08/11/2022
আসসালামু আলাইকুম সবাইকে 🙂
নতুন বছরটা বরফের রাজ্যে কাটানোর জন্য মাত্র ২৫৫০০ টাকায় স্বপ্নের সিকিম-গ্যাংটক-লাচুং-ইয়ামথাং ভ্যালী ভ্রমন (৬রাত / ৫দিন) এর প্যাকেজ।
খরচঃ ২৫৫০০ টাকা জনপ্রতি। কাপলদের ক্ষেত্রে জনপ্রতি ১৫০০ টাকা এড হবে।
📑 ভ্রমন বিস্তারিতঃ
০০ দিন (২৮-১২-২০২২)
রাতে এসি বাসে ঢাকা থেকে চেংরাবান্ধার উদ্দেশে রওনা (বুড়িমারী স্থলবন্দর দিয়ে)
১ম দিন (২৯-১২-২০২২)
সকালে বাস থেকে নেমে নাস্তা সেরে নিব। তারপর বর্ডার এর ফর্মালিটি শেষে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা। পাহাড়ি আকাবাকা রাস্তার দু’পাশের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে প্রায় সাড়ে চার/পাচ ঘন্টা জার্নি শেষে আমরা পৌছাবো গ্যাংটক। হোটেলে চেকইন করে কিছুটা রেষ্ট নিবো। সন্ধ্যাটা নিজেদের মত ঘুরাঘুরি করবো। কেউ চাইলে গ্যাংটক এর বিখ্যাত শপিং মল M.G Marg এ ঘুরে আসতে পারবেন। নাইট স্টে গ্যাংটক।
২য় দিন (৩০-১২-২০২২)
আমরা নর্থ সিকিমের দিকে যাবো। এই যাত্রাটা সম্পুর্ন রোমাঞ্চকর হবে রাস্তায় আমরা অনেক কিছু দেখবো গাড়ি থামিয়ে থামিয়ে। আমরা পুরো পথটাই সাইটসিং করতে করতে যাবো। সাইটসিং এ যে যে স্থান থাকবে, সেভেন সিস্টার ফলস ,নাগা ফলস , তিস্তা ভিউ পয়েন্ট , অমিতাভ বচ্চন ফলস ,সময় সাপেক্ষে আরো কিছু স্পট ঘুরে বেড়াবো।সন্ধ্যাতে লাচুং পৌছে হোটেলে চেক ইন ।
৩য় দিন (৩১-১২-২০২২)
ভোরের বেলাই আমরা ইয়ামথাং এর দিকে যাবো। সেখানে সময় কাটাবো। তারপরে পার্মিশন পেলে সেখান থেকে জিরো পয়েন্ট (ইন্দো চাইনা বর্ডার) অথবা কাটাও চলে যাব পার্মিশন পেলে যা এক্সট্রা খরচ হয় সেটা আমরা টুরমেট সমান ভাগে ভাগ করে দিব , যা ট্রিপের ভিতরে অন্তর্ভুক্ত নাই(আনুমানিক খরচ জনপ্রতি ৫০০) সবকিছু ঘুরে আমরা দুপুরে লাচুং এসে দুপুরের খাবার খেয়ে গ্যাংটক এর উদ্দেশে রওনা দিব। নতুন বছর উৎযাবন করবো আমরা গ্যাংটকে।
৪র্থ দিন (০১-০১-২০২৩)
বছরের প্রথম দিন আমরা গ্যাংটক থেকে সাঙ্গু লেকের দিকে যাবো। যার জন্য আগে থেকে পার্মিশন করিয়ে রাখা হবে।যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ১২,৩১৩ ফিট উঁচুতে। ক্যাবল কার রাইডে চড়ে দেখব বরফে ঢাকা পৃথিবীর মন ভোলানো সৌন্দর্য। অথবা কেউ চাইলে ইয়াক এর পিঠে চড়ে ঘুরে বেড়াতে পারেন আশেপাশে।(সাংগুলেকের ক্যাবল কার অথবা ইয়াকে চড়া যার যার আপনাদের নিজস্ব টাকার হবে)। সাঙ্গুলেক ভ্রমণ করে আমরা দুপুরে ফিরবো তারপর আমরা লাঞ্চ সেরে নিব। তারপরে এমজি মার্গের যার যার ইচ্ছেমত হেটে বেড়ানো।
৫ম দিন (০২-০১-২০২৩)
ভোরে উঠে শিলিগুড়ি চলে আসবো। দুপুরের খাবার শিলিগুড়িতে সেরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা।
৬ষ্ট দিন (০৩-০১-২০২৩)
ভোর নাগাদ ঢাকায় থাকব ইনশা-আল্লাহ। সাথে থাকবে বরফাচ্ছাদিত সুন্দর একটি ভ্রমণ স্মৃতি।
___________________________________________
➡️ ভ্রমণের স্থান সমুহঃ
• গ্যাংটক শহর
• সাংগু লেক
• সেভেন সিস্টার ওয়াটার ফলস
• নাগা ওয়াটার ফলস
• অমিতাভ বচ্চন ওয়াটার ফলস
• লাচুং শহর
• ইয়ামথাং ভ্যালী'
• জিরো পয়েন্টে (অপশনাল)
• কাটাও (অপশনাল)
• তাশি ভিউ পয়েন্ট
• তিস্তা ডোম
• সময় সাপেক্ষে আরো কিছু স্পট।।
___________________________________________
➡️ ভ্রমণের আওতায় যা যা থাকছে:
🚌 ঢাকা-বুঢ়িমারী যাতায়াত: এসি বাস।
🚐 ভারতে ট্রান্সপোর্ট: বোলেরো/সুমো/স্পেশিও/টুরিস্ট বাস
🛏️ রুম পলিসি: প্রতি স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রুমে তিন/চার জন। প্রতি প্রিমিয়াম রুমে পাঁচ জন কাপলদের ক্ষেত্রে রুমে দু'জন। মেয়েদের গ্রুপের জন্য আলাদা রুম।
💺গাড়ি সিটিং পলিসি: প্রতি ১০-সিটের গাড়িতে সর্বোচ্চ আট জন।
🍽️ খাওয়া-দাওয়া: স্ট্যান্ডার্ড হালাল। গুণগত মান নিয়ে কোনোরকম আপস করা হবে না। ☕ ব্রেকফাস্টে পুরি/লুচি/পরোটার সাথে থাকবে মানানসই সবজি/ডাল/আচার/সস। স্থানীয় তিব্বতি খাবার যেমন থুকপা🍜 মোমো🥟🥟 গাথো, ইত্যাদির অপশনও রয়েছে। লাঞ্চ এবং ডিনারে ভাতের সঙ্গে চিকেন/মাছ/ডিম ও ডাল/সবজি/পাপড়-ভাজা/ আলু-ভাজা/আচার থাকবে।
📸 প্রফেশনাল ফটোগ্রাফার যা আপনাদের সাথেই থাকবে সারাক্ষন।
__________________________________________
🛑 ভ্রমণের আওতায় যা যা থাকছে নাঃ
• ট্রাভেল ট্যাক্স(৫০০/-) এবং ভিসা (৮৫০/-)জনিত খরচ।
• বর্ডারে যাতায়াতের সময় কিছু ফাস্ট মানি (৬০০ টাকার মত) দিতে হয় অনেক ক্ষেত্রে।
• যেকোনও রাইড – যেমন রোপওয়ে/কেবল কার, স্কাই ওয়াক, ইয়াক রাইড, ইত্যাদি।
• দিন ১ এর ব্রেকফাস্ট (বুড়িমারীতে) এবং দিন ৫ এর ডিনার (বুড়িমারীতে)
• বরফে যাওয়ার জন্য কাপড়/জুতা বা প্রয়োজনীয় জিনিস ভাড়া নেয়ার খরচ।
• ট্যুর প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিয়িং, এক্সট্রা জীপ ভাড়া
• প্রাকৃতিক দুর্যোগের কারনে উদ্ভুত কোন খরচ(যদি এক্সট্রা অপশন বাছাই করা লাগে)
• কোন ব্যক্তিগত খরচ বা ঔষধ ।
• কোন রকম ব্যক্তিগত বীমা ।
• রুম হিটার ( এক্সট্রা ৩০০ থেকে-৪০০ রুপি পার রুম)
• পরিস্থিতি,আবহাওয়া বিচারে মূল পরিকল্পনায় কোন স্থান ভ্রমণ আগে পরে হতে পারে ।তবে যাহাই হবে সবাই আলোচনা করেই হবে।
__________________________________________
💼 সিকিম ভ্রমণের সময় যা যা প্রয়োজনীয় জিনিস সাথে রাখতে হয়:
১) সিকিম শীত প্রধান এলাকা, তাই সাথে পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র 🧥🧦🧤 রাখতে হবে। বিশেষ করে কান-গলা ঢেকে রাখার জন্য মাফলার বা স্কার্ফ🧣জাতীয় জিনিস অত্যন্ত জরুরি
২) ছাতা 🌂
৪) পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল (সিকিমে ডিসপোসেবল/সিঙ্গেল-ইউজ জলের বোতল নিষিদ্ধ। প্যাকেজড-জলের বোতল, অর্থাৎ মিনারেল ওয়াটারের বোতল না থাকার কারণে প্রত্যেককে নিজস্ব জলের বোতলে জল বহন করতে হবে। সব হোটেলে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা রয়েছে)
৫) সানগ্লাস 🕶️, সানস্ক্রিন লোশন (বরফ আবৃত জায়গায় স্নো-ব্লাইটের জন্য সানগ্লাস বেশ কার্যকরী)
৬) প্রয়োজনীয় ঔষধ 💊💉
৭) মোবাইল ফোন চার্জের জন্য পাওয়ার ব্যাংক ও ক্যামেরার জন্য এক্সট্রা ব্যাটারি।
__________________________________________
📃 প্রয়োজনীয় কাগজপত্র যা সাথে নিতে হবে:
১) পাসপোর্ট সাইজ ছবি (১০ কপি)
২) পাসপোর্টের স্ক্যান এবং ফটোকপি (১০ কপি)
৩) ভিসার স্ক্যান এবং ফটোকপি (১০ কপি)
প্রতিটি হার্ডকপি ফাইল আকারে নিজের কাছে রাখতে হবে। সফ্টকপি হোটেলের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে।
___________________________________________
🔳আসন সংখ্যাঃ মাত্র ১৬টি।
🔳ট্যুর কনফারমেশন এডভান্সঃ- ৮১৬০৳ (অফেরতযোগ্য)
✅বুকিং এর টাকা যেভাবে দেবেন..
** টাকা পাঠানোর উপায় (ব্যাংক এ লেনদেন সবচেয়ে সেইফ এবং আমরাও উৎসাহিত করি ব্যাংক এ লেনদেন করতে, তারচেয়েও সেইফ হচ্ছে অফিসে এসে টাকা জমা দিয়ে ট্রিপ কনফার্মেশন নিয়ে যাওয়া) অথবা বিকাশ/নগদ/উপায় এর মাধ্যমে ৪০% টাকা বুকিং মানি দিয়ে আপনার আসনটি কনফার্ম করবেন।
🏦 Bank Details:
Account name : Md Moniruzzaman
A/C No : 1143201000014827
Bank Name : UCB United Commercial Bank Limited
Branch Name : Keraniganj
📱bKash A/C: 01722366299 (Personal)
📱Upay / Nagad A/C: 01911181911 (Personal)
🏢 Office Address :
bdgoo Travels
66, Shaheed Syed Nazrul Islam Sharani
(North South Road), Bangshal,
Dhaka-1100, Bangladesh.
📱 ট্যুর সংক্রান্ত যেকোন কিছু জানতে এবং বুকিং দিতে আমাদের ফোন করুনঃ
WhatsApp/IMO: 01911181911
01722366299
e-mail: [email protected]
____________________________________________
আমাদের পেজ লিংকঃ
https://www.facebook.com/bdgoo22
আমাদের গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/cholghuri
আমাদের ইভেন্ট লিংকঃ
https://fb.me/e/brbLjEAzZ
___________________________________________
📙 নোটঃ- যাদের ভিসা করা নেই,তাদের ভিসা করতে হবে। ভিসা করতে প্রয়োজনীয় কাগজগুলো হচ্ছেঃ
• পাসপোর্ট। পুরাতন থাকলে সেটিও সংযুক্ত করতে হবে।
• পাসপোর্ট এর কপি এবং পুরাতন ভারতের ভিসা থাকলে তার কপি
• বিদ্যুৎ বিল এর কপি
• চাকুরিজিবী হলে এন ও সি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি, গৃহিণী হলে স্বামীর কাগজপত্রের কপি, ছাত্র হলে বাবার টা দিলেই চলবে।
• ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ২০০০০ টাকা থাকতে হবে)। না থাকলে এন্ডোর্সমেন্ট করিয়ে সেটার কাগজ জমা দিতে হবে।
• দুই কপি ২/২ সাইজ রঙ্গিন ছবি।
• ন্যাশনাল আইডি অথবা জন্ম সনদের কপি।
এগুলো অফিসে এসে দিয়ে গেলে আমরা ফর্ম করিয়ে দিবো। নিজেরাও সহজেই করে নিতে পারবেন।
____________________________________________
📒 এই ট্যুরে যোগ দেওয়ার আগে যে ব্যাপারগুলো অবশ্যই বিবেচনা করতে হবে:
১) সিকিম অত্যন্ত শীত-প্রধান জায়গা। হাড় হিম করা ঠান্ডার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ☃️
২) লাচুং, ইয়াংথাম, জিরো-পয়েন্ট, ছাঙ্গু লেক – এই জায়গাগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। উচ্চতাজনিত কিছু ছোটখাটো শারীরিক সমস্যা হওয়াটা অসম্ভব কিছু নয়। দুর্ভাগ্যবশত কারোও কোনোরকম সমস্যা হলে, গ্রুপের সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সেটাই কাঙ্ক্ষিত।
৩) উচ্চ রক্তচাপ, হাঁপানি বা হার্টের সমস্যা আছে এমন ব্যক্তিদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। গাড়িতে বমি হয় এমন ব্যক্তিদের বমির ওষুধ ব্যবহার করাটাই ভালো।🫀🫁🩺
৪) কেউ সপরিবারে👪 থাকার জন্য আলাদা রুম নিতে চাইলে সেই ক্ষেত্রে আগে থেকে জানিয়ে রাখতে হবে; সম্ভব হলে তা করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
৫) সকলকে একটি ভ্রমণ-পিপাসু মানসিকতা নিয়ে চলতে হবে। ভ্রমণ সুন্দর মতো পরিচালনা করার জন্য একে অপরকে এবং আয়োজকদের সর্বাত্মক সহায়তা করতে হবে।
৬) সময়ানুবর্তিতা⏰ মেনে চলতে হবে। কারোও জন্য যেন গোটা গ্রুপের দেরি না হয় সেটা সকলকে মাথায় রাখতে হবে।
৭) দেশ যারই হোক, প্রকৃতি সকলের। তাই প্রকৃতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সিকিমের আইন অনুযায়ী প্লাস্টিক ব্যবহার, প্রকাশ্যে ধূমপান, যত্রতত্র ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ🚯🚭। স্থানীয়দের সাথে কোনও রকম বিরূপ আচরণ করা যাবে না। কোনও প্রকার অশ্লীলতা বা শালীনতার মাত্রা ছাড়িয়ে যাওয়া বরদাস্ত করা হবে না।
ুরি ❤ ❤️