Fly Away Travels

Fly Away Travels Serve with care. Perfect Travel Companion. Air Ticket( Domestic and International), Hotel Reservation, Visa Processing.
(2)

পরামর্শ** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।** যানজটের বিষয়টি মাথায় রেখে হা...
08/12/2023

পরামর্শ

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

01/10/2023
আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে। বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউন...
14/09/2023

আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে। বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউন্টারে চেক-ইন করেন, লাগেজ জমা দেন। সেই লাগেজ এয়ারলাইন তাদের উড়োজাহাজে বহন করে।

অর্থাৎ চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা নিয়ে গন্তব্যে পৌছিয়ে আপনার লাগেজ ঠিকঠাক বুঝিয়ে দেয়া এয়ারলাইনের দায়িত্ব। এটা বিশ্বের যে এয়ারলাইনই হোক না কেনো। যে দেশে হোক, যে বিমানবন্দর হোক।

এখন লাগেজে বেল্টে গিয়ে যদি দেখেন আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হয়েছে তাহলে কী করবেন ?

একদম সোজা সাপ্টা উত্তর, আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হবার দায় এয়ারলাইন্সের। আর এজন্য তারা ক্ষতিপূরণ দিবে।

ক্ষতিপূরণ পেতে হলে, আপনাকে বিমানবন্দরে থাকা অবস্থায় ঠিকঠাক মতো লাগেজ চেক করে নিতে হবে। লাগেজ ক্ষতিগ্রস্থ হলে বিমানবন্দরে অবস্থান করেই ক্ষতিপূরণ পেতে অভিযোগ জানাতে হবে।

সাধারণত সারা বিশ্বে সকল বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে। সেখানে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হয়। মুখে মুখে অভিযোগ দিয়ে আসলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। বাড়িতে গিয়ে তারপর ক্ষতিপূরণ দাবি করলেও ক্ষতিপূরণ পাবেন না।

ক্ষতিপূরণ পেতে হলে বিমানবন্দরে অবস্থান করে নির্ধারিত ফরম/পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে। অর্থাৎ অভিযোগ জানানোর পর, এয়ারলাইনের কাছ থেকে ডকুমেন্টস বুঝে নিবেন।

বিশ্বের যে বিমানবন্দরেই হোক না কেন, আপনি এয়ারলাইনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন।

আপনার অভিজ্ঞতা আমাদের জানান, লাগেজ ক্ষতিগ্রস্থ হবার কারণে আপনি কখনও ক্ষতিপূরণ দাবি করেছিলেন ? ক্ষতিপূরণ পেয়েছেন ?

(নোট: ছবিটি গুগল থেকে নেয়া বিশ্বের বিভিন্ন বিমানবন্দরের, বাংলাদেশের ছবি নয়)

08/08/2023
06/08/2023

আপনি টাকা খরচ করে টিকিট কাটেন বলেই এয়ারলাইনের ফ্লাইটে যাতায়াত করতে পারেন। বিমানবন্দরে এসে আপনি এয়ারলাইনের কাউন্টারে চেক-ইন করেন, লাগেজ জমা দেন। সেই লাগেজ এয়ারলাইন তাদের উড়োজাহাজে বহন করে নিয়ে যায়।

অর্থাৎ চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা নিয়ে গন্তব্যে পৌছিয়ে আপনার লাগেজ ঠিকঠাক বুঝিয়ে দেয়া এয়ারলাইনের দায়িত্ব।

এটা বিশ্বের যে এয়ারলাইনই হোক না কেনো। লাগেজে বেল্টে গিয়ে যদি দেখেন আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হয়েছে , তাহলে তার ক্ষতিপূরণ দিবে এয়ারলাইন।

ক্ষতিপূরণ পেতে হলে, আপনার বিমানবন্দরে থাকা অবস্থায় ঠিকঠাক মতো লাগেজ চেক করে নিতে হবে। লাগেজ ক্ষতিগ্রস্থ হলে বিমানবন্দরে থেকেই ক্ষতিপূরণ পেতে অভিযোগ জানাতে হবে। সাধারণত সারা বিশ্বে সকল বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে। সেখানে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হয়। মুখে মুখে অভিযোগ দিয়ে আসলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। বাড়িতে গিয়ে তারপর ক্ষতিপূরণ দাবি করলেও ক্ষতিপূরণ পাবেন না।

ক্ষতিপূরণ পেতে হলে বিমানবন্দরে অবস্থান করে নির্ধারিত ফরম/পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে। বিশ্বের যে বিমানবন্দরেই হোক না কেন, আপনি এয়ারলাইনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন।
Collected

আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আমার ভিসার মেয়াদ এখনও আছে। আমি একটি নতুন পাসপোর্ট নিয়েছি;আমাকে কি নতুন করে ভি...
02/08/2023

আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আমার ভিসার মেয়াদ এখনও আছে। আমি একটি নতুন পাসপোর্ট নিয়েছি;
আমাকে কি নতুন করে ভিসা নিতে হবে?

যে পাসপোর্টে আপনার ভিসা লাগানো হয়েছে, সেটির মেয়াদ শেষ হয়ে গেলেও আপনি এই পুরাতন পাসপোর্টের ভিসাই ব্যবহার
করতে পারবেন, যদিও আপনি ঐ একই দেশ থেকে একটি বৈধ পাসপোর্ট নিয়ে থাকেন। এক পাসপোর্ট থেকে আরেক পাসপোর্টে
ভিসা স্হানান্তর করা সম্ভব নয়।

বিশেষ দ্রষ্টব্য ̈: আপনার পুরাতন পাসপোর্টটি বাতিল করার সময় যদি পাসপোর্ট কর্তৃপক্ষ আপনার ভিসাটি কোনভাবে নষ্ট
করে ফেলে থাকে, তাহলে সেই ভিসা আর বলবৎ থাকবে না, এবং ঐ ভিসা সফরের জন ̈ ব্যবহার করা যাবে না।

সতর্ক বার্তা
01/08/2023

সতর্ক বার্তা

From 1 September   Start   ,   Flight
25/07/2023

From 1 September Start , Flight

12/07/2023

ব্রেকিং নিউজ।
আমাদের ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীগণের অসুবিধা কমানোর লক্ষ্যে, ভারতীয় হাই কমিশন কর্তৃক ১১ জুলাই ২০২৩ থেকে নিম্নলিখিত ব্যবস্থাসমূহ চালু করতে যাচ্ছে।

(i) যে সকল আবেদনকারী তাঁদের ভিসা আবেদন হাই কমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাঁদের জন্য এখন আইভ্যাক-এ ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ০৭ দিন আগে আইভ্যাক-এ তাঁদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(ii) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাক-এ তাঁদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

আমরা আশা করি, এই পদক্ষেপগুলো আপনাদের ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে৷
১০ জুলাই ২০২৩

, , , ,

27/06/2023

আসুন ঈদুল আজহার ত্যাগের মহিমায় মহিমান্বিত হই এবং সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি।

ঈদ মোবারক!

মনসুর আহমেদ সাইফুল
ফ্লাই অ্যাওয়ে ট্রাভেলস

সম্মানিত হজ যাত্রীরা এখন সৌদি আরবে অবস্থান করছেন। যে ফ্লাইটগুলি তাদেরকে নিয়ে সৌদি আরব যায় সেগুলি বাংলাদেশে আসার সময় খালি...
22/06/2023

সম্মানিত হজ যাত্রীরা এখন সৌদি আরবে অবস্থান করছেন। যে ফ্লাইটগুলি তাদেরকে নিয়ে সৌদি আরব যায় সেগুলি বাংলাদেশে আসার সময় খালি আসে। গত কয়েক বছর ধরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ খালি ফ্লাইটগুলিতে জমজমের পানি নিয়ে এসে জমা করতে থাকে। ফলে হজ শেষে বাংলাদেশে ফেরার সময় বিমানের যাত্রীদের জমজমের পানি লাগেজের সাথে বুকিং দিয়ে আনতে হয় না। বাংলাদেশগামী ফ্লাইটে কেবিন ক্রু সম্মানিত হাজীদের প্রত্যেকের হাতে একটি করে টোকেন দেন। বাংলাদেশে পৌছে ইমিগ্রেশন এবং লাগেজ সংগ্রহ শেষ করার পর ঐ টোকেনটি জমা দিলেই প্রত্যেক যাত্রী পাচ লিটারের জমজমের পানির একটি বাক্স পেয়ে যান।

বিমান এ পদ্ধতি অনুসরণ করলেও সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের জমজমের পানি লাগেজের সাথে বুকিং দিয়েই আনতে হত। এতে করে শেষের দিকের ফ্লাইটে আসা অনেক যাত্রী বাংলাদেশে পৌছে জমজমের পানি পেতেন না। তবে এখন সৌদি এয়ারলাইন্সও বিমানের মতই তাদের খালি ফ্লাইটে জমজমের পানি নিয়ে এসে বাংলাদেশে জমা করেছে। অর্থাৎ এখন বিমানের মত সৌদি এয়ারলাইন্সের যাত্রীদেরকেও বাংলাদেশে ফেরার সময় লাগেজের সাথে জমজমের পানি বুকিং দিতে হবে না। ঢাকা, চট্টগ্রাম অথবা সিলেটে বিমানবন্দরে পৌছে টোকেন জমা দিয়ে তারা প্রত্যেকে পাচ লিটারের পানির বাক্স গ্রহণ করবেন।

এভাবে নিয়ে আসা জমজমের পানির বাক্স পর্যাপ্ত। অল্প কিছু সংখ্যক বাক্স পরিবহনের সময় ফেটে নষ্ট হতে পারে। সে বিবেচনায় কিছু বাক্স অতিরিক্ত আনা হয়। ফলে কোন হাজী পানি পাবেন না, এমন আশঙ্কা ইনশাল্লাহ আর নেই।

সৌদি সরকার তাদের নির্ধারিত ৫ লিটারের বাক্স ছাড়া আর কোন অবস্থাতেই লাগেজের সাথে জমজমের পানি আনতে দেয় না। কেউ লাগেজে ভরে পানি আনার চেষ্টা করলে তা স্ক্যানিংয়ে ধরা পড়বে এবং লাগেজ খুলে পানি ফেলে দেওয়ার পর তা উড়োজাহাজে তুলতে দিবে।

একইভাবে অনেকে লাগেজে কাচা মাংস ফ্রোজেন করে আনার চেষ্টা করেন। এটাও নিষিদ্ধ। মাংসের বরফ দ্রুত গলে গিয়ে রক্ত বের হয়ে পড়ে এবং কোন কারণে লাগেজ পাঠাতে দেরি হলে রক্ত পচা দুর্গন্ধে বিমানবন্দরের পরিবেশ দুর্বিসহ হয়ে ওঠে। সম্মানিত হাজীদের মনে রাখতে হবে আমরা যেন সৌদি সরকারের বিরক্তি সৃষ্টির মত কোন কাজ না করি।

পরম করুণাময় সকল হজযাত্রীর হজকে কবুল করুন। তাদের সকলকে হজ শেষে সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসার তৌফিক দান করুন।

প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি:সরকার আগের ব্যাগেজ রুলস বাতিল করে নতুন ব্যাগেজ রুলস কার্যকর করেছে। অতীতে একজন যাত্রী ঘোষণা...
09/06/2023

প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি:

সরকার আগের ব্যাগেজ রুলস বাতিল করে নতুন ব্যাগেজ রুলস কার্যকর করেছে। অতীতে একজন যাত্রী ঘোষণা দিয়ে ১০ তোলা + ১০ তোলা, মোট ২০ তোলা ওজনের দুইটি স্বর্ণের বার আনতে পারতেন এবং এজন্য ৪০,০০০ টাকা শুল্ক দিতেন। এখন একজন যাত্রী সর্বাধিক ১০ তোলা ওজনের একটি মাত্র স্বর্ণের বার ঘোষণা দিয়ে আনতে পারবেন, যার জন্য ৪০,০০০ টাকা শুল্ক দিতে হবে। অর্থাৎ স্বর্ণের পরিমাণ কমিয়ে অর্ধেক করা হয়েছে এবং শুল্কের হার দ্বিগুণ করা হয়েছে। তবে অতীতের মত এখনও একজন যাত্রী ১০০ গ্রামের মধ্যে স্বর্ণালঙ্কার আনতে পারবেন কোন শুল্ক ছাড়াই। এক্ষেত্রে শর্ত হচ্ছে কোন আইটেম ১২ টির বেশি হতে পারবে না।

05/05/2023

বাংলাদেশে চলাচলকারী সব এয়ারলাইনসকে আগামী ১ জুলাই থেকে ফ্লাইটের ভাড়া ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ করতে হবে। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোকসিন্দা ফারহানার সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয় : বাংলাদেশি এয়ারলাইনসগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে, সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে। একইভাবে দেশি-বিদেশি সব ফ্লাইটে ভাড়া নির্ধারণ করা হবে বাংলাদেশি টাকায়।

বিশ্বের মাত্র চারটি দেশ বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও তাইওয়ান মার্কিন ডলারে ফ্লাইট টিকিটের মূল্য নির্ধারণ করে। বাকি সব দেশই এ ক্ষেত্রে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে।

Reference in first comments

স্বাগতম বাংলার আকাশে Air Astra
16/11/2022

স্বাগতম বাংলার আকাশে Air Astra

অন্যের কথায় প্ররোচিত না হয়ে আগে যাচাই করুন।
13/11/2022

অন্যের কথায় প্ররোচিত না হয়ে আগে যাচাই করুন।

Health Declaration Form not required any more for passengers to enter Bangladesh.
27/10/2022

Health Declaration Form not required any more for passengers to enter Bangladesh.

24/10/2022

বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ইতোমধ্যে মঙ্গলবার ২৪ অক্টোবর বিকাল ৩টা হতে ২৫ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩টি বিমানবন্দর বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বিমানবন্দরগুলো হচ্ছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও বরিশাল বিমানবন্দর।

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়া, বৃষ্টি হলেও বিমান চলাচলে উপযোগ পরিস্থিতি আছে। এ কারণে এখন পর্যন্ত ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়নি। হুট করে খুব বেশি খারাপ পরিস্থিতি না হলে বন্ধ করার সিদ্ধান্ত নেবে না বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ সময়ে আপনার ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন। অথবা আপনি যে এজেন্সি থেকে টিকিটে কেটেছেন তাদের সাথে যোগাযোগ করুন।

হাতে সময় নিয়ে বিমানবন্দরে যাত্রা করুন, যাতে ফ্লাইটের নির্ধারিত সময়ে বিমানবন্দরে আসতে পারেন।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এ সময়ে বিদেশ থেকে আসা কোন কোন ফ্লাইটের ক্ষেত্রে লাগেজ ডেলিভারিতে অতিরিক্ত সময় লাগতে পারে।

Circular of
22/08/2022

Circular of

TRAVEL ADVISORY FOR
21/08/2022

TRAVEL ADVISORY FOR

Airport bound Passengers  are requested to travel with extra time in hand
10/08/2022

Airport bound Passengers are requested to travel with extra time in hand

06/08/2022

শুরু হলো সরাসরি ব্যাংকক ফ্লাইট! ১সেপ্টে. থেকে সপ্তাহে ৫টি ফ্লাইট নিয়ে আবারো যাত্রা শুরু করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

31/07/2022

ঢাকা বরিশাল রুটে ফ্লাইট কমাচ্ছে বাংলাদেশ।

https://ghuripoka.com/?p=281

https://www.jagonews24.com/national/news/780800
28/07/2022

https://www.jagonews24.com/national/news/780800

চীনের ভিসা নিতে হলে বাংলাদেশিদের এখন থেকে অনলাইনে ভিসা আবেদন ও জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্ট তারিখ লাগবে। ভিসার জন্...

27/07/2022
09/07/2022

কোরবানি হোক শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।
ঈদ মোবারক।

সুখী, সুন্দর ও সমৃদ্ধ হোক সবার জীবন।

Dear Valued Customers,Please be informed that     to the following countries are required to complete all the personal n...
10/06/2022

Dear Valued Customers,

Please be informed that to the following countries are required to complete all the personal necessary information prior to approach check-in counters by scanning the attached QR Code to download a link or application of your destination.

- Singapore Arrival Card : SGAC

- One Health Pass

- Digital Passenger Declaration : DPD

- PeduliLindungi

- MySeJahtera

- Hong Kong Health Declaration

- The Quarantine System for Entry

- Air Suvidha

- Pakistan Pass Track

- Health Declaration Form

14/05/2022
Malaysia travel updatePCR test not required Health or Travel Insurance Not requiredFor fully vaccinated passengers.
01/05/2022

Malaysia travel update
PCR test not required
Health or Travel Insurance Not required
For fully vaccinated passengers.

Address

67C-1, Road 13B, Block E, Bannai
Dhaka
1213

Opening Hours

Monday 09:30 - 18:00
Tuesday 09:30 - 18:00
Wednesday 09:30 - 18:00
Thursday 09:30 - 18:00
Saturday 09:30 - 18:00
Sunday 09:30 - 18:00

Telephone

01611111210

Website

.bd

Alerts

Be the first to know and let us send you an email when Fly Away Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fly Away Travels:

Share

Nearby travel agencies


Other Dhaka travel agencies

Show All

You may also like