04/02/2023
#নতুনপাসপোর্ট করতে যা ডকুমেন্ট লাগবে।
প্রথম আপনাকে অনলাইনে এপ্লিকেশন করতে হবে। এপ্লিকেশন করার পর আপনাকে শিডিউল ডেট দিবে/কোন কোন পাসপোর্ট অফিস সিডিউল ডেট দেয়না যেদিন এপ্লাই করবেন ওই দিন জমা দিতে পারবেন। যদি শিডিউল ডেট দেয় তাহেল আপনাকে নিচে ডকুমেন্টস গুলো নিয়ে ওই শিডিউল ডেটে যেতে হবে। শিডিউল না দিলে যেদিন ইচ্ছে যেতে পারেন নিচের দেওয়া ডকুমেন্টগুলো নিয়ে। ১, আপনার এনআইডি কার্ডের অরজিনাল কপি এবং ফটোকপি, ২, বাবা-মার এনআইডি কার্ডের ফটোকপি যদি বিবাহিত হন তাহলে হাজবেন্ডের এনআইডি কার্ডের ফটোকপি দিলে হবে (যেকোনো দুইজনের আইডি কার্ডের ফটোকপি) , ৩, বিদ্যুৎ বিলের ফটোকপি, ৪, যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটের ফটোকপি এবং স্টুডেন্ট আইডি কার্ডের অরিজিনাল কপি এবং ফটোকপি, ৫, যদি আপনি চাকরি করেন তাহলে অফিস থেকে NOC নিতে হবে এবং অফিস এর আইডি কার্ড, ৬, ব্যাংকে টাকা জমা রশিদ, ৭, পুলিশ ভেরিফিকেশনের সময় চেয়ারম্যানের সার্টিফিকেট চাইতে পারে এলাকায়, ৮, বিবাহিত হলে যদি স্ত্রীর বা স্বামীর নাম যোগ করতে চান তাহলে কাবিননামা অথবা মেরেজ সার্টিফিকেট লাগবে। # নতুনপাসপোর্ট করতে কত টাকা লাগবে ? যদি আপনি ৮/১০ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি নেন তাহলে ব্যাংক জমা করতে হবে ৮০৫০ টাকা। যদি আপনি ২০/২৫ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি নেন তাহলে ব্যাংক জমা করতে হবে ৫৭৫০ টাকা। ৪৮ পেজের ১০ বছর মেয়াদি পাসপোর্ট।
#বিঃদ্রঃ যদি কারো হেল্প নেন কোন সিডিউলের প্রয়োজন হবেনা যেদিন ইচ্ছে জমা দিতে পারবেন। শুধু অরজিনাল এনআইডি কার্ড এবং বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিলেই হবে। বাকি সব সেই রেডি করে দেবে যার কাছে হেল্প নিবেন।