Tourism Journalist Association of Bangladesh -TJAB

Tourism Journalist Association   of Bangladesh -TJAB Official pages on travel and tourism reporting, tourist guides and tourist services in the developme
(1)

The Tourism Journalists Association of Bangladesh-TJAB, a tourism journalism based organization, has started its journey for the first time in the country with the aim of developing the tourism industry in journalism and providing accurate information and services to tourists. The organization has a number of goals and objectives, including highlighting the country's tourist attractions, highlight

ing hidden tourist spots, and creating job opportunities for journalists as tourist guides. Initially, journalists are being recruited as members of the Tourism Journalists Association in areas where there are tourist spots. Plans have been made to make these members efficient by organizing trainings and seminars.

ট্যুরিজম বোর্ড আস্থার জায়গায় পৌঁছাতে পারেনি
29/09/2023

ট্যুরিজম বোর্ড আস্থার জায়গায় পৌঁছাতে পারেনি

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ বলেছেন, ট্যুরিজম বোর্ড আস্থার জায়গায় ...

হেরিটেজ ট্যুরিজমপ্রাচীন নিদর্শন দেখার গন্তব্য হতে পারে পঞ্চগড়
31/08/2023

হেরিটেজ ট্যুরিজম
প্রাচীন নিদর্শন দেখার গন্তব্য হতে পারে পঞ্চগড়

পঞ্চগড়ে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের প্রাচীন বেশ কিছু স্থাপনা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার, বাগেরহাট....

দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর গল্প যদি থাকে, যদি থাকে পর্যটন শিল্প উন্নয়নে মতামত, পর্যটন নিয়ে ফিচার, লিখে থাকেন প্রবন্ধ তাহলে ...
16/08/2023

দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর গল্প যদি থাকে, যদি থাকে পর্যটন শিল্প উন্নয়নে মতামত, পর্যটন নিয়ে ফিচার, লিখে থাকেন প্রবন্ধ তাহলে আপনার পর্যটন বিষয়ক যেকোন লেখা দিতে পারেন আমাদেরকে।
দ্বিতীয়বারের মতো এবার রংপুরের জেলাগুলোর পর্যটনের দর্শনীয় স্থান, ইতিহাস-ঐতিহ্য নিয়ে থাকছে বিশেষ আয়োজন।
এবারও থাকছে বিশিষ্টজনদের প্রবন্ধ, দেশ-বিদেশের ভ্রমণ গল্প।
লিখতে চাইলে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাঠিয়ে দিন আপনার লেখা।
লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

বলাকইড় বিলজুড়ে শোভা পাচ্ছে জলজ ফুলের রানী পদ্ম। প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। প্রকৃতির এমন দৃশ্য দে...
18/10/2022

বলাকইড় বিলজুড়ে শোভা পাচ্ছে জলজ ফুলের রানী পদ্ম। প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। প্রকৃতির এমন দৃশ্য দেখতে পর্যটকরাও ছুটে আসছেন। তারা নৌকা দিয়ে ঘুরে ঘুরে পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করছেন।

বলাকইড় বিলজুড়ে শোভা পাচ্ছে জলজ ফুলের রানী পদ্ম। প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। প্রকৃতির এমন....

এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, অন্য পাশে সীমান্তঘেঁষা সবুজে আবৃত কাঁশতলা গ্রাম। তার মাঝখানে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লাল র...
15/10/2022

এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, অন্য পাশে সীমান্তঘেঁষা সবুজে আবৃত কাঁশতলা গ্রাম। তার মাঝখানে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লাল রঙে রঙিন হয়ে আছে পুরো এলাকা। পূব আকাশে ভোরের সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে লাল রঙে ছেঁয়ে যায় চারপাশ। দূর থেকে দেখলে মনে হবে হাওরের বুকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিস্তীর্ণ এলাকাজুড়ে বিছিয়ে রাখা হয়েছে লালগালিচা।

এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, অন্য পাশে সীমান্তঘেঁষা সবুজে আবৃত কাঁশতলা গ্রাম। তার মাঝখানে দৃষ্টির শেষ সীমা পর্যন...

রাস্তার বাম পাশ দিয়ে হেঁটেই চলেছেন দুই যুবক। পথে তারা নিজেদের মধ্যে গল্প করছেন। তাদেরকে দেখছেন অনেকেই। পথে পথে থামছেন, ক...
14/10/2022

রাস্তার বাম পাশ দিয়ে হেঁটেই চলেছেন দুই যুবক। পথে তারা নিজেদের মধ্যে গল্প করছেন। তাদেরকে দেখছেন অনেকেই। পথে পথে থামছেন, কেউ চা পানের আমন্ত্রণ জানাচ্ছেন, আবার কেউ কেউ কথা বলছেন। এই দুই যুবকের মধ্যে একজন হলেন ভিনদেশি। আর তাকে দেখতেই অনেকেই থমকে দাঁড়াচ্ছেন।

রাস্তার বাম পাশ দিয়ে হেঁটেই চলেছেন দুই যুবক। পথে তারা নিজেদের মধ্যে গল্প করছেন। তাদেরকে দেখছেন অনেকেই। পথে পথে থ.....

মানুষ যখন পরিবার-পরিজন নিয়ে নিজ জেলায় ঘুরতে যায় তখন জেলাভিত্তিক পর্যটনকেন্দ্রগুলোয় বিনোদন প্রেমীদের ভিড় বাড়ে। তাই জেলাভি...
14/10/2022

মানুষ যখন পরিবার-পরিজন নিয়ে নিজ জেলায় ঘুরতে যায় তখন জেলাভিত্তিক পর্যটনকেন্দ্রগুলোয় বিনোদন প্রেমীদের ভিড় বাড়ে। তাই জেলাভিত্তিক পর্যটন স্থাপনাগুলো উন্নয়ন ও আধুনিকায়ন করা খুবই প্রয়োজন।

মানুষ যখন পরিবার-পরিজন নিয়ে নিজ জেলায় ঘুরতে যায় তখন জেলাভিত্তিক পর্যটনকেন্দ্রগুলোয় বিনোদন প্রেমীদের ভিড় বাড়ে। .....

একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। মাঝখান দিয়ে বয়ে গেছে ধলাই নদী। নদীর দুই পাড়ে সারি সারিভাবে বসে আছে অসংখ্য সাদা রঙের পাথর...
08/10/2022

একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। মাঝখান দিয়ে বয়ে গেছে ধলাই নদী। নদীর দুই পাড়ে সারি সারিভাবে বসে আছে অসংখ্য সাদা রঙের পাথর। ওপরে নীল আকাশ আর তার ঠিক নিচেই সবুজ পাহাড়। বলছিলাম সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের সাদা পাথর এলাকার কথা।

বিস্তারিত-ঢাকা পোস্টে । লিংক কমেন্ট বক্সে

সাপ্তাহিক ও ঈদে মিলাদুন্নবী মিলিয়ে টানা কয়েক দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সৈকত নগরী কক্সবাজারে। হোটেল-মোটেল খালি না ...
08/10/2022

সাপ্তাহিক ও ঈদে মিলাদুন্নবী মিলিয়ে টানা কয়েক দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সৈকত নগরী কক্সবাজারে। হোটেল-মোটেল খালি না থাকায় ফুটপাত, সৈকতের বালিয়াড়ি ও বাসে রাত্রিযাপন করছেন পর্যটকরা। আর তাদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট ও জেলা পুলিশ।

বিস্তারিত ঢাকা পোস্ট । লিংক কমেন্ট বক্সে

টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
05/10/2022

টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন, সাপ্তাহিক ছুটি এবং ঈদে মিলাদুন্নবী মিলে টানা ৫ দিনের ছুটিতে বিশ্বের দীর্.....

১৩৩তম দেশ তানজানিয়ায় আসমা আজমেরী
05/10/2022

১৩৩তম দেশ তানজানিয়ায় আসমা আজমেরী

আবারো একটি স্ট্যাম্প বাংলাদেশের পাসপোর্টে। ১৩৩তম দেশ তানজানিয়ায়। আকাশে উড়ালাম লাল সবুজের হৃদয় ছোঁয়া বাংল....

পাহাড় ধসে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, হাজারো পর্যটক আটকা
05/10/2022

পাহাড় ধসে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, হাজারো পর্যটক আটকা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে মেঘের রাজ্যখ্যাত সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ...

৫০ বছরের ভাঙন এলাকা এখন পর্যটন কেন্দ্রশরীয়তপুরের নড়িয়ার পদ্মাপাড়। ২০১৮ সালেও যেখানে সাড়ে ছয় হাজার ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাস...
24/03/2022

৫০ বছরের ভাঙন এলাকা এখন পর্যটন কেন্দ্র

শরীয়তপুরের নড়িয়ার পদ্মাপাড়। ২০১৮ সালেও যেখানে সাড়ে ছয় হাজার ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা নদীগর্ভে চলে গেছে। ভেসে গেছে কতজনের মা-বাবাসহ আত্মীয়স্বজনের কবর। সেই পদ্মাপাড় আজ নিরাপদ বসবাসের স্থানে পরিণত। গড়ে উঠেছে নতুন নতুন অট্টালিকা, ব্যবসাপ্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের প্রচেষ্টায় দীর্ঘ ৫০ বছরের ভাঙন এলাকা এখন পর্যটন কেন্দ্র। প্রতিদিনই শত শত লোক নদীর পাড়ে ঘুরতে আসছেন।

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নড়িয়ার বেড়িবাঁধের পাশে সুরেশ্বর থেকে মোক্তারেরচর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার ওয়াকওয়ে “জয় বাংলা অ্যাভিনিউ” এর উদ্বোধন হতে যাচ্ছে। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

গতকাল বুধবার সরেজমিন নড়িয়ার নদীভাঙন এলাকা বাঁশতলা, মুলফৎগঞ্জ, কেদারপুর, চন্ডীপুর, সুরেশ্বর এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা এলেই পদ্মা পাড়ের মানুষের মনে জাগত ভাঙনের আতঙ্ক, আর্তনাদ ও হাহাকার। একসময়ের কোটি টাকার মালিক নদীভাঙনে হয়েছের নিঃস্ব। এমন পরিবার আছে শত শত। বর্ষা এলেই এ এলাকার মানুষ ভাঙন আতঙ্কে পরিবার নিয়ে ঘরবাড়ি সরিয়ে অন্যত্র আশ্রয় নিত। সে জায়গায় ভাঙন রোধ হয়ে এখন পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে।


স্থানীয়রা জানান, শুধু ২০১৮ সালেই এসব এলাকায় সাড়ে ছয় হাজার পরিবার নদীভাঙনের শিকার হয়। নদীগর্ভে বিলীন হয় পাকা ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, হাট-বাজার, গাছপালা, ফসলি জমি, মসজিদ-মন্দির, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ হাজার হাজার প্রতিষ্ঠান। সেই জায়গায় এখন ভাঙন রোধ হয়ে গড়ে উঠেছে মানুষের নিরাপদ আবাসস্থল। আর পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ যেন এখন পর্যটন নগরী। প্রতিদিনই শত শত লোক নদীর পাড়ে ঘুরতে আসছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের উদ্যোগে নড়িয়া-জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প নামে এক হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এ প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এবং স্থানীয় এমপি এনামুল হক শামীমের কল্যাণেই এখানকার মানুষ নদীভাঙন থেকে রক্ষা পেয়েছে। এনামুল হক শামীম ২০১৮ সালের আগে এমপি-মন্ত্রী না হয়েও ৫০ বছরের নদীভাঙন কবলিত এলাকাকে রক্ষার করার জন্য বারবার প্রধানমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলেন বলেই আমরা এখন নিরাপদে বসবাস করতে পারছি।

কেদারপুর গ্রামের গৃহিণী আসমা আক্তার, দোকানদার বাশার, মফিজ বলেন, নদীভাঙনে দেশের মানচিত্র থেকে আমাদের এলাকা হারিয়ে যাচ্ছিল। ২০১৮ সালেই কেদারপুরে প্রায় সাড়ে তিন হাজার ঘরবাড়ি নদীতে চলে গেছে। সেই সময় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। তার মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে প্রয়োজনীয় খাদ্য, বস্ত্রসহ সব ধরনের সহযোগিতা করেছেন তিনি।

পদ্মার ভাঙন প্রতিরোধ কমিটির আহবায়ক ও নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, বর্ষা এলেই এখানে মানুষের যে আর্তনাদ, যে আতঙ্ক ছিল, সে বিষয়গুলো এখন আর নেই। লোকগুলো বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙন কবলিত এলাকার সেই আশ্রয়হীনদের গৃহায়ণ প্রকল্পের মাধ্যমে আশ্রয় দিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, প্রকল্পের ৯০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এর ফলে নাড়িয়া-জাজিরার মানুষ নদীভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবেন বলে আশা করছি।

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আমি নিজেও নদীভাঙন এলাকার মানুষ। নদীভাঙনের শিকার মানুষের কষ্টটা আমি বুঝি। দীর্ঘ ৫০ বছরের ভাঙন রোধ করা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই। প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকার মানুষকে নদীভাঙন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, শুধু আমার নির্বাচনী এলাকাই নয়, শরীয়তপুর জেলাসহ সারা দেশেই নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নদীর বুকে যেন আর কোনো ঘরবাড়ি বিলীন না হয়, আমরা সে প্রকল্প বাস্তবায়ন করছি।

সূত্র. দৈনিক আমাদের সময়। https://www.dainikamadershomoy.com/post/367068

চাঁদপুরকে পর্যটন জোন হিসেবে গড়ে তুলতে হবেব্যবসাবাণিজ্যের জন্য চাঁদপুরে একটি শ্রেষ্ঠ পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব। এতে অন...
18/03/2022

চাঁদপুরকে পর্যটন জোন হিসেবে গড়ে তুলতে হবে

ব্যবসাবাণিজ্যের জন্য চাঁদপুরে একটি শ্রেষ্ঠ পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব। এতে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পৌরসভাটিকেও একটি পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে হবে। চাঁদপুরের চারদিক থেকে যোগাযোগব্যবস্থা ভালো। এর পরও কেন এ শহরটি উন্নত হবে না। শহরের রাস্তাঘাট প্রশস্ত করতে হবে।

আমরা দুই মন্ত্রী আছি, এর পরও কেন হবে না চাঁদপুরের উন্নয়ন। আমরা এলাকার উন্নয়ন চাই, মানুষের উন্নয়ন চাই। গত বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে উদ্যমী নারী এসএমই মেলার সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন।

তিনি দ্রব্যমূল বৃদ্ধির কারণ সম্পর্কে বলেন, এটি বাংলাদেশের হাতে নেই। আমদানিকৃত দ্রব্যমূল্যের দাম বেড়েছে। যুদ্ধ পরিস্থিতি থেমে গেলেই দ্রব্যমূল্যের দাম কমে আসবে। তিনি বলেন, বিদেশে গম, ডাল, চাল ইত্যাদি খাদ্যশস্যের দাম বেড়েছে ৩২ ভাগ। পাশাপাশি ভোজ্যতেলের দাম বেড়েছে কয়েকগুণ। তাই এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে সরকারের কিছু করার নেই।

তবে সরকারের যেটা করার রয়েছে, এটি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার ভ্যাট-ট্যাক্সও উঠিয়ে দিয়েছে। সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ৩৬ দশমিক ৩ ভাগ নারী কর্মে নিয়োজিত। আমরা এটি ৪০ ভাগে উন্নতির চেষ্টা করছি।

তিনি বলেন, আমাদের বাজেটের ৩৩ শতাংশ ব্যয় হয় নারী উন্নয়নে। অর্থাৎ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, তা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।


সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের উপ-সম্পাদক মিজান মালিক। তিনি বলেন, চাঁদপুরকে পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে হবে। এটা একজন চাঁদপুরবাসী হিসেবে আমার প্রথম চাওয়া। তবে সরকার এই মহতী উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়ায় পরিকল্পনা প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। তিনি বলেন, আজকের এই সেমিনারে নারী উদ্যোক্তাদের উপস্থিতি আত্মনির্ভরশীল হতে এক ধাপ এগিয়ে নেবে বলে আমি বিশ^াস করি। তবে এ ধরনের উদ্যোক্তাকে সব ধরনের সহযোগিতা আমরা করব। অতিধির বক্তব্যে চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, চারদিক থেকে চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো। এই শহরটিকে ঘিরে অনেক পরিকল্পনা আছে। তিনি চাঁদপুরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে নিজে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, শিল্পচূড়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সেলিম, নারী উদ্যোক্তা ফজিলাতুন্নেছা, জুঁই ও নাজমা আলম।

রিসোর্ট কটেজে বুকিং বন্ধটানা ছুটিতে ৫ গুণ পর্যটক সাজেকেটানা তিন দিনের ছুটিতে সাজেকের শতাধিক রিসোর্ট কটেজ আগাম বুকিং হয়ে ...
18/03/2022

রিসোর্ট কটেজে বুকিং বন্ধ
টানা ছুটিতে ৫ গুণ পর্যটক সাজেকে

টানা তিন দিনের ছুটিতে সাজেকের শতাধিক রিসোর্ট কটেজ আগাম বুকিং হয়ে গেছে। বর্তমানে ধারণক্ষমতার ৫ গুণ পর্যটক সেখানে অবস্থান করছে, কিন্তু নতুন করে মিলছে না বুকিং। ফলে অগ্রিম বুকিং না দিয়ে সাজেকে বেড়াতে আসা শত শত পর্যটক থাকার কক্ষ না পেয়ে পড়েছেন বিপাকে। অনেকে বাড়তি টাকায় তাঁবুতে অবস্থান করতে বাধ্য হচ্ছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ছিল সরকারি ছুটি। এর সাথে যুক্ত হয় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিনদিনের ছুটির সুযোগে সাজেকে পর্যটকদের উপচেপড়া এ ভিড়।

স্থানীয়রা বলছেন, সাজেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা, মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, উন্নত খাবার ও পানীয় ব্যবস্থার কারণে সাজেক পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে। আর তাই একটু সুযোগ হলে দর্শনার্থীরা ছুটে আসেন এখানে। সাজেকে পর্যটকদের মূল আকর্ষণ সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড়,

ঐতিহ্যবাহী লুসাই ভিলেজ এবং পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকানো সাদা মেঘের মিতালি।

সাজেক বাঘাইহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাজেকের মেঘালয় রিসোর্টের মালিক মোহাম্মদ জুয়েল বলেন, টানা ছুটির কারণে গতকাল থেকে আগামী তিনদিন সাজেকের ১১০টি রিসোর্ট ও কটেজ সম্পূর্ণ বুকিং হয়ে গেছে। এখন আর নতুন করে কাউকে কক্ষ দিতে পারছি না।

সাজেকের মনটানা রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ জহির রায়হান বলেন, আমরা বাড়তি পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছি। তবে সাধ্যমতো চেষ্টা করছি পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে।

সাজেক অঞ্চলের সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুনতাসীর রহমান চৌধুরী বলেন, সাজেকে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা নিয়মিত টহলের পাশাপাশি দুবার স্কর্ট দিয়ে থাকি।

* আমাদের সময়। ১৯ মার্চ । ২০২২

ঘুরে আসুন চিনি মসজিদhttps://www.dainikamadershomoy.com/post/361234
11/02/2022

ঘুরে আসুন চিনি মসজিদ
https://www.dainikamadershomoy.com/post/361234

বাংলাদেশে যে কয়টি মসজিদ ঐতিহাসিক নিদর্শনের মধ্যে পড়ে, চিনি মসজিদ তার মধ্যে অন্যতম। শৈল্পিক কারুকাজ ও দৃষ্টিনন্দ....

04/02/2022

Address

Aftabnagar
Dhaka
1212

Telephone

+8801750140919

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tourism Journalist Association of Bangladesh -TJAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tourism Journalist Association of Bangladesh -TJAB:

Share

Category

Nearby travel agencies