডা, গান হবেই। সারাদিন ট্রেনে কাটিয়ে রাতে আমরা এই ট্রেনেই অবস্থান করবো।
২৯ই ডিসেম্বরঃ
৪র্থ দিনঃ (জুম্মু - পেহেলগাম)
আশাকরি সকাল ৯টার দিকে আমরা জম্মু পৌঁছে যাবো ইনশাআল্লাহ্‌। এরপর জিপে করে আমরা সরাসরি কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা পেহেলগাম এর উদ্দেশ্যে রওনা দিবো। ৭/৮ ঘন্টার এই যাত্রাপথে আমরা চারপাশের দৃশ্য উপভোগ করতে করতে আশাকরি বিকাল/সন্ধ্যায় পাহেলগাম পৌঁছে যাবো। এরপর হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে কিছুক্ষন বিশ্রাম নিয়ে রাতের পেহেলগাম ঘুরে দেখবো। হোটেলে রাত্রিযাপন।
৩০ই ডিসেম্বরঃ
৫ম দিনঃ (পেহেলগাম- শ্রীনগর)
আমরা সকালের নাস্তা সেরে পেহেলগাম এর দর্শনীয় স্থান গুলো ঘুরে ঘুরে দেখবো। যেমন-বাইসারান, মিনি সুইজারল্যান্ড ইত্যাদি। মিনি সুইজারল্যান্ডে ঘোড়ায় চড়ে (নিজ খরচে) ঘুরে বেড়াতে পারবেন। বিকালে আমরা শ্রীনগরের উদ্দ্যেশ্যে রওনা হবো।রাতে শ্রীনগরে থাকবো।
৩১ই ডিসেম্বরঃ
৬ষ্ঠ দিনঃ (শ্রীনগর)
আজ সকালে নাস্তা সেরে শ্রীনগর এর দর্শনীয় স্থান গুলো দেখবো। যেমন- ডাললেক (এক ঘন্টা সিকারা রাইড), মোঘল গার্ডেন, নিশাত গার্ডেন, টিউলিপ গার্ডেন, শালিমার গার্ডেন, হযরত বাল মসজিদ ইত্যাদি। রাতে শ্রীনগর হোটেলে অবস্থান।
০১ই জানুয়ারিঃ
৭ম দিনঃ (গুলমার্গ)
সকালে নাস্তা সেরে আমরা গুলমার্গ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। গুলমার্গে আপনি খিলানমার্গে যাওয়ার রুপওয়ে (গণ্ডোলা রাইড) করতে পারবেন। যার মাধ্যেমে এর পুরো সৌন্দর্য্য আপনি একনজরে উপভোগ করতে পারবেন। সারাদিন গুলমার্গের সৌন্দর্য্য উপভোগ করে সন্ধ্যায় আমরা শ্রীনগর ফিরে আসবো। রাত্রিযাপন হোটেলে।
২ই জানুয়ারিঃ
৮ম দিনঃ (সোনমার্গ)
সকালে নাস্তা সেরে আমতা সোনমার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সারাদিন সোনমার্গের দর্শনীয় স্থান গুলো ঘুরে সন্ধ্যায় শ্রীনগরে ফিরে আসবো। এরপর ফ্রি টাইম। রাতের খাবার খেয়ে হোটেলে রাত্রিযাপন।
০৩ই জানুয়ারিঃ
৯ম দিনঃ (শ্রীনগর - জম্মু - ট্রেন)
সকালের ব্রেকফাস্ট এর পরে শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশ্যে যাত্রা শুরু। জম্মু থেকে রাত ৮টা ৩০ মিনিটে 13152 Kolkata Express এ আমরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। রাতে ট্রেনে অবস্থান।
০৪ই জানুয়ারিঃ
১০ম দিনঃ (ট্রেনে কলকাতার পথে)
ট্রেনেই আমরা নিজেদের মতো করে ফ্রেশ হয়ে নাস্তা করে নিবো এবং আশেপাশের পরিবেশ দেখতে দেখতে ট্রেন জার্নিটা উপভোগ করবে। ট্রেনের ভিতরে আমরা আমাদের ট্যুরের স্মৃতিচারণ করবো আর গল্প আড্ডায় মেতে থাকবো। সারাদিন ট্রেনে কাটিয়ে রাতে আমরা আবার এই ট্রেনেই অবস্থান করবো।
০৫ই জানুয়ারিঃ
১১তম দিনঃ (ট্রেন এবং কলকাতা)
আশাকরি দিন গড়িয়ে বিকাল ৩টা ৪০ মিনিটে আমরা কলকাতায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ্‌। এরপর হোটেলে চেক ইন করে কলকাতায় রাত্রিযাপন।
০৬ই জানুয়ারীঃ
১২তম দিনঃ (কলকাতা - বর্ডার)
সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে কলকাতায় কিছু সময় অতিবাহিত করবো। এরপর শিয়ালদাহ ষ্টেশন থেকে দুপুরে বনগাঁ লোকাল ট্রেনে করে বর্ডারের উদ্দেশ্যে রওনা দিবো। সন্ধ্যার মধ্যেই আমরা বাংলদেশে প্রবেশ করে ফেলবো আশাকরি। এরপর রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবো ইনশাআল্লাহ্‌।
ট্যুর সমাপ্তিঃ (ঢাকা)
সকালে আমরা ঢাকায় যে যার বাসায় বা কর্মস্থলে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ্‌।
🔳ট্যুরে যা যা সাথে নিতে হবেঃ
✅ ভেলিড ভিসা সহ পাসপোর্ট (পোর্ট বেনাপোল)
✅ করোনা ভ্যাক্সিন সার্টিফিকেট (৫-৬কপি)
✅ ট্রাভেল ট্যাক্স পেপার।
✅ পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স/স্টুডেন্ট আইডি) ইত্যাদি।
✅ পাসপোর্ট/ভিসার ফটোকপি (৫-৬কপি)
✅ নিয়মিত পোশাক সহ শীতের পূর্ণ প্রস্তুতি।
✅ জার্নির জন্য শুকনো খাবার ও পানি।
✅ ইমিগ্রেশনের জন্য কলম
✅ প্রয়োজনীয় ঔষধ।
✅ টুথব্রাশ-টুথপেষ্ট।
✅ মোবাইল/ক্যামেরা/পাওয়ার ব্যাংক/চার্জার।
✅এ ছাড়া নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে ভুলবেন না।
***পরামর্শ- ব্যাগ যত হালকা হবে; ভ্রমণ তত প্যারা মুক্ত হবে।
🟥আমাদের ট্যুরের কিছু দৃষ্টি আকর্ষণী । যা আমরা সব সময় মেনে চলি এবং আমাদের ট্যুরমেটরাও মেনে চলার চেষ্টা করে-
দৃষ্টি আকর্ষণী ⤵️
✅ট্যুরে যাওয়ার আগে অবশ্যই গ্রুপের নিয়মাবলি গুলো পড়ে নিবেন।
✅ইভেন্টের বিস্তারিত পড়ে ট্যুরে জয়েন করবেন।
✅ট্যুরের আনাকাঙ্খিত সমস্যাগুলো মেনে নিতে না পারলে আপনার গ্রুপ ট্যুরে না আসাই উত্তম। কোন সমস্যার সম্মুখীন হলে সবাই মিলে আলোচনা করে সমাধান করবো।
✅ এডভেঞ্চার ট্যুর বা নেটওয়ার্ক এর বাহিরে গেলে অবশ্যই বাসায় জানিয়ে যাবেন এবং বিকল্প যোগাযোগ নাম্বার হিসেবে হোস্টের নাম্বার দিয়ে আসবেন।
❌পরিবেশ নোংরা বা ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না।
❌কোন ধরনের মাদক বহন ও গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ, ধুমপানের ক্ষেত্রে কেউ যেন ডিস্টার্ব না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।
❌অশালীন কথা বার্তা ও কার্যকলাপ বা কারো সম্মানহানি হয় এমন কিছু করা যাবেনা।
✅ সমাজ স্বীকৃত বা শালীন পোষাক পরে ট্যুরে জয়েন করার অনুরোধ রইলো।
✅টিম ছেড়ে কোথাও যাওয়া যাবেনা, বিশেষ প্রয়োজনে এডমিনকে জানিয়ে যেতে হবে।
✅ট্যুরে মিলেমিশে থাকা, একে অপরকে সহযোগিতা করা, ছোটবড় সবার সাথে সম্মানসূচক আচরণ করা এবং ট্যুরের সব কিছুতে নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
✅বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা অনুযায়ী যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
🔳আসন সংখ্যাঃ মাত্র ১৩টি।
🔳ট্যুর কনফারমেশন এডভান্স- ১০০০০৳ (অফেরতযোগ্য)
✅বুকিং এর টাকা যেভাবে দেবেন..
** টাকা পাঠানোর উপায় (ব্যাংক এ লেনদেন সবচেয়ে সেইফ এবং আমরাও উৎসাহিত করি ব্যাংক এ লেনদেন করতে, তারচেয়েও সেইফ হচ্ছে অফিসে এসে টাকা জমা দিয়ে ট্রিপ কনফার্মেশন নিয়ে যাওয়া) অথবা বিকাশ/নগদ/উপায় এর মাধ্যমে ৪০% টাকা বুকিং মানি দিয়ে আপনার আসনটি কনফার্ম করবেন।
🏦 Bank Details:
Account name : Md Moniruzzaman
A/C No : 1143201000014827
Bank Name : UCB United Commercial Bank Limited
Branch Name : Keraniganj
📱bKash A/C: 01722366299 (Personal)
📱Upay / Nagad A/C: 01911181911 (Personal)
Office Address :
bdgoo Travels
66, Shaheed Syed Nazrul Islam Sharani
(North South Road), Bangshal,
Dhaka-1100, Bangladesh.
• ট্যুর সংক্রান্ত যেকোন কিছু জানতে এবং বুকিং দিতে আমাদের ফোন করুনঃ
WhatsApp/IMO: 01911181911
01722366299
e-mail: [email protected]
---------------------------------------------
(বিকাশ টাকা পাঠিয়ে অবশ্যই ফোন করে বা হোস্টের ফেজবুক মেসেঞ্জারে জানাতে হবে। ব্যাংকের মাধ্যমে পাঠালে জমা স্লিপের ছবি তুলে পাঠাতে হবে)
🕛কনফারমেশনের শেষ সময়ঃ আসন পূর্ণ হওয়া পর্যন্ত।
**মৌখিক কোন কনফার্মেশন গ্রহণযোগ্য না।
🔳ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ⤵️
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স/স্টুডেন্ট আইডি ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। হারিয়ে যাওয়ার পাসপোর্ট এর জিডি কপি (যদি থাকে)
১১। মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস।
১২। ৮৪০৳ ফি (UPAY)
*** কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।
-------------------------------------------
আমাদের পেজ লিংকঃ
https://www.facebook.com/bdgoo22
আমাদের গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/cholghuri

ুরি 😍

আসসালামু আলাইকুম সবাইকে 🙂নতুন বছরটা বরফের রাজ্যে কাটানোর জন্য মাত্র ২৫৫০০ টাকায় স্বপ্নের সিকিম-গ্যাংটক-লাচুং-ইয়ামথাং ভ্য...
08/11/2022

আসসালামু আলাইকুম সবাইকে 🙂
নতুন বছরটা বরফের রাজ্যে কাটানোর জন্য মাত্র ২৫৫০০ টাকায় স্বপ্নের সিকিম-গ্যাংটক-লাচুং-ইয়ামথাং ভ্যালী ভ্রমন (৬রাত / ৫দিন) এর প্যাকেজ।
খরচঃ ২৫৫০০ টাকা জনপ্রতি। কাপলদের ক্ষেত্রে জনপ্রতি ১৫০০ টাকা এড হবে।
📑 ভ্রমন বিস্তারিতঃ
০০ দিন (২৮-১২-২০২২)
রাতে এসি বাসে ঢাকা থেকে চেংরাবান্ধার উদ্দেশে রওনা (বুড়িমারী স্থলবন্দর দিয়ে)
১ম দিন (২৯-১২-২০২২)
সকালে বাস থেকে নেমে নাস্তা সেরে নিব। তারপর বর্ডার এর ফর্মালিটি শেষে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা। পাহাড়ি আকাবাকা রাস্তার দু’পাশের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে প্রায় সাড়ে চার/পাচ ঘন্টা জার্নি শেষে আমরা পৌছাবো গ্যাংটক। হোটেলে চেকইন করে কিছুটা রেষ্ট নিবো। সন্ধ্যাটা নিজেদের মত ঘুরাঘুরি করবো। কেউ চাইলে গ্যাংটক এর বিখ্যাত শপিং মল M.G Marg এ ঘুরে আসতে পারবেন। নাইট স্টে গ্যাংটক।
২য় দিন (৩০-১২-২০২২)
আমরা নর্থ সিকিমের দিকে যাবো। এই যাত্রাটা সম্পুর্ন রোমাঞ্চকর হবে রাস্তায় আমরা অনেক কিছু দেখবো গাড়ি থামিয়ে থামিয়ে। আমরা পুরো পথটাই সাইটসিং করতে করতে যাবো। সাইটসিং এ যে যে স্থান থাকবে, সেভেন সিস্টার ফলস ,নাগা ফলস , তিস্তা ভিউ পয়েন্ট , অমিতাভ বচ্চন ফলস ,সময় সাপেক্ষে আরো কিছু স্পট ঘুরে বেড়াবো।সন্ধ্যাতে লাচুং পৌছে হোটেলে চেক ইন ।
৩য় দিন (৩১-১২-২০২২)
ভোরের বেলাই আমরা ইয়ামথাং এর দিকে যাবো। সেখানে সময় কাটাবো। তারপরে পার্মিশন পেলে সেখান থেকে জিরো পয়েন্ট (ইন্দো চাইনা বর্ডার) অথবা কাটাও চলে যাব পার্মিশন পেলে যা এক্সট্রা খরচ হয় সেটা আমরা টুরমেট সমান ভাগে ভাগ করে দিব , যা ট্রিপের ভিতরে অন্তর্ভুক্ত নাই(আনুমানিক খরচ জনপ্রতি ৫০০) সবকিছু ঘুরে আমরা দুপুরে লাচুং এসে দুপুরের খাবার খেয়ে গ্যাংটক এর উদ্দেশে রওনা দিব। নতুন বছর উৎযাবন করবো আমরা গ্যাংটকে।
৪র্থ দিন (০১-০১-২০২৩)
বছরের প্রথম দিন আমরা গ্যাংটক থেকে সাঙ্গু লেকের দিকে যাবো। যার জন্য আগে থেকে পার্মিশন করিয়ে রাখা হবে।যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ১২,৩১৩ ফিট উঁচুতে। ক্যাবল কার রাইডে চড়ে দেখব বরফে ঢাকা পৃথিবীর মন ভোলানো সৌন্দর্য। অথবা কেউ চাইলে ইয়াক এর পিঠে চড়ে ঘুরে বেড়াতে পারেন আশেপাশে।(সাংগুলেকের ক্যাবল কার অথবা ইয়াকে চড়া যার যার আপনাদের নিজস্ব টাকার হবে)। সাঙ্গুলেক ভ্রমণ করে আমরা দুপুরে ফিরবো তারপর আমরা লাঞ্চ সেরে নিব। তারপরে এমজি মার্গের যার যার ইচ্ছেমত হেটে বেড়ানো।
৫ম দিন (০২-০১-২০২৩)
ভোরে উঠে শিলিগুড়ি চলে আসবো। দুপুরের খাবার শিলিগুড়িতে সেরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা।
৬ষ্ট দিন (০৩-০১-২০২৩)
ভোর নাগাদ ঢাকায় থাকব ইনশা-আল্লাহ। সাথে থাকবে বরফাচ্ছাদিত সুন্দর একটি ভ্রমণ স্মৃতি।
___________________________________________
➡️ ভ্রমণের স্থান সমুহঃ
• গ্যাংটক শহর
• সাংগু লেক
• সেভেন সিস্টার ওয়াটার ফলস
• নাগা ওয়াটার ফলস
• অমিতাভ বচ্চন ওয়াটার ফলস
• লাচুং শহর
• ইয়ামথাং ভ্যালী'
• জিরো পয়েন্টে (অপশনাল)
• কাটাও (অপশনাল)
• তাশি ভিউ পয়েন্ট
• তিস্তা ডোম
• সময় সাপেক্ষে আরো কিছু স্পট।।
___________________________________________
➡️ ভ্রমণের আওতায় যা যা থাকছে:
🚌 ঢাকা-বুঢ়িমারী যাতায়াত: এসি বাস।
🚐 ভারতে ট্রান্সপোর্ট: বোলেরো/সুমো/স্পেশিও/টুরিস্ট বাস
🛏️ রুম পলিসি: প্রতি স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রুমে তিন/চার জন। প্রতি প্রিমিয়াম রুমে পাঁচ জন কাপলদের ক্ষেত্রে রুমে দু'জন। মেয়েদের গ্রুপের জন্য আলাদা রুম।
💺গাড়ি সিটিং পলিসি: প্রতি ১০-সিটের গাড়িতে সর্বোচ্চ আট জন।
🍽️ খাওয়া-দাওয়া: স্ট্যান্ডার্ড হালাল। গুণগত মান নিয়ে কোনোরকম আপস করা হবে না। ☕ ব্রেকফাস্টে পুরি/লুচি/পরোটার সাথে থাকবে মানানসই সবজি/ডাল/আচার/সস। স্থানীয় তিব্বতি খাবার যেমন থুকপা🍜 মোমো🥟🥟 গাথো, ইত্যাদির অপশনও রয়েছে। লাঞ্চ এবং ডিনারে ভাতের সঙ্গে চিকেন/মাছ/ডিম ও ডাল/সবজি/পাপড়-ভাজা/ আলু-ভাজা/আচার থাকবে।
📸 প্রফেশনাল ফটোগ্রাফার যা আপনাদের সাথেই থাকবে সারাক্ষন।
__________________________________________
🛑 ভ্রমণের আওতায় যা যা থাকছে নাঃ
• ট্রাভেল ট্যাক্স(৫০০/-) এবং ভিসা (৮৫০/-)জনিত খরচ।
• বর্ডারে যাতায়াতের সময় কিছু ফাস্ট মানি (৬০০ টাকার মত) দিতে হয় অনেক ক্ষেত্রে।
• যেকোনও রাইড – যেমন রোপওয়ে/কেবল কার, স্কাই ওয়াক, ইয়াক রাইড, ইত্যাদি।
• দিন ১ এর ব্রেকফাস্ট (বুড়িমারীতে) এবং দিন ৫ এর ডিনার (বুড়িমারীতে)
• বরফে যাওয়ার জন্য কাপড়/জুতা বা প্রয়োজনীয় জিনিস ভাড়া নেয়ার খরচ।
• ট্যুর প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিয়িং, এক্সট্রা জীপ ভাড়া
• প্রাকৃতিক দুর্যোগের কারনে উদ্ভুত কোন খরচ(যদি এক্সট্রা অপশন বাছাই করা লাগে)
• কোন ব্যক্তিগত খরচ বা ঔষধ ।
• কোন রকম ব্যক্তিগত বীমা ।
• রুম হিটার ( এক্সট্রা ৩০০ থেকে-৪০০ রুপি পার রুম)
• পরিস্থিতি,আবহাওয়া বিচারে মূল পরিকল্পনায় কোন স্থান ভ্রমণ আগে পরে হতে পারে ।তবে যাহাই হবে সবাই আলোচনা করেই হবে।
__________________________________________
💼 সিকিম ভ্রমণের সময় যা যা প্রয়োজনীয় জিনিস সাথে রাখতে হয়:
১) সিকিম শীত প্রধান এলাকা, তাই সাথে পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র 🧥🧦🧤 রাখতে হবে। বিশেষ করে কান-গলা ঢেকে রাখার জন্য মাফলার বা স্কার্ফ🧣জাতীয় জিনিস অত্যন্ত জরুরি
২) ছাতা 🌂
৪) পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল (সিকিমে ডিসপোসেবল/সিঙ্গেল-ইউজ জলের বোতল নিষিদ্ধ। প্যাকেজড-জলের বোতল, অর্থাৎ মিনারেল ওয়াটারের বোতল না থাকার কারণে প্রত্যেককে নিজস্ব জলের বোতলে জল বহন করতে হবে। সব হোটেলে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা রয়েছে)
৫) সানগ্লাস 🕶️, সানস্ক্রিন লোশন (বরফ আবৃত জায়গায় স্নো-ব্লাইটের জন্য সানগ্লাস বেশ কার্যকরী)
৬) প্রয়োজনীয় ঔষধ 💊💉
৭) মোবাইল ফোন চার্জের জন্য পাওয়ার ব্যাংক ও ক্যামেরার জন্য এক্সট্রা ব্যাটারি।
__________________________________________
📃 প্রয়োজনীয় কাগজপত্র যা সাথে নিতে হবে:
১) পাসপোর্ট সাইজ ছবি (১০ কপি)
২) পাসপোর্টের স্ক্যান এবং ফটোকপি (১০ কপি)
৩) ভিসার স্ক্যান এবং ফটোকপি (১০ কপি)
প্রতিটি হার্ডকপি ফাইল আকারে নিজের কাছে রাখতে হবে। সফ্টকপি হোটেলের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে।
___________________________________________
🔳আসন সংখ্যাঃ মাত্র ১৬টি।
🔳ট্যুর কনফারমেশন এডভান্সঃ- ৮১৬০৳ (অফেরতযোগ্য)
✅বুকিং এর টাকা যেভাবে দেবেন..
** টাকা পাঠানোর উপায় (ব্যাংক এ লেনদেন সবচেয়ে সেইফ এবং আমরাও উৎসাহিত করি ব্যাংক এ লেনদেন করতে, তারচেয়েও সেইফ হচ্ছে অফিসে এসে টাকা জমা দিয়ে ট্রিপ কনফার্মেশন নিয়ে যাওয়া) অথবা বিকাশ/নগদ/উপায় এর মাধ্যমে ৪০% টাকা বুকিং মানি দিয়ে আপনার আসনটি কনফার্ম করবেন।
🏦 Bank Details:
Account name : Md Moniruzzaman
A/C No : 1143201000014827
Bank Name : UCB United Commercial Bank Limited
Branch Name : Keraniganj
📱bKash A/C: 01722366299 (Personal)
📱Upay / Nagad A/C: 01911181911 (Personal)
🏢 Office Address :
bdgoo Travels
66, Shaheed Syed Nazrul Islam Sharani
(North South Road), Bangshal,
Dhaka-1100, Bangladesh.
📱 ট্যুর সংক্রান্ত যেকোন কিছু জানতে এবং বুকিং দিতে আমাদের ফোন করুনঃ
WhatsApp/IMO: 01911181911
01722366299
e-mail: [email protected]
____________________________________________
আমাদের পেজ লিংকঃ
https://www.facebook.com/bdgoo22
আমাদের গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/cholghuri
আমাদের ইভেন্ট লিংকঃ
https://fb.me/e/brbLjEAzZ
___________________________________________
📙 নোটঃ- যাদের ভিসা করা নেই,তাদের ভিসা করতে হবে। ভিসা করতে প্রয়োজনীয় কাগজগুলো হচ্ছেঃ
• পাসপোর্ট। পুরাতন থাকলে সেটিও সংযুক্ত করতে হবে।
• পাসপোর্ট এর কপি এবং পুরাতন ভারতের ভিসা থাকলে তার কপি
• বিদ্যুৎ বিল এর কপি
• চাকুরিজিবী হলে এন ও সি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি, গৃহিণী হলে স্বামীর কাগজপত্রের কপি, ছাত্র হলে বাবার টা দিলেই চলবে।
• ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ২০০০০ টাকা থাকতে হবে)। না থাকলে এন্ডোর্সমেন্ট করিয়ে সেটার কাগজ জমা দিতে হবে।
• দুই কপি ২/২ সাইজ রঙ্গিন ছবি।
• ন্যাশনাল আইডি অথবা জন্ম সনদের কপি।
এগুলো অফিসে এসে দিয়ে গেলে আমরা ফর্ম করিয়ে দিবো। নিজেরাও সহজেই করে নিতে পারবেন।
____________________________________________
📒 এই ট্যুরে যোগ দেওয়ার আগে যে ব্যাপারগুলো অবশ্যই বিবেচনা করতে হবে:
১) সিকিম অত্যন্ত শীত-প্রধান জায়গা। হাড় হিম করা ঠান্ডার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ☃️
২) লাচুং, ইয়াংথাম, জিরো-পয়েন্ট, ছাঙ্গু লেক – এই জায়গাগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। উচ্চতাজনিত কিছু ছোটখাটো শারীরিক সমস্যা হওয়াটা অসম্ভব কিছু নয়। দুর্ভাগ্যবশত কারোও কোনোরকম সমস্যা হলে, গ্রুপের সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সেটাই কাঙ্ক্ষিত।
৩) উচ্চ রক্তচাপ, হাঁপানি বা হার্টের সমস্যা আছে এমন ব্যক্তিদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। গাড়িতে বমি হয় এমন ব্যক্তিদের বমির ওষুধ ব্যবহার করাটাই ভালো।🫀🫁🩺
৪) কেউ সপরিবারে👪 থাকার জন্য আলাদা রুম নিতে চাইলে সেই ক্ষেত্রে আগে থেকে জানিয়ে রাখতে হবে; সম্ভব হলে তা করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
৫) সকলকে একটি ভ্রমণ-পিপাসু মানসিকতা নিয়ে চলতে হবে। ভ্রমণ সুন্দর মতো পরিচালনা করার জন্য একে অপরকে এবং আয়োজকদের সর্বাত্মক সহায়তা করতে হবে।
৬) সময়ানুবর্তিতা⏰ মেনে চলতে হবে। কারোও জন্য যেন গোটা গ্রুপের দেরি না হয় সেটা সকলকে মাথায় রাখতে হবে।
৭) দেশ যারই হোক, প্রকৃতি সকলের। তাই প্রকৃতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সিকিমের আইন অনুযায়ী প্লাস্টিক ব্যবহার, প্রকাশ্যে ধূমপান, যত্রতত্র ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ🚯🚭। স্থানীয়দের সাথে কোনও রকম বিরূপ আচরণ করা যাবে না। কোনও প্রকার অশ্লীলতা বা শালীনতার মাত্রা ছাড়িয়ে যাওয়া বরদাস্ত করা হবে না।

ুরি ❤ ❤️

Address

66, Shaheed Syed Nazrul Islam Sharani (North South Road), Bangshal
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 11:30 - 17:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801911181911

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDGOO Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDGOO Tours & Travels:

Videos

Share

Category



You may also like