E-Passport Help Line

E-Passport Help Line E-passport complex Uttara diabari

18/08/2023
ই পাসপোর্ট করতে প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে :১। পরিচয়পত্র: জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ।২। বাবা মায়ে...
18/08/2023

ই পাসপোর্ট করতে প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে :

১। পরিচয়পত্র: জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ।

২। বাবা মায়ের ভোটার আইডি: অপ্রাপ্ত বয়স্ক পাসপোর্ট আবেদনকারীর জন্য অনলাইন জন্ম নিবন্ধনের পাশাপাশি বাবা ও মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার।

৩। কারিগরী সনদ: কারিগরী পেশার সাথে জড়িত থাকলে টেকনিক্যাল সনদ আপলোড করতে হবে।

৪। স্টুডেন্ট আইডি কার্ড: ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যয়ন পত্রের মূল কপি ও ফটোকপি পাসপোর্ট অফিসে যাওয়ার সময় সঙ্গে নিতে হবে।

৫। ই পাসপোর্ট আবেদনপত্র: পাসপোর্ট আবেদন করার পর আঞ্চলিক অফিসে যাওয়ার সময় অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি (পেজের দুই পাশেই প্রিন্ট করবেন)।

৬। পাসপোর্ট ফি জমা দেওয়ার রশিদ: ব্যাংকে ই পাসপোর্ট ফি জমা দেওয়ার রশীদ।

৭। ঠিকানার প্রমাণপত্র: বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হলে স্থায়ী ঠিকানার নাগরিক সনদপত্র থাকতে হবে। এবং বর্তমান ঠিকানার কমিশনার নাগরিক পত্র অথবা চাকরিরত প্রতিষ্ঠান এর প্রত্যয়ন পত্র বা আইডি কার্ড (কর্মজীবিদের ক্ষেত্রে), শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র অথবা স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।

৮। পুরাতন পাসপোর্ট: পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং মূল পাসপোর্ট আঞ্চলিক অফিসে নিয়ে যেতে হবে।

৯। জিডি কপি: হারানো পাসপোর্ট পুনরায় প্রিন্ট করার জন্য পাসপোর্টের ফটোকপি ও জিডির ফটোকপি দিতে হবে এবং মূল জিডি কপি প্রদর্শন করতে হবে।

১০। বৈবাহিক সনদ: প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ বা নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে। এবং পূর্ববর্তী পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডে অবিবাহিত থাকলে স্বামী বা স্ত্রীর ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে।

১১। জিও বা এনওসি: সরকারি কর্মচারীদের GO, NOC বা প্রত্যয়নপত্র, PRL Order বা পেনশন বই থাকলে আপলোড করুন, এতে নিয়মিত ডেলিভারি পাসপোর্ট ফি জমা দিয়েও জরুরী সেবা তথা এক্সপ্রেস ডেলিভারি পাবেন।

**(ব্যাংক রশীদ, অনলাইন আবেদন পত্রের প্রিন্ট কপি, জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদপত্র এর ফটোকপি, অপ্রাপ্ত বয়স্ক হলে বাবা ও মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি একসাথে স্ট্যাপল দিয়ে সংযুক্ত করে বাংলাদেশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।)**

**অপ্রাপ্ত বয়স্কদের পাসপোর্ট করতে কি কি লাগে।

**আবেদনকারীর বয়স যদি ০৬ বছরের কম হয় তাহলে পাসপোর্ট করতে য

দয়া করে যারা পাসপোর্ট গ্রহণ করতে আসবেন এই সময়ের ভিতর আসার চেষ্টা করবেন ।
02/05/2023

দয়া করে যারা পাসপোর্ট গ্রহণ করতে আসবেন এই সময়ের ভিতর আসার চেষ্টা করবেন ।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ হতে পাসপোর্ট কল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে।আগামী ৩১ মা...
24/03/2023

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ হতে পাসপোর্ট কল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে।

আগামী ৩১ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ হতে বাংলাদেশের সকল নাগরিক দেশের অভ্যন্তর থেকে ১৬৪৪৫ এবং প্রবাস/বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পেতে পারবেন। এছাড়াও বিদেশী নাগরিকগণ একই নম্বরে কল করে ভিসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন।

09/03/2023

পাসপোর্টের আবেদন করার সময় ভালো করে দেখে করবেন।
আবেদন শেষে ভালো করে রিভিউ করবেন।
ইদানিং লক্ষ্য করছি আইডি কার্ডের নাম্বার অটোমেটিক ভুল আসে।
আবেদনের সময় সঠিক ভাবে দিলেও, রিভিউ করতে সময় দেখি লাস্টের সংখ্যা ভুল আসছে।
তাই ভালো করে রিভিউ করে আবেদন সাবমিট করবেন।

যারা নতুন পাসপোর্ট করেছেন কিংবা  বাংলাদেশের বাইরে দূতাবাসে ই-পাসপোর্টের অ্যাপ্লিকেশন করেছেন সংশোধন করার কারণে আপনার অ্যা...
21/02/2023

যারা নতুন পাসপোর্ট করেছেন কিংবা বাংলাদেশের বাইরে দূতাবাসে ই-পাসপোর্টের অ্যাপ্লিকেশন করেছেন সংশোধন করার কারণে আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং ব্যাকেন্ড ভেরিফিকেশনে আটকে আছে এবং পাসপোর্টের সাথে নাম বয়স জন্ম তারিখ ভুল হওয়ার Pending Backend এ পড়ে আছে মাসের পর মাস,
তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ১ থেকে ৩দিনের ভিতরে পেন্ডিং ব্যাকেন্ড ভেরিফিকেশন ক্লিয়ার করে দেওয়া যাবে ইনশাআল্লাহ।।

21/02/2023

পাসপোর্ট নিয়ে যেকোনো সমস্যার কথা বলতে পারেন।
ইনশা-আল্লাহ সঠিক তথ্য দেব।

ই পাসপোর্ট কি?বর্তমান বাংলাদেশ আগের এনালগ সময় থেকে বেরিয়ে এসে ডিজিটাল যুগে প্রবেশ করছে। তার অন্যতম একটি হচ্ছে E-PASSPORT...
12/02/2023

ই পাসপোর্ট কি?

বর্তমান বাংলাদেশ আগের এনালগ সময় থেকে বেরিয়ে এসে ডিজিটাল যুগে প্রবেশ করছে। তার অন্যতম একটি হচ্ছে E-PASSPORT, ই পাসপোর্ট ই হচ্ছে বর্তমান এমআরপি বা যেটি যন্ত্রের সাহায্যে পাঠ করা যায়।আগের পাসপোর্ট এর মতো এটাও একই থাকবে। তবে আগের পাসপোর্টে যে প্রথম দুটি পাতায় তথ্য দেওয়া থাকতো ই পাসপোর্টে সেটি থাকবে না। বরং সে জায়গায় থাকবে পলিমারের তৈরি একটি কার্ড আর অ্যান্টেনা। সেই কার্ডে একটি চিপ থাকবে যার ভেতরে সেই ব্যাক্তির সব রকমের তথ্য সংযুক্ত থাকবে।

ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ?

ই পাসপোর্ট করার সময় ব্যাক্তিকে অবশ্যই তাঁর নাম, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, পেশা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, পূর্ববর্তী পাসপোর্টের তথ্য (যদি থাকে), পিতা-মাতার নাম ও পেশা, যোগাযোগ নাম্বার ও জরুরি ক্ষেত্রে যোগাযোগ নাম্বার দিতে হবে। পেমেন্ট সেকশনে গিয়ে আবেদনের ফি বাবদ টাকা পরিশোধ করতে হবে। তবে ই পাসপোর্ট আবেদনের সময় খুব ভালোকরে খেয়াল রাখতে হবে। একবার চূড়ান্তভাবে জমা করার পর আবেদনপত্র আর পরিবর্তন করা যাবে না। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে এক ব্যাক্তি মাত্র একবার আবেদন করতে পারবেন। আবেদনের সময় যেন সব তথ্য জাতীয় পরিচয়পত্রের আলোকে দেয়া হয়।যদি কোন কিছুর অমিল হয়ে থাকে তাহলে আর ই পাসপোর্ট পাওয়া যাবে না। চুড়ান্তভাবে আবেদন শেষ করার পর সবশেষে দিনপঞ্জিকা নির্ধারিত দিনপঞ্জি থেকে বায়োমেট্রিকের জন্য সাক্ষাতের দিনক্ষণ ঠিক করে নিতে হবে। অনলাইন আবেদন শেষ হলে আবেদন ফরমটি ও বায়োমেট্রিকের জন্য সাক্ষাতের সময়সহ ডাউনলোড করে রেখে দিতে হবে এবং তা প্রিন্ট করে রেখে দিলে ভালো হয়।

ই পাসপোর্ট করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে?

কোন দালাল ছাড়াই খুব সহজে ই পাসপোর্টের আবেদন করা যায়। প্রয়োজনীয় কাগজপত্র থাকলে ঘরে বসে আপনি খুব সহজে কোন ঝামেলা ছাড়াই আবেদন প্রক্রিয়া সম্পন্য করতে পারেন। ই পাসপোর্টের আবেদনের জন্য প্রথমে আবেদন পত্র পূরন করতে হবে। অথবা পিডিএফে ফরমেটে ডাউলোড করেও ফরম পূরণ করা যাবে।

নতুন ই-পাসপোর্ট করতে হলে কিছু কাগজ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। সেগুলো হলো-এনআইডি অথবা স্মার্ট কার্ডের ফটো কপি, পরিচয়পত্রের মূল কপি অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাতে হবে। ১৮ বছরের কমবয়সীদের জন্য জন্ম-নিবন্ধন সার্টিফিকেট, বাবা-মায়ের ছবি ও এনআইডি’র কপি জমা দিতে হয়।

ই-পাসপোর্ট পোর্টালে বলা হয়েছে,সরকারি

10/02/2023

পাসপোর্ট এর সমস্যা সমাধানে যদি কারো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন।
ধন্যবাদ

10/02/2023

ই পাসপোর্ট
ব্যাকেন্ড সমস্যার সমাধান
মাত্র ৪ ঘন্টায় করা হয়
সমাধান করতে ইনবক্সে যোগাযোগ করেন

04/02/2023

#নতুনপাসপোর্ট করতে যা ডকুমেন্ট লাগবে।
প্রথম আপনাকে অনলাইনে এপ্লিকেশন করতে হবে। এপ্লিকেশন করার পর আপনাকে শিডিউল ডেট দিবে/কোন কোন পাসপোর্ট অফিস সিডিউল ডেট দেয়না যেদিন এপ্লাই করবেন ওই দিন জমা দিতে পারবেন। যদি শিডিউল ডেট দেয় তাহেল আপনাকে নিচে ডকুমেন্টস গুলো নিয়ে ওই শিডিউল ডেটে যেতে হবে। শিডিউল না দিলে যেদিন ইচ্ছে যেতে পারেন নিচের দেওয়া ডকুমেন্টগুলো নিয়ে। ১, আপনার এনআইডি কার্ডের অরজিনাল কপি এবং ফটোকপি, ২, বাবা-মার এনআইডি কার্ডের ফটোকপি যদি বিবাহিত হন তাহলে হাজবেন্ডের এনআইডি কার্ডের ফটোকপি দিলে হবে (যেকোনো দুইজনের আইডি কার্ডের ফটোকপি) , ৩, বিদ্যুৎ বিলের ফটোকপি, ৪, যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটের ফটোকপি এবং স্টুডেন্ট আইডি কার্ডের অরিজিনাল কপি এবং ফটোকপি, ৫, যদি আপনি চাকরি করেন তাহলে অফিস থেকে NOC নিতে হবে এবং অফিস এর আইডি কার্ড, ৬, ব্যাংকে টাকা জমা রশিদ, ৭, পুলিশ ভেরিফিকেশনের সময় চেয়ারম্যানের সার্টিফিকেট চাইতে পারে এলাকায়, ৮, বিবাহিত হলে যদি স্ত্রীর বা স্বামীর নাম যোগ করতে চান তাহলে কাবিননামা অথবা মেরেজ সার্টিফিকেট লাগবে। # নতুনপাসপোর্ট করতে কত টাকা লাগবে ? যদি আপনি ৮/১০ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি নেন তাহলে ব্যাংক জমা করতে হবে ৮০৫০ টাকা। যদি আপনি ২০/২৫ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি নেন তাহলে ব্যাংক জমা করতে হবে ৫৭৫০ টাকা। ৪৮ পেজের ১০ বছর মেয়াদি পাসপোর্ট।
#বিঃদ্রঃ যদি কারো হেল্প নেন কোন সিডিউলের প্রয়োজন হবেনা যেদিন ইচ্ছে জমা দিতে পারবেন। শুধু অরজিনাল এনআইডি কার্ড এবং বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিলেই হবে। বাকি সব সেই রেডি করে দেবে যার কাছে হেল্প নিবেন।

05/01/2023

Address

Kushtia Passport Office
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when E-Passport Help Line posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E-Passport Help Line:

Share


Other Passport & Visa Services in Dhaka

Show All

You may also like