ঘুরুঞ্চি- Footslogger of Bangladesh

ঘুরুঞ্চি- Footslogger of Bangladesh ট্যুর, ট্রাভেল ট্র‍্যাকিং পাগল সকল ঘুরুঞ্চি আড্ডাখানা এই Footslogger of Bangladesh
(1)

নয়কুড়ি কান্দার ছয় কুড়ি বিল-টাঙ্গুয়ার হাওরের  ট্রিপ 🌿ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে যদি যেতে চান হাওর বাওর সেই সাথে মেঘালয় ...
21/07/2023

নয়কুড়ি কান্দার ছয় কুড়ি বিল-
টাঙ্গুয়ার হাওরের ট্রিপ 🌿

ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে যদি যেতে চান হাওর বাওর সেই সাথে মেঘালয় এর কোল ঘেষে নীলাদ্রি লেক, বারেক টিলা, যাদুকাটা নদীর দেশে হারিয়ে যেতে। কিংবা হালের ক্রেজ সুরঙ্গ মুভি শুটিং এর স্থান গুলো যদি ঘুরতে চান, তবে যেতে পারেন টিম ঘুরুঞ্চির সাথে।

🎟 যাচ্ছি কোথায়ঃ
🎫 যাচ্ছি মূলত সুনামগঞ্জের এর বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে প্রিমিয়াম ট্রিপে।

🎟 কিন্তু যাচ্ছি কবেঃ
🎫 ১০ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার রাতে বাস। ১১ তারিখ শুক্রবার সারাদিন ঘুরে রাতে হাওরে হাউজবোটে থাকা। ১২ তারিখ সারাদিন ঘুরে ঢাকার পথ ধরা। যাতে রবিবার ১৩ আগস্ট ২০২৩ ভোরের মাঝেই ঢাকা। তাই যাদের রবিবার অফিস আছে তারাও যেতে পারবেন এ যাত্রায়।

🎟 ভ্রমণ খরচঃ
🎫 ৭৯৯৯টাকা +- আপনারা জানেন টিম ঘুরুঞ্চির ঘুরাঘুরি মানেই যার যার তার তার আব্দুল সাত্তার টাইপ ট্যুর। টাকা বেঁচে গেলে ফিরিয়ে দেব আর বেশি লাগলে গামছা বিছায় দেব।

🎟 ইয়ে মানে ভ্রমণ পরিকল্পনাটাঃ
🎫 রাতের বাসে ঢাকা হতে রওনা। সকালে সুনামগঞ্জ পৌঁছে বোটে উঠে ব্রেকফাস্ট করে নিব। আমাদের হাউজবোট চলবে ওয়াচটাওয়ার এর পানে। সেখানে পানিতে দাপাদাপি করে লাঞ্চ করতে করতে আর খানিক বিশ্রাম নিতে নিতেই পথ ধরবো টেকেরঘাটের। বিকাল কাটাবো নীলাদ্রি লেক ও মেঘালয় এর পাহাড়ে। সাথে আছে চুনাপাথরের খনির মোনোরেল।

রাতে ডিনারের পর হবে জমপেস আড্ডা। হাওরের রাত কতটা অসাধারণ না গেলে বুজবেন না।

পরদিন ঘুরবো বারেকটিলা, যাদুকাটা নদী শিমুল বাগান। সময় পেলে ঘুরুঞ্চি লালঘাট ঝর্ণা ও লাকমাছড়া। ভরপুর ঘুরে আর ভরপুর খেয়ে দেয়ে সন্ধ্যা সুনামগঞ্জ। রাতের বাসে ঢাকা ব্যাক।

🎟 কনফার্ম করার ডেডলাইন:
🎫 হাতে সময় কম সেই সাথে ঘুরুঞ্চির প্রতি ট্যুরেই থাকে লিমিটেড সিট। ২৪ জুলাই ২০২৩ এর মধ্যেই কনফার্ম করিতে হইবে।

🎟 কনফার্ম করার উপায়ঃ
🎫 খুবি সহজ, কনফার্ম করতে চাইলে ডেডলাইনের মধ্যে জনপ্রতি ৫৫০০ টাকা (অফেরতযোগ্য) প্রদান করে নিজের আসন নিশ্চিত করতে হবে। বিকাশ করিতে পারেন সেক্ষেত্রে বিকাশ ক্যাশ আউট চার্জ ধরিয়া দেবেন। অথবা পাঠাতে পারেন ব্যাংক একাউন্টেও। তবে অবশ্যই পাঠানোর আগে কথা বলে নিবেন।

টিপুঃ 01676-502072
রাসেদ জামানঃ 01815-282831
আতাউল গনিঃ 01730-958984
এদের যে কারো সাথে।

আসন সংখ্যা অতি সীমিত। আর এটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ট্রিপ। তাই ছেলে মেয়ে সকলেই যেতে পারবেন।

🎟 এই ৭৯৯৯ টাকায় যা যা থাকছেঃ
⦿ ঢাকা-সুনামগঞ্জ-ঢাকা ব্রান্ডের বাস
⦿ সুনামগঞ্জ পৌছানোর পর থেকে সুনামগঞ্জ থেকে ঢাকার পথ ধরা পর্যন্ত মোট ৮ বেলা খাবার।
⦿ সকল এন্ট্রি ফি।
⦿ প্রিমিয়াম হাউজবোট এ এক রাত থাকা যেখানে থাকবে হাইজেনিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়াশরুম ও লক ডোর সম্বলিত। ফোন ল্যাপটপ চার্জের ব্যবস্থা, নামাজের ব্যবস্থা। পর্যাপ্ত ফায়ার সেফটিক ইকুইপমেন্ট।
⦿ লাইফ জ্যাকেট, গাইড সার্ভিস, ফাস্টএইড বক্স।

🎫 যা যা থাকছেনাঃ
⦿ আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার।
⦿ কোন প্রকার ব্যাক্তিগত খরচ।

তবে আর দেরি কেন, চলুন বেড়িয়ে পড়ি টিম ঘুরুঞ্চির সাথে ঘুরার জন্য, দেখার জন্য, জানার জন্য। কিপ রোমিং

শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন। যাত্রাপথে তাঁর পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাস উদ্দীন। একটা আ...
21/04/2023

শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন। যাত্রাপথে তাঁর পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাস উদ্দীন। একটা আবদার নিয়ে এসেছেন তিনি। আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে তিনি এগুতে দিবেন না।

আব্বাস উদ্দীন নজরুলকে সম্মান করেন, সমীহ করে চলেন। নজরুলকে তিনি ‘কাজীদা’ বলে ডাকেন। নজরুল বললেন, “বলে ফেলো তোমার আবদার।”

আব্বাস উদ্দীন সুযোগটা পেয়ে গেলেন। বললেন, “কাজীদা, একটা কথা আপনাকে বলবো বলবো ভাবছি। দেখুন না, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল এরা কী সুন্দর উর্দু কাওয়ালী গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলায় ইসলামি গান তো তেমন নেই। বাংলায় ইসলামি গান গেলে হয় না? আপনি যদি ইসলামি গান লেখেন, তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে।”

বাজারে তখন ট্রেন্ড চলছিলো শ্যামা সঙ্গীতের। শ্যামা সঙ্গীত গেয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে। এই স্রোতে গা ভাসাতে গিয়ে অনেক মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করেন। মুনশী মোহাম্মদ কাসেম হয়ে যান ‘কে. মল্লিক’, তালাত মাহমুদ হয়ে যান ‘তপন কুমার’। মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে গান চলবে না। নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লেখেন, সুর দেন।

গানের বাজারের যখন এই অবস্থা তখন আব্বাস উদ্দীনের এমন আবদারের জবাবে নজরুল কী উত্তর দেবেন? ‘ইসলাম’ শব্দটার সাথে তো তাঁর কতো আবেগ মিশে আছে। ছোটবেলায় মক্তবে পড়েছেন, কুর’আন শিখেছেন এমনকি তাঁর নিজের নামের সাথেও তো ‘ইসলাম’ আছে।

আব্বাস উদ্দীনকে তো এই মুহূর্তে সরাসরি ‘হ্যাঁ’ বলা যাচ্ছে না। স্রোতের বিপরীতে সুর মেলানো চট্টিখানি কথা না। আবেগে গা ভাসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। এগুলোর জন্য আবার ভগবতী বাবুর কাছে যেতে হবে। ভগবতী বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সেল-ইন-চার্জ।

নজরুল বললেন, “আগে দেখো ভগবতী বাবুকে রাজী করাতে পারো কিনা।” আব্বাস উদ্দীন ভাবলেন, এইতো, কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পেলাম, ভগবতী বাবুকে কিভাবে রাজী করাতে হয় সেটা এখন দেখবেন।

গ্রামোফোনের রিহার্সেল-ইন-চার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাস উদ্দীন অনুরোধ করলেন। কিন্তু, ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজী না। মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লালবাতি জ্বলতে পারে। আব্বাস উদ্দীনযতোই তাঁকে অনুরোধ করছেন, ততোই তিনি বেঁকে বসছেন। ঐদিকে আব্বাস উদ্দীনও নাছোড়বান্দা। এতো বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছু ছাড়ছেন না। অনুরোধ করেই যাচ্ছেন। দীর্ঘ ছয়মাস চললো অনুরোধ প্রয়াস। এ যেন পাথরে ফুল ফুটানোর আপ্রাণ চেষ্টা!

একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাস উদ্দীন বললেন, “একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না, যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না। ক্ষতি কী?” ভগবতী বাবু আর কতো ‘না’ বলবেন। এবার হেসে বললেন, “নেহাতই নাছোড়বান্দা আপনি। আচ্ছা যান, করা যাবে। গান নিয়ে আসুন।” আব্বাস উদ্দীনের খুশিতে চোখে পানি আসার উপক্রম! যাক, সবাই রাজী। এবার একটা গান নিয়ে আসতে হবে।

নজরুল চা আর পান পছন্দ করেন। এক ঠোঙা পান আর চা নিয়ে আব্বাস উদ্দীন নজরুলের রুমে গেলেন। পান মুখে নজরুল খাতা কলম হাতে নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাস উদ্দীন খান অপেক্ষার প্রহর গুনছেন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো সময় যেন থমকে আছে। সময় কাটানোর জন্য আব্বাস উদ্দীন পায়চারী করতে লাগলেন।

প্রায় আধ ঘন্টা কেটে গেলো। বন্ধ দরজা খুলে নজরুল বের হলেন। পানের পিক ফেলে আব্বাস উদ্দীনের হাতে একটা কাগজ দিলেন। এই কাগজ তাঁর আধ ঘন্টার সাধনা। আব্বাস উদ্দীনের ছয় মাসের পরিশ্রমের ফল।

আব্বাস উদ্দীন কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেনঃ-

“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।”

আব্বাস উদ্দীনের চোখ পানিতে ছলছল করছে। একটা গানের জন্য কতো কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। সেই গানটি এখন তাঁর হাতের মুঠোয়। তিনি কি জানতেন, তাঁর হাতে বন্দী গানটি একদিন বাংলার ইথারে ইথারে পৌঁছে যাবে? ঈদের চাঁদ দেখার সাথে সাথে টিভিতে ভেজে উঠবে- ও মন রমজানের ঐ রোজার শেষে...?
..

দুই মাস পর রোজার ঈদ। গান লেখার চারদিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়ে গেলো। আব্বাস উদ্দীন জীবনে এর আগে কখনো ইসলামি গান রেকর্ড করেননি। গানটি তাঁর মুখস্তও হয়নি এখনো। গানটা চলবে কিনা এই নিয়ে গ্রামোফোন কোম্পানি শঙ্কায় আছে। তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড। কিভাবে সুর দিতে হবে দেখিয়ে দিলেন।

হারমোনিয়ামের উপর আব্বাস উদ্দীনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। সুর সম্রাট আব্বাস উদ্দীনের বিখ্যাত কণ্ঠ থেকে বের হলো- “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ...”। ঈদের সময় গানের এ্যালবাম বাজারে আসবে। আপাতত সবাই ঈদের ছুটিতে।

রমজানের রোজার পর ঈদ এলো। আব্বাস উদ্দীন বাড়িতে ঈদ কাটালেন। কখন কলকাতায় যাবেন এই চিন্তায় তাঁর তর সইছে না। গানের কী অবস্থা তিনি জানেন না। তাড়াতাড়ি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেন।

ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন। ট্রামে চড়ে অফিসের পথে যতো এগুচ্ছেন, বুকটা ততো ধ্বকধ্বক ধ্বকধ্বক করছে। অফিসে গিয়ে কী দেখবেন? গানটা ফ্লপ হয়েছে? গানটা যদি ফ্লপ হয় তাহলে তো আর জীবনেও ইসলামি গানের কথা ভগবতী বাবুকে বলতে পারবেন না। ভগবতী বাবু কেন, কোনো গ্রামোফোন কোম্পানি আর রিস্ক নিতে রাজী হবে না। সুযোগ একবারই আসে।

আব্বাস উদ্দীন যখন এই চিন্তায় মগ্ন, তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করলো- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। এই যুবক গানটি কোথায় শুনলো? নাকি আব্বাস উদ্দীন ভুল শুনছেন?

না তো। তিনি আবারো শুনলেন যুবকটি ঐ গানই গাচ্ছে। এবার তাঁর মনের মধ্যে এক শীতল বাতাস বয়ে গেলো। অফিস ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন তখন আরেকটা দৃশ্য দেখে এবার দ্বিগুণ অবাক হলেন। কয়েকটা ছেলে দলবেঁধে মাঠে বসে আছে। তারমধ্য থেকে একটা ছেলে গেয়ে উঠলো- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। আব্বাস উদ্দীন এতো আনন্দ একা সইতে পারলেন না। তাঁর সুখব্যথা হচ্ছে।

ছুটে চললেন নজরুলের কাছে। গিয়ে দেখলেন নজরুল দাবা খেলছেন। তিনি দাবা খেলা শুরু করলে দুনিয়া ভুলে যান। আশেপাশে কী হচ্ছে তার কোনো খেয়াল থাকে না। অথচ আজ আব্বাস উদ্দীনের গলার স্বর শুনার সাথে সাথে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাঁকে জড়িয়ে ধরলেন। নজরুল বললেন, “আব্বাস, তোমার গান কী যে হিট হয়েছে!”

১৯৩২ সালে গাওয়া আব্বাসউদ্দীন এর সেই রেকর্ড টি শুনতে পাবেন যেথায়ঃ
https://youtu.be/XoWqMSdd8xU

অল্প কয়দিনের মধ্যেই গানটির হাজার হাজার রেকর্ড বিক্রি হয়। ভগবতী বাবুও দারুণ খুশি। একসময় তিনি ইসলামি সঙ্গীতের প্রস্তাবে একবাক্যে ‘না’ বলে দিয়েছিলেন, আজ তিনিই নজরুল-আব্বাসকে বলছেন, “এবার আরো কয়েকটি ইসলামি গান গাও না!” শুরু হলো নজরুলের রচনায় আর আব্বাস উদ্দীনের কণ্ঠে ইসলামি গানের জাগরণ।

বাজারে এবার নতুন ট্রেন্ড শুরু হলো ইসলামি সঙ্গীতের। এই ট্রেন্ড শুধু মুসলমানকেই স্পর্শ করেনি, স্পর্শ করেছে হিন্দু শিল্পীদেরও।

একসময় মুসলিম শিল্পীরা শ্যামা সঙ্গীত গাইবার জন্য নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখতেন। এবার হিন্দু শিল্পীরা ইসলামি সঙ্গীত গাবার জন্য মুসলিম নাম রাখা শুরু করলেন। ধীরেন দাস হয়ে যান গণি মিয়া, চিত্ত রায় হয়ে যান দেলোয়ার হোসেন, গিরিন চক্রবর্তী হয়ে যান সোনা মিয়া, হরিমতি হয়ে যান সাকিনা বেগম, সীতা দেবী হয়ে যান দুলি বিবি, ঊষারাণী হয়ে যান রওশন আরা বেগম।

তবে বিখ্যাত অনেক হিন্দু শিল্পী স্ব-নামেও নজরুলের ইসলামি সঙ্গীত গেয়েছেন। যেমনঃ অজয় রায়, ড. অনুপ ঘোষল, আশা ভোঁসলে, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়।

দুই.

কাজী নজরুল ইসলামের ইসলামি গান লেখার সহজাত প্রতিভা ছিলো। খাতা কলম দিয়ে যদি কেউ বলতো, একটা গান লিখুন, তিনি লিখে ফেলতেন।

একদিন আব্বাস উদ্দীন নজরুলের বাড়িতে গেলেন। নজরুল তখন কী একটা কাজে ব্যস্ত ছিলেন। আব্বাস উদ্দীনকে হাতের ইশারায় বসতে বলে আবার লেখা শুরু করলেন। ইতোমধ্যে যুহরের আযান মসজিদ থেকে ভেসে আসলো। আব্বাস উদ্দীন বললেন, “আমি নামাজ পড়বো। আর শুনুন কাজীদা, আপনার কাছে একটা গজলের জন্য আসছি।”

কবি শিল্পীকে একটা পরিস্কার জায়নামাজ দিয়ে বললেন, “আগে নামাজটা পড়ে নিন।” আব্বাস উদ্দীন নামাজ পড়তে লাগলেন আর নজরুল খাতার মধ্যে কলম চালাতে শুরু করলেন।

আব্বাস উদ্দীনের নামাজ শেষ হলে নজরুল তাঁর হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন, “এই নিন আপনার গজল!” হাতে কাগজটি নিয়ে তো আব্বাস উদ্দীনের চক্ষু চড়কগাছ। এই অল্প সময়ের মধ্যে নজরুল গজল লিখে ফেলছেন? তা-ও আবার তাঁর নামাজ পড়ার দৃশ্যপট নিয়ে?

“হে নামাজী! আমার ঘরে নামাজ পড়ো আজ,
দিলাম তোমার চরণতলে হৃদয় জায়নামাজ।”

তিন.

কাজী নজরুল ইসলাম বিখ্যাত হয়ে আছেন তাঁর রচিত নাতে রাসূলের জন্য।

১। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ-বাতাস দেখবি যদি আয়’

২। ‘মুহাম্মদ নাম জপেছিলি, বুলবুলি তুই আগে,
তাই কি রে তোর কন্ঠের গান, এমন মধুর লাগে।'

৩। ‘আমি যদি আরব হতাম মদীনারই পথ
আমার বুকে হেঁটে যেতেন, নূরনবী হজরত’

৪। ‘হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়
সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে যায়।
সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা।’
.

গানগুলো ক্লাসিকের মর্যাদা পেয়েছে। গানগুলো রচনার প্রায় নব্বই বছর হয়ে গেছে। আজও মানুষ গুনগুনিয়ে গানগুলো গায়।

তথ্য উৎসঃ
১। আব্বাসউদ্দীনের আত্মজীবনী - ‘দিনলিপি ও আমার শিল্পী জীবনের কথা'। সংগৃহীত।

খুমের রাজ্যে একদিনঃ দেবতাখুম ট্রিপ 🌿ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে যদি যেতে চান পাহাড়, নদী, ঝিরি ঝর্ণার মাঝে ডুবে নেটওয়ার্...
20/02/2023

খুমের রাজ্যে একদিনঃ দেবতাখুম ট্রিপ 🌿
ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে যদি যেতে চান পাহাড়, নদী, ঝিরি ঝর্ণার মাঝে ডুবে নেটওয়ার্ক এর বাইরে হারিয়ে যেতে। তবে যেতে পারেন টিম ঘুরুঞ্চির সাথে।

🎟 যাচ্ছি কোথায়ঃ
🎫 যাচ্ছি মূলত বান্দরবান এর বিখ্যাত দেবতাখুম ও শীলবান্ধা ঝর্ণা ট্রেকিং এ।

🎟কিন্তু যাচ্ছি কবেঃ
🎫 ০২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার রাতে বাস। ০৩ তারিখ শুক্রবার সারাদিন ঘুরে রাতে বাসেই ঢাকার পথ ধরা। যাতে শনিবার ০৪ মার্চ ২০২৩ ভোরের মাঝেই ঢাকা। তাই যাদের শনিবার অফিস আছে তারাও যেতে পারবেন এ যাত্রায়।

🎟ভ্রমণ খরচঃ
🎫 ৩৪৯৯টাকা +- আপনারা জানেন টিম ঘুরুঞ্চির ঘুরাঘুরি মানেই যার যার তার তার আব্দুল সাত্তার টাইপ ট্যুর। টাকা বেঁচে গেলে ফিরিয়ে দেব আর বেশি লাগলে গামছা বিছায় দেব।

🎟 ইয়ে মানে ভ্রমণ পরিকল্পনাটাঃ
🎫 প্রথমদিন সকালে বান্দরবান নেমে ব্রেকফাস্ট শেষ করে জীপে করে রওনা করবো রোয়াংছড়ির উদ্দেশ্যে। সেখানে রিপোর্টিং করে রোয়াংছড়ি থেকে চলে যাব কচ্ছপতলী তে। সেখানে লিরা গাও আর্মি ক্যাম্পে হাজিরা দিয়েই ধরবো ট্রেকিং এর পথ। ঘন্টা খানেকের হাঁটার চড়াই উত্তরাই পাহাড়ি পথে শীলবাধা পাড়া হয়ে দেবতাখুম। হারিয়ে যাব খুমের রাজ্যে, নৌকা বা ভেলা যেভাবেই চান। আর ফিরবো পাহাড়ি ঝিরির ছোট-বড় পাথরের দৃষ্টিনন্দন ট্রেইল ধরে।

প্রায় আধা কিলোমিটার লম্বা দেবতাখুম আমরা পার হবো বাঁশের ভেলায় চড়ে। সারাদিন দেবতাখুম ঘুরে সন্ধ্যার মধ্যেই আবার বান্দরবান ফিরে আসবো। এরপর রাতের খাবার খেয়ে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা যাতে শনিবার সকালে অফিস করতে পারেন।

🎟কনফার্ম করার ডেডলাইন:
🎫 হাতে সময় কম ২৫ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যেই কনফার্ম করিতে হইবে।

🎟 কনফার্ম করার উপায়ঃ
🎫 খুবি সহজ, কনফার্ম করতে চাইলে ডেডলাইনের মধ্যে জনপ্রতি ২৫০০ টাকা (অফেরতযোগ্য) প্রদান করে নিজের আসন নিশ্চিত করতে হবে। বিকাশ করিতে পারেন সেক্ষেত্রে বিকাশ ক্যাশ আউট চার্জ ধরিয়া দেবেন। অথবা পাঠাতে পারেন ব্যাংক একাউন্টেও। তবে অবশ্যই পাঠানোর আগে কথা বলে নিবেন।

টিপুঃ 01676-502072
আতাউল গনিঃ 01730-958984
এদের যে কারো সাথে।

আপনারা জানেন টিম ঘুরুঞ্চি ট্রিপ মানেই আসন সংখ্যা বরাবরের অতি সীমিত। আর এটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ট্রিপ। তাই পাহাড়ে ও ঝিরিতে হাটতে সক্ষম এমন ছেলে কিংবা মেয়ে সকলেই যেতে পারবেন।

🎟 এই ট্রিপে যা অবশ্যই সাথে নিতে হবেঃ
⦿ ২কপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি।
⦿ ট্রেকিং'এর জন্য প্লাস্টিক বা রাবারের জুতো।
⦿ চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
⦿ ভেজা কাপড় বা ফোন-ক্যামেরা রাখার জন্য পলিথিন।

🎟 এই ৩৪৯৯ টাকায় যা যা থাকছেঃ
⦿ ঢাকা-বান্দরবান-ঢাকা বাস টিকেট
⦿ বান্দরবান পৌঁছানোর পর ৩+ বেলা খাবার।
⦿ জীপ ভাড়া।
⦿ ভেলা ও লাইফ জ্যাকেট খরচ।
⦿ আর্মি অনুমদিত গাইডের খরচ।
⦿ পর্যটন কেন্দ্র সমূহের এন্ট্রি ফি।
⦿ ঘুরুঞ্চি ব্রান্ডে এক্সপোর্ট কোয়ালিটি টি-শার্ট

🎫 যা যা থাকছেনাঃ
⦿ ঢাকা থেকে বান্দরবান আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার।

🎯 কনফার্ম করার আগে যে বিষয়গুলো বিবেচনা করতে হবেঃ

⦿ এটি একটি এন্ট্রি লেভেল ট্রেকিং ট্যুর। দেড় ঘন্টা হেঁটে দেবতাখুম যেতে হবে আবার ফিরেও আসতে হবে একই পথ ধরে।

⦿ ট্যুরের দিন ৬ ঘন্টা আপনাকে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকতে হবে।

⦿ দুপুরের খাবার খেতে বিকেল হতে পারে।

এই ব্যাপার গুলো জেনে যদি মনে হয় আপনি মানিয়ে নিতে পারবেন,তবেই কনফার্ম করবেন।

তবে আর দেরি কেন, চলুন বেড়িয়ে পড়ি টিম ঘুরুঞ্চির সাথে ঘুরার জন্য, দেখার জন্য, জানার জন্য। কিপ রোমিং

👕 টিম ঘুরুঞ্চির প্রতিটি আয়োজনেই থাকে ভিন্ন ভিন্ন রং ও থিমের ছোঁয়া। সেই ধারাবাহিকতায় টিম ঘুরুঞ্চির সাজেক ট্রিপ এর জন্য আস...
11/10/2022

👕 টিম ঘুরুঞ্চির প্রতিটি আয়োজনেই থাকে ভিন্ন ভিন্ন রং ও থিমের ছোঁয়া। সেই ধারাবাহিকতায় টিম ঘুরুঞ্চির সাজেক ট্রিপ এর জন্য আসছে "সাজেক-ভ্যালি" থিমের ঘুরুঞ্চি ব্রান্ডের টিশার্ট।

🎯 ম্যাস ফেব্রিকস
🎯 এক্সপোর্ট কোয়ালিটি
🎯 হাই কোয়ালিটি প্রিন্টিং

🌼 থিমঃ সাজেক-ভ্যালি
🌿 মূল্যঃ ৩৫০ টাকা। [যে কেউ অর্ডার করতে পারেন]

💥 টিম ঘুরুঞ্চির সাজেক ট্রিপে যাওয়া সকলের জন্য সম্পূর্ণ [Free] ফ্রি'তেই থাকছে এই অসাধারণ থিমেটিক টিশার্ট টি 💥

চাইলে যে কেউ তার ঘুরুঞ্চিমনা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির যে কাউকে গিফট করতে পারেন, কিংবা অর্ডার করতে পারেন নিজের জন্যেও।

🚙 ডেলিভারিঃ
ঢাকার মিরপুর ১০, ১২, ফকিরাপুল ও জিনজিরা ফ্রি পিক-আপ পয়েন্ট। চার্জ ছাড়াই ফ্রি ডেলিভারি পাবেন এই পয়েন্ট থেকে এর বাইরে হোম ডেলিভারি নিতে কুরিয়ার সার্ভিস অনুযায়ী চার্জ প্রযোজ্য।

🎗অর্ডার করার নিয়মঃ
অর্ডার করতে চাইলে ডিজাইন ও সাইজ জানিয়ে কল দিয়ে বিকাশ/নগদ করুন ক্যাশ আউট চার্জ সহ -
📝 টিপুঃ 01676-502072 [Bkash/Nagad]

🎯সাইজঃ Chest/Length
👤S. : 36/26
👤M : 38/27
👤L : 40/28
👤XL : 42/29
👤XXL : 44/30

🎯 অর্ডার করার লাস্ট ডেটঃ
অর্ডার দিতে হবে আগামী ১৬/১০/২০২২ এর মধ্যেই।
#ঘুরুঞ্চি

টিম ঘুরুঞ্চি ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে আবারো হারিয়ে যাব আমরা মেঘের দেশ সাজেকে। এবারে হবে সাজেকে টিম ঘুরুঞ্চি প্রিমিয়া...
03/10/2022

টিম ঘুরুঞ্চি ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে আবারো হারিয়ে যাব আমরা মেঘের দেশ সাজেকে। এবারে হবে সাজেকে টিম ঘুরুঞ্চি প্রিমিয়াম ট্রিপ। এসি বাসে যাওয়া আসা, বেস্ট ভিউ এর বেস্ট প্রিমিয়াম রিসোর্টে থাকা৷ ভরপুর খাওয়া দাওয়া সহ থাকছে অস্থির সব আয়োজন।

🎟 যাচ্ছি কোথায়ঃ
যাচ্ছি মেঘের দেশ সাজেক ভ্যালি তে।

🎟 ইয়ে মানে ভ্রমণ পরিকল্পনাটাঃ
প্লান হলো, ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে বাসে ঢাকা হতে রওনা ২৮ তারিখ শুক্রবার সকালে খাগড়াছড়ি নেমে নাস্তা করে চাঁদের গাড়িতে সাজেক যাওয়া। সাজেক নেমে লাঞ্চ করে ভরপুর ঘুরাঘুরি সারাদিন ঘুরে সাজেকে রাত থাকা। ২৯ তারিখ শনিবার ভোরে উঠে ঘুরাঘুরি করে, নাস্তা করেই সকালের স্কট ধরে খাগড়াছড়ি এসে বিখ্যাত সিস্টেম রেস্টুরেন্টে লাঞ্চ। এরপর আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, হার্টিকালচার পার্ক ইত্যাদি সারাদিন ঘুরে ডিনার করে রাতের বাসে চড়ে বসা। ৩০ অক্টোবর রবিবার ভোরে ইনশাআল্লাহ ঢাকায়। সবাই যার যার অফিস করতে পারবো।

🎟 যা যা দেখবো এই দুই দিনেঃ
★সাজেক ভ্যালি
★কংলাক পাড়া
★আলুটিলা গুহা
★রিসাং ঝর্ণা
★ঝুলন্ত ব্রীজ
★রুইলুই পারা গীর্জা
★রক গার্ডেন
★তারেং [ সময় থাকলে ]

🎟ভ্রমণ খরচঃ
🎫 ৬৫০০ টাকা +- আপনারা জানেন টিম ঘুরুঞ্চির ঘুরাঘুরি মানেই যার যার তার তার আব্দুল সাত্তার টাইপ ট্যুর। টাকা বেঁচে গেলে ফিরিয়ে দেব আর বেশি লাগলে গামছা বিছায় দেব।

তবে কাপল গেলে কাপলরা জন প্রতি ৫০০ টাকা অতিরিক্ত প্রদান করতে হবে কাপল রুম এর জন্য।

🎟 এই ৬৫০০+- টাকায় যা যা থাকছেঃ
✺ ঢাকা -খাগড়াছড়ি- ঢাকা এসি বাস।
✺ রির্জাভ চান্দের গাড়ি ২ দিনের জন্য, দুই দিনের পুরোটা সময় সার্বক্ষনিক চাঁন্দের গাড়ি।
✺ রিসোর্ট এ রাত যাপন একদিন (সাজেক)
✺ দু'দিনে ৬+ বেলা খাবার।
✺ প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির ঘুরুঞ্চি ব্রান্ডের সাজেক থিম বেইজড টিশার্ট।
✺ প্রবেশ ফি (সাজেক,আলুটিলা, ঝুলন্ত ব্রীজ)

🏮স্পেশাল_ফিচারঃ
✺ পাহাড়ি ট্রেডিশনাল ব্যাম্বু চিকেন দিয়ে লাঞ্চ।
✺ বার-বি-কিউ
✺ খাগড়াছড়ি বিখ্যাত সিস্টেম/ব্যাম্বুশট রেস্টুরেন্টে লাঞ্চ।

🎫 ৬৫০০ টাকায় মধ্যে যা যা থাকছেনাঃ
⦿ ঢাকা থেকে খাগড়াছড়ি আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার।
⦿ ব্যাক্তিগত খরচ।
⦿ উল্লেখ করা হয়নি এমন কোন এক্টিভিটির খরচ।

🎟কনফার্ম করার ডেডলাইন:
🎫 হাতে সময় কম, অলরেডি অধিকাংশ সিট বুক তাই ৭ অক্টোবর এর মধ্যেই কনফার্ম করিতে হইবে।

🎟 কনফার্ম করার উপায়ঃ
🎫 খুবি সহজ, কনফার্ম করতে চাইলে ডেডলাইনের মধ্যে জনপ্রতি ৩৫০০ টাকা (অফেরতযোগ্য) প্রদান করে নিজের আসন নিশ্চিত করতে হবে। টাকা প্রদান ব্যাতিত মৈখিক কোন কনফার্ম গ্রহণযোগ্য নয়। কনফার্ম করার উপর ভিত্তি করেই গাড়ির সীট প্রদান করা হবে। টাকা বিকাশ করিতে পারেন সেক্ষেত্রে বিকাশ ক্যাশ আউট চার্জ ধরিয়া দেবেন। অথবা পাঠাতে পারেন ব্যাংক একাউন্টেও। তবে অবশ্যই পাঠানোর আগে কথা বলে নিবেন।
টিপু আরজুঃ 01676-502072
আতাউল গনিঃ 01730-958984
এই দুই জনের যে কারো সাথে 📞📱📲

আসন সংখ্যা অতি সীমিত। আর এটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ট্রিপ। টিম ঘুরুঞ্চি বরাবরই ফিমেল ফ্রেন্ডলি গ্রুপ, সেই সাথে টপনচ নিরাপত্তা সকলের জন্যেই সব সময় প্রদান করা হয়। তাই যে কেউ পাহাড়ে, গুহাতে হাটতে সক্ষম এমন ছেলে মেয়ে সকলেই যেতে পারবেন।

🎟 এই ট্রিপে যা অবশ্যই সাথে নিতে হবেঃ
⦿ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি।
⦿ চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
⦿ ভেজা কাপড় বা ফোন-ক্যামেরা রাখার জন্য পলিথিন।

🏮 যা যা জানা প্রয়োজনঃ
⦿ প্রতি ৪ জনের জন্য একটি রুম বরাদ্দ থাকবে।
⦿ ০-৫ বছর বয়সী বাচ্চারা ফ্রি তে যেতে পারবে কিন্তু খাবার, থাকা, আসন সব বাবা মা এর সাথে শেয়ার করতে হবে।
⦿ কাপল গেলে, কাপল রুম বাবদ কাপল প্রতি ৫০০ টাকা অতিরিক্ত প্রদান করতে হবে।

তবে আর দেরি কেন, ব্যাগ বস্তা গুছিয়ে নিন আর বেড়িয়ে পড়ুন টিম ঘুরুঞ্চির সাথে প্রিমিয়াম সাজেক ট্রিপে মেঘের রাজ্যে হারিয়ে যেতে। কিপ রোমিং. . .

ঈদ বয়ে আনুক সকলের জীবনে অনাবিল সুখ ও শান্তি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। ঈদ মোবারক 💛
09/07/2022

ঈদ বয়ে আনুক সকলের জীবনে অনাবিল সুখ ও শান্তি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। ঈদ মোবারক 💛

ভাই আমার ব্লাড টা নেন।ভাই তারাতারি নেন।স্বামী স্ত্রী এসেছে রক্ত দিতে।কেউ ওষুধ দিচ্ছে।কেউ ফ্রিতে চিকিৎসা দিচ্ছে।স্কুল কলে...
05/06/2022

ভাই আমার ব্লাড টা নেন।
ভাই তারাতারি নেন।
স্বামী স্ত্রী এসেছে রক্ত দিতে।
কেউ ওষুধ দিচ্ছে।
কেউ ফ্রিতে চিকিৎসা দিচ্ছে।
স্কুল কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে যেভাবে পারে তাদের সেবা দেয়ার চেষ্টা চালাচ্ছে।
হ্যা এদের জন্যই দেশটা টিকে আছে।
সামর্থ্য না থাকা সত্তেও মানুষের যে আগ্রহ টা আছে তাই দিয়েই এগিয়ে যাচ্ছে দেশ ও দেশের মানুষ।
এদেশের সবাই স্বেচ্ছাসেবী,(আলহামদুলিল্লাহ)।
বিপদ কালে দল,মত,জাতি,ধর্ম,বর্নের তোয়াক্কা না করে এগিয়ে আসাই এদেশের মানুষের একমাত্র ধর্ম।
সেলুট চট্টগ্রাম বাসি।
সত্যি আপনাদের কলিজা অনেক বড়❤️

📍ব্রেকিং নিউজঃসীতাকুণ্ডের কাশেম জুটমিল সংলগ্ন বি এম কন্টেইনার টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ কিলোমিট...
04/06/2022

📍ব্রেকিং নিউজঃ
সীতাকুণ্ডের কাশেম জুটমিল সংলগ্ন বি এম কন্টেইনার টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ব্যপক কম্পন অনুভব হয়েছে। কম্পনের আওয়াজ এতটাই তিব্র যে আসেপাশের এলাকার সবার বিল্ডিয়ের কাঁচের গ্লাস ভেঙে যাচ্ছে।ব্যাপক হতাহতের শঙ্কা করা হচ্ছে।

👉 চট্রগ্রাম ও ফেনীর নিকটস্থ সকল সরকারি ও বেসরকারি এ্যাম্বুলেন্স কে দ্রুত ঘটনা স্থলে যাবার অনুরোধ জানিয়েছে সিভিল সার্জন ও ফায়ার সার্ভিস কতৃপক্ষ।

👉 ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ক্লিয়ার রাখার চেষ্টা করুন।

👉 ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, সেনা বাহিনী ও নৌ বাহিনীর জরুরি গাড়ি সমূহকে দ্রুত পৌছানোর জন্য রাস্তা ক্লিয়ার রাখুন।

👉 স্থানীয়দের যতটুকু সম্ভব সাহায্যে এগিয়ে আসুন ও ডিপোতে চাকরিরত পরিচিত জনদের খোঁজখবর নিন।

👉 রক্ত লাগবে প্রচুর। রক্তের গ্রুপগুলাকে আহবান করা হচ্ছে এবং সেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হচ্ছে। Save them :-/ 🙏

👉 যাদের রক্তদানের সময় হয়েছে সাড়া দিন।।বিপুল পরিমাণে রক্তের প্রয়োজন, রক্তদাতাদের চট্টগ্রাম মেডিকেলের ব্লাড ব্যাংকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

👉 চট্টগ্রামের সকল ডাক্তারদের এপ্রোন পড়ে চট্টগ্রাম মেডিকেলের ওর্য়াডে যোগদান করার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে অনুরোধ করা হচ্ছে।

05/05/2022

আজকের জাফলং 🙄
পর্যটকদের উপর স্থানীয় তথাকথিত সেচ্ছাসেবকদের হামলা। শুধু ছেলে না মেয়েদের গায়ে হাত দিতেও যারা দ্বিধা বোধ করেনি। এই হলো পর্যটন এরিয়া আমাদের দেশের। অথচ এখানে থাকার কথা ছিল ট্যুরিস্ট পুলিশের। কক্সবাজার এর পর এবার কি তবে মানুষ সিলেটকেও বাদ দেবে ঘুরাঘুরির লিস্ট থেকে ? রাতারগুল, সাদাপাথর এর পর জাফলং সব প্রাকৃতিক ভ্রমণ স্থান অথচ সিন্ডিকেটের জন্য প্রচুর পরিমানে অর্থ নস্ট করতে হয় জনগন কে। এই সিলেট ঘুরতে যা খরচ তার থেকে কম খরচে পাশের দেশের মেঘালয় ঘুরে আসা যায় অবশ্য। এসবের শেষ কোথায় ? দোষ অবশ্য আমাদের ও আমরা তো ফির ঘুরার জন্য ছুটি নিই না, আমরা ছুটিতে ঘুরতে চাই। ৩০০ টাকায় ভর্তা ভাত খেতে চাই।

ঈদ লোডিং, কিপ রোমিং  ❤ #ঘুরুঞ্চি
03/05/2022

ঈদ লোডিং, কিপ রোমিং ❤
#ঘুরুঞ্চি

পাহাড়ের ঝিরির দেশেঃ বান্দরবান ট্রিপ ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে যদি যেতে চান পাহাড়, নদী, ঝিরি ঝর্ণার মাঝে ডুবে নেটওয়ার্...
30/01/2022

পাহাড়ের ঝিরির দেশেঃ বান্দরবান ট্রিপ
ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে যদি যেতে চান পাহাড়, নদী, ঝিরি ঝর্ণার মাঝে ডুবে নেটওয়ার্ক এর বাইরে হারিয়ে যেতে। তবে যেতে পারেন টিম ঘুরুঞ্চির সাথে।

🎟 যাচ্ছি কোথায়ঃ
🎫 যাচ্ছি মূলত বান্দরবান। এ যাত্রায় আমরা বিখ্যাত দেবতাখুম ও শীলবান্ধা ঝর্ণা ট্রেকিং করবো, সেই সাথে ঘুরবো বিখ্যাত নীলগিরি, নিলাচল, মেঘলা, স্বর্ণমন্দির।

🎟কিন্তু যাচ্ছি কবেঃ
🎫 ১০ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার রাতের বাস। ১১ তারিখ শুক্রবার সারাদিন ঘুরে ঘুরবো রোয়াংছড়িতে বিখ্যাত দেবতাখুম, শিলবান্ধা পাড়া ও শিলবান্ধা ঝর্ণায়। রাত থাকবো বান্দরবানেই। পরের দিন ১২ ফেব্রুয়ারি উঠেই চলে যাব নীলগিরি, ঘুরে দেখবো নিলাচল, মেঘলা, শৈলপ্রপাত ও স্বর্ণমন্দির। এর পর রাতে বাসেই ঢাকার পথ ধরা। যাতে রবিবার ১৩ ফেব্রুয়ারী সকল কামলা অফিস করতে পারি।

🎟ভ্রমণ খরচঃ
🎫 ৫২০০ টাকা +- আপনারা জানেন টিম ঘুরুঞ্চির ঘুরাঘুরি মানেই যার যার তার তার আব্দুল সাত্তার টাইপ ট্যুর। টাকা বেঁচে গেলে ফিরিয়ে দেব আর বেশি লাগলে গামছা বিছায় দেব।

🎟 ইয়ে মানে ভ্রমণ পরিকল্পনাটাঃ
🎫 প্রথমদিন সকালে বান্দরবান নেমে ব্রেকফাস্ট শেষ করে জীপে করে রওনা করবো রোয়াংছড়ির উদ্দেশ্যে। সেখানে রিপোর্টিং করে রোয়াংছড়ি থেকে চলে যাব কচ্ছপতলী তে। সেখানে লিরা গাও আর্মি ক্যাম্পে হাজিরা দিয়েই ধরবো ট্রেকিং এর পথ। পাহাড়ি পথে শীলবাধা পাড়া হয়ে দেবতাখুম ঘন্টা খানেকের হাঁটার চড়াই উত্তরাই পথ।

প্রায় আধা কিলোমিটার লম্বা দেবতাখুম আমরা পার হবো বাঁশের ভেলায় চড়ে। দেবতাখুম দেখে চোখ বুলাবো শিলবান্ধা ঝর্ণায় আর ফিরবো পাহাড়ি ঝিরির ছোট-বড় পাথরের দৃষ্টিনন্দন ট্রেইল ধরে।
সারাদিন দেবতাখুম ঘুরে সন্ধ্যার মধ্যেই আবার বান্দরবান ফিরে আসবো। রাত থাকবো বান্দরবান শহরেই। পরেদিন ঘুরবো নীলগিরি, ঘুরে দেখবো নিলাচল, মেঘলা, শৈলপ্রপাত ও স্বর্ণমন্দির। এরপর রাতের খাবার খেয়ে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো।

🎟কনফার্ম করার ডেডলাইন:
🎫 হাতে সময় কম ৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখের মধ্যেই কনফার্ম করিতে হইবে।

🎟 কনফার্ম করার উপায়ঃ
🎫 খুবি সহজ, কনফার্ম করতে চাইলে ডেডলাইনের মধ্যে জনপ্রতি ৩০০০ টাকা (অফেরতযোগ্য) প্রদান করে নিজের আসন নিশ্চিত করতে হবে। বিকাশ করিতে পারেন সেক্ষেত্রে বিকাশ ক্যাশ আউট চার্জ ধরিয়া দেবেন। অথবা পাঠাতে পারেন ব্যাংক একাউন্টেও। তবে অবশ্যই পাঠানোর আগে কথা বলে নিবেন।
টিপুঃ 01676-502072
রাসেদ জামানঃ 01815-282831
আতাউল গনিঃ 01730-958984
এই তিন জনের যে কারো সাথে 📞📱📲
আসন সংখ্যা অতি সীমিত। আর এটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ট্রিপ। তাই পাহাড়ে ও ঝিরিতে হাটতে সক্ষম এমন ছেলে মেয়ে সকলেই যেতে পারবেন।

🎟 এই ট্রিপে যা অবশ্যই সাথে নিতে হবেঃ
⦿ কোভিড এর ভ্যাক্সিন কার্ডের ফটোকপি।
⦿ ৪ কপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি।
⦿ ট্রেকিং'এর জন্য প্লাস্টিক বা রাবারের জুতো।
⦿ চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
⦿ ভেজা কাপড় বা ফোন-ক্যামেরা রাখার জন্য পলিথিন।

🎟 এই ৫২০০ টাকায় যা যা থাকছেঃ
⦿ ঢাকা-বান্দরবান-ঢাকা বাস টিকেট
⦿ বান্দরবান পৌঁছানোর পর ৬+ বেলা খাবার
⦿ হোটেল এক রাত থাকা খরচ
⦿ দুই দিনের জীপ ভাড়া
⦿ ভেলা, নৌকা ও লাইফ জ্যাকেট খরচ
⦿ আর্মি অনুমদিত গাইডের খরচ
⦿ পার্কিং খরচ
⦿ পর্যটন কেন্দ্র সমূহের এন্ট্রি ফি

🚧 আর হ্যা, যদি কাপল যেতে চান সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কাপল রুম বাবদ জন প্রতি ৭৫০ টাকা বেশি লাগতে পারে।
🚧 আর কোভিড এর ভ্যাক্সিন না দেয়া থাকলে এই ট্রিপ আপনার জন্য নয়।

🎫 যা যা থাকছেনাঃ
⦿ ঢাকা থেকে বান্দরবান আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার।

🎯 কনফার্ম করার আগে যে বিষয়গুলো বিবেচনা করতে হবেঃ

⦿ এটি একটি এন্ট্রি লেভেল ট্রেকিং ট্যুর। দেড় ঘন্টা হেঁটে দেবতাখুম যেতে হবে আবার ফিরেও আসতে হবে একই পথ ধরে।

⦿ ট্যুরের দিন ৬ ঘন্টা আপনাকে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকতে হবে।

⦿ দুপুরের খাবার খেতে বিকেল হবে।

⦿ এই ব্যাপার গুলো জেনে যদি মনে হয় আপনি মানিয়ে নিতে পারবেন,তবেই কনফার্ম করবেন।

তবে আর দেরি কেন, চলুন বেড়িয়ে পড়ি টিম ঘুরুঞ্চির সাথে ঘুরার জন্য, দেখার জন্য, জানার জন্য। কিপ রোমিং

জাস্ট অস্থির ভাবে হয়ে গেল, টিম ঘুরুঞ্চি - Footslogger of Bangladesh এর নিউ ইয়ার সেলিব্রেশন ট্রিপ। ভরপুর খাওয়া দাওয়া ও চি...
02/01/2022

জাস্ট অস্থির ভাবে হয়ে গেল, টিম ঘুরুঞ্চি - Footslogger of Bangladesh এর নিউ ইয়ার সেলিব্রেশন ট্রিপ। ভরপুর খাওয়া দাওয়া ও চিল ফিলে ভরা উইথ ঘুরাঘুরির ক্যাম্পিং ট্রিপ হয়ে গেল এবার কুমিল্লায়। নতুন বছরে, পুরনো জরা ও গ্লানি ভুলে, আমরা আবারো বেড়িয়ে পড়বো। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সাফল্য। যথারীতি নতুন বছরেও সুযোগ পেলেই বেড়িয়ে পড়ুন। ঘুরতে থাকুন জানতে থাকুন, জানাতে থাকুন। কিপ রোমিং...
#ঘুরুঞ্চি

25/12/2021

আপনি যখন ট্রেকিং ট্রিপ শেষ করে ক্লান্ত, কিন্তু বাসে হঠাৎ আপনার প্রিয় গান বেঁজে ওঠে 😬

24/12/2021

💧নীল পানির দ্বীপে - সেন্টমার্টিন (টিম ঘুরুঞ্চি ট্রিপ)
🏮ফুল vlog দেখুনঃ https://youtu.be/5Nur7_X8PpE

প্রতি বছর সাগরে না গেলে ভাব আসেনা, আর যেহেতু ভাবের একটা ব্যাপার আছে তাই কিছুদিন আগেই টিম ঘুরুঞ্চি - Footslogger of Bangl...
18/12/2021

প্রতি বছর সাগরে না গেলে ভাব আসেনা, আর যেহেতু ভাবের একটা ব্যাপার আছে তাই কিছুদিন আগেই টিম ঘুরুঞ্চি - Footslogger of Bangladesh গিয়েছিলাম ছুটে নীল পানির সেন্টমার্টিনে। কিছু খাপছাড়া ফুটেজ দেখতে ভুলবেন না। কেমন ছিল এই বছরের সেন্টমার্টিন দ্বীপ -
Full vlog: https://youtu.be/5Nur7_X8PpE

ডিভাইস ছিল Gopro Hero 10 Black আর ফুটেজ মোটামুটি Raw ই সব।

প্রতি বছর সাগরে না গেলে ভাব আসেনা, আর যেহেতু ভাবের একটা ব্যাপার আছে তাই কিছুদিন আগেই টিম ঘুরুঞ্চি - Footslogger of Bangl...
18/12/2021

প্রতি বছর সাগরে না গেলে ভাব আসেনা, আর যেহেতু ভাবের একটা ব্যাপার আছে তাই কিছুদিন আগেই টিম ঘুরুঞ্চি - Footslogger of Bangladesh গিয়েছিলাম ছুটে নীল পানির সেন্টমার্টিনে। কিছু খাপছাড়া ফুটেজ দেখতে ভুলবেন না। কেমন ছিল এই বছরের সেন্টমার্টিন দ্বীপ -

Full vlog: https://youtu.be/5Nur7_X8PpE

ডিভাইস ছিল Gopro Hero 10 Black আর ফুটেজ মোটামুটি Raw ই সব।

নীল পানির - সেন্টমার্টিন ।Saintmartin Tour । Teknaf । Coxbazar@BISKUT PAGLA আসসালামু ওয়ালাইকুম আপনাদের সকলকেই স্বাগতম আবারো অনেক দিন বাদে। প্....

আসছে নতুন বছর ২০২২ 💥দেখে নিন নতুন বছরের ছুটির তালিকা করে ফেলুন ঘুরাঘুরির প্লানিং। ছোট্ট এই জীবনে সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন...
16/12/2021

আসছে নতুন বছর ২০২২ 💥
দেখে নিন নতুন বছরের ছুটির তালিকা করে ফেলুন ঘুরাঘুরির প্লানিং। ছোট্ট এই জীবনে সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন, ঘুরতে থাকুন জানাতে থাকুন জানাতে থাকুন কিপ রোমিং 👣

© ঘুরুঞ্চি - Footslogger of Bangladesh

টিম ঘুরুঞ্চি উদযাপন করতে যাচ্ছে থার্টি-ফাস্ট নাইটে নববর্ষ উৎযাপনের ক্যাম্পিং ট্রিপ - কুমিল্লায়। ৩১শে ডিসেম্বর শুক্রবারঃস...
06/12/2021

টিম ঘুরুঞ্চি উদযাপন করতে যাচ্ছে থার্টি-ফাস্ট নাইটে নববর্ষ উৎযাপনের ক্যাম্পিং ট্রিপ - কুমিল্লায়।

৩১শে ডিসেম্বর শুক্রবারঃ
সন্ধ্যা ৬ টায় কমলাপুর বা সায়েদাবাদ সুবিধাজনক স্থান থেকে মাতৃভান্ডারের জন্য বিখ্যাত কুমিল্লার পথ ধরবো আমরা। আমাদের জন্য মূলত আগে থেকেই প্রস্তুত থাকবে কুমিল্লার শালবন বিহার ও ময়নামতির “নীলকুঞ্জ রির্সোট”। “নীলকুঞ্জ রিসোর্ট”-এ গিয়ে রাতের খাবার (সাদা ভাত, ডাল, মুরগীর মাংস) খেয়ে তাবু নিয়ে ক্যাম্পিং করবো আমরা। থাকবে ক্যাম্প ফায়ার ও ফানুস এর আয়োজন। নববর্ষ উৎযাপনের সাথে গভীর রাতে থাকবে বারবি-কিউ এর আয়োজন। সারারাত মজ-মাস্তি করে সকাল ০৮:০০ টায় ব্রেকফাস্ট (খিচুরী ও ডিম ভুনা) করে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো। ইনশাআল্লাহ যাদের শনিবার অফিস আছে তারাও সকাল সকাল এসেই অফিস ধরতে পারবেন।

জনপ্রতিঃ ১,৮৫০/- টাকা।

💥 যা যা থাকছে এই ১৮৫০ টাকায়-
১. ঢাকার কমলাপুর হতে রিসোর্ট ঘুরে আবার ঢাকা ফেরার যাবতীয় যাতায়াত খরচ।
২. এক রাত রিসোর্ট এ থাকা, আমরা রাতে থাকবো মূলত ছেলে ও মেয়েদের আলাদা আলাদা তাবুতে থাকবে পর্যাপ্ত ওয়াশরুম ও নিরাপত্তা ব্যবস্থা।
৩. ক্যাম্প ফায়ার ও ফানুস এর আয়োজন।
৪. তিন বেলা খাবার (বার বি কিউ সহ)

🎟 কনফার্ম করার উপায়ঃ
🎫 খুবি সহজ, কনফার্ম করতে চাইলে জনপ্রতি ১০০০ টাকা (অফেরতযোগ্য) প্রদান করে নিজের আসন নিশ্চিত করতে হবে। বিকাশ করিতে পারেন সেক্ষেত্রে বিকাশ ক্যাশ আউট চার্জ ধরিয়া দেবেন। অথবা পাঠাতে পারেন ব্যাংক একাউন্টেও। তবে অবশ্যই পাঠানোর আগে কথা বলে নিবেন।
টিপুঃ 01676-502072
রাসেদ জামানঃ 01815-282831
আতাউল গনিঃ 01730-958984
এই তিন জনের যে কারো সাথে 📞📱📲

আসন সংখ্যা অতি সীমিত। আর এটা ফিমেল ফ্রেন্ডলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ট্রিপ। তাই সকলের সাথে মিশতে ও তাবুতে ক্যাম্পিং করে থাকতে যাদের এলার্জি নাই এমন ছেলে মেয়ে সকলেই যেতে পারবেন।

03/12/2021

ট্যুরে গিয়ে যারা অতি ওভার স্মার্টনেস দেখায় মেয়ে পটাতে যায় 😂

আপনার জন্ম মাস, তারিখ ও নামের প্রথম অক্ষর মিলিয়ে কি হয়। বলুন তো শুনি  😁  #ঘুরুঞ্চি
15/11/2021

আপনার জন্ম মাস, তারিখ ও নামের প্রথম অক্ষর মিলিয়ে কি হয়। বলুন তো শুনি 😁

#ঘুরুঞ্চি

12/11/2021

500 টাকাতেও ঘুরে ফিরে ঘোরাঘুরি করা যায়🤣🤣

পাই খুঁজে তাহারে, মেঘের ওই পাহাড়ে। আর সেই খুঁজে পেতেই টিম ঘুরুঞ্চি ছুটছে মেঘের দেশ সাজেক ভ্যালির পানে। আমাদের ২৮ তারিখের...
20/10/2021

পাই খুঁজে তাহারে, মেঘের ওই পাহাড়ে। আর সেই খুঁজে পেতেই টিম ঘুরুঞ্চি ছুটছে মেঘের দেশ সাজেক ভ্যালির পানে। আমাদের ২৮ তারিখের বুকিং আমরা অলরেডি ক্লোজ করে দিয়েছি। যথারীতি এবারও আমরা অত্যন্ত দুঃখিত অনেক ভাই ব্রাদার, আপা সিস্টার কে নিয়ে যেতে পারছি না বলে। যাদের নিয়ে যেতে পারছিনা তাদের নিয়ে ইনশাআল্লাহ আবারো ভরপুর ঘুরাঘুরি হবে, ফিল হবে, চিল হবে। হয় মেঘের দেশে নয়তো অন্য কোথাও। টিম ঘুরুঞ্চির অন্যতম আকর্ষণ থাকে প্রতি ট্রিপের অফিসিয়াল থিমেটিক টি-শার্ট। আর তার ডিজাইন আজ উন্মোচন করা হলো। ইনশাআল্লাহ অনেক ফিল হবে চিল হবে মেঘের দেশ সাজেক ভ্যালি তে।

টিম ঘুরুঞ্চির পরবর্তী ট্রিপ-
🏮শ্রীমঙ্গলে ডে ট্রিপ।
🏮সাজেক ভ্যালিতে ৩ রাত ২ দিনের ট্রিপ।
🏮কুয়াকাটায় ৩ রাত ২ দিনের ট্রিপ।
🏮সেন্টমার্টিনে ৩ রাত ২ দিনের ট্রিপ।

টিম ঘুরুঞ্চির সাথেই থাকুন, ঘুরতে থাকুন, জানতে থাকুন, জানাতে থাকুন। কিপ রোমিং 👣

যাদের ছুটি বলতে জাস্ট শুক্রবার তাদের জন্যেই ঘুরুঞ্চির ডে ট্রিপ এবার গ্রেটার বিরিশিরিতে 🚙টিম ঘুরুঞ্চির ট্রিপ গুলো হয় ফিমে...
05/10/2021

যাদের ছুটি বলতে জাস্ট শুক্রবার তাদের জন্যেই ঘুরুঞ্চির ডে ট্রিপ এবার গ্রেটার বিরিশিরিতে 🚙

টিম ঘুরুঞ্চির ট্রিপ গুলো হয় ফিমেল ও ফ্যামিলি ফ্রেন্ডলি। সব ট্রিপে অনেকে যেতে চাইলেও নিয়ে যেতে পারিনা তাই যারা মিস করেছেন আগের বিভিন্ন ট্রিপ তাদের জন্য ডে ট্রিপ, টিম ঘুরুঞ্চির পক্ষ হতে।

👣কবে কখন যাব কখন ফিরবো
যাত্রা শুরু ২২ অক্টোবর শুক্রবার সকাল ৬ঃ০০ টায় ঢাকা হতে ফিরবো ইনশাআল্লাহ রাত ৯টার মধ্যেই।

👣তা যাবই বা কই 🤔
যাব ময়মনসিংহের বিখ্যাত শশীলজ যা কিনা মহাজারা শশীকান্ত আচার্যের রাজবাড়ী ছিল। যা এখন ময়মনসিংহ জাদুঘর হিসেবেও ব্যবহার হচ্ছে। সেখান থেকে ঘুরতে যাব লোহার কুঠি নামে পরিচিত আলেকজান্ডার ক্যাসেল এ। যা কিনা রবীন্দ্রনাথ ঠাকুর, লর্ড কার্জন, কামাল পাশা, স্যার সলিমুল্লাহ সহ আরো নানান গুনীজনের স্মৃতি বিজরিত স্থান। সেই সকল ঘুরে ফিরে ধরবো আমরা দূর্গাপুরের পথ। ঘুরবো সেই বিখ্যাত সোমেশ্বরী নদী, শেষ বিকেল কাটাবো বিখ্যাত চিনামাটি পাহাড়, নীল পানির লেক ও সাদা মাটির দেশ বিরিশিরিতে। টিলা ও নদীর পাদদেশের ভয়ংকর সুন্দর ন্যাচারাল বিউটি গিলে বিকেল শেষে ফিরতি পথ ধরবো ইনশাল্লাহ।

👣ঘুরবো বুজলাম খাবো কি 🤔
খাওয়াদাওয়া হবে ভরপুর সকালে নাস্তা, দুপুরের লাঞ্চ আর বিকালের স্ন্যাকস থাকছে।

👣কেমনে ঘুরবো জার্নি বাই 🤔
ঘুরাঘুরি হবে ঠান্ডায়। মানে এসি গাড়িতে যাতায়াত হবে, হবে ঘুরাফিরা।

👣কবে কনফার্ম করতে হবে 🤔
আসন অতি সীমিত থাকে টিম ঘুরুঞ্চির সকল ঘুরাঘুরিতে। শুধু তাই নয়, আসন আগে আসিলে আগে পাইবেন ভিত্তিতে দেয়া হবে। কনফার্ম করতে হবে ১৭ অক্টোবর তারিখের মধ্যেই।

👣খরচ কেমন হিসাবটা 🤔
টিম ঘুরুঞ্চি কোন কমার্শিয়াল ট্যুর অপারেটর না। আমরা জাস্ট ঘুরতে ভালবাসা এক পরিবার এক সাথেই ঘুরে বেরাই। ট্যুরে খরচ অনেকটাই যার যার তার তার আব্দুল সাত্তার টাইপ আরকি। সম্ভাব্য খরচ ১৭৫০ টাকা। তবে এর কিছু বেশি বা কম হতে পারে। বেশি লাগলে গামছা বিছায় দেব, যদি মন চায় ছিটায় দিয়েন।

👣কনফার্ম করবো কি করে 🤔
সহজ উপায় ১০০০ টাকা জন প্রতি (অফেরতযোগ্য) প্রদান করিতে হইবে। বিকাশ করিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই বিকাশ ক্যাশ আউট চার্জ ধরিয়া দেবেন। অথবা পাঠাতে পারেন ব্যাংক একাউন্টেও। তবে অবশ্যই পাঠানোর আগে কথা বলে নিবেন।

কাল্পনিক টিপুঃ 01676-502072
রাসেদ জামানঃ 01815-282831
আতাউল গনিঃ 01730-958984
ইসতিয়াক আহমেদ।
এই এদের যে কারো সাথে 📞📱📲

👣কি কি থাকছে এই ১৭৫০ এ 🤔

*এসি গাড়িতে যাওয়া আসা
*তিন বেলা খাবার।
*সকল এন্ট্রি ফি।
*টি-শার্ট।
*লোকাল ট্রান্সপোর্ট।

😀চাইল্ড পলিসিঃ
🎫বাবা-মার সাথে গেলে-
🎟০-৫ বছর বয়সী বেবিদের জন্য ফ্রি (বাবা-মার সাথে শেয়ারিং)।
🎟৫-১০ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ৫০% ফি।

⭕যা অন্তর্ভুক্ত থাকছেনাঃ
• নিজস্ব ব্যাক্তিগত খরচ।
• যদি হোটেলে রুমে রেস্ট নিতে চান তার খরচ।

👣 যাত্রা শুরু কখন কোথায় থেকে 🤔
সকাল ৬ঃ০০ মিনিটে বাবুবাজার হতে।

👣 কোথা থেকে জয়েন করিতে পারিব 🤔
বাবুবাজার, গুলিস্তান, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বাড্ডা, বসুন্ধরা গেট, কুড়িল, এয়ারপোর্ট, উত্তরা থেকে।

অফঃটপিকঃ উক্ত লিস্টের বাইরের কিছু করতে মুনাইলে করবেন হিজহিজ হুজ হুজ হিসাবে। আর যা না বললেই নয়, টিম ঘুরুঞ্চির ট্রিপ মানের ফিমেল ও ফ্যামিলি নিয়ে ঘুরাঘুরির জন্য টেনশন ফ্রি ট্রিপ তবে হ্যা, সময়ের ব্যাপারে কিন্তু আমরা বড্ড কঠোর। যেখানে যতটুকু সময় ততো টুকুতেই মানিয়ে নিতে হবে। কারন ট্রিপ প্লান থাকে পুরাই ঠাষা। তাই সময় অতিরিক্ত কোথাও নস্ট করে ফেললে পরতে হয় দুঃখে পড়তে হয় কস্টে, তাই সময় নিয়ে কোন ছাড় নেই। আর অবশ্যই অবস্থা বুঝে ব্যবস্থা মানে ট্যুর প্লানে টুকটাক পরিবর্তন আসতেই পারে। আর তা করার পূর্ণাঙ্গ অধিকার রাখে টিম ঘুরুঞ্চি। তবে চলুন ঘুরে আসা যাক, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি - গ্রেটার বিরিশিরি থেকে 👣
#ঘুরুঞ্চি

Address

Dhaka

Telephone

+8801676502072

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘুরুঞ্চি- Footslogger of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘুরুঞ্চি- Footslogger of Bangladesh:

Videos

Share

Nearby travel agencies


Other Tourist Information Centers in Dhaka

Show All