ক্ষ্যাপা-Khepa

ক্ষ্যাপা-Khepa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ক্ষ্যাপা-Khepa, Travel Service, 399/B, (3rd floor) Shahid Baki Road, Malibagh Chowdhury Para, Khilgaon, Dhaka.

Greetings from (ক্ষ্যাপা-Khepa)!!May the miracle of Christmas fill your heart with hope and faith. Wishing you a season ...
25/12/2023

Greetings from (ক্ষ্যাপা-Khepa)!!
May the miracle of Christmas fill your heart with hope and faith. Wishing you a season of blessings and joyous celebrations. Merry Christmas!

্ষ্যাপা
্ষ্যাপাKhepamerrychristmaswishes #ক্ষ্যাপা

এই হলো আমাদের জাতিগত যোগ্যতা ও চরিত্রের বহিঃপ্রকাশ।স্থান: কক্সবাজার রেল স্টেশন।
24/12/2023

এই হলো আমাদের জাতিগত যোগ্যতা ও চরিত্রের বহিঃপ্রকাশ।

স্থান: কক্সবাজার রেল স্টেশন।

Merry Christmas 2022
24/12/2022

Merry Christmas 2022

22/09/2022
30/08/2022

সারাদিনব্যাপি মিষ্টির Workshop !! সারাদিনব্যাপি মিষ্টির Workshop !!
========================================
আসসালামু আলাইকুম,
The Academy of Culinary and Hospitality Management-ACHM এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আগামী ৯ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার ২০২২ ইং আমাদের প্রতিষ্ঠানে সারাদিনব্যাপি মিষ্টির ওয়ার্কসপ হবে।
=======================================
নিজেই মজাদার মিষ্টি বানিয়ে পরিবারের সবার মনকে করে তুলুন উৎফুল্ল। ছোট ছোট কিছু বেসিক বিষয়গুলো জানলে মিষ্টি বানানো খুব সহজ। এই স্পেশাল সারাদিনব্যাপি মিষ্টির Workshop এর মাধ্যমে সকল ধরনের মিষ্টি বানানোর টেকনিকগুলো হাতেকলমে শিখাবেন আমাদের ট্রেইনার শেফ মাহফুজা আক্তার।
========================================
যারা এই ওয়ার্কসপটি করতে আগ্রহী যোগাযোগ করুন- ০১৯১১১০৬৮৯৩ অথবা ইনবক্সে।
=========================================
ক্লাসে যেসকল মিষ্টি শিখানো হবে ঃ
১. বালুসাই
২. রসমালাই
৩. স্পঞ্জ রসগোল্লা
৪. মালাইচাপ
৫. চমচম
৬. ছানার জিলাপি
৭. কাচাগোল্লা
৮. রসগোল্লা
৯. মাওয়া
১০. কালোজাম
১১. কাঁচাসন্দেশ
১২. লালমোহন
১৩. ক্রিমজাম
১৪. মিষ্টিদই
======================================
কোর্স ফি – ১৫৫০/-
ক্লাস সময় – সকাল ৯টা – সন্ধ্যা ৬টা
তারিখ – ০৯/০৯/২০২২ (শুক্রবার )
ঠিকানা – ৩৯৯/বি ,শহীদ বাকী রোড , চৌধুরীপারা, খিলগাঁও, ঢাকা।
=======================================
পেমেন্ট – ০১৯৬০৫৬২৮৪৫ (বিকাশ) / ০১৭২৭৭০৩৩৩৭ (নগদ)
রেজিষ্ট্রেশনের শেষ সময় – ০৮.০৯.২০২২

কুকিং কম্পিটিশন "ডটার অফ কিচেন ইন বাংলাদেশ"
22/08/2022

কুকিং কম্পিটিশন "ডটার অফ কিচেন ইন বাংলাদেশ"

এসিএইচএম নিবেদিত
আয়োজনেঃ বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন বিটিইএ।
বাংলাদেশে প্রথম বারের মত শুরু হয়েছে কুকিং কম্পিটিশন "ডটার অফ কিচেন ইন বাংলাদেশ" কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নারী স্টুডেন্টদের নিয়ে কুকিং কম্পিটিশন।
অংশগ্রহণকারীদের বয়স সীমাঃ ১৮ থেকে ২৫ বছরের মধ্য। প্রথমে গুগল ফর্ম পুরন করে, রেজিস্টেশন ফি (২০০/-) ০১৯৬০৫৬২৮৪৫ এই নাম্বারে নগদ/বিকাশ করে রেজিস্টেশন করতে হবে। তারপর সংযুক্তি হিসাবেঃ ক) নিজের বায়োডাটা, খ) নিজের ছবি, গ) রেসিপি, ঘ) ফুডের ছবি,ঙ) বিকাশ বা নগদে পাঠানো টাকার স্ক্রিনশট কপি, ইমেল : [email protected]
অনলাইন রেজিস্টেশন থেকে জুরিবোর্ড ২০জন করে বিভাগীয় প্রতিযোগিতার জন্য ৮টি বিভাগী থেকে মোট ১৬০ জনকে সিলেক্ট করবে। তারপর প্রতিটি বিভাগে অনলাইন/লাইভ কুকিং এর মধ্যে দিয়ে জুরিবোর্ড প্রতিটি বিভাগ থেকে সেরা ৩ করে মোট ২৪ জনকে সিলেক্ট করবে। তারপর সেই ২৪ জনকে ঢাকায় এনে দিনব্যাপী গ্রুমিং করে লাইভ কুকিং এর মধ্যে দিয়ে সেরা ১০ জনকে সিলেক্ট করবে। সেই ১০ জনকে আবারো গ্রুমিং করে লাইভ কুকিং এর মধ্যে দিয়ে "ডটার অফ কিচেন ইন বাংলাদেশ" এর চ্যাম্পিয়ান, ১ম রানারআপ ও ২য় রানার সিলেক্ট করবে। জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি টানবে।
পুরস্কারঃ
১) চাম্পিয়ানঃ ৩০,০০০ টাকা, উইনার ক্রাউন, স্যাসে, বিমান টিকিট, ট্রফি, গিফট হ্যাম্পার, শেফ কোট, সার্টিফিকেট ও ট্যুর প্যাকেজ।
২) প্রথম রানার আপঃ ২০,০০০ টাকা, স্যাসে, বিমান টিকিট, ট্রফি, গিফট হ্যাম্পার, শেফ কোট, সার্টিফিকেট ও ট্যুর প্যাকেজ।
৩) দ্বিতীয় রানার আপঃ ১০,০০০ টাকা, স্যাসে, বিমান টিকিট, ট্রফি, গিফট হ্যাম্পার, শেফ কোট, সার্টিফিকেট ও ট্যুর প্যাকেজ।
৪) সেরা ১০ জনের বাকী ৭ জনঃ ক্রেস্ট, গিফট হ্যাম্পার, সার্টিফিকেট ও ট্যুর প্যাকেজ।
৫) সেরা ২৪ জনের বাকী ১৪ জনঃ গিফট হ্যাম্পার ও সার্টিফিকেট।
৬) ৮ বিভাগ থেকে সিলেক্টকৃত ১৬০ জনঃ প্রিন্টেড সার্টিফিকেট ও ACHM এর সকল কোর্সের উপর ১৫% ডিসকাউন্ট অফার।
৭) কম্পিটিশনে অংশগ্রহণকৃত সকল পাবেন অনলাইন সার্টিফিকেট।
এছাড়াও চাম্পিয়ান, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ এর রেসিপি দেশের সনামধন্য জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে এবং টিভিতে রান্নার করার সুযোগ পাবে। এবং সেরা ১০ জন ACHM ইউটিউব চ্যানেল ও রূপসী বাংলা টিভিতে কুকিং শো করার সুযোগ পাবে। এর বাইরে সেরা ১০ জনের রেসিপি রোদসী ম্যাগাজিনে ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে। এবং শহিদুল ইসলাম সাগর এর গ্রন্থনা, গবেষণা প্রযোজনায় টিভি শো "ট্রাভেল উইথ ফুড" একবছর কাজ করার সুযোগ পাবে।
তাই আর দেরি না করে দ্রুত রেজিষ্ট্রেশন করুন এবং চাম্পিয়ান হয়ে জিতে নিন আপনার পুরস্কার। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd9sd_Lj1c6M2066uE_paBWeb8rT6kiAT-JGV5CSS3LVgPjCQ/viewform?usp=pp_url

Ramadan Kareem 2022 😊
02/04/2022

Ramadan Kareem 2022 😊

26/03/2022
27/02/2022
- ঢাকা ⛴️ সদরঘাটের ইজারা বাতিল করা হয়েছে।।যাত্রীর নিজের বহনযোগ্য কোন মালামাল কুলিরা ধরতে পারবেনা, যাত্রীদের বহনযোগ্য কো...
03/11/2021

- ঢাকা ⛴️ সদরঘাটের ইজারা বাতিল করা হয়েছে।।
যাত্রীর নিজের বহনযোগ্য কোন মালামাল কুলিরা ধরতে পারবেনা, যাত্রীদের বহনযোগ্য কোন মালামালের জন্য চার্জ/শুল্ক দিতে হবেনা৷
এছাড়া ও যারা বাইক লঞ্চে করে নিতে চান তারা নিজেরাই আপনাদের বাইক উঠাতে পারবেন। এক্ষেত্রে কাউকে কোন ইজারা মুল্য প্রদান করবেন নাহ। শুধুমাত্র লঞ্চ এর ভাড়া প্রদান করতে হবে...

ঢাকা সদরঘাটে যেকোনো যাত্রী হয়রানির জন্য হটলাইন চালু করেছে BIWTA:
📲 01304004003
📲 01304004004
📲 01304004005
📲 01304004006
অভিযোগ ☎️ 999

09/09/2021
মেঘের রাজ্য সাজেক ভ্যালীতে ভ্রমন প্যাকেজ 🚘 ভ্রমন খরচ-  প্রতি জন ৫৮০০/- (জনপ্রতি-নন এসি বাস) ৭২০০ (জনপ্রতি- এসি বাস) (ঢাক...
09/09/2021

মেঘের রাজ্য সাজেক ভ্যালীতে ভ্রমন প্যাকেজ

🚘 ভ্রমন খরচ- প্রতি জন ৫৮০০/- (জনপ্রতি-নন এসি বাস)
৭২০০ (জনপ্রতি- এসি বাস)

(ঢাকা থেকে ঢাকা)
মেঘের রাজ্য সাজেক ভ্যালীতে মেঘ,পাহাড় আর ঝর্নার টানে ছুটে চলে হাজারো মেঘপ্রেমীরা ও প্রকৃতিপ্রেমীরা।
শীতের শুরু বা ঘোর শীতে উভয়েই যেন ভিন্ন ভিন্ন নজরকাড়া রূপে সেজে উঠে এই মেঘের রাজ্য।
এক সাথে মেঘ ও পাহাড় যেন মিশে আছে এক অপরের সাথে।
যেখানে দেখা মিলে মেঘ বর্ষণের।
♦♦♦সাজেক ট্যুর প্ল্যান ৩ রাত ২ দিন।

✔️ভ্রমন কালঃ ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০২১ সকাল পর্যন্ত।
♣♣ যা যা দেখবোঃ
♦সাজেক
♦আলুটিলা গুহা
♦তারেং / রিসাং ঝর্না
♣♣ যা যা থাকছে না এই প্যাকেজেঃ
♦বাসের যাত্রা বিরতির খাবার।
♦যে কোন ধরনের ব্যাক্তিগত খরচ।
♣♣ সাথে যে সব প্রয়োজনীয় জিনিস রাখবেনঃ
--জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
--প্রয়োজনীয় কাপড়
--পানির বোতল
--প্রয়োজনীয় জিনিস
--ছাতা, সানগ্লাস, ক্যাপ, তোয়ালে বা গামছা
--ফাস্ট এইড।
♦♦♦বিস্তারিতঃ
♦♦ ২৩ সেপ্টেম্বর ঢাকা থেকে রাতের বাসে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু।
♦♦ ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌঁছে সকালের নাস্তা করে চান্দের গাড়িতে করে রওনা হবো সাজেকের উদ্দেশ্যে। সরাসরি সাজেক পৌঁছে হোটেলে চেক-ইন করে দুপুরের খাবার খেয়ে রেস্ট নিব যার যার রুমে। এরপর নিজেরা নিজেদের মত করে হেলিপ্যাড কিংবা আশে পাশে ঘুরাঘুরি করে মেঘ বিলাস করবে।
এরপর রাত ৯ টার মধ্যে হোটেল রেস্টুরেন্টে রাতের খাবার সেরে হোটেলে রাত্রিযাপন।
♦♦ ২৫ সেপ্টেম্বর পরের দিন ভোর ৫টার মধ্যে উঠে যাবো। হোটেল রুম থেকে চাঁদের গাড়ি করে চলে যাবো কংকাল পাহাড়ের পাদদেশস্থ।
সেখান থেকে পায়ে হেটে আমরা উঠে যাবো কংলাক পাহাড়ে। সেখানে সূর্যোদয় দেখব ইন শা আল্লাহ। মেঘ ফেটে বেরিয়ে আসবে ভোরের সূর্য্য।
এরপর কংলাক পাহাড় থেকে নেমে নাস্তা সেরে নিব। তারপর হোটেলে চেক-আউট করে বেড়িয়ে পড়ব খাগড়াছড়ির উদ্দেশ্যে।
খাগড়াছড়ি আসতে আসতে আমাদের দুপুর হয়ে যাবে। এরপর খাগড়াছড়ি শহরে দুপুরের খাবার খেয়ে রওনা করব আলুটিলা গুহা, তারেং/রিসাং ঝর্নার উদ্দেশ্যে।
এরপর রাতের খাবার খেয়ে, রাতের বাসেই ঢাকা রওনা দিব ইনশা আল্লাহ।
♦♦ ২৬ সেপ্টেম্বর ঢাকায় এসে সবাই অফিস করতে পারবো।
✔️বুকিং মানি - ২০৪০/-
বিকাশ অথবা ব্যাংক অথবা অফিসে এসেও টাকা দেওয়ার ব্যাবস্থা রয়েছে।
ইভেন্ট এ জয়েন না করলেও বিকাশ মানি অফেরত্যোগ্য।।

01717296552(Bkash)

ট্যুর সংক্রান্ত তথ্যের জন্য কল করুনঃ
আগ্রহী হলে কল করুন ০১৯১৫৫৫৫৯৯৯ এ নাম্বারে।

টাংগুয়ার  হাওড় ভ্রমন প্যাকেজবাংলাদেশের বৃহত্তম সিলেটের সুনামগঞ্জ জেলায়  অবস্থিত টাংগুয়ার  হাওড় । টাংগুয়া হাওড় সুনামগঞ্জ ...
09/09/2021

টাংগুয়ার হাওড় ভ্রমন প্যাকেজ
বাংলাদেশের বৃহত্তম সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত টাংগুয়ার হাওড় । টাংগুয়া হাওড় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রায় ১০০ বর্গ কিলোমিটার বিস্তৃত এ হাওড় বাংলাদেশের ২য় মিঠাপানির জলাভুমি। স্থানীয় দের কাছে হাওড় টি নয়কুড়ি কাদার ছয় কুড়ি বিল নামেও পরিচিত। মেঘালয় পাহাড় থেকে ৩০ টির বেশি ঝর্না এসে মিশেছে এই হাওড়ে। ২টি উপজেলার ১৮টি মৌজায় ৫১ টি হাওড়ের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাংগুয়ার হাওর জেলার সব চেয়ে বড় জলাভূমি। পানিবহুল মূল হাওড় ২৮ বর্গ কিলোমিটার বাকি অংশ গ্রামগঞ্জ ও কৃষিজমি। এক সময় এই হাওড়টি প্রাকৃতিক জীব বৈচিত্যের ও মাছ-পাখি- গাছের আধার ছিল। এটি বাংলাদেশের ২য় রামসার, ১ম টি সুন্দরবন।

🚘 ভ্রমন খরচ- প্রতি জন ৪৫০০/-

(ঢাকা থেকে ঢাকা)

যা যা দেখবো:
★বারিক্কা টিলা
★নীলাদ্রি লেক
★ওয়াচ টাওয়ার
★যাদুকাটা নদী
★শিমুলবাগান
★ লাল ঘাট ( অনুমতি সাপেহ্মা)
★হাসন রাজার বাড়ি

গুরুত্ব পূর্ন নির্দেশনা :

♦ ট্যুরের বেশির ভাগ সময় আমরা নৌকাতেই থাকব। তাই সব নৌকাতেই সারতে হবে। বিশেষ করে প্রাকৃতিক কাজ গুলোও। নৌকায় সাথে বিশেষ ব্যাবস্থাও আছে এর ।
♦এক সাথে সবাই মিলে এক নৌকায় থাকার মানসিকতা থাকতে হবে।
♦ নিজ দায়িত্বে সবাই সবার সাথে পরিচিতি হয়ে নিলে আশা করা যায় ভ্রমন কাল টা ভালো কাটবে সবার।
♦ পরিবেশ বা এলাকার কোন সম্পত্তি নষ্ট করা যাবে না।
নোট: প্রাকৃতিক যে কোন পরিস্থিতি সবাইকে মেনে নিতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

🌳🌳🌳 যা যা থাকছে:

☍যাওয়া আসার বাস ভাড়া(ঢাকা-সুনামগঞ্জ-ঢাকা নন এসি)
☍২ দিনের ৬ বেলা খাবার
☍সকল লোকাল ট্রান্সপোর্ট
☍বিকেলের হালকা নাস্তা
☍মাস্ক
☍হ্যান্ড সেনিটাইজার

🌳🌳 যা যা থাকছে না:

☍কোন রকম ব্যাক্তিগত খরচ
☍হাইওয়ে বিরতিতে কোন প্রকার নাস্তা খরচ।

আইটিনারি :

১ম দিন: (১৭ সেপ্টেম্বর ২০২১)
১৬ সেপ্টেম্বর ২০২১ রাতের বাসে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য রওনা হবে। সকালে পৌছে সুনামগঞ্জের পানসী রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিব। এরপরে সুনামগঞ্জ থেকে ডিরেক্ট চলে যাবো তাহিরপুরে। সেখানে তাহির পুর ঘাটে গিয়ে নৌকায় উঠে যাবো।

বিস্তৃত এই জলাশয়ে ভাসতে ভাসতে চলে যাবো ওয়াচ টাওয়ারে। সেখানে ঝাপা ঝাপি /গোসল করে দুপুর ১ টার মধ্যে নৌকায় উঠে চলে আসব টেকের ঘাটে। টেকের ঘাটে আসতে আসতে আমাদের প্রায় দুপুর হয়ে যাবে। এরপরে দুপুরের লাঞ্চ করে নিব।

টেকের ঘাট পৌছে দুপুরের খাবারের পরে আমাদের গন্তব্য হবে লাকমাছড়া ও নিলাদ্রী লেক ঘুরে দেখা। এসব ঘুরে সন্ধ্যার মত চলে আসব টেকের ঘাটে।এরপর যে যার যার মত করে ঘাটের আশে পাশের দোকান বাজার ঘুরে দেখে রাত ৮.৩০ এর মধ্যে চলা আসব নৌকায়। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে গান বাজনায় ভেসে যাবো মেঘালয় ঘেসা হাওড়ের বুকে।

২য় দিন : (১৮ সেপ্টেম্বর ২০২১) সকালে নাস্তা করে বেরিয়ে পড়ব যাদুকাটা নদী, বারিক্কা টিলা ও শিমুল বাগানের উদ্দেশ্য। এই স্পট গুলো ঘুরে দুপুরে খাবার খেয়ে নৌকায় করে রওনা করব তাহির পুরের ঘাটের উদ্দেশ্যে।
তাহিরপুর ঘাটে থেকে সিএনজি/ টম টমে করে আসব সুনামগঞ্জ শহরে। সেখানে এসে আমরা চলে যাবো হাসন রাজার বাস ভবনে। ওখানে কিছু সময় কাটিয়ে হোটেল এ এসে রাতের খাবার খেয়ে বাসে উঠে যাবো ঢাকার উদ্দেশ্যে।

পরেরদিন সকালে (১৯ সেপ্টেম্বর ২০২১) ইন শা আল্লাহ ঢাকায় পৌছাব।
আগ্রহী হলে কল করুন ০১৯১৫৫৫৫৯৯৯ এ নাম্বারে।

21/04/2021

ট্রায়াজ(Triage) একটা মেডিকেল কোড। খুব নিষ্ঠুর এবং ভয়াবহ একটা কোড। যেটা উপায় না থাকলে বৃহত্তর স্বার্থে প্রয়োগ করতেই হয়। ব‌ইয়ে এর কথা পড়েছি। যুদ্ধক্ষেত্রে আর্মি ডাক্তাররা এটা apply করেন।

ধরুন দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগলো-কথার কথা বলছি বোঝানোর জন‍্য। এবার তাতে একদেশের -50 জন সেনা আহত হলেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে ডাক্তারি যন্ত্রপাতি তো খুব বেশী পরিমাণে থাকেনা, অস্হায়ী পরিকাঠামো। দেখা গেল-war field এ পরিকাঠামো আছে 20 জনকে চিকিৎসা দেওয়ার মত। এবার ওখানে ডাক্তার যিনি দায়িত্বে আছেন, তার কাজ ট্রায়াজ করা।উনি নির্ধারণ করবেন। কি নির্ধারণ করবেন ? কার injury severity কতটা। কাকে বাঁচানো সম্ভব- এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সে কতটা কাজে লাগবে। মানে খুব সোজা ভাষায় বললে- যার তুলনামূলক অল্প আঘাত, এবং চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হবে এবং আবার যুদ্ধে ফিরতে পারবে (রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ কথাটা important) তারাই শুধুমাত্র চিকিৎসা পাবে। বাকী 30 জন আহত, চিকিৎসা পাবেনা, পরিকাঠামোর অভাবে। With due respect for all soldiers, দেশের দশের, সমাজের বৃহত্তর স্বার্থে রাষ্ট্র দেখবে -- "ওই 30 জন ,যারা মরণাপন্ন অবস্থায়, বাঁচানো সম্ভব না, এত severely injured, ওরা দেশের মানুষকে বাঁচানোর কাজে যুদ্ধে ফিরতেও পারবেনা, আমার limited medical resource ওদের জন‍্য খরচ করা মানে এই vital moment এ সেটা নষ্ট করা।"

এবার বাস্তবে ফিরি।
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, ট্রায়াজ হয়তো apply করা ছাড়া উপায় থাকবেনা। করোনার bed crisis, oxygen crisis, ওষুধের crisis এমন জায়গায় যাচ্ছে।
একটু সোজা ভাষায় বুঝিয়ে বলি। ধরুন একটা পরিবারে মা বাবা আর তাদের ছেলে মেয়ে। ধরুন মেয়েটি আমার বয়সি। তারা সবাই করোনা আক্রান্ত হল। তাহলে ট্রায়াজ apply হলে কি দাড়াবে ?

ভর্তি নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার মত bed, infrastructure, পরিকাঠামো, oxygen ইত‍্যাদির অভাব। বাবার বয়স হয়েছে এখন, রিটায়ার্ড-মানে দেশের বৃহত্তর কাজে, সমাজের কাজে সে আসছেনা। মায়ের বয়স ও বেশী। এঁরা elderly population-হয়তো করোনা হলে এঁদের severity এতটাই বেশী হবে, যে এদের ভর্তি করে চিকিৎসা দিলেও তার survival chance কম। মা, বাবা ভর্তির বেড পাবেনা। Elderly population will be excluded first following triage. নতুন প্রজন্ম, সামনে ভবিষ‍্যৎ, এবং তারা দেশের কাজে আসবে। এবং ছোটদের severity কম হবে, immunity বেশী সুতরাং যেটুকু resource আছে, যেটুকু oxygen আছে-এদের দিলে হয়তো কাজে লাগবে।যেকটা বেড আছে-এদের ভর্তি করলে সেটা আখেরে বৃহত্তর জনস্বার্থে ফলপ্রসূ হবে।

তাহলে সারাংশ কি দাড়ালো ? চোখের সামনে বাচ্চা ছেলেটি বা মেয়েটি দেখবে-আমরা ভর্তি হলাম, চিকিৎসা পেলাম। কিন্তু বাবা মা চিকিৎসার পরিকাঠামোর অভাবে এবং ট্রায়াজ applied হয়ে ভর্তি হতে পারলেন না। চিকিৎসা পেলেন না।
ট্রায়াজ এর ভয়াবহতা এতটা বেশী।

Italy তে করোনা চিকিৎসায় ট্রায়াজ applied হয়েছিল। ইটালির president এর কান্নার ভিডিও টা মনে আছে ? আল্লাহ মাফ করুন আমাদেরও হয়তো ট্রায়াজ apply করা ছাড়া কোন উপায় থাকবেনা আমরা যদি এখনও না শুধরাই।

তবুও আপনি-

1. মাস্ক ব্যাবহার করবেন না।
2. দূরত্ব বজায় রাখবেন না।
3. জমায়েতে অংশগ্রহণ করবেন।
4. যারা মাস্ক পড়বেন তাদের টিটকারি করবেন।
5. হাত স্যানিটাইজ করবেন না।
6. বিনা প্রয়োজনে বাজারে যাবেন।

(Collected)

03/01/2021
19/12/2020

Brand Focus hosts the live program " Ontoraler Golpo ". In this program, all the professionals will tell the story of their respective positionsTopic:Tourism...

তাহারা vs আমারটা কক্সবাজার এ।আমারটাকে তো হোটেল এর পয়সা উসুল করতে নিয়ে গেছিলাম।টেনেটুনে ও তাহাকে বিচ এ নিয়ে যাওয়া যায়নি।স...
20/10/2020

তাহারা vs আমারটা কক্সবাজার এ।

আমারটাকে তো হোটেল এর পয়সা উসুল করতে নিয়ে গেছিলাম।

টেনেটুনে ও তাহাকে বিচ এ নিয়ে যাওয়া যায়নি।সারাদিন বেটা খালি রুম এ ঘুমাইসে।😄😄😄😄😄😄😄

🥰🥰🥰🥰🥰পানি আমাকে পাহাড় থেকেও বেশি টানে।সমূদ্রকে ভালোবাসা মানুষ গুলো কে দেখতে চাই।ছবিঃসংগৃহিত।
20/10/2020

🥰🥰🥰🥰🥰
পানি আমাকে পাহাড় থেকেও বেশি টানে।
সমূদ্রকে ভালোবাসা মানুষ গুলো কে দেখতে চাই।

ছবিঃসংগৃহিত।

ক্ষ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না,,,,,,,ক্ষ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না না না যেতে দেবো না।তোমায় হ...
19/10/2020

ক্ষ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না,,,,,,,

ক্ষ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না না না যেতে দেবো না।

তোমায় হৃদ মাঝারে রাখবো যেতে দেবো না।

ছবিটি ঃসংগৃহীত।

পুজোর ছুটিতে থাকছে ৪ রাত ৩ দিনের কক্সবাজারে রিলাক্স ট্রিপ মাত্র ৭৭৯০টাকায়।স্পেশাল এই প্যাকেজে থাকছেঃ-★ এসি বাস★ এসি রুম(...
18/10/2020

পুজোর ছুটিতে থাকছে ৪ রাত ৩ দিনের কক্সবাজারে রিলাক্স ট্রিপ মাত্র ৭৭৯০টাকায়।

স্পেশাল এই প্যাকেজে থাকছেঃ-
★ এসি বাস
★ এসি রুম( ৩★ ক্যাটাগরির)
★ সব স্পট কভার
★ প্রতিবেলা সুস্বাদু খাবার
★ স্পেশাল ডিনার নাইট

বিস্তারিত জানতে ইভেন্ট লিংকে ঘুরে আসুন।

ইভেন্ট লিংকঃ https://fb.me/e/4vs96dkIL

এটি দেশ এর বাইরে বানানো সবচেয়ে ব্যয়বহুল একটি ওয়াশরুম যেটি কিনা শুধুই মহিলারাই ব্যাবহার  করতে পারবেন।বলতে হবে কোন দেশ এ এ...
18/10/2020

এটি দেশ এর বাইরে বানানো সবচেয়ে ব্যয়বহুল একটি ওয়াশরুম যেটি কিনা শুধুই মহিলারাই ব্যাবহার করতে পারবেন।

বলতে হবে কোন দেশ এ এটি।

ছবিঃকালেক্টেড।

শুভ সকাল।কেমন আছেন সবাই?আমরা কিন্তু  মাত্র ৭৭৯০টাকায় যাচ্ছি কক্সবাজার এ একটি রিলাক্স ট্রিপ করতে এবং সাথেই একই দিনে আমাদে...
18/10/2020

শুভ সকাল।কেমন আছেন সবাই?

আমরা কিন্তু মাত্র ৭৭৯০টাকায় যাচ্ছি কক্সবাজার এ একটি রিলাক্স ট্রিপ করতে এবং সাথেই একই দিনে আমাদের আরো একটি টিম যাচ্ছে মাত্র ৬৫০০টাকায় অয়ামিখুম নাফাখুম এ একটি এডভেঞ্চার ট্রিপ করতে।

তাহলে আর দেরি কেনো?জলদি করুন ঠিক এমনি ব্যাগপ্যাক নিয়ে রেডি হয়ে যান আমাদের সাথে জয়েন করার জন্য।

সময় কিন্তু একদমি কম আছে।

বলেন দেখি জায়গা টি কোথায়?
17/10/2020

বলেন দেখি জায়গা টি কোথায়?

এখানে যদি একাটা ক্যাম্প ট্রিপ রাখা যায় তাহলে কেমন হয়???
17/10/2020

এখানে যদি একাটা ক্যাম্প ট্রিপ রাখা যায় তাহলে কেমন হয়???

সময়ের অভাবে একসাথে ঘুরতে যাওয়া টা বেশি একটা হয়ে উঠেনা।অই ঘুরে ফিরে ঢাকার ভিতরে কোন একটা রেস্টুরেন্টে বসে আড্ডা শেষে সেই ...
17/10/2020

সময়ের অভাবে একসাথে ঘুরতে যাওয়া টা বেশি একটা হয়ে উঠেনা।

অই ঘুরে ফিরে ঢাকার ভিতরে কোন একটা রেস্টুরেন্টে বসে আড্ডা শেষে সেই বাড়ি ফিরে যাওয়া।কিন্তু এতে কি সাময়িক প্রশান্তি আসলেও মানুষিক প্রশান্তি কিন্তু অতটা আসে না।

তাই আমাদের হঠাৎ করেই বিশাল সমূদ্রের বুকে পারি জমানো মানুষিক প্রশান্তির জন্য। আর দিব্যি এই ট্রিপ টি লকাডাউন এর মধ্যে বেশ প্রশান্তি দিয়েছে।

আমরা আবার যাচ্ছি ঠিক এমন একটি প্রশান্তির খোযে সেই বিশাল সমূদ্রের বুকে।আপনারা থাকছেন কি আমাদের সাথে?

😄😄😄😄😄😄😄😄😄
16/10/2020

😄😄😄😄😄😄😄😄😄

Mention Your Travel Best Frnd
16/10/2020

Mention Your Travel Best Frnd

শুভসকাল।আমাদের আসন্ন পূজার ছুটিতে হতে যাওয়া কক্সবাজার ট্রিপটি হতে যাচ্ছে মাত্র ৭৭৯০টাকায়।আমরা আপনাকে এই টাকায় বেস্ট সারভ...
16/10/2020

শুভসকাল।

আমাদের আসন্ন পূজার ছুটিতে হতে যাওয়া কক্সবাজার ট্রিপটি হতে যাচ্ছে মাত্র ৭৭৯০টাকায়।

আমরা আপনাকে এই টাকায় বেস্ট সারভিস দিবো ৪দিন ৩রাত এ।এমনকি আমরা দিচ্ছি আপনাকে এমন একটি সুন্দর ৩তারকা হোটেল,বেস্ট গালা বারবিকিউ নাইট এবং এবং এবং বেশ বড়ো একটা চমক।সেটা কিন্তু এখনি বলবনা কারন বল্লে যে আমার চাকরি থাকবেনা😝😝😝😝।

তাহলে দেরি না করে আজই বুকিং করে ফেলুন।আমাদের কিন্তু সীট ফিলাপ হয়ে যাচ্ছে।আর অল্প কিছু বাকি।

15/10/2020

আমিয়াখুম নাফাখুম এ হয়ে যাক ৬৮০০টাকায় ট্রিপ।

ট্রিপ বিস্তারিত জানতে নিচে ক্লিক করুনঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সৌন্দর্য্যের আধার বান্দরবানে লুকিয়ে আছে কত শত ঝিরি ঝর্ণা খুম জানা অজানা কত কিছু। তাই এবার আমরা যাবো নাফাখুম, আমিয়াখুম, ভেলাখুম, ক্রাইক্ষ্যং ১, ক্রাইক্ষ্যং ২ ঝর্ণা দর্শনে।
যারা ট্রেকিং পছন্দ করেন, এডভ্যাঞ্চার পছন্দ করেন এমন মানুষদের জন্য এটি খুবই আকর্ষনীয় একটি যায়গা। আকাবাঁকা পাহাড়ি পথ, ঝিরির কলকল শব্দ শুনতে শুনতে ছুটে চলা, কখনো ঝিরির ঠান্ডা পানিতে গা এলিয়ে দিয়ে বসে থাকা এমনই সব মজাদার আনন্দময় মুহুর্ত উপভোগ করতে করতে ছুটে চলা। কখনো খাড়া পাহাড়ি পথ নেমে যাওয়া, আবার সেই পথ ধরে ধীরে ধীরে ফিরে আসা, চারিদিকে সবুজের হাতছানি আর মেঘের দলের লুকোচুরি খেলা এসবই দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো আমিয়াখুমে।
শুধু আমিয়াখুমই নয়, সাথে থাকছে নাফাখুম, ক্রাইখ্যং ১, ক্রাইক্ষ্যং ২, ভেলাখুম, সময় হলে সাতভাইখুমও ঘুরে দেখবো আমরা।
পুরো ট্রীপটাই যেহেতু ট্রেকিং ট্রীপ তাই এই ট্রীপ আপনার যথেষ্ট পরীক্ষা নেবে। তবে এর বিনিময়ে আপনি পাবেন অপার্থিব সৌন্দর্য্য।
আমরা যা যা দেখার চেষ্টা করবো- নাফাখুম - আমিয়াখুম - ভেলাখুম - সাতভাইখুম - ক্রাইক্ষ্যং ১ ও ২
#ট্যুর_প্ল্যান_৪রাত_৩দিন
খরচঃ ৬৮০০/- টাকা
★ যা যা থাকছে এই প্যাকেজেঃ
*ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাসে আসা যাওয়ার খরচ
* ট্রীপ চলাকালীন প্রতি বেলা মূল খাবার খরচ
* সকল প্রকার গাইড খরচ
* স্থানীয়দের কটেজে থাকা, খাবার খরচ
* সকল প্রকার লোকাল ট্রান্সপোর্ট খরচ

★ যা যা থাকছে না এই প্যাকেজেঃ
* হাইওয়ে নাসতা এবং যে কোনো ব্যাক্তিগত খরচ এই ইভেন্ট ফির অন্তর্ভূক্ত নয়।
★ সাথে যে যে প্রয়োজনীয় জিনিস রাখবেনঃ
• জাতীয় পরিচয়পত্র
• পানির বোতল
• ছাতা, সানগ্লাস, ব্যাগ, তোয়ালে ইত্যাদি
• ফাস্ট এইড

★★ আমাদের আনুমানিক প্ল্যান
* ২২ অক্টোবর রাতে রওণা হয়ে আমরা চলে যাবো বান্দরবান।
* ২৩ অক্টোবর ভোরে পৌঁছে আমরা নাস্তা সেরে নেবো। তারপর বাস অথবা জীপে করে আমরা চলে যাবো থানচি। থানচি পৌঁছে আমরা দুপুরের খাবার খেয়ে নেবো। সেই সাথে ক্যাম্পে এন্ট্রি করে আমরা বোটে করে রওণা দিবো রেমাক্রির উদ্দ্যেশে। আঁকাবাঁকা উন্মাতাল সাঙ্গুর বুক চিরে হবে আমাদের যাত্রা। সেখান থেকে ট্রেকিং শুরু হবে আমাদের। সাঙ্গুর পার ধরে নাফাখুম হয়ে আমরা চলে যাবো থুইসাপাড়া। অথবা পদ্মঝিড়ি হয়েও যেতে পারি। নির্ভর করবে সময় এর উপর। থুইসাপাড়াতেই হবে আমাদের রাতে থাকা এবং খাওয়া।
* ২৪ অক্টোবর আমরা খুব ভোরে চলে যাবো আমিয়াখুম এর উদ্দেশ্যে । একে একে আমরা দেখে নিবো আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুম [ সম্ভব হলে ]। ফেরার পথে আমরা দেখে নেবো অপূর্ব সুন্দর ক্রাইক্ষ্যং ১ এবং ক্রাইক্ষ্যং ২ ঝর্ণা দুটো। ক্রাইক্ষ্যং ২ মুলত জোড়া ঝর্ণা। এরপর আবার ফিরে আসবো থুইসাপাড়ায়। এখানে আমরা রাতে থাকবো।
* ২৫ অক্টোবর আমরা রেমাক্রি থেকে থানচির দিকে ফিরে আসবো। এবং থানচি থেকে জীপ অথবা বাসে করে ফিরে আসবো বান্দরবান। সময় পেলে কিছু কেনাকাটা করে নেবো। তারপর রাতের খাবার খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওণা করবো।
* ২৬ অক্টোবর ভোরে আমরা ঢাকা থাকবো ইনশাল্লাহ।
প্ল্যানে প্রয়োজনে যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। এ নিয়ে কোনো আপত্তি থাকা যাবেনা।

যাত্রা শুরুর তারিখ---
আমাদের যাত্রা শুরুর তারিখ ২২ অক্টোবর। ২৭ অক্টোবর ভোরে আমরা ঢাকা থাকবো ইনশাল্লাহ। মোটামুটি ৪ রাত ৩ দিনের ট্রীপ। ট্রীপ এর সময় শিডিউল পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে।
কোনো ধরণের কাপল পলিসি নেই। শেয়ার বেসিসে স্থানীয়দের ঘরে থাকতে হবে।
কনফার্মেশন করার নিয়ম---আপনি যদি শিউর হোন তবেই সব ভালোভাবে বুঝে শুনে কনফার্ম করুন। কনফার্ম করার শেষ সময় ২০ অক্টোবর । তবে যত দ্রুত কনফার্ম করে রাখতে পারবেন ততই ভালো। সদস্য সংখ্যা পূরণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দেবো।
কনফার্ম করতে হলে ২০৪০ টাকা [ অফেরতযোগ্য ] আমাদের কাছে বিকাশ করতে হবে। অথবা আমাদের সাথে দেখা করেও হাতে হাতে টাকা জমা দিতে পারেন।

bKash: 01718-905169
Rocket: 01718-9051699
Nagad: 01718-905169
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
01718-905169
====সদস্য সংখ্যা ১০ জন====
ট্রীপে যা করনীয়
* ভ্রমণের জন্য উপযোগী পোশাক পরতে হবে। * কেউ সাতার না জানলে সাথে নিজ দ্বায়িত্বে লাইফ জ্যকেট রাখতে পারেন। * কারো সাথে কোনো ধরণের খারাপ ব্যবহার করা যাবেনা। * যে কোনো ধরণের অসুবিধায় এডমিনদের সাথে যোগাযোগ করতে হবে। * সময়ের দিকে খেয়াল রেখে ঘোরাফেরা করতে হবে। * অযথা সময় ক্ষেপন করা যাবেনা। * অযথা হৈ চৈ করে অন্যকে বিরক্ত করা যাবেনা। * যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবেনা। * সাথে রেইন কোট বা ছাতা রাখতে পারেন। * ব্যাগের ভেতরে প্রয়োজনীয় জিনিস পলি করে রাখতে পারেন। * খাবার দাবার এর সময় এদিক সেদিক হতে পারে, এটা নিয়ে কোনো উজর আপত্তি করা যাবেনা। * যে কোনো কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। * সহনশীল মনোভাব দেখাতে হবে। * কোনো ধরনের মাদক বা নিষিদ্ধ কোনো বস্থু বহণ করা যাবেনা। * ভোটার আইডি কার্ড অথবা যে কোনো ফটো আইডি এর ফটোকপি ২ কপি এবং মূল কপি অবশ্যই সাথে রাখতে হবে। * ফার্ষ্ট এইড হিসেবে ওয়ান টাইম ব্যান্ড এইড, তুলা, গজ, স্যাভলন ক্রিম, মুভ মলম অথবা স্প্রে, প্যারাসিটামল, গ্যাষ্ট্রিকের ঔষধ, স্যালাইন ইত্যাদি সাথে রাখতে পারেন। * ড্রাই ফুড হিসেবে চকোলেট, ক্যান্ডি, বিস্কুট, ম্যাংগোবার ইত্যাদি সাথে রাখবেন। একটা ছোট ডে ব্যাগ সাথে রাখবেন । * অবশ্যই ১ লিটার এর দুইটা পানির বোতল সাথে রাখবেন। * আপনি যদি যে কোনো ব্যাপারে খুঁতখুঁত বা অভিযোগ প্রবণ হন তাহলে এই ট্রীপ আপনার জন্য নয়।

কক্সবাজার ট্রিপ মাত্র ৭৭৯০টাকায়বিস্তারিত নিচে দাওয়া হলোঃ★ ★ ★ কক্সবাজার: পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত হচ্ছে কক্সবাজার সমুদ...
15/10/2020

কক্সবাজার ট্রিপ মাত্র ৭৭৯০টাকায়

বিস্তারিত নিচে দাওয়া হলোঃ

★ ★ ★ কক্সবাজার: পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত। বর্তমানে বাংলাদেশের অথবা বিদেশী পর্যটকদের কাছে কক্সবাজার অন্যতম পর্যটন কেন্দ্র। চট্রগ্রাম বিভাগের অন্যতম একটি জেলা কক্সবাজার। অনেকের কাছে কক্সবাজার পানোভা নামেও পরিচিত। পানোভা নামের বাংলা আহ্মরিক অর্থ হলুদ ফুল হিসেবে অনুবাদ করা হয়ে থাকে।এটি কেবল বাংলাদেশের কাছেই আকর্ষণীয় বা অন্যতম না। প্রতি বছরে হাজারো পর্যটক এ সৈকতে এসে ভীড় জমায়।চট্রগ্রাম শহর থেকে কক্সবাজারের দূরত্ব ১২৭ কিলোমিটার। কক্সবাজারের পুরাতন নাম হচ্ছে পালংকি।

★ ★ ★ ভ্রমণ সময় ৪ রাত ৩ দিন (২ রাত হোটেলে রাত্রী যাপন)
জন প্রতি - ৭৭৯০/= টাকা /- (৩* হোটেল ও এসি বাস)
★ যা যা থাকছে এই প্যাকেজেঃ
• যাওয়া-আসার বাস ভাড়া (এসি)
• হোটেল রুম (২ রাত- ১ রুমে ৪ জন)
**কাপল হলে এডিশনাল চার্জ যোগ হবে
• ৯ বেলা মূল খাবার (সকাল , দুপুরের ও রাতের খাবার)
• ট্রলার খরচ
• লোকাল ট্রান্সপোর্ট
• স্পেশাল স্ন্যাকস

★ যা যা থাকছে না এই প্যাকেজেঃ
• যাত্রা বিরতিতে কোন প্রকার নাস্তা/ব্যাক্তিগত খরচ
★ সাথে যে যে প্রয়োজনীয় জিনিস রাখবেনঃ
• জাতীয় পরিচয়পত্র
• পানির বোতল
• ছাতা, সানগ্লাস, ব্যাগ, তোয়ালে ইত্যাদি
• ফাস্ট এইড
★ ১ম দিন : রাতের বাসে ঢাকা থেকে কক্স বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে সকালের মধ্যে কক্সবাজারে পৌছে যাবো ইন শা আল্লাহ। কক্সবাজার পৌছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নাস্তা করে নিব। নাস্তা করার পরে দুপুরের খাবারের আগে পর্যন্ত যে যার মত সময় কাটাবো। দুপুরের লাঞ্চ টাইমে সবাই একত্রিত হয়ে লাঞ্চ করে নিব। পুরো বিকেল আমরা বীচে সময় কাটাব। আবারও ডিনার টাইমে একত্রিত হয়ে ডিনার সেরে হোটেলে রাত্রিযাপন।

★ ২য় দিন : সকালে উঠে ৮টার মধ্যে নাস্তা করে আমরা চলে যাবো মহেশখালী। এরপরে দুপুরের মধ্যে ঘুরে এসে দুপুরে খাবার খেয়ে আমরা চলে যাবো হোটেল রুমে। রেস্ট করে নিজেদের মত সময় কাটাব। রাতে স্পেশাল ডিনার ও র‍্যাফেল ড্র আছে এবং হোটেলে রাত্রিযাপন।

★৩য় দিন: সকালের নাস্তার পরে চেক আউট করে যে যার যার মত ঘুরাঘুরি ও কেনাকাটা করে নিব। এর মাঝেই দুপুরের খাবার খেয়ে নিব । লাঞ্চের পরে চলে যাবো ইনানি ও হিমছড়িতে। সেখান থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে।
★ পরদিন সকালে ঢাকায় থাকব ইন শা আল্লাহ।
বুকিং মানি - ৩০৬০/-
বিকাশ অথবা ব্যাংক অথবা অফিসে এসেও টাকা দেওয়ার ব্যাবস্থা রয়েছে।
ইভেন্ট এ জয়েন না করলেও বিকাশ মানি অফেরত্যোগ্য।
bKash: 01718-905169
Rocket: 01718-9051699
Nagad: 01718-905169

ট্যুরের যে কোন তথ্য অথবা প্রয়োজনে কল করুন :
★01717296552
★01631181854
★01736-744582
★01718-905169

কারা কারা একটি গ্রেন্ড বারবিকিউট নাইট চান কক্সবাজার এর ট্রিপ এ?এবারের বারবিকিউ নাইট টি কিন্তু হবে ভিন্ন ধরনের মনে রাখার ...
14/10/2020

কারা কারা একটি গ্রেন্ড বারবিকিউট নাইট চান কক্সবাজার এর ট্রিপ এ?

এবারের বারবিকিউ নাইট টি কিন্তু হবে ভিন্ন ধরনের মনে রাখার মত।

তাহলে দেরি করছেন কেন?জলদি করুন সময় কিন্তু বেশি নেই।

মন চাইলে হবেনা।নিজের ইচ্ছা শক্তি ও থাকা লাগবে যে।ইচ্ছা শক্তি অটুট থাকলে কিসের বমি আর কিসের কি😄😄😄😄।
13/10/2020

মন চাইলে হবেনা।নিজের ইচ্ছা শক্তি ও থাকা লাগবে যে।ইচ্ছা শক্তি অটুট থাকলে কিসের বমি আর কিসের কি😄😄😄😄।

শুভ সকাল।কেমন আছেন গো সবাই?নভেম্বর -ডিসেম্বর এর প্রথম সপ্তাহ সবার ই বেশ বেস্ততা এবং যান্ত্রিকতায় কাটে।আর এই সময় টা পার হ...
13/10/2020

শুভ সকাল।কেমন আছেন গো সবাই?

নভেম্বর -ডিসেম্বর এর প্রথম সপ্তাহ সবার ই বেশ বেস্ততা এবং যান্ত্রিকতায় কাটে।আর এই সময় টা পার হওয়ার পর ই যখন সবাই একটু সস্থির আলোর দেখা পায় ঠিক তখনই মন চায় এই যান্ত্রিকতা থেকে দূরদূরান্তে গিয়ে ডানা মেলে উড়াল দিতে।

আমরা ও উড়াল দিয়েছিলাম ২০১৯ ডিসেম্বর এ ঠিক এমনি একটি সস্থির খোজে বৃহত্তম সমূদ্রের বুক কক্সবাজার এ।

আমরা কিন্তু আবার যাচ্ছি আসন্ন পূজার ছুটি তে।আপনারা থাকছেন তো আমাদের সাথে?এই বার এর কক্সবাজার ট্রিপটি কিন্তু হচ্ছে একদম ভিন্ন ধরনের রিলেক্স ট্রিপ এবং সাথেই থাকছে বিভিন্ন চমক।তাইলে আর দেরি কেনো?জলদি বুকিং করুন।সত্যি না গেলে মিস হয়ে যাবে।

বিস্তারিত ঃhttps://fb.me/e/cLF5PWZp5

★ ★ ★ কক্সবাজার: পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত। বর্তমানে বাংলাদেশের অথবা বিদেশী পর্যটকদের কাছে ক...
12/10/2020

★ ★ ★ কক্সবাজার: পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত। বর্তমানে বাংলাদেশের অথবা বিদেশী পর্যটকদের কাছে কক্সবাজার অন্যতম পর্যটন কেন্দ্র। চট্রগ্রাম বিভাগের অন্যতম একটি জেলা কক্সবাজার। অনেকের কাছে কক্সবাজার পানোভা নামেও পরিচিত। পানোভা নামের বাংলা আহ্মরিক অর্থ হলুদ ফুল হিসেবে অনুবাদ করা হয়ে থাকে।এটি কেবল বাংলাদেশের কাছেই আকর্ষণীয় বা অন্যতম না। প্রতি বছরে হাজারো পর্যটক এ সৈকতে এসে ভীড় জমায়।চট্রগ্রাম শহর থেকে কক্সবাজারের দূরত্ব ১২৭ কিলোমিটার। কক্সবাজারের পুরাতন নাম হচ্ছে পালংকি।

★ ★ ★ ভ্রমণ সময় ৪ রাত ৩ দিন (২ রাত হোটেলে রাত্রী যাপন)
জন প্রতি - ৭৭৯০/= টাকা /- (৩* হোটেল ও এসি বাস)
★ যা যা থাকছে এই প্যাকেজেঃ
• যাওয়া-আসার বাস ভাড়া (এসি)
• হোটেল রুম (২ রাত- ১ রুমে ৪ জন)
**কাপল হলে এডিশনাল চার্জ যোগ হবে
• ৯ বেলা মূল খাবার (সকাল , দুপুরের ও রাতের খাবার)
• ট্রলার খরচ
• লোকাল ট্রান্সপোর্ট
• স্পেশাল স্ন্যাকস

★ যা যা থাকছে না এই প্যাকেজেঃ
• যাত্রা বিরতিতে কোন প্রকার নাস্তা/ব্যাক্তিগত খরচ
★ সাথে যে যে প্রয়োজনীয় জিনিস রাখবেনঃ
• জাতীয় পরিচয়পত্র
• পানির বোতল
• ছাতা, সানগ্লাস, ব্যাগ, তোয়ালে ইত্যাদি
• ফাস্ট এইড
★ ১ম দিন : রাতের বাসে ঢাকা থেকে কক্স বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে সকালের মধ্যে কক্সবাজারে পৌছে যাবো ইন শা আল্লাহ। কক্সবাজার পৌছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নাস্তা করে নিব। নাস্তা করার পরে দুপুরের খাবারের আগে পর্যন্ত যে যার মত সময় কাটাবো। দুপুরের লাঞ্চ টাইমে সবাই একত্রিত হয়ে লাঞ্চ করে নিব। পুরো বিকেল আমরা বীচে সময় কাটাব। আবারও ডিনার টাইমে একত্রিত হয়ে ডিনার সেরে হোটেলে রাত্রিযাপন।

★ ২য় দিন : সকালে উঠে ৮টার মধ্যে নাস্তা করে আমরা চলে যাবো মহেশখালী। এরপরে দুপুরের মধ্যে ঘুরে এসে দুপুরে খাবার খেয়ে আমরা চলে যাবো হোটেল রুমে। রেস্ট করে নিজেদের মত সময় কাটাব। রাতে স্পেশাল ডিনার ও র‍্যাফেল ড্র আছে এবং হোটেলে রাত্রিযাপন।

★৩য় দিন: সকালের নাস্তার পরে চেক আউট করে যে যার যার মত ঘুরাঘুরি ও কেনাকাটা করে নিব। এর মাঝেই দুপুরের খাবার খেয়ে নিব । লাঞ্চের পরে চলে যাবো ইনানি ও হিমছড়িতে। সেখান থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে।
★ পরদিন সকালে ঢাকায় থাকব ইন শা আল্লাহ।
বুকিং মানি - ৩০৬০/-
বিকাশ অথবা ব্যাংক অথবা অফিসে এসেও টাকা দেওয়ার ব্যাবস্থা রয়েছে।
ইভেন্ট এ জয়েন না করলেও বিকাশ মানি অফেরত্যোগ্য।
bKash: 01718-905169
Rocket: 01718-9051699
Nagad: 01718-905169

ট্যুরের যে কোন তথ্য অথবা প্রয়োজনে কল করুন :
★01717296552
★01631181854
★01736-744582
★01718-905169

শুভ দুপুর।কেমন আছেন সবাই? কোথায় গো আমার  সই এবং সখারা?সবাই এত চুপচাপ কেন?আপনাদের কি ঘুরতে যেতে ইচ্ছে করে না?লোকেশনঃবগালে...
11/10/2020

শুভ দুপুর।কেমন আছেন সবাই?

কোথায় গো আমার সই এবং সখারা?সবাই এত চুপচাপ কেন?আপনাদের কি ঘুরতে যেতে ইচ্ছে করে না?
লোকেশনঃবগালেক,বান্দরবান।

কক্সবাজার যাবো অথচ অটো চালাবো না তা কি হয়😝😝😝😝(যদিও ইহা অটো চালানোর ভান মাত্রই)।তিনটি ছবি তিন বার এর।আসন্ন পূজার ছুটি তে ...
10/10/2020

কক্সবাজার যাবো অথচ অটো চালাবো না তা কি হয়😝😝😝😝(যদিও ইহা অটো চালানোর ভান মাত্রই)।তিনটি ছবি তিন বার এর।

আসন্ন পূজার ছুটি তে আমরা আপনার জন্য প্ল্যান করেছি কক্সবাজার এ একটি রিলাক্স ট্রিপ।তাহলে দেরি করে লাভ নাই ভাই চট জলদি বুকিং করে ফেলুন।

আপনাদের সুবিধার জন্য ইভেন্ট ডিটেইলস নিচে দেওয়া হলঃ

★ ★ ★ ভ্রমণ সময় ৪ রাত ৩ দিন (২ রাত হোটেলে রাত্রী যাপন)
জন প্রতি - ৭৭৯০/= টাকা /- (৩* হোটেল ও এসি বাস)
★ যা যা থাকছে এই প্যাকেজেঃ
• যাওয়া-আসার বাস ভাড়া (এসি)
• হোটেল রুম (২ রাত- ১ রুমে ৪ জন)
**কাপল হলে এডিশনাল চার্জ যোগ হবে
• ৯ বেলা মূল খাবার (সকাল , দুপুরের ও রাতের খাবার)
• ট্রলার খরচ
• লোকাল ট্রান্সপোর্ট
• স্পেশাল স্ন্যাকস

★ যা যা থাকছে না এই প্যাকেজেঃ
• যাত্রা বিরতিতে কোন প্রকার নাস্তা/ব্যাক্তিগত খরচ
★ সাথে যে যে প্রয়োজনীয় জিনিস রাখবেনঃ
• জাতীয় পরিচয়পত্র
• পানির বোতল
• ছাতা, সানগ্লাস, ব্যাগ, তোয়ালে ইত্যাদি
• ফাস্ট এইড
★ ১ম দিন : রাতের বাসে ঢাকা থেকে কক্স বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে সকালের মধ্যে কক্সবাজারে পৌছে যাবো ইন শা আল্লাহ। কক্সবাজার পৌছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নাস্তা করে নিব। নাস্তা করার পরে দুপুরের খাবারের আগে পর্যন্ত যে যার মত সময় কাটাবো। দুপুরের লাঞ্চ টাইমে সবাই একত্রিত হয়ে লাঞ্চ করে নিব। পুরো বিকেল আমরা বীচে সময় কাটাব। আবারও ডিনার টাইমে একত্রিত হয়ে ডিনার সেরে হোটেলে রাত্রিযাপন।

★ ২য় দিন : সকালে উঠে ৮টার মধ্যে নাস্তা করে আমরা চলে যাবো মহেশখালী। এরপরে দুপুরের মধ্যে ঘুরে এসে দুপুরে খাবার খেয়ে আমরা চলে যাবো হোটেল রুমে। রেস্ট করে নিজেদের মত সময় কাটাব। রাতে স্পেশাল ডিনার ও র‍্যাফেল ড্র আছে এবং হোটেলে রাত্রিযাপন।

★৩য় দিন: সকালের নাস্তার পরে চেক আউট করে যে যার যার মত ঘুরাঘুরি ও কেনাকাটা করে নিব। এর মাঝেই দুপুরের খাবার খেয়ে নিব । লাঞ্চের পরে চলে যাবো ইনানি ও হিমছড়িতে। সেখান থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে।
★ পরদিন সকালে ঢাকায় থাকব ইন শা আল্লাহ।
বুকিং মানি - ৩০৬০/-
বিকাশ অথবা ব্যাংক অথবা অফিসে এসেও টাকা দেওয়ার ব্যাবস্থা রয়েছে।
ইভেন্ট এ জয়েন না করলেও বিকাশ মানি অফেরত্যোগ্য।
bKash: 01718-905169
Rocket: 01718-9051699
Nagad: 01718-905169

ট্যুরের যে কোন তথ্য অথবা প্রয়োজনে কল করুন :
★01736-744582
★01718-905169
★01631-181854

শুভ দুপুর।কেমন আছেন সবাই। কে কে প্রস্তুুত আছেন আমাদের আসন্ন সাজেক এবং  কক্সবাজার ট্রিপ এর জন্য?
10/10/2020

শুভ দুপুর।

কেমন আছেন সবাই।

কে কে প্রস্তুুত আছেন আমাদের আসন্ন সাজেক এবং কক্সবাজার ট্রিপ এর জন্য?

Address

399/B, (3rd Floor) Shahid Baki Road, Malibagh Chowdhury Para, Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when ক্ষ্যাপা-Khepa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্ষ্যাপা-Khepa:

Share

Category

Nearby travel agencies