The Dhaka Travels

The Dhaka Travels The Dhaka Travels specializes in planning agency and managed by professional and experienced team.
(9)

The Dhaka Travels is a travel agency and tour operator that specializes in planning and executing unforgettable trips to Bangladesh and beyond. Our team of professional and experienced travel consultants is dedicated to helping you plan the perfect trip, whether you are looking for a relaxing beach vacation, an adventurous hiking expedition, or a cultural tour of a new city. Our key services inclu

de:
✈ Flights and accommodation
✈Tour packages
✈ Umrah Hajj
✈Visas process
✈Activities and excursions

We are committed to providing you with a stress-free and enjoyable travel experience. We will work with you to create a customized itinerary that fits your budget and interests. We will also handle all of the details, so you can relax and focus on having fun. When you travel with The Dhaka Travels, you can be sure that you're in good hands. We'll take care of all the details, so you can relax and enjoy your vacation.

20/08/2024
16/10/2023

ওমরা হজ্জ করুন নিশ্চিন্তে, অনুভব করুন মহান আল্লাহর পরম সান্নিধ্য। The Dhaka Travels নিয়ে এলো তিনটি ভিন্ন ওমরা হজ্জ প্যাকেজ যা শুরু হচ্ছে মাত্র ১২৫০০০ থেকে, সবধরনের ফি মিলিয়ে।

তাই, The Dhaka Travels সাথে পবিত্র ওমরা পালনে নিশ্চিন্তে ঘুরে আসুন সৌদি এবং হাসিল করুন অশেষ নেকী।

বিস্তারিত জানতে কল করুন 01794-486638 নাম্বারে।

এবার ওমরা হজ্জ প্যাকেজ এলো সবার জন্য; আপনার সামর্থ্য অনুযায়ী মহান আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওমরা হজ্জ প্যাকেজ বেছে ন...
09/10/2023

এবার ওমরা হজ্জ প্যাকেজ এলো সবার জন্য; আপনার সামর্থ্য অনুযায়ী মহান আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওমরা হজ্জ প্যাকেজ বেছে নিন:
✓ ইকোনমি
✓ স্ট্যান্ডার্ড
✓ ভিআইপি
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,এক উমরাহ থেকে অপর উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর কাফফারা। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। (বুখারী ও মুসলিম)।
এদিকে লক্ষ্য রেখে, 𝑻𝒉𝒆 𝑫𝒉𝒂𝒌𝒂 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍𝒔 সম্মানিত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নিয়ে এলো তিনটি ভিন্ন ওমরা প্যাকেজ যা শুরু হয়েছে মাত্র ১২৫০০০ টাকা থেকে। প্যাকেজে অন্তর্ভুক্ত থাকছে:
✓ ভিসা এবং বিমান টিকেট
✓জিয়ারাহ এবং হোটেল
✓ গাইড ও পরিবহন
তাই, আপনার সামর্থ্যের ভেতরেই কোনরকম ঝামেলা এবং হিডেন-কস্ট ব্যতীত সহজেই পালন করুন ওমরা হজ্জ। আমরা প্রতিটি ওমরা প্যাকেজ সাজিয়েছি অত্যন্ত যত্নের সাথে এবং প্রতিটি ধাপে নিশ্চিত করি সর্বোচ্চ সেবা; যেনো আপনি সম্পূর্ণ মনোযোগ এবং আন্তরিকতার সাথে ওমরা হজ্জ পালন করতে পারেন সওয়াবের আশায়।
বিস্তারিত জানতে কল করুন নিন্মোক্ত নাম্বারে:
☎01794-486638
☎01977-043781
☎01849-662486
অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানায়
রোড নং ০৮,বাড়ি নং ১০, ব্লক যে, বারিধারা, ঢাকা।

এবার ওমরা হজ্জ প্যাকেজ এলো সবার জন্য; আপনার সামর্থ্য অনুযায়ী মহান আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওমরা হজ্জ প্যাকেজ বেছে নি...
07/10/2023

এবার ওমরা হজ্জ প্যাকেজ এলো সবার জন্য; আপনার সামর্থ্য অনুযায়ী মহান আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওমরা হজ্জ প্যাকেজ বেছে নিন:
✓ ইকোনমি
✓ স্ট্যান্ডার্ড
✓ ভিআইপি

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,এক উমরাহ থেকে অপর উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর কাফফারা। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। (বুখারী ও মুসলিম)।

এদিকে লক্ষ্য রেখে, The Dhaka Travels সম্মানিত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নিয়ে এলো তিনটি ভিন্ন ওমরা প্যাকেজ যা শুরু হয়েছে মাত্র ১২৫০০০ টাকা থেকে। প্যাকেজে অন্তর্ভুক্ত থাকছে:
✓ ভিসা এবং বিমান টিকেট
✓জিয়ারাহ এবং হোটেল
✓ গাইড ও পরিবহন

তাই, আপনার সামর্থ্যের ভেতরেই কোনরকম ঝামেলা এবং হিডেন-কস্ট ব্যতীত সহজেই পালন করুন ওমরা হজ্জ। আমরা প্রতিটি ওমরা প্যাকেজ সাজিয়েছি অত্যন্ত যত্নের সাথে এবং প্রতিটি ধাপে নিশ্চিত করি সর্বোচ্চ সেবা; যেনো আপনি সম্পূর্ণ মনোযোগ এবং আন্তরিকতার সাথে ওমরা হজ্জ পালন করতে পারেন সওয়াবের আশায়।

বিস্তারিত জানতে কল করুন নিন্মোক্ত নাম্বারে:

☎01794-486638
☎01977-043781
☎01849-662486

অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানায়
রোড নং ০৮,বাড়ি নং ১০, ব্লক যে, বারিধারা, ঢাকা।

ইবনে উমর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জ ও উমরা পালনকারীরা আল্লাহ...
04/10/2023

ইবনে উমর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান। আল্লাহ তাদের আহ্বান করেছেন, তারা সে আহ্বানে সাড়া দিয়েছে। তারা আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাই তাদের দিয়ে দিচ্ছেন। (ইবনে মাজাহ ২৮৯৩)

ওমরা হজ্জ তাই প্রতিটি মুসলিমের জীবনে বয়ে আনে সফলতা, নেকী এবং আল্লাহর রহমতের অশেষ বারিধারা।

আপনার জন্য তাই, 𝐓𝐡𝐞 𝐃𝐡𝐚𝐤𝐚 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 নিয়ে এলো ঝামেলাবিহীন এবং বাজেট-ফ্রেন্ডলী ওমরা হজ্জ প্যাকেজ; যেনো সহজেই আপনি মহান আল্লাহর সান্নিধ্যে ইবাদত এবং বন্দেগীর মাধ্যমে অর্জন করতে পারেন অশেষ নিয়ামত।

✓ ইকোনমি প্যাকেজ: ১২০০০০ থেকে শুরু
✓ প্রিমিয়াম প্যাকেজ: ১৪০০০০ থেকে শুরু
✓ স্ট্যান্ডার্ড প্যাকেজ: ১৫০০০০ থেকে শুরু

প্রতিটি ওমরা হজ্জ প্যাকেজ ১৩-১৪ দিন ব্যাপী, যার মাঝে অন্তর্ভুক্ত রয়েছে:
✓ ওমরা ভিসা প্রসেসিং এবং ফি
✓ফ্লাইট এবং যাবতীয় পরিবহন
✓ হেরেমের কাছেই হোটেল
✓ গাইড ফি এবং জিয়ারাহ্

𝐓𝐡𝐞 𝐃𝐡𝐚𝐤𝐚 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 সম্মানিত ধর্মপ্রাণ হজ্জ যাত্রীদের সেবায় সর্বদা নিয়োজিত; মহান আল্লাহ্, আমাদের মাধ্যমে আপনার ওমরা হজ্জ পালনের তৌফিক দিন।

বিস্তারিত জানতে কল করুন:
☎𝟎𝟏𝟕𝟗𝟒-𝟒𝟖𝟔𝟔𝟑𝟖
☎𝟎𝟏𝟗𝟕𝟕-𝟎𝟒𝟑𝟕𝟖𝟏
☎𝟎𝟏𝟖𝟒𝟗-𝟔𝟔𝟐𝟒𝟖𝟔

অথবা ভিজিট করুন: 𝐰𝐰𝐰.𝐭𝐡𝐞𝐝𝐡𝐚𝐤𝐚𝐭𝐫𝐚𝐯𝐞𝐥𝐬.𝐜𝐨𝐦

কিংবা সরাসরি বুকিং করুন আমাদের অফিসে:

𝐇𝐨𝐮𝐬𝐞 𝐧𝐨 𝟏𝟎, 𝐑𝐨𝐚𝐝 𝐧𝐨 𝟎𝟖,𝐁𝐥𝐨𝐜𝐤-𝐉,
𝐁𝐚𝐫𝐢𝐝𝐡𝐚𝐫𝐚, 𝐃𝐡𝐚𝐤𝐚 𝟏𝟐𝟏𝟐

হজরত ইবনে উমর (রা) হতে বর্ণিত, রাসুল  সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আল্লাহর পথের সৈনিক, হজ্জযাত্রী ও উমরা যাত্রীগ...
01/10/2023

হজরত ইবনে উমর (রা) হতে বর্ণিত, রাসুল সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আল্লাহর পথের সৈনিক, হজ্জযাত্রী ও উমরা যাত্রীগণ আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর নিকট দুআ’ করলে তিনি তা কবুল করেন এবং কিছু চাইলে তা তাদের দান করেন। [ইবনে মাজাহ ২৮৯৩]

ওমরা হজ্জ তাই প্রতিটি মুসলিমের জীবনে বয়ে আনে সফলতা, নেকী এবং মহান আল্লাহর রহমত প্রাপ্তির অশেষ সম্ভাবনা।

আপনার জন্য তাই The Dhaka Travels নিয়ে এলো ঝামেলাবিহীন এবং বাজেট বান্ধব ওমরা হজ্জ প্যাকেজ; যেনো সহজেই আপনি মহান আল্লাহর বন্দেগীর মাধ্যমে অর্জন করতে পারেন অশেষ নিয়ামত।

আমাদের উমরাহ প্যাকেজ সমুহ

✓ ইকোনমি প্যাকেজ: ১,২০,০০০ থেকে শুরু
✓ প্রিমিয়াম প্যাকেজ: ১,৪০,০০০ থেকে শুরু
✓ স্ট্যান্ডার্ড প্যাকেজ: ১,৫০,০০০ থেকে শুরু

প্রতিটি ওমরা হজ্জ প্যাকেজ ১৩-১৪ দিন ব্যাপী, যার মাঝে অন্তর্ভুক্ত রয়েছে:
✓ ওমরা ভিসা
✓বিমান টিকেট এবং যাবতীয় পরিবহন
✓ হেরেমের নিকটবর্তী হোটেল
✓ অভিজ্ঞ মুয়াল্লিম এবং জিয়ারাহ্

The Dhaka Travels সম্মানিত ধর্মপ্রাণ উমরাহ যাত্রীদের সেবায় সর্বদা নিয়োজিত; মহান আল্লাহ্, আমাদের মাধ্যমে আপনার ওমরা পালনের তৌফিক দিন।

বিস্তারিত জানতে কল করুন:
☎01794-486638
☎01977-043781
☎01849-662486

অথবা ভিজিট করুন: www.thedhakatravels.com

কিংবা সরাসরি বুকিং করুন আমাদের অফিসে:

House no 10, Road no 08,Block-J,
Baridhara, Dhaka 1212

ওমরা শব্দের শাব্দিক  অর্থ হলো ভ্রমণ করা। জীবনে একবার ওমরাহ করা সুন্নতে মুয়াক্কাদা। এটা যখনই করা হোক, তার জন্য প্রতিদা...
21/09/2023

ওমরা শব্দের শাব্দিক অর্থ হলো ভ্রমণ করা। জীবনে একবার ওমরাহ করা সুন্নতে মুয়াক্কাদা। এটা যখনই করা হোক, তার জন্য প্রতিদান ও বরকত রয়েছে।

এদিকে লক্ষ রেখে, 𝐓𝐡𝐞 𝐃𝐡𝐚𝐤𝐚 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬, সম্মানিত হাজ্বীদের ওমরাহ পালন সহজ এবং সুন্দর করতে নিয়ে এলো তিনটি ভিন্ন প্যাকেজ:
✓ ইকোনমি প্যাকেজ: ১,২৫,০০০/
✓ স্ট্যান্ডার্ড প্যাকেজ: ১,৪০,০০০/
✓ ভিআইপি প্যাকেজ: ২,৩০,০০০/

তাই, এখন থেকে ঝামেলাবিহীন এবং নিশ্চিন্তে ওমরা হজ্জ পালন করতে 𝐓𝐡𝐞 𝐃𝐡𝐚𝐤𝐚 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 আছে আপনাদের পাশে।

আমাদের প্রতিটি প্যাকেজ পাচ্ছেন:
✓ ওমরা হজ্জ ভিসা
✓ বিমান টিকেট এবং পরিবহন
✓ স্টার মানের হোটেল এবং গাইড
✓ জিয়ারাহ

হযরত আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহ থেকে পরবর্তী ওমরাহ পর্যন্ত মাঝখানের গোনাহগুলোর জন্য কাফফারা স্বরূপ।’ (বোখারি: ১৬৮৩, মুসলিম: ৩৩৫৫)।

তাই, ওমরা হজ্জ করুন এবং নিজের আমলনামায় অশেষ নেকী সংগ্রহ করুন; মহান আল্লাহ আপনার ওমরা হজ্জ কবুল করুন এবং আমাদের তৌফিক দিন, যেন আপনার উমরাহ সম্পাদনে সহযোগিতা করতে পারি।

বিস্তারিত জানতে মেসেজ দিন পেজের ইনবক্সে, বা কল করুন:
☎𝟎𝟏𝟕𝟗𝟒-𝟒𝟖𝟔𝟔𝟑𝟖
☎𝟎𝟏𝟗𝟕𝟕-𝟎𝟒𝟑𝟕𝟖𝟏
☎𝟎𝟏𝟖𝟒𝟗-𝟔𝟔𝟐𝟒𝟖𝟔

এছাড়া সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানায়:
বাড়ি নং ১০,রোড নং ০৮, জে ব্লক, বারিধারা, ঢাকা

পবিত্র মক্কা শরীফ যাওয়া এবং বায়তুল্লাহর তাওয়াফের  স্বপ্ন প্রতিটি মুসলমানের থাকে ; সারা জীবনে অন্তত একবার হজ্জ / উমরাহ প...
19/09/2023

পবিত্র মক্কা শরীফ যাওয়া এবং বায়তুল্লাহর তাওয়াফের স্বপ্ন প্রতিটি মুসলমানের থাকে ; সারা জীবনে অন্তত একবার হজ্জ / উমরাহ পালনের ইচ্ছে আমাদের সবার। তাই, ধর্মপ্রাণ মুসলিমদের সুবিধা বিবেচনায় The Dhaka Travels নিয়ে এলো স্বল্পমূল্যে ওমরা প্যাকেজ, যা শুরু হচ্ছে মাত্র ১২,৫০০০ টাকা থেকে।

আমাদের তিনটি ওমরা প্যাকেজ:
✓ ইকোনমি প্যাকেজ যা মাত্র ১২৫০০০/
✓ স্ট্যান্ডার্ড প্যাকেজ ১৪০০০০/
✓ ভিআইপি প্যাকেজ ১৭৫০০০/

প্রতিটি প্যাকেজে পাচ্ছেন,উমরাহ ভিসা, বিমান টিকেট, হেরেম শরীফের নিকটেই হোটেল এবং পূর্ন ট্রান্সপোর্টেশন।

তাই, নির্বিঘ্নে ওমরা হজ্জ পালনের মাধ্যমে মহান আল্লাহপাকের সান্নিধ্যলাভের আপনার কাঙ্খিত স্বপ্নের বাস্তবায়নে The Dhaka Travels সর্বদাই সচেষ্ট এবং নিয়োজিত।

আল্লাহপাক আপনাকে ওমরা পালনের তৌফিক দিন (আমিন), এবং আপনাদের সেবায় আমাদের প্রচেষ্টাকে কবুল করুন।

বিস্তারিত জানতে মেসেজ দিন পেজের ইনবক্সে, বা কল করুন:
☎01794-486638
☎01977-043781
☎01849-662486

অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানায়:
রোড নং ০৮, বাড়ি নং ১০, জে ব্লক, বারিধারা, ঢাকা।

18/09/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম

মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য বায়তুল্লাহর তাওয়াফ তথা হজ্ব ও উমরাহ পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। আর এ প্রয়োজনকে সামনে রেখে 'দি ঢাকা ট্রাভেলস' নিয়ে এলো সাধ্যের মধ্যে বিভিন্ন উমরাহ প্যাকেজ ( ইকোনমি / স্ট্যান্ডার্ড / ভি আই পি) যা সহজেই পূর্ণ করবে আপনার লালিত স্বপ্ন।

হাদীসে এসেছে (সহীহ বুখারী, হাদীস নং ১৭৭৩) হজরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'এক উমরাহ থেকে পরবর্তী উমরাহর মধ্যবর্তী সময়ে যা কিছু পাপ (সগীরা) কাজ ঘটবে তার জন্য কাফফারা (প্রায়শ্চিত্ত করে)’’।

তাই, 'দি ঢাকা ট্রাভেলস' থেকে সম্পূর্ন প্যাকেজ নিয়ে খুব সহজেই পালন করতে পারছেন আপনার উমরাহ হজ্জ।

আর নয় কোনো দুশ্চিন্তা; আমাদের অভিজ্ঞ ট্রাভেল কর্মী এবং হজ্জ গাইড শরয়ী দৃষ্টিভঙ্গির আলোকে আপনার সম্পূর্ন উমরাহ সঠিকভাবে পালনের ক্ষেত্রে সর্বাত্নক সহযোগিতা করবেন।

বিস্তারিত জানতে মেসেজ দিন পেজের ইনবক্সে বা কল করুন
𝟎𝟏𝟖𝟒𝟗𝟔𝟔𝟐𝟒𝟖𝟔 , 𝟎𝟏𝟕𝟗𝟒-𝟒𝟖𝟔𝟔𝟑𝟖 নাম্বারে

অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে:
𝐇𝐨𝐮𝐬𝐞 𝐧𝐨.𝟏𝟎, 𝐑𝐨𝐚𝐝 𝐧𝐨.-𝟎𝟖, 𝐁𝐥𝐨𝐜𝐤- 𝐉,𝐁𝐚𝐫𝐢𝐝𝐡𝐚𝐫𝐚, 𝐃𝐡𝐚𝐤𝐚-𝟏𝟐𝟏𝟐

13/09/2023

Good Morning

Address

HOUSE-10, ROAD-08, BLOCK-J
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when The Dhaka Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Dhaka Travels:

Videos

Share

Nearby travel agencies


Other Tourist Information Centers in Dhaka

Show All