26/01/2022
মাত্র ৩৫৫০ টাকায় সেন্টমার্টিন ভ্রমণ
তারিখঃ ৯-১২ ফেব্রুয়ারি
৩ রাত ২ দিন
দেখবো
* সেন্টমার্টিন দ্বীপ
* ছেঁড়াদ্বীপ
* দারুচিনি দ্বীপ
* নাফ নদী
💸 ভ্রমণের খরচঃ ৩ রাত ২ দিন
ফি- ৩৫৫০ /- প্রতিজন ( এক রুমে ৪ জন)
মাত্র ৪৩৫০/- প্রতিজন ( এক রুমে ২ জন)
এ/সি বাসঃ জনপতি ১০০০ টাকা বাড়বে।
০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি।
৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।
🥣খাবার মেন্যুঃ
১ম দিনঃ
সকালের নাস্তা - ডিম/সবজি + পরটা ।
দুপুরের আহার – সামুদ্রিক মাছ/মুরগি + সালাদ + সাদা ভাত।
রাতের আহার – বার-বি-কিউ + সালাদ + পরটা।
২য় দিনঃ
সকালের নাস্তা - ডিম/সবজি + পরটা /খিচুড়ি, ডিম ।
দুপুরের আহার – সামুদ্রিক মাছ/মুরগি + সালাদ + সাদা ভাত।
ফি'র অন্তর্ভুক্ত
* ঢাকা-টেকনাফ-ঢাকা আপ-ডাউন বাস টিকেট (নন-এসি)
* টেকনাফ-সেন্টমার্টিন-টেকনাফ শীপ টিকেট
* সেন্টমার্টিনের রিসোর্ট খরচ
* ৫ বেলা খাবার
* রাতে সামুদ্রিক মাছের বারবিকিউ
ফির অন্তর্ভুক্ত না:-
* যাত্রাকালে বাস বিরতিতে যে কোন খাবার খরচ
* মেন্যুর বাহিরে খাবার খরচ
* ব্যক্তিগত কেনাকাটা
* প্যাকেটজাত পানি
বুকিং মানিঃ
মাত্র ২০০০/-(বিকাশে দিলে খরচ সহ)। (যা শর্ত সাপেক্ষে ফেরৎযোগ্য)
বিকাশঃ 017 1920 7371
🎤বুকিং এর জন্য যোগাযোগঃ
সরাসরি মেসেঞ্জারে বা কল করুনঃ
015 2010 1111 (জাহাঙ্গীর)
017 1920 7371 (শামীম)
🏢অফিসঃ
১৯৩ শান্তিবাগ (পানির পাম্পের কাছে), মালিবাগ, ঢাকা-১২১৭
ট্যুর প্লান-
৯ ফেব্রুয়ারি ঢাকা থেকে সন্ধ্যা- ৭ টার গাড়ীতে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা।
১০ ফেব্রুয়ারি সকালে টেকনাফ নেমে নাস্তা করে শীপে উঠে নাফ নদী পেরিয়ে বঙ্গোপসাগর দিয়ে যাবে জাহাজ। জাহাজ থেকে দ্বীপে নেমে হোটেলে চেক-ইন করে সমুদ্রে গোসল-দুপুরের খাবার পর নিজেদের মতো ঘোরাফেরা- সন্ধ্যায় আড্ডা- রাতের খাবার, ঘুম।
১১ ফেব্রুয়ারি সকালে নাস্তার পর ট্রলারে করে (ব্যক্তিগত পছন্দ অনুযায়ী) ছেঁড়াদ্বীপ-নিশ্চুপ দ্বীপ যাব। বাংলাদেশের শেষ বিন্দুতে গোসল ফটোশুটের পর চলে আসবো হোটেলে- দুপুরের খাবার খেয়ে হোটেল চেক-আউট। বেলা ৩ টার শীপে টেকনাফ ফিরবো- সন্ধায় টেকনাফ পৌছে- গাড়িতে ঢাকা ব্যাক করবো।
১২ জানুয়ারি খুব ভোরে ঢাকা থাকবো ইনশাআল্লাহ -
ট্যুরের শর্তাবলীঃ
১. ট্যুর হোস্ট/গাইডের অনুমতি ব্যাতিত গ্রুপ থেকে আলাদা
হয়ে কেউ কোনো অনাকাংখিত ঘটনার সম্মুখীন হলে "ট্যুর প্লানার্স বিডি" দায়ী থাকবে না।
২. অবৈধ জিনিস/বস্তু/পণ্য কোনোভাবেই বহন/সেবন করা যাবে না।
৩. ট্যুর মেম্বার নারী/পুরুষ অথবা স্থানীয় কারো সাথেই খারাপ আচরণ করা যাবে না।
৪. ব্যক্তিগত মালামাল (মোবাইল/ক্যামেরা/মানিব্যাগ/গহনা ইত্যাদি) নিজ দায়িত্বে রাখতে হবে। সবার ব্যাগের সঙ্গে অবশ্যই ছোট তালা রাখবেন।
৫. কোনো ট্যুর মেম্বারের বয়স ১৮ বছরের নিচে হলে তার অভিভাবকের পূর্ণসম্মতি লাগবে।
৬. সবাইকে নিজ নিজ জাতীয় পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে।
৭.পাওয়ার ব্যাংক, ছাতা আর অবশ্যই বাড়তি পোশাক-তোয়ালা-লুঙ্গি সঙ্গে রাখবেন।
যা জেনে নেয়া জরুরীঃ
১. সবার জন্য উন্মুক্ত এই ট্যুরে সিটপ্লানিং বুকিং এর উপর
ভিত্তি করে করা হবে সুতরাং আগে বুকিং দিলে আগে সিট
পাবেন। তবে অনিবার্য কারনবশত "ট্যুর প্লানার্স বিডি" সিটপ্লান পরিবর্তন করতে পারে, এব্যাপারে সহযোগীতা একান্তভাবে কাম্য।
২. সকলপ্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হল।
৩. ট্যুর মেম্বারদের সঙ্গে আন্তরিক মনোভাব ও নিজ পরিবারের সদস্যদের মত একে অপরের খেয়াল রাখতে সচেষ্ট থাকব।
৪."ট্যুর প্লানার্স বিডি" যেকোন সময় ও পরিস্থিতিতে বাসের সিট, সময় ও ট্যুর প্লান পরিবর্তন করার ক্ষমতা রাখে।