Travel Mate Ltd.

Travel Mate Ltd. Air ticketing, Visa processing, Tour package, Hotel reservation, Hajj & Umrah, Student consultant

09/12/2023

একদিন পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর যাবো.!! 🌻🤎 📌 Kashmir 😍 🎥
আমাদের ১৪ ডিসেম্বরের #কাশ্মীর ট্যুরের বুকিং ক্লোজ।
নেক্সট কাশ্মীর গ্রুপ ট্যুর ১৯ জানুয়ারি কোলকাতা থেকে রাজধানী এক্সপ্রেস এ।
এছাড়া কমপক্ষে ৩ জন হলে যে কোনদিন কাশ্মীর ট্যুর করা যাবে।

🥶যারা স্নো ফলের জন্য অপেক্ষায় ছিলেন❄️ শুরু হয়ে গেছে স্নো ফল❄️। দ্রুত বুকিং কনফার্ম করে ফেলুন 💜ঘুরে আসুন বরফের চাদরে ঘেরা...
07/12/2023

🥶যারা স্নো ফলের জন্য অপেক্ষায় ছিলেন❄️ শুরু হয়ে গেছে স্নো ফল❄️। দ্রুত বুকিং কনফার্ম করে ফেলুন 💜
ঘুরে আসুন বরফের চাদরে ঘেরা সিকিম,দার্জিলিং,লাচুং এ🙂
ছবিঃ আমাদের লাচুং হোটেলের সামনে থেকে ০৭/১২/২৩ইং
আমাদের নেক্সট ট্যুর ১৪ ডিসেম্বর, ২১ ডিসেম্বর ও ২৮ ডিসেম্বর। এছাড়াও #জানুয়ারি #ফেব্রুয়ারি মাসে থাকছে আমাদের নিয়মিত ট্যুর 🥰
বিস্তারিত জানতে টেক্সট দিন -অথবা কথা বলুন- wa.01941-906016

05/12/2023

♦ #দার্জিলিং_সিকিম_লাচুং_সাংগুলেক_ট্যুর♦
প্রতি সপ্তাহে কিন্তু ট্যুর হচ্ছে ! আপনি কত তারিখ যাচ্ছেন ট্যুরে?😍
আমাদের নেক্সট ট্যুর ও ট্যুর সম্পর্কিত তথ্য জানতে ইনবক্স /01913-982456 করুন অথবা সরাসরি অফিসে চলে আসুন।😍

আলহামদুলিল্লাহ্‌চলছে আমাদের ১ ডিসেম্বর এর  #সিকিম  #দার্জিলিং   #পেলিং ট্যুর, 💙 শিলিগুড়ি থেকে গেস্টদের রিসিভ করে লাঞ্চ শ...
04/12/2023

আলহামদুলিল্লাহ্‌
চলছে আমাদের ১ ডিসেম্বর এর #সিকিম #দার্জিলিং #পেলিং ট্যুর,
💙 শিলিগুড়ি থেকে গেস্টদের রিসিভ করে লাঞ্চ শেষে শর্ট ব্রিফিং এর পর শুরু হয় আমাদের কাঙ্খিত যাত্রা💙
Travel Mate Ltd এর সার্বক্ষনিক চেষ্টা থাকে, আমাদের হাতে থাকা ১০০% বেস্টটুকু আপনাদের দিতে।
আপনাদের ভালোবাসা ও আন্তরিকতা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে কাজ করে।
আপনি কত তারিখ যাচ্ছেন ট্যুরে😍😍
আমাদের নেক্সট ট্যুর ও ট্যুর সম্পর্কিত তথ্য জানতে ইনবক্স / 01913-982456 করুন অথবা সরাসরি অফিসে চলে আসুন।

💥সৌন্দর্যের লীলাভূমি - কাশ্মীর ❤️ইন্ডিয়ার ভিসা থাকলেই  Travel Mate Ltd এর সাথে ঘুরে আসুন ইন্ডিয়ার ‘Jannat-E-Kashmir’ এ।স...
03/12/2023

💥সৌন্দর্যের লীলাভূমি - কাশ্মীর ❤️
ইন্ডিয়ার ভিসা থাকলেই Travel Mate Ltd এর সাথে ঘুরে আসুন ইন্ডিয়ার ‘Jannat-E-Kashmir’ এ।
স্বর্গরাজ্য কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হতে Travel Mate Ltd এর ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ প্যাকেজ-
কোলকাতা থেকে বাই রেল 3AC তে স্বর্গরাজ্য কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হতে এ ঘুরে আসুন Travel Mate Ltd এর ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ প্যাকেজ- এ।
➡️ বিস্তারিত ভালোভাবে দেখে বুকিং কনফার্ম করুন।=======================
♦ ভ্রমণের তারিখ- ১৪ ডিসেম্বর কোলকাতা থেকে
♦ ভ্রমণ সময়- ৯ রাত ৯ দিন কোলকাতা থেকে
♦ ভ্রমণ খরচ- ৩৫,৫০০ টাকা জনপ্রতি (কোলকাতা থেকে)।
♦ কাশ্মীর - কাশ্মীর আপনাদের সুবিধাজনক যে কোন দিন (৩ জন/৪জন হলে ডিলাক্স ট্রিপ, ৬ দিন ৫ রাত) ১৬,০০০/- রুপি থেকে শুরু।=======================
♦ ভ্রমন সংক্রান্ত তথ্য-
☎ ঢাকা অফিস : 01913-982456
=======================➡️ বিমানে ট্রাভেল করতে চাইলে ট্রেন ভাড়া বাদ দিয়ে এয়ার ফেয়ার যোগ হবে।
➡️ কমপক্ষে ২ জন/৪জন হলে কাস্টমাইজ করে প্রাইভেট ট্যুরে আপনাদের সুবিধাজনক যেকোন দিন কাশ্মীর ভ্রমণ করতে পারবেন।
=======================➡️➡️ খরচের অন্তর্ভুক্ত থাকছেঃ
✅ কোলকাতা থেকে দিল্লি Rajdhani Express/Duronto Express (রির্টান (3 AC) ট্রেন টিকেট)
✅ দিল্লি থেকে জম্মু Rajdhani Express (রির্টান (3 AC) ট্রেন টিকেট)
✅ যাওয়া ও আসার দিন দিল্লিতে রেস্ট এর জন্য হোটেল।
✅ জম্মু হতে রিজার্ভ গাড়িতে সম্পূর্ণ ট্যুর।
✅ ২ রাত শ্রীনগরে ডিলাক্স হোটেলে থাকা।
✅ ১ রাত ডিলাক্স হাউজ বোটে থাকা।
✅ ২ রাত পেহেলগামে ডিলাক্স হোটেলে থাকা
✅ প্রতিদিন সকাল ও রাতের খাবার (শ্রীনগর থেকে)
✅ রিজার্ভ গাড়ির টোল, ট্যাক্স ও পার্কিং এর খরচ।
✅ ডাল লেকে ১ ঘণ্টা শিকারা রাইড।
✅ পেহেলগামে আরু ভ্যালী, বেতাব ভ্যালী ঘুরার জন্য ইউনিয়ন গাড়ির খরচ।
✅ প্রতি রুমে ২ জন (কাপলদের জন্য আলাদা কোন চার্জ নেই)
=======================
➡️➡️ খরচের অন্তর্ভুক্ত নয়ঃ
❎ ট্রাভেল ট্যাক্স ও বর্ডারে কোন ধরণের টিপস।
❎ কোন ধরনের প্রবেশ ফি ও রাইড খরচ (গনডোলা রাইড, ক্যাবলকার, পনি রাইড/হর্স রাইড ইত্যাদি)
❎ দুপুরের খাবার
❎ সোনমার্গ থেকে জিরো পয়েন্ট যাওয়ার ইউনিয়ন এর গাড়ির খরচ।
❎ সকল ব্যক্তিগত খরচ (যেমন, টিপস, লন্ড্রি, টেলিফোন, পানীয়, চিকিৎসা, শপিং খরচ, লন্ড্রি বিল, রুম হিটারসহ বাড়তি কোন খরচ)।
❎ প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
❎ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
=======================
➡️➡️ ভ্রমণের স্থান সমূহঃ
📌 দিল্লিতে রেস্ট (চাইলে নিজ খরচে ট্যুর)
📌 শ্রীনগর লোকাল
📌 ডাল লেক
📌 সোনমার্গ
📌 গুলমার্গ
📌 পেহেলগাম
=======================
বিঃ দ্রঃ- এয়ার ফেয়ার ও ট্রেনের টিকেটের সুবিধাও পাচ্ছেন আমাদের কাছে।
📌 ভিসা করা থাকলে বুকিং নিশ্চিন্তে করুন।
📌 যাদের ভিসা নেই তারা ভিসা করুন দ্রুত। প্রয়োজনে ভিসা প্রসেসিং এ সহযোগিতা করা হবে।
📌 পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে নিশ্চিন্তে ঘুরে আসুন Travel Mate Ltd এর সাথে।
☎ বুকিং হটলাইনঃ 01913-982456
📌 কর্পোরেট ট্যুর, গ্রুপ ট্যুর আয়োজনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
📌 [কর্পোরেট /বড় গ্রুপ ট্যুরের জন্য বিশেষ ট্যারিফ দেয়া হবে]
--------------------------------------=======================
♦♦ ভ্রমণ_বৃত্তান্ত ♦♦
=======================
➡️ দিন ০১
কোলকাতার হাওড়া/শিয়ালদা রেল স্টেশন থেকে বিকেলের Rajdhani Express/Duranta (3 AC) তে রওনা দিব দিল্লির উদ্দেশ্যে। রেলেই সন্ধার নাস্তা ও রাতের খাবার খেয়ে ঘুম।
=======================
➡️ দিন ০২
সকাল ১০:৩০-১১:০০ টার মধ্যে পৌছে যাবো দিল্লি। সেখান থেকে আপনাকে রিসিভ করে হাটার পথ চাইলে অটো রিক্সায় করে চলে যাবেন পাহারগঞ্জের আমাদের নিদ্রিষ্ট হোটেলে। চেক ইন করে ফ্রেশ হয়ে রেস্ট নিতে পারেন অথবা নিজেদের মতো করে দিল্লির -Bhaban দেখে নিতে পারেন। রাতে দিল্লি রেল স্টেশন থেকে Rajdhani Express (3 AC) এ জম্মুর উদ্দেশ্যে রওনা। রেলেই রাতের খাবার খেয়ে ঘুম।
=======================
➡️ দিন ০৩
ভোর ৫:০০-৫:৩০ এর মধ্যে পৌছে যাবেন জম্মু তাওয়াই স্টেশনে। স্টেশনের বাহিরে গিয়ে নির্ধারিত গাড়িতে রওনা দিব শ্রীনগর এর উদ্দেশ্যে। পথে নাস্তার পর্বটি সেরে নিবেন। সবকিছু ঠিক থাকলে পাহাড়ি আকাবাকা পথ পাড়ি দিয়ে বিকেলের মধ্যে পৌছে যাবেন শ্রীনগর। যেহেতু বিশাল জার্নি শেষ করে শ্রীনগর পৌছবেন, তাই সকলেই হোটেলে চেক ইন করে রেস্ট নিবেন। কেউ চাইলে নিজেদের মতো করে ডাল লেকের পাশে ঘুরে আসতে পারেন।
✅শ্রীনগরে রাত্রিযাপন।
=======================
➡️ দিন ০৪
শ্রীনগর থেকে সোনমার্গ এর উদ্দেশ্যে রওয়ানা। সারাদিন সোনমার্গ সাইডসিন এবং সন্ধায় শ্রীনগর এ ব্যাক। (সোনমার্গ এ যাওয়ার পর জিরো পয়েন্ট যেতে চাইলে ইউনিয়ন এর গাড়ির খরচ নিজেদের বহন করতে হবে)
✅শ্রীনগর রাত্রিযাপন।
=======================
➡️ দিন ০৫
শ্রীনগর থেকে গুলমার্গ এর উদ্দেশ্যে রওয়ানা। সারাদিন গুলমার্গ সাইডসিন করবেন। চাইলে গন্ডোলা রাইডে/ক্যাবল কারে চড়তে পারেন (নিজ খরচে, টিকেট আগে থেকে অনলাইনে কাটতে হবে) বিকেলে শ্রীনগর এ ব্যাক। বিকেলটা ডাললেকে কাটিয়ে রাতে হাউসবোটে অবস্থান।
✅হাউসবোটে রাত্রিযাপন।
=======================
➡️ দিন ০৬
শ্রীনগর এ সাইড সিন (নিশাত গার্ডেন, শালিমার গার্ডেন, চশমা শাহী, হযরত বাল সহ লোকাল সাইট সিন করে পেহেলগাম এর উদ্দেশ্যে রওনা।
✅পেহেলগাম এ রাত্রিযাপন।
=======================
➡️ দিন ০৭
পেহেলগাম সাইড সিন (বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চান্দনওয়ারী, বৈসারন ঘুরে সন্ধায় নিজেদের মতো করে শপিং। (বেতাব ভ্যালি, আরু ভ্যালি ইউনিয়ন গাড়ির খরচ প্যাকেজের অন্তর্ভূক্ত)
✅পেহেলগাম এ রাত্রিযাপন।
=======================
➡️ দিন ০৮
পেহেলগাম থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা। রাতের Rajdhani Express (3 AC) এ দিল্লির পথে থাকবো আমরা।
=======================
➡️ দিন ০৯
ভোর ৬:০০-৬:৩০ এর মধ্যে আমরা পৌছে যাবো দিল্লি। সেখান থেকে অটো রিক্সায় করে চলে যাবো পাহারগঞ্জের আমাদের নিদ্রিষ্ট হোটেলে। চেক ইন করে চাইলে রেস্ট নিব অথবা নিজেদের মতো করে দিল্লির আসপাশ দেখে নিব। বিকেলে দিল্লি রেল স্টেশন থেকে Rajdhani Express/ Duronto Express (3 AC) এ কোলকাতার উদ্দেশ্যে রওনা। কিছু সুন্দর স্মৃতি সাথে নিয়ে ফেরা।
=======================
** বিঃ দ্রঃ রাস্তায় জ্যাম/অবরোধ, পরিবহন জনিত সমস্যা, প্রাকৃতিক দূর্যোগ, খারাপ রাজনৈতিক পরিস্থিতি অথবা অনাকাঙ্খিত যেকোন পরিস্থিতির কারণে ট্যুর প্ল্যান পরিবর্তন হতে পারে।
=======================
★ অতিরিক্ত শর্তাবলীঃ
✔ প্রাকৃতিক দুর্যোগ / রাস্তা অবরোধ/ রাজনৈতিক অস্তিরতা/ বিমান বাতিল বা সময়সূচি পরিবর্তন হলে, এর জন্য অতিরিক্ত সকল খরচ সরাসরি ব্যক্তিগত বহন করতে হবে।
✔ বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত বেড লাগলে মূল্য পরিবর্তন হবে।
=======================
★★ শিশু পলিসিঃ
** ০-৩ বছর বয়স পর্যন্ত শিশুর কোন খরচ লাগবেনা (বাবা মার সাথে গাড়ীতে সিট ও হোটেলে থাকার রুম শেয়ার করবে, আলাদা খাবার পাবেনা )।
** ৩-৮ বছরের শিশুদের জন্য ছাড় প্রযোজ্য হবে আলোচনা সাপেক্ষে।
** ৮ ঊর্ধ্বদের জন্য প্যাকেজ মূল্যে কোন ছাড় প্রযোজ্য নয়।
➡️➡️ নোটঃ
>> আমাদের প্যাকেজে কাশ্মীর ভ্রমণ করতে আপনারা ঢাকা- শ্রীনগর- ঢাকা এয়ারে যেতে পারেন অথবা ঢাকা থেকে কলকাতা বাসে যেয়ে সেখান থেকে কলকাতা-শ্রীনগর-কলকাতা এয়ারে যাতায়াত করতে পারেন। কলকাতা হয়ে গেলে সময় ২ দিন বেশি লাগবে, আর খরচ কিছুটা কম হবে। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা আমাদের কাছে থেকেই কম মূল্যে এয়ার টিকেট করতে পারবেন।
>> ভ্রমণ তারিখের কাছাকাছি সময় এয়ার টিকেট কাটলে মূল্য সাধারনত বেশি হয়ে থাকে। তাই আপনার ভ্রমণ তারিখের ১ মাস আগেই এয়ার টিকেট কনফার্ম করতে চেষ্টা করুন।
=======================
♦==যেভাবে কনফার্ম করতে পারবেন :==♦
☎️ 01913-982456
🏢 ঠিকানাঃ Travel Mate Ltd,
ট্রাভেল মেট লিমিটেড,১৮০/২ হাজারীবাগ ইন্ডাস্ট্রিয়াল জোন (লেক্সকো ট্যানারির বিপরীত পাশে ),ঢাকা - ১২০৯ ।
=======================
♦==বুকিং পলিসি==♦
👉বুকিং মানিঃ
💰💰 ১০,০০০/- টাকা জনপ্রতি।
১। ব্যাংকে টাকা জমা দেয়া যাবে
২। বিকাশ/নগদ এর মাধ্যমে বুকিং কনফার্ম করতে পারবেন।
৩। সরাসরি অফিসে এসেও কনফার্ম করতে পারবেন।
=======================
#কাশ্মির

30/11/2023

পয়সা উসুল🏔️🏔️
স্নো ফল🏔️
ক্লায়েন্টের পাঠানো ভিডিও, আমাদের এফর্ট থাকে ক্লায়েন্টকে সন্তুষ্টি করার,তাদের জন্যই আমাদের এই পরিকল্পনা। আরু ভ্যালি, বেতাব ভ্যালি ভিজিট করছেন তারা,এই অপরুপ সৌন্দর্য আমাদের ভিডিও করে পাঠিয়েছেন।
কে কে এমন পয়সা উসুল ট্যুর দিতে চান?? নেক্সট ট্যুরে যাচ্ছেন তো পরিবার পরিজন,বন্ধুদের কে সাথে নিয়ে? আমাদের নেক্সট কাশ্মীর ট্যুর কিন্তু ১৪ ডিসেম্বর ,সময় কিন্তু খুব বেশি নাই ,জলদি বুকিং দিয়ে ফেলুন!😍
বিস্তারিত জানতে ইনবক্স এ টেক্সট দিন।

♦ #দার্জিলিং_সিকিম_লাচুং_সাংগুলেক_ট্যুর♦       (সিকিম গেলে দার্জিলিং কেন মিস করবেন!)পাহাড়ের প্রকৃতি, চোখধাঁধানো তুষারশৃ...
30/11/2023

♦ #দার্জিলিং_সিকিম_লাচুং_সাংগুলেক_ট্যুর♦

(সিকিম গেলে দার্জিলিং কেন মিস করবেন!)
পাহাড়ের প্রকৃতি, চোখধাঁধানো তুষারশৃঙ্গ, নজরকাড়া নদী ও ঝর্না, মনোমুগ্ধকর সরোবর,গভীর অরণ্য,বরফে মোড়া এই জণপদটি ভ্রমণ পিপাসুদের অনেক পছন্দের। পাহাড়,হিমবাহ ও হাজারো বুনো ফুলে ভরা সিকিমের গ্যাংটক ও লাচুংয়ের মতো উপশহরের প্রতিটি স্থান পর্যটকদের মুগ্ধ করে। আর পুর্ব সিকিমের অপার সৌন্দর্যের ধারক সাঙ্গু লেক এই শহরের আরেক বিশেষ আকর্ষণ। অদ্ভুত সুন্দর এই রাজ্যে প্রতিটি প্রান্তে এক নতুন বিস্ময় অপেক্ষা করে ভ্রমণ পিপাসুদের জন্যে !❤️

স্বর্গরাজ্য সিকিম ট্যুর (গ্যাংটক+লাচুং+ইয়ামথাং ভ্যালী+ছাঙ্গু লেক) ভ্রমণ করুন মাত্র ২৫,৫০০ টাকায় ( ৮ রাত ৭ দিন, (ঢাকা থেকে ঢাকা))
সিঙ্গেল ১ জন হলেও আমাদের গ্রুপ এ জয়েন করতে পারবেন। এছাড়া্, স্টুডেন্ট, ফ্যামিলি ও কর্পোরেট প্যাকেজও রয়েছে।
✅ইভেন্ট ফিঃ-
👩‍❤️‍👨 জনপ্রতি = ২৫,৫০০/-টাকা। (১ রুমে ২ জন)
আমাদের পরবর্তী ইভেন্ট সমূহ:
➡️ ১৪ ডিসেম্বর ২০২৩ ইং
➡️ ২১ ডিসেম্বর ২০২৩ ইং
➡️ ২৮ ডিসেম্বর ২০২৩ ইং
➡️ ০৪ জানুয়ারী ২০২৩ ইং

বিস্তারিত জানতে কথা বলুন অথবা পেজ এ টেক্সট দিন -
+8801913-982456
আমাদের অফিস ঠিকানাঃ ** Travel Mate Ltd,
ট্রাভেল মেট লিমিটেড,১৮০/২ হাজারীবাগ বাজার এর আগে (লেক্সকো ট্যানারির বিপরীত পাশে),ঢাকা-১২০৯
#ট্যুর #দার্জিলিং #সিকিম #ভ্রমণ #ট্রাভেল #সিকিম #সিকিম_গ্যাংটক #টুরিজম #ট্রাভেল

অবশেষে নর্থ সিকিমে যাওয়ার জন্যে ট্যুরিস্ট দের পারমিশন দেয়া হলো । যারা নর্থ সিকিম এর জিরো পয়েন্ট,ইয়ামথাং ভ্যালী,লাচুং যাও...
30/11/2023

অবশেষে নর্থ সিকিমে যাওয়ার জন্যে ট্যুরিস্ট দের পারমিশন দেয়া হলো । যারা নর্থ সিকিম এর জিরো পয়েন্ট,ইয়ামথাং ভ্যালী,লাচুং যাওয়ার প্ল্যান করছেন তারা আমাদের সিকিম ইভেন্টে যুক্ত হতে পারবেন।

💥 সৌন্দর্যের লীলাভূমি - কাশ্মীর ❤️ভূস্বর্গের (Jammu & Kashmir) সৌন্দর্য শব্দে বর্ণনা করা কঠিন। এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধ...
27/11/2023

💥 সৌন্দর্যের লীলাভূমি - কাশ্মীর ❤️
ভূস্বর্গের (Jammu & Kashmir) সৌন্দর্য শব্দে বর্ণনা করা কঠিন। এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় যখন উপত্যকার সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু একসঙ্গে মিশিয়ে যায়।
কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের টানেই সারা বছর ভিড় লেগে থাকে পর্যটকদের।
কাশ্মীর ভ্রমণ অনেকটা স্বপ্নের মতন, একবার গিয়ে কারো মন ভরবে বলে মনে হয় না! আর ঠিক সে কারণেই প্রতি বছরেই এত এত মানুষ সেখানে ভীড় করেন।
দর্শনীয় স্থান গুলোর মধ্যে একদম প্রথমেই আছে – লিডার ভ্যালী, বাঙ্গুস উপত্যকা, ডাকসুম উপত্যকা, গুলমার্গ, বেতাব উপত্যকা, গুরেজ ভ্যালি, পঞ্চ উপত্যকা, ইউসমার্গ উপত্যকা, শ্রীনগর, পেহেলগাম, সোনামার্গ।

জম্বুতে কম দামে প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যায় এখানকার জাফরান ও বিশেষ ভাবে বিখ্যাত। এছাড়া কেনাকাটার জন্য জম্বুর রঘুনাথ টেম্পল বেশ পরিচিত। সেখানে কাশ্মীরি যাবতীয় জিনিস পাওয়া যায়। পেহেলগাম থেকে মেয়েদের নানা জুয়েলারি, ব্যাগ, কয়েন বক্স ও শো-পিস কিনতে পারা যাবে। আর কাশ্মীরে গেলে পাবেন নানা মশলার খোজ যা রন্ধন প্রেমীদের নিঃসন্দেহে কাজে লাগবে। তবে কাশ্মীরি শাল কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কেননা অনেক নকল শাল ও পাওয়া যায়।

কাশ্মীর গিয়ে নানা ধরনের তাজা ফলের স্বাধ নিতে ভুল করবেন না। এছারাও কাশ্মীরের মাটন বিরিয়ানি বিখ্যাত। এখানকার ওজওয়ান (নানা ধরনের খাবারে সমৃদ্ধ এক প্লেটার), কাশ্মীরি কাবাব, মাটন রোগান জোশ, ভেড়ার মাংস, পনির চামান, আলুর দম, টক বেগুন, নাদরু ইয়াখনি বিখ্যাত। আর রফিক ক্যাফেটেরিয়ার কাবাব আর কুলফির স্বাদ ও মুখে লেগে থাকার মতন।
প্রতিটি মৌসুমেই কাশ্মীর এক ভিন্ন ভিন্ন রূপের ডালা নিয়ে সামনে হাজির হয় তবে শীতকাল ,পূজোর সময় আর বসন্তকালে এর সৌন্দর্য হয় বর্ণনাতীত। আর সে কারণেই মনে হয় একে ভূস্বর্গ বলা হয়ে থাকে।

২/৩/৪ জন হলে যে কোন সময় নিজেদের মতো করে উপভোগ করতে পারেন #কাশ্মীর ট্যুর। অথবা জয়েন করতে পারেন আমাদের গ্রুপ ট্যুরে।
=======================
♦ ভ্রমণের তারিখ- ১৪ ডিসেম্বর কোলকাতা থেকে
♦ ভ্রমণ সময়- ৯ রাত ৯ দিন কোলকাতা থেকে
♦ ভ্রমণ খরচ- ৩৫,৫০০ টাকা জনপ্রতি (কোলকাতা থেকে)।
বিস্তারিত: 01913-982456 (Call Or What’s Up)

26/11/2023

#কাশ্মীর কে উপভোগ করার এখনি বেস্ট সময়। সবুজ ও বরফ দুটোই মিলবে এখন।
২/৩/৪ জন হলে যে কোন সময় নিজেদের মতো করে উপভোগ করতে পারেন #কাশ্মীর ট্যুর। অথবা জয়েন করতে পারেন আমাদের গ্রুপ ট্যুরে।
আপনি কত তারিখ যাচ্ছেন #শ্রিনগর #গুলমার্গ #সোনমার্গ #ডাললেক #পেহেলগাম????
=======================
♦ ভ্রমণের তারিখ- ১৪ ডিসেম্বর কোলকাতা থেকে
♦ ভ্রমণ সময়- ৯ রাত ৯ দিন কোলকাতা থেকে
♦ভ্রমণ খরচ- ৩৫,৫০০ টাকা জনপ্রতি (কোলকাতা থেকে)।
☎ বিস্তারিত জানতে কথা বলুন- wa.+8801913-982456
অথবা পেজ এর ইনবক্স এ টেক্সট দিন ..

 #দার্জিলিং_কালিম্পং_মিরিক_ট্যুর Travel Mate Ltd এর সাথে।ইন্ডিয়া ভ্রমনে চমৎকার অভিজ্ঞতা পেতে সবচেয়ে বেশি প্রয়োজন  সঠিক ট...
25/11/2023

#দার্জিলিং_কালিম্পং_মিরিক_ট্যুর Travel Mate Ltd এর সাথে।
ইন্ডিয়া ভ্রমনে চমৎকার অভিজ্ঞতা পেতে সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক ট্যুর প্ল্যান এবং সেখানকার লোকাল সাপোর্ট। আর এই দুটির ক্ষেত্রে আমাদের রয়েছে দীর্ঘ দিনের অভিজ্ঞতা। ধার করা ট্যুর প্ল্যান নয় বরং নিজস্ব অভিজ্ঞতা আর দক্ষতার সমন্বয়ে আমরা ট্যুর প্ল্যান সাজিয়েছি। আমাদের ট্যুর প্ল্যানগুলো ফিমেল & ফ্যামিলি ফ্রেন্ডলি হয়ে থাকে।

❐ দার্জিলিং- কালিম্পং -মিরিক ট্যুর
৫ রাত ৪ দিন (ঢাকা-থেকে-ঢাকা)
❐ #ভ্রমণ_তারিখ: • ০৭ ডিসেম্বর ২৩• ২৮ ডিসেম্বর ২৩

❐ #ভ্রমণ_খরচ:
• জনপ্রতি ৳১৫৫০০ (১ রুমে ২ জন)
(কাপলদের জন্য আলাদা কোনো খরচ লাগবে না)
**শিলিগুড়ি থেকে এড হতে চাইলে
জনপ্রতি ৳১১৫০০
==============================
♦ ভ্রমন সংক্রান্ত তথ্য-
☎ ঢাকা অফিস : 01913982456
==============================

❑ #ট্যুরে_আমরা_যা_যা_দেখবোঃ
*******************************
#দার্জিলিংঃ
⦿ জাপানিজ টেম্পল
# রোপওয়ে,
# টি গার্ডেন
# তেনজিং রক,
# বাতাসিয়া লুপ
# টাইগার হিল
# রক গার্ডেন

#কালিম্পংঃ
# দেলো পার্ক
# কালিম্পং
# সাইয়েন্স সেন্টার
# পাইনভিউ নার্সারি
# লামাহাট্টা

#মিরিকঃ
# সিমানা ভিউ পয়েন্ট
# গোল পাহার টি এস্টে
# মিরিক লেক
______________________________________________

❑ #যা_যা_থাকছে_এর_মধ্যে
_____________________________________________

⦿ ঢাকা -দার্জিলিং - ঢাকা (AC Business Class Bus) টিকিট, জিপ সহ সকল খরচ।
⦿ ৩ রাত দার্জিলিং থাকা।
⦿ প্রতিদিন ৩ বেলা খাবার (শিলিগুড়ি থেকে)।
⦿ সকল প্রকার হোটেল ট্যাক্স ও পার্কিং চার্জ ।
❑ #যা_থাকছেনা
⦿ ঢাকা থেকে বুড়িমারি যাওয়া আসার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার।
⦿ কোন প্রকার রাইড বা ভিউ পয়েন্ট খরচ।
⦿ ট্রাভেল ট্যাক্স।
⦿ বর্ডার স্পিড মানি।
⦿ কোন প্রকার দুর্ঘটনাজনিত বীমা।
_____________________________________________

❑ #ভ্রমণের_সম্ভাব্য_বর্ণনা
_____________________________________________
#প্রথমরাত রাতে রওনা দিয়ে #প্রথম_দিন ভোরে বুড়িমারি বর্ডারে পৌঁছাবো। সকাল ৯টায় ইমিগ্রেশন কাস্টমস ওপেন হলে, সব ফর্মালিটি শেষ করে দুপুরের মধ্যে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং উদ্দেশ্যে রওয়ানা করবো। পথে হিমালয়ের কোল ঘেঁষা পাহাড়ী শহর মিরিক'এর সৌন্দর্য উপভোগ করবো। মিরিক লেক, গোল পাহার টি স্টেট , সিমানা ভিউ পয়েন্ট দেখে সন্ধায় দার্জিলিং পৌছাবো। হোটেলে চেক ইন করে চাইলে সন্ধাটা নিজেদের মত মল এরিয়াতে ঘোরাঘুরি করে রাতের খাবার শেষে হোটেলে রাত্রি যাপন।

#দ্বিতীয়_দিন- সকালের নাস্তা শেষে রিজার্ভ জিপে আমরা একে একে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট, রক গার্ডেন, জুওলজিক্যাল পার্ক, রোপওয়ে, তেনজিং রক, চা বাগান, জাপানিজ টেম্পল ঘুরে দেখবো।

#তৃতীয় _দিন- ভোর ৪ টায় টাইগার হিলে সূর্যোদয়ের সাথে কাঞ্চনজংঘা চূড়ার অপূর্ব রূপ দর্শন,সেখান থেকে । টাইগার হিলে সূর্য উদয়ের দৃশ্যাবলী উপভোগ। ভোর ৪ টার মধ্যে উঠতে হবে টাইগার হিলে সূর্য উদয়ের দৃশ্যাবলী অবলোকন করার জন্যে। বিশ্বজুড়ে স্থানটি এর জন্যে বিখ্যাত। এখান থেকে ভাগ্যে সুপ্রসন্ন আর আকাশ পরিষ্কার থাকলে তবেই কেবল পৃথিবীর তৃতীয় সরবোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পাওয়া যাবে নচেত নয়। সেখান থেকে ফেরার পথে সকালের নাস্তা করে চলে যাবো কালিম্পংয়ের উদ্দ্যেশ্যে । চমৎকার পাহাড়ি রাস্তা আর পাশ দিয়ে বয়ে চলা নদী । মাঝে মাঝে দেখা যাবে শত শত বাঁদরের খেলা। কালিম্পং পৌঁছে আমরা একে একে দেখে নিব দেলো পার্ক, সাইয়েন্স সেন্টার, পাইনভিউ নার্সারি, লামাহাট্টা, কালিম্পং। চোখ ধাঁধানো বাহারি গাছ আপনাকে মুগ্ধ করবে । বিকালে কালিম্পং এর সৌন্দর্য দেখে আমরা চলে আসবো দার্জিলিংয়ে ।
#চতুর্থ দিন- ব্রেকফাস্ট শেষে রওনা করবো শিলিগুড়ির উদ্দেশ্যে। কার্শিয়ান হয়ে তিস্তা নদী ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দুপুর ১২টার মধ্যে চলে আসবো শিলিগুড়ি। শিলিগুড়িতে লাঞ্চ শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবো। রাতের বাসে ঢাকায় ফিরবো। #পঞ্চম _দিন ভোর আনুমানিক সকাল ৫টা-৬টায় ঢাকায় পৌছাবো ইনশাআল্লাহ। সেই সাথে শেষ হবে আমাদের দারজিলিং ট্যুর সাথে থাকবে কিছু মধুর স্মৃতি ।

(বি.দ্রঃ শুধু মাত্র ভিসা থাকলে ডেড লাইনে কনফার্ম করা যাবে। ভিসা না থাকলে পর্যাপ্ত সময় হাতে রেখে যোগাযোগ করতে হবে।)
❑ কনফার্ম করার জন্য জনপ্রতি ৫০০০ টাকা করে জমা দিতে হবে।
❑ #চাইল্ড_পলিসি
- ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৫ হলে এডাল্ট হিসেবে গণ্য করা হবে।
____________________________________________
❑ #বুকিংয়ের_আগে_বিবেচনা_করতে_হবে
⦿ ভিসায় পোর্ট চ্যাংড়াবান্দা হলে এই ট্যুর এ জয়েন করতে পারবেন। যদি ভিসায় চ্যাংড়াবান্ধা পোর্ট না থাকে তবে কোলকাতা হয়ে নিজ খরচে গিয়ে শিলিগুড়ি থেকে এড হতে পারবেন এতে ঢাকা শিলিগুড়ির বাস ভাড়া বাদ যাবে।
⦿ হোটেলে এক রুমে ২ জন করে থাকা। অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। সব রুমে এটাচ বাথ ও গিজার থাকবে। কাপলদের জন্য এক্সট্রা কোন খরচ নেই।
**কোন হিডেন চার্জ নেই।**
_____________________________________________
⦿⦿ বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে। **
_____________________________________________
❑ #❑ #বুকিং_মানি_জমা_দেওয়ার_পদ্ধতিঃ
পুরোপুরি কনফার্ম থাকলে সরাসরি অফিসে এসে বুকিং মানি জনপ্রতি ৫০০০ টাকা । অফিসে আসতে না পারলে আমাদের একাউন্ট এ বুকিং মানি দিয়ে বুকিং কনফার্ম করতে পারেন। অথবা বিকাশ/নগদ মার্চেন্ট এর মাধ্যমে বুকিং মানি দিয়ে বুকিং কনফার্ম করতে পারেন।

♦==বুকিং পলিসি==♦
১। ব্যাংকে টাকা জমা দেয়া যাবে
২। বিকাশ/নগদ এর মাধ্যমে বুকিং কনফার্ম করতে পারবেন।
৩। সরাসরি অফিসে এসেও কনফার্ম করতে পারবেন|

❑ অফিস এড্রেস
=============
❑ যোগাযোগঃ 01913982456
🏢 ঠিকানাঃ
ট্রাভেল মেট লিমিটেড, ১৮০/2 হাজারীবাগ বাজারের আগে (লেকসো ট্যানারির বিপরীত পাশে) ঢাকা- 1209

মনে রাখতে হবেঃ
✪ রাষ্ট্রীয়, প্রাকৃতিক, রাজনৈতিকসহ যেকোনো কারণে ভ্রমণ বাতিল করতে হলে সকলের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হয়। সেক্ষেত্রে যদি কোনো ভর্তুকি যায় তাহলে বুকিং মানি থেকে কর্তন করা হতে পারে।
✪ আর ভ্রমণের তারিখ আগাতে/পেছাতে হলে এবং তাতে ভ্রমণ ব্যয় বেড়ে গেলে সবাই মিলে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়।
✪ বুকিং মানি অফেরতযোগ্য। যদি আপনার ব্যক্তিগত কোনো কারণে ট্যুর ক্যান্সেল হয় সেক্ষেত্রে আপনি বুকিংয়ের কোন টাকায় ফেরত পাবেন না তবে রিপ্লেস করতে পারবেন। সেক্ষেত্রে মিনিমাম একসপ্তাহ আগে আমাদের জানাতে হবে।

23/11/2023

Find A Beautiful Place and Get Lost. ...😍

♦ #দার্জিলিং_সিকিম_লাচুং_সাংগুলেক_ট্যুর♦       (সিকিম গেলে দার্জিলিং কেন মিস করবেন)সিকিম এবং গ্যাংটক কে বলা হয় এশিয়ার সু...
22/11/2023

♦ #দার্জিলিং_সিকিম_লাচুং_সাংগুলেক_ট্যুর♦

(সিকিম গেলে দার্জিলিং কেন মিস করবেন)
সিকিম এবং গ্যাংটক কে বলা হয় এশিয়ার সুইজারল্যান্ড।🇨🇭
সিকিমে একই সাথে ঝর্ণা, পাহাড়, বরফ, স্নওফল এবং ইন্ডিয়া বর্ডার সাইট ঘুরে দেখার একটি ভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায়।
অদ্ভুত সুন্দর এই রাজ্যে প্রতিটি প্রান্তে এক নতুন বিস্ময় অপেক্ষা করে ভ্রমণ পিপাসুদের জন্যে !
প্রতি বৃহস্পতিবার রয়েছে আমাদের নিয়মিত গ্রুপ ট্যুর|এছাড়াও কাস্টমাইজ করে যে কোনদিন ট্যুর করতে পারবেন। ফ্যামিলি ট্যুর,কর্পোরেট ট্যুর ও থাকবে সিকিমে। তাই আর দেরি না করে এখনই বুকিং করে ফেলুন।
======================
♦ ভ্রমন খরচ- ২৫,৫০০ টাকা (জনপ্রতি)!!
♦ ভ্রমন সময়- ৮ রাত ৭ দিন, (ঢাকা থেকে ঢাকা)
♦ ভ্রমণের তারিখ-
➡️ ০৭ ডিসেম্বর ২০২৩ ইং
➡️ ১৪ ডিসেম্বর ২০২৩ ইং
➡️ ২১ ডিসেম্বর ২০২৩ ইং
➡️ ২৮ ডিসেম্বর ২০২৩ ইং
বিস্তারিত জানতে কথা বলুন অথবা পেজ এ টেক্সট দিন -
+8801913-982456
আমাদের অফিস ঠিকানাঃ ** Travel Mate Ltd,
ট্রাভেল মেট লিমিটেড,১৮০/২ হাজারীবাগ বাজার এর আগে (লেক্সকো ট্যানারির বিপরীত পাশে),ঢাকা-১২০৯
#ট্যুর #দার্জিলিং #সিকিম #ভ্রমণ #ট্রাভেল #সিকিম #সিকিম_গ্যাংটক #টুরিজম #ট্রাভেল

ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া।১লা ডিসেম্বর থেকে যাত্রা শুরু হবে।
14/11/2023

ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া।
১লা ডিসেম্বর থেকে যাত্রা শুরু হবে।

Farmer and his ducks, Vietnam📸 Daniel Kordan
13/11/2023

Farmer and his ducks, Vietnam
📸 Daniel Kordan

আজ থেকে যারা আবেদন করবেন তারা আবেদন এর পরদিনই জমা দেয়ার ডেট পাবেন। তাই যারা ডিসেম্বরে ইন্ডিয়া ভ্রমণে যেতে চাচ্ছেন তারা দ...
08/11/2023

আজ থেকে যারা আবেদন করবেন তারা আবেদন এর পরদিনই জমা দেয়ার ডেট পাবেন। তাই যারা ডিসেম্বরে ইন্ডিয়া ভ্রমণে যেতে চাচ্ছেন তারা দ্রুতই ভিসা আবেদন করতে পারেন। ভিসা আবেদনের জন্য সহযোগিতা নিতে যোগাযোগ করুন Travel Mate Ltd, এর সাথে। নির্ভুল ভিসা আবেদন করে কাঙ্খিত ভিসা করে নিন।
আমাদের ডিসেম্বরে রয়েছে ভূস্বর্গ কাশ্মীর এবং সিকিম-দার্জেলিং ট্যুর। তাই ভিসা করে ফেলুন দ্রুত।

টুরিস্ট ভিসা করতে যা যা লাগবে-
১. পাসপোর্ট এর ফটোকপি এবং যদি পূর্বের কোন ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে সর্বশেষ ইন্ডিয়ান ভিসার ফটোকপি দিতে হবে
২. এনআইডি কার্ডের ফটোকপি
৩. বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা ইউটিলিটি বিলের কপি।
৪. ছবি ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড। ছবিতে চশমা পরা, সাদা শার্ট পরা, কান ঢাকা থাকা যাবে না।
৫. পেশাগত প্রমাণ পত্র যেমন চাকরি করলে এনওসি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স এবং স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ডের কপি
৬. ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডসমেন্ট করলে সর্বনিম্ন ১৫০ ডলার এন্ড্রোস করতে হবে এবং তার সাথে রাখতে হবে অথবা ডুয়েল কারেন্সি কার্ডের ফটোকপি দিতে হবে।
ভিসা প্রসেসিং করতে যোগাযোগ - 01913-982456
ট্রাভেল মেট লিমিটেড,১৮০/২ হাজারীবাগ, ওয়াসা পানির পাম্প (লেক্সকো ট্যানারির বিপরীত পাশে ),ঢাকা - ১২০৯ ।

08/11/2023
07/11/2023

ইন্ডিয়া গিয়ে যদি বরফ দেখতে চান আর বন্ধুদের সাথে করতে চান স্নো ফাইটিং তাহলে
tour’ এ ঘুরে আসুন, ট্রাভেল মেট লিমিটেড এর সাথে।
এখানে প্রতিটা পদক্ষেপেই প্রকৃতি ধরা দিবে অন্যভাবে, অন্যরঙে।
#সিকিম_দার্জিলিং_পেলিং ট্যুর!
(সিকিম, দার্জিলিং গেলে পেলিং কেন মিস করবেন)
=======================
♦ ভ্রমন খরচ- ২৫,৫০০ টাকা (জনপ্রতি)!!
♦ ভ্রমন সময়- ৮ রাত ৭ দিন, (ঢাকা থেকে ঢাকা)
♦ ভ্রমণের তারিখ-
➡️ ০৯ নভেম্বর ২০২৩ ইং
➡️ ১৬ নভেম্বর ২০২৩ ইং
➡️ ২৩ নভেম্বর ২০২৩ ইং
➡️ ৩০ নভেম্বর ২০২৩ ইং
এছাড়াও কাস্টমাইজ করে যে কোনদিন ট্যুর করতে পারবেন।
♦ ভ্রমন সংক্রান্ত তথ্য-
☎️ ঢাকা অফিস: 01913-982456
অথবা বিস্তারিত জানতে অনুগ্রহ করে ইনবক্স এ টেক্সট করুন।😍

নভেম্বরের প্রথম সপ্তাহে আমাদের  সিকিম দার্জিলিংয়ের টুর। সিকিমে তারা অবস্থান করছে এবং আজকে তারা ছাঙ্গু লেকের উদ্দেশ্যে র...
04/11/2023

নভেম্বরের প্রথম সপ্তাহে আমাদের সিকিম দার্জিলিংয়ের টুর। সিকিমে তারা অবস্থান করছে এবং আজকে তারা ছাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদি আপনার কাছে ভিসা থাকে তাহলে আপনি বসে আছেন কেন? চলুন আমাদের সাথে ঘুরে আসি দার্জিলিং এবং সিকিমের সৌন্দর্য উপভোগ করতে।


25/10/2023

কমপক্ষে ৯০ দিন মেয়াদ থাকা ইন্ডিয়ান 🇮🇳 ভিসাধারীরা - পোর্ট অ্যাড করার জন্য পাসপোর্ট দিলে ১৫-২০ দিনের মধ্যে পাসপোর্ট ফেরত পাবেন!

21/10/2023

"At Travel Mate Ltd. We offer not just a tour; We create once-in-a-lifetime experiences."

"Join the Travel Mate Ltd. today. Your adventure begins here!"

প্রাকৃতির অপরূপ সৌন্দর্য দেখার উদ্দেশ্যে ১৯ অক্টোবর যারা দার্জিলিং এবং সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন  আজ তাদের  প্রথ...
21/10/2023

প্রাকৃতির অপরূপ সৌন্দর্য দেখার উদ্দেশ্যে ১৯ অক্টোবর যারা দার্জিলিং এবং সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আজ তাদের প্রথম দিন দার্জিলিংয়ে। তাদের তোলা আজ সকালের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ।

♦ #দার্জিলিং_সিকিম_লাচুং_সাংগুলেক_ট্যুর♦       (সিকিম গেলে দার্জিলিং কেন মিস করবেন)সিকিম এবং গ্যাংটক কে বলা হয় এশিয়ার সু...
19/10/2023

♦ #দার্জিলিং_সিকিম_লাচুং_সাংগুলেক_ট্যুর♦

(সিকিম গেলে দার্জিলিং কেন মিস করবেন)
সিকিম এবং গ্যাংটক কে বলা হয় এশিয়ার সুইজারল্যান্ড।🇨🇭
সিকিমে একই সাথে ঝর্ণা, পাহাড়, বরফ, স্নওফল এবং ইন্ডিয়া বর্ডার সাইট ঘুরে দেখার একটি ভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায়।
অদ্ভুত সুন্দর এই রাজ্যে প্রতিটি প্রান্তে এক নতুন বিস্ময় অপেক্ষা করে ভ্রমণ পিপাসুদের জন্যে !
প্রতি বৃহস্পতিবার রয়েছে আমাদের নিয়মিত গ্রুপ ট্যুর|এছাড়াও কাস্টমাইজ করে যে কোনদিন ট্যুর করতে পারবেন। ফ্যামিলি ট্যুর,কর্পোরেট ট্যুর ও থাকবে সিকিমে। তাই আর দেরি না করে এখনই বুকিং করে ফেলুন।
======================
♦ ভ্রমন খরচ- ২৫,৫০০ টাকা (জনপ্রতি)!!
♦ ভ্রমন সময়- ৮ রাত ৭ দিন, (ঢাকা থেকে ঢাকা)
♦ ভ্রমণের তারিখ-
➡️ ০৯ নভেম্বর ২০২৩ ইং
➡️ ১৬ নভেম্বর ২০২৩ ইং
➡️ ২৩ নভেম্বর ২০২৩ ইং
➡️ ৩০ নভেম্বর ২০২৩ ইং
বিস্তারিত জানতে কথা বলুন অথবা পেজ এ টেক্সট দিন -
+8801913-982456
আমাদের অফিস ঠিকানাঃ ** Travel Mate Ltd,
ট্রাভেল মেট লিমিটেড,১৮০/২ হাজারীবাগ বাজার এর আগে (লেক্সকো ট্যানারির বিপরীত পাশে),ঢাকা-১২০৯
#সিকিম tour # grouptour

আলহামদুলিল্লাহ, ১৪ জনের গ্রুপ সিকিম দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। 😍  ঢেকে যাচ্ছে বরফের চাদরে, আপনি যাচ্ছেন কব...
19/10/2023

আলহামদুলিল্লাহ, ১৪ জনের গ্রুপ সিকিম দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। 😍
ঢেকে যাচ্ছে বরফের চাদরে, আপনি যাচ্ছেন কবে ?

 ’ এ ঘুরে আসুন Travel Mate Ltd এর সাথে।  #সিকিম_দার্জিলিং_ট্যুর(সিকিম গেলে দার্জিলিং কেন মিস করবেন)=====================...
18/10/2023

’ এ ঘুরে আসুন Travel Mate Ltd এর সাথে।
#সিকিম_দার্জিলিং_ট্যুর
(সিকিম গেলে দার্জিলিং কেন মিস করবেন)
=======================
♦ ভ্রমন খরচ- ২৫,৫০০ টাকা (জনপ্রতি)!!
♦ ভ্রমন সময়- ৮ রাত ৭ দিন, (ঢাকা থেকে ঢাকা)
♦ ভ্রমণের তারিখ-
➡️ ০৯ নভেম্বর ২০২৩ ইং
➡️ ১৬ নভেম্বর ২০২৩ ইং
➡️ ২৩ নভেম্বর ২০২৩ ইং
➡️ ৩০ নভেম্বর ২০২৩ ইং
#ডিসেম্বর মাসের প্রতি বৃহস্পতিবার আমাদের নিয়মিত গ্রুপ ট্যুর থাকছে। এছাড়াও কাস্টমাইজ করে যে কোনদিন ট্যুর করতে পারবেন
♦ ভ্রমন সংক্রান্ত তথ্য-
☎️ ঢাকা অফিস: 01913-982456 / 01941-906016
☎️ শিলিগুড়ি অফিস: +917384048912
** (যারা কোলকাতা হয়ে যাবেন তাদের জন্য বাস ভাড়া বাদ দিয়ে শিলিগুড়ি থেকে হিসাব হবে।)
** বিস্তারিত ভালোভাবে দেখে বুঝে আপনার ভ্রমণ কনফার্ম করুন।
=======================
♦ খরচের অন্তর্ভুক্ত :
---------------------------------------
✅ ঢাকা থেকে বুড়িমারি (রির্টান (AC Business Class) বাস টিকেট)
✅ ২ (দুই) রাত থাকা
✅ ৩ (তিন) রাত থাকা
✅ ১ (এক) রাত থাকা
✅ প্রতিদিন ৩ বেলা খাবার (শিলিগুড়ি থেকে)
✅ রিজার্ভ গাড়িতে সাইটসীয়িং
✅ গাইড সুবিধা (লাচুং, ইয়ামথাম ভ্যালি ও ছাঙ্গুলেক) ।
✅ কাপলদের জন্য আলাদা কোন চার্জ নেই।
>>>>>>>>>>>>
♦ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়:
--------------------------------------------
ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স,বর্ডারে স্পিড মানি, হাইওয়ে রেস্তোরাতে খাবার, ব্যক্তিগত খরচসমুহ,
কোন পার্ক বা রাইডের টিকেট, জিরো পয়েন্ট, ভিউপয়েন্ট খরচ,
কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
--------------------------
♦♦ ভ্রমণ_বৃত্তান্ত ♦♦
--------------------------
♦ ০১ রাত - ঢাকা - বুড়িমারী
ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে সন্ধা ০৭ টায় AC Business Class বাস-এ কল্যানপুর/মাজার রোড থেকে যাত্রা শুরু,
বাস যাত্রা সারা রাত ।
>>>>>>>>>>>>>
♦ ০১ দিন - #চেংড়াবান্ধা/ #শিলিগুড়ি - #দার্জিলিং
সকালে বুড়িমারী পৌঁছে বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু।
শিলিগুড়িতে দুপুরের লাঞ্চ করে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়ে সরাসরি দার্জিলিং। সন্ধ্যাটা নিজেদের মতো করে Mall Road এ কিছুক্ষন।
-এ রাত্রীযাপন।
>>>>>>>>>>>>>
♦ ০২ দিন -
ভোর 3:30 এ (28,208 ft. Worlds third highest peak) এর অপূর্ব রূপ দেখতে . ফেরার পথে ,ও দেখে নিব।
সকালের নাস্তার পর Mountaineering Institute, Naidu Himalayan Zoological Park (closed on Thursday),Tenzing Rock, Tibetan Refugee selfhelp Centre (closed on Sunday), Tea Garden (outer view), and Japanese Peace Pagoda. সন্ধ্যাটা নিজেদের মতো করে Mall Road এ শপিং করে নিবেন।
-এ রাত্রীযাপন।
>>>>>>>>>>>>>
♦ ৩য় দিন : to
সকালের নাস্তার পর দার্জিলিং থেকে গ্যাংটক এর পথে রওয়ানা। (ILP (ইনার লাইন পারমিট) নিতে হবে Rangpoo check post থেকে), যা অনেকটা ইমিগ্রেশন প্রসেস।
এখানে আপনাদের ছবি পাসপোর্ট ও ভিসার ফটোকপি জমা দিতে হবে।
-এ রাত্রীযাপন।
>>>>>>>>>>>>>
♦ ৪র্থ দিন : lake (ছাঙ্গু লেক)
সকালে নাস্তা সেরে আপনার চলে যাবেন ছাঙ্গু লেক (Tsangmo lake)(12,400 ft.)। ছাঙ্গু লেক ঘুরে, দুপুরের খাবার খেয়ে গ্যাংটক এর আসে পাশে ঘুরাঘুরি,আড্ডা ও গল্পে সময় কাটাব।
যদি কোন সমস্যা এর জন্য ছাঙ্গু লেক পারমিশন না মিলে তাহলে গ্যাংটক সিটি ট্যুর করব।
-এ রাত্রীযাপন।
>>>>>>>>>>>>>
♦ ৫ম দিন : to
সকালের নাস্তা সেরে ৮টা থেকে ১০টার মধ্যে আপনারা রওনা দিবেন এর উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে-দেখতে লাচুং পৌছাবো প্রায় বিকাল/সন্ধায়, যাত্রা পথে লাঞ্চ করে নিব।
যাত্রা পথে দেখবোঃ সেভেন সিস্টার ফলস, নাগা ফলস, ভিম নালা ফলস/ভেউমা ফলস ইত্যাদি যাত্রা পথে যা যা পড়বে দেখে লাচুং চলে যাবেন।
লাচুং পৌছে হোটেল চেক-ইন করে সবাই নিজেদের মত সময় কাটাবেন।
-এ রাত্রীযাপন।
>>>>>>>>>>>>>
♦ ৬ষ্ঠ দিন : sightseeing & back to
সকালের নাস্তা সেরে এবং (যদি খোলা থাকে তাহলে ইয়ামথাম থেকে জিরো পয়েন্ট নিজ খরচে) দেখে দুপুরের মধ্যে হোটেলে ফিরে আসবেন। দুপুরের খাবার এর পর গ্যংটক এর উদ্দেশ্যে রওনা। সন্ধ্যায় বা রাতের মধ্যে গ্যাংটক পৌছানো।
-এ রাত্রীযাপন।
>>>>>>>>>>>>>
♦ ৭ম দিন : to to
ভোর ৬ টায় গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা। পথে (ILP (ইনার লাইন পারমিট এর ডকুমেন্ট জমা দিয়ে এক্সিট সিল) নিতে হবে Rangpoo check post থেকে) সরাসরি শিলিগুড়ি।
শিলিগুড়ি থেকে দুপুরের লাঞ্চ করে বিকেলের মধ্যে চেংড়াবান্ধা বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
রাতের বাসে বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা।
♦===শিশু পলিসি===♦
# ০-৩ বছর কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে, কোলে বসবে)
# ০৪+ বছর বয়সের শিশুদের জন্য ৫০% খরচ বহন করতে হবে।
# ০৫ বছর বা তার উপরে সকলকে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে গণ্য করা হবে।
♦==যেভাবে কনফার্ম করতে পারবেন :==♦
যোগাযোগঃ 01913-982456
🏢 ঠিকানাঃ Travel Mate Ltd,
ট্রাভেল মেট লিমিটেড,১৮০/২ হাজারীবাগ বাজার এর আগে (লেক্সকো ট্যানারির বিপরীত পাশে),ঢাকা - ১২০৯ ।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
♦==বুকিং পলিসি==♦
১। ব্যাংকে টাকা জমা দেয়া যাবে
২। বিকাশ/রকেট/নগদ এর মাধ্যমে বুকিং কনফার্ম করতে পারবেন।
৩। সরাসরি অফিসে এসেও কনফার্ম করতে পারবেন।
বাংলাদেশীদের সিকিম পারমিট ও বর্ডারের আনুষ্ঠানিকতার জন্য, মোট 4 সেটঃ
>> পাসপোর্ট এর ফটো কপি।
>> ভিসার ফটো কপি।
>> পাসপোর্ট সাইজ ছবি।
>> করোনা টিকা সার্টিফিকেট ৫ কপি।
নোটঃ মনে রাখবেন যেহেতু ট্যুরটিতে বারবার গাড়ি পরিবর্তন করতে হবে এবং লং-টাইম জার্নিতে থাকতে হবে তাই ট্রাভেল ব্যাগ যত হালকা হবে আপনার ভ্রমণ ততটাই সহজ হবে। যেহেতু এটা দেশের বাহিরে ট্যুর, থাকা ও খাওয়া সবসময় বাজেটের মধ্যে ভাল কিছু ও উন্নত সার্ভিস দেবার চেষ্টা করবো। ভ্রমণের বিস্তারিত সম্পূর্ণ অবশ্যই ভালভাবে পড়বেন।
ইন্ডিয়ার বেশিরভাগ রেষ্টুরেন্ট নিরামিশ রান্না করে, তাই আমিষ নিরামিষ যেখানে যেমন পাওয়া যাবে সেই ভাবেই খাবার পরিবেশন করা হবে।
------------------------------------------
বিঃদ্রঃ আবহাওয়া / প্রকৃতিগত/ এক্সিডেন্টাল সহ কোন কারণে প্লানের পরিবর্তন হলে নিজেদের নিরাপত্তার সার্থে তা মেনে নিতে হবে। যানবাহনের শিডিউলে কোথাও যদি সময়ক্ষেপন হয়, তার জন্য আলাদা থাকা খাওয়ার খরচ সবাইকে বহন করতে হবে। কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।
------------------------------------------
*******************
#ট্যুর #দার্জিলিং #সিকিম #ভ্রমণ # #সিকিম #সিকিম_গ্যাংটক #টুরিজম #ট্রাভেল # #

Address

180/2 Hazaribagh Industrial Area
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Travel Mate Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Mate Ltd.:

Videos

Share

Category



You may also like