23/07/2020
এটি বিন্দাস ভবঘুরে পরিবারের একটি অফিসিয়াল ইভেন্ট। স্বাস্থবিধি মেনে সীমিত আকারে আগষ্টের ৮ তারিখ আমরা টাঙ্গুয়ার হাওর ইভেন্ট আয়োজন করতে যাচ্ছি। এ ট্যুরে ৩৬ সিটের বাসে আমরা নিবো ১৮ জনকে,৩৫ জনের নৌকায় ও থাকবো ১৮ জন। ইনশাআল্লাহ বিন্দাস ভবঘুরে পরিবারের সদস্যদের নিয়ে আরেকটি স্মরণীয় ট্যুর হতে যাচ্ছে।
★ইভেন্ট ফিঃ ঢাকা থেকে ৪৫০০।
★বুকিং দেওয়ার সিস্টেমঃ
01718601041 (Bkash Personal)
017186010412 (Rocket Personal)
২৫৩০ টাকা পাঠাতে হবে,বাকি টাকা ট্যুরের দিন বুঝিয়ে দিতে হবে।
★আসন সংখ্যাঃ ১৮ টি। যে আগে বুকিং দিবে বাসে তার সিটে আগে পড়বে।
বিস্তারিতঃ
★ডে ১ঃ ৮ তারিখ রাতে আমরা সায়েদাবাদ থেকে বাসে সুনামগঞ্জের উদ্দেশ্য রওয়ানা দিবো।
★ডে২ঃ সুনামগঞ্জ নেমে সকালের নাস্তা সেড়ে নিবো। এরপর লোকাল লেগুনা/ বাইকে করে চলে যাবো তাহিরপুর। সেখান থেকে দুদিনের জন্য মাছ,মাংস,সবজি বাজার করে চলে যাবো তাহিরপুর।সেদিন পুরো বিকালটা কাটিয়ে দিবো নীলাদ্রি লেকের পাড়ে। রাতের বেলায় খোলা আকাশের নিচে ট্রলারের ছাদে বসে রাতটা কাটিয়ে দিবো নিজেদের মতো করে।
ডে৩ঃখুব সকালে ঘুম থেকে উঠে চলে যাবো লাকমাছড়াতে। লাকমাছড়াতে গেলে অনেকটা জাফলং এর ফিল পাবেন। লাকমাছড়া ঘুরে এসে চলে যাবো শিমুল বাগাম,জাদুকাটা নদী,বারিক্কা টিলা দেখতে।সবগুলা জায়গ ঘুরে রাতের বাসে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিবো।
ডে ৪ঃ ইনশাআল্লাহ আল্লাহ বাচাইলে ১১ তারিখ খুব ভোরে আমরা ঢাকায় থাকবো।
যা দেখবোঃ
★টাঙ্গুয়ার হাওর
★নীলাদ্রি লেক
★লাকমাছড়া
★শিমুল বাগান
★বারিক্কা টিলা
★জাদুকাটা নদী
ট্যুরে যা যা থাকবেঃ
★ঢাকা-সুনামগঞ্জ নন এসি বাস ভাড়া
★৫ বেলা খাবার
★সব ধরনের লোকাল খরচ
★নৌকার ভাড়া
যা যা থাকবে নাঃ
★লাইফ জ্যাকেট খরচ
★কোন ধরনের ব্যাক্তিগত খরচ
★ট্যুরে অন্তর্ভুক্ত না এমন কিছু
★যাত্রা বিরতির খাবার
★খাবারের মেন্যুঃ
★ ৭ তারিখঃ সকালে খিচুড়ি / পরোটা-ডালবাজি।দুপুরে হাওরের মাছ-ভাত ভর্তা ডাল।আর রাতে থাকবে হাওরের হাঁস/মুরগি,ডাল।
★৮ তারিখঃ সকালে খিচুড়ি, ডিম,আলু ভর্তা,দুপুরে দেশি মুরগি আর আলু ভর্তা।
যা যা মানতে হবেঃ
★ট্যুর চলাকালীন কোন ধরনের মাদকদ্রব্য সেবন করা যাবেনা।
★পারমিশন ছাড়া গ্রুপের মেয়েদের ছবি তুলা যাবেনা।
★গ্রুপের কারো সাথে বাজে ব্যবহার করা যাবেনা।
★স্থানীয়দের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করা যাবেনা।
যে কোন প্রয়োজনে অথবা বিস্তারিত জানতে ☎01718601041 নাম্বারে কল দিতে পারেন।
গ্রুপ লিংক 👇
https://www.facebook.com/groups/567866587251642/?ref=share