Travel On Demand BD

Travel On Demand BD স্বল্প খরচে টুরিস্ট স্পট গুলো আপনাদে?
(4)

দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন। দিঘাপতিয়া রাজবংশের প্রতি...
12/02/2024

দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন। দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় (১৬৮০-১৭৬০) ১৭৩৪ সালে প্রায় ৪৩ একর জমির উপর দিঘাপতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদানাথ রায়ের আমলে ১৮৯৭ সালের ১০ জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিনদিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। তবে শেষ দিন ১৮৯৭ সালের ১২ জুন প্রায় ১৮ মিনিটব্যাপী এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবনসহ ছোট-বড় মোট ১২টি ভবন নির্মাণ করেন। তিনি ১৮৯৭ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত ১১ বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় সাড়ে ৪১ একর জমির উপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। তিনি মোগল ও প্রাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজ ভবন হিসেবে গড়ে তোলেন
১৯৪৭ সালে দেশবিভাগের পর দিঘাপতিয়া রাজা দেশত্যাগ করে ভারতে চলে যান। ১৯৫০ সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর দিঘাপতিয়ার রাজ প্রাসাদটির রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয়। সমস্যা সমাধানে দিঘাপতিয়ার মহারাজাদের এই বাসস্থানকে ১৯৬৭ সালের ২৪শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে ১৯৭২ সালের ৯ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। তিনি ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে ভবনটি ‘উত্তরা গণভবনে'র প্রকৃত মর্যাদা লাভ করে।

24/11/2023

Iconic Rail Station of Bangladesh ❤️
📍Cox’s Bazar

আগামী ১-লা ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল শুরু হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। ঢাকা কক্সবাজার আন্ত...
18/11/2023

আগামী ১-লা ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল শুরু হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ।

ঢাকা কক্সবাজার আন্তঃনগর ট্রেনের কোড, ভাড়া,টাইম টেবিলগুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে 🙂

🌳ঢাকা-কক্সবাজার ট্রেনের ভাড়া নির্ধারণ।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার দূরত্ব ৫৫১ কিলোমিটার।

🌻১.শোভন চেয়ার ৫২৫৳ (ভ্যাট ছাড়া)
🌻২.এসি চেয়ার ১১৩২৳ (ভ্যাটসহ)
🌻৩.এসি কেবিন ১৩৬৩৳ (ভ্যাটসহ)
🌻৪.এসি বার্থ ২০৩৬৳ (ভ্যাটসহ)
--------------------------------------------------

👉ট্রেনের কোড নং ৮১০
👉যাত্রা গন্তব্যঃ কক্সবাজার-ঢাকা
👉কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
👉ঢাকা পৌঁছাবে রাত ৯.১০ টায়
⏰ভ্রমণের সময় ৮.১০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৪
👉যাত্রা গন্তব্যঃ ঢাকা-কক্সবাজার
👉ঢাকা ছেড়ে যাবে রাত ১০.৩০ টায়
👉কক্সবাজার পৌঁছাবে ভোর ৬.৪০ টায়
⏰ভ্রমণের সময় ৮.১০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৫
👉যাত্রা গন্তব্যঃ কক্সবাজার-ঢাকা
👉কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮.৩০ টায়
👉ঢাকা পৌঁছাবে ভোর ৪.৩০ টায়
⏰ভ্রমণের সময় ৮.০০ ঘন্টা

👉ট্রেনের কোড নং ৮১৬
👉যাত্রা গন্তব্যঃ ঢাকা-কক্সবাজার
👉ঢাকা ছেড়ে যাবে সকাল ৬.১৫ টায়
👉কক্সবাজার পৌঁছাবে দুপুর ২.২০ টায়
⏰ভ্রমণের সময় ৮.০৫ ঘন্টা

বছরের পর বছর বাস মালিকদের হাতে জিম্মি ছিল কক্সবাজারের যাত্রীরা। ট্রেন চালু হওয়ার পর টেলা বুজবে 😀সর্বনিম্ন ৫৫৳ দিয়ে চট্টগ...
12/11/2023

বছরের পর বছর বাস মালিকদের হাতে জিম্মি ছিল কক্সবাজারের যাত্রীরা।
ট্রেন চালু হওয়ার পর টেলা বুজবে 😀

সর্বনিম্ন ৫৫৳ দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া যাবে।





সারাদিন ট্রাভেল করে চট্টগ্রামে সন্ধ্যায় জসিমের এর বন্ধুর রেস্টুরেন্টে ফ্রী ফ্রী খেতে গিয়েছিলাম সাথে রিলাক্সও😜😇
07/11/2023

সারাদিন ট্রাভেল করে চট্টগ্রামে সন্ধ্যায় জসিমের এর বন্ধুর রেস্টুরেন্টে ফ্রী ফ্রী খেতে গিয়েছিলাম সাথে রিলাক্সও😜😇

06/11/2023

ইতিহাস সৃষ্টি করে এই প্রথম কক্সবাজার প্রবেশ করলো ট্রেন..✌️
সাধারণ মানুষের সে কী আনন্দ…❤️
এগিয়ে যাক বাংলাদেশ…🥰

চট্টগ্রামের মেজ্জান 😜❤️সাথে ছিল MD Rahim ভাই, Jasim Uddin, Eva Akther Emu ও আমাদের সবার চাচাতো ভাই 😉স্বর্ণালী অতীত❤️
05/11/2023

চট্টগ্রামের মেজ্জান 😜❤️
সাথে ছিল MD Rahim ভাই, Jasim Uddin, Eva Akther Emu ও আমাদের সবার চাচাতো ভাই 😉
স্বর্ণালী অতীত❤️

আগামী ২২ শে নভেম্বর, বুধবার রাতে আমরা সাজেক ভ্যালি যাচ্ছি। কেউ যদি যেতে চান তবে ইনবক্স করবেন। জনপ্রতি বাজেট ধরা হয়েছে ৫...
27/10/2023

আগামী ২২ শে নভেম্বর, বুধবার রাতে আমরা সাজেক ভ্যালি যাচ্ছি। কেউ যদি যেতে চান তবে ইনবক্স করবেন। জনপ্রতি বাজেট ধরা হয়েছে ৫০০০ টাকা। কম কিংবা বেশিও হতে পারে।
ধন্যবাদ।

গিয়েছিলাম সমুদ্র বিলাস করতে ❤️
17/10/2023

গিয়েছিলাম সমুদ্র বিলাস করতে ❤️

সাজেক ভ্যালি ভ্রমণ মাএ ৩৩০০ টাকায় ‍(৩ রাত ২ দিন)‌ ফ্যামিলি,কপাল,ছেলে-মেয়ে সবাই যেতে পারবে এই ট্যুরে।➡️ যাত্রার দিন: ২৩...
15/11/2022

সাজেক ভ্যালি ভ্রমণ মাএ ৩৩০০ টাকায়

(৩ রাত ২ দিন)‌

ফ্যামিলি,কপাল,ছেলে-মেয়ে সবাই যেতে পারবে এই ট্যুরে।

➡️ যাত্রার দিন: ২৩ ই নভেম্বর রাত ১১টা সায়েদাবাদ থেকে

➡️ আসার দিন: ২৫ তারিখ রাতে আমরা খাগড়াছড়ি থেকে গাড়িতে উঠবো ইনশাআল্লাহ ২৬ তারিখ সকাল ভোর ৫টায় আমরা ঢাকায় থাকবো।

➡️যা যা দেখবো
১/সাজেক ভ্যালি।
২/কংলাক পাহাড়।
৩/ঝুলন্ত ব্রিজ।
৪/আলুটিলা গুহা।

➡️ সিঙ্গেল জনপ্রতি ৩৩০০ টাকা এক রুমে চারজন ডাবল বেড।
➡️ কাপল জনপ্রতি ৩৮০০ টাকা একরুম সিঙ্গেল বেড।

➡️ ১ থেকে ৩ বছরের বাচ্চা ফ্রী।

➡️৪ থেকে ১০ আলোচনা সাপেক্ষে।

➡️প্যাকেজে যা যা থাকছেঃ
১/খাগড়াছড়ি আসা-যাওয়া নন এসি বাস টিকেট।
২/৫ বেলা খাওয়া দাওয়া।
৩/চাঁদের গাড়ি এন্ট্রি ফি।
৪/রাত্রিযাপনের জন্য কটেজ।

১➡️ কটেজ: তারেং/ রুলুই কুইন ।

➡️ প্যাকেজে যা যা থাকছে নাঃ
ফুড মেনু বাইরে কোন খাবার।
ব্যক্তিগত কোন মেডিসিন ইত্যাদি।

অবশ্যই আপনাকে বুকিং মানি দিয়ে আপনার আসনটি কনফার্ম করতে হবে । বুকিং মানি (১৫০০ টাকা অফেরৎযোগ্য)
আপনি বিকাশ করে দিতে পারেন অথবা হোস্টে সঙ্গে দেখা করে আপনার বুকিংটি কনফার্ম করতে পারেন।

কিছু কথা: সাজেকে গেলে অবশ্যই রবি অথবা এয়ারটেল সিম সাথে নিয়ে নিবেন🙏

বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স অথবা কল করুন 🙏🙏
ইভা - 01307534932

🌀ঠিকানা: 760/1 East manikdi Dhaka cantonment dhaka-1206

➡️ আপনাদের সকলের সহযোগিতা Travel On Demand BD এর একান্ত কাম্য

Eid offer ❤️
03/07/2022

Eid offer ❤️

ইলিশের দেশের বিভিন্ন অমায়িক রূপের বাহার দেখতে এবার চলুন পুরো একটি দিন ঘুরে আসি চাঁদপুর শহর জুড়ে।★★★ আর যারা নিশ্চিতভাবে ...
14/01/2022

ইলিশের দেশের বিভিন্ন অমায়িক রূপের বাহার দেখতে এবার চলুন পুরো একটি দিন ঘুরে আসি চাঁদপুর শহর জুড়ে।
★★★ আর যারা নিশ্চিতভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও যাবার সুযোগ পায়।

★ যাত্রা শুরু- ২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, রাত ১১ টা।
★ যাত্রা শেষ- ২১জানুয়ারি ২০২২, শুক্রবার, রাত ৮ টা।
★ ট্যুর প্যাকেজ- ৭৯৯ টাকা।
★★ যাত্রা বিবরণ
আমরা আনুমানিক রাত ১১ টায় লঞ্চে করে ইলিশের বাড়ি চাঁদপুরে রওনা হবো। সারারাত গান বাজনা ও আড্ডা দিতে দিতে ভোরবেলা চাঁদপুর পৌছে যাব। এরপর হালকা ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিবো।
চাঁদপুর নেমে নৌকা নিয়ে একটি চরে যাবো, যেখানে গিয়ে মাঠে ফুটবল খেলবো/ক্রিকেট খেলবো, নদীতে লাফালাফি করবো। চর ঘুরে বেড়াবো দল বেধে। সাথে গান বাজনা তো নৈমিত্তিক একটি ব্যাপার। এরপর দুপুরের খাবার খেয়ে লঞ্চের উদ্দেশ্যে রওনা হবো। লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। হয়তো আমাদের টুর শেষ হয়ে যাবে,চলে আসবো ঠিকই।কিন্তু সাথে থাকবে Travel On Demand এর সাথে কাটানো কিছু না ভোলা সুন্দর মুহুর্ত।

★★প্যাকেজে যা যা পাচ্ছেন-
#ঢাকা-চাঁদপুর -ঢাকা লঞ্চের ডেক টিকিট।
#সকালের নাস্তা
#দুপুরের খাবার
★ ট্যুর প্যাকেজে যা যা থাকছে নাঃ-
#কোন ধরণের ব্যক্তিগত খরচ।
#ঔষধ বা চিকিৎসা জাতীয় খরচ।
#ট্যুর প্যাকেজের বা টিমের বাহিরে কোন খাবার খেলে।
★★অবশ্যই সাথে যা যা নিবেনঃ-
#সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
#যেহেতু চরে যাচ্ছি, সেখানে গিয়ে আপনার গা ভিজাতে ইচ্ছে হবেই, তাই গোসল করার মতন পোশাক সাথে নিবেন অবশ্যই।
#ব্যক্তিগত ঔষধ
#পাওয়ার ব্যাংক
#যেহেতু পানি পথ, চাইলে লাইফ জ্যাকেট সাথে নিতে পারেন।
[বি:দ্র: বুকিং মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়। বুকিং মানি৫০০/- (বিকাশ করলে অবশ্যই ৫১০ টাকা পাঠাতে হবে)। বুকিং মানি অফেরতযোগ্য, অবশ্যই ১৮ জানুয়ারি ২০২২ রাত ১০ টার মধ্যে বুকিং মানি দিয়ে আসন নিশ্চিত করতে হবে। আপনি চাইলে একই সাথে প্যাকেজের পুরো টাকা পাঠাতে পারেন।]
★★ বিস্তারিত যোগাযোগ ও পারসোনাল বিকাশ একাউন্টঃ-
ইভা-
টাকা বিকাশ-এ টাকা পাঠালে কল দিয়ে অবশ্যই শিওর হয়ে নিবেন।
★★আয়োজনেঃ-

এ বাবু টার নাম মায়াবী সে আমাদের সাথে সাজেক ট্যুর এ গিয়েছিল সে একটু অসুস্থ ছিল সায়দাবাদ তার সাথে আমার প্রথম দেখা হয় ক...
09/01/2022

এ বাবু টার নাম মায়াবী সে আমাদের সাথে সাজেক ট্যুর এ গিয়েছিল সে একটু অসুস্থ ছিল সায়দাবাদ তার সাথে আমার প্রথম দেখা হয় কিন্তু সে আমার সাথে কোন ভাবে কথা বলছিল না লজ্জা পাচ্ছিল সাজেকে আমি তাকে নিয়ে যখন কংলাক পাহাড় উঠি সবার প্রথম আমরা দুইজন গিয়েছি কিন্তু মায়াবী একটু ভয় পাচ্ছিল পরবর্তীতে সে উঠতে চাই ছিলনা তাই আমি বললাম এতোটুক আসার পর পর আরেকটু তুমি উঠবেনা তারপর মায়াবী আমার উপর ভরসা করে কংলাক পাহাড়ে উঠলো এবং সে অনেক খুশি ছিল এবং মায়াবী আরো উঁচুতে উঠতে চেয়েছিল তাকে নিয়ে নেমে গেলাম আধাঘন্টা পর এরপর থেকে মায়াবী আমার সাথে সাথেই আমাকে ছাড়া কিছুই বুঝেনা ঢাকা ব্যাক করার সময় বাসে বসে ছিলাম কিন্তু মায়াবীর চোখ টলমল করছিল সে আমার সাথে বসবে আমি সত্যি মায়াবী তোমাকে অনেক মিস করবো❤️❤️❤️

08/01/2022
এই ডিসেম্বরের শীতে মাত্র ৩৭০০/- টাকায় মারায়ন তং ক্যাম্পিং সাথে আলির গুহা, ডিম পাহাড় , মায়া লেক ভ্রমণে Travel On Deman...
17/12/2021

এই ডিসেম্বরের শীতে মাত্র ৩৭০০/- টাকায় মারায়ন তং ক্যাম্পিং সাথে আলির গুহা, ডিম পাহাড় , মায়া লেক ভ্রমণে Travel On Demand । (৩ রাত ২ দিন)

*এডভেঞ্চার পাগল সবার জন্য আমাদের এবারের আয়োজন। (ক্যাম্পিং ট্যুর)
আমাদের প্রতিটি ট্রিপেই অনেক ফিমেল ট্রাভেলাররা জয়েন করে থাকেন। গ্রুপ নিরাপত্তার দিক দিয়ে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি।

সুতরাং আপুরা আমাদের যেকোনো ট্রিপেই জয়েন করতে পারেন একদম নিশ্চিন্তে 🌿

সবার বিশ্বস্ততা আর ভালোবাসা নিয়েই ট্যুর পরিচালনা করা আমাদের লক্ষ্য.🥰🥰

#যাত্রার_তারিখ:-
২৫ই ডিসেম্বর (শনিবার)
রাত - ১১.৩০ এ সায়দাবাদ

#ফেরার_তারিখঃ-
২৮ই ডিসেম্বর (মঙ্গলবার)
সকাল ৬ টায় ঢাকা এসে নামবো ইনশাআল্লাহ্।

➡️যা যা দেখবো
>> আলির গুহা।
>> মারায়ং তং ক্যাম্পিং/সামিট।
>> ডিম পাহাড়।
>> মায়া লেক

➡️ টিম সাইজ ২০ জন।

➡️ ইভেন্ট ফি:-
❑ঢাকা থেকে জনপ্রতি ৩৭০০টাকা।

❑কনফার্মেশন প্রক্রিয়া : বিকাশে ২০৪০( বিকাশ চাজ সহ ) টাকা প্রেরণের মাধ্যমে আসন কনফার্ম করতে হবে অথবা হোস্টি এর সাথে দেখা করে কনফার্মেশন এর টাকা দিতে পারেন।

❑*আসন সংখ্যা খুবই সীমিত এবং নির্ধারিত। আপনার আসনটি সংরক্ষণ করতে শীঘ্রই কল করুন- এই নম্বরে।
______________________________________________
➡️➡️ ভ্রমণে যা যা থাকছেঃ-
* ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাসে যাওয়া-আসা।
*২ দিনে মোট ৫ বেলা খাবার।
* লোকাল ট্রান্সপোর্ট খরচ।
* লোকাল গাইড খরচ।
* টেন্ট (তাবু) ভাড়া খরচ।
* বারবিকিউ পার্টি।
* গাইড খরচ।

➡️➡️ যা যা থাকছেনাঃ- উপরে উল্লেখিত খরচের বাহিরে অন্য
কোনো খরচ।
# কোনো প্রকার ব্যক্তিগত খরচ।
#ব্যক্তিগত মেডিসিন খরচ।
# যাত্রা বিরতীতে খাবার।
# আসারদিন রাতের খাবার।

* কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
★★ আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে !

★★ এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে।

★★ কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।

যে কোন প্রয়োজনেঃ

➡️➡️ যা যা সাথে নেওয়া উচিতঃ-
✔️ গামছা, তোয়ালে, সাবান, শ‍্যাম্পু।
✔️ টুথ ব্রাশ, টুথপেস্ট, বডি স্প্রে বা পারফিউম।
✔️ তিন চার সেট পোশাক।
✔️ বিছানার চাদর।
✔️ লাইফ জ্যাকেট।
✔️ রেইনকোর্ট বা ছাতা।
✔️ চার্জার ও পাওয়ার ব্যাংক, টর্চ লাইট।
✔️ মোবাইলের ওয়াটারপ্রুফ কাভার।
✔️ ঔষধ, প্রয়োজনীয় জিনিসপত্র সুরক্ষার জন্য পলিথিন বা ওয়াটারপ্রুফ ব‍্যাগ।


বিঃদ্রঃ- প্রাকৃতিক পরিবেশ অথবা অন্যা কোন পরিস্থিতিতে বাধাগ্রস্ত হলে তখন ট্যুর হোস্ট যেকনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে। তা অবশ্যই সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। রাতে ক্যাম্পিং করার সেনাবাহিনীর অনুমতি না পেলে /নামিয়ে দিলে কতৃপক্ষ দায়ী থাকবে না।
Travel On Demand এর সঙ্গে আপনার ভ্রমণ শুভ হোক 🥰🥰🥰

01/12/2021
সাজেক ভ্যালি ভ্রমণ মাএ ৩৭৯৯ টাকায় (৩ রাত ২ দিন) ফ্যামিলি,কপাল,ছেলে-মেয়ে সবাই যেতে পারবে এই ট্যুরে।➡️ যাত্রার দিন: ২৪ ই...
07/11/2021

সাজেক ভ্যালি ভ্রমণ মাএ ৩৭৯৯ টাকায়

(৩ রাত ২ দিন)

ফ্যামিলি,কপাল,ছেলে-মেয়ে সবাই যেতে পারবে এই ট্যুরে।

➡️ যাত্রার দিন: ২৪ ই নভেম্বরবর রাত ১১টা সায়েদাবাদ থেকে

➡️ আসার দিন: ২৬ তারিখ রাতে আমরা খাগড়াছড়ি থেকে গাড়িতে উঠবো ইনশাআল্লাহ ২৭ তারিখ সকাল ভোর ৫টায় আমরা ঢাকায় থাকবো।

➡️যা যা দেখবো
১/সাজেক ভ্যালি।
২/জিরো পয়েন্ট
৩/কংলাক পাহাড়।
৪/ঝুলন্ত ব্রিজ।
৫/আলুটিলা গুহা।

➡️ সিঙ্গেল জনপ্রতি ৩৮০০ টাকা এক রুমে চারজন ডাবল বেড।
➡️ কাপল জনপ্রতি ৪৫০০ টাকা একরুম সিঙ্গেল বেড।

➡️ ১ থেকে ৩ বছরের বাচ্চা ফ্রী।

➡️৪ থেকে ১০ আলোচনা সাপেক্ষে।

➡️প্যাকেজে যা যা থাকছেঃ
১/খাগড়াছড়ি আসা-যাওয়া নন এসি বাস টিকেট।
২/৫ বেলা খাওয়া দাওয়া।
৩/চাঁদের গাড়ি এন্ট্রি ফি।
৪/রাত্রিযাপনের জন্য কটেজ।

১➡️ কটেজ: তারেং/ রুলুই কুইন ।

➡️ প্যাকেজে যা যা থাকছে নাঃ
ফুড মেনু বাইরে কোন খাবার।
ব্যক্তিগত কোন মেডিসিন ইত্যাদি।

বিকাশ:
অবশ্যই আপনাকে বুকিং মানি দিয়ে আপনার আসনটি কনফার্ম করতে হবে । বুকিং মানি (১৫০০ টাকা অফেরৎযোগ্য)
আপনি বিকাশ করে দিতে পারেন অথবা হোস্টে সঙ্গে দেখা করে আপনার বুকিংটি কনফার্ম করতে পারেন।

কিছু কথা: সাজেকে গেলে অবশ্যই রবি অথবা এয়ারটেল সিম সাথে নিয়ে নিবেন🙏

বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স অথবা কল করুন 🙏🙏
ইভা -

🌀

➡️ আপনাদের সকলের সহযোগিতা Travel On Demand এর একান্ত কাম্য

সাজেক ভ্যালি ভ্রমণ মাএ ৩৭৯৯ টাকায় (৩ রাত ২ দিন) ফ্যামিলি,কপাল,ছেলে-মেয়ে সবাই যেতে পারবে এই ট্যুরে।➡️ যাত্রার দিন: ২৪ ই...
31/10/2021

সাজেক ভ্যালি ভ্রমণ মাএ ৩৭৯৯ টাকায়

(৩ রাত ২ দিন)

ফ্যামিলি,কপাল,ছেলে-মেয়ে সবাই যেতে পারবে এই ট্যুরে।

➡️ যাত্রার দিন: ২৪ ই নভেম্বরবর রাত ১১টা সায়েদাবাদ থেকে

➡️ আসার দিন: ২৬ তারিখ রাতে আমরা খাগড়াছড়ি থেকে গাড়িতে উঠবো ইনশাআল্লাহ ২৭ তারিখ সকাল ভোর ৫টায় আমরা ঢাকায় থাকবো।

➡️যা যা দেখবো
১/সাজেক ভ্যালি।
২/কংলাক পাহাড়।
৩/ঝুলন্ত ব্রিজ।
৪/আলুটিলা গুহা।

➡️ সিঙ্গেল জনপ্রতি ৩৮০০ টাকা এক রুমে চারজন ডাবল বেড।
➡️ কাপল জনপ্রতি ৪৫০০ টাকা একরুম সিঙ্গেল বেড।

➡️ ১ থেকে ৩ বছরের বাচ্চা ফ্রী।

➡️৪ থেকে ১০ আলোচনা সাপেক্ষে।

➡️প্যাকেজে যা যা থাকছেঃ
১/খাগড়াছড়ি আসা-যাওয়া নন এসি বাস টিকেট।
২/৫ বেলা খাওয়া দাওয়া।
৩/চাঁদের গাড়ি এন্ট্রি ফি।
৪/রাত্রিযাপনের জন্য কটেজ।

১➡️ কটেজ: তারেং/ রুলুই কুইন ।

➡️ প্যাকেজে যা যা থাকছে নাঃ
ফুড মেনু বাইরে কোন খাবার।
ব্যক্তিগত কোন মেডিসিন ইত্যাদি।

বিকাশ:
অবশ্যই আপনাকে বুকিং মানি দিয়ে আপনার আসনটি কনফার্ম করতে হবে । বুকিং মানি (১৫০০ টাকা অফেরৎযোগ্য)
আপনি বিকাশ করে দিতে পারেন অথবা হোস্টে সঙ্গে দেখা করে আপনার বুকিংটি কনফার্ম করতে পারেন।

কিছু কথা: সাজেকে গেলে অবশ্যই রবি অথবা এয়ারটেল সিম সাথে নিয়ে নিবেন🙏

বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স অথবা কল করুন 🙏🙏
ইভা -

🌀ঠিকানা: ।

➡️ আপনাদের সকলের সহযোগিতা Travel On Demand এর একান্ত কাম্য

রুলুই কুইন রিসোর্ট ❤️❤️
31/10/2021

রুলুই কুইন রিসোর্ট ❤️❤️

আলহামদুলিল্লাহ আমাদের সাজেক টুর ভালো ভাবে সম্পন্ন হয়েছে ❤️❤️❤️ আমাদের নেক্সট টুর এর আপডেট পেতে আমাদের পেজটিতে লাইক দিয়...
29/10/2021

আলহামদুলিল্লাহ আমাদের সাজেক টুর ভালো ভাবে সম্পন্ন হয়েছে ❤️❤️❤️ আমাদের নেক্সট টুর এর আপডেট পেতে আমাদের পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ❤️❤️❤️

২৬ অক্টোবর মঙ্গলবার , ৩২০০/= টাকার সাজেক ও খাগড়াছড়ি ২ দিনের ইভেন্ট এর  কিছু প্রশ্ন আমাকে করা হইছে :1.ভাই বাস কি এসি?2.সা...
17/10/2021

২৬ অক্টোবর মঙ্গলবার , ৩২০০/= টাকার সাজেক ও খাগড়াছড়ি ২ দিনের ইভেন্ট এর কিছু প্রশ্ন আমাকে করা হইছে :

1.ভাই বাস কি এসি?
2.সাজেকে এসি রুম পাওয়া যাবে?
3.আপনিরা ছিনতাইকারী না তো?
4.মুড়ির টিনে নিবেন?
5.এক রুমে ২০ জন রাখবেন?
6.শুধু আলু ভর্তা দিয়ে খাওয়াবেন?
7.এক সীটে কয় জন করে বসাবেন?
8.মেঘপুঞ্জী তে একটা রুমের ব্যবস্থা করে দেওয়া যাবে?
9.হাটিয়ে নিবেন?
10.ধান্দা আর কত রকম করবেন?
11. সত্যিই কি সাজেক যাবেন নাকি সীতাকুণ্ড থেকে ঘুরিয়ে আনবেন?
12.নিয়ে আমাদের বিক্রি করে দিবেন না তো?
13.আমি তো পুলিশ 500 কম রাখা যাবে না?.......

আরও অনেক প্রশ্ন ! মনে পরছে না, মনে পরলে ২য় পার্ট আনবো। আপনাদের মনেও যদি এমন প্রশ্ন এসে থাকে করতে পারেন🥱 !

[ বি.দ্র : ৪৫০০-৫০০০ টাকার ইভেন্টে যে সেবা/সার্বিস দেওয়া হয় , কথা দিচ্ছি এই ৩২০০/= টাকার ইভেন্টে একই সার্বিস পাবেন হয়তো কটেজ মেঘ মাচাং এর মতো হবে না। তাই বিভ্রান্ত না হয়ে সুযোগ টা কাজে লাগিয়ে ফেলুন। ]

সাজেক ভ্যালি ভ্রমণ মাএ ৩২০০ টাকায় (৩ রাত ২ দিন) ফ্যামিলি,কপাল,ছেলে-মেয়ে সবাই যেতে পারবে এই ট্যুরে।➡️ যাত্রার দিন: ২৬ ই...
15/10/2021

সাজেক ভ্যালি ভ্রমণ মাএ ৩২০০ টাকায়

(৩ রাত ২ দিন)

ফ্যামিলি,কপাল,ছেলে-মেয়ে সবাই যেতে পারবে এই ট্যুরে।

➡️ যাত্রার দিন: ২৬ ই অক্টোবর রাত ১১টা সায়েদাবাদ থেকে

➡️ আসার দিন: ২৮ তারিখ রাতে আমরা খাগড়াছড়ি থেকে গাড়িতে উঠবো ইনশাআল্লাহ ২৯ তারিখ সকাল ভোর ৫টায় আমরা ঢাকায় থাকবো।

➡️যা যা দেখবো
১/সাজেক ভ্যালি।
২/কংলাক পাহাড়।
৩/ঝুলন্ত ব্রিজ।
৪/আলুটিলা গুহা।

➡️ সিঙ্গেল জনপ্রতি ৩২০০ টাকা এক রুমে চারজন ডাবল বেড।
➡️ কাপল জনপ্রতি ৪০০০ টাকা একরুম সিঙ্গেল বেড।

➡️ ১ থেকে ৩ বছরের বাচ্চা ফ্রী।

➡️৪ থেকে ১০ আলোচনা সাপেক্ষে।

➡️প্যাকেজে যা যা থাকছেঃ
১/খাগড়াছড়ি আসা-যাওয়া নন এসি বাস টিকেট।
২/৫ বেলা খাওয়া দাওয়া।
৩/চাঁদের গাড়ি এন্ট্রি ফি।
৪/রাত্রিযাপনের জন্য কটেজ।

১➡️ কটেজ: তারেং/ রুলুই কুইন ।

➡️ প্যাকেজে যা যা থাকছে নাঃ
ফুড মেনু বাইরে কোন খাবার।
ব্যক্তিগত কোন মেডিসিন ইত্যাদি।

বিকাশ:
অবশ্যই আপনাকে বুকিং মানি দিয়ে আপনার আসনটি কনফার্ম করতে হবে । বুকিং মানি (১৫০০ টাকা অফেরৎযোগ্য)
আপনি বিকাশ করে দিতে পারেন অথবা হোস্টে সঙ্গে দেখা করে আপনার বুকিংটি কনফার্ম করতে পারেন।

বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স অথবা কল করুন 🙏🙏
ইভা -

🌀

➡️ আপনাদের সকলের সহযোগিতা Travel On Demand এর একান্ত কাম্য

সাজেক ট্যুর এর কিছু মুহূর্ত ❤️❤️
14/10/2021

সাজেক ট্যুর এর কিছু মুহূর্ত ❤️❤️

14/10/2021

সাজেক ট্যুর এ সবার সাথে একটু গান করলাম 😇😇😇

আলহামদুলিল্লাহ সকলের দোয়াতে ৩০০০ টাকায় ৪৭ জন নিয়ে আমাদের সাজেক ট্যুর সম্পূর্ণ ❤️❤️❤️
14/10/2021

আলহামদুলিল্লাহ সকলের দোয়াতে ৩০০০ টাকায় ৪৭ জন নিয়ে আমাদের সাজেক ট্যুর সম্পূর্ণ ❤️❤️❤️

09/10/2021

আমাদের গত ট্যুরের কিছু মূহূর্ত ❤️❤️❤️

Sajek valley18 September❤️❤️❤️5:00 pm
01/10/2021

Sajek valley
18 September❤️❤️❤️
5:00 pm

শুভ দুপুর 😇সীতাকুণ্ড সোনাইছড়ি ট্রেইল।
01/10/2021

শুভ দুপুর 😇
সীতাকুণ্ড সোনাইছড়ি ট্রেইল।

লুসাই গ্রাম।সাজেক ভ্যালি ❣️
30/09/2021

লুসাই গ্রাম।
সাজেক ভ্যালি ❣️

27/09/2021

Address

Dhaka
CANTONMENT

Telephone

+8801307534932

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel On Demand BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category