Pioneer Tour Event

Pioneer Tour Event Package tour,Corporate tour ,Study tour,MedicalTour,ReunionTour,Travelexchange for social activitie
(2)

অনলাইনে ভিসা চেক করার জন্য ৪২ দেশের ওয়েব এড্রেস নিম্নে প্রদান করা হলো।সবাই শেয়ার করে রেখে দেন —- এবার নিজেই চেক করুন অন...
12/06/2024

অনলাইনে ভিসা চেক করার জন্য ৪২ দেশের ওয়েব এড্রেস নিম্নে প্রদান করা হলো।

সবাই শেয়ার করে রেখে দেন —-

এবার নিজেই চেক করুন অনলাইনে ভিসার আপডেট।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/.../05/online-visa-60.html...
২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions...
৩। -কুয়েত http://www.moi.gov.kw
৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/
৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/
৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae
৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/
৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd
৯।- সাইপ্রাস http://moi.gov.cy/
১০। -নেপাল http://www.moic.gov.np/
১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/
১৩। -জর্দান http://www.moi.gov.jo/
১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। -কেনিয়া http://www.labour.go.ke/
১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/
১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/
২১। -ইরান http://www.irimlsa.ir/en
২২। -ঘানা http://www.ghana.gov.gh/
২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th
২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।
২৫। -ভূটান http://www.molhr.gov.bt/
২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz
২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/
২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/
২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english
৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/
৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/
৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/
৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/
৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/
৩৭। -লেবানন http://www.labor.gov.lb/
৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en
৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk
৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২। -স্পেন http://www.mtin.e

সংগৃহীত

The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

**ইউরোপ যাওয়া আহামরি কোনো বিষয় না**আপনার যদি উদ্দেশ্য হয় ইউরোপ তাহলে এই পোস্ট আপনার জন্য।ইউরোপের ভিসার জন্য আপনাকে কি কি...
08/06/2024

**ইউরোপ যাওয়া আহামরি কোনো বিষয় না**

আপনার যদি উদ্দেশ্য হয় ইউরোপ তাহলে এই পোস্ট আপনার জন্য।

ইউরোপের ভিসার জন্য আপনাকে কি কি করতে হবে তা বলে দিচ্ছি
১/ নিজেকে মানষিক ভাবে প্রস্তুত করতে হবে
২/ কে কি বলছে বা বলবে তা পরিহার করতে হবে।

নিম্নে আবেদনের প্রক্রিয়ার একটা সেম্পল দেওয়া হইলো

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়াঃ

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস,

সেনজেন টুরিস্ট ভিসা পেতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়, তার সম্পূর্ণ তালিকা ও বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো। এই নির্দেশিকাটি আপনাকে সহজে এবং সঠিকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা:

১. পাসপোর্ট
- মেয়াদ: আবেদন করার সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- খালি পাতা: পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পাতা থাকতে হবে।
- পূর্বের ভিসা কপি: পূর্বের শেঞ্জেন বা অন্য দেশের ভিসা থাকলে তার কপি সংযুক্ত করতে হবে।

২.সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম
- ডাউনলোড: পর্তুগিজ MFA ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। অথবা যে দেশের জন্য জমা দিবেন ঐদেশের ওয়েবসাইটে পাবেন।
- পূরণ ও সাইন: ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। যদি আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হয়, তবে গার্ডিয়ানের সাইন প্রয়োজন।

৩. ছবি
- সাইজ: ভালো কোয়ালিটির ছবি, ৩৫x৪৫ মিমি সাইজ।
- ব্যাকগ্রাউন্ড: সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা।

৪. ট্রাভেল হেলথ ইন্সুরেন্স
- কভারেজ: কমপক্ষে ৩০,০০০ ইউরো সমপরিমাণ মেডিকেল এবং ইমারজেন্সি সিচুয়েশন কাভার করবে।
- ভ্যালিডিটি: শেঞ্জেনভুক্ত সব দেশে কাভার হবে এবং ভ্রমণের জন্য নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময়ের জন্য ভ্যালিড থাকবে।

৫. পেমেন্ট
- ফি: আশি ইউরো (প্রায় ১০,৪০০ টাকা)।
- পেমেন্ট মেথড: ভিসা আবেদন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পেমেন্ট করতে হবে।

৬. রিটার্ন এয়ার টিকেট
- বুকিং প্রমাণ: রিটার্ন এয়ার টিকেটের কপি সংযুক্ত করতে হবে।

৭. সেনজেন টুরিস্ট ভিসা কাভার লেটার
- ব্যক্তিগত তথ্য: আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
- ভ্রমণের কারণ: সেনজেন ভ্রমণের কারণ উল্লেখ করতে হবে।
- ভ্রমণের সময়সূচি: কোন তারিখে ভ্রমণ করবেন এবং কত তারিখে ফিরে আসবেন তা উল্লেখ করতে হবে।
- অন্য দেশ ভ্রমণ: পর্তুগাল ছাড়াও শেঞ্জেনের অন্য কোন দেশ ভ্রমণ করবেন কিনা তা উল্লেখ করতে হবে।
- পর্যটন পরিকল্পনা: কোন কোন দেশ ভ্রমণ করবেন তার তথ্য প্রদান করতে হবে।

৮. ব্যাংক স্টেটমেন্ট
- সাধারণত ৩-৬ মাসের: সাম্প্রতিক ৩-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

৯. হোটেল রিজার্ভেশন বা টুরিস্ট অ্যাপার্টমেন্ট বুকিং কপি
- বুকিং প্রমাণ: থাকার ব্যবস্থা প্রমাণ করার জন্য হোটেল বা অ্যাপার্টমেন্ট বুকিংয়ের কপি সংযুক্ত করতে হবে।

১০. প্রোফেশন সম্পর্কিত তথ্য
- পেশাগত প্রমাণ: আপনার বর্তমান পেশা সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে। যেমনঃ চাকরির সার্টিফিকেট, ব্যবসা হলে ব্যবসার লাইসেন্স।

সবগুলো ডকুমেন্ট অবশ্যই ইংরেজিতে সাবমিট করতে হবে। যে ডকুমেন্টগুলো বাংলায় রয়েছে সেগুলো ট্রান্সলেট করে ইংরেজিতে করতে হবে।

সেনজেন ভিসার সুবিধা:

একটি মাত্র শেঞ্জেন ভিসা দিয়ে ইউরোপের ২৯টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এটি আপনাকে ইউরোপীয় দেশগুলোতে অবাধে ঘুরতে এবং উপভোগ করতে সহায়তা করবে।

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এই ডকুমেন্টগুলি সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন। এতে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং সফল হবে।





13/04/2024

মেক্সিকোতে ভিসিট আবেদন করতে যা যা লাগবে
1. ভিসা আবেদন ফর্ম
2. পাসপোর্ট:
3. ছবি:
4. ভ্রমণ টিকেট:
5. আর্থিক দক্ষতা: আর্থিক দক্ষতা প্রমাণের জন্য ব্যাংক স্টেটমেন্ট, আয়ের প্রমাণপত্র বা নিবন্ধিত বাণিজ্যিক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত কাগজপত্র।
6. প্রস্তুত অর্থায়ন: ভ্রমণের জন্য প্রস্তুত অর্থায়ন, যেমন হোটেল বুকিং কনফার্মেশন, বন্ধু বা আত্মীয়দের নিকট অবস্থান এবং অন্যান্য প্রমাণ যা আপনার ভ্রমণের পরিকল্পনা প্রমাণ করে।
7. ভ্রমণ আদেশ: মেক্সিকোর ভ্রমণ পরিকল্পনার বিবরণ এবং মূল্যের প্রমাণ।
8. আরও কাগজপত্র: আপনার ভিসা আবেদনের প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র হতে পারে, যেমন পূর্বের ভ্রমণের হিস্টোরি, নিবন্ধন পত্র, নাগরিকত্ব প্রমাণপত্র ইত্যাদি।

18/02/2024
13/02/2024

আজ হোক না রঙ ফ্যাকাসে
তোমার আমার আকাশে
চাঁদের হাঁসি যতই হোক না ক্লান্ত,
বৃষ্টি নামুক নাই বা নামুক
ঝড় উঠুক নাই বা উঠুক
ফুল ফুঁটুক নাই বা ফুঁটুক আজ’ই বসন্ত...।

12/02/2024

বছর ঘুরে আবারো একলা ফাল্গুনের শুভেচ্ছা
১৪৩০ বঙ্গাব্দ

01/02/2024

ভালবাসার অন্তবিহীন শব্দমালা বোবা প্রায়
ফুলগুলোর বেড়ে ওঠা আর ঝরে যাওয়া বরাবর।

প্রেমের টানে কেউ আসেনা। আসে লাভের টানে। নিজে যতবার দেশের বাহিরে গেছি, চেষ্টা করেছি কালচারাল একচেঞ্জ করতে। কিন্তু ছবিতে য...
15/11/2023

প্রেমের টানে কেউ আসেনা। আসে লাভের টানে। নিজে যতবার দেশের বাহিরে গেছি, চেষ্টা করেছি কালচারাল একচেঞ্জ করতে। কিন্তু ছবিতে যেই দুইজন টালিশাইল্লাদের দেখতে পাচ্ছেন, তারা একটা প্রস্তাব নিয়ে এসেছিল, তাদের অনেক অনুরধ করেছিলাম আমাদের জাতীয় মাছ, ইলিশ আপ্যায়ন নিতে! নেয়নি। তাই ইতালিয়ান বয়লার আপ্যায়ন করে বিদায় বলে দিছি। কারন আমরা শুধু আউট গোয়িং নয় ইনকামিংও চাই। হিসাব বরাবর নইলে বায় বায়। ছবিতে অন্য দুইজন আবার বস সাজু ভাই আর আমান ভাই। আর আমি হইলাম বসের সস।।

11/10/2023

যাত্রীর ফ্লাইট সকাল ১০টায়, গিয়েছে রাত ১০টার ফ্লাইট ধরতে (!) ফলাফল ফ্লাইট মিস। 😪 ভায়া হয়ে যার মাধ্যমে টিকিট নিয়েছে সে তার বসের থেকে টিকিট কেটে নিয়ে যাত্রীকে দিয়েছে এবং দাবী করছে যে, আমি তাকে বলেছি সকাল ১০টায় ফ্লাইট কিন্তু যাত্রী বলে অন্য কথা কিংবা সে খেয়াল করে নাই 🙄 এদিকে গ্রুপ টিকিট এবং নন-রিফান্ডেবল বিধায় পুরো টাকা গচ্চা 🤨
আমার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে বলবো- আপনি এতো টাকা খরচ করে একটা টিকিট কিনতেছেন, আপনার জন্য এটা ভালোভাবে বুঝে নেয়া জরুরী। আর যার থেকে নিয়েছেন তারও উচিত যাত্রীর কোন সংশয় থাকলে তা ক্লিয়ার করা। যেহেতু যাত্রীর প্রয়োজনটা অধিক সেহেতু সর্বাধিক গুরুত্ব তাকেই দিতে হবে। এখানে এ কথা বলার সুযোগ নেই যে, আমার বুল হয়েচে, আমায় ক্ষমা করুন 🫣

আপনার দৃষ্টিতে ভুল কোথায়? করনীয় কি? বা আপনার দৃষ্টিভঙ্গী কী? তাল মেলাতে সহমত ভাই বলার প্রয়োজন নেই, তবে সংশোধন কিংবা সচেতনার জন্য আপনার (কমেন্ট) পরামর্শ বা সমালোচনা উভয়টা আমাদের জ্ঞানভান্ডার ও অভিজ্ঞতা সমৃদ্ধি ঘটাবে 🤔



10/10/2023

আজ 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্হ্য দিবস !
প্রযুক্তি বা প্রতিযোগীতার যুগে আমরা নিজেদেরকেই ভুলে যাই ৷
ব্যস্ততার মাঝে হারিয়ে ফেলি আমাদের মন, মানসিকতা, ভাল থাকা, খারাপ থাকা ৷ আমরা কি সত্যি ভাল আছি???
ভাল থাকার কথা মনে হলে, শরীরের কথাই ভাবি, মনও যে শরীরের একটি গুরুত্বপূর্ন অংশ যেটা বেমালুম ভুলে যাই ৷
মনের সুস্হতার জন্য নিয়মিত মনের যত্ন নিতে হয় ৷
মনকে তার প্রাপ্ত খাদ্য দিতে হয় ৷মন ও শরীর পরস্পরের সাথে সম্পর্কিত ৷ একটা ভাবনা তৈরি করতে হবে যে মন স্বাস্হ্যোর একটি গুরুত্বপূর্ন উপাদান,,,,
এর পাশাপাশি পারিবারিক বন্ধনটাও জরুরি ৷ বই পড়া গান শুনা কবিতা আবৃওি করা মনের অন্যতম খোরাক ৷আনন্দটা মনের যত্নের অন্যতম উপাদান !!!
মানসিক সমস্যা যে কারো যে কোন সময় হতে পারে
এ জন্য ডাঃ পরামর্শ নেয়া বা কাউন্সিলিং করা অনেক বেশী সুফল বয়ে আনবে ৷ সব ব্যস্ততার মাঝেও সবার জন্য সবার পাশে থেকে শরীর ও মনের সুস্হতা কামনা করা জরুরি ৷
মনের আনন্দ মনের ভালবাসা ছরিয়ে দিন সবার জন্য সবার মাঝে ,,,,

‘রব্বানাগ-ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’ অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! আমাকে, আমার...
03/09/2023

‘রব্বানাগ-ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’ অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে আপনি সেইদিন ক্ষমা করে দিবেন; যেইদিন হিসাব কায়েম করা হবে।’

মানুষের জীবনে মৃত্যুর মতন নির্মম সত্য আর কিছু নেই। অথচ সেই নির্মম সত্যকে, সেই অখণ্ডনীয় বাস্তবতাকে অস্বীকার করার জন্য আম...
03/09/2023

মানুষের জীবনে মৃত্যুর মতন নির্মম সত্য আর কিছু নেই। অথচ সেই নির্মম সত্যকে, সেই অখণ্ডনীয় বাস্তবতাকে অস্বীকার করার জন্য আমাদের কত তোড়জোড়। আমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাই। কিন্তু পালাতে গিয়ে আমরা মৃত্যুর আরও সন্নিকটে চলে আসি। মৃত্যু আসলে আমাদের তাড়া করে না। মৃত্যু তার নির্ধারিত স্থানে অপেক্ষারত। সময়ের পরিক্রমায় আমরাই বরং মৃত্যুর দিকে ছুটে যাই নিরন্তর।
~আরিফ আজাদ (বেলা ফুরবার আগে)

ছবিঃ সংগ্রহিত

21/03/2023

Address

3-5/C Pirerbag 60' Main Road
Mirpur
1216

Opening Hours

Monday 10:00 - 07:00
Tuesday 10:00 - 07:00
Wednesday 10:00 - 07:00
Thursday 10:00 - 07:00
Friday 10:00 - 07:00
Saturday 10:00 - 07:00
Sunday 10:00 - 07:00

Telephone

+8801912072205

Alerts

Be the first to know and let us send you an email when Pioneer Tour Event posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies