06/03/2023
#বাবুইয়ান_ক্রিকেট_টুর্নামেন্ট_সিজন_২
রেজিষ্ট্রেশন ফি জনপ্রতি -৮৮৮/=
বিকাশ নাম্বার - ০১৬৮২৮২০৪০০ (পার্সোনাল)
তারিখ: ১৭ মার্চ রোজ শুক্রবার।
স্থান:৪১ নং ওয়ার্ড, ভাদুন উচ্চ বিদ্যালয় মাঠ, পুবাইল, গাজীপুর সিটি কর্পোরেশন।
খেলার নিয়ম:
১) আন্তর্জাতিক ক্রিকেট নিয়মানুসারে ম্যাচ পরিচালিত হবে। খেলা হবে লং পিচে।
২) মোট ২০ ওভারের ম্যাচ হবে। অর্থ্যাৎ ১০ ওভার করে প্রতিদল ব্যাট ও বল করার সুযোগ পাবে।
৩) প্রতি দলের মূল একাদশে ১১ জন করে খেলোয়াড় থাকবে। আর স্কোয়াড হবে ১৩ জনের।
৪) খেলা হবে টেপ টেনিস বলে।
৫) যে কয়জন খেলোয়াড় রেজিষ্ট্রেশন কনফার্ম করবেন তাদের থেকে একটি করে দল গঠন করা হবে।
৬) প্রতি দলের দুইজন বোলার ম্যাচে সর্বোচ্চ ৩ ওভার করে বল করতে পারবেন। বাকিরা ২ ওভার করে।
৭) মাঠের আম্পেয়ারের সিন্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮) খেলার দিন প্রতিটি দলকে নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত থাকতে হবে।
৯) প্রতিটি দল ২ টি করে খেলায় অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণের নিয়ম:
১) যে কোন জায়গা থেকেই যে কেউ খেলায় রেজিষ্ট্রেশন কনফার্ম করে খেলায় অংশ নিতে পারবে। যেহেতু ১ দিনের টুর্নামেন্ট তাই যারা রেজিষ্ট্রেশন করে অংশগ্রহণ নিশ্চিত করবে তারাই সুযোগ পাবে। আমাদের রেজিষ্ট্রেশন সম্পুর্ন শেষ হলে হলে আর নতুন করে কাউকে নেওয়া হবে না। রেজিষ্ট্রেশন নিশ্চিত করার শেষ সময় ১৩ ই মার্চ ২০২৩।
২) এক দলের খেলোয়াড় অন্য দলের হয়ে খেলতে পারবে না।
৩) রেজিষ্ট্রেশন নিশ্চিত করার সঙ্গে সঙ্গে কমেন্ট এর মাধ্যমে আপনার বিকাশ নাম্বার এর লাস্ট চার ডিজিটের সংখ্যা এবং নাম,জার্সি নাম্বার দিতে হবে।
৪) প্রতিটি টিমকে তাদের নিজস্ব টিমের জার্সি পরে মাঠে নামতে হবে।
যা যা পাবেন:
১) টেপ টেনিস বল, স্টাম্প।
২) প্রতি দলের মোট ১৩ জনের দুপুরের খাবার এবং সাথে একটি করে জার্সি দেওয়া হবে।
৪) চ্যাম্পিয়ান দল ট্রফি ও রানার আপ দল ট্রফি।
৫) ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ট্রফি।
৬) ফেয়ার প্লে টিম ট্রফি।
৭)খেলায় ফেয়ার আম্পায়ার হিসেবে থাকবেন ৩ জন।
৮) চমক হিসেবে থাকবেন কিংবদন্তি ধারাভাষ্যকার মার্শাল দেওয়ান।
বি.দ্র. আয়োজনটি সুন্দর ও সফল করার জন্য যেকোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন করার ক্ষমতা "বাবুই ট্যুরিজম বিডি" সংরক্ষন করে।
👇 গ্রুপ লিংক দেওয়া আছে।
https://www.facebook.com/groups/babuitourismbd/?ref=share_group_link
বিস্তারিতঃ ০১৬১৪০২২০০৫, ০১৭১৬৫৫৫৭৪৯