Budget Trip BD - বাজেট ট্রিপ বিডি

Budget Trip BD - বাজেট ট্রিপ বিডি বাজেট ট্রিপ বিডিতে আপনাকে স্বাগতম!
(1)

আসসালামু আলাইকুম। আমাদের ঘুরবো-দুনিয়া পেইজে আপনাকে স্বাগতম, এই পেইজের মাধ্যমে আপনি আপনার পরিবার পরিজন আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে সল্প খরচে দেশ এবং দেশের বাহিরে ভ্রমণ করতে পারবেন। আমরা অফিসিয়াল ট্যুর, কর্পোরেট ট্যুর, স্টুডেন্ট ট্যুর, বনভোজন আয়োজন সল্প বাজেটে করে থাকি। ঘুরবো-দুনিয়া গত ৩ বছর ধরে ভ্রমন পিপাসুদের আস্থা ও বিশ্বাসের সাথে ট্যুর অপারেট করে আসছে। আপনি ও চাইলে আমাদের সাথে দ্বিধাহীন ভাবে ভ্রমন করতে পারেন। আমাদের সকল ট্যুরে মহিলা ও শিশুদের শতভাগ নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা হয়।

১১ জুলাই রাতে রওনা দিব ইনশাআল্লাহ।পরদিন সকালে আমরা সুনামগঞ্জে নেমে নাস্তা সেরেই ট্রেডিশনাল বোটে উঠে রওনা দিব হাওরের উদ্দ...
26/06/2024

১১ জুলাই রাতে রওনা দিব ইনশাআল্লাহ।
পরদিন সকালে আমরা সুনামগঞ্জে নেমে নাস্তা সেরেই ট্রেডিশনাল বোটে উঠে রওনা দিব হাওরের উদ্দেশ্যে।
১ রাত ২ দিন আমরা এই বোটে করেই সকল স্পট সমূহ ঘুরে বেড়াব।
রাতে ঘুমাব হাওরের বুকে।
স্নিগ্ধ রাত, চাদের আলো আর হাওরের ফ্রেশ ঠান্ডা বাতাস।
আহহ।
জীবন যেনো এখানেই বৈচিত্র্যময়।

যা যা দেখব এই ভ্রমণে:

*টাঙ্গুয়ার হাওর
*পদ্মবিল
*সোয়াম্প ফরেস্ট
*ওয়াচটাওয়ার
*নীলাদ্রি লেক
*বারিক্কা টিলা
*যাদুকাটা নদী
*লাকমা ছড়া
*শিমুল বাগান
এবং অসাধারণ মেঘালয়ের ভিউ ও সূর্যাস্ত-সূযদয়।

বাজেট: মাত্র ৩৬৯৮ টাকা। 😍

ইনশাআল্লাহ ১১ জুলাই যাচ্ছি হাওর ভ্রমণে।  সবাই রেডিতো হাওর ভ্রমণের জন্যে? বর্ষার হাওর ভ্রমণ আপনার জীবনের সুন্দর ভ্রমণ গুল...
25/06/2024

ইনশাআল্লাহ ১১ জুলাই যাচ্ছি হাওর ভ্রমণে।
সবাই রেডিতো হাওর ভ্রমণের জন্যে?
বর্ষার হাওর ভ্রমণ আপনার জীবনের সুন্দর ভ্রমণ গুলোর মধ্যে অন্যতম হবে এটা নিশ্চিত থাকুন।
হাওরে বজরায় ঘুমাব, আড্ডা দিব, গান হবে, খানাপিনা হবে।

যা যা দেখব এই ভ্রমণে:

*টাঙ্গুয়ার হাওর
*পদ্মবিল
*সোয়াম্প ফরেস্ট
*ওয়াচটাওয়ার
*নীলাদ্রি লেক
*বারিক্কা টিলা
*যাদুকাটা নদী
*লাকমা ছড়া
*শিমুল বাগান
এবং অসাধারণ মেঘালয়ের ভিউ ও সূর্যাস্ত-সূযদয়।

বাজেট: মাত্র ৩৬৯৮ টাকা। 😍

যে কোনো প্রয়োজনে:

☎️ 01406832827
☎️ 01633195428

ইনশাআল্লাহ ২৭ শে জুন বাজেট ট্রিপ বিডি যাচ্ছে ক্রিসতং-রুংরাং অভিযানে। যাচ্ছেন তো? বাজেটে একমাত্র বাজেট ট্রিপ বিডিই দিচ্ছে...
23/06/2024

ইনশাআল্লাহ ২৭ শে জুন বাজেট ট্রিপ বিডি যাচ্ছে ক্রিসতং-রুংরাং অভিযানে।
যাচ্ছেন তো?
বাজেটে একমাত্র বাজেট ট্রিপ বিডিই দিচ্ছে প্রিমিয়াম সার্ভিস।
বাজেট: ৫৫০০ টাকা মাত্র 😍

আলহামদুলিল্লাহ আমাদের ক্রিসতং-রুংরাং অভিযান বেশ সুন্দর ভাবেই সম্পন্ন হলো। সকল গেস্ট ঢাকায় পৌঁছে গেছে সুস্থ ও সুন্দর ভাবে...
23/06/2024

আলহামদুলিল্লাহ আমাদের ক্রিসতং-রুংরাং অভিযান বেশ সুন্দর ভাবেই সম্পন্ন হলো।
সকল গেস্ট ঢাকায় পৌঁছে গেছে সুস্থ ও সুন্দর ভাবে।

আমাদের পরবর্তী ক্রিসতং অভিযান ২৭ শে জুন!

ভাবতেসি এবার বর্ষায় সীতাকুণ্ডের সব গুলা ঝর্ণা এক ট্যুরেই খেয়ে দিব। এই ট্যুরে মোট থাকবে প্রায় ৩৬/৩৭ টা ঝর্ণা। ৩-৪ দিন সময়...
14/06/2024

ভাবতেসি এবার বর্ষায় সীতাকুণ্ডের সব গুলা ঝর্ণা এক ট্যুরেই খেয়ে দিব।
এই ট্যুরে মোট থাকবে প্রায় ৩৬/৩৭ টা ঝর্ণা।
৩-৪ দিন সময় নিয়ে। তাও চলবে রাতে ঝর্ণার পাশে ক্যাম্পিং।

১/ বোয়ালিয়া ট্রেইল। প্রায় ১০ টা ঝর্ণা।

২ /সোনাইছড়ি ট্রেইল।

৩ / হণিরমারা হাটুভাঙ্গা ট্রেইল। প্রায় ৩ টা ঝর্ণা।

৪/ নাপিত্তছাড়া ট্রেইল। প্রায় ৩ টা ঝর্ণা।

৫/ কমলদহ ট্রেইল। ৬-৭ টা ঝর্ণা

৬/ ঝরঝরি ঝর্ণা, মূর্তি ঝর্ণা ও কিছু ক্যাসকেড।

৭ / খইয়াছড়া ঝর্ণার ১০/১২ টা স্টেপ।

৮/ বাড়বকুণ্ড ঝর্ণা ৷

৯ / মধুখাইয়া ট্রেইল।

১০/ সহস্রধারা-২

১১/ সহস্রধারা-১ ও সুপ্তধারা। (ইকোপার্ক)

১২/ বিলাসি ঝর্ণা ৷

পাহাড়ঁ তার পূর্ণ সজীবতা ফিরে পেয়েছে। জুম গুলোও তার পূর্ণ সতেজতা নিয়ে প্রস্তুত। পাহাড়ঁ যেনো তার পূর্ণ যৌবন ফিরে পেয়েছে। ই...
11/06/2024

পাহাড়ঁ তার পূর্ণ সজীবতা ফিরে পেয়েছে।
জুম গুলোও তার পূর্ণ সতেজতা নিয়ে প্রস্তুত।
পাহাড়ঁ যেনো তার পূর্ণ যৌবন ফিরে পেয়েছে।

ইনশাআল্লাহ যাচ্ছি ১৮ তারিখ রাতে মায়াবী ক্রিসতং অভিযানে।

আর মাত্র অল্প কিছু আসন ফাঁকা আছে।
যেতে চাইলে দ্রুত আসন কনফার্ম করে ফেলুন।

যা যা দেখবঃ
========
**খেমচং পাড়া
** কির্সতং
** রুংরাং
**মেনিয়াং পাড়া
*সাইংপ্রা ঝর্ণা (সম্ভব হলে)
** শামুক ঝর্ণা
**শামুক ঝিরি।
** মেনকিউ পাড়া
**তৈনখাল
**দুসরি বাজার
এবং অসংখ্য পাহাড়ঁ ও মনোমুগ্ধকর পাহাড়ি ভিউ।

বাজেটে : মাত্র ৫৫০০ টাকা। 😍

১৮ তারিখ রাতে রওনা দিব ইনশাআল্লাহ।১৯ তারিখে সকালে আমরা সুনামগঞ্জে নেমে নাস্তা সেরেই ট্রেডিশনাল বোটে উঠে রওনা দিব হাওরের ...
11/06/2024

১৮ তারিখ রাতে রওনা দিব ইনশাআল্লাহ।
১৯ তারিখে সকালে আমরা সুনামগঞ্জে নেমে নাস্তা সেরেই ট্রেডিশনাল বোটে উঠে রওনা দিব হাওরের উদ্দেশ্যে।
১ রাত ২ দিন আমরা এই বোটে করেই সকল স্পট সমূহ ঘুরে বেড়াব।
রাতে ঘুমাব হাওরের বুকে।
স্নিগ্ধ রাত, চাদের আলো আর হাওরের ফ্রেশ ঠান্ডা বাতাস।
আহহ।
জীবন যেনো এখানেই বৈচিত্র্যময়।

যা যা দেখব এই ভ্রমণে:

*টাঙ্গুয়ার হাওর
*পদ্মবিল
*সোয়াম্প ফরেস্ট
*ওয়াচটাওয়ার
*নীলাদ্রি লেক
*বারিক্কা টিলা
*যাদুকাটা নদী
*লাকমা ছড়া
*শিমুল বাগান
এবং অসাধারণ মেঘালয়ের ভিউ ও সূর্যাস্ত-সূযদয়।

বাজেট: মাত্র ৩৬৯৮ টাকা। 😍

টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উপযুক্ত সময় বর্ষা কাল !এই ঈদের ছুটিতে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে !❤️হাওরবিলাস করতে চাইল...
10/06/2024

টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উপযুক্ত সময় বর্ষা কাল !
এই ঈদের ছুটিতে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে !❤️
হাওরবিলাস করতে চাইলে জয়েন হতে পারেন আমাদের সাথে।
১৮ তারিখ রাতে রওনা।
ইভেন্ট ফি মাত্র 3498 টাকা
বুকিং এবং বিস্তারিত
01406832827
01633195428

ঈদের ছুটিতে যাচ্ছি মায়াবী ক্রিসতং-রুংরাং অভিযানে। প্রায় প্রতিটা ট্রাভেলারের খুবি পছন্দের এবং ভালোবাসার একটা ট্রেক হচ্ছে ...
08/06/2024

ঈদের ছুটিতে যাচ্ছি মায়াবী ক্রিসতং-রুংরাং অভিযানে।
প্রায় প্রতিটা ট্রাভেলারের খুবি পছন্দের এবং ভালোবাসার একটা ট্রেক হচ্ছে এই ক্রিসতং।

আর মাত্র অল্প কিছু আসন ফাঁকা আছে।

৪ রাত ৩ দিনের এই অভিযানে যা যা দেখব
*ক্রিসতং
*রুংরাং
*খেমচং পাড়া
*সাইংপ্রা ঝর্ণা (যদি পসিবল হয়)
*মেনিয়াং পাড়া
*মেনকিউ পাড়া
*শামুক ঝর্ণা
*শামুক ঝিরি
*তৈনখালের মায়াবী সৌন্দর্য
এবং অসংখ্য পাহাড়ঁ ও স্বর্গীয় পাহাড়ি মেঘের ভিউ।

বাজেট: ৫৫০০ টাকা মাত্র। 😍

ভাই-ব্রাদার ১৮ তারিখে সবাই রেডিতো হাওর ভ্রমণের জন্যে? যা যা দেখব এই ভ্রমণে:*টাঙ্গুয়ার হাওর*পদ্মবিল*সোয়াম্প ফরেস্ট*ওয়াচটা...
08/06/2024

ভাই-ব্রাদার ১৮ তারিখে সবাই রেডিতো হাওর ভ্রমণের জন্যে?

যা যা দেখব এই ভ্রমণে:

*টাঙ্গুয়ার হাওর
*পদ্মবিল
*সোয়াম্প ফরেস্ট
*ওয়াচটাওয়ার
*নীলাদ্রি লেক
*বারিক্কা টিলা
*যাদুকাটা নদী
*লাকমা ছড়া
*শিমুল বাগান
এবং অসাধারণ মেঘালয়ের ভিউ ও সূর্যাস্ত-সূযদয়।

বাজেট: মাত্র ৩৪৯৮ টাকা। 😍

আলহামদুলিল্লাহ! আমাদের ক্রিসতং অভিযানের আর মাত্র অল্প কিছু আসন ফাঁকা আছে। ৪ রাত ৩ দিনের এই অভিযানে যা যা দেখব *ক্রিসতং*র...
03/06/2024

আলহামদুলিল্লাহ!
আমাদের ক্রিসতং অভিযানের আর মাত্র অল্প কিছু আসন ফাঁকা আছে।

৪ রাত ৩ দিনের এই অভিযানে যা যা দেখব
*ক্রিসতং
*রুংরাং
*খেমচং পাড়া
*সাইংপ্রা ঝর্ণা (যদি পসিবল হয়)
*মেনিয়াং পাড়া
*মেনকিউ পাড়া
*শামুক ঝর্ণা
*শামুক ঝিরি
*তেনখালের মায়াবী সৌন্দর্য
এবং অসংখ্য পাহাড়ঁ ও স্বর্গীয় পাহাড়ি মেঘের ভিউ।

বাজেট: মাত্র ৫৫০০ টাকা।

৩ রাত ২ দিন সিলেট অভিযান করুন বাজেট ট্রিপ বিডির সাথে মাত্র ৩৪৯৯ টাকায়! 😍শুধু মাত্র আমরাই দিচ্ছি বাজেটে লাক্সারিয়াস সার্ভ...
30/04/2024

৩ রাত ২ দিন সিলেট অভিযান করুন বাজেট ট্রিপ বিডির সাথে মাত্র ৩৪৯৯ টাকায়! 😍

শুধু মাত্র আমরাই দিচ্ছি বাজেটে লাক্সারিয়াস সার্ভিস। ❤️

এই এক অভিযানেই আমরা পুরো সিলেট চষে বেড়াব ইনশাআল্লাহ।
রওনা ঃ ৯ই মে (বৃহস্পতিবার) রাতে।
ফেরা ঃ ১২ ই মে (রবিবার) ভোর ৬ টায় ঢাকা থাকব ইনশাআল্লাহ।

বাজেট: মাত্র ৩৪৯৯ টাকা।

➡️ ভ্রমণের স্থান:
🔹রাতারগুল
🔹সাদা পাথর
🔹মায়াবী ঝর্ণা
🔹জাফলং
🔹লালাখাল/বিছানাকান্দি
🔹তামাবিল বর্ডার
🔹মঙ্গোলিয়া টি গার্ডেন
🔹মালনীছড়া চা বাগান
🔹শাহজালালের মাজার শরীফ
🔹শাহ পরানের মাজার শরীফ

➡️আমাদের ফেসবুক গ্রুপ লিংক -
https://www.facebook.com/groups/shopnobilashtourism/?ref=share_group_link

➡️ বুকিং এর নিয়মাবলী: আমাদের এই ট্যুরে যেতে হলে ১৫০০ টাকা অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন। কারণ বুকিংয়ের ডেট অনুযায়ী বাসের আসন বিন্যাস করা হবে। আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো। বিকাশে পেমেন্ট দিলে বিকাশ খরচ সহ দিতে হবে।

➡️যেকোন প্রয়োজনে আমাদের কে ফোন করুন।
☎️ প্রিন্স 01633195428 (বিকাশ/নগদ)
☎️ নিশু 01568243470 (বিকাশ)
☎️ শরিফুল 01406832827 (বিকাশ)

➡️ ভ্রমণ পরিকল্পনাঃ-
➡️ রাত ১১ টায় ফকিরাপুল, গাবতলী, সায়দাবাদ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবো ইনশাআল্লাহ ।

➡️ প্রথম দিন:
খুব সকালে সিলেট পৌঁছে সরাসরি আমরা হোটেলে চলে যাব। হোটেলে পৌঁছে চেক ইন করে ফ্রেশ হয়ে সিলেটের বিখ্যাত পাঁচ ভাই/পানসী রেস্টুরেন্টে নাস্তা শেষে সবাই মিলে রিজার্ভ লেগুনা করে বেরিয়ে পড়বো। প্রথম দিন আমরা যেখানে যেখানে ঘুরে দেখবো।
🔹 চা বাগান।
🔹 রাতারগুল।
🔹 সাদা পাথর
🔹 শাহজালাল মাজ।
দুপুরে আমরা ভোলাগঞ্জ লাঞ্চ সেরে নিব সন্ধ্যায় হোটেলে ব্যাক করব এবং রাতে খাওয়া-দাওয়া করে দ্রুত ঘুমিয়ে পড়বো।

➡️ দ্বিতীয় দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে পাঁচ ভাই/পানসী রেস্টুরেন্টে নাস্তা করে রিজার্ভ লেগুনা নিয়ে আবারো আমরা বেরিয়ে পড়বো। এদিন যেখান যেখানে ঘুরবো:
🔹 জাফলং ।
🔹 শাহ জালাল মাজার।
🔹 শাহপরান মাজার।
🔹 বিছানাকান্দি
দুপুরে আমরা জাফলং লাঞ্চ সেরে নিব। সন্ধ্যায় শাহপরান/শাহজালাল মাজার পৌঁছে মাজার জিয়ারত করে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে পানসি রেস্টুরেন্টে রাতের খাবার শেষ করে রাত ১০ টার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ।

➡️ ৩য় দিন:
সকাল ৬ টায় আমরা ঢাকায় পৌঁছাব ইনশাআল্লাহ।

➡️ এই প্যাকেজে যা যা থাকছেঃ-
🔹ঢাকা-সিলেট-ঢাকা নন এসি ট্রেন/বাস করে যাওয়া-আসার টিকেট।
🔹সিলেটে এক রাত হোটেলে থাকার খরচ( এসি রুম)
🔹২ দিনের জন্য রিজার্ভ লেগুনা
🔹সাদা পাথর বোট ভাড়া।
🔹লালাখাল/বিছানাকান্দি নৌকা ভাড়া
🔹রাতারগুল নৌকা ভাড়া+এন্ট্রি ফি
🔹২ দিনে মোট ৫ বেলা খাবার।

➡️ এই প্যাকেজে যা যা নেইঃ
🔹কোন প্রকার ব্যক্তিগত খরচ
🔹জাফলং এন্ট্রি ফি
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🔹ঔষধ খরচ
🔹ফেরারদিন রাতের খাবার।
🔹ইভেন্টে উল্লেখ নেই এমন কোনো খরচ।

➡️ খাবার মেনু : প্রথম দিন
🔹সকাল- খিচুড়ি (পানশী)
🔹দুপুরে- ভাত,ভর্তা, মাছ/মূরগী,সবজি,ডাল,সালাত।
🔹রাতে- চিকেন বিরিয়ানি

➡️ খাবার মেনু: দ্বিতীয় দিন
🔹সকাল- খিচুড়ি (পাঁচ ভাই)
🔹দুপুরে- ভাত,ভর্তা,মাছ/মুরগি,সবজি,ডাল ,সালাত।
🔹রাত- যে যার মতো করে খেয়ে নিব।

➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়
🔹ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল।
🔹সানগ্লাস, ক্যাপ।
🔹ক্যামেরা।
🔹প্রয়োজনীয় কাপড়,লুঙ্গী/গামছা।
🔹পানির বোতল।
🔹প্রয়োজনীয় ঔষধপত্র।
🔹ওডোমস ক্রিম।
🔹পাওয়ার ব্যাংক।
🔹মনে রাখবেন(ব্যাগ/প্যাক)যত হালকা হবে আপনার ভ্রমণ ততটাই সহজ হবে।

➡️শর্ত সমুহঃ-
এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীনতা অথবা কোন প্রকার অকারেন্স করার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব। স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে। কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।

➡️বিশেষ দ্রষ্টব্যঃ কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষন করে।

➡️বাংলাদেশের যে কোন প্রান্তে কম টাকায় টুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।

ঈদের ছুটিতে ৪০০০/-  টাকায় পুরো সিলেট ভ্রমণ। তাও আবার   এসি রুম ও সাথে ৬ বেলা খাবার সহ। কোন হিডেন চার্জ নেই 😱 এক অভিযানেই...
05/04/2024

ঈদের ছুটিতে ৪০০০/- টাকায় পুরো সিলেট ভ্রমণ। তাও আবার এসি রুম ও সাথে ৬ বেলা খাবার সহ। কোন হিডেন চার্জ নেই 😱 এক অভিযানেই আমরা পুরো সিলেট চষে বেড়াব ইনশাআল্লাহ। আগামী ১২ই এপ্রিল (শুক্রবার) রাতে রওনা দিয়ে ১৫ই এপ্রিল ভোরে ঢাকা থাকব ইনশাআল্লাহ।

বাজেট: মাত্র ৪০০০ টাকা (১রুমে ৪ জন) এসি রুম
কাপল = ৯০০০ টাকা (১রুমে ২জন) এসি রুম

➡️ ভ্রমণের স্থান:
🔹রাতারগুল
🔹সাদা পাথর
🔹মায়াবী ঝর্ণা
🔹জাফলং
🔹লালাখাল/বিছানাকান্দি
🔹তামাবিল বর্ডার
🔹মঙ্গোলিয়া টি গার্ডেন
🔹মালনীছড়া চা বাগান
🔹শাহজালালের মাজার শরীফ
🔹শাহ পরানের মাজার শরীফ

➡️আমাদের ফেসবুক গ্রুপ লিংক -
https://www.facebook.com/groups/shopnobilashtourism/?ref=share_group_link

➡️ বুকিং এর নিয়মাবলী: আমাদের এই ট্যুরে যেতে হলে ১৫৩০ টাকা বিকাশে অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন। কারণ বুকিংয়ের ডেট অনুযায়ী বাসের আসন বিন্যাস করা হবে। আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো। বিকাশে পেমেন্ট দিলে বিকাশ খরচ সহ দিতে হবে।

➡️যেকোন প্রয়োজনে আমাদের কে ফোন করুন।
☎️ প্রিন্স 01633195428 (বিকাশ/নগদ)
☎️ নিশু 01568243470 (বিকাশ)
☎️ শরিফুল 01406832827 (বিকাশ)

➡️ ভ্রমণ পরিকল্পনাঃ-
➡️ রাত ১০টায় সায়দাবাদ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবো ইনশাআল্লাহ ।

➡️ প্রথম দিন:
খুব সকালে সিলেট পৌঁছে সরাসরি আমরা হোটেলে চলে যাব। হোটেলে পৌঁছে চেক ইন করে ফ্রেশ হয়ে সিলেটের বিখ্যাত পাঁচ ভাই/পানসী রেস্টুরেন্টে নাস্তা শেষে সবাই মিলে রিজার্ভ লেগুনা করে বেরিয়ে পড়বো। প্রথম দিন আমরা যেখানে যেখানে ঘুরে দেখবো।
🔹 চা বাগান।
🔹 রাতারগুল।
🔹 সাদা পাথর
🔹 শাহজালাল মাজ।
দুপুরে আমরা ভোলাগঞ্জ লাঞ্চ সেরে নিব সন্ধ্যায় হোটেলে ব্যাক করব এবং রাতে খাওয়া-দাওয়া করে দ্রুত ঘুমিয়ে পড়বো।

➡️ দ্বিতীয় দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে পাঁচ ভাই/পানসী রেস্টুরেন্টে নাস্তা করে রিজার্ভ লেগুনা নিয়ে আবারো আমরা বেরিয়ে পড়বো। এদিন যেখান যেখানে ঘুরবো:
🔹 জাফলং ।
🔹 শাহ জালাল মাজার।
🔹 শাহপরান মাজার।
🔹 বিছানাকান্দি/লালাখাল
দুপুরে আমরা জাফলং লাঞ্চ সেরে নিব। সন্ধ্যায় শাহপরান/শাহজালাল মাজার পৌঁছে মাজার জিয়ারত করে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে পানসি রেস্টুরেন্টে রাতের খাবার শেষ করে রাত ১০ টার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ।

➡️ ৩য় দিন:
সকাল ৬ টায় আমরা ঢাকায় পৌঁছাব ইনশাআল্লাহ।

➡️ এই প্যাকেজে যা যা থাকছেঃ-
🔹ঢাকা-সিলেট-ঢাকা নন এসি ট্রেন/বাস করে যাওয়া-আসার টিকেট।
🔹সিলেটে এক রাত হোটেলে থাকার খরচ
🔹২ দিনের জন্য রিজার্ভ লেগুনা
🔹সাদা পাথর বোট ভাড়া।
🔹লালাখাল/বিছানাকান্দি নৌকা ভাড়া
🔹রাতারগুল নৌকা ভাড়া+এন্ট্রি ফি
🔹২ দিনে মোট ৬ বেলা খাবার।

➡️ এই প্যাকেজে যা যা নেইঃ
🔹কোন প্রকার ব্যক্তিগত খরচ
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🔹ঔষধ খরচ
🔹ইভেন্টে উল্লেখ নেই এমন কেন খরচ।

➡️ খাবার মেনু : প্রথম দিন
🔹সকাল- খিচুড়ি (পানশী)
🔹দুপুরে- ভাত,ভর্তা, মাছ/মূরগী,সবজি,ডাল,সালাত।
🔹রাতে- চিকেন বিরিয়ানি

➡️ খাবার মেনু: দ্বিতীয় দিন
🔹সকাল- খিচুড়ি (পাঁচ ভাই)
🔹দুপুরে- ভাত,ভর্তা,মাছ/মুরগি,সবজি,ডাল ,সালাত।
🔹রাত- সাদা ভাত+মুরগী+ডাল পানি

➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়
🔹ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল।
🔹সানগ্লাস, ক্যাপ।
🔹ক্যামেরা।
🔹প্রয়োজনীয় কাপড়,লুঙ্গী/গামছা।
🔹পানির বোতল।
🔹প্রয়োজনীয় ঔষধপত্র।
🔹ওডোমস ক্রিম।
🔹পাওয়ার ব্যাংক।
🔹মনে রাখবেন(ব্যাগ/প্যাক)যত হালকা হবে আপনার ভ্রমণ ততটাই সহজ হবে।

➡️শর্ত সমুহঃ-
এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীনতা অথবা কোন প্রকার অকারেন্স করার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব। স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে। কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।

➡️বিশেষ দ্রষ্টব্যঃ কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষন করে।

➡️বাংলাদেশের যে কোন প্রান্তে কম টাকায় টুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।

ঈদের ছুটিতে বগালেক-কেউক্রাডং ভ্রমন করুন বাজেট ট্রিপ বিডির সাথে মাত্র ৬৯৯৯ টাকায় (৪ রাত ৩ দিন) ➡️ ১২ এপ্রিল রাতে বাজেট ট্...
01/04/2024

ঈদের ছুটিতে বগালেক-কেউক্রাডং ভ্রমন করুন বাজেট ট্রিপ বিডির সাথে মাত্র ৬৯৯৯ টাকায় (৪ রাত ৩ দিন)

➡️ ১২ এপ্রিল রাতে বাজেট ট্রিপ বিডি যাচ্ছে বগালেক-কেওক্রাডং ভ্রমণে।

➡️ আগ্রহী যেকেউ আমাদের ভ্রমণ সঙ্গী হতে পারেন তবে (বগালেক থেকে কেওক্রাডং হেঁটে যাওয়ার মানসিকতা থাকতে হবে) আপনার আসন কনফার্ম করার আগে অবশ্যই ইভেন্ট বিস্তারিত ভালো ভাবে পড়ে নিন।

➡️ আমাদের গ্রুপ লিংক - https://facebook.com/groups/473841036793066/

➡️ ভ্রমণের স্থান:
🔹 বান্দরবান
🔹 রোমা বাজার
🔹 মুনলাই পাড়া
🔹 বগালেক
🔹 দার্জিলিং পাড়া
🔹 কেওক্রাডং
🔹 সম্ভব হলে (চিংড়ি ঝর্ণা)

➡️ ভ্রমণের তারিখঃ ১২ এপ্রিল (শুক্রবার) রাত ১০ টা
➡️ ৪ রাত ৩ দিন ট্যুর প্যাকেজ
➡️ প্যাকেজ জনপ্রতি ৬৯৯৯ টাকা
➡️ বান্দরবান থেকে ৫৪৯৯ টাকা
➡️ আসন সংখ্যা = ১৪ টি

➡️ বুকিং এর নিয়মাবলী: আমাদের এই ট্যুরে যেতে চাইলে ২৫০০ টাকা (অফেরৎযোগ্য) অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন। কারণ বুকিংয়ের ডেট অনুযায়ী বাসের আসন বিন্যাস হবে এবং বাসের সিট বন্টনের ক্ষেত্রে মেয়েদেরকে সামনের দিকে অগ্রাধিকার দেয়া হবে। আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো।

➡️যেকোন প্রয়োজনে আমাদের কে ফোন করুন।

☎️ প্রিন্স 01633195428 (বিকাশ/নগদ)
☎️ নিশু 01568243470 (বিকাশ)
☎️ শরিফুল 01406832827 (বিকাশ)

➡️ ভ্রমণ পরিকল্পনা :‌ ১২ এপ্রিল (শুক্রবার) রাতে কলাবাগান/ফকিরাপুল থেকে আমাদের যাত্রা শুরু ইনশাআল্লাহ।

➡️ ১ম দিন :

সকাল ৫/৬ টার দিকে বান্দরবান পৌঁছাবো । সকালে ফ্রেশ হয়ে নাস্তা সেরে রিজার্ভ চাঁদের গাড়িতে করে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে চলে যাবো রুমা বাজার। সেখানে অপেক্ষায় থাকবে আমাদের গাইড । সেখানে আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে চাঁদের গাড়িতে করে চলে যাবো বগালেক। সেখানে সিয়াম দির রিসোর্টে গিয়ে উটবো, বগা লেকের পানিতে দুপুরে গোসল সেরে নিবো। এরপর আমরা দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকালে বগালেকের চারপাশ ঘুরে দেখবো। সন্ধ্যায় গাইড এর সহযোগিতায় নিজেরাই বারবিকিউ করব। রাতের খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়বো।

➡️ ২য় দিন:

খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে কেওক্রাডং এর উদ্দেশ্যে রওনা করব ইনশাল্লাহ। প্রায় ৪/৫ ঘন্টার পাহাড়ি পথে ট্রেকিং করে আমরা কেওক্রাডংয়ে পৌঁছাবো। মাঝে চিংড়ি ঝর্ণা ও দার্জিলিং পাড়া ঘুরে দেখব । দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট, তারপর বিকালে চলে যাব হেলিপ্যাডে কেওক্রাডাং এর সৌন্দর্য উপভোগ করতে। সন্ধ্যায় সূর্যাস্ত দেখব আমাদের কলেজের সামনে থেকে। সন্ধ্যার পর বাকিটা সময় আমাদের কেটে যাবে গল্প,আড্ডা, ও গানে গানে। রাতের খাবার শেষ করে কটেজে রাত্রিযাপন।

➡️ ৩য় দিন:

খুব সকালে ঘুম থেকে উঠে হেলিপ্যাডে গিয়ে সূর্যোদয় দেখব। সকাল নাস্তা সেরে কেওক্রাডংকে বিদায় জানিয়ে বগালেকের উদ্দেশ্যে রওনা দিবো। বগালেক পৌঁছে ফ্রেশ হয়ে চাঁদের গাড়িতে করে‌ রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দিব। রুমা বাজার পৌঁছে দুপুরের খাবার খেয়ে চাঁদের গাড়িতে করে বিকালের মধ্যে চলে আসবো বান্দরবান শহরে। সন্ধ্যায় যে যার মতন ঘোরাফেরা কেনাকাটা শেষ করে। রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ ।

➡️ ৪র্থ দিন:

৫/৬ টার মধ্যে ঢাকায় থাকবো ইনশাল্লাহ।

➡️ এই প্যাকেজে যা যা থাকছেঃ
🔹ঢাকা- বন্দরবান -ঢাকা চেয়ার কোচ নন এসি বাসে যাওয়া আসা।
🔹রিজার্ভ চাঁদের গাড়ি তিন দিনের জন্য।
🔹বগালেক ও কেওক্রাডং পাড়া রাত্রি যাপন।
🔹৩ দিনে মোট ৮ বেলা খাবার।

➡️ খাবার মেনু : - প্রথম দিন
🔹সকালে- পরোটা+ভেজিটেবল+ডিম
🔹দুপুরে- ভাত+ভর্তা+ মুরগী+ডাল +সালাত
🔹রাতে- পরোটা+বারবিকিউ।

➡️ দ্বিতীয় দিন
🔹সকাল- খিচুড়ি+আলু ভর্তা+বেগুন ভাজি+ডিম।
🔹 দুপুর-ভাত+ভর্তা+মুরগি+ডাল+
🔹 রাত - ভাত+ভর্তা+ডিম ভুনা+ডাল

➡️ তৃতীয় দিন:
🔹 সকাল- খিচুড়ি+ডিম
🔹দুপুর - ভাত+ভাজি+গরুর মাংস/মাছ+ডাল সালাত
🔹রাতে যে যার মতো করে খেয়ে নিব।

➡️ ৩ দিনে মোট ৮ বেলা খাবার ।

➡️ এই প্যাকেজে যা যা নেইঃ
🔹 কোন প্রকার ব্যক্তিগত খরচ
🔹ফেরার দিন রাতের খাবার
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🔹ঔষধ খরচ
🔹ইভেন্টে উল্লেখ নেই এমন কোনো খরচ।

➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়:
🔹মোবাইল (রবি/এয়ারটেল সীম সহ)
🔹 মাস্ক+ হ্যান্ড স্যানিটাইজার।
🔹 শীতের হালকা পোশাক।
🔹 NID কার্ড ও তার ফটো কপি ৫/৬ টা, ন্যাশনাল আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের ফটো কপি ৫/৬ টা
🔹সানগ্লাস, ক্যাপ,ছাতা
🔹 ক্যামেরা (ছবি তোলার জন্য)
🔹সাবান+শ্যাম্পু মিনি প্যাক
🔹 প্রয়োজনীয় কাপড়, লুঙ্গী/ গামছা
🔹 পানির বোতল
🔹গ্লুকোজ/ স্যালাইন
🔹 ভ্রমণের উপযোগী হাল্কা জুতা।
🔹ওয়ান টাইম ব্যান্ডেজ, গ্যাসের ট্যাবলেট, প্যারাসিটামল, স্টিমিটিল, বমির ট্যাবলেট, পেট খারাপের ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় ঔষধপত্র।
🔹ওডোমস ক্রিম
🔹পাওয়ার ব্যাংক
🔹মনে রাখবেন (ব্যাগ/প্যাক) যত হালকা হবে আপনার ভমন ততটাই সহজ ও আনন্দদায়ক হবে।

➡️ কিছু নিয়মাবলীঃ
🔹যেহেতু এটা একটা গ্রুপ টুর সে ক্ষেত্রে সকল
পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
🔹 মজার ছলে টুর মেট দের সাথে খারাপ আচরণ করা যাবে না।
🔹বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে।
🔹স্থানীয়দের সাথে কোন রকমের বাজে আচরণ করা যাবে না।
🔹 বিপদে আপদে একে অপরের পাশে থাকতে হবে।
🔹 মাদকদ্রব্য সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।
🔹হোস্ট অথবা গাইড এর অনুমতি ব্যতীত গ্রুপথেকে আলাদা হওয়া যাবে না।
🔹ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা যাবে না।

➡️➡️ বিশেষ দ্রষ্টব্যঃ কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষন করে।

➡️ বাংলাদেশের যে কোন প্রান্তে অল্প টাকায় টুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।

আমিয়াখুম-নাফাখুম ভ্রমণ করুন মাত্র ৬৮০০ টাকায় (রেমাক্রি দিয়ে আসা-যাওয়া)➡️ভ্রমণের তারিখ : ২২ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত...
01/02/2024

আমিয়াখুম-নাফাখুম ভ্রমণ করুন মাত্র ৬৮০০ টাকায় (রেমাক্রি দিয়ে আসা-যাওয়া)

➡️ভ্রমণের তারিখ : ২২ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০ টায় সায়দাবাদ থেকে।
➡️ভ্রমণের সময় ৪ রাত ৩ দিন।
➡️ইভেন্ট ফি জনপ্রতি ৬৫০০ টাকা জনপ্রতি
➡️আসন সংখ্যা ১৪ টি

➡️যেকোন প্রয়োজনে আমাদের কে ফোন করুন, অথবা বুকিং করুন:-
☎️ প্রিন্স - 01633195428 (বিকাশ/নগদ)
☎️ নিশু- 01568243470(বিকাশ/নিগদ)
☎️ শরীফুল - 01406832827 (বিকাশ)

➡️ভ্রমণের স্থানঃ
🔹আমিয়াখুম ঝর্না
🔹জীন্না পাড়া
🔹নাফাখুম ঝর্না।
🔹ভেলা খুম।
🔹সাত ভাই খুম।
🔹দেবতা পাহাড়।
🔹রেমাক্রি ফলস।
🔹তিন্দু।
🔹রাজা পাথর,রানি পাথর।
🔹ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট (সময় সাপেক্ষে)

চলুন ভ্রমণ বিস্তারিত যেনে নেই-
➡️ ২২ ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০ টায় সায়দাবাদ থেকে আমারা যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ।

➡️ প্রথম দিনঃ- সকাল ভোর বান্দরবান পৌঁছে ফ্রেশ হয়ে চাঁদের গাড়ি/বাসে করে থানচির উদ্দেশ্যে রওনা দিবো। থানচি পৌঁছে প্রথমে নাস্তা করে গাইড কে সঙ্গে করে যাবতীয় কাজ শেষ করে থানচি থেকে বোটে করে চলে যাব রেমাক্রি। সেখানে পৌঁছে বোট থেকে নেমে আমাদের ট্রাকিং শুরু জীন্না পাড়ার উদ্দেশ্যে। বিকাল/সন্ধ্যার মধ্যে জীন্না পাড়ায় পৌছে যাব ইনশাআল্লাহ। রাতে খাওয়া দাওয়া করে জীন্না পাড়ায় রাত্রি যাপন।

➡️ দ্বিতীয় দিন : সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমিয়াখুম দেখার উদ্দেশ্যে রওনা দিবো মাঝে খাড়া দেবতা পাহাড় পাড়ি দিতে হবে। আমিয়াখুমের পর আমরা ভেলাখুম ও সাতভাইখুম দেখবো সেখান থেকে আমরা আবারো বিকালের মদ্ধে জিন্না পারায় ফিরে আসবো। পাড়ায় পৌছে খাওয়া-দাওয়া সেরে নিব রাত্রি যাপন জিন্না পাড়ায়।

➡️ তৃতীয় দিন : খুব ভোরে ঘুম থেকে উঠে ব্যাক প্যাক রেডি করে নাফাখুমের উদ্দেশ্যে রওনা দিব ২ ঘন্টা ট্রাকিং করে আমরা নাফাখুম পারায় পৌঁছে যাব। নাফাখুম পাড়ায় সকালের নাস্তা করে নাফাখুম ঝর্নায় ১ ঘন্টা সময় অতিবাহিত করে রেমাক্রির উদ্দেশ্যে আমরা আবার ট্রাকিং শুরু করব। ২/৩ ঘন্টা ট্টাকিং করে আমরা পৌঁছে যাব রেমাক্রি । সেখান থেকে বোটে করে থানচি। থানচি এসে দুপুরে লাঞ্চ শেষে চাঁদের গাড়িতে/বাসে করে বান্দরবান উদ্দেশ্যে রওনা দিব। সন্ধ্যায় বান্দরবান পৌঁছে যে যার মতো কেনাকাটা ঘোরাফেরা শেষ করে রাত ৯ টায় খাবার শেষ করে রাত ১০ টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো ইনশাআল্লাহ।

➡️ চতুর্থ দিন: ভোর ৫/৬ টা‌ মধ্যে ঢাকা পৌঁছে যাব ইনশাআল্লাহ।

➡️ এই প্যাকেজে যা যা থাকছেঃ
🔹ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাসে যাওয়া-আসা।
🔹থানচি আসা-যাওয়া গাড়ি ভাড়া।
🔹২ রাত আদিবাসীদের ঘরে থাকার খরচ।
🔹মোট ৮ বেলা খাবার
🔹গাইড খরচ ।


➡️ এই প্যাকেজে যা যা নেইঃ
🔹কোন প্রকার ব্যক্তিগত খরচ
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🔹ঔষধ খরচ
🔹ভেলা খুমের ভেলা খরচ
🔹ইভেন্টে উল্লেখ নেই এমন কোনো খরচ।
🔹লাইফ জ্যাকেট।

➡️ খাবার মেনু : - প্রথম দিন
🔹সকালে-পরোটা+ভেজিটেবল+ডিম+পানি
🔹দুপুরে-ভাত+মুরগী+ডাল+পানি
🔹রাতে-ভাত+ভর্তা+ডাল+মূরগী

➡️ দ্বিতীয় দিন
🔹সকাল-খিচুড়ি+ডিম
🔹দুপুরে-নুডলস্+ডিম/বিস্কুট+কলা/খিচুড়ি+ডিম
🔹রাত-ভাত+ভর্তা+মূরগী+ডাল

➡️ তৃতীয় দিন:
🔹সকাল-ভাত+ভর্তা+ডিম+ডাল/খিচুড়ি+ডিম
🔹দুপুর-নুডলস্+ডিম/বিস্কুট+কলা
🔹রাত-নান রুটি+কোয়াটার গিরিল।

➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়:
🔹মোবাইল (রবি/এয়ারটেল সীম সহ)
🔹মাস্ক+ হ্যান্ড স্যানিটাইজার।
🔹শীতের হালকা পোশাক।
🔹NID কার্ড ও তার ফটো কপি ৫/৬ টা, ন্যাশনাল আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের ফটো কপি ৫/৬ টা
🔹সানগ্লাস, ক্যাপ,ছাতা
🔹ক্যামেরা (ছবি তোলার জন্য)
🔹সাবান+শ্যাম্পু মিনি প্যাক
🔹প্রয়োজনীয় কাপড়, লুঙ্গী/ গামছা
🔹পানির বোতল
🔹গ্লুকোজ/ স্যালাইন
🔹ভ্রমণের উপযোগী হাল্কা জুতা।
🔹ওয়ান টাইম ব্যান্ডেজ, গ্যাসের ট্যাবলেট, প্যারাসিটামল, স্টিমিটিল, বমির ট্যাবলেট, পেট খারাপের ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় ঔষধপত্র।
🔹ওডোমস ক্রিম
🔹পাওয়ার ব্যাংক
🔹মনে রাখবেন (ব্যাগ/প্যাক) যত হালকা হবে আপনার ভমন ততটাই সহজ ও আনন্দদায়ক হবে।

➡️ কিছু নিয়মাবলীঃ
🔹যেহেতু এটা একটা গ্রুপ টুর সে ক্ষেত্রে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
🔹মজার ছলে টুর মেট দের সাথে খারাপ আচরণ করা যাবে না।
🔹বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে।
🔹স্থানীয়দের সাথে কোন রকমের বাজে আচরণ করা যাবে না।
🔹বিপদে আপদে একে অপরের পাশে থাকতে হবে।
🔹মাদকদ্রব্য সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।
🔹হোস্ট অথবা গাইড এর অনুমতি ব্যতীত গ্রুপথেকে আলাদা হওয়া যাবে না।
🔹ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা যাবে না।

➡️বিশেষ দ্রষ্টব্যঃ কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষন করে।

➡️বাংলাদেশের যে কোন প্রান্তে কম টাকায় ট্যুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।

১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ট্রেনে পুরো সিলেট ভ্রমণ (২ দিন) ৩৫০০ টাকায় 😍 সব খরচ সহ। ➡️ ভ্রমণের স্থান:🔹রাতারগুল🔹সাদা পাথর...
10/09/2023

১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ট্রেনে পুরো সিলেট ভ্রমণ (২ দিন) ৩৫০০ টাকায় 😍 সব খরচ সহ।

➡️ ভ্রমণের স্থান:
🔹রাতারগুল
🔹সাদা পাথর
🔹জাফলং
🔹বিছানাকান্দি/আগুন পাহাড়
🔹মায়াবী ঝর্ণা
🔹মঙ্গোলিয়া টি গার্ডেন
🔹মালনীছড়া চা বাগান
🔹শাহজালালের মাজার শরীফ
🔹শাহ পরানের মাজার শরীফ

ট্যুর ফি :- ৩৫০০/- জনপ্রতি
কাপল ফি :- ৮০০০/- (২জন)

➡️আমাদের ফেসবুক গ্রুপ লিংক -
https://www.facebook.com/groups/shopnobilashtourism/?ref=share_group_link

➡️ বুকিং এর নিয়মাবলী: আমাদের এই ট্যুরে যেতে হলে ১০২০ টাকা অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন এই নাম্বারে 01633195428 (Prince) Bkash আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো। বিকাশে পেমেন্ট দিলে বিকাশ খরচ সহ দিতে হবে।

➡️যেকোন প্রয়োজনে আমাদের কে ফোন করুন।
☎️ প্রিন্স 01633195428 (বিকাশ/নগদ)
☎️ আলম 01728268145
☎️ নিশু 01568243470
☎️ শরিফুল 01406832827

➡️ ভ্রমণ পরিকল্পনাঃ-
➡️ ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮ঃ৩০ এ কমলাপুর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবো ইনশাআল্লাহ ।

➡️ প্রথম দিন: ১৫ সেপ্টেম্বর (শুক্রবার)
খুব সকালে সিলেট পৌঁছে সরাসরি আমরা হোটেলে চলে যাব। হোটেলে পৌঁছে চেক ইন করে ফ্রেশ হয়ে সিলেটের বিখ্যাত পাঁচ ভাই/পানসী রেস্টুরেন্টে নাস্তা শেষে সবাই মিলে রিজার্ভ লেগুনা করে বেরিয়ে পড়বো। প্রথম দিন আমরা যেখানে যেখানে ঘুরে দেখবো।
🔹 চা বাগান।
🔹 রাতারগুল।
🔹 সাদা পাথর
🔹 শাহজালাল মাজার ।
দুপুরে আমরা ভোলাগঞ্জ লাঞ্চ সেরে নিব সন্ধ্যায় হোটেলে ব্যাক করব এবং রাতে খাওয়া-দাওয়া করে দ্রুত ঘুমিয়ে পড়বো।

➡️ দ্বিতীয় দিন: ১৬ সেপ্টেম্বর (শবিনার) খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে পাঁচ ভাই/পানসী রেস্টুরেন্টে নাস্তা করে রিজার্ভ লেগুনা নিয়ে আবারো আমরা বেরিয়ে পড়বো। এদিন যেখান যেখানে ঘুরবো:
🔹 জাফলং
🔹 বিছানাকান্দি / আগুন পাহাড়
🔹 মঙ্গোলিয়া চা বাগান
🔹 শাহপরান মাজার
দুপুরে আমরা জাফলং লাঞ্চ সেরে নিব। সন্ধ্যায় শাহপরান/শাহজালাল মাজার পৌঁছে মাজার জিয়ারত করে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে পানসি রেস্টুরেন্টে রাতের খাবার শেষ করে রাত ১০ টার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ।

➡️ ৩য় দিন: ১৭ সেপ্টেম্ব (রবিবার) ভোর ৫ টায় আমরা ঢাকায় পৌঁছাব।

➡️ এই প্যাকেজে যা যা থাকছেঃ-
🔹ঢাকা-সিলেট-ঢাকা ট্রেনে যাওয়া (শোভন চেয়ার), বাসে আসা (নন এসি)
🔹সিলেটে এক রাত হোটেলে থাকার খরচ
🔹২ দিনের জন্য রিজার্ভ লেগুনা
🔹সাদা পাথর বোট ভাড়া।
🔹বিছানাকান্দি নৌকা ভাড়া
🔹রাতারগুল নৌকা ভাড়া।
🔹২ দিনে মোট ৫ বেলা খাবার
🔹রাতারগুলের এন্ট্রি টিকেট

➡️ এই প্যাকেজে যা যা নেইঃ
🔹কোন প্রকার ব্যক্তিগত খরচ
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🔹ঔষধ খরচ
🔹ফেরারদিন রাতের খাবার।
🔹ইভেন্টে উল্লেখ নেই এমন কোনো খরচ।

➡️ খাবার মেনু : প্রথম দিন
🔹সকাল- খিচুড়ি (পানশী)
🔹দুপুরে- ভাত,ভর্তা, মাছ/মূরগী,সবজি,ডাল,সালাত।
🔹রাতে- চিকেন বিরিয়ানি (পাচ ভাই)

➡️ খাবার মেনু: দ্বিতীয় দিন
🔹সকাল- খিচুড়ি (পাঁচ ভাই)
🔹দুপুরে- ভাত+ভর্তা+গরু+ডাল (জাফলং)
🔹রাত- যে যার মতো করে খেয়ে নিব।

➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়
🔹ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল।
🔹সানগ্লাস, ক্যাপ।
🔹ক্যামেরা।
🔹প্রয়োজনীয় কাপড়,লুঙ্গী/গামছা।
🔹পানির বোতল।
🔹প্রয়োজনীয় ঔষধপত্র।
🔹ওডোমস ক্রিম।
🔹পাওয়ার ব্যাংক।
🔹মনে রাখবেন(ব্যাগ/প্যাক)যত হালকা হবে আপনার ভ্রমণ ততটাই সহজ হবে।

➡️শর্ত সমুহঃ-
এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীনতা অথবা কোন প্রকার অকারেন্স করার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব। স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে। কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।

➡️বিশেষ দ্রষ্টব্যঃ কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষন করে।

➡️বাংলাদেশের যে কোন প্রান্তে কম টাকায় টুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।

♣ কির্সতং তং হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। যার উচ্চতা প্রায় ২৯০০+- ফিট। এটিকে আমাদের দেশের মোস্ট প্রমিনেন্স পিক ও...
10/08/2023

♣ কির্সতং তং হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। যার উচ্চতা প্রায় ২৯০০+- ফিট। এটিকে আমাদের দেশের মোস্ট প্রমিনেন্স পিক ও বলা হয় এর গঠন এর কারনে। এই পাহাড়ের নামকরন হয়েছে কিরসা পাখি থেকে। এই পাহাড়ে এখনো রয়েছে শতবর্ষী বিশাল বিশাল গাছ এবং রয়েছে ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো পৌছাতে ও বেগ পেতে হয়।

♣রুংরাং এর নামকরন হয়েছে ধনেশ পাখি থেকে।একসময় এইখানে অনেক ধনেশ পাখি দেখা গেলে ও কালের পরিক্রমায় তা এখন বিলুপ্ত প্রায়চ। এই পাখির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় ঠোট। রুংরাং তং এর উচ্চতা প্রায় ২৭০০+- ফিট

♣সাইংপ্রা আমাদের দেশের অন্যতম সুন্দর এবং বন্য ঝর্না। তুলনামূলক একটু কঠিন ট্রেইলই বলা যায়।
আমাদের গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/shopnobilashtourism/?ref=share

⏱️ ভ্রমণের ব্যাপ্তিকালঃ ৩ দিন ৪ রাত
যাত্রার তারিখঃ ২৪ আগস্ট বৃহস্পতিবার।
ফেরার তারিখঃ ২৮ আগস্ট রবিবার সকাল ৬ টায় ঢাকা থাকব (ইনশাআল্লাহ) ।

⚡যা যা দেখবঃ
========
** কির্সতং
** রুংরাং
** সাইংপ্রা।
✨ট্যুর প্ল্যান :
----------------
▶ ১ম ‌দিন: আলিকদম নেমে নাস্তা করে বাইকে করে( ২১ কিলো) থেকে ট্রেকিং করে খেমচং পাড়া। এদিন ক্রিসতং সামিটে যাব আমরা। ফিরে এসে রাতে রান্না বান্না করে খেয়ে ঘুম।

▶ ২য় দিন : সকাল বেলা ঘুম থেকে উঠে সাইংপ্রা এর উদ্দেশ্য রওয়ানা। ঘুরে এসে পাড়ায় খেয়ে ঘুম।

▶ ৩য় দিন : সকালে উঠে নাস্তা করে রুংরাং তংয়ের চূড়ায় উঠে কিছু সময় কাটিয়ে চলে যাবো দুসরী বাজার এর উদ্দেশ্য।
আলিকদম এসে খাওয়া দাওয়া শেষ করে চট্টগ্রাম/ঢাকা এর বাসে উঠবো।

⚠ বিঃদ্রঃ এইটা কোন আরাম আয়েশের ট্রিপ হবে না, সারাদিন রোদের মধ্যে ট্রেকিং করে রান্না বান্না নিজেদের করেই খেতে হবে,যে কোন পরিস্থিতিতে সবার মতামত নিয়ে প্লানের পরিবর্তন হতে পারে।

♣️ ইভেন্ট ফি : ৬০০০ টাকা।

#টিম_সাইজ : ১২ জন।

#যেকোন প্রয়োজনে আমাদের কে ফোন করুন।
☎️ প্রিন্স 01633195428 (বিকাশ/নগদ)
☎️ নিশু 01568243470
☎️ আলম 01728268145
☎️ শরিফুল 01406832827

✅স্পেশাল ডিস্কাউন্টঃ
এই ট্যুরে আপনার জন্য রয়েছে একটি স্পেশাল অফার। গ্রুপে ২০০ জন মেম্বার ইনভাইট করে আপনি জিতে নিতে পারেন ১০০ টাকা ডিসকাউন্ট। সেক্ষেত্রে ইনভাইটেশনের স্ক্রিনশট আমাদের পেজে ইনবক্স করতে হবে।

#টাকা_জমা_দেবার_নিয়মঃ
-------------------------------
আমাদের সাথে যাবার জন্য ২০৪০ টাকা bKash/Rocket/Nogod করতে হবে। চাইলে দেখা করেও দিতে পারেন।

*** বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব না।

✨ইভেন্ট ফী তে যা যা পাচ্ছেন :
১.সকল ধরনের যাতায়াত (বাস-জিপ-বাইক/ চান্দের গাড়ি-বোট) খরচ
২.প্রফেশনাল গাইড সার্ভিস
৩.থাকার সব খরচ
৪.খাবারের সব খরচ(আসার দিন এর লাঞ্চ পর্যন্ত)
৫.প্রত্যেক রাতে পাহাড় সম্পর্কে একটি বেসিক ব্রিফিং ও কন্সাল্টেন্সি।

✨ট্রেকিং যা যা অবশ্যই সাথে নিতে হবে :
----------------------------------------
*** এন আই ডি / স্টুডেন্ট আই ডি কার্ডের ফটোকপি ৫ টা
১। ব্যাকপ্যাক - অবশ্যই ভালো মানের ট্রেকিং ব্যাগ যা দীর্ঘক্ষণ ট্রেকিংয়েও পিঠ ঘামাবে না এবং কোমড়ের উপরে চাপ সৃষ্টি করবে না । সাথে রেইন কভার,পলিথিন
২। ট্রেকিং প্যান্ট
৩। ট্রেকিং স্যান্ডেল
৪।শুকনা খাবার(যদি ও আমরা প্রোভাইড করবো)
৫। হ্যান্ড গ্লাভস (ঐচ্ছিক)
৬। হেড ল্যাম্প
৭। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৮। হাফ প্যান্ট, ট্রাউজার
৯। ট্রেকিং পোল (ঐচ্ছিক)
১০। মোজা ১/২ জোড়া
১১। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
১২। গামছা
১৩। খাবার চামচ - প্লেট - মগ(যদি প্রয়োজন মনে করেন)
১৪। পানির বোতল (১ লিটারের ১ টা)
১৫। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকোজ
১৬। মশার জন্য ওডোমস ক্রিম
১৭।মাস্ক, স্যানিটাইজার
১৮।পাওয়ার ব্যাংক

✨ বিঃ দ্রঃ
---------
# এটি কোন ধরনের অভিলাষী / আরাম - আয়েশের ভ্রমন হবেনা
# প্রতিদিন সূর্যের অথবা বৃষ্টির নিচে ব্যাকপ্যাক কাঁধে ৮/১০ ঘণ্টা করে কঠিন ট্রেক করতে হবে
# ট্রেকিং এর সময় দুপুরে ভারি খাবার পাওয়া যাবে না
# রাতে ট্রেকিং করতে হতে পারে
# রান্নাতে সাহায্য করতে হবে
# পথে পানির স্বল্পতা থাকতে পারে
# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে
# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...
• দলনেতার কথা না মানা
• দলের হয়ে কাজ না করা
• পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা

১০ আগস্ট (বৃহস্পতিবার) ট্রেনে পুরো সিলেট ভ্রমণ (২ দিন) ৩৬০০ টাকায়! লো বাজেটে প্রিমিয়াম ট্যুর দিতে বুকিং করুন 🥰➡️ ভ্রমণের...
02/08/2023

১০ আগস্ট (বৃহস্পতিবার) ট্রেনে পুরো সিলেট ভ্রমণ (২ দিন) ৩৬০০ টাকায়! লো বাজেটে প্রিমিয়াম ট্যুর দিতে বুকিং করুন 🥰

➡️ ভ্রমণের স্থান:
🔹রাতারগুল
🔹সাদা পাথর
🔹জাফলং
🔹বিছানাকান্দি
🔹মায়াবী ঝর্ণা
🔹মঙ্গোলিয়া টি গার্ডেন
🔹মালনীছড়া চা বাগান
🔹শাহজালালের মাজার শরীফ
🔹শাহ পরানের মাজার শরীফ

ট্যুর ফি :- ৩৬০০/- জনপ্রতি
কাপল ফি :- ৮০০০/- (২জন)

➡️আমাদের ফেসবুক গ্রুপ লিংক -
https://www.facebook.com/groups/shopnobilashtourism/?ref=share_group_link

➡️ বুকিং এর নিয়মাবলী: আমাদের এই ট্যুরে যেতে হলে ১২০০ টাকা অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন এই নাম্বারে 01633195428 (Prince) Bkash। আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো। বিকাশে পেমেন্ট দিলে বিকাশ খরচ সহ দিতে হবে।

➡️যেকোন প্রয়োজনে আমাদের কে ফোন করুন।
☎️ প্রিন্স 01633195428 (বিকাশ/নগদ)
☎️ আলম 01728268145
☎️ নিশু 01568243470
☎️ শরিফুল 01406832827

➡️ ভ্রমণ পরিকল্পনাঃ-
➡️ রাত ১০ টায় কমলাপুর রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবো ইনশাআল্লাহ ।

➡️ প্রথম দিন: ১১ আগস্ট (শুক্রবার)
খুব সকালে সিলেট পৌঁছে সরাসরি আমরা হোটেলে চলে যাব। হোটেলে পৌঁছে চেক ইন করে ফ্রেশ হয়ে সিলেটের বিখ্যাত পাঁচ ভাই/পানসী রেস্টুরেন্টে নাস্তা শেষে সবাই মিলে রিজার্ভ লেগুনা করে বেরিয়ে পড়বো। প্রথম দিন আমরা যেখানে যেখানে ঘুরে দেখবো।
🔹 চা বাগান।
🔹 রাতারগুল।
🔹 সাদা পাথর
🔹 শাহজালাল মাজ।
দুপুরে আমরা ভোলাগঞ্জ লাঞ্চ সেরে নিব সন্ধ্যায় হোটেলে ব্যাক করব এবং রাতে খাওয়া-দাওয়া করে দ্রুত ঘুমিয়ে পড়বো।

➡️ দ্বিতীয় দিন: ১২ আগস্ট (শবিনার)
খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে পাঁচ ভাই/পানসী রেস্টুরেন্টে নাস্তা করে রিজার্ভ লেগুনা নিয়ে আবারো আমরা বেরিয়ে পড়বো। এদিন যেখান যেখানে ঘুরবো:
🔹 জাফলং
🔹 বিছানাকান্দি
🔹 শাহ জালাল মাজার।
🔹 শাহপরান মাজার।
দুপুরে আমরা জাফলং লাঞ্চ সেরে নিব। সন্ধ্যায় শাহপরান/শাহজালাল মাজার পৌঁছে মাজার জিয়ারত করে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে পানসি রেস্টুরেন্টে রাতের খাবার শেষ করে রাত ১০ টার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ।

➡️ ৩য় দিন: ১৩ আগস্ট (রবিবার)
ভোর ৫ টায় আমরা ঢাকায় পৌঁছাব।

➡️ এই প্যাকেজে যা যা থাকছেঃ-
🔹ঢাকা-সিলেট-ঢাকা ট্রেনে যাওয়া, বাসে আসা (নন এসি)
🔹সিলেটে এক রাত হোটেলে থাকার খরচ
🔹২ দিনের জন্য রিজার্ভ লেগুনা
🔹সাদা পাথর বোট ভাড়া।
🔹বিছানাকান্দি নৌকা ভাড়া
🔹রাতারগুল নৌকা ভাড়া।
🔹২ দিনে মোট ৫ বেলা খাবার
🔹রাতারগুলের এন্ট্রি টিকেট

➡️ এই প্যাকেজে যা যা নেইঃ
🔹কোন প্রকার ব্যক্তিগত খরচ
🔹জাফলং ঝর্ণা আসা যাওয়ার নৌকা ভাড়া
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🔹ঔষধ খরচ
🔹ফেরারদিন রাতের খাবার।
🔹ইভেন্টে উল্লেখ নেই এমন কোনো খরচ।

➡️ খাবার মেনু : প্রথম দিন
🔹সকাল- খিচুড়ি (পানশী)
🔹দুপুরে- ভাত,ভর্তা, মাছ/মূরগী,সবজি,ডাল,সালাত।
🔹রাতে- চিকেন বিরিয়ানি (পাচ ভাই)

➡️ খাবার মেনু: দ্বিতীয় দিন
🔹সকাল- খিচুড়ি (পাঁচ ভাই)
🔹দুপুরে- ভাত+ভর্তা+গরু+ডাল
🔹রাত- যে যার মতো করে খেয়ে নিব।

➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়
🔹ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল।
🔹সানগ্লাস, ক্যাপ।
🔹ক্যামেরা।
🔹প্রয়োজনীয় কাপড়,লুঙ্গী/গামছা।
🔹পানির বোতল।
🔹প্রয়োজনীয় ঔষধপত্র।
🔹ওডোমস ক্রিম।
🔹পাওয়ার ব্যাংক।
🔹মনে রাখবেন(ব্যাগ/প্যাক)যত হালকা হবে আপনার ভ্রমণ ততটাই সহজ হবে।

➡️শর্ত সমুহঃ-
এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীনতা অথবা কোন প্রকার অকারেন্স করার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব। স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে। কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।

➡️বিশেষ দ্রষ্টব্যঃ কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষন করে।

➡️বাংলাদেশের যে কোন প্রান্তে কম টাকায় টুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।

Address

Dhaka

Telephone

+8801633195428

Website

Alerts

Be the first to know and let us send you an email when Budget Trip BD - বাজেট ট্রিপ বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like