Happy Birthday to Bear Grylls 💚
.
Thank you for making our childhood better.
.
.
.
.
Content taken from randomaesthetic fb page.
নৌকা ভাড়া করেছিলাম কষ্ট কম হবে ভেবে; পুরো রাস্তা ঠেলে নিয়ে যাওয়া লেগেছে।
এই বন্ধেও দারুন গতিতে ছুটে চলছে আমাদের কাজ। আর অল্প কয়েকদিনের অপেক্ষা।
আসছে নিরিবিলি- Niribili Eco Resort Sajek
একদম ব্যতিক্রমী এক ট্রিপ নিয়ে হাজির হলাম আপনাদের জন্য 😊 আগামী ১৯ অক্টোবর আমরা যাচ্ছি রাঙ্গামাটি, মায়ালীন হাউজ বোট নিয়ে আমরা ঘুরে বেড়াবো দুইটি দিন। অত্যন্ত দৃষ্টিনন্দন কাপ্তাই লেকে আমরা বিভিন্ন স্পট ঘুরে দেখব এবং ২২ অক্টোবর খুব ভোরে ঢাকা থাকবো। আসন সীমিত তাই আগ্রহী যারা আছেন দ্রুত যোগাযোগ করুন ❤️
-----------------------------------------
🌷যাত্রা: ১৯ অক্টোবর, ২০২৩ রাত।
🌷ফেরা: ২২ অক্টোবর, ২০২৩ সকাল।
💲ঢাকা টু ঢাকা বাজেট: ৮৫০০/- (জনপ্রতি, সিঙ্গেল প্যাকেজ)
-----------------------------------------
.
📱01788 499 283
From our latest Rappelling trip 💜
#rappelling #adventure #waterfall
খুব বেশি কিছু না, ৩টি দিন পাহাড়ের বুকে কাটিয়ে দিবো অলস ভাবে, আর শুধু আড্ডা দিবো আপনাদের সাথে <3 যাচ্ছেন তো আমাদের সাথে?
.
ঈদের আগে এবং পরে দুটি আলাদা জুমঘরে বৃষ্টি বিলাস ট্রিপের আয়োজন করা হয়েছে আপনাদের জন্য। একদম সহজ এবং অল্প ট্রেকিং তাই যে কেউ যোগ দিতে পারবেন আমাদের সঙ্গে। ফিমেল টিম মেম্বাদের জন্য ফিমেল হোস্ট থাকছে।
.
আমাদের হেড কোয়াটার -
বাসা-৯৫, রোড-০৫, ব্লক-এ, সেকশন-১২, মিরপুর, ঢাকা-১২১৬ (মিরপুর-১২ মেট্রোরেল স্টেশন সংলগ্ন )
ফোনঃ ০১৭৮৮৪৯৯২৮৩, ০১৮৪২৭৭৬৮৩৮
গত বছর এই সময় আমাদের জলতরঙ্গ হাউজ বোটের কাজ চলছিল।
এবার আমরা আরো দুইটা বোট নিয়ে আসছি আমাদের ফ্লিটে।
হাওড়ের ট্রিপ জমবে এবার।
সাঙ্গু নদীর বাঁকে বাঁকে উদ্ভ্রান্ত আমরা।
.
এমন পথে হারাতে মন্দ লাগে না কিন্তু।
কেন যাবেন হিমালয়ে?
হিমালয়ের আশ্চর্যজনক হিমবাহ পাস করুন, প্রাচীন নদীর তীরে থাকুন, পাহাড়ের চারণভূমি অতিক্রম করুন, প্রাকৃতিক উষ্ণ জলধারায় গোসল করুন। আরামদায়ক টি-হাউসের আতিথেয়তা উপভোগ করুন এবং পুনরুজ্জীবিত করুন নিজেকে।
সম্পূর্ণ অ্যাডভেঞ্চার পরিপূর্ণ এই ট্রিপে আমরা যাচ্ছি আগামী ১০ই মার্চ, পুরো ৯ দিন আমরা থাকবো নেপালে যার মধ্যে ট্রেকিং এর পাশাপাশি আমরা পোখারা এবং থামেলের লাইফ স্টাইল উপভোগ করবো সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি করার সুযোগ পাচ্ছেন।
.
ভ্রমণকালঃ
যাত্রাঃ ১০ মার্চ, ২০২৩ ঢাকা থেকে কাঠমুন্ডু।
ফেরাঃ ১৮ মার্চ, ২০২৩ কাঠমুন্ডু থেকে ঢাকা।
.
বাজেট- ৩৫০ ডলার (কাঠমুন্ডু টু কাঠমুন্ডু)
.
বিস্তারিত জানতে কল করুন 01788499283 নাম্বারে।
.
যোগাযোগঃ
অফিস ঠিকানাঃ বাসা-৯৫, রোড-০৫, ব্লক-এ, সেকশন-১২, মিরপুর, ঢাকা-১২১৬ (মিরপুর ১২ মেট্রোরেল স্টেশন সংলগ্ন)
.
#adventuretourism #bengaltrekkers #neverstopexploring #moret
How to chill on haor 101 😎
.
লাইফ জ্যাকেট নিয়ে এভাবে ভেসে আমাদের শীতের হাওড় ট্রিপের গেস্টরা চিল করছেন। পানি নিয়ে যাদের শঙ্কা তাদের জন্য বলছি পানি হাওড়ে এখন পরিষ্কার। রোদের তীব্রতা নেই, আবহাওয়া খুবই মিষ্টি। হাওড়ে যাওয়ার অন্যতম সেরা সময় এখন।
পূর্ণিমা ট্রিপে আগামীকালকে আমাদের টিম যাচ্ছে হাওড়ে জলতরঙ্গ হাউজবোট এ করে ঘুরতে। অল্প কিছু সিট খালি আছে।
আমাদের শীতকালীন অফার ৩০০০/- থেকে শুরু।
বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন 01842776838 নাম্বারে।
🌿💚
#Lung_pher_va_saaitar_Bandarban
If this is not what we live for then why are we alive? 💜
চলে আসলো আমাদের #Autumn_Fest
.
আমরা আমাদের নতুন ফেস্ট নিয়ে চলে আসলাম। আমাদের এই ফেস্টগুলার আকার ধীরে ধীরে বাড়বে আর নিয়মিত অনুষ্ঠিত হবে।
.
Autumn Fest এ অংশগ্রহণ করার নিয়ম।
.
● এই ফেস্ট শুধুমাত্র ফিমেল ট্রাভেলারদের জন্য।
● আপনার যেকোন ভ্রমণের ছবি/ভিডিও Bengal Travelettes গ্রূপে সরাসরি পোস্ট করুন।
● পোস্ট করার সময় ছবি/ভিডিও এর লোকেশন হিসেবে Bengal Travelettes পেজ দিন।
● আপনার করা পোস্টে/কমেন্টে আপনার প্রিয় ১০ জনকে (শুধুমাত্র ফিমেল) ট্যাগ দিন।
● পোস্টে #Autumn_Fest ব্যবহার করুন।
● ফেস্ট শেষ না হওয়া পর্যন্ত যতবার ইচ্ছে অংশগ্রহণ করতে পারবেন। তবে প্রতিবার নতুন ১০ জন (ফিমেল)কে পোস্টে ট্যাগ দিতে হবে।
● পোস্টের কমেন্ট ও রিয়াকশনের উপরে ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে। যত বেশি কমেন্ট/রিয়াকশন তত বেশি জেতার চান্স।
● বিজয়ী পাবেন আমাদের জলতরঙ্গ হাউজবোটে ২ দিন এক রাত কাটানোর প্রিমিয়াম কাপল প্যাকেজ।
● অংশগ্
ঝুম বৃষ্টি দেখে আমার মনে যা চলছে 💚
.
পাহাড়ে বেশ ভালো বৃস্টি হচ্ছে। ঝর্নার সিজনে এইটাই দারুন সময় যাওয়ার।
It's like magic 💚
.
Philippines ⛰️
আমাদের Fateha Bushra আপু খুব মনোযোগ দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে রেমাক্রির উত্তাল ঢেউয়ে পা ভিজাচ্ছিল।
.
প্রচুর রিলাক্স করতে হবে এইভাবে 💙⛰️
বৃষ্টি ভালো লাগে কার কার??
হাওড়ে বৃষ্টি যে কারণে আমায় বার বার টেনে নিয়ে যায়।⚡🌊☔
আরেকটু অপেক্ষা করতে হবে শুধু, জুনের শেষে সপ্তাহে হাওড় ট্রিপ আসছে <3
.
©Deep Majumder
Curious and confused 😍
©Sukkicat