Titu Travels -টিটু ট্রাভেলস

Titu Travels -টিটু ট্রাভেলস Air ticketing ::
Air ticketing in all over the world.

04/10/2024

এয়ার টিকেটিং✈️✈️
♦মালয়েশিয়া
♦আরব আমিরাত( দুবাই, শারজাহ)
♦সৌদি আরব
♦ কাতার
♦ওমান ও
♦বাহরাইন
উপরোক্ত দেশ সমূহে গমনাগমনে প্রবাসী ভাইবোনদের ন্যায্য মূল্যে যেকোন বিমানের টিকেট বিক্রয় করে থাকি।
আপনারা নিচের ফোন নাম্বারে যোগাযোগ করুন:
Whatsapp: 01648-908653

24/09/2024

পাসপোর্ট ( সংশোধন, রিনিউ /রি-ইস্যু) সংক্রান্ত যাবতীয় পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।
+88 01648-908653

23/09/2024
23/09/2024
16/09/2024

পবিত্র ইদে মিলাদুন্নবীর (স.) শুভেচ্ছা সবাইকে।

12/09/2024

𝗝𝗲𝗱𝗱𝗮𝗵
𝗙𝗹𝘆 𝗧𝗵𝗲 𝗟𝗮𝗻𝗱 𝗼𝗳 𝗣𝗲𝗮𝗰𝗲 𝗗𝗮𝗶𝗹𝘆
--------------------
𝗙𝗹𝗶𝗴𝗵𝘁 𝗦𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲

𝗗𝗵𝗮𝗸𝗮 – 𝗝𝗲𝗱𝗱𝗮𝗵
BS 361-05:00 pm(Dep)-09:10 pm(Arr) (Daily)

𝗝𝗲𝗱𝗱𝗮𝗵-𝗗𝗵𝗮𝗸𝗮
BS 362-11:10 pm(Dep)-08:55 am(Arr) (Daily)
_________________

𝗘𝗳𝗳𝗲𝗰𝘁𝗶𝘃𝗲 𝗳𝗿𝗼𝗺 𝟬𝟭 𝗔𝘂𝗴𝘂𝘀𝘁 𝟮𝟬𝟮𝟰

𝗨𝘀𝗲 𝗽𝗿𝗼𝗺𝗼 𝗰𝗼𝗱𝗲 & 𝗴𝗲𝘁 𝟭𝟬% 𝗗𝗶𝘀𝗰𝗼𝘂𝗻𝘁:
USBAIN10 (for international)
USBA10 (for domestic)

𝗙𝗼𝗿 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁 𝘀𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝘀 & 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗯𝗼𝗼𝗸𝗶𝗻𝗴:
https://usbair.com/book-a-flight

𝗔𝗽𝗽 𝗟𝗶𝗻𝗸: https://qrco.de/bbbPGz

𝗙𝗼𝗿 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗮𝗻𝗱 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁-𝗿𝗲𝗹𝗮𝘁𝗲𝗱 𝗾𝘂𝗲𝗿𝗶𝗲𝘀 𝗽𝗹𝗲𝗮𝘀𝗲 𝗱𝗶𝗮𝗹:
𝗛𝗼𝘁𝗹𝗶𝗻𝗲
13605 or +880 1777 777 800-806


12/09/2024

𝗙𝗹𝘆 𝗧𝗵𝗲 𝗗𝗲𝗹𝗶𝗴𝗵𝘁𝗶𝗻𝗴 𝗗𝘂𝗯𝗮𝗶 𝗗𝗮𝗶𝗹𝘆

------------------------
𝗙𝗼𝗿 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁 𝘀𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝘀 & 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗯𝗼𝗼𝗸𝗶𝗻𝗴:
https://usbair.com/book-a-flight

𝗨𝘀𝗲 𝗽𝗿𝗼𝗺𝗼 𝗰𝗼𝗱𝗲 & 𝗴𝗲𝘁 𝟭𝟬% 𝗗𝗶𝘀𝗰𝗼𝘂𝗻𝘁:
USBAIN10 (for international)
USBA10 (for domestic)

𝗔𝗽𝗽 𝗟𝗶𝗻𝗸: https://qrco.de/bbbPGz
------------------------

𝗙𝗼𝗿 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗮𝗻𝗱 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁-𝗿𝗲𝗹𝗮𝘁𝗲𝗱 𝗾𝘂𝗲𝗿𝗶𝗲𝘀 𝗽𝗹𝗲𝗮𝘀𝗲 𝗱𝗶𝗮𝗹:
𝗛𝗼𝘁𝗹𝗶𝗻𝗲
13605 or +880 1777 777 800-806

12/09/2024

Travel to the place where your soul is awakened,
Explore the tantalizing beauty of Thailand.
Fly now!

𝗙𝗼𝗿 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁 𝘀𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝘀 & 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗯𝗼𝗼𝗸𝗶𝗻𝗴:
https://usbair.com/book-a-flight

12/09/2024

With numerous historical attractions and thousands of places to tempt taste buds,
the dazzling city never fails to shine, Kolkata!
Explore now!

𝗙𝗼𝗿 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁 𝘀𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝘀 & 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗯𝗼𝗼𝗸𝗶𝗻𝗴:
https://usbair.com/book-a-flight

12/09/2024

The city with a big emotional experience. It's a mix of remembering the past and looking forward to what's coming.
The place that connects all your past emotions. A city which offers only peace & love, Jeddah!
Flying daily...

𝗙𝗼𝗿 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁 𝘀𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝘀 & 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗯𝗼𝗼𝗸𝗶𝗻𝗴:
https://usbair.com/book-a-flight

12/09/2024

Discover the vibrant allure of Malaysia with us, your gateway to this diverse and captivating country.
With regular flights, we make it easy for you to explore Malaysia’s stunning natural beauty, iconic landmarks, and rich cultural heritage.

𝗙𝗼𝗿 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁 𝘀𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝘀 & 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗯𝗼𝗼𝗸𝗶𝗻𝗴:
https://usbair.com/book-a-flight

দীর্ঘদিন পর আবারও প্রবাসী ভাইদের জন্য ন্যায্যমূল্যে আমরা     (বিমানের টিকেট) সেবা চালু করেছি।বিস্তারিত জানতে নিচের নাম্ব...
12/09/2024

দীর্ঘদিন পর আবারও প্রবাসী ভাইদের জন্য ন্যায্যমূল্যে আমরা (বিমানের টিকেট) সেবা চালু করেছি।
বিস্তারিত জানতে নিচের নাম্বারে যোগাযোগ করুন। Whatsapp: 01648-908653

দীর্ঘদিন পর আবারও প্রবাসী ভাইদের জন্য ন্যায্যমূল্যে আমরা     (বিমানের টিকেট) সেবা চালু করেছি।বিস্তারিত জানতে নিচের নাম্ব...
12/09/2024

দীর্ঘদিন পর আবারও প্রবাসী ভাইদের জন্য ন্যায্যমূল্যে আমরা (বিমানের টিকেট) সেবা চালু করেছি।
বিস্তারিত জানতে নিচের নাম্বারে যোগাযোগ করুন। Whatsapp: +8801648908653

ই-পাসপোর্ট করতে কি কি লাগে? ১। ই-পাসপোর্টের আবেদন অনলাইন কপি (প্রিন্ট কপি)২। পাসপোর্ট অ্যাপ্লিকেশন সামারি কপি (প্রিন্ট ক...
03/09/2024

ই-পাসপোর্ট করতে কি কি লাগে?


১। ই-পাসপোর্টের আবেদন অনলাইন কপি (প্রিন্ট কপি)
২। পাসপোর্ট অ্যাপ্লিকেশন সামারি কপি (প্রিন্ট কপি)
৩। পাসপোর্ট ফি প্রদানের স্লিপ (মূল কপি/প্রিন্ট কপি)
৪। জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) (ফটো কপি এবং মূল কপি)
৫। পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি (শিশুদের ক্ষেত্রে আবশ্যিক)
৬। নাগরিক সনদ
৭। পেশা প্রমাণের সনদ
৮। পূর্বের পাসপোর্টের ফটো কপি এবং মূল কপি (যাদের আগের পাসপোর্ট আছে)

30/08/2024

Air Ticketing Service Available.

Whatsapp: 01648-908653

বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধঃচট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী এবং খাগড়াছড়ি’তে বন্যা প্রকট আকার ধারণ করেছে। আপনারা...
22/08/2024

বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধঃ
চট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী এবং খাগড়াছড়ি’তে বন্যা প্রকট আকার ধারণ করেছে। আপনারা যারা প্রবাসে কিংবা দেশে আছেন প্রত্যেকে নিজ নিজ সামর্থ্যানুাযায়ী বান্যার্তের পাশে দাঁড়ান প্লিজ।

বিকাশ/নগদ / রকেটঃ 01648-908653
০১৬৪৮-৯০৮৬৫৩।

আসুন আমারা সাধ্যমতো চেষ্টা করি।
সুন্দর দেশ গড়ি।

শতবর্ষের গৌরবে উদ্ভাসিত,         শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়!
30/06/2024

শতবর্ষের গৌরবে উদ্ভাসিত,
শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়!

23/06/2024

গ্রাম শুধু দেখতেই সুন্দর!

আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পড়েন না কেন, অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন, মেয়ের ভাই নাই কেন, বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া, আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে। ১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা, এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা। তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী (হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই। আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকম ই ভাবে। এলাকার একটা কলেজে থেকে ডিগ্রি পাশ করা মেয়ে, আর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা একই জিনিস ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে। যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা, কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা। যার অধিকাংশই আবার গুজব।

(এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই,যারা আপনাকে বুঝতে চায়,বুঝে,বুঝার চেষ্টা করে। যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়,যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না।তাদের স্যালুট,তারা আজীবন সম্মানপ্রাপ্য)

(জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও,একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারন তিক্ততা,কাউকে কষ্ট দেওয়ার জন্য লিখিনি।)

ভার্সিটি পড়ুয়া / বেকার যে কেউ আশা করি কথাগুলো রিলেট করতে পারবে। কারন ঈদের ছুটিটা সবার জন্য সুখকর নয়!

©এইচ এম মহসিন।

09/04/2024

প্রবাসী ভাইদের পবিত্র ঈদুল ফিতর্ এর শুভেচ্ছা!
ঈদ মোবারক

একটি বিশেষ সতর্কতা মূলক পোষ্ট।বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! ত...
03/01/2024

একটি বিশেষ সতর্কতা মূলক পোষ্ট।

বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! তাইনা?

আসুন জেনে নিই আসলেই কি আমরা ভালো চাল খাচ্ছি?নাকি আবর্জনা?

❌ মিনিকেট নামে কোন ধান চাষ হয়না বাংলাদেশে।
তাহলে, এই চাল বাজারে আসে কোথা থেকে- এই প্রশ্নের উত্তর খুব সহজ, মিনিকেট চাল তৈরী হয় কারখানায়।

🌾দেশী জাতের ধান (মোটা চালের) চালকলে আসার পর শুরু হয় তেলেসমাতি। প্রথমে ধানের খোসা ছাড়ান হয়। খোসা ছাড়ানোর পর চালের অকৃত্রিম/ন্যাচারাল রঙে কিছুটা খয়েরি/বাদামি আভা থাকে। এরপর কেমিক্যাল ও হোয়াইটনার মেশিনের মাধ্যমে চালের খয়েরি/বাদামি আভার আবরণটিকে আলাদা করা হয়। এই আবরণটি বাদ দেওয়ার পর চাল কিছুটা সরু ও সাদা হয়। এখানেই শেষ নয়, পলিশার মেশিনের মাধ্যমে পলিশ করলেই হয়ে গেল মিনিকেট চাল।

🗣️এবার প্রশ্নের তীর তাক করে কেউ বলতেই পারেন- মোটা চালকে এতোভাবে প্রসেস করে মিনিকেট বানালে তো চাল ব্যবসায়ীর ক্ষতি।
এবার ক্ষতির হিসেবটা করা যাক- ১০০০কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানালে সাধারণত চাল পাওয়া যায় ৯৩৩কেজি, সাদা খুদ ২৬.৫ কেজি, কালো খুদ ১৪কেজি, মরা চাল ৪.৫ কেজি, ময়লা ০.৭৫ কেজি এবং পলিশ ২৭ কেজি। যোগ করলে দেখা যায় এক হাজার কেজি চাল প্রসেস করার পর পাওয়া যাচ্ছে প্রায় ৬কেজি বেশী।
এই ছয় কেজি হচ্ছে জলীয় বাষ্প ও পানি। রাইস ব্রান তেল কারখানাগুলো পলিশ কিনে নেয়, সাদা খুদ বাজারে চালের অর্ধেক দামে বিক্রি হয়। কালো খুদ আর মরা চাল পশুখাদ্য হিসেবে বিক্রি হয়। ভাবছেন চাল প্রসেসের খরচ কত? ১০০০কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানাতে খরচ হয় মাত্র ৯০০টাকা হতে ১৫০০টাকা। অর্থাৎ কেজিপ্রতি ৯০পয়সা থেকে দেড় টাকা।

🤔মোটা চাল প্রসেস করে মিনিকেট বানিয়ে বিক্রেতা একটু বেশী লাভ করলে ক্রেতার ক্ষতি কি?
ছোট ক্ষতি হচ্ছে ক্রেতা চিকন চালের দামে মোটা চাল কিনছেন, অর্থাৎ কেজিতে ১৫থেকে ২০টাকা পর্যন্ত ঠকছেন। বড় ক্ষতি হলো কেজিতে ১৫ থেকে ২০টাকা বেশী দিয়ে মিনিকেট চাল নয়, ক্রেতা কিনছেন মোটা চালের আবর্জনা। কারণ, প্রসেস করার মাধ্যমে চালের উপরি আবরণ (bran অর্থাৎ pericarp, seed coat, aleurone layer, embryo) বা পুষ্টিকর অংশ বাদ দেওয়া হয়।
উল্লেখ্য, চালের সর্বমোট ৮৫ ভাগ ভিটামিন B3 থাকে pericarp–এ, প্রোটিন আর ফ্যাট থাকে Aleurone layer -এ, খনিজের ৫১ ভাগ ও মোট আঁশের ৮০ ভাগ থাকে bran –এ, ভিটামিন B1 ও ভিটামিন E থাকে embryo -তে। চালের সব পুষ্টিকর উপাদান তেলের মিলে বিক্রির জন্য প্রসেস করে আলাদা করার পর চাল আর চাল থাকেনা, হয়ে যায় চালের আবর্জনা।

❌ মিনিকেট চাল নামে চালের আবর্জনাকে যতোটা ক্ষতিকর মনে করছেন বাস্তবে আরও বেশী ক্ষতিকর। মোটা চালকে মিনিকেটে রূপান্তর করার বিভিন্ন পর্যায়ে সোডিয়াম হাইড্রোক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্লোরাইড + টুথপেস্ট +এরারুটের মিশ্রণ, সোয়াবিন তেল, ফিটকারি, বরিক পাউডার ব্যবহার করা হয়। প্রতি মৌসুমেই বের হয় নিত্য নতুন কৌশল।

❌ মিনিকেট চালে কখনো পোকা ধরেনা। কারণ পোকাও জানে এই চাল খাওয়ার যোগ্য নয়, এতে পুষ্টিগুণ নেই।
অথচ দেখতে সুন্দর এই অখাদ্যকে আমি আপনি আমাদের পরিবার কে নিশ্চিন্তে খাওয়াচ্ছি এবং নিজেরাও খাচ্ছি!
কিন্তু কেন!?😕

✨শুধু চাল নয়, এমন আরও হাজারো অখাদ্য, আবর্জনা আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি জেনে- না জেনে আর তার ফলাফল স্বরূপ ভুগতে হচ্ছে কঠিন কঠিন রোগে সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি এক ভয়াবহ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনব্যবস্থা!
হিসেব টা মেলানো খুবই সহজ, বাড়িতে কোনো মুরব্বী থাকলে একটু জেনে নিতে হবে আগেকার দিনে তারা কেমন খাবার খেয়ে জীবন যাপন করেছে আর তাদের রোগ বালাই কেমন ছিলো এবং তাদের চিকিৎসা-ই বা কেমন ছিলো।
আজকের দিনে আমরা হাজারো নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছি আর নিত্য নতুন ঔষধ সেবন করে চলেছি যা একটা রোগকে ঠিক করে আরো শত রোগের জন্ম দিচ্ছে আমাদের শরীরে। এ যেনো এক চোরাবালির মধ্যে ডুবে আছি আমরা।

"সুস্বাস্থ্য যেমন
সকল সুখের মূল,
ঠিক তেমন
স্বাস্থ্যকর খাবার সুস্বাস্থের মূল।"

(সংগৃহীত)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Titu Travels -টিটু ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category