Ratul On The Vlog

Ratul On The Vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ratul On The Vlog, Travel Service, Dhaka.

14/11/2023

Dhaka to Maldives 2023|ঢাকা টু মালদ্বীপ ভ্রমন।travelling city।

অনেকেই বিদেশ যাবার সময় নিজের ব্যবহারের মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না নিয়ে বিদেশ যান। আবার সেগুলো নিয়ে ব...
27/10/2023

অনেকেই বিদেশ যাবার সময় নিজের ব্যবহারের মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না নিয়ে বিদেশ যান। আবার সেগুলো নিয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসেন।

জটিলতা হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস অনুযায়ী কি কি পণ্য শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে আনা যাবে তা নির্ধারিত। ফলে দেশে থেকে নিয়ে যাওয়া জিনিসপত্রই শুল্কের আওতায় পড়তে পারে। কিংবা সেসব পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পর নতুন করে আর মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না শুল্ক মুক্ত সুবিধায় আনার সুযোগ থাকছে না।

যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ১০০ গ্রাম অলংকার বিদেশ থেকে শুল্ক মুক্ত সুবিধায় আনা যায়। এখন আপনি দেশ থেকে বিদেশ যাবার সময় ১৫০ গ্রাম অলংকার সঙ্গে নিয়ে যান এবং সেগুলো নিয়ে ফেরত আসেন ৫০ গ্রাম অলংকার শুল্কের আওতায় পড়বে।

মোবাইলের ক্ষেত্রে, বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন। নতুন কিংবা পুরাতন, কিংবা বিদেশে আপনার নিজের ব্যবহার করা, যাই হোক ৮টি ফোন। আর এই ৮টির মধ্যে ২টি আপনি শুল্ক মুক্ত সুবিধা পাবেন। মানে হচ্ছে, ২টি ফোনের জন্য কোন শুল্ক দিতে হবে না। দেশ থেকে আপনি ৩টি ফোন সাথে নিয়ে গেলে নতুন করে কোন শুল্ক মুক্ত সুবিধা তো পাবেনই না, উল্টো ১টি ফোনের শুল্ক চাইবে কাস্টমস।

তাহলে এক্ষেত্রে সমাধান কী?

সমাধান হচ্ছে, বিদেশ যাবার সময় আপনি কাস্টমসে ঘোষণা দেবেন কি কি জিনিস সঙ্গে নিয়ে যাচ্ছেন, যা আপনি আবার দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসবেন। সেক্ষেত্রে ঘোষণাকৃত পণ্যের বাইরে অতিরিক্ত পণ্য বিদেশে থেকে আনা পণ্য হিসেব বিবেচিত হবে। দেশে থেকে নেয়া পণ্য গণণার বাইরে থাকবে।

যেমন উদাহরণ হিসেবে বলা যায়, বিদেশ যাবার সময় আপনি ১০০ গ্রাম অলংকার সাথে নিয়ে গেলেন, যা আপনি কাষ্টমসে ঘোষণা করলেন। তাহলে আপনি বিদেশ থেকে শুল্ক মুক্ত সুবিধায় সেই ১০০ গ্রাম অলংকার ছাড়া আরও ১০০ গ্রাম অলংকার শুল্ক মুক্ত ‍সুবিধায় আনতে পারবেন।

মোবাইলের ক্ষেত্রে, বিদেশ যাবার সময় আপনি ২টি ফোন সাথে নিচ্ছেন, সেটি আপনি কাস্টমসে ঘোষণা দিলেন। তাহলে আপনি সেই ২টি ফোন বাদ দিয়ে সাথে আরও ২টি ফোন শুল্ক মুক্ত সুবিধায় আনতে পারবেন।

বিদেশ যাবার সময় সঙ্গে নেয়া জিনিসের ঘোষণা দিতে অতিরিক্ত সময় নিয়ে বিমানবন্দরে আসুন। বিমানবন্দরের নিচ তলায় কাস্টমস হলে গিয়ে আপনার পণ্যের ঘোষণা দিন। যথাযথ ভাবে, পণ্যের সংখ্যা, বিবরণ, ফোন বা যন্ত্রাপতির ক্ষেত্রে আইএমই/সিরিয়াল নম্বার, ধরণ, রঙ ইত্যাদি তথ্য উল্লেখ করুন। পণ্যের ক্রয় রশিদ সঙ্গে রাখুন।

goodbye Malaysia🇲🇾 Philippines 🇵🇭Maldives🇲🇻Alhamdulillah safely Arrival   motherland Bangladesh❤️🇧🇩❤️
24/10/2023

goodbye Malaysia🇲🇾 Philippines 🇵🇭Maldives🇲🇻Alhamdulillah safely Arrival motherland Bangladesh❤️🇧🇩❤️

22/10/2023

টিকটক ব্রিজ কুয়ালালামপুর,,

Kuala Lumpur’s Golden Triangle 🇲🇾✨Here is one of the busiest part of the city 🌃   🇲🇾                                    ...
22/10/2023

Kuala Lumpur’s Golden Triangle 🇲🇾✨

Here is one of the busiest part of the city 🌃

🇲🇾

আল্লাহর ওয়াস্তে  নিজের সম্মান বজায় রাখুন, দেশের সম্মান রক্ষা করুনবিমানের দরজা বন্ধ করার পর, চাকা ঘোরা শুরু না হতে না হত...
21/08/2023

আল্লাহর ওয়াস্তে নিজের সম্মান বজায় রাখুন, দেশের সম্মান রক্ষা করুন

বিমানের দরজা বন্ধ করার পর, চাকা ঘোরা শুরু না হতে না হতেই টয়লেটে যেতে লাইন ধরে যায়।
বারবার কেবিন ক্রুরা প্লেন আকাশে উঠে স্বাভাাবিক ( টেক-অফ) না হওয়া পর্যন্ত সিট বেল্ট বেধে নিজ নিজ আসনে বসে থাকার অনুরোধ করে যান। কিন্তু কে শোনে কার কথা। লম্বা লাইন লেগে যায় টয়লেটের সামনে।

একজন টয়লেটের ভিতরে, দশজন এসে দরজা ধাক্কানো শুরু হয়ে যায়।
আল্লাহর ওয়াস্তে নিজের সম্মান বজায় রাখুন, দেশের সম্মান রক্ষা করুন । এ ধরণের আচরণ থেকে বিরত থাকুন।
খুব বেশি জরুরি হলে বিমানবন্দরে ফ্লাইটে ওঠার আগেই মল/মূত্র ত্যাগ করে বিমান উঠুন।

কেবিন ক্রুরা যখন, সিট বেল্ট বেধে নিজ নিজ আসনে বসে থাকার অনুরোধ করবেন, তখন তাদের নির্দেশনা অনুসরণ করুন। আপনার নিজের ও ফ্লাইটের নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা মানা জরুরি।

টয়লেটের সামনে লাইন ধরে দাড়ানো থেকে বিরত থাকুন। সিট থেকে বসেই খেয়াল রাখুন। কেউ টয়লেট থেকে বের হলে তারপর টয়লেটের দিকে যান।

আপনার আচার আচরণের মাধ্যমে বিদেশি এয়ারলাইন ও তাদের কর্মীরা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ সম্পর্কে ধারণা অর্জন করে।

#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

সতর্কতামূলক পোস্ট 🙂🇮🇳🥀ইন্ডিয়ান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে ২৭.০৭.২০২৩ থেকে ১৫.০৮.২০২৩ তারিখ পর্যন্ত ভিজিট ভিসায় যারা ই...
28/07/2023

সতর্কতামূলক পোস্ট 🙂🇮🇳🥀

ইন্ডিয়ান স্বাধীনতা দিবস উপলক্ষে
আজকে ২৭.০৭.২০২৩ থেকে ১৫.০৮.২০২৩ তারিখ পর্যন্ত ভিজিট ভিসায় যারা ইন্ডিয়াতে গমন করবেন তাদের না যাওয়া অনুরোধ জানাচ্ছি।।।🇮🇳

কারন ঢাকা থেকে দিল্লি সরাসরি ফ্লাইটে কোন ভিজিটর তারা একসেপ্ট করতেছে না।।।। 🇮🇳

বাই রোড বা অন্যান্য কোন ভাবে যেতে পারবেন কিনা সেটা আগে থেকে জেনে বুঝে শুনে যাবেন।।। 🇮🇳

যারা ২৭.০৭.২৩-১৫.০৮.২০২৩ মধ্যে টিকিট কনফার্ম করে রাখছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ফ্লাই করবেন।।। অথবা টিকিটের মেয়াদ ১৫ তারিখের পরে করবেন।।। 🇮🇳

অথবা আজকে যদি কেও বাই রোডে যেয়ে থাকেন তারা এই বিষয়ে সবাইকে সহায়তা করুন।।। 🇮🇳

বিশেষ দ্রষ্টব্য : আমার পরিচিত এক বড় ভাইয়ের লোক ভিজিট ভিসায় ঢাকা টু দিল্লি ফ্লাইট ছিলো তাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করা হয়েছে।।। 🇮🇳

আর একটু সতর্ক থাকলে টিকিটের জরিমানা থেকে বেঁচে যেত পারেন।।
ধন্যবাদ সবাইকে 🥰🇮🇳🇷🇴🥀

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবার জাপানকে টপকে শীর্ষস্থান দখলে নিয়েছে সিঙ্গাপুর। তালিকার অ্যামেরিকা অষ্টম...
21/07/2023

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবার জাপানকে টপকে শীর্ষস্থান দখলে নিয়েছে সিঙ্গাপুর। তালিকার অ্যামেরিকা অষ্টম ও বাংলাদেশ রয়েছে ৯৬তম অবস্থানে।

১৯০টি দেশে বিনা ভিসায় প্রবেশাধিকার নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি, ইতালি ও স্পেন। জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ ও সুইডেন রয়েছে তালিকার তৃতীয় স্থানে।

এই সাত দেশের নাগরিকেরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন।

বিশ্বের কতগুলো দেশে বিনা ভিসায় বা অন-ডিমান্ড ভিসায় প্রবেশ করা যাবে- সেই ক্ষমতার ভিত্তিতে হেনলে পাসপোর্ট ইনডেক্স এই তালিকা প্রকাশ করে।

এ বছরের তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। এই দেশের পাসপোর্টের অবস্থান ৫৭। এরপর ভারত আছে ৮০তম, ভুটান ৮৪তম ও শ্রীলঙ্কা আছে ৯৫তম অবস্থানে।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের পরে আছে নেপাল, যার অবস্থান ৯৮-এ। আর পাকিস্তান আছে ১০০তম অবস্থানে।

লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসিক উপদেষ্টা সংস্থা হেনলে অ্যান্ড পার্টনার্স এই তালিকা করে প্রতিবছর।

পৃথিবীর সব চাইতে ক্ষমতা ধর পাসপোর্ট, যেটা দিয়ে আপনি ভিসা ছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই যেতে পারবেন!🙂Note: Ranking change হ...
13/07/2023

পৃথিবীর সব চাইতে ক্ষমতা ধর পাসপোর্ট,

যেটা দিয়ে আপনি ভিসা ছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই যেতে পারবেন!🙂

Note:
Ranking change হয়।
কখনো জাপান এক নাম্বারে ওঠে, কখনো সিঙ্গাপুর।
এশিয়ার গর্ব দুইদেশ।

27/06/2023

এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন অনেক বেশি চাপ।যারা ইতালির দিক্রেতো ফ্লুসসিতে (এগ্রিকালচার/স্পন্সর) ভিসায় ই...
27/06/2023

এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন অনেক বেশি চাপ।

যারা ইতালির দিক্রেতো ফ্লুসসিতে (এগ্রিকালচার/স্পন্সর) ভিসায় ইতালি আসবেন তাদের জন্য কিছু পরামর্শ।

৪-৫ ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকবেন। ৩ ঘন্টা আগে বোর্ডিং পাস নিবেন এবং ইমিগ্রেশনে যাবেন।
পাসপোর্ট , নোল্লাওস্তার কপি , ম্যানপাওয়ার কপি অবশ্যই সাথে রাখবেন।
সম্ভব হলে এন্ড্রোস করে ইউরো সাথে নিবেন। যথাসম্ভব ডলার এবং অন্যান্য কারেন্সি না নেওয়ার চেস্টা করবেন। ইতালিতে পৌছে ইউরোতে এক্সচেঞ্জ করতে গেলে কমদাম এবং সার্ভিস চার্জের মুখোমুখি হবেন।
ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট , ভিসা, নোল্লাওস্তা এবং ম্যানপাওয়ার যাচাই-বাছাই করবে।
ইমিগ্রেশনের পূর্বে ইতালির নতুন যাত্রীদেরকে বাধ্যতামূলক একটা ফরম ( বহির্গমণ ফরম) ফিলাপ করতে হবে। কোন কারনবশত ফরম ফিলাপ না হলে ইমিগ্রেশন ডেস্ক থেকে ফেরত যেতে হবে।

ইমিগ্রেশন অফিসারের সকল প্রশ্ন সুন্দরভাবে জবাব দিবেন।

তরল পদার্থ, বডি স্প্রে, লিকুইড টুথপেষ্ট বুকিং ব্যাগে রাখবেন।
এখন মধুমাস চলছে। আবেগের বশবর্তী হয়ে আম , কাঁঠাল, লিচু আনবেন না।
রান্না করা খাবার, শুটকি আনবেন না।জর্দা , অতিরিক্ত সিগারেট অবশ্যই বহন করবেন না। ট্যাগযুক্ত ইনট্যাক্ট আন্তর্জাতিক ব্র‍্যান্ডের পোষাক, জুতা, পারফিউম বহন করবেন না।
পুরাতন অনেকে এসবদ্রব্যাদি বহন করলেও নতুন যারা আসবেন অনুগ্রহ করে এবং এসব বহন করবেন না।

ইতালির কাঙ্খিত গন্তব্যে পৌছানোর পর ইমিগ্রেশন অফিসারকে পাসপোর্ট এবং নোল্লাওস্তার কপি দিবেন।
কোন প্রশ্ন করলে সাবলীলভাবে উত্তর দিবেন। আগে থেকেই মালিক/কোম্পানির নাম, ঠিকানা শতভাগ সঠিকভাবে জেনে নিবেন।
অনেক সময় ইমিগ্রেশন অফিসার ভালোভাবে যাচাই-বাছাইয়ের জন্য আলাদা রুমে নিয়ে যাবে। যাচাই-বাছাই সফলভাবে হলে ইমিগ্রেশনে সম্পন্ন করে ইতালিতে প্রবেশের অনুমতি দিবে।

সকলের যাত্রা নিরাপদ হোক।

 #যারা_বর্তমানে_কর্লিং_ভিসায়_মালোশিয়া_যাচ্ছেন_একটু_সর্তক_থাকবেন।সবাই আসার সময় হাত বেগে কিছু খাবার নিয়ে আসবেন। না হয় কোম্...
26/06/2023

#যারা_বর্তমানে_কর্লিং_ভিসায়_মালোশিয়া_যাচ্ছেন_একটু_সর্তক_থাকবেন।
সবাই আসার সময় হাত বেগে কিছু খাবার নিয়ে আসবেন। না হয় কোম্পানির লোক আসতে লেট হলে অনেক কষ্ট করতে হবে,,

বর্তমানে মালোশিয়ার যারা আসতেছে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে,,

যাদের কপাল ভালো তাঁরা হয়ত এই কষ্ট অনুভব করতে পারবে না,,

এখন কোম্পানির ভিসার কথা বলে বেশির ভাগই সাপ্লাই ভিসায় লোক পাঠাচ্ছে,,

মালোশিয়া এয়ারপোর্টে আসলে বুঝা যায় যারা কলিং আসে তাদের কত অবহেলিতভাবে এয়ারপোর্টে রাখা হয়।।

কম্পারির বস যদি ১২ ঘন্টা পর এয়ারপোর্টে আপনাকে রিসিভ করতে আসে তাহলে আপনাকে দীর্ঘ 12 ঘন্টা না খেয়ে পার করতে হবে।।

তাই হাত ব্যাগে করে কিছু খাবার ও পানি নিয়ে আসুন যেন এয়ারপোর্টে বস আসতে দেরি হলে সেগুলো খেতে পারেন

 #ভারতে যাওয়ার পরে পাসপোর্ট হারিয়ে গেলে আপনার করণীয়। আমি নিজে এই সমস্যার শিকার হয়েছি। সমাধান খুব সহজ একটু পরিশ্রম কর...
24/06/2023

#ভারতে যাওয়ার পরে পাসপোর্ট হারিয়ে গেলে আপনার করণীয়।
আমি নিজে এই সমস্যার শিকার হয়েছি।
সমাধান খুব সহজ একটু পরিশ্রম করা লাগে।
প্রথম ধাপ: প্রথমেই আপনি ভারতের যেই হোটেলে অবস্থান করছেন আপনার পুরো বিষয়টি খুলে বলবেন তারা একটি লেটার দিবে যেখানে আপনার পাসপোর্ট এর নাম্বার আপনি যে এই হোটেলে আছেন তার প্রমাণ পত্র সহ আপনাকে একটি লেটার হাতে দিবে।
দ্বিতীয় ধাপ : আপনি ভারতের আছেন সেই এরিয়ার সংশ্লিষ্ট থানায় গিয়ে একটি সাধারণ জিডি করতে হবে। অবশ্যই আপনার পাসপোর্টের এবং আপনার ভিসার একটি করে কপি সেখানে লাগবে।
তৃতীয় ধাপ : জিডি করার পরে সেখানকার পুলিশ কর্মকর্তারা আপনাকে জানিয়ে দিবে পরবর্তীতে আপনার লোকেশন হচ্ছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাসে যাওয়ার সময় আপনার একটি পাসপোর্ট কপি একটি ভিসার কপি এবং আপনার দুই কপি ছবি এবং সাথে ইন্ডিয়ান রুপিতে দুই হাজার রুপি বা এর কিছু বেশি রুপি আপনার লাগবে। সেখানে তারা আপনার আবেদনটি গ্রহণ করবে এবং আপনাকে কয়েক ঘণ্টা অপেক্ষা করার জন্য বলবে। এ সময়কালে আপনার পাসপোর্ট যে হারিয়েছে এই বিষয়টি তারা বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অফিসে কন্টাক করে জানিয়ে দিবে। অতঃপর আপনার হাতে একটি লেটার ধরিয়ে দিবে। লেটারটিতে আপনার যাবতীয় পরিচয় পত্র কলকাতার এবং ইন্ডিয়ার সমস্ত কিছু উল্লেখ থাকবে এবং এই লেটারটি নিয়ে আপনার একটি কম্পিউটারের দোকানে যেতে হবে।
তৃতীয় ধাপ : লেটারটি নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে আপনাকে এফ আর ও অফিসের উদ্দেশ্যে একটি অনলাইন আবেদন করতে হবে।
এ আবেদনে আপনাকে উল্লেখ করতে হবে আপনি কেন পাসপোর্ট রিনিউ না করে আপনি ইমারজেন্সি বাংলাদেশে যেতে যাচ্ছেন এবং কতদিনের ভিতরে যেতে যাচ্ছেন।
চতুর্থ ধাপ : অনলাইন আবেদন পেপারটি সংগ্রহ করে আপনাকে এফ আর ও অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং সেই অফিসে আপনার একটি সাধারণ জিজ্ঞাসাবাদ হবে।কিভাবে পাসপোর্ট হারালো আপনি কেন ইন্ডিয়া এসেছিলেন।
(ভুল করেও বলবেন না আমি কোন দালালের চক্রান্তে পড়েছি বা আমি বিদেশে যাওয়ার জন্য এদেশে আসছিলাম এখন দালাল আমার সাথে দুই নাম্বারি করতেছে। সে ক্ষেত্রে তারা তাদের দেশের মানুষকে বেশি প্রাধান্য দিবে)
পঞ্চম ধাপ : এরপর অফিস থেকে আপনার জিজ্ঞাসাবাদ এবং আপনার অনলাইন আবেদনটি সংগ্রহ করে তারা একটি সময় নির্ধারণ করে দিবে সেই সময় আপনি আপনার জিমেইলে এক্সিট পারমিট পেয়ে যাবেন। এবং সেখানে উল্লেখ থাকবে যে এই কয়েক দিনের ভেতরে তোমার ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে চলে যেতে হবে। আপনি জিমেইলে মেসেজ পাওয়ার পরে দেখবেন সেখানে একটি ছবি আসছে সেটি হচ্ছে আপনার এক্সিট পারমিট।
ষষ্ঠ ধাপ : এক্সিট পারমিট পাওয়ার পরেও শান্তি নেই আপনি যেভাবেই যান বাসে করে অথবা বিমানে করে। প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে প্রশ্ন করা হবে। কেন পাসপোর্ট হারালেন কেন এসেছিলেন ইন্ডিয়া।
( তবে এফ আরো অফিসের এক্সিট পারমিট পেয়ে গেলে আর পরবর্তীতে কোন সমস্যা হবে না -( শুধু বুদ্ধিমত্তার সাথে তাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলেই হবে)
সপ্তম ধাপ : ইন্ডিয়া থেকে আপনার জিডি করার কাগজটা সাথে নিয়ে আসবেন অবশ্যই। সেই জিডির কাগজটি নিয়ে আপনার এলাকার সংশ্লিষ্ট থানায় গিয়ে আরো একটি জিডি করবেন সেই জিডির কাগজটি নিয়ে পরবর্তীতে আপনার নতুন করে পাসপোর্ট রিইস্যু করে নেবেন।

22/06/2023

আমাদের দেশের আপার মিডল ক্লাস পরিবারের বিদেশ ভ্রমণের শখ পূরণে ভারতের পরেই যে দেশটির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় সেটা হলো থাইল্যান্ড। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি সারা বিশ্বের ভ্রমণ পিয়াসি মানুষদের কাছেই খুবই জনপ্রিয় একটা জায়গা। আমাদের ভ্রমন বিষয়ক বিশেষ এই আয়োজনে আজকে থাইল্যান্ডের দর্শনীয় সব জায়গা, খাবারের খোজ দেবার পাশাপাশি আরো জানাবো ভিসা প্রসেসিং সংক্রান্ত বেশ কিছু তথ্য।

22/06/2023

ভিসা ছাড়াই বিশ্বের 40 টি দেশের ভ্রমণ করুন খুব সহজে।
শুধুমাত্র ভিসা প্রসেসিং এর দীর্ঘ ঝামেলা, পেপার ওয়ার্কের জটিলতার কারনেই বিদেশে ভ্রমণ করতে আগ্রহী হন না অনেক ভ্রমণপ্রেমী মানুষজন। অথচ পৃথিবীতে ৪০ টির মত দেশ রয়েছে যেখানে শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট দেখালেই মিলবে ভিসা সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি।

তাইতো বলি মার্কেটে ক্রেতা নাই কেন 🤔ইহা কি ইতিবাচক নাকি নেতিবাচক!! ঠিক বুঝবার পারতাছি না______!
22/06/2023

তাইতো বলি মার্কেটে ক্রেতা নাই কেন 🤔

ইহা কি ইতিবাচক নাকি নেতিবাচক!! ঠিক বুঝবার পারতাছি না______!

👉 NID correction👉Birth certificates new & corrextion👉new passpor + correction 👉Driving licences new 👉educational certifi...
21/06/2023

👉 NID correction
👉Birth certificates new & corrextion
👉new passpor + correction
👉Driving licences new
👉educational certificate correction.
👉any documents age name,Parents name correction
👉Export import licences.
With out documents

Inbox me

20/06/2023

সিঙ্গাপুর এর সিটি গ্রালারি,নাইট ভিসন মোড,,
যেটা আমারা কল্পনায় দেখি সেটা তারা, করে রেখেছেন।

Off Load কি?কেনো এটা দেয়া হয়,এর থেকে পরিত্রাণ এর উপায় কি?অফ লোড হচ্ছে আপনার পাসপোর্ট এর এগেইনিষ্টে একটা অভিযোগ। এক কথায় ...
18/06/2023

Off Load কি?
কেনো এটা দেয়া হয়,এর থেকে পরিত্রাণ এর উপায় কি?

অফ লোড হচ্ছে আপনার পাসপোর্ট এর এগেইনিষ্টে একটা অভিযোগ। এক কথায় এটা একটা জিডি।

ধরেন আপনি মালোয়েশিয়া ঘুরতে যাচ্ছেন।কিন্তু আপনার ট্রাভেল হিষ্ট্রি দুর্বল,আপনার প্রফেশন ডকুমেন্টস দুর্বল।সেই ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার আপনার যাত্রা বাতিল করে আপনার পাসপোর্ট এ এই OFF LOAD সিল দিয়ে দেয়ার ক্ষমতা রাখে।
এটা যে শুধুই মালোয়েশিয়ার ক্ষেত্রে ব্যাপার টা এমন না।বিশ্বের যে কোন দেশ ভিজিট করার ক্ষেত্রে আপনি এই সমস্যার সমুক্ষিন হতে পারেন।

তাই একটু উন্নত দেশ ভ্রমণ করার আগে অবশ্যই ছোটখাটো এক দুইটা দেশ ট্রাভেল করা উত্তম,কনফিডেন্টলি ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলে তাকে নিশ্চিত করতে হবে যে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশ ঘুরে আবার নিজের দেশে ফিরে আসবেন।

পরিত্রাণ এর উপায়-: কোন কারনে যদি আপনাকে Off Load করেই দেয় সেই ক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ঢাকার মালিবাগ এর SB অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।তাদের কে নিশ্চিত করতে হবে যে অনাকাঙ্ক্ষিত ভাবে আপনার পাসপোর্ট এ এই সিল দেয়া হয়েছে। পরবর্তীতে আপনি অন্য কোন দেশ ভ্রমন করার আগে পর্যাপ্ত নিয়মকানুন মেনেই ভ্রমণ করবেন।

নয়তো এই পাসপোর্ট দিয়ে আপনি পরবর্তীতে দেশের কোন ইমিগ্রেশন ক্রোস করতে পারবেন না.......

কয়লার ক্ষনিতে কাজ করা একজন শ্রমিক, আপনি আমি কাজ না করেও ৪০ ডিগ্রি তামমাত্রাসহ্য  করতে পারিনা, তিনি একজন বাবা। সে ভালো কর...
18/06/2023

কয়লার ক্ষনিতে কাজ করা একজন শ্রমিক,
আপনি আমি কাজ না করেও ৪০ ডিগ্রি তামমাত্রা
সহ্য করতে পারিনা, তিনি একজন বাবা।

সে ভালো করে জানে বিকেল ৫ টা
না বাজলে পারিশ্রমিক মিলবেনা।
জীবন বাজি রেখে পরিবারের জন্য
শ্রম দিয়ে যান।
পৃথিবীর সকল বাবাদের জাানাই বাবা দিবসের শুভেচ্ছা 🥰

Address

Dhaka

Telephone

+8801712590985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratul On The Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ratul On The Vlog:

Videos

Share

Category