Palisa Travel & Tourism

Palisa Travel & Tourism All travel services, Hotel booking, Air & Bus Ticket, International Packages.
(1)

 #সাজেক_ভ্যালী_ভ্রমণ,  #মাত্র_৪৯৯৯ /- টাকায়। #সাজেক_ভ্যালী_ভ্রমণ,  #মাত্র_৪৯৯৯ /- টাকায়   ৩-রাত ২- দিন।   এর সাথে..💠 ০৭,...
08/11/2023

#সাজেক_ভ্যালী_ভ্রমণ, #মাত্র_৪৯৯৯ /- টাকায়।
#সাজেক_ভ্যালী_ভ্রমণ, #মাত্র_৪৯৯৯ /- টাকায় ৩-রাত ২- দিন। এর সাথে..
💠 ০৭,০৮ ও ০৯ ই- ডিসেম্বর, ঘুরে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালী এর সাথে..
❣️সুবর্ণ সুযোগ❣️
💠গন্তব্যঃ সাজেক ও খাগড়াছড়ি ভ্রমন
🔰ইভেন্ট ফিঃ- ৪৯৯৯/- টাকা
💠ভ্রমণের স্থান সমুহঃ
* সাজেক ভ্যালী√
* রুই লুই পাড়া√
* কংলাক পাহাড়√
* কংলাক পাড়া √
* লুসাই গ্রাম √
* স্টোন গার্ডেন√
* হ্যালিপ্যাড√
* আলুটিলা গুহা√
* রিসাং ঝর্ণা √ (সময়সাপেক্ষে)
* হা‌র্টিকালচার পার্ক ( ঝুলন্ত ব্রিজ ) √
------★----------*----------★-----------*--------★-------
◾মিডিয়াম টাইপ রিসোর্ট।
◾ইকোনমি চেয়ার কোচ, (৪০আসন)
◾৫ বেলা খাবার।
🌏 ভ্রমণ শুরু হবেঃ- ০৭ই -ডিসেম্বর, বৃহস্পতিবার , রাত ১০ঃ০০টা, (ঢাকার গাবতলী থেকে)
🌍ঢাকার উদ্দেশ্যে রওনাঃ- ০৯ই -ডিসেম্বর ,
শনিবার , রাত ০৯ঃ০০ টা,( খাগড়াছড়ি থেকে রওনা )
[ইনশাআল্লাহ ১০ ই ডিসেম্বর ( রবিবার ) সকাল ০৫ঃ০০ টার মধ্যে ঢাকা থাকবো।]
বুকিং হটলাইনঃ 🔰
📞 01733068850
📞 01673023635
📣📣 যাচ্ছে... মেঘের রাজ্য সাজেক ভ্যালী, তাহলে আর মিস করছেন কেন..? ঘুরে আসুন আপনি ও আপনার পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন ও ভাই-বন্ধুদের কে... নিয়ে মেঘের রাজ্য সাজেক ভ্যালী, আজই বুকিং করে ফেলুন!!
মেঘের রাজ্য সাজেক ভ্যালী, পাহাড়ের উপরে বসে সূর্যাস্ত দেখার মজাই আলাদা,
অথবা সী লেভেল থেকে ১৮৮০ ফুট উপরে হ্যালিপ্যাডে বসে জোসনা বিলাস করেছেন?
আর করে থাকলে সেই অনুভূতি কেমন ছিলো?
সেখানে কি বার বার আপনাকে টানে না?
আপনার কী মেঘেদের সাথে খেলা করতে মন চাচ্ছে , তাহলে আয় দেরি কেন..? এর বিশেষ আয়োজন #৪৯৯৯/- টাকায় ঘুরে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালী। খাগড়াছড়ি থেকে ৭০ কিলোমিটার আর দিঘিনালা থেকে ৪৯ কিলোমিটার দূরে যে মেঘের রাজ্য আছে সেটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
মন রিফ্রেশ করতে সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী স্পট হিসেবে ধরা হয়।।
বিঃদ্রঃ 🔰
ট্যুর আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপেঃ-
https://www.facebook.com/groups/877199556438559/?ref=share
🚌🚌 বাসের সিটগুলো অবশ্যই বুকিং ভিত্তিতে দেওয়া হবে, এব্যাপারে কোনো প্রকার অনুরোধ করা যাবে না।
👩‍👩‍👧‍👦 ফ্যামিলি বা ফিমেল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার এমন'কি সিংগেল আপুরাও নিঃসংকোচে এই ইভেন্টে যেতে পারেন, ইনশাআল্লাহ,,,
👩‍❤️‍👩 #কাপল_প্যাকেজ ৳ ১০৯৯৯/-টাকা (দুইজনের জন্য)।
🌏🌏 ভ্রমণ পরিকল্পনাঃ 🔰
👉 ১ম দিন আনুমানিক রাত ১০টা'য় বাসে খাগড়াছড়ির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ।
👉 ২য় দিন খুব ভোরে খাগড়াছড়ি পৌছাবো। তারপর ফ্রেশ হয়ে সবাই একসাথে সকালের নাস্তা করে চান্দের গাড়ীতে করে প্রথমে চলে যাব ১০ টার দিকে আর্মিদের প্রথম এসকর্টের সাথে পাহাড়ের আঁকাবাকা পথে দুলতে দুলতে সাজেক পৌছাবো। রিসোর্টে চেক-ইন করে দুপুরের খাবার খেয়ে কিছুটা বিশ্রাম। এরপর ট্যুর হোস্ট কে সাথে নিয়ে কংলাক পাহাড় ট্র‍্যাকিং (কেও ট্র‍্যাকিং না করতে চাইলে রিসোর্টে বিশ্রাম নিতে পারবেন)। সন্ধ্যায় হেলিপ্যাডে আড্ড হবে। রাতের খাবারে থাকছে বার-বি-কিউ ও পরটার আয়োজন। এরপর ইকটু গান বাজনা, লাফালাফি, ঝাঁপাঝাপি করে ঘুম।
👉 ৩য় দিন ঐদিন খুব ভোরে হেলিপ্যাডে চলে যাবো। হেলিপ্যড থেকে সূর্যোদয় দেখা আপনার জীবনের অন্যতম স্মরণীয় একটি স্মৃতি হয়ে থাকবে, ইনশাআল্লাহ। এরপর চলে আসবো আবার রিসোর্টে, সকালের নাস্তা করে আর্মিদের এসকর্টের সাথে চলে আসবো খাগড়াছড়ি। খাগড়াছড়ি দুপুরের খাবার খেয়ে আলুটিলা গুহা এবং খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখবো। সন্ধ্যার সময়টা ফ্রি থাকবে কেনাকাটা করার জন্য। তারপর আনুমানিক ৯.৩০ টা'র বাসে উঠে ঢাকা ফিরবো।
👉 ৪র্থ দিন, খুব ভোরে ঢাকা থাকবো, ইনশাআল্লাহ।।
🌏 প্যাকেজের অন্তর্ভুক্তঃ 🔰
★ ঢাকা- খাগড়াছড়ি- ঢাকা বাস টিকেট,
★ ৫ বেলার মূল খাবার,
★ রিসোর্ট ভাড়া,
★ গাইডের খরচ,
★ চান্দের গাড়ি ভাড়া,
🌎 প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ 🔰
★ হাইওয়ের খাবার,
★ সকল প্রকার টিকিট এন্ট্রি ফ্রী
★ প্যাকেজে দেয়া হয় নি এমন খরচ,
🍝🍜 প্রথম দিনের খাবার মেন্যুঃ 🔰
🔹সকালের নাস্তা -- পরটা, ডিম, সবজি/ডাল, চা / ডিম খিচুরি।
🔸দুপুরের খাবার -- সাজেক ভ্যালীর ঐতিহ্যবাহী বেম্বো চিকেন, সাথে ভাত, ভর্তা, ডাল, সবজি,,
🔹রাতের খাবার -- বারবি কিউ চিকেন, সাথে পরটা, সালাদ,।
🍜🍜 দ্বিতীয় দিনের খাবার মেন্যুঃ 🔰
🔸সকালের নাস্তা -- খিচুরি, সাথে ডিম, চাটনি,,
🔹দুপুরের খাবার -- মুরগি/মাছ, সবজি, ভাত, ডাল, ভর্তা,,
🌎 বুকিং পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে হবে। বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ২০০০/- টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারবেন না তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বুকিং কনফার্ম করতে পারেন।
(মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যারা বুকিং করবেন খরচ বাবদ ৪০ টাকা সহ ২০৪০ টাকা জমা দিতে হবে )
❌ মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয় )❌
★ #বিকাশ : (Personal) 01733068850
★ #নগদ: (Personal) 01733068850
★ #রকেট : (Personal) 016730236350
⏩ কর্পোরেট/ফ্যামিলি ট্রিপের জন্য সরাসরি কল করুন, 01733068850 এই নাম্বারে।
👨‍👨‍👦>> ০ থেকে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে কোন ফি লাগবে না এবং ৩ বছরের বেশি বয়সি বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে।
🌐 সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং দিতে পারেন।
◾ঢাকা অফিসঃ-
163 West Mnipur, Mirpur, Dhaka
🕓 #অফিস_টাইমঃ- সকাল ১০ঃ০০ টা থেকে সন্ধ্যা ০৬ঃ০০ টা পর্যন্ত।
(বিঃ দ্রঃ যেকোনো পরিস্থিতিতে পরিবেশ ও সময়োপযোগী সিদ্ধান্ত কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে )

22/10/2023
ওই দুরের আকাশটাকে বলতে চাই, আমি তোমার হাতটা ধরে, রংধনুর মাঝে হারিয়ে যেতে চাই, আমি তোমায় নিয়ে।
22/10/2023

ওই দুরের আকাশটাকে বলতে চাই, আমি তোমার হাতটা ধরে, রংধনুর মাঝে হারিয়ে যেতে চাই, আমি তোমায় নিয়ে।

14/10/2023

খুব শীগ্রই আমরা কক্সবাজার ট্যুরের প্যাকেজ করতে যাচ্ছি। সবাই রেডিতো?

 #প্রতিটা_জেলার_টুরিস্ট_স্পট ❤️টুরিস্টদের জানা উচিৎ।
21/03/2023

#প্রতিটা_জেলার_টুরিস্ট_স্পট ❤️
টুরিস্টদের জানা উচিৎ।

 #সাজেক_ভ্যালী_ভ্রমণ,  #মাত্র_৪৯৯৯ /- টাকায়। #সাজেক_ভ্যালী_ভ্রমণ,  #মাত্র_৪৯৯৯ /- টাকায়   ৩-রাত ২- দিন।   এর সাথে..💠 ২৮,...
15/12/2022

#সাজেক_ভ্যালী_ভ্রমণ, #মাত্র_৪৯৯৯ /- টাকায়।
#সাজেক_ভ্যালী_ভ্রমণ, #মাত্র_৪৯৯৯ /- টাকায় ৩-রাত ২- দিন। এর সাথে..
💠 ২৮,২৯ ও ৩০ ই- ডিসেম্বর, ঘুরে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালী এর সাথে..
❣️সুবর্ণ সুযোগ❣️
💠গন্তব্যঃ সাজেক ও খাগড়াছড়ি ভ্রমন
🔰ইভেন্ট ফিঃ- ৪৯৯৯/- টাকা
💠ভ্রমণের স্থান সমুহঃ
* সাজেক ভ্যালী√
* রুই লুই পাড়া√
* কংলাক পাহাড়√
* কংলাক পাড়া √
* লুসাই গ্রাম √
* স্টোন গার্ডেন√
* হ্যালিপ্যাড√
* আলুটিলা গুহা√
* রিসাং ঝর্ণা √ (সময়সাপেক্ষে)
* হা‌র্টিকালচার পার্ক ( ঝুলন্ত ব্রিজ ) √
------★----------*----------★-----------*--------★-------
◾মিডিয়াম টাইপ রিসোর্ট।
◾ইকোনমি চেয়ার কোচ, (৪০আসন)
◾৫ বেলা খাবার।
🌏 ভ্রমণ শুরু হবেঃ- ২৮ই -ডিসেম্বর, বুধবার , রাত ১০ঃ০০টা, (ঢাকার গাবতলী থেকে)
🌍ঢাকার উদ্দেশ্যে রওনাঃ- ৩০ই -ডিসেম্বর ,
শুক্রবার , রাত ০৯ঃ০০ টা,( খাগড়াছড়ি থেকে রওনা )
[ইনশাআল্লাহ ৩১শে ডিসেম্বর ( শনিবার ) সকাল ০৫ঃ০০ টার মধ্যে ঢাকা থাকবো।]
বুকিং হটলাইনঃ 🔰
📞 01733068850
📞 01673023635
📣📣 যাচ্ছে... মেঘের রাজ্য সাজেক ভ্যালী, তাহলে আর মিস করছেন কেন..? ঘুরে আসুন আপনি ও আপনার পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন ও ভাই-বন্ধুদের কে... নিয়ে মেঘের রাজ্য সাজেক ভ্যালী, আজই বুকিং করে ফেলুন!!
মেঘের রাজ্য সাজেক ভ্যালী, পাহাড়ের উপরে বসে সূর্যাস্ত দেখার মজাই আলাদা,
অথবা সী লেভেল থেকে ১৮৮০ ফুট উপরে হ্যালিপ্যাডে বসে জোসনা বিলাস করেছেন?
আর করে থাকলে সেই অনুভূতি কেমন ছিলো?
সেখানে কি বার বার আপনাকে টানে না?
আপনার কী মেঘেদের সাথে খেলা করতে মন চাচ্ছে , তাহলে আয় দেরি কেন..? এর বিশেষ আয়োজন #৪৯৯৯/- টাকায় ঘুরে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালী। খাগড়াছড়ি থেকে ৭০ কিলোমিটার আর দিঘিনালা থেকে ৪৯ কিলোমিটার দূরে যে মেঘের রাজ্য আছে সেটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
মন রিফ্রেশ করতে সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী স্পট হিসেবে ধরা হয়।।
বিঃদ্রঃ 🔰
ট্যুর আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপেঃ-
https://www.facebook.com/groups/877199556438559/?ref=share
🚌🚌 বাসের সিটগুলো অবশ্যই বুকিং ভিত্তিতে দেওয়া হবে, এব্যাপারে কোনো প্রকার অনুরোধ করা যাবে না।
👩‍👩‍👧‍👦 ফ্যামিলি বা ফিমেল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার এমন'কি সিংগেল আপুরাও নিঃসংকোচে এই ইভেন্টে যেতে পারেন, ইনশাআল্লাহ,,,
👩‍❤️‍👩 #কাপল_প্যাকেজ ৳ ১০৯৯৯/-টাকা (দুইজনের জন্য)।
🌏🌏 ভ্রমণ পরিকল্পনাঃ 🔰
👉 ১ম দিন আনুমানিক রাত ১০টা'য় বাসে খাগড়াছড়ির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ।
👉 ২য় দিন খুব ভোরে খাগড়াছড়ি পৌছাবো। তারপর ফ্রেশ হয়ে সবাই একসাথে সকালের নাস্তা করে চান্দের গাড়ীতে করে প্রথমে চলে যাব ১০ টার দিকে আর্মিদের প্রথম এসকর্টের সাথে পাহাড়ের আঁকাবাকা পথে দুলতে দুলতে সাজেক পৌছাবো। রিসোর্টে চেক-ইন করে দুপুরের খাবার খেয়ে কিছুটা বিশ্রাম। এরপর ট্যুর হোস্ট কে সাথে নিয়ে কংলাক পাহাড় ট্র‍্যাকিং (কেও ট্র‍্যাকিং না করতে চাইলে রিসোর্টে বিশ্রাম নিতে পারবেন)। সন্ধ্যায় হেলিপ্যাডে আড্ড হবে। রাতের খাবারে থাকছে বার-বি-কিউ ও পরটার আয়োজন। এরপর ইকটু গান বাজনা, লাফালাফি, ঝাঁপাঝাপি করে ঘুম।
👉 ৩য় দিন ঐদিন খুব ভোরে হেলিপ্যাডে চলে যাবো। হেলিপ্যড থেকে সূর্যোদয় দেখা আপনার জীবনের অন্যতম স্মরণীয় একটি স্মৃতি হয়ে থাকবে, ইনশাআল্লাহ। এরপর চলে আসবো আবার রিসোর্টে, সকালের নাস্তা করে আর্মিদের এসকর্টের সাথে চলে আসবো খাগড়াছড়ি। খাগড়াছড়ি দুপুরের খাবার খেয়ে আলুটিলা গুহা এবং খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখবো। সন্ধ্যার সময়টা ফ্রি থাকবে কেনাকাটা করার জন্য। তারপর আনুমানিক ৯.৩০ টা'র বাসে উঠে ঢাকা ফিরবো।
👉 ৪র্থ দিন, খুব ভোরে ঢাকা থাকবো, ইনশাআল্লাহ।।
🌏 প্যাকেজের অন্তর্ভুক্তঃ 🔰
★ ঢাকা- খাগড়াছড়ি- ঢাকা বাস টিকেট,
★ ৫ বেলার মূল খাবার,
★ রিসোর্ট ভাড়া,
★ গাইডের খরচ,
★ চান্দের গাড়ি ভাড়া,
🌎 প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ 🔰
★ হাইওয়ের খাবার,
★ সকল প্রকার টিকিট এন্ট্রি ফ্রী
★ প্যাকেজে দেয়া হয় নি এমন খরচ,
🍝🍜 প্রথম দিনের খাবার মেন্যুঃ 🔰
🔹সকালের নাস্তা -- পরটা, ডিম, সবজি/ডাল, চা / ডিম খিচুরি।
🔸দুপুরের খাবার -- সাজেক ভ্যালীর ঐতিহ্যবাহী বেম্বো চিকেন, সাথে ভাত, ভর্তা, ডাল, সবজি,,
🔹রাতের খাবার -- বারবি কিউ চিকেন, সাথে পরটা, সালাদ,।
🍜🍜 দ্বিতীয় দিনের খাবার মেন্যুঃ 🔰
🔸সকালের নাস্তা -- খিচুরি, সাথে ডিম, চাটনি,,
🔹দুপুরের খাবার -- মুরগি/মাছ, সবজি, ভাত, ডাল, ভর্তা,,
🌎 বুকিং পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে হবে। বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ২০০০/- টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারবেন না তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বুকিং কনফার্ম করতে পারেন।
(মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যারা বুকিং করবেন খরচ বাবদ ৪০ টাকা সহ ২০৪০ টাকা জমা দিতে হবে )
❌ মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয় )❌
★ #বিকাশ : (Personal) 01733068850
★ #নগদ: (Personal) 01733068850
★ #রকেট : (Personal) 016730236350
⏩ কর্পোরেট/ফ্যামিলি ট্রিপের জন্য সরাসরি কল করুন, 01733068850 এই নাম্বারে।
👨‍👨‍👦>> ০ থেকে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে কোন ফি লাগবে না এবং ৩ বছরের বেশি বয়সি বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে।
🌐 সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং দিতে পারেন।
◾ঢাকা অফিসঃ-
163/1, West Mnipur, Mirpur, Dhaka
🕓 #অফিস_টাইমঃ- সকাল ১০ঃ০০ টা থেকে সন্ধ্যা ০৬ঃ০০ টা পর্যন্ত।
(বিঃ দ্রঃ যেকোনো পরিস্থিতিতে পরিবেশ ও সময়োপযোগী সিদ্ধান্ত কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে )

31/10/2022

ট্যুরে গেলে সবাই সাবধান।

ফাইনালী আমরা সিকিম গ্যাংটক লাচুং ও দার্জেলিং যাচ্ছি আগামী অক্টোবর মাসের ৫ তারিখ রাতের বাসে, টেকনিক্যাল থেকে বাস ছাড়বে। ৫...
16/09/2022

ফাইনালী আমরা সিকিম গ্যাংটক লাচুং ও দার্জেলিং যাচ্ছি আগামী অক্টোবর মাসের ৫ তারিখ রাতের বাসে, টেকনিক্যাল থেকে বাস ছাড়বে। ৫ রাত ৪ দিন প্যাকেজ মুল্য ১৮৫০০ টাকা। যারা যেতে চান দ্রুত রেজিষ্ট্রেশন করেন ফেলুন। যারা যারা যাচ্ছেন তাদের পিক পোস্ট করা হয়েছে। রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করুন, মোবাইলঃ ০১৭৩৩০৬৮৮৫০

 #গ্যাংটক_সিকিম_লাচুং_বাই_রোডে_৫_রাত_৪_দিন ************************************************বিসমিল্লাহির  রাহমানির রাহীম।...
12/08/2022

#গ্যাংটক_সিকিম_লাচুং_বাই_রোডে_৫_রাত_৪_দিন
************************************************
বিসমিল্লাহির রাহমানির রাহীম। পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে পালিসা ট্রাভেল এন্ড টুরিজম সিকিম- গ্যাংটক- লাচুং ট্যুর শুরু করতে যাচ্ছে। চলুন পরিবার, পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সকলকে নিয়ে সিকিম-গ্যাংটক- লাচুং ঘুরে আসি।

#গ্যাংটক_সিকিম_লাচুং_বাই_রোডে_৫_রাত_৪_দিন
মাত্র ১৮,৫০০/- টাকা (এসি বাস)
মাত্র ১৬,৫০০/- টাকা (নন এসি বাস)
বুকিং মানি ৫,০০০ টাকা। অনলাইনে পে করা যাবে।
**************************************
আমাদের এই ট্যুর প্রতি মাসের প্রথম সপ্তাহে ও শেষ সপ্তাহে হবে। প্রতি মাসে ২ টা করে ট্যুর হবে।
***************************************
★ ট্যুর প্যাকেজঃ ১৮৫০০/- টাকা মাত্র
★ বুকিং মানিঃ ৫০০০/- টাকা
★ভ্রমণ তারিখঃ ২০/০৯/২০২২ ইং
★ ভ্রমণ সমাপ্তিঃ২৪/০৯/২০২২ইং
★ বুকিং এর শেষ তারিখঃ ১৫/০৯/২০২২ইং
★ সিকিম পারমিশন আমরা করে দিব।
★ অবশ্যই চ্যাংড়াবান্ধা দিয়ে ভিসা থাকতে হবে।
★ যাদের চ্যাংড়াবান্ধা দিয়ে ভিসা নাই তারা ( শিলিগুড়ি থেকে আমাদের সাথে জয়েন্ট হতে পারবেন) তাদেরকে ১৩৫০০ রুপি করে দিতে হবে।

#প্যাকেজে_যা_থাকছেঃ
~~~~~~~~~~~~~~~~~~~~
★ ঢাকা- বুড়িমারী- ঢাকা এসি বাস এর টিকেট
★ চ্যাংড়াবান্দা- শিলিগুড়ি-গ্যাংটক- চ্যাংড়াবান্দা জীপ খরচ
★ আমাদের হোটেল গ্যাংটক মল এর সাথে
★ প্রতি দিন ৩ বেলা খাবার
★ প্রতি রুমে ২/৩ শেয়ার।

#প্যাকেজে_অন্তর্ভুক্ত_নয় #
~~~~~~~~~~~~~~~
★ ভিসা ফি-৮৫০ টাকা
★ ভ্রমণ ট্যাক্স ৫৫০ টাকা
★ বর্ডার স্পীড মানি : ৭০০ টাকা
★ ২ পার্সে বর্ডার টিপস ৫০০ টাকা
★ যাত্রা পথে খাবার খরচ
★ ব্যক্তিগত খরচসমুহ
★ পোশাকঃ
সিকিম এ শীত তাই শীতের পোশাক অবশ্যই সাথে রাখতে হবে। ফুল হাতা শার্ট, ফুল হাতা গেনজি, ফুল প্যান্ট, হাত মোজা, কান টুপি,জ্যাকেট/ ব্লেজার, টুথব্রাশ, টুথপেষ্ট, লিপজেল।
বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা/ রেইনকোট
★ পাহাড়ি পথে হাটার জন্য কেডস,
★ রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস/সানক্যাপ।
★ অন্যান্যঃ বাইনোকুলার, ক্যামেরা, টুথপেস্ট, টুথব্রাশ, তাওয়েল, স্লিপার, জরুরি ঔষধ। ফার্স্ট এইড ব্যান্ডেজ।

#পারমিশন_এর_জন্য_যা_যা_জমা_দিতে_হবে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
★ মুল পাসপোর্ট এর ফটোকপি ১০ কপি
★ ভিসার ফটোকপি ১০ কপি
★ পাসপোর্ট সাইজ ছবি ১০ কপি।

#ট্যুরে_আমরা_যা_যা_দেখবোঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
১। গ্যাংটক শহর,
২। চাংগু লেক,
৩। সেভেন সিস্টার ওয়াটার ফলস,
৪। নাগা ওয়াটার ফলস
৫। ভিম ওয়াটার ফলস,
৬। লাচুং শহর,
৭। ইয়ামাথাং ভ্যালি জিরো পয়েন্ট (যদি পারমিশন পাওয়া যায়)
৮। যদি কেও কাটাং যেতে চান তাহলে ৫০০/- রুপি করে দিয়ে জেতে পারবেন।
৯। সময় সাপেক্ষে আরো কিছু স্পট।

#ভিসা_প্রসেসিং_করার_প্রয়োজনীয়_ডকুমেন্টসের_তালিকাঃ
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
১। ৬ মাসের ভ্যালিড পাসপোর্ট
২। ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট। ব্যালেন্স কমপক্ষে ২১,০০০/= টাকা।
৩। চাকুরীজীবীদের জন্যে অফিস থেকে এন ও সি লেটার (নো অবজেকশন সার্টিফিকেট),
৪। ব্যবসায়ীদের জন্যে ট্রেড লাইসেন্স এর ফটোকপি
৫। অফিসের আইডি কার্ডের কপি (চাকুরীজীবীদের জন্যে),
৬। ন্যাশনাল আইডি কার্ডের কপি
৭। ছবি (২”/২”, ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে)
৮। বিদু্ৎ/পানি/টেলিফোন বিলের কপি
৯। ষ্টুডেন্ট আইডি কার্ড (স্টুডেন্টদের ক্ষেত্রে)।

#ভিসা_সংক্রান্ত_তথ্যঃ
~~~~~~~~~~~~~~~~~~~
সিকিম ট্যুরের জন্য অবশ্যই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ভিসা করা থাকতে হবে।

#জরুরী_নোটঃ
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
• কোনো প্রকার আইন বিরোধী কাজে সম্পৃক্ত থাকা যাবেনা।
• নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু কোনভাবেই করা যাবেনা।
• সমালোচনা বা মজা করতে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমন বা অসম্মান করা যাবেনা। পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
• যারা ভ্রমনে ছোট খাটো সমস্যাগুলো নিজের মনে করে মেনে নিতে পারেন না তাদের কোন গ্রুপ ভ্রমনে না যাওয়াই শ্রেয়।
• কোন ভাবেই অতিরিক্ত দু:সাহস দেখানো যাবেনা।
• দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
• অন্য কোন সদস্যের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। করার পর ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিজের উপরেই বর্তাবে।
• ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
• ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবার সর্বাত্মক সহায়তা কাম্য।
====== #শিশু_পলিসি======
# ০-২ বছর কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে বাসে আলাদা সিটের ভাড়া ব্যতীত)
# ৩ থেকে ০৭ বছর বয়সের শিশুদের জন্য ৮০% খরচ বহন করতে হবে (আলাদা বেড এবং বাস / বিমানের চাইল্ড পলিসি হিসেবে ভাড়া ব্যতীত )।
# ০৭ বছরের উপরে সকলকে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে গণ্য করা হবে।
যেভাবে বুকিং করতে পারবেন :
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Bkash & Nogod No- 01733068850 (Personal Account)
Rocket No- 016730236350, Doutch Bangla Bank- Account Holder: Rokibul Hasan, Acc No- 1491010045190, Manikganj Brunch

#বুকিং_করতে_যোগাযোগ_করুনঃ
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
লায়ন ইঞ্জিনিয়ার রকিবুল হাসান (পাভেল)
পরিচালক
#পালিসা_ট্রাভেল_এন্ড_টুরিজম
রুম #২১২, লিফট-৮
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স
মিরপুর-১, ঢাকা।
মোবাইলঃ ০১৭৩৩০৬৮৮৫০
০১৭১৭৩১৫৩৫১

শুভ সকাল আসুন ভ্রমন করি, শরীর মন সজিব ও সতেজ রাখি।
04/08/2022

শুভ সকাল
আসুন ভ্রমন করি, শরীর মন সজিব ও সতেজ রাখি।

📢📢📢 বাজেট ফ্রেন্ডলি রিলাক্স ট্যুরে কক্সবাজার ভ্রমণ পালিসা ট্রাভেল এন্ড ট্যুরিজম এর সাথে।২রাত ৩ দিন কক্সবাজার থাকা-খাওয়া...
17/04/2022

📢📢📢 বাজেট ফ্রেন্ডলি রিলাক্স ট্যুরে কক্সবাজার ভ্রমণ পালিসা ট্রাভেল এন্ড ট্যুরিজম এর সাথে।
২রাত ৩ দিন কক্সবাজার থাকা-খাওয়া মাত্র ৮৫০০/= টাকা জনপ্রতি (নন এসি বাস)।
🔘এসি বাসে গেলে জনপ্রতি ১০০০ টাকা বেশি হবে।
➡️ কোন হিডেন চার্জ নেই ⬅️
ছেলে,মেয়ে,কাপল/পরিবার নিয়ে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে। মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ্।

🔹প্যাকেজের অন্তর্ভুক্ত:
✔️ ঢাকা-কক্সবাজার-ঢাকা আসা-যাওয়া (এসি/ননএসি) বাস।
✔️ হোটেলে ২ রাত অবস্থান করা।
✔️ হোটেলে অবস্থানকালীন ফ্রি ওয়াইফাই এবং ওয়াশরুমে গিজার সুবিধা।
✔️ ৩ দিনে মোট ৯ বেলা খাবার।
✔️ মেরিন ড্রাইভ হয়ে ইনানি বিচ এবং হিমছড়ি ভ্রমণ।
✔️ সকল স্পটের এন্ট্রি ফি।
✔️ অভিজ্ঞ গাইড সেবা। (Both Male & Female Guide)
✔️ ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা।

🔸 প্যাকেজে অন্তর্ভুক্ত নয়:
❌ যাত্রাবিরতিতে কোন খাবার, ঔষধ।
❌প্যাকেজে উল্লেখ করা হয়নি, এমন কোন খরচ।
❌ যেকোনো ধরনের ব্যক্তিগত খরচ।

🔶 ভ্রমণ প্ল্যান:
০৫ ই মে রাত ১০ টার বাসে রওনা দিয়ে কক্সবাজার যাব, কক্সবাজার ২ রাত থাকবো, সব কিছু ঘুরে দেখবো এবং ০৮ ই মে আনুমানিক সকাল (৬/৭ টার) মধ্যে ঢাকায় পৌছে যাব ইনশাআল্লাহ্।

📍 কনফার্ম করার আগে অবশ্যই যে বিষয়গুলো বিবেচনা করতে হবে:
♦️আপনার দ্বারা ট্যুরের কোন মেয়ে যেন হ্যারেজমেন্ট এর শিকার না হয়।
♦️ট্যুর কমিটির কারো সাথে যেন খারাপ ব্যবহার করা না হয়।
♦️একে অন্যের প্রতি ত্যাগ করার মানসিকতা থাকতে হবে।
♦️নিজের চাহিদা পূরণের পাশাপাশি অন্যদের চাহিদা পূরণ করার চেষ্টা।
♦️এটি একটি গ্রুপ ট্যুর তাই সবার সাথে মানিয়ে চলতে হবে।
♦️কথায় কথায় ভুল ধরা এবং খুঁতখুঁতে স্বভাব থাকলে আমাদের সাথে না যাওয়াই ভালো।
♦️কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেয়া যাবে না।
♦️প্রকৃতির ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না।
♦️ভ্রমণ কালীন যেকোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
♦️অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে।
♦️শালীনতার মধ্যে থেকে আমরা সর্বোচ্চ আনন্দ উপভোগ করবো ইনশাআল্লাহ্।
⚠️ বুকিং মানি ৩০০০ টাকা দিয়ে কনফার্ম করতে হবে, যা কেউ ভ্রমণ বাতিল করলে অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
⚠️ মৌখিক কিংবা সম্ভাব্য কোন বুকিং গ্রহণযোগ্য হবে না।
⚠️ বুকিং এর উপর ভিত্তি করে সিট প্ল্যানিং করা হবে। যে যত আগে বুকিং করবে তার সিট ততো সামনে হবে।
⚠️ কেউ এয়ার ✈️ এ যেতে চাইলে আলাদাভাবে কাস্টমাইজ প্যাকেজ করে দেয়া যাবে।
📣📣📣 বুকিং এর শেষ সময় ২৮ এপ্রিল পর্যন্ত।

📌বুকিং পদ্ধতি:
বিকাশে পাঠাতে পারেন🔻
নগদে পাঠাতে পারেন🔻
01733068850 (পার্সোনাল)
রকেটে পাঠাতে পারেন🔻
০১৬৭৩০২৩৬৩৫
ডাচ বাংলা ব্যাংকে পাঠাতে পারেন🔻
রকিবুল হাসান
একাউন্ট নাম্বারঃ ১৪৯.১০১.৪৫১৯০
ডাচ বাংলা ব্যাংক লিঃ
মানিকগঞ্জ শাখা।
(৩০০০ + খরচ)
বিকাশ/নগদ /রকেট করার আগেই অবশ্যই যে নম্বরে করবেন ঐ নম্বরে কল দিয়ে কথা বলে নেবেন অথবা সরাসরি এডমিনের সাথে দেখা করেও বুকিং করতে পারেন।
বিঃদ্রঃ যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাসের আসন ও ট্যুর প্ল্যান,এমনকি ট্যুর ডেট পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র উক্ত ট্যুর কমিটির হাতে অর্পিত থাকবে।
আমাদের মানিকগঞ্জের অফিসঃ দোয়েল ক্লিনিকের বিল্ডিং ৪র্থ তলা, বাসষ্ট্যান্ড, মানিকগঞ্জ।
আমাদের ঢাকার অফিসঃ ১৬৩/১, মনিপুর, মিরপুর-২, ঢাকা।
মোবাইল- ০১৭৩৩০৬৮৮৫০, ইমেইলঃ [email protected]
🎤 পালিসা ট্রাভেল এন্ড ট্যুরিজম এর সঙ্গে আপনাদের ভ্রমণ হোক সুন্দর এবং আনন্দময়।
🙏ধন্যবাদ সবাইকে।

আমার নতুন একটা ট্যুর কোম্পানি পালিসা ট্রাভেল এন্ড টুরিজম, এই ট্যুর কোম্পানির মাধ্যমে আমি সম্মানিত ২৫ জনের একটা টিম নিয়ে ...
16/02/2022

আমার নতুন একটা ট্যুর কোম্পানি পালিসা ট্রাভেল এন্ড টুরিজম, এই ট্যুর কোম্পানির মাধ্যমে আমি সম্মানিত ২৫ জনের একটা টিম নিয়ে গত বছর ১১ ফেব্রুয়ারী কক্সবাজারের দিকে যাত্রা শুরু করি, মহান রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে কক্সবাজার, ইনানী, হিমছড়ি, মহেশখালীসহ অনেক জায়গা দর্শন করে সুস্থভাবে সবাই আজ সকালে ঢাকাতে পৌছি। আমি আমার পালিসা ট্রাভেল এন্ড টুরিজমের পক্ষ থেকে পরিপূর্ণ সেবা প্রদান করেছি। সবাই খুব হ্যাপী। সব চাইতে বড় পাওয়া, সকল সম্মানিত টুরিস্ট মেম্বাররা আমাকে বলেছেন কথা দিয়েছেন, আমি পরবর্তী ট্যুরের যে সকল প্যাকেজ করবো, তারা সকলেই সব প্যাকেজে ট্যুর করতে যাবে। এটাই হলো আমার সার্থকতা। ধন্যবাদ ও ভালবাসা জানাচ্ছি ট্যুরে যাওয়া সকল সম্মানিত সদস্যবৃন্দদের। এটা আমার কোম্পানির ১ম ট্যুর, তাই ভুল ক্ষমার চোখে দেখবেন।
আমার ফেজবুক বন্ধুরা আমার পালিসা ট্রাভেল এন্ড টুরিজম কোম্পানি গ্রুপ পেজে জয়েন করতে নিচের লিংকে ক্লিক করে জয়েন করুন। লিংকঃ https://www.facebook.com/groups/877199556438559/?ref=share

১৩/০১/২০২২ আবারও যাচ্ছি কক্সবাজার, আপনারা যারা যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন।
13/12/2021

১৩/০১/২০২২ আবারও যাচ্ছি কক্সবাজার, আপনারা যারা যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন।

📢📢📢 বাজেট ফ্রেন্ডলি রিলাক্স ট্যুরে কক্সবাজার ভ্রমণ পালিসা ট্রাভেল এন্ড ট্যুরিজম এর সাথে। ২রাত ৩ দিন কক্সবাজার থাকা-খাওয়...
06/12/2021

📢📢📢 বাজেট ফ্রেন্ডলি রিলাক্স ট্যুরে কক্সবাজার ভ্রমণ পালিসা ট্রাভেল এন্ড ট্যুরিজম এর সাথে।
২রাত ৩ দিন কক্সবাজার থাকা-খাওয়া মাত্র ৫৯৯৯ টাকা জনপ্রতি (নন এসি বাস)।
🔘এসি বাসে গেলে জনপ্রতি ১০০০ টাকা বেশি হবে।
➡️ কোন হিডেন চার্জ নেই ⬅️
ছেলে,মেয়ে,কাপল/পরিবার নিয়ে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে। মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ্।
🔹প্যাকেজের অন্তর্ভুক্ত:
✔️ ঢাকা-সেন্টমারটিন ও কক্সবাজার-ঢাকা আসা-যাওয়া (এসি/ননএসি) বাস।
✔️ হোটেলে ২ রাত অবস্থান করা।
✔️ হোটেলে অবস্থানকালীন ফ্রি ওয়াইফাই এবং ওয়াশরুমে গিজার সুবিধা।
✔️ ৩ দিনে মোট ৯ বেলা খাবার।
✔️ মেরিন ড্রাইভ হয়ে ইনানি বিচ এবং হিমছড়ি ভ্রমণ।
✔️ সকল স্পটের এন্ট্রি ফি।
✔️ অভিজ্ঞ গাইড সেবা। (Both Male & Female Guide)
✔️ ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা।
🔸 প্যাকেজে অন্তর্ভুক্ত নয়:
❌ যাত্রাবিরতিতে কোন খাবার, ঔষধ।
❌প্যাকেজে উল্লেখ করা হয়নি, এমন কোন খরচ।
❌ যেকোনো ধরনের ব্যক্তিগত খরচ।
🔶 ভ্রমণ প্ল্যান:
১৩ ই জানুয়ারী রাত ১০ টার বাসে রওনা দিয়ে কক্সবাজার যাব, কক্সবাজার ২ রাত থাকবো, সব কিছু ঘুরে দেখবো এবং ১৬ ই জানুয়ারী আনুমানিক সকাল (৬/৭ টার) মধ্যে ঢাকায় পৌছে যাব ইনশাআল্লাহ্।
📍 কনফার্ম করার আগে অবশ্যই যে বিষয়গুলো বিবেচনা করতে হবে:
♦️আপনার দ্বারা ট্যুরের কোন মেয়ে যেন হ্যারেজমেন্ট এর শিকার না হয়।
♦️ট্যুর কমিটির কারো সাথে যেন খারাপ ব্যবহার করা না হয়।
♦️একে অন্যের প্রতি ত্যাগ করার মানসিকতা থাকতে হবে।
♦️নিজের চাহিদা পূরণের পাশাপাশি অন্যদের চাহিদা পূরণ করার চেষ্টা।
♦️এটি একটি গ্রুপ ট্যুর তাই সবার সাথে মানিয়ে চলতে হবে।
♦️কথায় কথায় ভুল ধরা এবং খুঁতখুঁতে স্বভাব থাকলে আমাদের সাথে না যাওয়াই ভালো।
♦️কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেয়া যাবে না।
♦️প্রকৃতির ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না।
♦️ভ্রমণ কালীন যেকোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
♦️অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে।
♦️শালীনতার মধ্যে থেকে আমরা সর্বোচ্চ আনন্দ উপভোগ করবো ইনশাআল্লাহ্।
⚠️ বুকিং মানি ৩০০০ টাকা দিয়ে কনফার্ম করতে হবে, যা কেউ ভ্রমণ বাতিল করলে অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
⚠️ মৌখিক কিংবা সম্ভাব্য কোন বুকিং গ্রহণযোগ্য হবে না।
⚠️ বুকিং এর উপর ভিত্তি করে সিট প্ল্যানিং করা হবে। যে যত আগে বুকিং করবে তার সিট ততো সামনে হবে।
⚠️ কেউ এয়ার ✈️ এ যেতে চাইলে আলাদাভাবে কাস্টমাইজ প্যাকেজ করে দেয়া যাবে।
📣📣📣 বুকিং এর শেষ সময় ২০ ডিসেম্বর পর্যন্ত।
📌বুকিং পদ্ধতি:
বিকাশে পাঠাতে পারেন🔻
নগদে পাঠাতে পারেন🔻
01733068850 (পার্সোনাল)
রকেটে পাঠাতে পারেন🔻
০১৬৭৩০২৩৬৩৫০
ডাচ বাংলা ব্যাংকে পাঠাতে পারেন🔻
রকিবুল হাসান
একাউন্ট নাম্বারঃ ১৪৯.১০১.৪৫১৯০
ডাচ বাংলা ব্যাংক লিঃ
মানিকগঞ্জ শাখা।
(৩০০০ + খরচ)
বিকাশ/নগদ /রকেট করার আগেই অবশ্যই যে নম্বরে করবেন ঐ নম্বরে কল দিয়ে কথা বলে নেবেন অথবা সরাসরি এডমিনের সাথে দেখা করেও বুকিং করতে পারেন।
বিঃদ্রঃ যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাসের আসন ও ট্যুর প্ল্যান,এমনকি ট্যুর ডেট পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র উক্ত ট্যুর কমিটির হাতে অর্পিত থাকবে।
🎤 #পালিসা ট্রাভেল এন্ড ট্যুরিজম এর সঙ্গে আপনাদের ভ্রমণ হোক সুন্দর এবং আনন্দময়।
🙏ধন্যবাদ সবাইকে।

শুভ সকাল  💖💖💖সবাই পিঠা খান।
05/12/2021

শুভ সকাল 💖💖💖
সবাই পিঠা খান।

আগামী শনিবার মাওয়া ঘাটে ইলিশ খেতে যাচ্ছি, কেউ যেতে চাইলে সাড়া দিন। ইনবক্স / কল দিন। 01733068850
16/11/2021

আগামী শনিবার মাওয়া ঘাটে ইলিশ খেতে যাচ্ছি, কেউ যেতে চাইলে সাড়া দিন। ইনবক্স / কল দিন।
01733068850

অন্যতম ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার Palisa Travel & Tourism – পালিসা ট্রাভেল এন্ড টুরিজমের সাথে ঘুরে আসুন  নীলগি...
16/11/2021

অন্যতম ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার Palisa Travel & Tourism – পালিসা ট্রাভেল এন্ড টুরিজমের সাথে ঘুরে আসুন নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, স্বর্নমন্দির, মেঘলা পার্ক
---------------------------------------------------------------------------------
❑ ভ্রমণ এর তারিখ এবং সময়ঃ ০৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার রাত ১০ঃ০০ টা থেকে ১২ ডিসেম্বর ২০২১ রবিবার সকাল ৬ঃ০০ টা পর্যন্ত।
❑ ভ্রমণের খরচঃ
৫৫০০ টাকা (জনপ্রতি) | কাপলঃ ৬২০০ টাকা (জনপ্রতি) - নন-এসি বাস।
❑ বুকিং এর জন্য অগ্রিম পাঠাতে হবেঃ ৩০০০ টাকা ( বিকাশ খরচ সহ)
❑ বুকিং করার শেষ দিনঃ ২৭ নভেম্বর ২০২১
❑ বিকাশঃ
০১৭৩৩০৬৮৮৫০ (ব্যক্তিগত)
০১৯২১৫৪২২৫৭ (ব্যক্তিগত)
❑ নগদঃ
০১৭৩৩০৬৮৮৫০ (ব্যক্তিগত)
❑ রকেট
০১৬৭৩০২৩৬৩৫০
❑ ডাচ বাংলা ব্যাংকঃ
রকিবুল হাসান
একাউন্ট নং
১৪৯.১০১.৪৫১৯০
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
মানিকগঞ্জ শাখা।
❑ বিকাশে বুকিং এর টাকা পাঠানোর পর অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে আপনার নাম, মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার এস.এম.এস করবেন।
❑ যেকোনো প্রয়োজনেঃ
01733068850 (Rokibul Hasan Pavel, Managing Partner)
01712597285 (Kabir Hossain, Managing Partner)
---------------------------------------------------------------------------------
❑ ভ্রমণ পরিকল্পনাঃ
আমরা চান্দের গাড়ী করে উক্ত স্থানগুলো ঘুরে বেড়াবো:
নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, স্বর্নমন্দির, মেঘলা পার্ক
উক্ত স্থানগুলোর বর্ণনা দিলাম না, ঘুড়ে বেড়ালে বুজতে পারবেন, কি অপরুপ দৃশ্য // নিজেরাই উপভোগ করি //
আমরা ৫৫০০ টাকায় যে প্যাকেজটা করেছি , আশা করি আপনাদের ভাল লাগবে ///
❑ ভ্রমণের স্থান সমুহঃ
--------------------------
নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, স্বর্নমন্দির, মেঘলা পার্ক
---------------------------------------------------------------------------------
❑ ট্যুর ফি'তে যা যা থাকছেঃ
---------------------------------
ঢাকা - বান্দরবান - ঢাকা বাসে যাতায়াত।
রিজার্ভ জীপে ঘোরাঘুরির খরচ।
হোটেলে ২ রাত থাকার খরচ।
শুক্রবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত প্রতিদিন ৩ বেলা করে খাবার।
সকল প্রকার প্রবেশ টিকেট খরচ।
ক্যাবল কারে চড়ার খরচ।
❑ যা থাকছেনাঃ
-------------------
কোন ব্যক্তিগত খরচ।
ঢাকা থেকে বান্দরবান আসা যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার।
কোন প্রকার ঔষধের খরচ।
কোন প্রকার দুর্ঘটনাজনিত বীমা।
উল্লেখ করা নেই এমন কোন খরচ।
---------------------------------------------------------------------------------
❑ আসন সংখ্যা সীমিত। যারা আগে বুকিং করবেন তাদেরকেই প্রাধান্য দেয়া হবে। আসন শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে।
❑ বাসের সিট FCFS ভিত্তিতে বন্টন করা হবে। তারমানে হলো যে আগে বুকিং কনফার্ম করবেন সেই বাসে সামনে সিট পাবেন।
---------------------------------------------------------------------------------
❑ যা সাথে নিতে পারেনঃ
-----------------------------
১. হালকা ব্যাকপ্যাক।
২. সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
৩. ব্রাশ।
৪. প্রয়োজনীয় ঔষধ।
৫. ক্যমেরা এবং এক্সট্রা ব্যাটারি।
৬. চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
৭. হেডফোন ।
❑ গুরুত্বপূর্ণ কিছু কথাঃ কোন রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা ও সরকারি কোন নিয়মের সম্মুখীন হলে ইভেন্ট বাতিল করা হবে। সেক্ষেত্রে সকলের সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর সেক্ষেত্রে যদি কোন ভর্তুকি যায় তা বুকিং মানি থেকে কর্তন করা হবে।
❑ ভ্রমন নির্দেশিকাঃ
-----------------------
১. স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২. ভ্রমণের সময় কোন ধরণের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩. মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরণের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪. দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫. কটেজে শেয়ার ব্যাসিস সবাইকে মিলেমিশে থাকতে হবে। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা থাকবে। (প্রতিরুমে ৪ জন)
৬. খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
৭. পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮. যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলবো।
৯. যেহেতু গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সর্বদা মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে। সব ক্ষেত্রেই নাক সিটকানো লোক এই ট্যুর থেকে দূরে থাকবেন। আমরা চাই সবার সহযোগিতায় সুন্দর একটি ট্যুর আয়োজন করতে।
১০. সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও স্মৃতিময় হয়ে ওঠে। আশা করি সবাই এক্ষেত্রে সহযোগিতা করবেন।
১১. আমরা চেষ্টা করছি একটি বেষ্ট প্ল্যান এর মাধ্যমে দারুন ট্যুর আয়োজন করার। এক্ষেত্রে সবার সহযোগীতা একান্ত কাম্য।
❑ আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারণ হলোঃ
১. ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষনিক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২. আমাদের প্রতিটি ট্যুর পরিকল্পনামাফিক হয়ে থাকে। আর তাই লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যবস্থা আগে থেকেই করা থাকে। যার কারনে কোথাও কোন ধরণের ভোগান্তি পোহাতে হয় না।
৩. স্ট্যান্ডার্ড মানের হোটেল এর ব্যবস্থা করা হয়ে থাকে।
৪. ট্যুর মেম্বারদের ঘোরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
৫. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়।
৬. কোন ধরনের হিডেন চার্জ নেই।
৭. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৮. সোজাকথা, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে উপভোগ করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন করা হয়ে থাকে।
*** মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না।
---------------------------------------------------------------------------------
ফ্যামিলি, বন্ধুবান্ধব কিংবা কাষ্টমাইজ ট্যুর প্যাকেজের জন্য যোগাযোগ করুনঃ
PALISA TRAVEL & TOURISM
Office: West Monipur, Mirpur, Dhaka
Mobile: +88 01733068850, 01712597285 (Hotline)
Email: [email protected]

27/09/2021

আজ বিশ্ব পর্যটন দিবস, পর্যটন দিবসে সকলের ভ্রমণের সুন্দর ছবি গ্রুপে পোস্ট দিন।❤️🌿

চলো ঘুরে আসি ♥♦♦ ফ্যান্টাসি কিংডম♦♦ফ্যান্টাসির অল রাইড + ওয়াটারের অল রাইড + দুপুরের ভি.আই.পি খাবার ও যাতায়াতসহ চাঁদা মাত...
08/09/2021

চলো ঘুরে আসি ♥
♦♦ ফ্যান্টাসি কিংডম♦♦

ফ্যান্টাসির অল রাইড + ওয়াটারের অল রাইড + দুপুরের ভি.আই.পি খাবার ও যাতায়াতসহ চাঁদা মাত্র 1299/- টাকা।

তারিখঃ সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ শুক্রবার। চাঁদা জমা দেবার শেষ তারিখ সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ। বাসের সিট মাত্র 40 টা। তাই যারা যেতে চান আগেই বুকিং দিতে হবে।

#ঢাকা মিরপুর থেকে বাস ছেড়ে উত্তরা আব্দুল্লাহপুর হয়ে ফ্যান্টাসি কিংডম যাবে।
❑ ট্যুর ফি'তে যা যা থাকছেঃ
---------------------------------
☑ মিরপুর - ফ্যান্টাসী কিংডম - মিরপুর বাসে যাতায়াত।

☑ শুধুমাত্র দুপুরে ১ বেলা খাবার।
☑ সকল প্রকার প্রবেশ টিকেট খরচ ফ্যান্টাসী অল রাইড ও ওয়াটারের অল রাইডের ।
❑ যা থাকছেনাঃ
-------------------
☑ কোন ব্যক্তিগত খরচ।
☑ মিরপুর - ফ্যান্টাসী কিংডম আসা যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার।
☑ কোন প্রকার ঔষধের খরচ।
☑ কোন প্রকার দুর্ঘটনাজনিত বীমা।
☑ উল্লেখ করা নেই এমন কোন খরচ।
---------------------------------------------------------------------------------
❑ আসন সংখ্যা সীমিত। যারা আগে বুকিং করবেন তাদেরকেই প্রাধান্য দেয়া হবে। আসন শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে।
❑ বাসের সিট FCFS ভিত্তিতে বন্টন করা হবে। তারমানে হলো যে আগে বুকিং কনফার্ম করবেন সেই বাসে সামনে সিট পাবেন।
---------------------------------------------------------------------------------
❑ যা সাথে নিতে পারেনঃ
-----------------------------
১. হালকা ব্যাকপ্যাক।
২. সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
৩. ব্রাশ।
৪. প্রয়োজনীয় ঔষধ।
৫. ক্যমেরা এবং এক্সট্রা ব্যাটারি।
৬. চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
৭. হেডফোন ।
❑ গুরুত্বপূর্ণ কিছু কথাঃ কোন রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা ও সরকারি কোন নিয়মের সম্মুখীন হলে ইভেন্ট বাতিল করা হবে। সেক্ষেত্রে সকলের সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর সেক্ষেত্রে যদি কোন ভর্তুকি যায় তা বুকিং মানি থেকে কর্তন করা হবে।
❑ ভ্রমন নির্দেশিকাঃ
-----------------------
১. স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২. ভ্রমণের সময় কোন ধরণের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩. মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরণের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪. দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫. খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
৬. পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৭. যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলবো।
৮. যেহেতু গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সর্বদা মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে। সব ক্ষেত্রেই নাক সিটকানো লোক এই ট্যুর থেকে দূরে থাকবেন। আমরা চাই সবার সহযোগিতায় সুন্দর একটি ট্যুর আয়োজন করতে।
৯. সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও স্মৃতিময় হয়ে ওঠে। আশা করি সবাই এক্ষেত্রে সহযোগিতা করবেন।
১০. আমরা চেষ্টা করছি একটি বেষ্ট প্ল্যান এর মাধ্যমে দারুন ট্যুর আয়োজন করার। এক্ষেত্রে সবার সহযোগীতা একান্ত কাম্য।
❑ আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারণ হলোঃ
১. ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষনিক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২. আমাদের প্রতিটি ট্যুর পরিকল্পনামাফিক হয়ে থাকে। আর তাই লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যবস্থা আগে থেকেই করা থাকে। যার কারনে কোথাও কোন ধরণের ভোগান্তি পোহাতে হয় না। ৩ট্যুর মেম্বারদের ঘোরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
৪. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়।
৫. কোন ধরনের হিডেন চার্জ নেই।
৬. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৭. সোজাকথা, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে উপভোগ করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন করা হয়ে থাকে।
*** মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না।

বাসে সিট সংখ্যা মোট ৪০ টা করে। রেজিষ্ট্রেশন করতে বিকাশ করুনঃ
লায়ন ইঞ্জিনিয়ার রকিবুল হাসান (পাভেল)
(গ্রুপ এডমিন)
(বিকাশ ও নগদ পার্সোনাল)
01733068850
ধন্যবাদ।

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
Ln Engr. Rokibul Hasan Pavel
Owner, Palisa Travel & Tourism
Mirpur-2, Dhaka
01733068850

Address

Mirpur
Dhaka

Telephone

+8801733068850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palisa Travel & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Palisa Travel & Tourism:

Videos

Share

Category

Nearby travel agencies