আল নাফি ট্রাভেলস

আল নাফি ট্রাভেলস ترقبوا الإعجاب بالصفحة.Stay tuned by liking the page.

হজ মহান আল্লাহর নির্দেশ এবং একটি ইবাদত। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজ। আরবি হজ শব্দের অর্থ সংকল্প করা বা ইচ্ছা করা। কোর...
01/04/2023

হজ মহান আল্লাহর নির্দেশ এবং একটি ইবাদত। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজ। আরবি হজ শব্দের অর্থ সংকল্প করা বা ইচ্ছা করা। কোরআনুল কারিমে ১০২ বার হজ শব্দটি উল্লেখ রয়েছে। হজ আর্থিক এবং শারীরিক ইবাদত। তাই আল্লাহ তাআলা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে হজ সম্পাদন করার নির্দেশ দিয়েছেন। এ ফরজ হজের উদ্দেশ্য হলো মহান আল্লাহর তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা হজের নির্দেশ দিয়ে বলেন-

اَلۡحَجُّ اَشۡهُرٌ مَّعۡلُوۡمٰتٌ ۚ فَمَنۡ فَرَضَ فِیۡهِنَّ الۡحَجَّ فَلَا رَفَثَ وَ لَا فُسُوۡقَ ۙ وَ لَا جِدَالَ فِی الۡحَجِّ ؕ وَ مَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ یَّعۡلَمۡهُ اللّٰهُ ؕ وَ تَزَوَّدُوۡا فَاِنَّ خَیۡرَ الزَّادِ التَّقۡوٰی ۫ وَ اتَّقُوۡنِ یٰۤاُولِی الۡاَلۡبَابِ

বিজ্ঞাপন

‘হজের সময় নির্দিষ্ট মাসসমূহ। অতএব এই মাসসমূহে যে নিজের উপর হজ আরোপ করে নিল, তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া-বিবাদ বৈধ নয়। আর তোমরা ভাল কাজের যা কর, আল্লাহ তা জানেন এবং পাথেয় গ্রহণ কর। নিশ্চয় উত্তম পাথেয় তাকওয়া। আর হে বিবেক সম্পন্নগণ, তোমরা আমাকে ভয় কর।’ (সুরা বাকারা : আয়াত ১৯৭)

নির্ধারিত কয়েকদিন সুনির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করেই জান্নাত যাওয়ার ইবাদত হজ। যাবতীয় পাপ থেকে নিষ্পাপ শিশুর মতো হওয়ার মাধ্যমও হজ। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে-

১. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং স্ত্রী সহবাস, যাবতীয় অশ্লীল কাজ ও গালমন্দ থেকে বিরত থাকলো; সে ওই দিনের মতো (নিষ্পাপ) হয়ে ফিরলো; যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিলো।’ (বুখারি, মুসলিম, মিশকাত)

২. নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, ‘হে আমর! তুমি কি জানো না যে, ইসলাম তার আগের সব গুনাহ নষ্ট করে দেয়? হিজরত তার আগের সব গুনাহ ধ্বংস করে দেয়? আর হজ তার আগের সব গুনাহ মোচন করে দেয়?’ (মুসলিম, মিশকাত)

৩. হজ শুধু গুনাহ মোচনের উপায়ই নয় বরং হজের বিনিময় শুধু জান্নাত। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এক ওমরাহ থেকে আরেক ওমরার মধ্যবর্তী সময়ের ছগিরা গুনাহসমূহের কাফফারা স্বরূপ। আর মাবরূর (কবুল) হজের বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয়।’ (বুখারি, মুসলিম, মিশকাত)

বিজ্ঞাপন

৪. হজ ও ওমরা গুনাহ দূর করা এবং জান্নাত দেওয়ার পাশাপাশি দুনিয়ায় মানুষের দারিদ্রতাও দূর করে দেয়। হাদিসে পাকে এসেছে-

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহজু আনহু বলেন, তোমরা হজ ও ওমরার ধারাবাহিকতা অব্যাহত রাখ। কারণ এ দুটি দারিদ্রতা এবং গুনাহ উভয়টি দূর করে দেয়; যেমন হাপর লোহা ও সোনা-রূপার ময়লা দূর করে। আর মাবরূর হজের প্রতিদান জান্নাত বৈ কিছুই নয়।’ (তিরমিজি, ইবনে খুজায়মা, নাসাঈ)

মনে রাখতে হবে

হজ প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্ব ও ফজিলতপূর্ণ ইবাদত। কারণ নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবির জিজ্ঞাসাবাদে সর্বোত্তম তিনটি বিশেষ কাজের মধ্যে হজের কথাও বলেছিলেন। বিষয়টি হাদিসে এভাবে এসেছে-

৫. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সর্বোত্তম কাজ কোনটি? জবাবে তিনি বলেছিলেন, আল্লাহ এবং তাঁর রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর কী? তিনি বলেছিলেন, আল্লাহর পথে জিহাদ করা। এরপর কী? তিনি বলেছিলেন, মাবরূর হজ।’ (বুখারি, মুসলিম, মিশকাত)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, আল্লাহর জন্য নবিজীর দেখানো নিয়েম হজ পালনের মাধ্যমে গুনাহ ও দারিদ্রমুক্ত জীবন পাওয়ার চেষ্টা করা। নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে পরকালে সুনিশ্চিত জান্নাতের অধিকারী হওয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সামর্থ্যবান সবাইকে হজ করার তাওফিক দান করুন। আমিন।

31/01/2022

🔴🕋بث مباشر || قناة القرآن الكريم Makkah Live 🕋🔴

30/01/2022

পবিত্র কোরআন তেলাওয়াত যতবার শুনি হৃদয়ে প্রশান্তি খুজে পাই।

29/01/2022

Shaykh Mashari Rashid Al Afasi تسجيل نادر لافتتاح مجلس الأمة 1999م مشاري راشد العفاسي

25/12/2021

আন্তর্জাতিক কেরাত সম্মেলন ইকরা ২০২১_ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ঢাকা

16/12/2021

makkah live

11/12/2021

বর্ণিল জীবনে কত প্রেম আসে কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে।

উত্তম বন্ধু নির্বাচনের ফজিলত কিয়ামতের দিন ভালো বন্ধুদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। হজরত আবু হুরায়রা রাদিয়...
07/12/2021

উত্তম বন্ধু নির্বাচনের ফজিলত

কিয়ামতের দিন ভালো বন্ধুদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ‘আমার মর্যাদার (আনুগত্যের) কারণে পরস্পরের বন্ধুত্বকারীরা কোথায়? আজ আমি তাদেরকে আমার ছায়া তলে আশ্রয় দেব। যেদিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। (মুসলিম)
এ কারণেই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করার নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেন, ‘মুমিন ব্যতীত অন্য কাউকে সঙ্গী বা বন্ধু হিসেবে নির্বাচন করবে না। (তিরমিজি)
তাইতো যার মধ্যে কুরআন হাদিসের ভালোবাসা বা অনুভূতি নেই, ইসলাম তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ‘মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ না করে। আর যারা এরূপ করবে, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না।’ (সুরা আল-ইমরান : আয়াত ২৮)

06/12/2021

যৌনাচার পৃথিবীর মানুষের জন্যে এক ভয়াল সমস্যা। অধ্যাপক মফিজুর রহমান।

06/12/2021

সবাই তো চলে যায়

03/12/2021

সতর্ক মূলক ভিডিও দেখুন। সেয়ার করুন।

30/11/2021

ফেরাউন যেভাবে সাগরে ডুবে মারা গিয়েছিল।ভিডিওটি সেয়ার করুন।

29/11/2021

এ দেশে আযান শুনে সূর্য ওঠে শহর গ্রামে ! ইসলামিক গান

27/11/2021

নিষ্পাপ শিশুদের কন্ঠে অসাধারণ আরবি গান,ভালো লাগলে শেয়ার করবেন।

সে ছিল বিধ্বস্ত। তার পুষ্টির একমাত্র উৎস হারিয়ে গেছে। এটা সে জানতো...হঠাৎ, পৃথিবী ঠান্ডা হয়ে গেল, এবং অপরিচিত মানুষেরা...
27/11/2021

সে ছিল বিধ্বস্ত। তার পুষ্টির একমাত্র উৎস হারিয়ে গেছে।
এটা সে জানতো...
হঠাৎ, পৃথিবী ঠান্ডা হয়ে গেল, এবং অপরিচিত মানুষেরা তাকে ঘিরে ধরলো।

সদ্যোজাত শিশুটি চিৎকার করে উঠলো। সে ভেবেছিল তার জীবন শেষ।

শিশুটি বুঝতে পারেনি যে কেউ তার যত্ন নিচ্ছে। তার জন্য একটি পরিকল্পনা ছিল। যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল, তার স্থলে তার অভিভাবক আরও ভালো কিছু সরবরাহ করবেন।

যে পুষ্টি সে রক্তের মাধ্যমে পেয়েছিল তা শীঘ্রই তার মায়ের দুধের মাধ্যমে আসবে। এবং গর্ভের নিষ্প্রাণ দেয়াল- যেটিকে তার একমাত্র সুরক্ষা বলে মনে করা হয়েছিল, সেটি শীঘ্রই তার পরিবারের শক্তিশালী বাহু দ্বারা প্রতিস্থাপিত হবে।

কিন্তু তবুও, নবজাতক শিশুর কাছে মনে হবে সে সবকিছু হারিয়ে ফেলেছে।

আমরা অনেকেই এই শিশুর মাঝে নিজেকে খুঁজে পাই। এমন কিছু সময় আসে যখন আমরা অনুভব করি যে আমরা সবকিছু হারিয়ে ফেলেছি...বা কোনো একটা জিনিস, কোনো সম্পর্ক ভেঙে গেছে...আমরা যা চেয়েছিলাম তেমন কিছুই হবে না... কখনও কখনও আমরা এমনও অনুভব করি যেন আমরা পরিত্যক্ত হয়ে গেছি এবং আমরা যেভাবে পরিকল্পনা করেছি সেভাবে কিছুই হচ্ছে না।



তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি বিশ্বাস
কিন্তু ঠিক সেই নবজাতক শিশুর মতো, ব্যাপারগুলো প্রায়শই যা মনে হয় তা নয়। এবং তাওয়াক্কুল (আল্লাহর উপর ভরসা রাখা) আমাদেরকে এই অনুভূতি দেয়, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামীনের একটি পরিকল্পনা রয়েছে। তাওয়াক্কুল হলো এ ব্যাপারে পূর্ণ আস্থা রাখা যে, আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম।

তাওয়াক্কুল হলো পূর্ণ বিশ্বাস- আল্লাহই আপনাকে দেখবেন — এমনকি যখন কিছু অসম্ভবও মনে হয়। লোহিত সাগরের সামনে দাঁড়ানো অবস্থাতেও যা থেকে পিছপা হওয়া যাবে না- যেমনটি হযরত মুসা করেছিলেন - আপনার পিছনে একটি সৈন্যদল রয়েছে এবং তারা পিছিয়ে যাবে না জেনেও আল্লাহ আপনাকে এ পরিস্থিতি থেকে উদ্ধার করবেন- এটাই তাওয়াক্কুল। এটাই পূর্ণ বিশ্বাস যে, আল্লাহ যখন পুষ্টি প্রবাহের নাড়ি কেড়ে নেবেন, তখন তিনি তা দুধ দিয়ে প্রতিস্থাপন করবেন।

তাওয়াক্কুল ছাড়া আর কোনো বিশ্বাস নেই; এবং যদি কোনো সত্য বিশ্বাস থেকে থাকে, অবশ্যই তাওয়াক্কুল অনুসরণ করতে হবে। আল্লাহ কুরআনে বলেছেন:

"বিশ্বাসী (মুমিন) তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করার সময় কম্পিত হয় এবং যখন তাঁর আয়াত তাদের নিকট পাঠ করা হয়, তখন তা তাদের বিশ্বাস (ঈমান) বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরই ভরসা রাখে।"
(সূরা আনফাল; আয়াত: ২)



যদি কেউ সত্যিকার অর্থেই বাস্তবতা এবং আল্লাহর ক্ষমতা অনুভব করতে পারে, তাহলে সে বুঝবে যে আল্লাহর উপর নির্ভর না করা আসলে মানব মনের দুর্বলতা। সমগ্র মহাবিশ্বের কোন কিছুই আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না। তাঁর অনুমতি ছাড়া গাছের একটি পাতাও পড়ে না।

"মহামহিমান্বিত তিনি সর্বময় কর্তৃত্ব যার হাতে, এবং যিনি সর্বশক্তিমান।"
(সূরা মূলক; আয়াত: ১)



তাহলে কেন আমরা তাঁর উপর পূর্ণ বিশ্বাস রাখবো না?

আল্লাহ কুরআনে বিশ্বাসীদের উদ্দেশ্য করে বলেছেন:

"তুমি বলে দাও, ‘আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন, তা ছাড়া অন্য কোন বিপদ আমাদের উপর আসতে পারে না। তিনিই আমাদের কর্মবিধায়ক। আর বিশ্বাসীদের উচিত, কেবল আল্লাহর উপরই ভরসা করা।’ "
(সূরা তাওবাহ; আয়াত: ৫১)

কুরআন এভাবে বিষয়টি বর্ণনা করেছে:

"এবং তাকে তার ধারণাতীত উৎস হতে রুযী দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন।"
(সূরা তালাক; আয়াত: ৩)



এবং বাস্তবতা হচ্ছে তিনি ছাড়া এমন কিছুই কোথাও নেই যা যথেষ্ট হবে।

"সুতরাং যে তাগূতকে (অর্থাৎ, আল্লাহ ছাড়া অন্যান্য বাতিল উপাস্যসমূহকে) অস্বীকার করবে ও আল্লাহকে বিশ্বাস করবে, নিশ্চয় সে এমন এক শক্ত হাতল ধরবে, যা কখনো ভাঙ্গার নয়।"
(সূরা বাকারা; আয়াত: ২৫৬)

আল্লাহর রাসূল (সা) বলেন:

"তুমি যদি সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাহলে তিনি তোমাকে পাখির মতো রিজিক দান করবেন। তারা সকালে খালি পেটে বেরিয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেট নিয়ে ফিরে আসে।"
(আত-তিরমিযী, ২৩৪৪)

25/11/2021

সফলতা motivation video

23/11/2021

বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা-শায়খ আহমাদুল্লাহ Sheikh Ahmadullah

18/11/2021

হৃদয় ছুঁয়ে যাওয়া স্পেশাল নাশিদ,Special Nasheed

Address

Dhaka
1222

Telephone

+8801765682201

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল নাফি ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল নাফি ট্রাভেলস:

Videos

Share

Category