27/11/2021
০২ ডিসেম্বর মাত্র ৮৯৯ টাকায় ঘুরে আসুন চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ, মহামায়া লেক Travel Paradise এর সাথে.।
#ভ্রমণ_তারিখঃ
> ২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১:৩০ এ ঢাকা সায়দাবাদ থেকে।
> ৩ ডিসেম্বর শুক্রবার রাত সীতাকুণ্ড থেকে।
ইনশাআল্লাহ ৩ ডিসেম্বর রাত ১০-১১টা নাগাত আমরা সবাই ঢাকা পৌঁছাবো।
#যা_যা_দেখবোঃ
> প্রাকৃতিক পাহাড়
> চন্দ্রনাথ পাহাড়
> চন্দ্রনাথ মন্দির
> মহামায়া লেক
> গুলিয়াখালী সি বিচ
#প্যাকেজে_এর_মধ্যে_থাকছেঃ
>ঢাকা - সীতাকুন্ড - ঢাকা চেয়ারকোচ বাস।
>সকালের নাস্তা ও দুপুরের খাবার।
>গাইড খরচ।
#প্যাকেজে_যা_যা_থাকছে_নাঃ
> কোনো প্রকার লোকাল ট্রান্সপোর্ট খরচ।
>প্যাজেকে উল্লেখ নেই এমন কোন খরচ
⏩⏩কোন হিডেন চার্জ নেই⏪⏪
#খাবারে_যা_যা_থাকবে
#সকালের_নাস্তা : পরোটা(২টা), ডাল/ভাজি, ডিম/চিকেন খিচুড়ি (অতিরিক্ত খাবার নিজ খরচে নিতে হবে)
#দুপুরের_খাবার : ভাত, মুরগী, ভর্তা, ডাল, সালাদ।
ছেলে, মেয়ে, কাপল, ফেমিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই টুরে
------------------------
*** বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার বেপারে সর্বোচ্চ সতর্ক থাকায় মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে ।
#বুকিং_প্রসিডিউরঃ
বুকিংয়ের উপর ভিত্তিকরে সিট প্লানিং করা হবে। যে আগে বুকিং দিবে তার সিট সামনে হবে।
>>> মহিলা, বয়স্ক, অসুস্থ মানুষদের সিট সামনের দিকে হবে সেক্ষেত্রে সিট প্লান পরিবর্তন হতে পারে এটা নিয়ে কোন ঝামেলা করা যাবেনা