Travel with Shihab

Travel with Shihab Make your trip relax and comfortable by me Let me arrange your trip comfortable. You can get below services from me
1. Sundarban tour
2. Saintmartin tour
3.
(16)

Tanguar haor tour
4. Hotel resort booking
5. Ship booking
6. Ship bus ticket booking
7. Sajek tour
8. Bandarban tour
9. Sylhet tour

এক টানেই কোটিপতি হয়ে গেলে মোজাম্মেল কক্সবাজারের মহেশখালীর সমুদ্র উপকূলে এক জালেই ধরা পড়েছে ১৫৯টি ‘সমুদ্রের সোনা’ নামে খ...
23/12/2023

এক টানেই কোটিপতি হয়ে গেলে মোজাম্মেল

কক্সবাজারের মহেশখালীর সমুদ্র উপকূলে এক জালেই ধরা পড়েছে ১৫৯টি ‘সমুদ্রের সোনা’ নামে খ্যাত কালো পোপা মাছ। মোজাম্মেল বহদ্দার নামে এক জেলের জালে ধরা পড়া মাছগুলো ঘাটে পৌঁছানোর পর দাম হাঁকানো হয়েছে দুই কোটি টাকা।

সাবধানতাআগামী সপ্তাহে একটা বড় ঢেউ আসতেছে সেন্টমার্টিনে।২২ তারিখ যাবার কোন শিপ টিকেট অনলাইনে নাই। প্রিমিয়াম ক্যাটাগরির ...
19/12/2023

সাবধানতা
আগামী সপ্তাহে একটা বড় ঢেউ আসতেছে সেন্টমার্টিনে।

২২ তারিখ যাবার কোন শিপ টিকেট অনলাইনে নাই।
প্রিমিয়াম ক্যাটাগরির বেশিরভাগ রিসোর্ট ৩১ তারিখ পর্যন্ত বুক
মিডিয়াম ক্যাটাগরির রিসোর্ট প্রায় ২৫ তারিখ পর্যন্ত অলমোস্ট বুক

বাজেট ক্যাটাগরির কিছু রিসোর্ট ২৫ তারিখ পর্যন্ত খালি আছে।

কারো কাছে শিপ টিকেট / রিসোর্ট বুকিং করার আগে নিচের বিষয় গুলো লক্ষ রাখবেন
১. লক করা প্রোফাইল গুলো এড়িয়ে চলুন
২. ব্যক্তিগত একাউন্টে লেনদেন না করে অফিসিয়াল/বিজনেস একাউন্ট এ লেনদেন করুন। কারণ অফিসিয়াল/বিজনেস একাউন্ট থাকা মানে গভর্নমেন্ট approved বিজনেস করার ট্রেড লাইসেন্স আছে
৩. শিপ টিকেট নেবার সময় সিট নম্বর আছে কিনা চেক করে দেখুন।
৪. অথরাইজ এজেন্ট/ট্যুর এজেন্সি এর সাথে লেনদেন করুন
৫. ফোন নম্বর নিয়ে ট্রু কলার এ চেক করুন

শিপ টিকেট, বাস টিকেট, রিসোর্ট বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন
WhatsApp 01622421392

19/12/2023

পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি

সাপ্তাহিক ছুটি ও বড় দিনের ছুটি কাছাকাছি হওয়ায় ট্যুরিস্ট স্পটগুলোতে অনেক চাপ থাকার সম্ভাবনা আছে।

সবকিছু স্বাভাবিকভাবে থাকলে আগামী ২২-২৫ ই ডিসেম্বর পর্যন্ত চাপ অব্যাহত থাকতে পারে।

যেহেতু আমাদের দেশে সবার এক সাথে ছুটি হয় না বা পাওয়া কঠিন তাই মোটামুটি দুয়েক দিন ছুটি হলেই আর দুয়েক দিন ম্যানেজ করে সবাই ছুটে চলে।

আর মধ্যস্বত্বভোগী ও প্রতারকরা এ সময় বা সুযোগটা লাকে লাগিয়ে ফাঁদ পেতে বসে থাকে। ফলে অনেক পর্যটক প্রতারিত হয় বা হয়রানির শিকার হয়।

আমার অনুরোধ থাকবে এরকম রাশ টাইমে সম্ভব হলে ট্যুর দেবেন না। আনন্দের চেয়ে ভোগান্তি বেশি হবে। পদে পদে ঠকবেন বা হয়রানি হবেন। নিরুপায় বা ট্যুরে যেতে বাধ্য হলে নিচের পরামর্শ গুলো কাজে আসবে।

বাস টিকিটঃ
সম্ভব হলে নিজে গিয়ে বাস টিকিট করবেন। সময়, বাস ও বাসের কোয়ালিটি দেখেই টিকিট কাটবেন। যেহেতু ঐ সময় চাপ থাকবে তাই অগ্রীম টিকিট কেটে রাখবেন।

থার্ড পার্টি ধরলে আপনি ঠকবেন এটা ১০০% নিশ্চিত। যাত্রার দিন বাস নষ্ট বা বাস সংকট বলে অন্য বাসে তুলে দিতে পারে। অথবা ফিটনেসবিহীন গাড়ি দিতে পারে। টাইম সিডিউল চেঞ্জ হয়ে যেতে পারে!

জাহাজ টিকিটঃ
জাহাজ টিকিট নেওয়ার আগে ভাড়ার তালিকা জেনে নেবেন। অবশ্যই অগ্রীম টিকিট কেটে রাখবেন। এবং জাহাজ কতৃপক্ষ অনুমোদিত এজেন্ট থেকে নেবেন। পরিচিত কোন এজেন্সি হলে তার থেকে নেওয়া সবচেয়ে নিরাপদ।

যাত্রার দিন টিকিট পাবেন সে আশা করবেন না। করলে ভোগান্তিতে পড়বেন। বেশি দামে স্টেন্ডিং টিকিট নিয়ে হতে পারে অথবা টিকিট না পেয়ে ফেরত যেতে হতে পারে।

রুম বুকিংঃ
রুমের ব্যাপারে আপনি সরাসরি রিসোর্টের সাথে যোগাযোগ করে বুকিং করবেন। অথবা পরিচিত ট্যুর এজেন্সির সাথে কথা বলে রুম নেবেন। মনে রাখবেন হাত বদল মানেই দাম বেশি।

অনেক প্রতারক আপনাকে ভালো একটা রিসোর্টের ভিউ ও রুমের ছবি দেখাবে। উচ্চ রেটে বুকিং নেবে। কিন্তু এক রাত আগে আপনাকে জানাবে ঐ রিসোর্ট ডিসির মেহমান যাচ্ছে তাই ক্রোক করছে। রুম দেওয়া সম্ভব না।

অন্য রিসোর্ট এ রুম ম্যানেজ করে দিচ্ছে বলবে। ৫০০/- করে ডিসকাউন্ট করে দিয়ে আপনাকে নামমাত্র সার্ভিস বা থার্ডক্লাশ একটা রিসোর্টে তুলে দেবে!

সরাসরি রিসোর্টের সাথে কথা বলে, বা পরিচিত লোকের সাথে যোগাযোগ করে রুম নিলে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা কম।

খাবারঃ
এদেশে সবসময় কৃত্রিম সংকটকে কাজে ফায়দা হাসিলের ইতিহাস আছে! সুতরাং দেশের পর্যটন স্পটগুলোতে পিক টাইম বা রাশের সময় খাবারের দাম বেড়ে যায় কিন্তু মান কমে যায়।

মনে আছে? একসময় এরকম রাশের সময় ডাল, আলু ভর্তা ও ভাত জনপ্রতি ৪০০/- নিয়েছিলো বলে পুরো দেশে হৈচৈ হয়েছিল?

আপনার পরিচিত রেস্টুরেন্টে খাবেন অথবা পরিচিত ট্যুর এজেন্সি বা যারা আগে ঘুরে গেছেন তাদের পরামর্শ নিয়ে রেস্টুরেন্টে যাবেন। টাকা বছর বেশি গেলেও ভালো মানের রেস্টুরেন্টে খাবেন।

কোন রকম হলেই হলো বা কম দামে পাইলে হলো টাইপের খাবার খাবেন না। পরে অসুস্থ হয়ে পড়লে ট্যুরের আনন্দ মাটি হয়ে যাবে।

ট্রেন, অটোরিকশা ও নৌকা ইত্যাদি নিয়েও আগে থেকে চিন্তা করে রাখবেন। বিস্তারিত লিখতে গেলে লেখা অনেক বড় হয়ে যাবে তাই মোটামুটি সংক্ষেপে একটু সতর্ক করে দিলাম।

আমি সবসময় পিক টাইমে ভ্রমণের বিরোধী। আমি ঘুরি রিলাক্স টাইম পার করতে এবং নতুন যায়গা দেখতে ও জানতে। দৌড় প্রতিযোগিতা দিতে নয়। কিন্তু সাধারণ মানুষকে বুঝানো কঠিন। তাই মুলত এ লেখা।

ধন্যবাদ

©Tayub ullah

উদ্বোধন উপক্ষণে সম্পূর্ন নতুন এসি শিপে পাচ্ছেন বিশেষ ছাড়ট্যুর ডেট: ২২-২৫শিপ: পাইরেটস অফ সুন্দরবনপ্যাকেজ: খুলনা টু খুলনা...
18/12/2023

উদ্বোধন উপক্ষণে সম্পূর্ন নতুন এসি শিপে পাচ্ছেন বিশেষ ছাড়

ট্যুর ডেট: ২২-২৫
শিপ: পাইরেটস অফ সুন্দরবন
প্যাকেজ: খুলনা টু খুলনা ৩ দিন ২ রাত
প্যাকেজ রেট: ১৫০০০ ( জনপ্রতি রেগুলার রেট)

❑ ভ্রমণের স্থান সমুহ :

✅ করমজল
✅ টাইগার পয়েন্ট
✅ কচিখালী / হিরন পয়েন্ট
✅ ডিমের চর / দুবলার চর
✅ হারবারিয়া ইকো পার্ক
✅ হারবারিয়া সেতু
✅ ক্রোকোডাইল প্রজেক্ট
✅ কটকা অভয়ারণ্য
✅ জামতলা সি বিচ
✅ টাইগার টিলা
✅ বনের মধ্যে ট্রেকিং
✅ বিভিন্ন ক্যানেল ক্রুজিং

সুন্দরবন ট্যুর বৃত্তান্ত :

✅ ১ম দিন:
খুলনা থেকে আমাদের ট্রিপ শুরু হবে । সকলের নির্দিষ্ট রুম/কেবিনে চেক ইন করে সুন্দরবনের পথে যাত্রা। এরপর সকালের নাস্তা সেরে জাহাজের ছাদে, বারান্দা বা নিজ কক্ষে বসে রূপসা নদীর সৌন্দর্য্য উপভোগ করতে করতে সামনে এগিয়ে চলা।জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে।

কয়েক ঘন্টা পর মংলা পৌঁছে বনবিভাগের প্রয়োজনীয় কাজ শেষ করে সসস্ত্র নিরাপত্তা রক্ষীদের নিয়ে সুন্দরবনের ভেতরে প্রবেশ করবে আমাদের টুরিস্ট জাহাজ ।এরপর হাড়বাড়িয়া পৌঁছে ইকো ট্যুরিজম স্পট ঘুরে কটকার পথে যাত্রা। রাতে জাহাজে রাত্রিযাপন।জাহাজের ছাদে বসে লাঞ্চ বা ডিনার সে এক অসাধারন অভিজ্ঞতা।

✅২য় দিন:
খুব ভোরে চা বিস্কিট খেয়ে কটকা বীচ ও ওয়াচ টাওয়ার ঘুরে এসে সকালের নাস্তা সেরে আবার বন ভ্রমন। বনের ভিতর দিয়ে ৪৫ মিনিট হেটে জামতলা বীচে যাবো। বীচে কিছুক্ষণ সময় কাটিয়ে জাহাজে ফিরে এসে রওনা দিব হিরন পয়েন্টের উদ্দেশ্যে।
হিরণ পয়েন্ট এ সময় কাটিয়ে চলে যাব দুবলার চর। সেখানে সূর্যাস্ত উপভযোগ করবো ।

✅৩য় দিন:
খুব ভোরে জোয়ারের উপর ভিত্তিকরে রওনা হয়ে আমরা দুপুরে পৌঁছে যাব করমজল। করমজলের ওয়াচ টাওয়ার, মিনি চিড়িয়াখানা, কুমির প্রজনন কেন্দ্র ইত্যাদি দেখে সন্ধ্যায় ফিরে আসব খুলনা/মংলা ফিরে আসবো।

❑ কনফার্ম করতে চাইলে ডেডলাইনের মধ্যে জনপ্রতি ৫০ ভাগ টাকা অগ্রিম ডিপোজিট করতে হবে।

NO REFUND/CANCELLATION POLICY
DATE CHANGE POSSIBLE only with 15 days notice period

❑ চাইল্ড পলিসি:

✅ ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি
✅ ৩ থেকে ৮ বছরের শিশুদের জন্য ৫০% টাকা।
সেক্ষেত্রে বাচ্চার গার্ডিয়ানের সাথে শিপে কেবিন
শেয়ার করতে হবে। আর বেড নিলে ফুল চার্জ
প্রযোজ্য হবে।

✅ সুন্দরবন ভ্রমণ প‌্যাকেজে যা যা থাকছে

⦿ ৩ রাত ২ দিন সুন্দর ভেসেলের কেবিনে থাকা
এবং ট্যুর প্ল্যান অনুযায়ী বিভিন্ন স্পট ভ্রমণ।
⦿ কাপলদের জন্য কাপল কেবিন, ফ্যামিলি দের
জন্য ফ্যামিলি কেবিন।
⦿ প্রতিদিন সকাল, দুপুর ও রাতের মজাদার খাবার।
দুপুরে এবং রাতে ডাবল মেন্যু ( মাছ ও মাংস)।
⦿ প্রতিদিন দুইবেলা স্ন্যাকস।
⦿ সার্বক্ষণিক চা, কফি ইত্যাদি।
⦿ সুপেয় পানির ব্যবস্থা।
⦿ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
⦿ লাইফ জ্যাকেট। পর্যাপ্ত পরিমান বয়া।
⦿ অগ্নেয়াস্ত্র সহ বনবিভাগের নিরাপত্তা কর্মী।
⦿ বন বিভাগের প্রশিক্ষন প্রাপ্ত গাইড।
⦿ ফাস্ট এইড।
⦿ বনে প্রবেশের প্রয়োজনীয় অনুমোদন এবং
বাংলাদেশীদের ফরেস্ট ট্যাক্স

✅ যা সুন্দরবন ট্যুর প্যাকেজের অন্তর্ভুক্ত নয় :

⦿ বিদেশীদের জন্যে অতিরিক্ত ১১,০০০/- টাকা
ফরেষ্ট এন্ট্রি ফি দিতে হবে।
⦿ তৃতীয় দিন রাতের খাবার
⦿ ক্যামেরা বা ভিডিও ক্যামেরার এন্ট্রি ফি
⦿ ব্যক্তিগত কোন ওষুধ

নোঙরসেন্টমার্টিনের একমাত্র সুইমিংপুল সহ রিসোর্ট।এছাড়া রয়েছে প্যানারোমা ভিউ বিশিষ্ট রুম যেখান থেকে wide angle এ সমুদ্র ...
17/12/2023

নোঙর
সেন্টমার্টিনের একমাত্র সুইমিংপুল সহ রিসোর্ট।

এছাড়া রয়েছে প্যানারোমা ভিউ বিশিষ্ট রুম যেখান থেকে wide angle এ সমুদ্র দেখা যায়।

প্রতিরুমের সাথে ব্রেকফাস্ট included

রিসোর্ট এবং রুকের বিস্তারিত জানতে ভিজিট করুন

https://hotels.ruposibanglatravel.com/hotels/nongor

আর আমাদের মাধ্যমে বুকিং করলেই পাচ্ছেন ফ্ল্যাট 50% ডিসকাউন্ট

ফ্ল্যাট: 2A, বাসা: 39, রোড: 02
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp: 01622421392
Fb page: Ruposi Bangla Tourism

এই রিসোর্ট বলা হয় টুইন বীচ রিসোর্টকারণ এই রিসোর্ট থেকে একই সাথে পূর্ব এবং পশ্চিম বিচে যাওয়া যায়প্রিমিয়াম ক্যাটাগরির ...
15/12/2023

এই রিসোর্ট বলা হয় টুইন বীচ রিসোর্ট

কারণ এই রিসোর্ট থেকে একই সাথে পূর্ব এবং পশ্চিম বিচে যাওয়া যায়

প্রিমিয়াম ক্যাটাগরির এই রিসোর্ট এ রয়েছে ইনফিনিটি সি ভিউ রুম যেখান থেকে সরাসরি সাগর এবং সূর্যোদয়, সূর্যাস্ত দেখা যায়।

এছাড়াও নন সি ভিউ রুম থেকে খুব অল্প সময়ে চাইলেই ভোরে বীচ পারে গিয়ে সূর্যোদয় বা সন্ধ্যায় সূর্যাস্ত দেখতে পারবেন।

প্রতিটা রুম অত্যাধুনিক ম্যাটেরিয়ালস দিয়ে সুসজ্জিত।

পুরো রিসোর্ট এবং রুমের এর বিস্তারিত জানতে ভিজিট করুন
https://hotels.ruposibanglatravel.com/hotels/shurjosnan

আর আমাদের মাধ্যমে বুকিং করলেই পাচ্ছেন ২৫% পর্যন্ত
ডিসকাউন্ট সুবিধা।

ফ্ল্যাট: 2A, বাসা: 39, রোড: 02
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp: 01622421392
Fb page: Ruposi Bangla Tourism

টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বিতীয় বৃহত্তম শিপ এলসিটি কাজলসুলভ মূল্যে টিকেট পাচ্ছেন আমাদের কাছে।এলসিটি কাজল মেইন ডেক - ১২...
14/12/2023

টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বিতীয় বৃহত্তম শিপ এলসিটি কাজল

সুলভ মূল্যে টিকেট পাচ্ছেন আমাদের কাছে।

এলসিটি কাজল
মেইন ডেক - ১২০০/- (আপ এন্ড ডাউন)
ওপেন ডেক- ১৪০০/- (আপ এন্ড ডাউন)
বিজনেস ক্লাস ১৬০০/- (আপ এন্ড ডাউন)
লাক্সারি লাউঞ্জ--২০০০/- (আপ এন্ড ডাউন)
ভিআইপি কেবিন-- ৫০০০/- (আপ এন্ড ডাউন)

ফ্ল্যাট: 2A, বাসা: 39, রোড: 02
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp: 01622421392
Fb page: Ruposi Bangla Tourism

সুন্দরবন ভ্রমণের জন্য প্ল্যান করছেন কিন্তু কিভাবে যাবেন বুঝতে পারছেন না??ডিসেম্বর মাসে আমাদের পরবর্তী প্যাকেজ১৫-১৬-১৭ ডি...
10/12/2023

সুন্দরবন ভ্রমণের জন্য প্ল্যান করছেন কিন্তু কিভাবে যাবেন বুঝতে পারছেন না??

ডিসেম্বর মাসে আমাদের পরবর্তী প্যাকেজ

১৫-১৬-১৭ ডিসেম্বর
নন এসি শিপ: পিলিকেন, কটকা এক্সপ্রেস, জনফড়িং, রয়েল ম্যাগপাই
এসি শিপ: পাইরেটস অফ সুন্দরবন

১৭-১৮-১৯ ডিসেম্বর
এসি শিপ: দি ওয়েভ

২২-২৩-২৪ ডিসেম্বর
নন এসি শিপ: পিলিকেন, কটকা এক্সপ্রেস, জনফড়িং, এমভি ভেসপার,
এসি শিপ: দি ক্রাউন, এমভি আলাস্কা, পাইরেটস অফ সুন্দরবন

২৯-৩০-৩১ ডিসেম্বর
নন এসি শিপ: জলফড়িং
এসি শিপ: দি আলাস্কা, সি পার্ল ৩

আপনি কি কাপল রুম খুঁজছেন?আপনি কি ৪ জন্য রুম খুঁজছেন?আপনি কি ৬ জনের রুম খুঁজছেন?আপনি কি ৮ জনের রুম খুঁজছেন?আপনি কি ১০-১৪ ...
01/12/2023

আপনি কি কাপল রুম খুঁজছেন?
আপনি কি ৪ জন্য রুম খুঁজছেন?
আপনি কি ৬ জনের রুম খুঁজছেন?
আপনি কি ৮ জনের রুম খুঁজছেন?
আপনি কি ১০-১৪ জনের রুম খুঁজছেন?

আপনি কি বাজেট হোটেল খুঁজছেন?
আপনি কি প্রিমিয়াম হোটেল খুঁজছেন?

আপনার সকল চাহিদা পূরণ করার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমাদের

রিসোর্ট সম্পর্কে জানতে ভিজিট করুন

https://hotels.ruposibanglatravel.com/

৫০% পর্যন্ত ডিসকাউন্ট এ বুকিং করতে

Ruposi Bangla Tourism

ঢাকা অফিস:
ফ্ল্যাট: 2A, বাসা: 39, রোড: 02
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp: 01622421392

Enjoy Upto 70% Discount only from Ruposi Bangla Tourism A man travels the world over in search of what he needs and returns home to find it.- George A....

  one stop solutionডিসেম্বরে মাসের ধামাকা অফার২০০০ টাকায় পাচ্ছেন বিচ ভিউ রিসোর্ট।এছাড়া বিভিন্ন রিসোর্ট এ রয়েছে ৫০% পর...
26/11/2023

one stop solution

ডিসেম্বরে মাসের ধামাকা অফার
২০০০ টাকায় পাচ্ছেন বিচ ভিউ রিসোর্ট।
এছাড়া বিভিন্ন রিসোর্ট এ রয়েছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট।*

বাজেট রিসোর্ট থেকে শুরু করে প্রিমিয়াম রিসোর্ট সব ক্যাটাগরির রিসোর্ট বুকিং করতে পারবেন আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী।

এছাড়া মাত্র ৯০০ টাকা দিয়ে শিপ টিকেট করতে পারবেন।*

গ্রুপ টিকেট এ আছে আকর্ষণীয় ডিসকাউন্ট।

এসি,স্লিপার, বাস টিকেট পাচ্ছেন আমাদের কাছেই।

তাহলে বাকি থাকলো কি? খাওয়া দাওয়া।
সেটাও করে থাকি। ঢাকা টু ঢাকা ফুল প্যাকেজ।

তো আপনার কোনটা দরকার? শুধু তথ্য? ফ্রি এডভাইস কম মানুষকে তো আর দিলাম না। সেটার জন্য ও নক করতে পারেন, কোন সমস্যা নেই।

সব প্রয়োজনে আপনাদের পাশে আছি আমরা।

Ruposi Bangla Tourism
www.ruposibanglatravel.com
hotels.ruposibanglatravel.com (বিভিন্ন রিসোর্ট এর ছবি, ফ্যাসিলিটি, প্রাইস জানতে পারবেন)

অফিস:
ফ্ল্যাট #২এ, বাসা #৩৯, রোড #২,
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর
Whatsapp: 01622421392

25/11/2023

December 15-16
Super peak date
Most of the resort and ship tickets are sold out...

এখনো যারা যাবেন প্ল্যান করেছেন কিন্তু রিসোর্ট,শিপ টিকেট ,বাস টিকেট করেন নি, দ্রুত করে ফেলুন।

Super peak date এও পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার রিসোর্ট এ।

ভিডিওটি গতবছরের করা

সেন্টমার্টিন যাবার সকল শিপের টিকেট পাচ্ছেন এক জায়গায়।টেকনাফ টু সেন্টমার্টিন রোডে শীপ টিকেটের ভাড়ার তালিকাঃ- ২০২৩ ইং #ব...
24/11/2023

সেন্টমার্টিন যাবার সকল শিপের টিকেট পাচ্ছেন এক জায়গায়।

টেকনাফ টু সেন্টমার্টিন রোডে শীপ টিকেটের ভাড়ার তালিকাঃ- ২০২৩ ইং

#বারো আউলিয়া
মেইন ডেক ১৪০০ (আপ এন্ড ডাউন)
সান ডেক ১৪০০ (আপ এন্ড ডাউন)
প্যানারোমা ১৬০০ (আপ এন্ড ডাউন)
রিভেরিয়া ১৬০০ (আপ এন্ড ডাউন)

#এস টি শহীদ সুকান্ত বাবু (নন এসি শিপ)
মেইন ডেক---৯০০ টাকা (আপ এন্ড ডাউন)
ওপেন ডেক--- ১০০০ টাকা (আপ এন্ড ডাউন)
কেবিন---- ২৫০০ টাকা (আপ এন্ড ডাউন)

#কেয়ারি সিন্দবাদ ( নন এসি শিপ)
মেইন ডেকঃ ১১৫০/- (আপ এন্ড ডাউন) ডিসকাউন্ট প্রাইস ১০০০/ (আপ এন্ড ডাউন)
ওপেন ডেকঃ ১৩০০/- (আপ এন্ড ডাউন)
ব্রিজ ডেকঃ ১৪০০/- (আপ এন্ড ডাউন)

#কেয়ারি ক্রুজ এন্ড ডাইন (এসি শিপ)
এক্সক্লুসিভ লাউঞ্জঃ ১২০০/- (আপ এন্ড ডাউন)
কোরাল লাউঞ্জঃ ১৪০০/- (আপ এন্ড ডাউন)
পার্ল লাউঞ্জঃ ১৬০০/- (আপ এন্ড ডাউন)

#আটলান্টিক ক্রুজ ( নন এসি + এসি)
সুপার লাক্সারি - ২১০০ টাকা (আপ এন্ড ডাউন)
লাক্সারি - ১৯০০ টাকা (আপ এন্ড ডাউন)
রয়েল লাউঞ্জ - ১৭০০ টাকা (আপ এন্ড ডাউন)
ওপেন ডেক - ১৫০০ টাকা (আপ এন্ড ডাউন)
মেইন ডেক - ১৪০০ টাকা (আপ এন্ড ডাউন)

কক্সবাজার থেকে সেন্টমার্টিন ভাড়ার তালিকা
#কর্ণফুলী এক্সপ্রেস ( আপ এন্ড ডাউন)

ল্যাভেন্ডার ১৮০০
মেরিগল্ড ১৮০০
ওপেন ডেক ২০০০
গ্লাডিওলাস ৩০০০
লিলাক লাউঞ্জ ৩০০০
কৃসাথেমাম ৩৩০০
সিঙ্গেল রুম ৪০০০

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন ভাড়ার তালকা
#বে ওয়ান
💺ইকোনমি - ৫০০০
💺বিজনেস ক্লাস - ৫৫০০
💺ওপেন ডেক - ৬০০০
🛏বাঙ্কার বেড- ৬৫০০
🛏ইম্পেরিয়রস কেবিন- ৫০০০০
🛏ভি ভি আই পি কেবিন - ৪৫০০০
🛏ফ্যামিলি বাঙ্কার কেবিন- ৩৫০০০
🛏রয়েল কেবিন- ৪০০০০
🛏ভি আই পি প্রেসিডেন্সিয়াল কেবিন- ৩৮০০০
🛏ভি আই পি প্রেসিডেন্সিয়াল প্লাস কেবিন- ৪৫০০০

অফিসে এসে সরাসরি হার্ড কপি সংগ্রহ করুন। অথবা সারা দেশে কুরিয়ার করে দেওয়া হয় (কুরিয়ার চার্জ প্রযোজ্য)
আরামদায়ক এবং ঝামেলামুক্ত ভ্রমণ করুন।

এছাড়াও নীচের সার্ভিস পাচ্ছেন
১. সেন্টমার্টিনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিচে বাজেট অনুযায়ী রিসোর্ট বুকিং
২. কক্সবাজারে হোটেল বুকিং
৩. ঢাকা টু কক্সবাজার এবং ঢাকা টু টেকনাফ বাস টিকেট
৪. কর্পোরেট ট্যুর/ গ্রুপ ট্যুর/ ফ্যামিলি ট্যুর / কাপল ট্যুর প্যাকেজ

ফ্ল্যাট: 2A, বাসা: 39, রোড: 02
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp: 01622421392
Fb page: Ruposi Bangla Tourism
Web: ruposibanglatravel.com
Email: [email protected]

17/11/2023

Beautifu pakistan

পশ্চিম বিচে কত টাকার মধ্যে রুম দরকার?বীচ ভিউ রিসোর্ট এ? নভেম্বরের বিশেষ অফার বুকিং করতে চাইলে এখনই WhatsApp/inbox করুন।0...
16/11/2023

পশ্চিম বিচে কত টাকার মধ্যে রুম দরকার?
বীচ ভিউ রিসোর্ট এ?
নভেম্বরের বিশেষ অফার বুকিং করতে চাইলে এখনই WhatsApp/inbox করুন।

01622421392

15/11/2023

এরকম শিলা বৃষ্টি দেখেছেন কখনো?

Saintmartin One Stop Service1. AC / NON AC bus ticket2. Ship Ticket From Teknaf a) Baro Awlia (Running)  b) Keari Sinbad...
13/11/2023

Saintmartin One Stop Service
1. AC / NON AC bus ticket
2. Ship Ticket
From Teknaf
a) Baro Awlia (Running)
b) Keari Sinbad (Running)
c) Keari Cruise and Dine (Running)
d) Atlamtic Cruise (coming Soon)
e) Sukanto Babu (Coming Soon)
f) Bay Cruise (Coming Soon)

From CoxsBazar
Karnafuly Express

From Chittagong
Bay One (from November 16)

3) Resort Booking
Beach view
a) Surjosnan twin beach resort (West Beach)
b) Nongor eco beach resort (East Beach)
c) Sand Castle beach resort (West-South beach)
d) Sinbad Experience resort and beyond (South Beach)
e) Dreamers Paradise (North Beach)
f) Coral Haze (North Beach)
g) Nonajol Beach Resort (West Beach)
h) Sea View resort and sports (North Beach)
i) Mermaid 1 beach resort (North Beach)
j) Coral Moon beach resort
k) SKD Amar Bari
l) Jotsnaloy Beach resort (West Beach)
m) Ratnodeep resort
n) Beach bungalow
o) Abakash resort
p) Jol kabbo resort
q) family time
r) aronnok

Non beach view
1. Sea view eco resort (North Beach)
2. Shahjalal Resort (North Beach)


Transportation Service
1. Air ticket (Domestic and International)
2. Bus ticket

Ruposi Bangla Tourism

ঢাকা অফিস:
ফ্ল্যাট: 2A, বাসা: 39, রোড: 02
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp: 01622421392

** দয়া করে বাস টিকেট, শিপ টিকেট এ কোন ডিসকাউন্ট চাইবেন না।

বিশ্বস্ত জায়গা থেকে বুকিং করুন
ঝামেলামুক্ত ভ্রমণ করুন

সীমিত সময়ের জন্য ধামাকা অফারনভেম্বর মাসে বুকিং করলেই পাচ্ছেন৭০% পর্যন্ত ডিসকাউন্ট।তাও বীচ ভিউ রিসোর্ট এ।উত্তর বীচ এ একে...
12/11/2023

সীমিত সময়ের জন্য ধামাকা অফার
নভেম্বর মাসে বুকিং করলেই পাচ্ছেন
৭০% পর্যন্ত ডিসকাউন্ট।
তাও বীচ ভিউ রিসোর্ট এ।

উত্তর বীচ এ একেবারে বিচের ধারে অবস্থিত নিরবিলি পরিবেশে সাগর উপভোগ করতে আর দেরি কেন?

আজই বুকিং কনফার্ম করুন

**চেক ইন সময়: দুপুর ০১.০০ টা
**চেক আউট সময়: সকাল ১১.০০ টা

রুম সুবিধা:
০১. পানি
০২. সাবান
০৩. শ্যাম্পু
০৪. ব্রাশ
০৫. পেস্ট
০৬. রুম টিস্যু
০৭. টয়লেট টিস্যু
০৮. বাথ তোয়ালে

আমাদের সেবাসমূহ:
০১. বাচ্চার রান্নার সুবিধা
০২. প্লে জোন
০৩. মিনি লাইব্রেরি
০৪. লাগেজ স্টোরেজ
০৫. সিসি ক্যামেরা
০৬. ওয়াইফাই
০৭. বিচ চেয়ার
০৮. হ্যামক


অন্যান্য সেবাঃ
* বাস টিকেট
* সেন্ট মার্টিন শিপ টিকেট
* ট্যুর প্যাকেজ

বুকিং অফিসঃ
ফ্ল্যাট: 2A, বাসা: 39, রোড: 02
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp: 01622421392

Cox bazar রুটে এক নতুন দিগন্ত শুরু হলো।চালু হলো ট্রেন।গতকাল উদ্বোধনের পর বাণিজ্যিকভাবে চালু হবার অপেক্ষায়।দৃষ্টিনন্দন ও...
12/11/2023

Cox bazar রুটে এক নতুন দিগন্ত শুরু হলো।
চালু হলো ট্রেন।
গতকাল উদ্বোধনের পর বাণিজ্যিকভাবে চালু হবার অপেক্ষায়।
দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক সুযোগসুবিধা সম্বলিত কক্সবাজারের রেলস্টেশন এরই মধ্যে পর্যটকদের মন কেড়েছে।

11/11/2023

কাশ্মীর ডাল লেকে অগ্নিকাণ্ডে
৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু।

09/11/2023

আপনার যাবতীয় দোষ ত্রুটি জানতে প্রেম,
আর আপনার ফ্যামিলি সহ চৌদ্দগুষ্টির যাবতীয় দোষ ত্রুটি জানতে বিয়ে!

কি করবেন সিদ্ধান্ত আপনার।

বাসের টিকেট লাগবে।এসি স্লিপার।সব তথ্য দিলাম। টিকেট কাটার পালাএবার আসল কাহিনী শুরু।বিপদে পড়েছে, বাসের টিকেট কাটার টাকা ন...
05/11/2023

বাসের টিকেট লাগবে।
এসি স্লিপার।
সব তথ্য দিলাম। টিকেট কাটার পালা

এবার আসল কাহিনী শুরু।

বিপদে পড়েছে, বাসের টিকেট কাটার টাকা নাই।
ব্ল্যাঙ্ক চেক দিবে, মোবাইল জমা দিবে কত কাহিনী।

আমি এত মহান না ভাই, অত্যন্ত নিষ্ঠুর একজন মানুষ।
সৎ পথে থেকে সৎ কামায় করি।

25/10/2023

Taste!!!!

Saintmartin One Stop Service1. AC / NON AC bus ticket2. Ship Ticket From Teknaf a) Baro Awlia (Running)  b) Keari Sinbad...
24/10/2023

Saintmartin One Stop Service
1. AC / NON AC bus ticket
2. Ship Ticket
From Teknaf
a) Baro Awlia (Running)
b) Keari Sinbad (Running)
c) Keari Cruise and Dine (Running)
d) Atlamtic Cruise (coming Soon)
e) Sukanto Babu (Coming Soon)
f) Bay Cruise (Coming Soon)

From CoxsBazar
Karnafuly Express

From Chittagong
Bay One (from November 16)

3) Resort Booking
Beach view
a) Surjosnan twin beach resort (West Beach)
b) Nongor eco beach resort (East Beach)
c) Sand Castle beach resort (West-South beach)
d) Sinbad Experience resort and beyond (South Beach)
e) Dreamers Paradise (North Beach)
f) Coral Haze (North Beach)
g) Nonajol Beach Resort (West Beach)
h) Sea View resort and sports (North Beach)
i) Mermaid 1 beach resort (North Beach)
j) Coral Moon beach resort
k) SKD Amar Bari
l) Jotsnaloy Beach resort (West Beach)
m) Ratnodeep resort
n) Beach bungalow
o) Abakash resort
p) Jol kabbo resort

Non beach view
1. Sea view eco resort (North Beach)
2. Shahjalal Resort (North Beach)


Transportation Service
1. Air ticket (Domestic and International)
2. Bus ticket
3. Train ticket
4. Launch ticket

Resort Booking
Sreemangal
1. Tilagaon Eco Village
2. Aronnonibash Eco resort
3. Himachol Resort
4. Nirjon Natures Hideout

Sundarban
1. Banabash Eco village
2. Bonolota Eco cottage

Sajek
1. Adrika Eco cottage
2. Chauni Eco kutir
3. Lushai cottage TGB
4. Sara Nil Kutir
5. Abakash

Coxs Bazar
1. Hotel Oasis International
2. Sunset Bay

Tour Packages
1. Tanguar Haor 2 days 1 night from Sunamganj
a) Black pearl - A premium House Boat of Tanguar
b) Majestic Tangua - Premium House Boat

2. Rangamati 2 days 1 night from Rangamati
a) Royal Adventure - A luxury Pleasure

3. Sundarban 3 days 2 nights from Khulna
a) The Wave (AC)
b) River Cruise (AC)
c) Silver Cruise (AC)
d) Katka Express (Non AC)

4. Sajek 3 nights 2 days from Dhaka
5. Sylhet 2 Nights 1 day from Dhaka
6. Bandarban 2 Nights 1 day from Dhaka
7. Saintmartin 4 Nights 3 Days from Dhaka

Ruposi Bangla Tourism

ঢাকা অফিস:
ফ্ল্যাট: 2A, বাসা: 39, রোড: 02
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp: 01622421392

Saintmartin One Stop Service1. AC / NON AC bus ticket2. Ship Ticket From Teknaf a) Baro Awlia (Running)  b) Keari Sinbad...
23/10/2023

Saintmartin One Stop Service
1. AC / NON AC bus ticket
2. Ship Ticket
From Teknaf
a) Baro Awlia (Running)
b) Keari Sinbad (Running)
c) Keari Cruise and Dine (Running)
d) Atlamtic Cruise (coming Soon)
e) Sukanto Babu (Coming Soon)
f) Bay Cruise (Coming Soon)

From CoxsBazar
Karnafuly Express

From Chittagong
Bay One (from November 16)

3) Resort Booking
Beach view
a) Surjosnan twin beach resort (West Beach)
b) Nongor eco beach resort (East Beach)
c) Sand Castle beach resort (West-South beach)
d) Sinbad Experience resort and beyond (South Beach)
e) Dreamers Paradise (North Beach)
f) Coral Haze (North Beach)
g) Nonajol Beach Resort (West Beach)
h) Sea View resort and sports (North Beach)
i) Mermaid 1 beach resort (North Beach)
j) Coral Moon beach resort
k) SKD Amar Bari
l) Jotsnaloy Beach resort (West Beach)
m) Ratnodeep resort
n) Beach bungalow
o) Abakash resort
p) Jol kabbo resort

Non beach view
1. Sea view eco resort (North Beach)
2. Shahjalal Resort (North Beach)

ঢাকা অফিস:
ফ্ল্যাট: 2A, বাসা: 39, রোড: 02
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp: 01622421392

আসসালামু আলাইকুম সুন্দরবন ভ্রমন করুনলাক্সারিয়াস ট্যুরিস্ট ভেসেল এম ভি রয়েল ম্যাগপাই এ।আমাদের ভ্রমনের স্থানঃ১ঃ হারবাড়িয়া...
22/10/2023

আসসালামু আলাইকুম
সুন্দরবন ভ্রমন করুন
লাক্সারিয়াস ট্যুরিস্ট ভেসেল এম ভি রয়েল ম্যাগপাই এ।

আমাদের ভ্রমনের স্থানঃ
১ঃ হারবাড়িয়া।
২ঃ জামতলা সী বিচ।
৩ঃ কটকা অফিস।
৪ঃ কচিখালি / হিরন পয়েন্ট
৫ঃ করমজল।
৬: ডিমের চর / দুবলার চর
৭: ক্যানেল ক্রূজিং
৮: সি বিচ
৯. টাইগার টিলা
১০. টাইগার পয়েন্ট

কি কি পাচ্ছেন:
১. খুলনা থেকে ৩ দিন ২ রাত শিপে থেকে এ সুন্দরবন ভ্রমণ: ডাবল রুট
২. ৮ বেলা মূল খাবার এর সাথে ৬ বেলা স্ন্যাকস
৩. চা কফি এর ব্যবস্থা
৪. অভিজ্ঞ ট্যুর গাইড
৫. বন বিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা কর্মী
৬. ট্রাভেল ট্যাক্স ( শুধু মাত্র বাংলাদেশীদের জন্য)
৭. বন বিভাগ থেকে পারমিশন

কি কি পাবেন না
১. ক্যামেরা / ভিডিও ক্যামেরা এন্ট্রি ফি চার্জ
২. ফেরার দিন রাতের খাবার
৩. খুলনা / মংলা আসা যাবার খরচ
৪. ফরেনারদের ট্রাভেল ট্যাক্স

⛵ অ্যাটাচড বাথ এবং ডেডিকেটেড ওয়াশরুম (প্রতি রুমের জন্য ১ টি) ৫৮ টি বেড

# আপকামিং প্যাকেজ:

নভেম্বর:
০৩,০৪,০৫ (শুক্র, শনি, রবি)
২৪,২৫,২৬ (শুক্র, শনি, রবি)

ডিসেম্বর:
০৮,০৯,১০ (শুক্র, শনি, রবি)
২২,২৩,২৪ (শুক্র, শনি, রবি)
***এছাড়া যে কোনো ডেটে কর্পোরেট এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ টু্র প্যাকেজ আয়োজন করা হয়।***

Ruposi Bangla Tourism

ঢাকা অফিস:
ফ্ল্যাট: 2A, বাসা: 39, রোড: 02
জনতা কো অপারেটিভ হাউজিং সোসাইটি
মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp: 01622421392

নভেম্বরে শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনগামী  বে ওয়ান শিপ। ভাড়ার তালিকা দেখে নিন। আর টিকেট করতে পারেন আমাদের ঢা...
21/10/2023

নভেম্বরে শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনগামী বে ওয়ান শিপ।
ভাড়ার তালিকা দেখে নিন। আর টিকেট করতে পারেন আমাদের ঢাকা অফিস থেকে কিংবা ঘরে বসেই।

এছাড়া কক্সবাজার ও টেকনাফ থেকে সকল শিপের টিকেট ও করতে পারবেন।

বাস টিকেট ও রিসোর্ট বুকিং এর সুবিধা তো আছেই।

WhatsApp 01622421391

সিজনের প্রথম ক্যাম্পিং ট্যুরে যাচ্ছেন তো?ইতিমধ্যে বাস টিকেট কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। যাওয়া নন এসি চেয়ার কোচ। আসার বা...
20/10/2023

সিজনের প্রথম ক্যাম্পিং ট্যুরে যাচ্ছেন তো?

ইতিমধ্যে বাস টিকেট কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। যাওয়া নন এসি চেয়ার কোচ। আসার বাসটা যদি এসি চেয়ার কোচ হয় তাহলে কেমন হয়? তাও যদি ব্র্যান্ডের সিডিউল বাস 😬

জ্বি হ্যা কক্সবাজার থেকে ফেরার বাস এসি হতে যাচ্ছে আমাদের সোনাদিয়া ক্যাম্পিং ট্যুরে। তো দেরি না করে দ্রুত নিজের বুকিং করে ফেলুন।

টিম সাইজ- ১৬ জন (ফিক্সড)
যাত্রা-২৬ অক্টোবর রাতে। ফিরবো ২৯ অক্টোবর সকালে।
ট্যুর ফি-৫৫০০/-
ডিটেইলস: WhatsApp 01622421392

পরবর্তী সুন্দরবন ভ্রমণ২৪-২৬ অক্টোবর২৭-২৯ অক্টোবরএসি / নন এসি প্যাকেজ availableএছাড়া ৯-৭৫ ক্যাপাসিটির এসি/ নন এসি শিপ আছ...
19/10/2023

পরবর্তী সুন্দরবন ভ্রমণ
২৪-২৬ অক্টোবর
২৭-২৯ অক্টোবর

এসি / নন এসি প্যাকেজ available

এছাড়া ৯-৭৫ ক্যাপাসিটির এসি/ নন এসি শিপ আছে।
রিজার্ভ করতে পারেন অথবা শেয়ার প্যাকেজে যেতে পারেন।

সুন্দরবনে আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসাবে

# অনেকগুলো সমুদ্র সৈকত/বিচ
# অনেকগুলো ছোট বড় দ্বীপ ভ্রমন
# নৌ ভ্রমন
# ওয়াইল্ড লাইফ
# ফরেষ্ট ট্রেকিং
# তিন বেলা ভিন্ন ভিন্ন সুস্বাদু খাবার
# জাহাজের কেবিনে রাত্রীযাপন
# বাংলা সংস্কৃতিকে সাথে নিয়ে গান-বাজনার ব্যবস্থা
# রাতে বার-বি-কিউ নাইট
# বনবিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা রক্ষী।
# দক্ষ ট্যুর গাইড
# ক্যাটারিং এর ব্যবস্থা
# অভিজ্ঞ বাবুর্চি/ সেফ
# বিশুদ্ধ খাবার জল
# খালে ঘুরে বেরাবার জন্য ছোট ট্রলার

🕐ভ্রমন সময়কালঃ ৩ দিন ২ রাত ( খুলনা টু খুলনা)

আমাদের ভ্রমনের স্থানঃ
১ঃ হারবাড়িয়া।
২ঃ জামতলা সী বিচ।
৩ঃ কটকা অফিস
৪ঃ কচিখালি অথবা হিরনপয়েন্ট
৫ঃ করমজল।
৬: ডিমের চর অথবা দুবলার চর
৭: ক্যানেল ক্রূজিং
৮: সি বিচ
৯: টাইগার পয়েন্ট

সুন্দরবনে আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসাবে

# অনেকগুলো সমুদ্র সৈকত/বিচ
# অনেকগুলো ছোট বড় দ্বীপ ভ্রমন
# নৌ ভ্রমন
# ওয়াইল্ড লাইফ
# ফরেষ্ট ট্রেকিং
# তিন বেলা ভিন্ন ভিন্ন সুস্বাদু খাবার
# জাহাজের কেবিনে রাত্রীযাপন
# বাংলা সংস্কৃতিকে সাথে নিয়ে গান-বাজনার ব্যবস্থা
# রাতে বার-বি-কিউ নাইট
# বনবিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা রক্ষী।
# দক্ষ ট্যুর গাইড
# ক্যাটারিং এর ব্যবস্থা
# অভিজ্ঞ বাবুর্চি/ সেফ
# বিশুদ্ধ খাবার জল
# খালে ঘুরে বেরাবার জন্য ছোট ট্রলার

প্যাকেজে যা থাকবে:
১. খুলনা থেকে ৩ দিন ২ রাত শিপ এ সুন্দরবন ভ্রমণ
২. ৮ বেলা মূল খাবার এর সাথে ৬ বেল স্ন্যাকস
৩. চা কফি এর ব্যবস্থা
৪. অভিজ্ঞ ট্যুর গাইড
৫. বন বিভাগ থেকে সশস্ত্র নিরাপত্তা রক্ষী।
৬. ট্রাভেল ট্যাক্স ( শুধু মাত্র বাংলাদেশীদের জন্য)
৭. বন বিভাগ থেকে পারমিশন

প্যাকেজে যা থাকবে নাঃ
★ ব্যক্তিগত কোন ঔষধ,
★ ক্যামেরা বা ভিডিও ক্যামেরার এন্ট্রি ফি
★ ফেরার দিন রাতের খাবার
★ খুলনা আসা যাওয়ার খরচ

★বিদেশীদের জন্যে অতিরিক্ত ১১,০০০/- টাকা ফরেষ্ট এন্ট্রি ফি দিতে হবে।

♦️ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃✴️আগামী নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগ...
16/10/2023

♦️ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃

✴️আগামী নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।

♦️কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

✴️চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

♦️চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।

👉ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।

✴️ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

♦️চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

✴️মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

ফুল...কারো কাছে ভালোবাসাকারো কাছে উপহারকারো কাছে জীবিকা
15/10/2023

ফুল...
কারো কাছে ভালোবাসা
কারো কাছে উপহার
কারো কাছে জীবিকা

পূজার ছুটিতে কে কোথায় যাচ্ছেন!!!পূজার সময় কিন্তু আমাদের স্পেশাল ট্যুর আছে প্রকৃতির রানী রাঙামাটি কাপ্তাই লেকে।বাংলাদেশ...
11/10/2023

পূজার ছুটিতে কে কোথায় যাচ্ছেন!!!

পূজার সময় কিন্তু আমাদের স্পেশাল ট্যুর আছে প্রকৃতির রানী রাঙামাটি কাপ্তাই লেকে।

বাংলাদেশের সবচেয়ে বড় এবং লাক্সারি হাউজ বোটে রিল্যাক্স মুডে ঘুরে রাঙামাটি কাপ্তাই এর অভাবনীয় সৌন্দর্য্য উপভোগ করতে আজই বুকিং করুন।

২ দিন ১ রাত এর এই প্যাকেজে যা যা থাকছে
সম্পূ্র্ণ কাঠের তৈরি বিশাল আকৃতির প্রিমিয়াম হাউস বোট
বোটের ভিতর সোজা হয়ে হেঁটে বেড়ানো মত
প্রশস্ত জায়গা
প্রিমিয়াম ওপেন লাউঞ্জ
রুফটপ প্রিমিয়াম ডাইনিং রেস্টুরেন্ট
ছাদ বাগান
জুস বার
বার্বিকিউ জোন
জেনারেটর ,আইপিএস দিয়ে দিনে ১৮ঘণ্টা+
বিদ্যুৎ সরবরাহ।
৮টি প্রশস্ত রুম (প্রতিটিতে থাকছে আলাদা
ডোর-লক সুবিধা, প্রতি কেবিনে রয়েছে প্রশস্ত
বেড , লাইট, এসি, লকার
এবং চার্জিং পয়েন্ট।
সব গুলো রুম অ্যাটাচ ওয়াশরুম সাথে সব গুলো রুম এসি।
সুপ্রশস্ত গ্লাস উইন্ডো
পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
দক্ষ বাবুর্চির সহায়তায় ট্রেডিশনাল ফ্রেশ খাবার
অভিজ্ঞ লোকাল ট্যুর গাইড
সার্বক্ষণিক চা/ কফি/ স্ন্যাক্স/পানি / কোল্ড
ড্রিংকস/জুস
সার্বক্ষণিক রুম সার্ভিস।

✅ প্রতিটা রুমে পাবেন :
টিস্যু বক্স
জায়নামাজ ২পিচ
সাবান
শ্যাম্পু
ড্রেসিং টেবিল
ব্রাশ
পেস্ট
এই ছাড়া প্রতি রুমে এসি, লাইট ২টা , ফ্যান ১টা , পার্সোনাল চার্জিং পয়েন্ট তো আছে ই।

ওপেন স্পেস মূলত আড্ডা কিংবা নাচ গান করার জন্য এই প্লেস ব্যাবহার হয়।

🔰২দিন ও ১রাতের প্যাকেজে ঘুরতে পারবেন
যেসব স্পটেঃ

সুবলং
পলওয়েল পার্ক
ঝুলন্ত ব্রীজ
আদিবাসী মার্কেট
বৌদ্ধ বিহার
বড়গাঙ
বেরাইন্নে
বার্গী লেক

আমাদের ভাসমান বাড়ির রেস্টুরেন্ট

প্যাকেজে অন্তর্ভুক্ত থাকছে খাবার সহ সবধরনের খরচ (ব্যাক্তিগত খরচ ব্যাতিত)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমাদের খাবার মেনু:
আমাদের বোট যেমন ইউনিক ঠিক তেমনি আমাদের ফুড মেনু ও ইউনিক। সর্বমোট ৬টা মূল খাবারের সাথে ৪টা নাস্তা মিলিয়ে মোট ২ দিনে ১০+ বার খাবার পরিবেশন করা হবে। এর সাথে সব সময় চা/কফি+কলা+ পানি তো আছে ই

✅ খাবার মেনুঃ

১ম দিনঃ
সকালঃ ওয়েল্কাম ড্রিংকস +ব্রেড/কেক/বিস্কিট+চা
সকাল: ভুনা খিচুড়ি+চিকেন ক্যারি + সালাদ+আচার+কোক+ মিনারেল ওয়াটার

স্নাক্সঃ দেশি/বিদেশি ফ্রুটস + চা/কফি

দুপুরঃ সাদা ভাত + মুরগি + চাপিলা মাছ /
কাচকি মাছ ফ্রাই + বড়ো মাছ + মিক্সড
ভেজিটেবল + ডাল + সালাদ + কোক +
চা/কফি

স্নাক্সঃ ভেজিটেবল পাকুরা / নুডুলস + চা/কফি

রাতঃ পরাটা+ চিকেন বারবিকিউ + ভেজিটেবল + ডাল +
সালাদ + কোল্ড ড্রিংক্স + চা/কফি

২য় দিনঃ

সকালঃ ভুনা খিচুরি +হাঁসের রেজালা +
আচার + সালাদ + চা/কফি

স্নাক্সঃ দেশি ফ্রুটস + চা/কফি

দুপুরঃ সাদা ভাত + বাম্বু চিকেন + ডাল + সালাদ + কোল্ড ড্রিংকস + চা/কফি

স্নাক্সঃ কেক+ চা/কফি

রাতঃ বাম্বু বিরিয়ানি + সালাদ + কোল্ড ড্রিংক্স + চা/কফি

দেশি ফলঃ পাহাড়ি পেপে, পাহাড়ি জাম্বুরা, পাহাড়ি কলা, পেয়ারা ইত্যাদি

বিঃদ্রঃ সিজন পরিবর্তনে খাবার মেনু কিছুটা পরিবর্তন হতে পারে।

বিস্তারিত / বুকিং
01622421392 ( WhatsApp/call)

08/10/2023

বৃষ্টি ভেজা দিন হাওরের মাঝে

সেন্টমার্টিন এর সকল সেবা পাচ্ছেন এক জায়গায়।রিসোর্ট বুকিং:১. মারমেইড২. নোনাজল৩. সূর্যস্নান৪. সিনবাদ৫. সি ভিউ রিসোর্ট এন...
08/10/2023

সেন্টমার্টিন এর সকল সেবা পাচ্ছেন এক জায়গায়।
রিসোর্ট বুকিং:
১. মারমেইড
২. নোনাজল
৩. সূর্যস্নান
৪. সিনবাদ
৫. সি ভিউ রিসোর্ট এন্ড স্পোর্টস
৬. কোরাল হেজ
৭. ড্রিমার্স প্যারাডাইস
৮. শাহজালাল
৯. সেন্টমার্টিন হেরিটেজ
১০. জোৎস্নালয় (coming soon)

আরো রিসোর্ট এড হচ্ছে অতি শীঘ্রই

শিপ:
১. বারো আউলিয়া (এসি/নন এসি)
২. কেয়ারি সিনবাদ ( নন এসি)
৩. কর্ণফুলী এক্সপ্রেস ( কক্সবাজার থেকে)
৪. কেয়ারি ক্রুজ এন্ড ডাইন (এসি)
৫. আটলান্টিক ক্রুজ (এসি /নন এসি)
৬. বে ওয়ান ( চট্টগ্রাম থেকে)
৭. বে ক্রুজ (এসি)
৮. সুকান্ত বাবু (নন এসি)

বাস টিকেট
১. নন এসি
২. বিজনেস ক্লাস এসি
৩. ইকোনমি এসি
৪. স্লিপার কোচ

WhatsApp 01622421392

✅ অফিস
House: 39 (2nd floor) , Road:05, Janata Co operative Housing society, Mohammad pur Ring road, Dhaka -1207

#টিকেট #সেন্টমার্টিন #শিপটিকেট

সামান্য ৫০/৮০ টাকা ডিস্কাউন্ট এর জন্য অনেকেই বিভিন্ন ভূইফোর এজেন্সি থেকে জাহাজ টিকেট কিনেন, যাদের নিজস্ব এজেন্ট আইডি নেই...
06/10/2023

সামান্য ৫০/৮০ টাকা ডিস্কাউন্ট এর জন্য অনেকেই বিভিন্ন ভূইফোর এজেন্সি থেকে জাহাজ টিকেট কিনেন, যাদের নিজস্ব এজেন্ট আইডি নেই, ২/৩ হাত ঘুরে টিকেট কিনে কাস্টমার কে দেন। কাস্টমার এর নাম ফোন নম্বরে টিকেট ইস্যু হয় না। কাস্টমার জাহাজ এর কোন ইনফরমেশন (ছাড়ার টাইম চেঞ্জ হলে, জাহাজ আবহাওয়া জনিত কারনে অফ হলে) পান না, এস এম এস পান না। টিকেট সেল এর পর বিক্রেতা কে ফোন এ পান না বা আফটার সেলস কোন সাপোর্ট পান না। জাহাজ ওয়েদার এর কারনে ক্যান্সেল হলে টাকা রিফান্ড পান না বা সম্পুর্ন টাকা থেকে কিছু টাকা কেটে রেখে টাকা ফেরত দেয়, সেটাও ৫/৭ দিন পর। এ সকল হ্যারেজমেন্ট এর তথ্য আমরা প্রায়ই পাই।

সকলের প্রতি একটা ছোট উপদেশ দিচ্ছি, টিকেট যে দামেই কিনুন না কেন ট্রাস্টেড এজেন্সি, সেলার, জাহাজ কোম্পানী এর অথোরাইজড এজেন্ট/পার্টনার দের কাছে কিনুন। জাহাজ কোম্পানী এর এজেন্ট যেহেতু সে টিকেট এর গায়ের দাম এর চেয়ে বেশী দামে বিক্রি করতে পারবেনা। অথোরাইজড এজেন্ট রাও ডিস্কাউন্ট দেয়, তবে সেটা মানান সই প্রাইসে, অফিস খরচ, এম্পলয়ি খরচ, আফটার সেলস সাপোর্ট সার্ভিস সব ম্যানেজ করেই দেয়। আর সে যেহেতু সেল করবে তার কিছুটা প্রফিট তো থাকবেই। এদের কাছ থেকে টিকেট কিনলে আপনি সার্ভিস পাবেন টপ নচ। টিকেট আপনার নাম ফোন নম্বরে ইস্যু হবে। জাহাজ এর সময় পরিবর্তন হলে জাহাজ কোম্পানী থেকে এস এম এস পাবেন। পাশাপাশি এজেন্সিও আপনাকে ফোন দিয়ে জানাবে নিজ উদ্যোগ এ। আবহাওয়া এর কারনে জাহাজ ক্যান্সেল হলে ১২-২৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন। কোন চার্জ কর্তন করা হবে না। সর্বোপরি সর্বাত্মক সাপোর্ট ও সুবিধা পাবেন। তাই কোথায় ২০ টাকা ৩০ টাকা পার টিকেট এ কম পাবেন সেগুলো না খুজে, কোন এজেন্সি কয়েক বছর ধরে বিজনেস করছে সুনাম এর সাথে, কাদের ফোন/ এস এম এস রেস্পন্স ভালো তাদের কাছে সার্ভিস নিন, ট্রিপ টা ভালো হবে।

ধন্যবাদ।

© Nurul bhai

ভাবছেন এটি বাহিরের কোন দেশের ছবি।না, এটা বাংলাদেশেরই একটা রিসোর্ট।এখানে আছে প্রাইভেট পুল, ঝুলন্ত হ্যামোক।Luxury amnesty,...
06/10/2023

ভাবছেন এটি বাহিরের কোন দেশের ছবি।
না, এটা বাংলাদেশেরই একটা রিসোর্ট।

এখানে আছে প্রাইভেট পুল, ঝুলন্ত হ্যামোক।
Luxury amnesty, well decorated room with beautiful view of nature.

Can you guess the resort name???

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 15:00 - 23:00
Saturday 15:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

+8801622421392

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Shihab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel with Shihab:

Videos

Share

Category