বাইতুল্লাহ শরীফ, তার চৌকাঠ ,হজরে আসওয়াদ ও মুলতাজামকে এখন সরাসরি ধরা যাচ্ছে। ইনশাআল্লাহ সেপ্টেম্বরের ২৯/৩০ তারিখে আমাদের পরবর্তী কাফেলা তৈরি হচ্ছে।তাই আপনিও শামিল হোন আমাদের পরবর্তী কাফেলায়।
যোগাযোগ :
২১৯ সিপাহীবাগ,খিলগাঁও, ঢাকা
০১৭৮১-৯০৯৯৩৩
বার্ধক্য ও অসুস্থতা নিয়ে হুইল চেয়ার করে ৯২ বছরের এক বৃদ্ধ হাজির হয়েছেন নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে। আল্লাহু আকবর।
তাহলে আমাদের বয়ষ ও সুযোগ থাকতে আমরা কেন যাচ্ছিনা প্রাণের মদিনা ও সোনার মদিনায়?
আপনিও চলে আসুন আমাদের কাফেলায়🤲
ইনশাল্লাহ আমরাও যাচ্ছি সেপ্টেম্বরের শেষের দিকে।
ওলামায়ে কেরামের তত্বাবধানে আমাদের পরবর্তী কাফলা ২৯/৩০ তারিখে রাওয়ানা হবে ইনশাআল্লাহ ।
১৪ ,১০ দিন ও ৩ মাস মেয়াদি উমরাহ ভিসায় যারা যেতে চান দ্রুত যোগাযোগ করার অনুরোধ থাকল।
#আমাদের_বৈশিষ্ট্য :
👉 কমিটমেন্ট রক্ষা করা,
👉 যথাযথ সার্ভিস দেওয়া,
👉 শরিয়তসম্মত উমরাহ পালনে সহযোগীতা করা,
👉 হাজীদের যেকোন সুবিধা-অসুবিধায় পাশে থাকা,👉 আমানতদারী ও সততার সাথে খেদমতের নিয়তে বারবার মক্কা-মদিনা সফর এবং হালাল রিজিক তালাশের জন্য আমরা কাজ করি। ইনশাআল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করব আপ
পেয়ারা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক হতে...
বাইতুল্লাহ শরীফে গত জুমার নামাজের পরের মুসল্লীদের একাংশের দৃশ্য
হাজী সাহেবরা মিনা থেকে আরাফার ময়দানের দিকে ছুটে চলছেন।
যিলহজ্জ মাসের ৯ তারিখ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাহ ময়দানে চিহ্নিত সীমানার মধ্যে অবস্থান করা হজ্জের প্রধান রুকন। এই দিনকেই আরাফার দিন বলা হয়। এ দিনটি অত্যন্ত গুরুত্ববহ ও মর্যাদাপূর্ণ। এ দিনের গুরুত্ব ও ফযীলত সম্পর্কে নিম্নে নাতিদীর্ঘ আলোচনা করা হ’ল।-
#আরাফাহ_দিবসের_মর্যাদা :
এ দিবসটি অনেক ফযীলত সম্পন্ন দিবসের চেয়ে অধিক মর্যাদার অধিকারী। যে সকল কারণে এ দিবসটির এত মর্যাদা তার কয়েকটি নিম্নে উল্লেখ করা হ’ল।-
(১) এ দিন ইসলাম ধর্মের পূর্ণতা লাভ ও বিশ্ব মুসলিমের প্রতি আল্লাহর নে‘মতের পরিপূর্ণতা প্রাপ্তির দিন। হাদীছে এসেছে-
عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلاً مِنَ الْيَهُودِ قَالَ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، آيَةٌ فِى كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لاَتَّخَذْنَا ذَلِكَ الْ
রিয়াজুল জান্নাহ
বেহেশতের টুকরার কিছু দৃশ্য
হেরা গুহায় কিছুক্ষণ
যে গুহায় পেয়ারা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাযিল হয়।
সবার পক্ষ হতে সালাম হে নবীজি আপনার প্রবিত্র রুহ মুবারকে।
নবীজির রওজায়ে আতহারের সালাম পৌছানোর জন্য আশেকে রসূলদের লাইন।
পবিত্র উমরাহ
আসসালামু আলাইকুম সম্মানিত উমরাহ যাত্রীগণ: ঈদের পর হজের পূর্বে আপনারা যদি অভিজ্ঞ ও বিশ্বস্ত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনাদের উমরাহকে সহি-শুদ্ধতার সাথে শরিয়সত সম্মতভাবে আদায় করতে চান, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। ঈদের পর প্রবিত্র উমরাহ পালনের উদ্যেশ্যে আমাদের কাফেলা নিম্নোক্ত তারিখগুলোতে সফর করবে ইনশাআল্লাহ :
👉 ৪ ,৬, ৯,১০ ও ১২ মে যাওয়া। ১৪ দিনের প্যাকেজ।(এ ছাড়াও যে কোন সময় ওমরাহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার পছন্দ মত করে আলাদা প্যাকেজ তৈরি করে আপনাকে উমরাহ পালনে সহযোগিতা করতে পারব ইনশাআল্লাহ।)
🎁 প্যাকেজে যা থাকবে:
👉 টিকিট: আপ-ডাউন।সৌদি এয়ারলাইনস,ঢাকা টু জিদ্দা,জিদ্দা টু ঢাকা।
👉 মুফা + ভিসা।
👉 হোটেল: মক্কায়- দারে খলিল আল রশিদ বা সমমানের থ্রী স্টার হোটেল। দূরুত্ব : ৭০০-৮০০ মিটারের মধ্যে।
🏛️ মদিনায় : করম সিলভা বা সমমানের থ্