Click-A Tour

Click-A Tour “ইভেন্ট ফি কম কিন্তু সার্ভিস উন্নত” এ?
(3)

এই বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওড়ে বৃষ্টি বিলাসিতা...
03/04/2023

এই বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওড়ে বৃষ্টি বিলাসিতা...

Imagine he is your ট্যুর হোস্ট .
03/04/2023

Imagine he is your ট্যুর হোস্ট .

Late upload.
16/01/2023

Late upload.

শুভ দুপুর ❤️রাইসা জামান
07/01/2023

শুভ দুপুর ❤️
রাইসা জামান

31/12/2022

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 💐💐
Happy New Year 2023🌹

Bandarban town takes you to Munlai, a tranquil village of 54 Bawm Households. The spectacular setting amidst hills and t...
15/09/2022

Bandarban town takes you to Munlai, a tranquil village of 54 Bawm Households. The spectacular setting amidst hills and the river Sangu, lets you experience the exquisite lifestyle of the Bawm community through home-stay and culinary expedition, thrilling treks, kayaking, the country’s longest zip-line, and many other adventures.
You can choose to relax or have a rush of adrenaline in this fully managed facility. Come and visit us, we are waiting for you.
Munlai is the first ever community tourism initiative in the country with the core philosophy to restore, develop and sustain, its culture and heritage by involving every household in the community.

Munlai- A BASECAMP initiative.

অফ সিজনে সেন্টমার্টিন মানেই অন্য রকম কিছু ❤️তাইতো বিয়ে করে সেন্টমার্টিন আসা যাওয়ার পার্মানেন্ট ব্যাবস্থা করে নিছি 🙃আহা শ...
06/09/2022

অফ সিজনে সেন্টমার্টিন মানেই অন্য রকম কিছু ❤️
তাইতো বিয়ে করে সেন্টমার্টিন আসা যাওয়ার পার্মানেন্ট ব্যাবস্থা করে নিছি 🙃

আহা শান্তি ❤️

এজন্যই তো আমাদের সবার প্রিয় চেনা মুখ/ প্রিয় মানুষ মোশাররফ করিম ভাইও মেঘের রাজ্যে থেকে ঘুরে এসেছে আপনারা যাচ্ছেন তো?বিস...
06/09/2022

এজন্যই তো আমাদের সবার প্রিয় চেনা মুখ/ প্রিয় মানুষ মোশাররফ করিম ভাইও মেঘের রাজ্যে থেকে ঘুরে এসেছে
আপনারা যাচ্ছেন তো?
বিস্তারিত / বুকিং করতে ইনবক্স যোগাযোগ করতে পারেন.





আহা কি অপূর্ব ❤️যেতে চাইলে আমাদের ভ্রমণ গ্রুপে জয়েন করুন।
04/09/2022

আহা কি অপূর্ব ❤️
যেতে চাইলে আমাদের ভ্রমণ গ্রুপে জয়েন করুন।

01/09/2022

মাত্র ৩৯৯৯ টাকায় সাজেক ভ্রমণের দুর্দান্ত টিপস! ⛺️

আমাদের গ্রুপ লিংক।

Click-A Tour [{OFFICIAL}]✅ (ভ্রমণ গ্রুপ⛵🏞️🇧🇩)

01/09/2022

মাত্র ৩৯৯৯ টাকায় সাজেক ভ্রমণের দুর্দান্ত টিপস! ⛺️

01/09/2022

Absolutely 💯%r8

চলঘুরি মেঘের লুকোচুরি দেখতে মেঘের রাজ্য         সাজেকে।              🕰️🕰️ ভ্রমনের সময় 🕰️🕰️ যাত্রার তারিখ ১৫ই সেপ্টেম্বর...
01/09/2022

চলঘুরি মেঘের লুকোচুরি দেখতে মেঘের রাজ্য সাজেকে।

🕰️🕰️ ভ্রমনের সময় 🕰️🕰️
যাত্রার তারিখ ১৫ই সেপ্টেম্বর, ২০২২,রাত ১০.০০ (ঢাকা থেকে)
ফেরার তারিখ ১৮ই সেপ্টেম্বর, ২০২২সকাল ৬.০০
আনুমানিক (ঢাকায়)।

🌍🌍🌍ভ্রমনের স্থান সমূহ 🌍🌍🌍

১) রুইলুই পাড়া
২) কংলাক পাড়া
৩) হাজাছড়া ঝর্না (পার্মিশন পেলে)
৪) রিসাং ঝর্না (পানি থাকা সাপেক্ষে)
৫) আলুটিলা গুহা
৬) ঝুলন্ত ব্রিজ


🌴🌴🌴🌴 ভ্রমণ বিস্তারিতঃ🌴🌴🌴🌴

🚌 ১৫ই সেপ্টেম্বর তারিখ বৃহস্পতিবার
ঢাকা থেকে খাগড়াছড়ি বাসে যাত্রা শুরু।

👇 শুক্রবার
সকালে দিঘীনালা/ খাগড়াছড়ি পৌছে নাস্তা সেরে সেনাবাহিনীর সকাল ১০:৩০ এর স্কোয়াড এর সাথে জীপে করে সাজেক রওনা। পথে হাজাছড়া ঝর্না দেখবো (পারমিশন পেলে )
তারপর সাজেকের রূইলুই পাড়া পৌছে আমাদের নির্ধারিত রিসোর্ট জুমঘরে এ চেক ইন করে ফ্রেশ হবো এবং দুপুরের খাবার খেয়ে সাজেকের রুইলুই পাড়া ঘুরে দেখবো। তারপর হ্যালিপ্যাড এ বসে মেঘের সাথে আড্ডা দেব আর মেঘের রাজ্যের সূর্যাস্ত অবলোকন করব। রাতে হেলিপ্যাডে আড্ডা ও গান বাজনা করবো। তারপর খানাপিনা করে যার যার রুমে গিয়ে বিশ্রাম নেব ।

👇 শনিবার
খুব ভোরে ঘুম থেকে উঠে চাঁন্দের গাড়ি করে চলে যাবো কংলাক পাড়া । সেখানে দেখব সূর্যোদয় এবং মেঘের খেলা। সেখান থেকে ঘুরে এসে সকালের নাস্তা করে সেনাবাহিনীর সকালের স্কোয়াড এর সাথে চলে আসব খাগড়াছড়ি। সেখান থেকে রিসাং ঝর্না তে গোসল করে দুপুরের খাবার খেয়ে চলে যাব আলুটিলা গুহা, তারপর ঝুলন্ত ব্রিজ দেখে রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকা ব্যাক।

👇 রবিবার
ইনশাআল্লাহ খুব সকালে সবাই ঢাকা পৌঁছাবো

💰💰 ভ্রমনের খরচ 💰💰
সিঙ্গেল সদস্য : ৬২০০/- প্রতিজন
কাপল : ৭৫০০/- প্রতিজন
অগ্রিম : ৩০০০/- (অফেরত যোগ্য )

⚠️⚠️বুকিংয়ের লাষ্ট ডেট :
( আসন থাকা সাপেক্ষে )

আগ্রহী যে কেও যেতে পারবেন আমাদের সাথে ।

যারা সিউর যাবেন তারা অগ্রিম ৩০০০ টাকা (অফেরতযোগ্য ) বুকিং দিয়ে আপনার যাওয়া নিশ্চিত করতে পারেন ।

টাকা আমাদেরকে ব্যাংক ,বিকাশ ,রকেট অথবা সরাসরি ও দিতে পারেন ।

👉 বিকাশে/রকেট এ বুকিং করলে খরচ সহ ৩০৬০ টাকা পাঠাতে হবে ।

অথবা, ব্যাংকে প্রদান করলে ডিপোজিট স্লিপের ছবিটা ইভেন্টে পোস্ট করতে হবে অথবা হোস্টকে ম্যাসেজ করতে হবে।

❖ যা যা থাকছে এই খরচেঃ
** ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন-এসি বাস।
** চান্দের গাড়ী রিজার্ভ।
** আলুটিলা গুহা ও ঝুলন্ত ব্রিজ যাওয়ার।
** সকল ট্রান্সপোর্ট খরচ।
** প্রতিদিন ৩ বেলা খাওয়া দাওয়ার ব্যাবস্থা। (২
দিন ৬ বেলা)
** সকল স্পট এবং সাজকের এন্ট্রি ফি।
** হোটেল খরচ।

❖ যা যা থাকছেনাঃ
** যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।
** হাইওয়ে যাত্রা বিরতিতে কোন খাবার খরচ।

❖ কিছু গুরুত্বপূর্ন কথাঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা
আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই
আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ
আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই
তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা
সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত
বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই
ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ
করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার
ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে
হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা
সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে
তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে
বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার
সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন
প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা
করতে হবে ।
১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ।
এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।

** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
_______________________________________

নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।

বিশেষভাবে লক্ষণীয় : আবহাওয়া / প্রকৃতিগত/ এক্সিডেন্টাল সহ যে কোন কারনে প্লানের পরিবর্তন হলে নিজেদের নিরাপত্তার সার্থে তা মেনে নিতে হবে। যানবাহনের শিডিউলে কোথাও যদি সময়ক্ষেপন হয়, তার জন্য আলাদা থাকা খাওয়ার খরচ সবাইকে বহন করতে হবে।

পুরো পৃথিবী করোনা মহামারী কারণে থমকে গিয়েছিলো ।যার কারণে বন্ধ ছিলো সব ধরনের ট্যুরিজম ।এখন আবার চালু হয়েছে ,তাই সবাই যার যার নিরাপত্তার কথা চিন্তা করে নিজ দায়িত্বে যতটুকু সম্ভব সেফলি থাকার চেষ্টা করবেন এবং আমাদের পক্ষ থেকেও যতটুকু সম্ভব সচেতনা বৃদ্ধির ব্যাপারে নির্দেশনা দেয়া থাকবে ।

#সাজেক #ট্রুর #ভ্রমণ

31/08/2022

বাংলাদেশের যে কোন প্রান্তের স্বল্প খরচে ভ্রমণ করতে চাইলে আমাদের এই পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ 💙

আমাদের গ্রুপ Click-A Tour [{OFFICIAL}]✅ (ভ্রমণ গ্রুপ⛵🏞️🇧🇩)

30/08/2022

📌যেতে চাইলে নক দিয়েন 📌

গ্রুপ লিংক👇

Click-A Tour [{OFFICIAL}]✅ (ভ্রমণ গ্রুপ⛵🏞️🇧🇩)

30/08/2022

মেঘের বাড়ি সাজেক ভ্রমন মাত্র 3999/-টাকা (3 রাত 2 দিন)
এখানে পাহাড়ের গায়ে মেঘ ঘুমায়, পাহাড়, মেঘ ও ঝর্ণার অপরূপ সৌন্দর্য চোখে না দেখে অনুভব করা এক কথায় প্রায় অসম্ভব। প্রকৃতির এই অপার সৌন্দর্য মনে আসবে সুখ পাবেন স্বর্গীয় অনুভূতি।
================================
# # # 01 Econo Quality Package
#ভ্রমণের তারিখঃ 01-09-2022 রোজ বৃহস্পতিবার রাতের গাড়িতে রওনা দিব (1 রাত সাজেকে থাকব)
#ইভেন্ট ফি: 3999/- (এক রুমে 4 জন) কটেজ: তারেং
#কাপল : 9000/- (এক রুমে 2 জন) কটেজ : তারেং
# 02 সেপ্টেম্বর শুক্রবার রাতে আমরা কটেজে থাকব
#গাড়ি Non AC: Shanti Paribahan/Shyamoly
#03 সেপ্টেম্বর ১০টা (খাগড়াছড়ি থেকে রওনা )
[ইনশাআল্লাহ 04 সেপ্টেম্বর সকালে ৫ টার মধ্যে ঢাকায় থাকবো]
===========================================
০০ বছর - ০৩ বছর বাচ্চাদের ক্ষেত্রে কোন প্রকার ফি লাগবে না ।
০৩ বছর - ০৮ বছর বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে।
কি কি দেখবোঃ
সাজেক ভ্যালী।
রুই লুই পাড়া।
কংলাক পাড়া।
স্টোন গার্ডেন।
হেলিপ্যাড
দোকানী বিহীন দোকান।
লুসাই ভিলেজ।
আলুটিলা গুহা।
ঝুলন্ত ব্রিজ।
জেলা পরিষদ পার্ক।
কুঞ্জছায়া ভিউ পয়েন্ট।
যা যা থাকছে নাঃ
ব্যক্তিগত খরচ।
কোন প্রকার এন্ট্রি ফি।
প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
#বিস্তারিত_ট্যুর_প্ল্যান:
প্রথম দিন :
=> রাতের বাসে ঢাকার সায়দাবাদ থেকে খাগড়াছড়ি যাত্রা।
=> সকালে খাগড়াছড়ি নেমে নাস্তা করে নিব, নাস্তা করে রিজার্ভ চাঁদের গাড়িতে করে সকালের আর্মি স্কটে চলে যাবো, আর্মি স্কট থেকে সাজেক উদ্দেশ্যে রওনা রাস্তার মনোরম উচানিচা পাহাড় দেখতে দেখতে চলে যাব সাজেক। সাজেকে পৌঁছে প্রথমেই হোটেলে চেক-ইন করে ফ্রেশ হয়ে নিবো। তারপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে চলে যাবো রুইলুই পাড়া থেকে কংলাক পাড়া। সূর্যাস্ত দেখে ফিরে এসে হেলিপ্যাডে আড্ডা দিবো সবাই মিলে। এরপর রাতের খাবার খেয়ে রিসোর্টে রাত্রিযাপন।
2য় দিন :
খুব সকালে ঘুম থেকে উঠে রিসোর্টের রুম থেকেই কিংবা রিসোর্টের বিশাল বারান্দা থেকে মেঘ দেখবো। সূর্যউদয় দেখবো। তারপর সকালের নাস্তা করে চলে যাবো খাগড়াছড়ি। দুপুরের খাবার খেয়ে আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ, জেলা পরিষদ পার্ক ঘুরবো। তারপর খাগড়াছড়ি থেকে রাতের খাবার শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো।
#ফুড_মেন্যু:
১ম দিন :
সকাল : পরোটা, ডিমের ওমলেট, ডাল/সবজি, মিনারেল ওয়াটার, চা।
দুপুর : Bamboo Chicken, মিক্স সবজি, ভর্তা, ডাল, ভাত, মিনারেল ওয়াটার।
রাতে : BBQ Chicken, পরোটা, স্পেশাল সালাদ, সস, কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার।
২য় দিন :
সকাল : ভেজিটেবল খিচুড়ি, ডিম, স্পেশাল সালাদ, আচার, মিনারেল ওয়াটার।
দুপুর : মুরগি, মিক্স সবজি, ভর্তা, ডাল, ভাত, মিনারেল ওয়াটার।
রাত : হালকা খাবার যেমন: নান পরাটা/ডিম, মিনারেল ওয়াটার।
#অংশগ্রহণকালীন_যা_মেনে_চলতে_হবে:
#. এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
#. যে কোন পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে।
#. ঘ্যান ঘ্যান করা যদি আপনার স্বভাব হয় তাহলে বাসায় থাকুন আমাদের সঙ্গে জয়েন করার প্রয়োজন নেই।
#. প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
#. কটেজের ডাবল রুমে প্রতি ডাবল বেডে ২ জন করে শেয়ারে থাকতে হবে (কাপলরা ১ রুমে ২ জন থাকবে)।
#. আপুদের জন্য রুম অবশ্যই আলাদা হবে।
#. কোন ধরনের #মাদক_দ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
#. টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
বিঃদ্রঃ এইটা যেহেতু পাহাড়ি এলাকা তাই সব কিছু আপনার মনের মত নাও হবে পারে। তাই পরিবেশ সাথে আপনাকে মানিয়ে নিতে হবে।উক্ত খাবার তালিকার বাইরে যদি কারো অতিরিক্ত কিছুর প্রয়োজন হয় সেটা নিজ খরচে করতে হবে। কোন খরচ বহন করবে না।রিসোর্টের নাম আর রিসোর্টে এর পেইজ লিংক দেওয়া আছে।সাজেকে গিয়ে ওই রিসোর্ট এ আপনাকে থাকা লাগবে তাই যদি ভালো লাগে রিসোর্ট তাহলেই প্যাকেজ নিবেন।ওইখানে গিয়ে কারো গড়িমসি দেখা যাবে না।আর ট্যুর হোষ্ট যে থাকবে তার কানের কাছে সব সময় আমার এইটা দরকার, ওইটা ভালো লাগে নাই এইসব বলা অভ্যাস যাদের তারা আপাতত সাজেক ট্যুর থেকে বিরত থাকেন।
( বিঃদ্রঃ যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাসের আসন ও ট্যুর প্ল্যান এমনকি ট্যুর ডেট পরিবর্তন করার ক্ষমতা শুধুইমাত্র উক্ত ট্যুর কমিটির হাতে অর্পিত থাকিবে )
২। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বুকিং কনফার্মঃ 1530/-
☎️+8809638-895054
📱+8801830-442953
📱+880192-3454411 Bikash/Rocket/ personal
📌অফিসে এসে সরাসরি দেখা করতে পারেন এডমিনের সাথে🤝 ঠিকানা:মহাখালী ডিওএইচএস, রোড: ১৯/সি
================================
এছাড়া আপনাদের চাহিদা অনুযায়ী যে কোন ডেটে 10-15 জনের টিম নিয়ে সাজেক সহ দেশের যেকোন ভ্রমন স্থানে আমরা ট্রিপ আয়োজন করে থাকি।
বিশেষ করে জানাচ্ছি: এটা একটি বাজেট টুরস্ তাই যারা বিলাশ বহুল লাইফ লং করেন অথবা অতিরিক্ত আনফ্রেন্ডলি তারা আমাদের গ্রুপ যয়েন্ট হওয়ার দরকার নাই ।

29/08/2022

হাওড়ে বৃষ্টি বিলাস🥰

28/08/2022

📌Switzerland🇨🇭 is a heaven on earth🏞️
One day, who wants to go there once 😍



Group Link is on to page 📄

28/08/2022

📌wish to have a home, over the peaks.
Sajek Valley, 2022🏞️🇧🇩❤️🥰😍

Click-A Tour [{OFFICIAL}]✅ (ভ্রমণ গ্রুপ⛵🏞️🇧🇩)

28/08/2022

" ব্রেকিং নিউজ "

আগামীকাল থেকে সকল ফেইসবুক ব্যবহারকারীদের একা'উন্ট...See More

Address

Dhaka
1216

Telephone

+8809638895054

Website

Alerts

Be the first to know and let us send you an email when Click-A Tour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Eco Tours in Dhaka

Show All