Hill Trekkers BD

Hill Trekkers BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hill Trekkers BD, Travel service, Dhaka.

This is Hill Trackers BD, a Travel related page from Bangladesh.I'm Travel freak persons and very passionate about capturing different aspects of the places where I've traveled..
-HTB আপনারা যারা দেশে বিদেশে পাহাড়ে পর্বতে বনেজঙ্গলে ঘুরে বেড়াতে চান, কিন্তু বন্ধুমহলের ব্যবস্তায় প্রয়োজনীয় মানুষ খুঁজে পান না। তাদের ভ্রমণের সুবিধার জন্য এই প্লাটফর্ম। স্বল্পখরচে হ্রদ্যতাপূর্ণ পরিবেশে ঘুরে বেড়ানোই হিল ট

্রেকার্স বিডি এর মূলনীতি।
★★অনেকেই অাছে ঘুরতে পছন্দ করেন। কেউ একা,কেউ বন্ধুদের সাথে অার কেউবা পরিবার নিয়ে। ভ্রমণ মানুষের কাজের ক্লান্তি থেকে মুক্তি দেয় অথচ সেই কাজের চাপেই এবং ট্রিপ সংশ্লিষ্ট এরেন্জমেন্ট যেমন গাড়ির টিকেট, হোটেল বুকিং এবং সাইট সিয়িংয়ের ঝামেলার কারণে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও ভ্রমণে যেতে উৎসাহিত হয় না। কারণ সারাদিন অফিস বা কাজ করে অাগে থেকে এগুলোর ব্যবস্হা করা কষ্ট হয়ে যায়। ফলে ইচ্ছে অার ইচ্ছে অার পকেটে পয়সা থাকা স্বত্ত্বেও কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছেটা মরে যায়।
# # #বন্ধুরা কেমন হয় যদি অাপনারা সবকিছু রেডিমেট পেয়ে যান। অাপনারা শুধু কষ্ট করে নিধার্রিত জায়গা থেকে বাসে উঠে পরবেন।এর মানে এই না যাতায়াতের প্যারা অাপনাকে নিতে হবে। ট্রান্সপোর্ট অামরাই ম্যানেজ করবো এবং অামরাই পিক করবো সবাইকে। এবং ট্যুরের প্রথম থেকে শুরু করে শেষ পযন্ত দায়িত্ব অামাদের। একাকী, বন্ধু বা পরিবার নিয়ে এডভেঞ্চার টাইপ, ক্যাম্পিং বা বিলাসবহুল। সময় অার সুযোগ বুঝে সময়ে সময়ে ইভেন্ট দেওয়া হয় অামাদের গ্রুপ থেকে। যে কেউ পছন্দমত ট্রিপে অংশগ্রহণ করতে পারবে অামাদের সাথে। অামাদের ইভেন্ট পুরোপুরি থাকবে পারিবারিক ও বন্ধুত্ব পূর্ণ অাবহ এবং সর্বোচ্চ সেবা।
★★অামাদের অনেক দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অামরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করব। অামাদের প্যাকেজ অবশ্যই নিদিষ্ট থাকবে যেটা অাসলে অামরা লাভ হিসেবে দেখি না, অামরা ওইটা দেখি পারিশ্রমিক হিসেবে।
Hill Trackers BD (HTB) থেকে অামরা যেকোন ট্যুরের অায়োজন করে থাকিঃ-
অামাদের ট্যুরের ধরনঃ-
# ইভেন্ট, কর্পোরেট টিম, স্কুল - কলেজ - বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট/বাৎসরিক ট্যুর।
# ব্যাকপ্যাকিং
# এডভেঞ্চার।
# ক্যাম্পিং
# পাহাড়ে ট্রেকিং
# ফ্যামিলি ট্যুর।
# হেরিটেজ ট্যুর।
জীবন তো একটাই, শেষ জীবনে অাফসোস না রেখে শক্তসামর্থ থাকতে থাকতে শেষ বয়সের জন্য স্মৃতি জমান।কেন চারদেয়ালের মাঝে বন্দী থাকবেন যখন দরজা টা সব সময় খোলায় থাকে।

Address

Dhaka
1216

Telephone

+8801746433713

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hill Trekkers BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hill Trekkers BD:

Share

Category