As-Safar Hajj & Umrah Services

As-Safar Hajj & Umrah Services One Ummah Travel Network

কোন মুসলমানের জন্য ক্রিসমাস ডে বা বড়দিন পালন করা সম্পূর্ণ হারাম ও মারাত্নক কবীরা গুনাহ।হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস স...
24/12/2023

কোন মুসলমানের জন্য ক্রিসমাস ডে বা বড়দিন পালন করা সম্পূর্ণ হারাম ও মারাত্নক কবীরা গুনাহ।

হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসূল হিসেবে স্বীকৃত। পবিত্র কুরআনে কারীমে হযরত ঈসা আলাইহিস সালামকে মাসীহ (ত্রাণকর্তা), আব্দুল্লাহ, (আল্লাহ তাআলার বান্দা্‌ নবী ও রাসূল ইত্যাদি গুণে বিশেষায়িত করা হয়েছ। হযরত ঈসা (আঃ) সম্পর্কে পবিত্র কুরআনের মোট ১৫টি সূরায় ৯৮টি আয়াতে বর্ণিত হয়েছে। আর খ্রীস্টান সম্প্রদায় ২৫ ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কথিত জন্মদিন পালন করে থাকে। আর এটাই আমাদের মাঝে বড়দিন হিসেবে পরিচিত।

নিচে দেওয়া ওয়েবসাইট লিংক থেকে এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারেনঃ
- হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিষ্টানদের বিশ্বাস।
- যিশুখ্রিষ্টের জন্ম কি ২৫ ডিসেম্বরেই হয়েছিল?
- ক্রিসমাস ডে বা বড়দিন পালন সম্পর্কে ইসলামী নির্দেশনা।

বিস্তারিত পড়ুনঃ
https://assafartours.com/christmas/

আল্লাহ তাআলা আমাদের যাবতীয় বর্জণীয় কাজ থেকে বেচে থাকার তৌফিক দান করুন। আমীন।

24/12/2023

হজ যথেষ্ট পরিশ্রমের কাজ। নিজেকে ফিট রাখার প্রচেষ্টা হজ্জে মাররুর হাসিল হওয়ায় এগিয়ে দেয়। ফিট থাকার জরুরত আমরা আলোচনা করেছিলাম করনাকালীন সময়ে, পুরাতন এই ভিডিও আপনাদের উপকারে আসবে বলি আমরা আশাবাদী।

ভিডিও লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=877375002989848&id=103316721170017&mibextid=NnVzG8

নতুন বছরে নতুন উদ্দামে 🕋 জানুয়ারি ২০২৪ এ গ্রুপ উমরাহ|| গ্রুপঃ • ভিন্ন ভিন্ন তারিখে ৩টি গ্রুপ।• ডাইরেক্ট ও ট্রানজিট ফ্লাই...
22/12/2023

নতুন বছরে নতুন উদ্দামে 🕋
জানুয়ারি ২০২৪ এ গ্রুপ উমরাহ

|| গ্রুপঃ
• ভিন্ন ভিন্ন তারিখে ৩টি গ্রুপ।
• ডাইরেক্ট ও ট্রানজিট ফ্লাইট।
• ঢাকা - জেদ্দাহ, মদিনা - ঢাকা এবং ঢাকা - মদিনা, জেদ্দাহ - ঢাকা।

|| প্যাকেজঃ
• ১৪ দিন, ১৩ রাত।
• ১,২৯,০০০/- থেকে প্যাকেজ শুরু।

|| প্যাকেজে যা যা থাকছেঃ
• বীমাসহ উমরাহ ভিসা।
• এয়ার টিকিট।
• এসি বাসের মাধ্যমে যাতায়াত।
• হোটেল।
• মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহে জিয়ারাহ।
• মক্কা ও মদিনায় মিট এন্ড এসিস্ট টাইপ গাইড।
• ঢাকায় উমরাহ ট্রেনিং
• মক্কাতে উমরাহ করানোর জন্য আলেম এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

☎️ ০১৯ ৭২৭৭ ২৩২৭
বুকিং চলছে।

|| উমরাহ এর বুকিং দিতে যা যা প্রয়োজনঃ
(০১) ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ।
(০২) সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
(০৩) জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।

📣 || বিশেষ দ্রষ্টব্যঃ
ডলার/রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে সবগুলো প্যাকেজে যেকোন পরিবর্তন/পরিমার্জন এজেন্সি কর্তৃপক্ষ করতে পারে।

SKU

জুম'আ বার বারো ঘন্টা নিয়ে গঠিত। এই সময়ের মধ্যে একজন মুসলমান যে আল্লাহর কাছে কিছু চাইবে তা তাকে তা দান করা হবে। আছরের পর...
15/12/2023

জুম'আ বার বারো ঘন্টা নিয়ে গঠিত। এই সময়ের মধ্যে একজন মুসলমান যে আল্লাহর কাছে কিছু চাইবে তা তাকে তা দান করা হবে। আছরের পরে শেষ মুহুর্তে এটি সন্ধান করা উচিৎ। এই সময়টাকে "সা'আত আল ইসতিজাবাহ" বলা হয় যার অর্থ "সাড়া দেওয়ার সময়")

বিস্তারিত পড়ুনঃ
https://assafartours.com/satalistijabah/

আল্লাহ সবাইকে এই সময় উপভোগ করার তৌফিক ও তৌফিকে বারাকাহ দান করুন। নিজের জন্য দু'আ করুন, অন্যের জন্য দু'আ করুন। রাব্বে কারীম সবাইকে সহজ ও সফল দুনিয়া ও আখিরাত দান করুন। আমীন।

15/12/2023

হজ প্রশিক্ষণের গুরুত্ব সবচেয়ে ভালো বলতে পারেন যারা একবার হজ পালন করেছেন তারা... যাইহোক, প্রতিবারের ন্যায় এবারও আমাদের এই আয়োজন চলোমান, আলহামদুলিল্লাহ।

আজ আয়োজিত হচ্ছে হজ প্রশিক্ষন ২০২৪ এর ১০ম সেশন, মাশা'আল্লাহ। নিবন্ধিত হাজীদের জন্য ৩য় সেশন। আপনারা নিশ্চয় এস.এম.এস. পেয়ে গেছেন। দেখা হবে সকালে, ইনশা'আল্লাহ।

আজকের সেশনটা অনেক উপভোগ্য হবে ইনশা'আল্লাহ। আল্লাহ সহজ ও সফল করেন।

বিঃ দ্রঃ
৮:৩০ এর মধ্যে যারা আসবেন তাদের জন্য বিশেষ উপহার থাকছে।

আজ হিজরি ১৪৪৫ সালের ০৬ নাম্বার মাস জুমাদাল আখিরাহ এর প্রথম দিন।নতুন চাঁদ মুসলমানদের জন্য গুরুত্ব ও তাৎপর্য বহন করে। মুত্...
14/12/2023

আজ হিজরি ১৪৪৫ সালের ০৬ নাম্বার মাস জুমাদাল আখিরাহ এর প্রথম দিন।

নতুন চাঁদ মুসলমানদের জন্য গুরুত্ব ও তাৎপর্য বহন করে। মুত্তাকি বান্দা আখিরাতের একটি বীজ বপনের সুযোগ হাত ছাড়া করে না। চলুন শিখে ফেলি নতুন চাঁদ দেখলে আমাদের কোন দো'আ পড়া উচিৎ।

اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ، وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ رَبَّنَا وَتَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللّٰهُ

অর্থঃ
আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! এই নতুন চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে; আর হে আমাদের রব্ব! যা আপনি পছন্দ করেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন তার প্রতি তাওফীক লাভের সাথে। আল্লাহ আমাদের রব্ব এবং তোমার (চাঁদের) রব্ব।

🤲 চাদের মালিক আমাদের রব আমাদেরকে আমাল করার ও মুসলিম জীবন উপভোগ করার তাওফিক দান করেন। আমিন।

বৃহস্পতিবার মানুষের সমস্ত আমল (আল্লাহ তাআলার নিকট) পেশ করা হয়, আর আল্লাহর ক্রোধ থেকে বাচার জন্য (যদিও তিনি নিষ্পাপ ছিলে...
13/12/2023

বৃহস্পতিবার মানুষের সমস্ত আমল (আল্লাহ তাআলার নিকট) পেশ করা হয়, আর আল্লাহর ক্রোধ থেকে বাচার জন্য (যদিও তিনি নিষ্পাপ ছিলেন) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পছন্দ করতেন যে তার আমলনামা রোযা রাখা অবস্থায় পেশ করা হোক।

আখিরাতের ফযীলত ছাড়াও বৃহস্পতিবার সাওম পালন করার কয়েকটি উল্লেখযোগ্য পার্থিব ফযীলতঃ

(১) অন্তরের বিভিন্ন রোগ ও পঙ্কিলতা হতে মুক্তিলাভ।
(২) নেকি বা পূণ্য বহুগুণে ‍বৃদ্ধিকরণ।
(৩) কামশক্তি ও যৌনাঙ্গের হেফাজত।
(৪) শারীরিক সুস্থতা ধরে রাখা।

বিস্তারিত জানতে পড়ুনঃ https://assafartours.com/weeklyfasting/

আল্লাহ তা'আলা আমাদেরকে সহীহ নিয়তে যাবতীয় সুন্নাতগুলো নিজে পালন করে সুন্নাহময় সমাজ গঠণের তাওফীক দান করুন। আমীন ইয়া রাব্বুল আলামীন।

সাপোর্ট টিম এভেইলবল কিন্তু সার্ভার আনেভেইলবল! হজ ২০২৪ রেজিষ্ট্রেশন ঝুলে যাচ্ছে... 🙄আল্লাহ সহায় হোন!!!
13/12/2023

সাপোর্ট টিম এভেইলবল কিন্তু সার্ভার আনেভেইলবল! হজ ২০২৪ রেজিষ্ট্রেশন ঝুলে যাচ্ছে... 🙄

আল্লাহ সহায় হোন!!!

মানবজাতির জন্য প্রতিষ্ঠিত প্রথম ঘর কাবা মক্কায় অবস্থিত। প্রশ্ন হচ্ছে এই মক্কা আর কুরআনে বর্ণিত বাক্কা কি একই?সঠিকটি জানত...
08/12/2023

মানবজাতির জন্য প্রতিষ্ঠিত প্রথম ঘর কাবা মক্কায় অবস্থিত। প্রশ্ন হচ্ছে এই মক্কা আর কুরআনে বর্ণিত বাক্কা কি একই?

সঠিকটি জানতে পড়ুনঃ
https://assafartours.com/makkahorbakkah/

📣 খুবই শীঘ্রই আমরা কুইজ এর আয়োজন করবো ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন লেখা থেকেই করা হবে সরল কিছু প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত ভাগ্যবান ব্যক্তিরা পাবেন আমাদের অর্থাৎ আস-সাফার ও ইস্মার্ট - একটুখানি আরব এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার। বছরের সেরা অংশগ্রহনকারী সঠিক উত্তরদাতা পাবেন উমরাহ পালনের সুবর্ন সুযোগ, ইনশাআল্লাহ। 🤲

জুম'আ বার বারো ঘন্টা নিয়ে গঠিত। এই সময়ের মধ্যে একজন মুসলমান যে আল্লাহর কাছে কিছু চাইবে তা তাকে তা দান করা হবে। আছরের পর...
08/12/2023

জুম'আ বার বারো ঘন্টা নিয়ে গঠিত। এই সময়ের মধ্যে একজন মুসলমান যে আল্লাহর কাছে কিছু চাইবে তা তাকে তা দান করা হবে। আছরের পরে শেষ মুহুর্তে এটি সন্ধান করা উচিৎ। এই সময়টাকে "সা'আত আল ইসতিজাবাহ" বলা হয় যার অর্থ "সাড়া দেওয়ার সময়")

বিস্তারিত পড়ুনঃ
https://assafartours.com/satalistijabah/

আল্লাহ সবাইকে এই সময় উপভোগ করার তৌফিক ও তৌফিকে বারাকাহ দান করুন। নিজের জন্য দু'আ করুন, অন্যের জন্য দু'আ করুন। রাব্বে কারীম সবাইকে সহজ ও সফল দুনিয়া ও আখিরাত দান করুন। আমীন।

জুমার দিনে আসর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময়টাকে "সা'আত আল ইসতিজাবাহ" বলা হয়।

07/12/2023

উমরাহ প্রশিক্ষণ
কাফেলাঃ ডিসেম্বর ১২, ২০২৩

বাইরে গুড়ি বৃষ্টি, সম্মানিত হাজীর উপস্থিতি বেশ কম। যারা আসতে পারেননি তাদেরকে রেকর্ডেড ভার্সন দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

আপডেইট ||ইতোমধ্যেই আপনাদেরকে এসএমএস দিয়ে জানানো হয়েছে যে যারা কনফর্ম করেছিলেন তাদের ভিসা সম্পন্ন হয়ে গেছে। সম্মানিত উমরা...
06/12/2023

আপডেইট ||
ইতোমধ্যেই আপনাদেরকে এসএমএস দিয়ে জানানো হয়েছে যে যারা কনফর্ম করেছিলেন তাদের ভিসা সম্পন্ন হয়ে গেছে। সম্মানিত উমরাহ যাত্রীদের খেদমতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় একটি ব্রিফিং সেশনের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা সবাইকে ভিসা ও টিকিট সহ যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দেবো এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সরবরাহ করবো ইনশাআল্লাহ।

আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আল্লাহ সহজ করেন, কবুল করেন, আমিন।

শীতের শুরুটা হোক কাবা চত্তরে ... 🕋 ...
ডিসেম্বর (২০২৩) এর উমরাহ কাফেলা।

📦 || প্যাকেজঃ
• ১৪ দিন
• ১২ ডিসেম্বর ২০২৩ (সম্ভ্যাব্য তারিখ)
• ১,৩৯,০০০/- থেকে প্যাকেজ শুরু।

📦 || প্যাকেজে যা যা থাকছেঃ
• ভিসাঃ বীমাসহ উমরাহ ভিসা।
• ফ্লাইটঃ সৌদি এয়ারলাইন্স।
> যাওয়াঃ ঢাকা - মদিনা।
> আসাঃ জেদ্দাহ - ঢাকা।
• যাতায়াতঃ এসি বাসের মাধ্যমে।
> মদিনা এয়ারপোর্ট - মদিনা হোটেল।
> মদিনা হোটেল - মক্কা হোটেল।
> মক্কা হোটেল - জেদ্দাহ এয়ারপোর্ট।
• যিয়ারাহঃ মদীনা ও মক্কার ঐতিহাসিক স্থানসমূহ।
• গাইডঃ মাদিনা ও মক্কায় সাপোর্ট হ্যান্ড।
• প্রশিক্ষনঃ প্রয়োজনে ঢাকায় উমরাহ ট্রেনিং দেওয়া হবে।
• মুয়াল্লিমঃ মক্কাতে উমরাহ করানোর জন্য আলেম এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

❌ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
• খাবার।
• ব্যক্তিগত খরচ।

📦 || ইকোনমি প্যাকেজ
-----------------------
• মদিনায় স্ট্যান্ডার্ড হোটেল
> ৩০০ - ৪০০ মিটার দূরত্ব
> সম্ভাব্য হোটেলঃ বিলাল মাসজিদ এলাকায়।
> ৬ রাত

• মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল
> ৭০০ - ৯০০ মিটার দুরত্ব
> সম্ভাব্য হোটেলঃ মাথের আল জিউয়ার / সমমানের
> ৭ রাত

• প্রতিজন/ একজনের খরচঃ
> এক রুমে ৪/৫ জনঃ ১,৩৯,০০০/-
> এক রুমে ৩ জনঃ ১,৪৮,০০০/-
> এক রুমে ২ জনঃ ১,৬৩,০০০/-

📦 || স্ট্যান্ডার্ড প্যাকেজ
-----------------------
• মদিনায় স্ট্যান্ডার্ড হোটেল
> ৩০০ - ৪০০ মিটার দূরত্ব
> সম্ভাব্য হোটেলঃ করম আল হিজাজ / করম হিজাজ / করম গোল্ডেন / সমমানের।
> ৬ রাত

• মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল
> ৫৫০ - ৭৫০ মিটার দুরত্ব
> সম্ভাব্য হোটেলঃ এরাম আল আন্দালুসিয়া / এরাম আল খলিল / এরাম আল দাহাবি / সমমানের।
> ৭ রাত

• প্রতিজন/ একজনের খরচঃ
> এক রুমে ৪/৫ জনঃ ১,৪৯,০০০/-
> এক রুমে ৩ জনঃ ১,৫৯,০০০/-
> এক রুমে ২ জনঃ ১,৭৯,০০০/-

📦 || ডিলাক্স প্যাকেজ
----------------------
• মাদিনায় ডিলাক্স স্ট্যান্ডার্ড হোটেল
> ১৫০ - ২৫০ মিটার দুরত্ব
> সম্ভাব্য হোটেলঃ সামা গোল্ডেন / সামা ডায়ামন্ড / সমমানের
> ৬ রাত

• মাক্কায় ডিলাক্স হোটেল
> ৪০০ - ৫০০ মিটার দূরত্ব
> সম্ভাব্য হোটেলঃ তারা আল খলিল / নাওয়ারাত আল শামস / আরিজ আল ফালাহ / মারসা আল জারিয়াহ / সমমানের।
> ৭ রাত

• প্রতিজন/ একজনের খরচঃ
> এক রুমে ৪/৫ জনঃ ১,৫৫,০০০/-
> এক রুমে ৩ জনঃ ১,৬৫,০০০/-
> এক রুমে ২ জনঃ ১,৮৫,০০০/-

📦 || ক্লাসিক প্যাকেজ
----------------------
• মাদিনায় ক্লাসিক স্ট্যান্ডার্ড হোটেল
> ১০০ - ২০০ মিটার দুরত্ব
> সম্ভাব্য হোটেলঃ এমার এলিট / সমমানের
> ৬ রাত

• মাক্কায় ডিলাক্স হোটেল
> ০ - ৩০০ মিটার দূরত্ব
> সম্ভাব্য হোটেলঃ মক্কা টাওয়ার / ক্লক টাওয়ার / সাফওয়া টাওয়ার / শেরাটন মক্কা / সমমানের।
> ৭ রাত

• প্রতিজন/ একজনের খরচঃ
> এক রুমে ৪/৫ জনঃ ২,১৫,০০০/-
> এক রুমে ৩ জনঃ ২,৩৫,০০০/-
> এক রুমে ২ জনঃ ২,৭৫,০০০/-
.. ☎️...
আগ্রহীরা অতিশিঘ্রই যোগাযোগ করুনঃ
০১৯ ৭২৭৭ ২৩২৭ | ০১৫ ৫৬৩২ ৫৬৬৯
.. 🕋 ...
উমরাহ এর বুকিং দিতে যা যা প্রয়োজনঃ
(০১) ৩১ জুন ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ।
(০২) সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
(০৩) জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।

📣 || বিশেষ দ্রষ্টব্যঃ
ডলার/রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে সবগুলো প্যাকেজে যেকোন পরিবর্তন/পরিমার্জন এজেন্সি কর্তৃপক্ষ করতে পারে।
.. ☎️....
আগ্রহীগন প্যাকেজ নিয়ে প্রয়োজনীয় আলোচনা বা বুকিং করতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ ০১৯ ৭২৭৭ ২৩২৭ | ০১৫ ৫৬৩২ ৫৬৬৯

💐 SKU ASU231212S

♥️ 🕋 ♥️

♥️ 🕋 ♥️

01/12/2023

হজ ২০২৪ আজকের ট্রেনিং এর একাংশ...

আজ জুম'আর দিন। আমরা নিশ্চয় এই দিনের বিশেষত্ব জানবো ও মেনে চলবো...
01/12/2023

আজ জুম'আর দিন। আমরা নিশ্চয় এই দিনের বিশেষত্ব জানবো ও মেনে চলবো...

কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামীন বলেন;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

মুমিনগণ, জুম'আর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।

আল কুরআন
সূরা জুম’য়া, আয়াতঃ ০৯

🌿 জুম'আর দিন শুক্রবারের কিছু বিশেষ বৈশিষ্টঃ

(১) এই দিনে আদম আলাইহিস সাল্লাম কে সৃষ্টি করা হয়েছিল।
(২) এই দিনেই আদম আলাইহিস সাল্লাম কে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল।
(৩) একই দিনে আদম আলাইহিস সাল্লাম কে জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
(৪) এই দিনেই আদম আলাইহিস সাল্লাম এর তওবা কবুল করা হয়েছিল।
(৫) এই দিনেই আদম আলাইহিস সাল্লাম এর রূহ কবজ করা হয়েছিল।
(৬) এই দিনে শিঙ্গায় ফুঁক দেওয়া হবে ও এই দিনেই কিয়ামত হবে।
(৭) জুম'আর দিনে ও রাতে যে ব্যাক্তি মারা যাবে আল্লাহ্ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন।

তথাপি, প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, আকাশ, পৃথিবী, বাতাস, পর্বত ও সমুদ্র এই দিনটিকে ভয় করে। [ইবনে মাজাহঃ ১০৮৪, ১০৮৫; মুয়াত্তাঃ ৩৬৪]

🌿 আমাদের প্রিয় হাবীব রাসূল্লাহ সল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর শিখিয়ে দেওয়া জুম'আর দিনের জন্য কিছু আমলঃ

(১) রাসূল সল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তার উম্মতদেরকে জুম'আর দিন সূরা কাহফ তিলোওয়াত করতে উপদেশ দিয়েছেন। (দাজ্জালের হাত থেকে কিভাবে নিজেকে বাঁচান যাবে, সাহাবী রাযিয়াল্লাহু আনহুমাদের এমন প্রশ্নত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সূরা কাহফের প্রথম ১০ আয়াত উম্মতে মোহাম্মাদীকে মুখস্ত করার নির্দেশ দেন।)

(২) জুম'আর দিন রাসূল সল্লাল্লাহু আলাইহিস সাল্লাম কমপক্ষে ৭০ বার ইস্তেগফার পাঠ করতেন। (যদিও তিনি মাসুম ছিলেন তবুও)

(৩) রাসূল সল্লাল্লাহু আলাইহিস সাল্লাম “ইয়া জালজালালী ওয়াল ইকরাম” বারংবার এই তসবী পাঠেরও তাগিদ দিয়েছেন।

আল্লাহ রাব্বুল আলামীন বলেন;

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ

অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।

আল কুরআন
সূরা জুম’য়া, আয়াতঃ ১০

🤲
হে আল্লাহ,
আপনিই শ্রেষ্ঠ, আপনিই সর্বশক্তিমান, সকল প্রসংশা একমাত্র আপনারই। আপনি তো মনের খবর রাখেন, আমাদের নেক মকসাদ আপনি পুরা করে দিন। আপনার হেকমত বোঝার জ্ঞান দিন, সৃষ্টির হাকিকত মেনে চলার সক্ষমতা দান করুন। আমাদের অহংকারের পরাজয় ঘটিয়ে অর্পিত হক আদায়ে বাধ্য করুন যেন হাশরের মাঠে আমাদের লজ্জিত মিসকিন না হতে হয়। হে আমাদের রব, আমাদের ধৈর্য্য ও সহ্য শক্তি বাড়িয়ে দিন যেন আমরা আপনার খুশিতে খুশি আর আপনার রাজীতে রাজী থাকতে পারি। আমাদের ক্ষমা করুন আর ইবাদুর রহমান ও রাসূল সল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর খাঁটি উম্মত হিসাবে কবুল করুন। আমাদের মাতা-পিতাকে নাযাত দিন, আত্মীয় ও ইসলামের জন্য নিবেদিত কবরবাসীদের জান্নাত দিন। আমাদের দেশ, আমাদের জন্মভুমিকে আপনি হেফাজত করুন, শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে দিন; ইসলামের ছায়া তলে এই জাতীকে কবুল করেন। হে আল্লাহ, আপনি কবুল করুন। আমিন ইয়া রব্বুল আলামিন 💐

প্রত্যেক চন্দ্র মাসের আলোকিত তিন দিন, যে দিনগুলোতে রোজা থাকলে পুরো মাস রোজা থাকার সওয়াব হয়। আইয়্যামু বীযের আমল এতোটাই তা...
27/11/2023

প্রত্যেক চন্দ্র মাসের আলোকিত তিন দিন, যে দিনগুলোতে রোজা থাকলে পুরো মাস রোজা থাকার সওয়াব হয়। আইয়্যামু বীযের আমল এতোটাই তাৎপর্যপূর্ণ যে আল্লাহর রাসূল ﷺ সফরে থাকলেও এই আমল ছাড়তেন না।

আগামীকাল থেকে শুরু...
প্রতিটি আমল যেনে বুঝে করা উচিৎ, এখান থেকে কিছুটা যেনে নিতে পারেন।

বিস্তারিতঃ https://assafartours.com/ayamu-bid/

প্রকাশনা কৃতজ্ঞতাঃ হায়াতুল মুসলিমিন - Hayatul Muslimin

আল্লাহ সহজ করেন, কবুল করেন। আমিন।

রাসূল ﷺ বাড়িতে বা সফরে থাকা অবস্থায় এই রোজা ছাড়তেন না। চন্দ্র মাসের এই আলোকিত তিন দিনকে গনিমত মনে করে আমাদেরও উচিৎ...

শীতের শুরুটা হোক কাবা চত্তরে ... 🕋 ...ডিসেম্বর (২০২৩) এর উমরাহ কাফেলা।📦 || প্যাকেজঃ• ১৪ দিন• ১২ ডিসেম্বর ২০২৩ (সম্ভ্যাব্...
21/11/2023

শীতের শুরুটা হোক কাবা চত্তরে ... 🕋 ...
ডিসেম্বর (২০২৩) এর উমরাহ কাফেলা।

📦 || প্যাকেজঃ
• ১৪ দিন
• ১২ ডিসেম্বর ২০২৩ (সম্ভ্যাব্য তারিখ)
• ১,৩৯,০০০/- থেকে প্যাকেজ শুরু।

📦 || প্যাকেজে যা যা থাকছেঃ
• ভিসাঃ বীমাসহ উমরাহ ভিসা।
• ফ্লাইটঃ সৌদি এয়ারলাইন্স।
> যাওয়াঃ ঢাকা - মদিনা।
> আসাঃ জেদ্দাহ - ঢাকা।
• যাতায়াতঃ এসি বাসের মাধ্যমে।
> মদিনা এয়ারপোর্ট - মদিনা হোটেল।
> মদিনা হোটেল - মক্কা হোটেল।
> মক্কা হোটেল - জেদ্দাহ এয়ারপোর্ট।
• যিয়ারাহঃ মদীনা ও মক্কার ঐতিহাসিক স্থানসমূহ।
• গাইডঃ মাদিনা ও মক্কায় সাপোর্ট হ্যান্ড।
• প্রশিক্ষনঃ প্রয়োজনে ঢাকায় উমরাহ ট্রেনিং দেওয়া হবে।
• মুয়াল্লিমঃ মক্কাতে উমরাহ করানোর জন্য আলেম এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

❌ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
• খাবার।
• ব্যক্তিগত খরচ।

📦 || ইকোনমি প্যাকেজ
-----------------------
• মদিনায় স্ট্যান্ডার্ড হোটেল
> ৩০০ - ৪০০ মিটার দূরত্ব
> সম্ভাব্য হোটেলঃ বিলাল মাসজিদ এলাকায়।
> ৬ রাত

• মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল
> ৭০০ - ৯০০ মিটার দুরত্ব
> সম্ভাব্য হোটেলঃ মাথের আল জিউয়ার / সমমানের
> ৭ রাত

• প্রতিজন/ একজনের খরচঃ
> এক রুমে ৪/৫ জনঃ ১,৩৯,০০০/-
> এক রুমে ৩ জনঃ ১,৪৮,০০০/-
> এক রুমে ২ জনঃ ১,৬৩,০০০/-

📦 || স্ট্যান্ডার্ড প্যাকেজ
-----------------------
• মদিনায় স্ট্যান্ডার্ড হোটেল
> ৩০০ - ৪০০ মিটার দূরত্ব
> সম্ভাব্য হোটেলঃ করম আল হিজাজ / করম হিজাজ / করম গোল্ডেন / সমমানের।
> ৬ রাত

• মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল
> ৫৫০ - ৭৫০ মিটার দুরত্ব
> সম্ভাব্য হোটেলঃ এরাম আল আন্দালুসিয়া / এরাম আল খলিল / এরাম আল দাহাবি / সমমানের।
> ৭ রাত

• প্রতিজন/ একজনের খরচঃ
> এক রুমে ৪/৫ জনঃ ১,৪৯,০০০/-
> এক রুমে ৩ জনঃ ১,৫৯,০০০/-
> এক রুমে ২ জনঃ ১,৭৯,০০০/-

📦 || ডিলাক্স প্যাকেজ
----------------------
• মাদিনায় ডিলাক্স স্ট্যান্ডার্ড হোটেল
> ১৫০ - ২৫০ মিটার দুরত্ব
> সম্ভাব্য হোটেলঃ সামা গোল্ডেন / সামা ডায়ামন্ড / সমমানের
> ৬ রাত

• মাক্কায় ডিলাক্স হোটেল
> ৪০০ - ৫০০ মিটার দূরত্ব
> সম্ভাব্য হোটেলঃ তারা আল খলিল / নাওয়ারাত আল শামস / আরিজ আল ফালাহ / মারসা আল জারিয়াহ / সমমানের।
> ৭ রাত

• প্রতিজন/ একজনের খরচঃ
> এক রুমে ৪/৫ জনঃ ১,৫৫,০০০/-
> এক রুমে ৩ জনঃ ১,৬৫,০০০/-
> এক রুমে ২ জনঃ ১,৮৫,০০০/-

📦 || ক্লাসিক প্যাকেজ
----------------------
• মাদিনায় ক্লাসিক স্ট্যান্ডার্ড হোটেল
> ১০০ - ২০০ মিটার দুরত্ব
> সম্ভাব্য হোটেলঃ এমার এলিট / সমমানের
> ৬ রাত

• মাক্কায় ডিলাক্স হোটেল
> ০ - ৩০০ মিটার দূরত্ব
> সম্ভাব্য হোটেলঃ মক্কা টাওয়ার / ক্লক টাওয়ার / সাফওয়া টাওয়ার / শেরাটন মক্কা / সমমানের।
> ৭ রাত

• প্রতিজন/ একজনের খরচঃ
> এক রুমে ৪/৫ জনঃ ২,১৫,০০০/-
> এক রুমে ৩ জনঃ ২,৩৫,০০০/-
> এক রুমে ২ জনঃ ২,৭৫,০০০/-
.. ☎️...
আগ্রহীরা অতিশিঘ্রই যোগাযোগ করুনঃ
০১৯ ৭২৭৭ ২৩২৭ | ০১৫ ৫৬৩২ ৫৬৬৯
.. 🕋 ...
উমরাহ এর বুকিং দিতে যা যা প্রয়োজনঃ
(০১) ৩১ জুন ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ।
(০২) সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
(০৩) জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।

📣 || বিশেষ দ্রষ্টব্যঃ
ডলার/রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে সবগুলো প্যাকেজে যেকোন পরিবর্তন/পরিমার্জন এজেন্সি কর্তৃপক্ষ করতে পারে।
.. ☎️....
আগ্রহীগন প্যাকেজ নিয়ে প্রয়োজনীয় আলোচনা বা বুকিং করতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ ০১৯ ৭২৭৭ ২৩২৭ | ০১৫ ৫৬৩২ ৫৬৬৯

💐 SKU ASU231212S

♥️ 🕋 ♥️

♥️ 🕋 ♥️

এখনও সুযোগ আছে ...🕋...নভেম্বর (২০২৩) এর উমরাহ কাফেলা। প্যাকেজ ১,৩৯,০০০/- থেকে শুরু।◼️ প্যাকেজঃ• ১৪ দিন• সম্ভ্যাব্য তারিখ...
15/11/2023

এখনও সুযোগ আছে ...🕋...
নভেম্বর (২০২৩) এর উমরাহ কাফেলা। প্যাকেজ ১,৩৯,০০০/- থেকে শুরু।

◼️ প্যাকেজঃ
• ১৪ দিন
• সম্ভ্যাব্য তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৩, রবিবার

◼️ প্যাকেজে যা যা থাকছেঃ
• ভিসাঃ বীমাসহ উমরাহ ভিসা
• ফ্লাইটঃ এমিরেটস এয়ারলাইন্স
> যাওয়াঃ ঢাকা - দুবাই - জেদ্দাহ
> আসাঃ মাদিনা - দুবাই - ঢাকা
• যাতায়াতঃ এসি বাসের মাধ্যমে
> জেদ্দাহ এয়ারপোর্ট - মাক্কা হোটেল
> মাক্কা হোটেল - মাদীনা হোটেল
> মাদীনা হোটেল - মাদিনা এয়ারপোর্ট
• যিয়ারাহঃ মাক্কা ও মদীনার ঐতিহাসিক স্থানসমূহে যিয়ারাহ
• গাইডঃ মাক্কা ও মাদিনায় সাপোর্ট হ্যান্ড
• প্রশিক্ষনঃ প্রয়োজনে ঢাকায় উমরাহ ট্রেনিং
• মুয়াল্লিমঃ মাক্কাতে উমরাহ করানোর জন্য আলেম এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে

◼️ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
• খাবার
• ব্যক্তিগত খরচ

◼️ স্ট্যান্ডার্ড প্যাকেজ
---------------------
• মাক্কায় স্ট্যান্ডার্ড হোটেল
> ৬০০ - ৮০০ মিটার দূরত্ব
> সম্ভাব্য হোটেলঃ ইমার আল খলিল / ইমার আল দাহাবি / সমমানের
> ৭ রাত

• মাদিনায় ডিলাক্স স্ট্যান্ডার্ড হোটেল
> ২৫০ - ৩৫০ মিটার দুরত্ব
> সম্ভাব্য হোটেলঃ সামা গোল্ডেন / সামা ডায়ামন্ড / বুরাক গোল্ডেন / সমমানের
> ৬ রাত

• প্রতিজন/ একজনের খরচঃ
> এক রুমে ৪/৫ জনঃ ১,৩৯,০০০/-
> এক রুমে ৩ জনঃ ১,৪৮,০০০/-
> এক রুমে ২ জনঃ ১,৬৫,০০০/-

◼️ ডিলাক্স প্যাকেজ
--------------------
• মাক্কায় ডিলাক্স হোটেল
> ৪০০ - ৫৫০ মিটার দূরত্ব
> সম্ভাব্য হোটেলঃ নাওয়ারাত আল শামস / মারসা আল জারিয়াহ / সমমানের
> ৭ রাত

• মাদিনায় ডিলাক্স স্ট্যান্ডার্ড হোটেল
> ২০০ - ৩৫০ মিটার দুরত্ব
> সম্ভাব্য হোটেলঃ সামা গোল্ডেন / সামা ডায়ামন্ড / বুরাক গোল্ডেন / সমমানের
> ৬ রাত

• প্রতিজন/ একজনের খরচঃ
> এক রুমে ৪/৫ জনঃ ১,৪৫,০০০/-
> এক রুমে ৩ জনঃ ১,৫৫,০০০/-
> এক রুমে ২ জনঃ ১,৭৫,০০০/-

◼️ প্রিমিয়াম প্যাকেজ
---------------------
• মাক্কায় প্রিমিয়াম (৫ তারকা) হোটেল
> ০ মিটার দূরত্ব
> সম্ভাব্য হোটেলঃ মাক্কা টাওয়ার / ক্লক টাওয়ার / সাফওয়া টাওয়ার / এলাফ কিনডা / সমমানের
> ৭ রাত

• মাদিনায় ডিলাক্স স্ট্যান্ডার্ড হোটেল
> ২০০ - ৩৫০ মিটার দুরত্ব
> সম্ভাব্য হোটেলঃ সামা গোল্ডেন / সামা ডায়ামন্ড / বুরাক গোল্ডেন / সমমানের
> ৬ রাত

• প্রতিজন/ একজনের খরচঃ
> এক রুমে ৪/৫ জনঃ ১,৮০,০০০/-
> এক রুমে ৩ জনঃ ১,৯৫,০০০/-
> এক রুমে ২ জনঃ ২,৩০,০০০/-

🕋 আগ্রহীরা অতিশিঘ্রই যোগাযোগ করুনঃ
০১৯ ৭২৭৭ ২৩২৭ | ০১৫ ৫৬৩২ ৫৬৬৯

▪️ উমরাহ এর বুকিং দিতে যা যা প্রয়োজনঃ
(০১) মে ৩১, ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ
(০২) সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি
(০৩) জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি

✪ বিশেষ দ্রষ্টব্যঃ
ডলার/রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে সবগুলো প্যাকেজে যেকোন পরিবর্তন/পরিমার্জন এজেন্সি কর্তৃপক্ষ করতে পারে।

🕋 আগ্রহীগন প্যাকেজ নিয়ে প্রয়োজনীয় আলোচনা বা বুকিং করতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ ০১৯ ৭২৭৭ ২৩২৭ | ০১৫ ৫৬৩২ ৫৬৬৯

💐

🔲 🔲

দারুন খবর ||আলহামদুলিল্লাহ! হজ ২০২৪ এর জন্য চুড়ান্ত নিবন্ধন শুরু হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর ২০২৩ থেকে। যাদের প্রাক-নিবন...
09/11/2023

দারুন খবর ||
আলহামদুলিল্লাহ! হজ ২০২৪ এর জন্য চুড়ান্ত নিবন্ধন শুরু হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর ২০২৩ থেকে। যাদের প্রাক-নিবন্ধনের সিরিয়াল ৯১০০৯৬ এর মধ্যে তারা ১০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চুড়ান্ত নিরন্ধ সম্পন্ন করে হজ ২০২৪ এ অংশ গ্রহন নিশ্চিত করতে পারবেন।

যাদের সিরিয়াল ৯১০০৯৬ এর পরে তারা অপেক্ষা করতে হবে, ইনশাআল্লাহ আপনাদের ও সুযোগ ওয়েটিং লিস্ট থেকে ধাপে ধাপে আসবে।

প্রয়োজনে যোগাযোগ করুনঃ
✆ ০১৯ ৭২৭৭ ২৩২৭
⊕ assafartours.com

♥️🕋♥️
#হজ #হাজ্জ #হজ্জ #হজ্ব

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশের জন্য আর আবু বকর রাযিয়াল্লাহ...
07/11/2023

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশের জন্য আর আবু বকর রাযিয়াল্লাহু আনহু অপেক্ষা করছিলেন তার প্রানাধিক প্রিয় বন্ধু, নবী ও রাসূল মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। আল্লাহর নির্দেশ আসা মাত্রই বেড়িয়ে পড়লেন রাসূলুল্লাহ; প্রথমে গেলে আবু বকরের বাড়িতে, আবু বকর বুঝে গেলেন ঘটনা, কালক্ষেপণ না করে বেড়িয়ে পড়লেন...

বলছিলাম হিজরতের কথা। অনুমানভিত্তিক বলা হয় এটি মক্কার সেই স্থান যেখানে আবু বকর সিদ্দিক রাযিয়াল্লাহু আনহু বসবাস করতেন। এখান থেকেই রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু ও সাহবী আবু বকর রাযিয়াল্লাহু আনহু কে সঙ্গে নিয়ে হিজরত করেন মদীনার উদ্দেশ্যে।

ছবির এই স্থানটা যেন এক টাইম মেশিন। এখানে দাড়ালেই ইতিহাসের বইয়ের শব্দগুলো ছবিতে পরিনত হয়। হিজরতের দৃশ্যগুলো অবলিলায় চোখের সামনে একের পর এক ভেসে উঠতে থাকে। আল্লাহর আদেশ আর তার রাসূল ও প্রিয় বান্দাদের তাকওয়া, ইখলাস ও রবের উপর আস্থার ঘটনাগুলো এক আজিব ধরনের শিহরন জাগায়, ঈমান জাগানিয়া শিহরণ।

কাবার মালিক আমাদের রবের কাছে ফরিয়াদ, দুনিয়ার হায়াতেই আমাদেরকে এমন প্রস্তুত করে নিন যেন আপনার ঐ সব বান্দাদের মতো আমরাও দুনিয়াতেই আপনার উপর সন্তুষ্ট থাকতে পারি, আর আপনিও আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আমিন।

বর্তমানে এটি মক্কা টাওয়ার এর হোটেল ব্লক। কর্তৃপক্ষ আবু বকর রাযিয়াল্লাহু আনহু এর সেই স্মৃতিচিহ্ন হিসেবে উক্ত ব্লকের চতুর্থ তলায় একটি মাসজিদের ব্যবস্থা রেখেছেন। তার ঠিক উপরেই মানে পঞ্চম তলাতেও মহিলাদের জন্য আরেকটি মাসজিদ যার নাম মাসজিদে আবু বকর লিন-নিসা। মাসজিদুল হারামের গেট নাম্বার ৮৪ থেকে ৮৮ বরাবর সামনেই এই হোটেল ব্লক এবং মাসজিদ।

আপনার উমরাহ বা হজের সফরে এখানে এক ওয়াক্তের সলাত আদায় করতে পারেন। প্রতিটি সফরেই আমরাও রহমানের অতিথির খেদমতে এখানেও তাদের সঙ্গ দেওয়ার নিয়ত রাখি। এখানে সলাত আদায় অবশ্যই কোন ফজিলতের উদ্দেশ্যে নয় বরং স্মৃতিময় আবেগে। এই মাসজিদটি মাসজিদুল হারামের অংশ না হলেও হারাম এলাকায় হওয়াই আপনি হারামে সলাত আদায়ের সওয়াব পেতে পারেন আশা করি। তবে সম্ভব হলে রেগুলার সরাসরি মাসজিদুল হারামে যাওয়াই নিঃসন্দেহে সর্বোত্তম।

আল্লাহ আমাদেরকে কবুল করেন, তার সম্মানিত মেহমান হওয়ার তাওফিক দান করেন। বায়তুল্লার মুসাফির ও রহমানের অতিথি হিসাবে আমাদেরকে আদাব বজায় রাখার ও ফায়দা নেওয়ার তাওফিকে বারাকাহ দান করেন। আমিন ইয়া রব্বুল আলামিন।

🔲 হজ ও উমরাহ সফরের যিয়ারাহ পয়েন্ট
🔲 পবিত্র মক্কায় যেখানে বেড়াবেন

♥️🕋♥️

♥️🕋♥️

সে দিন আল্লাহর রাসূল মুহাম্মাদ (ﷺ) তার সাহাবিদেরকে নিয়ে সলাত আদায় করছিলেন এই মাসজিদে। সলাতের মধ্যেই আল্লাহর আদেশ নিয়ে হা...
05/11/2023

সে দিন আল্লাহর রাসূল মুহাম্মাদ (ﷺ) তার সাহাবিদেরকে নিয়ে সলাত আদায় করছিলেন এই মাসজিদে। সলাতের মধ্যেই আল্লাহর আদেশ নিয়ে হাজির হলেন জিবরাইল (আঃ)। যেমন আদেশ তেমন কাজ, রাসূলুল্লাহ সলাতেই মধ্যেই জেরুজালেম থেকে মক্কার দিকে ফিরেন, এবং সাহাবীরাও রাসূলুল্লাহ (ﷺ) কে অনুসরণ করে কিবলা পরিবর্তন করেন।

এ ঘটনার পর থেকেই মাসজিদটি পরিচিতি লাভ করে মাসজিদ আল কিবলাতাঈন বা দুই কিবলার মাসজিদ হিসেবে। মাদিনা মুনাওয়ার পশ্চিমে বানু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মাসজিদের প্রথম নাম ছিলো মাসজিদে বানু সালামা।

পূর্বে এই মাসজিদে দুইটি মিহরাব ছিল। সাম্প্রতিক সময়ে মাসজিদ পুনর্নির্মাণের সময় জেরুজালেমমুখী মিহরাব সরিয়ে নেয়া হয়েছে। এটি পৃথিবীর প্রাচীন মাসজিদগুলোর অন্যতম। মাসজিদে কিবলাতাইন ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী।

🕋
উমরাহ বা হজের সফরে যেখানে বেড়াবেনঃ
মাসজিদে কিবলাতাঈন
খালিদ বিন ওয়ালিদ সড়ক, মাদিনা।

♥️🕌♥️

সময় এখন প্রস্তুত হওয়ার ♥️ 🕋 ♥️২০২৪ সালের সরকারি সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৫,৭৮,৮৪০ টাকা নি...
03/11/2023

সময় এখন প্রস্তুত হওয়ার ♥️ 🕋 ♥️
২০২৪ সালের সরকারি সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৫,৭৮,৮৪০ টাকা নির্ধারন করা হয়েছে। গত বছরের প্যাকেজ মূল্য থেকে তা ৯২,৪৫০ টাকা কম। সরকারি ব্যবস্হাপনায় বিশেষ হজ প্যাকেজের মূল্য নির্ধারন করা হয় ৯,৩৬,৩২০ টাকা। বেসরকারি হজযাত্রীদের প্যাকেজ “হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)” ঘোষনা করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ জুন পবিত্র হজ পালিত হবে। এবছর বাংলাদেশ থেকে সর্বমোট ১,২৭,১৯৮ জন হজ করতে পারবেন। সরকারি ব্যবস্হাপনায় এবছর ১০,১৯৮ জন ও বেসরকারি ব্যবস্হাপনায় ১ লক্ষ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন। হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে ৯ মে ২০২৪ থেকে।

🔲 আস-সাফার এর ২০২৪ হজ কাফেলায় যোগ দিতে এখনই যোগাযোগ করুন ইনবক্সে বা কল করুন; 01972-772327 এই নাম্বারে।

মক্কা ও মদিনার মাসজিদ, হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, পরিবহন ব্যবস্থা এয়ারকন্ডিশন্ড হলেও আমরা ঐতিহাসিক যেসব স্থানগুলো...
01/11/2023

মক্কা ও মদিনার মাসজিদ, হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, পরিবহন ব্যবস্থা এয়ারকন্ডিশন্ড হলেও আমরা ঐতিহাসিক যেসব স্থানগুলো জিয়ারাহ করি সেগুলো খোলা আকাশের নিচে হওয়ায় বেশ গরম সহ্য করতে হয়। এই নভেম্বরে দিনের বেলায় কম গরম হওয়ায় এই মাসটাকে আমরা উমরার জন্য আদর্শ মাস বলছি। প্রায় হুবুহু বাংলাদেশের মতোই আবহাওয়া, দিনের বেলায় কম গরম আর রাতে বেশ ঠান্ডা। এই সময় সারা বিশ্ব থেকেই প্রচুর সংখ্যক হাজীর উপস্থিতি হয়। আর ডিসেম্বরেতো তিলধারনের অবস্থা থাকে না, খরচও হয় আকাশচুম্বী। খরচ ও আবহাওয়া বিবেচনায় নভেম্বর মাসই আইডিয়াল।

তাই যারা বায়তুল্লায় সফর করতে চান এবং তুলনামূলক কম খরচে তারা এই প্যাকেজটি বিবেচনা করে দেখতে পারেন। ১৪ দিনের উমরাহ প্যাকেজ। প্যাকেজ বিস্তারিত দেখুনঃ https://t.ly/Iz33A প্রয়োজনে কল করুনঃ 01972-772327

প্যাকেজ নির্ধারণ ও বুকিং করার পূর্বে আপনার চাহিদা ও প্যাকেজে যা যা অর্ন্তভুক্ত সেগুলো মিলিয়ে ও বুঝে নিন, এজেন্সি সম্পর্কে যথাযথ যাচাই করে নিন। দাম ও মান উভয়কেই মূল্যায়ন করুন।

🔲 🔲

বায়তুল আতিক অর্থাৎ পুরাতন ঘর, যথার্থই এই নাম। পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর যা আজও বিদ্যমান, আমাদের কিবলা "কাবা"। এই কাবা ঘি...
28/10/2023

বায়তুল আতিক অর্থাৎ পুরাতন ঘর, যথার্থই এই নাম। পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর যা আজও বিদ্যমান, আমাদের কিবলা "কাবা"। এই কাবা ঘিরেই মাসজিদ আল হারাম। পবিত্র মক্কা নগরীর এই মাসজিদ বর্তমানে পৃথিবীর বৃহত্তম মাসজিদ। প্রতিটি মুসলিমের স্বপ্নের স্থান, যেখানে আমদেরকে উমরাহ ও হজের জন্য উপস্থিত হতে হয়। মাসজিদুল হারামে হজের সময় প্রায় ৪০ লক্ষাধিক মুসলিম একত্রিত হন, মুখরিত হয় "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক" ধ্বনিতে। পৃথিবীর যে কোন মাসজিদে সলাত আদায় থেকে মাসজিদুল হারামে সলাত আদায় ১ লক্ষগুন বেশি ফজিলতপূর্ন। এই মাসজিদ দোয়া কবুলের স্থান। ইবরাহীম আলাইহিসসালাম এর দোয়ার বরকতে আল্লাহ রব্বুল ইজ্জত এই মাসজিদকে নিরাপদ ও পবিত্রতম করেছেন (নির্দিষ্ট কিছু কাজ করা নিষিদ্ধ করার মাধ্যমে)। পৃথিবীর বুকে মাত্র ৩টি মাসজিদের উদ্দেশ্যে সফর ইসলামি শরিয়তে বৈধ তাদের মধ্যে এই মাসজিদ বিদ্যমান।

মাসজিদুল হারাম নিয়ে এর চেয়ে বেশি ব্যাখ্যা অপ্রয়োজনীয়। ভালো আমরা সফরের নিয়ত করি এবং দোয়া করতে থাকি রহমান আল্লাহ দয়া ও মায়া করে আমাদেরকে যেন তার মেহমান হিসাবে এই মাসজিদ উপভোগ করার তাওফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের তাওফিকে বারাকাহ দান করেন, আমিন।

🕌 🕌

সে কি আপনার প্রিয় বন্ধু?যার সাথে আল্লাহর পবিত্র নগরীতে সফর করতে চান। এক সঙ্গে বসে দুনয়ন জুড়ে বায়তুল্লাহ উপভোগ করতে চান। ...
27/10/2023

সে কি আপনার প্রিয় বন্ধু?
যার সাথে আল্লাহর পবিত্র নগরীতে সফর করতে চান। এক সঙ্গে বসে দুনয়ন জুড়ে বায়তুল্লাহ উপভোগ করতে চান। সফরে সঙ্গী বা বন্ধুর আসল পরিচয় পাওয়া যায়।

হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।’ (সুরা তাওবা : আয়াত ১১৯)

উত্তম বন্ধু নির্বাচনের ফজিলতকিয়ামতের দিন ভালো বন্ধুদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ‘আমার মর্যাদার (আনুগত্যের) কারণে পরস্পরের বন্ধুত্বকারীরা কোথায়? আজ আমি তাদেরকে আমার ছায়া তলে আশ্রয় দেব। যেদিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। (মুসলিম)

একাকী নিঃসঙ্গতার চেয়ে ভালো বন্ধু উত্তম আর নিঃসঙ্গতা মন্দ বন্ধুর চেয়ে উত্তম। তার মানে হলো, ভালো এবং যথার্থ বন্ধু যদি নাও থাকে তাহলেও তা একজন মন্দ ও অযোগ্য বন্ধু থাকার চেয়ে ভালো। প্রকৃত বন্ধু আরেক বন্ধুকে যাবতীয় অসৎ ও মন্দ কর্মকাণ্ড থেকে বিরত রাখবে, তাকে সর্বদা সৎ কাজে উৎসাহিত করবে এবং বিরোধ দেখা দিলে নিজেই প্রথমে মিটিয়ে ফেলার জন্য উদ্যোগী হবে।

মানুষ তার বন্ধু স্বভাবী হয়, তাই তাকে লক্ষ্য করা উচিত, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। হজরত জাফর আস-সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘পাঁচ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা সমীচীন নয়। তারা হলো-মিথ্যাবাদী, নির্বোধ, ভীরু, পাপাচারী ও কৃপণ ব্যক্তি।

সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে আতর বিক্রয়কারী এবং কামারের হাপরের ন্যায়। আতর ওয়ালা তোমাকে নিরাশ করবে না; হয় তুমি তার কাছ থেকে ক্রয় করবে কিংবা তার কাছে সুঘ্রাণ পাবে। আর কামারের হাপর, হয় তোমার বাড়ি জ্বালিয়ে দেবে, নচেৎ তোমার কাপড় পুড়িয়ে দেবে আর না হলে দুর্গন্ধ পাবে।’ (বুখারি)

মুমিন ব্যতীত অন্য কাউকে সঙ্গী বা বন্ধু হিসেবে নির্বাচন করবে না। (তিরমিজি)

মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ না করে। আর যারা এরূপ করবে, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না।’ (সুরা আল-ইমরান : আয়াত ২৮)

আমাদের সামাজিক জীবন বন্ধু ছাড়া অচল। বন্ধুত্বের অনেক ফায়দা আছে, তবে সেই বন্ধু হতে হবে উত্তম। জীবনে প্রতিটি ধাপে আমাদের বন্ধু প্রয়োজন হয়, এমন কি সফরের ক্ষেত্রে আমাদের প্রতি শরিয়তের নির্দেশনা হচ্ছে একাকি সফর না করা। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের ভালো বন্ধু তথা সৎ সঙ্গ দান করেন, আমিন।

রহমানের অতিথিগন হজের সময় আরাফায় প্রখর রোদের তাপদহ থেকে একটু পরিত্রান পেতে যে ছোট ছোট গাছগুলোর ছায়ায় খানিকটা বিশ্রাম গ্রহ...
26/10/2023

রহমানের অতিথিগন হজের সময় আরাফায় প্রখর রোদের তাপদহ থেকে একটু পরিত্রান পেতে যে ছোট ছোট গাছগুলোর ছায়ায় খানিকটা বিশ্রাম গ্রহন করেন সেগুলোই জিয়া গাছ। ৯ যিলহজের দিন পোড়া শরীরে অতি সামান্য হলেও যে বাতাসের স্পর্শ অনুভত হয় সেটা পৌছে দেয় এই জিয়া গাছ। এই শীতলতা যতো সামান্যই হোক না কেনো তা হাজীদের জন্য পরম তৃপ্তিদায়ক এবং আমাদের প্রিয় মাতৃভূমির জন্য পরম সৌভাগ্যের।

বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সফরের সময় নিজ অভিজ্ঞতায় হাজীদের তাপদহের কষ্ট অনুভব করে ২ লক্ষাধিক নিম গাছের চারা উপহার দেন আরাফায় রোপনের জন্য। নিম গাছের ঔষধি গুন ও উম্মার প্রতি তার এই দরদের মহান বহিঃপ্রকাশের কারনে তখন থেকেই সৌদি জনগণ এই নিম গাছের নামকরন করে জিয়াউর রহমানের নাম অনুসারে "জিয়া গাছ" 🌿

এখন সেই জিয়া গাছের দেখা মিলছে মাসজিদুল হারামের চত্ত্বরেও 👏

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when As-Safar Hajj & Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to As-Safar Hajj & Umrah Services:

Videos

Share