Fast VISA Consultant

Fast VISA Consultant Our sole aim is export skilled manpower at lowest cost with highest salary guaranteed.

16/05/2023

সুখবর - মাত্র ৭ লাখ ৫০ হাজার টাকায় স্বপ্নের সেনজেন কান্ট্রি পোল্যান্ডে কাজ নিয়ে যাওয়ার সুযোগ, এ সুযোগ পেতে হলে অবশ্যই আগামী ২০ - ০৫ - ২০২৩ ইং তারিখের ভিতরে পাসপোর্ট জমা দিতে হবে । বিস্তারিত নিচে দেওয়া আছে অনুগ্রহ করে ভালো করে পড়ুন।

জরুরী ভিত্তিতে সেনজেন কান্ট্রি 🇵🇱 পোল্যান্ড - এ ওয়ার্ক পারমিট, ভিসা, ম্যানপাওয়ার, বিমান টিকিট এবং অন্যান্য খরচ সহ মাত্র ৭,৫০,০০০ টাকায় যাওয়ার সুযোগ ।

🚧 - কাজ : রেস্টুরেন্ট, ওষুধ ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি, প্যাকিং ।
💵 - বেতন : প্রতি মাসে ৯৬,০০০ টাকা প্রায় বা ৩,৬৪৮ পোল্যান্ড জলোটি ।
⏰ - ডিউটি : দৈনিক ৮ ঘন্টা ।
💐 - ছুটি : সপ্তাহে ২ দিন ।
📝 - ওয়ার্ক পারমিট : ৩ বছরের ( নবায়নযোগ্য ) ।
🎁 - অন্যান্য সুযোগ সুবিধা সমূহ : বাসস্থান, পরিবহন ও চিকিৎসা খরচ কম্পানির ।
🗓️ - আগ্রহীদের বয়স হতে হবে ২০ থেকে ৪৫ বছর পর্যন্ত, বিদেশ ফেরত হলে অগ্রাধিকার দেওয়া হবে ও পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ১৮ মাস থাকতে হবে ।
🧾 - মোট প্রসেসিং সময় লাগবে ৫ থেকে ৭ মাস ।
✈️ - ভিসা হওয়ার পর ১৫ দিনের মধ্যে যেতে হবে ।

👉 - বিশেষ দ্রষ্টব্য : ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রায় অর্ধেক দেশ তাদের অভ্যন্তরীন যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সহজ করার জন্য ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে। এই পর্যন্ত মোট ২৬ টি দেশ এই চুক্তিতে অংশগ্রহণ করেন৷ মূলত এই চুক্তির মাধ্যমে তৈরী হয়েছে সেনজেন এলাকা অর্থাৎ সেনজেন চুক্তির আওতাভুক্ত উল্লেখিত দেশ গুলোকেই বলা হয় সেনজেন কান্ট্রি। যেমন : চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, লিচেনস্টেইন, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড । অতএব উল্লেখিত যেকোনো একটি সেনজেন দেশের বা পোল্যান্ডের ভিসা দিয়ে বাকি সব দেশে প্রবেশ করা যায় ।

👉 - পেমেন্ট সিস্টেম : আলোচনা সাপেক্ষে সম্পূর্ণ টাকা ভিসার পরে দেওয়া যাবে এবং অফার লেটার আসার পর অবশ্যই জামিনদার ও চেকসহ স্ট্যাম্প চুক্তি করতে হবে ।

👉 - বিশেষ নোট : ভিসার আগে এডভান্স না করলে ভিসার জন্য ইন্ডিয়া আসা - যাওয়া, থাকা - খাওয়া, ভিএফএস ও এম্বাসি চার্জ সহ যাবতীয় ব্যক্তিগত খরচ নিজ দায়িত্বে করতে হবে । পাসপোর্ট এর সাথে কোন ধরনের এডভান্স করতে হবে না শুধু মাত্র DHL খরচ বহন করতে হবে ।

🟥 - অতএব, আগ্রহীদের আজই সাদা ব্যাকগ্রাউন্ড এর ১২ কপি ৩৫ × ৪৫ mm সাইজ এর ছবি ( ৭০ শতাংশ চেহারা ছবিতে যাতে দেখা যায় ), করোনা ভ্যাকসিন সার্টিফিকেট, মূল পাসপোর্ট ও DHL খরচ সহ অতিসত্বর সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে ।

☎️ - বিস্তারিত জানতে প্রয়োজনে যোগাযোগ করুন : 01308-639847 ( হোয়াটসঅ্যাপ, ইমো ও মোবাইল ) অনুগ্রহ করে সকাল ১০ টা থেকে রাত ৮ টার মধ্যে কল করুন । Location: VISA Consultant @ Kakoli, Banani C/A, Dhaka-1213, Bangladesh ।

সতর্কতা অবলম্বন করুন : সরকারি লাইসেন্স প্রাপ্ত রিক্রটিং এজেন্সি ব্যতীত তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে বিদেশ যাওয়া থেকে ...
04/02/2023

সতর্কতা অবলম্বন করুন : সরকারি লাইসেন্স প্রাপ্ত রিক্রটিং এজেন্সি ব্যতীত তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন , প্রয়োজনে লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন ও কোন অবস্থাতেই হাতে হাতে লেনদেন করা যাবে না প্রয়োজনে এজেন্সির নিজস্ব নামের ব্যাংক একাউন্টে লেনদেন করুন ও কোন অবস্থাতেই ব্যক্তিগত ব্যাংক একাউন্টে লেনদেন করবেন না । তাহলে আপনার লেনদেন সুরক্ষিত থাকবে ও প্রয়োজনে আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন ও প্রতারিত হওয়া থেকে বেঁচে যাবেন । ধন্যবাদ

জরুরী ভিত্তিতে মরিশাস - এ 🇲🇺  সুপারমার্কেট ক্লিনার, কোল্ড স্টোর হেলপার, ওয়েলডার ( ৩জি-৪জি ) ও ওয়েলডার হেলপার পদে নিয়ো...
12/01/2023

জরুরী ভিত্তিতে মরিশাস - এ 🇲🇺 সুপারমার্কেট ক্লিনার, কোল্ড স্টোর হেলপার, ওয়েলডার ( ৩জি-৪জি ) ও ওয়েলডার হেলপার পদে নিয়োগ দেওয়া হচ্ছে । শর্ত সাপেক্ষে ওয়ার্ক পারমিট, ভিসা, ম্যানপাওয়ার, বিমান টিকিট এবং অন্যান্য খরচ সহ মাত্র ২,৫০,০০০ টাকায় ( ভিসা হওয়ার পর ও ফ্লাইটের সময় টাকা দেওয়া যাবে ) ।

💵 - বেতন : সুপারমার্কেট ক্লিনার - ৩৫,০০০ টাকা, কোল্ড স্টোর হেলপার - ৩৫,০০০ টাকা, ওয়েলডার ( ৩জি-৪জি ) - ৪০,০০০ টাকা ও ওয়েলডার হেলপার - ৩০,০০০ টাকা এছাড়াও ওভারটাইম করে ১৫ থেকে ৩০ হাজার টাকা আয় করার সুযোগ আছে ।
⏰ - ডিউটি : ৮ ঘন্টা ।
💐 - ছুটি : সপ্তাহে ১ দিন ।
🎁 - অন্যান্য সুযোগ সুবিধা সমূহ : খাবার, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা খরচ কম্পানির ।
📝 - চুক্তির মেয়াদ : ২ বছর ( নবায়নযোগ্য ) ।
🗓️ - আগ্রহীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর পর্যন্ত ও পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ১৮ মাস থাকতে হবে ।
🧾 - মোট প্রসেসিং সময় লাগবে ২ থেকে ৩ মাস ।
✈️ - ভিসা হওয়ার পর ১৫ দিনের মধ্যে যেতে হবে ।

👉 - বিশেষ নোট : আগ্রহীদের ভিসার আগে শুধুমাত্র মেডিকেল ও DHL খরচ বহন করতে হবে ।

👉 - বিশেষ দ্রষ্টব্য : মেডিকেল ফিট হলে ৩০,০০০ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অথবা সম্পূর্ণ খরচ ভিসা হওয়ার পর ও ফ্লাইটের সময় পরিশোধ করতে চাইলে সেক্ষেত্রে ২,৭০,০০০ টাকা পরিশোধ করতে হবে ।

🟥 - অতএব, আগ্রহীদের আজই সাদা ব্যাকগ্রাউন্ড এর ৬ কপি পাসপোর্ট সাইজের ছবি, করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ও মূল পাসপোর্ট সহ অতিসত্বর সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে ।

☎️ - বিস্তারিত জানতে প্রয়োজনে যোগাযোগ করুন : 01308-639847 ( হোয়াটসঅ্যাপ, ইমো ও মোবাইল ) অনুগ্রহ করে সকাল ১০ টা থেকে রাত ৮ টার মধ্যে কল করুন । Location: VISA Consultant @ Kakoli, Banani C/A, Dhaka-1213, Bangladesh ।

11/01/2023

Urgent recruitment for 🇲🇺 Supermarket Cleaner, Cold Store Helper, Welder (3G-4G) and Welder Helper posts in Mauritius. 2,50,000 only including work permit, visa, manpower, air ticket and other expenses subject to conditions (payable after visa and during flight).

💵 - Salary: Supermarket Cleaner - 35,000 Tk, Cold Store Helper - 35,000 Tk, Welder (3G-4G) - 40,000 Tk and Welder Helper - 30,000 Tk Also overtime to earn 15 to 30 thousand Tk There is a chance.
⏰ - Duty : 8 hours.
💐 - Holiday: 1 day in a week.
🎁 - Other benefits: Food, accommodation, transportation and medical expenses of the company.
📝 - Contract Period : 2 years (Renewable).
🗓️ - Interested candidates should be between 21 to 40 years and passport should be valid for at least 18 months.
🧾 - Total processing time will take 2 to 3 months.
✈️ - Must go within 15 days after getting the visa.

👉 - Special Note : Candidates have to bear only medical and DHL expenses before visa.

👉 - Special Note: In case of medical fit, you have to pay 30,000 thousand in advance or 2,70,000 if you want to pay full cost after visa and flight time.

🟥 - Therefore, those interested are requested to contact the office immediately with 6 copies of passport size photograph with white background, Corona vaccine certificate and original passport today.

☎️ - For more details contact : 01308-639847 (WhatsApp, IMO & Mobile) Please call between 10 am to 8 pm. Location: VISA Consultant @ Kakoli, Banani C/A, Dhaka-1213, Bangladesh.

10/01/2023

জরুরী ভিত্তিতে সৌদি আরব এর 🇸🇦 Asiaf Development কোম্পানিতে " এয়ারপোর্ট ক্লিনার " ও Bawan Al Memar Contracting কোম্পানিতে " হেরাম শরীফ ক্লিনার " পদে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে । সকল প্রকার খরচ সহ মাত্র ৩,৯০,০০০ টাকায় ( ভিসা হওয়ার পর এবং ফ্লাইটের সময় টাকা দিতে হবে ) ।

💵 - বেতন : এয়ারপোর্ট ক্লিনার - ৮০০ রিয়াল ও হেরাম শরীফ ক্লিনার - ১১০০ রিয়াল, বিভিন্ন বকশিশ ও ওভারটাইমের মাধ্যমে অতিরিক্ত আয় করার সুযোগ আছে ।
⏰ - ডিউটি : এয়ারপোর্ট ক্লিনার - ৮ ঘন্টা ও হেরাম শরীফ ক্লিনার -১০ ঘন্টা ।
💐 - ছুটি : সপ্তাহে ১ দিন ।
🎁 - অন্যান্য সুযোগ সুবিধা সমূহ : আকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা খরচ কম্পানির ।
📝 - চুক্তির মেয়াদ : ২ বছর ( নবায়নযোগ্য ) ।
🗓️ - আগ্রহীদের এয়ারপোর্ট ক্লিনার এর জন্য বয়স হতে হবে ২২ থেকে ৩০ বছর পর্যন্ত ও হেরাম শরীফ ক্লিনার এর জন্য বয়স হতে হবে ২২ থেকে ৩৬ বছর পর্যন্ত ।
✈️ - ভিসা হওয়ার পর ১৫ দিনের মধ্যে যেতে হবে ।

🟥 - অতএব, আগ্রহীদের আজই সাদা ব্যাকগ্রাউন্ড এর ৬ কপি পাসপোর্ট সাইজের ছবি, করোনা ভ্যাকসিন সার্টিফিকেট, মেডিকেল ফিট কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স ও মূল পাসপোর্ট সহ অতিসত্বর অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে ।

☎️ - বিস্তারিত জানতে প্রয়োজনে যোগাযোগ করুন : 01308-639847 ( হোয়াটসঅ্যাপ, ইমো ও মোবাইল ) অনুগ্রহ করে সকাল ১০ টা থেকে রাত ৮ টার মধ্যে কল করুন । Location: VISA Consultant @ Kakoli, Banani C/A, Dhaka-1213, Bangladesh ।

02/01/2023

জরুরী ভিত্তিতে সিশেলস্ - এ 🇸🇨 কনস্ট্রাকশন এর বিভিন্ন কাজে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে । ওয়ার্ক পারমিট, ভিসা, ম্যানপাওয়ার, বিমান টিকিট এবং অন্যান্য খরচ সহ মাত্র ২,৮০,০০০ টাকায় ( ভিসা হওয়ার পর এবং ফ্লাইটের সময় টাকা দিতে হবে ) ।

👉 - নিম্নলিখিত কাজে নিয়োগ দেয়া হচ্ছে :
০১ - মেশন
০২ - স্টিল ফিক্সচার
০৩ - সাটারিং
০৪ - প্লাম্বার
০৫ - ইলেকট্রিশিয়ান
০৬ - পেইন্টার

💵 - বেতন : ৫০০ USD বা ৫২,০০০ টাকার উপরে ও ওভারটাইম করে অতিরিক্ত আয় করার সুযোগ আছে ।
⏰ - ডিউটি : ৮ ঘন্টা ।
💐 - ছুটি : সপ্তাহে ১ দিন ।
🎁 - অন্যান্য সুযোগ সুবিধা সমূহ : বাসস্থান, পরিবহন ও চিকিৎসা খরচ কম্পানির ।
📝 - চুক্তির মেয়াদ : ২ বছর ( নবায়নযোগ্য ) ।
🗓️ - আগ্রহীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৮ বছর পর্যন্ত ও পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ১৪ মাস থাকতে হবে ।
✈️ - ভিসা হওয়ার পর ১৫ দিনের মধ্যে যেতে হবে ।

⛳ - দেশ পরিচিতি : সিশেলস্ 🇸🇨 আফ্রিকা মহাদেশের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম সম্ভাবনাময় উন্নত একটি দেশ ।

👉 - বিশেষ নোট : আগ্রহীদের ভিসার আগে শুধুমাত্র মেডিকেল ও DHL খরচ বহন করতে হবে ।

🟥 - অতএব, আগ্রহীদের আজই সাদা ব্যাকগ্রাউন্ড এর ৬ কপি পাসপোর্ট সাইজের ছবি, করোনা ভ্যাকসিন সার্টিফিকেট, MAWTS সার্টিফিকেট ও মূল পাসপোর্ট সহ অতিসত্বর অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে ।

👉 - বিশেষ দ্রষ্টব্য : আগ্রহীদের মধ্যে যাদের দক্ষতা আছে কিন্তু MAWTS - এর সার্টিফিকেট নেই তারা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন অথবা যারা অদক্ষ তারাও MAWTS - এ ট্রেনিং করার পর পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন । এক্ষেত্রে MAWTS - এর পরীক্ষা বা ট্রেনিং খরচ আগ্রহীকে বহন করতে হবে ।

☎️ - বিস্তারিত জানতে প্রয়োজনে যোগাযোগ করুন : 01308-639847 ( হোয়াটসঅ্যাপ, ইমো ও মোবাইল ) অনুগ্রহ করে সকাল ১০ টা থেকে রাত ৮ টার মধ্যে কল করুন । Location: VISA Consultant @ Kakoli, Banani C/A, Dhaka-1213, Bangladesh ।

জরুরী ভিত্তিতে সবার থেকে কম খরচে সর্বোচ্চ বেতনের নিশ্চয়তা দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও রোমানিয়া সহ বিভিন্ন দেশ...
01/11/2022

জরুরী ভিত্তিতে সবার থেকে কম খরচে সর্বোচ্চ বেতনের নিশ্চয়তা দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও রোমানিয়া সহ বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা করা হচ্ছে । ভিসা হওয়ার আগে কোন প্রকার খরচ নেওয়া হয় না ও আপনি চাইলে ভিসা দিয়ে ব্যাংক লোন নিতে পারবেন অতঃপর বিদেশে গিয়ে কাজ করে সর্বোচ্চ ৩ বছরের কিস্তিতে ব্যাংক লোন পরিশোধ করতে পারবেন ।

অদক্ষ লোক বিদেশে গিয়ে ঠিকমতো বেতন পায় না বা বেতন কম পায় অথবা হয়রানির শিকার হয় , তাই অদক্ষ লোকদের প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে দক্ষ করে সর্বোচ্চ বেতনের নিশ্চয়তা দিয়ে বিদেশ পাঠানো হয় । জেনে রাখা ভালো যে বিদেশ গিয়ে যত বেশি দক্ষতা দেখাতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন।

👉 - নিম্নলিখিত কাজের ভিসা করা হচ্ছে :

০১ । মেসন
০২ । স্টিল ফিক্সচার
০৩ । প্লাম্বার বা পাইপ ফিটার
০৪ । কার্পেন্টার
০৫ । ইলেকট্রিশিয়ান
০৬ । পেইন্টার
০৭ । কনস্ট্রাকশন হেলপার
০৮ । ওয়েল্ডার
০৯ । ফ্যাক্টরি ওয়ার্কার
১০ । পেট্রোল পাম্প
১১ । কার ওয়াশ
১২ । ক্লিনার
১৩ । ওয়েটার
১৪ । আবাসিক হোটেল বয়
১৫ । সিকিউরিটি গার্ড
১৬ । ড্রাইভার
১৭ । গার্ডেনার
১৮ । কৃষিকাজ
১৯ । লেবার
২০ । ট্রলি ম্যান

👉 - এছাড়াও গার্মেন্টসের কাজের জন্য জর্ডান, মরিশাস ও আলজেরিয়ার ভিসা করা হয় ( পুরুষ ও মহিলা ) ।

💵 - বেতন : ৩০,০০০ থেকে ৮০,০০০ টাকার উপরে ও ওভারটাইম করে অতিরিক্ত আয় করার সুযোগ আছে ।
⏰ - ডিউটি : ৮ থেকে ১০ ঘন্টা ।
💐 - ছুটি : সপ্তাহে ১ দিন ।
🎁 - অন্যান্য সুযোগ সুবিধা সমূহ : বাসস্থান, পরিবহন ও চিকিৎসা খরচ কম্পানির ( কিছু কোম্পানি খাবারের খরচও দিয়ে থাকে )।
📝 - চুক্তির মেয়াদ : ২ থেকে ৩ বছর ( নবায়নযোগ্য ) ।
🗓️ - আগ্রহীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত ও পাসপোর্ট এর মেয়াদ ২ বছর থাকতে হবে ।
✈️ - ভিসা হওয়ার পর ১৫ দিনের মধ্যে যেতে হবে ।

👉 - বিশেষ নোট : আগ্রহীদের শুধুমাত্র নিজ খরচে মেডিকেল টেস্ট করতে হবে এবং যাদের পাসপোর্ট নেই তাদের ইমার্জেন্সি পাসপোর্ট করার ব্যবস্থা আছে । শুধুমাত্র যারা রোমানিয়া যেতে ইচ্ছুক তাদের জন্য অ্যাডভান্স প্রযোজ্য ।

🟥 - অতএব, আগ্রহীদের আজই সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি, করোনা ভ্যাকসিন সার্টিফিকেট, মূল পাসপোর্ট ও বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে । শর্ত প্রযোজ্য ।

☎️ - বিস্তারিত জানতে প্রয়োজনে যোগাযোগ করুন : 01308-639847 ( হোয়াটসঅ্যাপ, ইমো ও মোবাইল ) অনুগ্রহ করে সকাল ১০ টা থেকে রাত ৮ টার মধ্যে কল করুন । Location: VISA Consultant @ Kakoli, Banani C/A, Dhaka-1213, Bangladesh ।

03/10/2022
জরুরী ভিত্তিতে 🇸🇦 সৌদি আরবের 🇸🇦  জেদ্দা এয়ারপোর্টের জন্য ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ এর মাধ্যমে ক্লিনার পদে দক্ষ ও অদক্ষ কর...
16/09/2022

জরুরী ভিত্তিতে 🇸🇦 সৌদি আরবের 🇸🇦 জেদ্দা এয়ারপোর্টের জন্য ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ এর মাধ্যমে ক্লিনার পদে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে ।

🛡️ খরচ : ওয়ার্ক পারমিট, ভিসা, ম্যানপাওয়ার, বিমান টিকিট এবং অন্যান্য খরচ সহ মাত্র ২,৫০,০০০ টাকায় ( ভিসা হওয়ার পর এবং ফ্লাইটের সময় টাকা দিতে হবে )। শর্ত প্রযোজ্য

🏢 কোম্পানীর নামঃ EFS FACILITIES SERVICES

💵 - বেতন : ১২০০ রিয়াল বা ৩০,০০০ টাকার উপরে এবং ওভারটাইম ও বকশিস এর মাধ্যমে অতিরিক্ত আয় করার সুযোগ আছে ।
⏰ - ডিউটি : ১০ ঘন্টা ।
💐 - ছুটি : সপ্তাহে ১ দিন ।
🎁 - অন্যান্য সুযোগ সুবিধা সমূহ : আকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা খরচ কম্পানির ।
📝 - চুক্তির মেয়াদ : ২ বছর ( নবায়নযোগ্য ) ।
🗓️ - আগ্রহীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছর পর্যন্ত ও পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে ।

👉🏻 আগ্রহীদের ইন্টারভিউর সময় নিম্নলিখিত প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ সাথে আনতে হবে :

১ ) পাসপোর্ট সাইজের ৬ কপি সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি ;
২ ) ফটোকপি সহ মূল পাসপোর্ট ;
৩ ) করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ;
৪ ) কমপক্ষে পঞ্চম শ্রেণী পাস সার্টিফিকেট ;

👉🏻 নোট : পুলিশ ক্লিয়ারেন্স / মেডিকেল ফিট কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে ।

👉🏻 বিঃদ্রঃ ইন্টারভিউতে নির্বাচিত হওয়ার পর যারা ৩০ দিনের মধ্যে যেতে পারবেন শুধুমাত্র তাদেরকেই ইন্টারভিউতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

📋 ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর তারিখ ১৮ ও ১৯ - ই সেপ্টেম্বর ২০২২ ইং, রোজ রবি ও সোমবার, সকাল ৯ ঘটিকার সময় নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে।

🎀 আগ্রহীদের ইন্টারভিউতে আসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর ও মার্জিত পোশাক পড়ে পরিপাটি বা স্মার্ট হয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে । সম্ভব হলে সাদা শার্ট ও কালো প্যান্ট বা হালকা কালারের পোশাক পরে আসবেন ।

🚯 পূর্বে সৌদিতে গিয়ে যারা অবৈধভাবে ছিলেন কিংবা পালিয়ে কাজ করেছেন অথবা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসছেন অথবা ব্লাক লিষ্ট , দেশে আসছেন তারা অনুগ্রহ করে কোন ভাবেই ইন্টারভিউতে হাজির হবেন না।

🏫 Address : Visa Consultant, Kakoli Bus Stand, Banani C/A, Dhaka-1213, Bangladesh .

প্রয়োজনে যোগাযোগ করুন । হোয়াটসঅ্যাপ, ইমো ও মোবাইল : 01308639847 ( অনুগ্রহ করে সকাল ১০ টা থেকে রাত ৮ টার মধ্যে যোগাযোগ করুন ) ।

📋 ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর তারিখ ১৮ ও ১৯ - ই সেপ্টেম্বর ২০২২ ইং, রোজ রবি ও সোমবার, সকাল ৯ ঘটিকার সময় উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে।

জরুরী ভিত্তিতে সিশেলস্ - এ 🇸🇨 কনস্ট্রাকশন এর বিভিন্ন কাজে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে । ওয়ার্ক পারমিট, ভিসা,...
21/08/2022

জরুরী ভিত্তিতে সিশেলস্ - এ 🇸🇨 কনস্ট্রাকশন এর বিভিন্ন কাজে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে । ওয়ার্ক পারমিট, ভিসা, ম্যানপাওয়ার, বিমান টিকিট এবং অন্যান্য খরচ সহ মাত্র ১,৭০,০০০ টাকায় ( ভিসা হওয়ার পর এবং ফ্লাইটের সময় টাকা দিতে হবে ) ।

👉 - নিম্নলিখিত কাজে নিয়োগ দেয়া হচ্ছে :
০১ - মেশন
০২ - স্টিল ফিক্সচার
০৩ - সাটারিং
০৪ - প্লাম্বার
০৫ - ইলেকট্রিশিয়ান
০৬ - পেইন্টার
০৭ - লেবার

👉 - বিশেষ দ্রষ্টব্য : অদক্ষদের সম্পূর্ণ বিনা খরচে ট্রেনিং দিয়ে পাঠানো হবে ।

💵 - বেতন : ৪৫০ USD বা ৪২,০০০ টাকার উপরে ও ওভারটাইম করে অতিরিক্ত আয় করার সুযোগ আছে ।
⏰ - ডিউটি : ৮ ঘন্টা ।
💐 - ছুটি : সপ্তাহে ১ দিন ।
🎁 - অন্যান্য সুযোগ সুবিধা সমূহ : খাবার, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা খরচ কম্পানির ।
📝 - চুক্তির মেয়াদ : ১ বছর ( নবায়নযোগ্য ) ।
🗓️ - আগ্রহীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৮ বছর পর্যন্ত ও পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ১৪ মাস থাকতে হবে ।
✈️ - ভিসা হওয়ার পর ১৫ দিনের মধ্যে যেতে হবে ।

👉 - বিশেষ নোট : আগ্রহীদের শুধুমাত্র নিজ খরচে মেডিকেল টেস্ট করতে হবে ও যাদের পাসপোর্ট নেই তাদের ইমার্জেন্সি পাসপোর্ট করার ব্যবস্থা আছে ।

⛳ - দেশ পরিচিতি : সিশেলস্ 🇸🇨 আফ্রিকা মহাদেশের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম সম্ভাবনাময় উন্নত একটি দেশ ।

🟥 - অতএব, আগ্রহীদের আজই সাদা ব্যাকগ্রাউন্ড এর ৬ কপি পাসপোর্ট সাইজের ছবি, করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ও মূল পাসপোর্ট সহ অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে ।

☎️ - বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন : 01308-639847
Location: VISA Consultant @ Kakoli, Banani C/A, Dhaka-1213, Bangladesh .

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের ধরনা এমপি মন্ত্রী সুলতানের কাছে !!!মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে বাংলাদেশের জনশক্তি রপ্ত...
13/08/2022

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের ধরনা এমপি মন্ত্রী সুলতানের কাছে !!!

মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীরা এখন ধরনা দিচ্ছেন সে দেশের মন্ত্রী-এমপিদের বাড়িতে। বাদ নেই কোয়ালিশনে থাকা পার্টিগুলোর শীর্ষ নেতা থেকে শুরু করে সুলতানও। এমপিদের বিভিন্নভাবে প্রভাবিত করে নতুন নতুন জনশক্তি রপ্তানিকারক এজেন্সির নাম সম্পৃক্ত করতে চিঠি দেওয়া হচ্ছে দেশটির প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী আবার সেই চিঠি দেখার জন্য পাঠাচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে।

এ নিয়ে তৈরি হয়েছে বিব্রতকর পরিস্থিতি। এর মধ্যে ২০-২২ জন ব্যবসায়ী গিয়ে সাক্ষাৎ করেছেন সুলতানের সঙ্গে। তাঁরা চান তাঁদের নাম যুক্ত হোক শ্রমিক পাঠানো এজেন্সিগুলোর তালিকায়।
এর বাইরে মালয়েশিয়ার এমপিদের বাড়িতে প্রতিদিনই ধরনা দিচ্ছেন জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্ণধাররা।

কেউ কেউ অর্থ ব্যয় করে নিয়োগ দিয়েছেন লবিস্ট। লবিস্টরা আলাদা করে এমপিদের দিয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠাচ্ছেন অনুরোধপত্র। ব্যবসা বাগানোর এ প্রতিযোগিতায় কেউ কেউ চেষ্টা করছেন বর্তমান শ্রমবাজার ক্ষতিগ্রস্ত করতে। বন্ধ করতে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো।

এজন্য বাংলাদেশের ব্যবসায়ীরা যে-কোনোভাবে অর্থ ব্যয় করে প্রভাবিত করার চেষ্টা করছেন মালয়েশিয়ার রাজনীতিবিদদের। লবিস্ট ফার্মগুলোকে কাজে লাগানো হচ্ছে একই উদ্দেশ্যে। এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, এতে সংকটে পড়ছে বাংলাদেশের ভাবমূর্তি, ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমবাজার। বাংলাদেশ প্রতিদিনের হাতে আসা একাধিক চিঠির অনুলিপিতে দেখা যায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বরাবর স্থানীয় সংসদ সদস্য হাজি মুহাম্মদ সেলিম বিন শরিফ বাংলাদেশি দুটি রিক্রুটিং এজেন্সির নাম উল্লেখ করে অনুরোধপত্র পাঠিয়েছেন।
এ দুই রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ২৫ জনের লিস্টে অন্তর্ভুক্তির অনুরোধ জানানো হয়েছে। আরেকটি তালিকা নতুন করে ভিন্ন ২৫ এজেন্সির নাম উল্লেখ করে পাঠানো হয়েছে। সেখানে ১০টি মূল এজেন্সি ও তার সঙ্গে সহযোগী আরও ১৫ এজেন্সির নাম তুলে ধরা হয়েছে। এ ছাড়া বেশ কিছু ছবিতে মালয়েশিয়ার মন্ত্রী-এমপিদের সঙ্গে এজেন্সি মালিকদের সাক্ষাৎ ও মূল্যবান উপঢৌকন দেওয়ার তথ্যপ্রমাণও এসেছে।
শ্রমবাজারসংশ্লিষ্টরা বলছেন, বহু প্রতীক্ষার পর চালু হওয়া বাংলাদেশের সম্ভাবনাময় শ্রমবাজার মালয়েশিয়ায় ৮ আগস্ট আবার কর্মী যাওয়া শুরু করেছে। চলতি সপ্তাহেই আরও ৫ হাজার কর্মী যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রতিদিন নিয়মিত কর্মী যাওয়া শুরু করবে। তখন প্রতি মাসে ১৫-২০ হাজার কর্মী যাবে। এমন পরিস্থিতিতে নতুন করে বাংলাদেশি ব্যবসায়ীদের তৎপরতা শ্রমবাজারকেই ক্ষতিগ্রস্ত করবে। কারণ ইতোমধ্যে মালয়েশিয়ার পক্ষ থেকে সব প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত করা হয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা এবং অভিবাসন ব্যয় থেকে শুরু করে কর্মীদের সব সুযোগ-সুবিধা ও অধিকারের বিষয়গুলো। এখন যে-কোনো অপতৎপরতায় নতুন করে তৈরি হতে পারে দীর্ঘসূত্রতা।

জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার তিন বছর পর গত বছরের ডিসেম্বরে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। পরে গত মাসে ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কিন্তু দীর্ঘসূত্রতা কিছুতেই পিছু ছাড়ছিল না মালয়েশিয়ার শ্রমবাজারের। এজেন্সির সংখ্যা নিয়ে দীর্ঘ সময় পার করে দেয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ার হাইকমিশন। মালয়েশিয়ার নিয়োগকর্তাদের ডিমান্ড লেটার সত্যায়নের পরিবর্তে কখনো মেডিকেল সেন্টারের অনুমোদন, কখনো ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মী নিয়োগে বাধ্যবাধকতা, কখনো র‌্যানডম স্যাম্পলিং, কখনো বা মালয়েশিয়ার কাছে মন্ত্রণালয়ের নতুন সিস্টেম সমন্বয়ের প্রস্তাব করা হয়। ফলে দীর্ঘসূত্রতা দিন দিন বাড়ছিল। এতে নেপাল থেকে কর্মী নেওয়ার দিকে ঝুঁকতে শুরু করেন মালয়েশিয়ার নিয়োগকর্তারা। কিন্তু সব বাধা কাটিয়ে গত সপ্তাহের ফ্লাইটের মাধ্যমে মালয়েশিয়ায় জনবল পাঠানোর দরজা এবার খুলেছে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, বর্তমানে দেশটিতে প্রায় ৬ লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন। তাদের যে চাহিদা তাতে এবার মালয়েশিয়ায় আরও প্রায় ৫ লাখ বাংলাদেশি কর্মী যেতে পারবেন।

জরুরী ভিত্তিতে লাওসে 🇱🇦 কনস্ট্রাকশন এর বিভিন্ন কাজে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে । ওয়ার্ক পারমিট, ভিসা, ম্যান...
06/08/2022

জরুরী ভিত্তিতে লাওসে 🇱🇦 কনস্ট্রাকশন এর বিভিন্ন কাজে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে । ওয়ার্ক পারমিট, ভিসা, ম্যানপাওয়ার, বিমান টিকিট এবং অন্যান্য খরচ সহ মাত্র ৩,৯০,০০০ টাকায় ( কলিং ও ভিসা হওয়ার পর এবং ফ্লাইটের সময় টাকা দিতে হবে ) ।

👉 - নিম্নলিখিত কাজে নিয়োগ দেয়া হচ্ছে :
০১ - মেশন
০২ - স্টিল ফিক্সচার
০৩ - সাটারিং
০৪ - প্লাম্বার
০৫ - ইলেকট্রিশিয়ান
০৬ - পেইন্টার
০৭ - লেবার

👉 - বিশেষ দ্রষ্টব্য : অদক্ষদের সম্পূর্ণ বিনা খরচে ট্রেনিং দিয়ে পাঠানো হবে ।

💵 - বেতন : ৫০০ USD বা ৪৭,০০০ টাকার উপরে ও ওভারটাইম করে অতিরিক্ত আয় করার সুযোগ আছে ।
⏰ - ডিউটি : ৮ ঘন্টা ।
💐 - ছুটি : সপ্তাহে ১ দিন ।
🎁 - অন্যান্য সুযোগ সুবিধা সমূহ : খাবার, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা খরচ কম্পানির ।
📝 - চুক্তির মেয়াদ : ২ বছর ( নবায়নযোগ্য ) ।
🗓️ - আগ্রহীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৮ বছর পর্যন্ত ও পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ১৮ মাস থাকতে হবে ।
✈️ - ভিসা হওয়ার পর ১৫ দিনের মধ্যে যেতে হবে ।

👉 - বিশেষ নোট : আগ্রহীদের শুধুমাত্র নিজ খরচে মেডিকেল টেস্ট করতে হবে ও যাদের পাসপোর্ট নেই তাদের ইমার্জেন্সি পাসপোর্ট করার ব্যবস্থা আছে ।

⛳ - দেশ পরিচিতি : লাওস 🇱🇦 দেশটি হচ্ছে থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম ও চায়নার পাশের দেশ। যেমন : বাংলাদেশের পাশের দেশ ভারত ।

🟥 - অতএব, আগ্রহীদের সাদা ব্যাকগ্রাউন্ড এর ৮ কপি পাসপোর্ট সাইজের ছবি, করোনা ভ্যাকসিন সার্টিফিকেট ও মূল পাসপোর্ট সহ অফিসে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে ।

☎️ - বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন : 01308-639847
Location: VISA Consultant @ M/S RONY OVERSEAS, Goni Tower, Kakoli, Banani C/A, Dhaka-1213, Bangladesh .

বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়াই যে ৪০ দেশে যেতে পারবেন ।যে কোনো আন্তর্জাতিক ভ্রমণের জন্য সরকার কর্তৃক ভ্রমণকারীর পরিচয় ও ...
05/08/2022

বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়াই যে ৪০ দেশে যেতে পারবেন ।

যে কোনো আন্তর্জাতিক ভ্রমণের জন্য সরকার কর্তৃক ভ্রমণকারীর পরিচয় ও জাতীয়তা প্রত্যয়নকৃত নথি; অথবা খুব ছোট করে বলতে গেলে পাসপোর্টের সাথে ভিসার কথাটা সহসাই চলে আসে। যেখানে ভিসা নামের এই অনুমতি পত্রটি একটি দেশ কোনো বিদেশি নাগরিককে দেয়, সেই দেশে প্রবেশ ও একটি নির্দিষ্ট সময় ধরে অবস্থান করার জন্য। একটি দেশে প্রবেশ ও অবস্থানের সময়সীমা সহ যাবতীয় নিয়ম-কানুন নির্ভর করে পাসপোর্টধারীর দেশটির ওপর। কখনও এই নিয়মে খুবই কড়াকড়ি, আবার কোনো কোনো ক্ষেত্রে একদম শিথিল। চলুন জেনে নিই, বাংলাদেশি পাসপোর্টধারীরা কোন কোন দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন।

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত দেশের তালিকা:

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথোরিটির ডাটার ওপর ভিত্তি করে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স প্রতিবছর ২২৭টি গন্তব্যে ১৯৯টি পাসপোর্টের ভিসা প্রক্রিয়া যাচাই করে বিশ্বের দেশগুলোর র‍্যাংকিং প্রকাশ করে। ২০২১ এর সংস্করণ অনুযায়ী বাংলাদেশ-এর র‍্যাংকিং ১০৮-এ, যা গত বছরের তুলনায় ১০ ধাপ নিচে। এই র‌্যাংকিং-এ বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা বিশ্বের মোট ৪০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন।
তন্মধ্যে ১৯টি দেশে রয়েছে অন-অ্যারাইভাল ভিসা, অর্থাৎ গন্তব্যের দেশটিতে পৌঁছে প্রবেশের ঠিক আগ মুহূর্তেই আবেদন করে ভিসা পাওয়া যাবে। ইলেক্ট্রনিক ভিসা পাওয়া যাবে শুধুমাত্র এশিয়ার দেশ শ্রীলঙ্কায় প্রবেশের সময়। এছাড়া বাকি ২০টি দেশে প্রবেশের সময় কোন ধরনের ভিসা সংক্রান্ত কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে না।

অন-অ্যারাইভাল ভিসার ১৯টি দেশ:
আফ্রিকার ১৩টি দেশের মধ্যে রয়েছে মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো, উগান্ডা, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরস দ্বীপপুঞ্জ ও গিনি-বিসাউ। এশিয়ার যে তিনটি দেশে পৌঁছার পর ভিসা পাওয়া যাবে সেগুলো হলো মালদ্বীপ, নেপাল, ও তিমুর-লেস্তে। আমেরিকার শুধু বলিভিয়াতে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে। ওশেনিয়ার দেশগুলোর মধ্যে থাকছে সামোয়া ও টুভালু।

কোনো রকম ভিসা কার্যক্রম ছাড়া ২০ দেশ:
আফ্রিকার ২টি দেশ গাম্বিয়া ও লেসোথো। এশিয়ার ২টি দেশ ভুটান এবং ইন্দোনেশিয়া, ক্যারিবিয়ান ১১টি দেশের মধ্যে থাকছে বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেন্ট কিট্স এবং নেভিস, সেন্ট ভিন্সেন্ট ও গ্রেনাডাইন্স এবং ত্রিনিদাদ ও টোবাগো। ওশেনিয়ার ৫টি দেশের মধ্যে রয়েছে ভানুয়াতু, কুক দ্বীপপুঞ্জ, ফিজি, মাইক্রোনেশিয়া এবং নিউ।
বাংলাদেশি পাসপোর্টের সামগ্রিক অবস্থা:
হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ২০২১ অনুযায়ী বাংলাদেশের সাথে একই সারিতে রয়েছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভো ও উত্তর-আফ্রিকার দেশ লিবিয়া। এই দেশ দুটিতেও বিশ্বের ৪০টি দেশে ভ্রমণের পূর্বে নিজেদের দেশে কোনো রকম ভিসা সংক্রান্ত কর্মকাণ্ডের মুখোমুখি হতে হবে না।

বিগত দুই দশক জুড়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থা বিবেচনা করলে পশ্চাদমুখী দৃশ্য দৃষ্টিগোচর হয়। ফ্রি ভিসায় বাংলাদেশি পাসপোর্টধারীদের এখন পর্যন্ত সবচেয়ে বেশী দেশ ভ্রমণের সুযোগ ছিলো ২০১০ এবং ২০১৪ সালে। বিশ্বের মোট ৪২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যেতো। বছর দুটিতে বাংলাদেশের র‍্যাংকিং ছিল যথাক্রমে ৮৫ এবং ৮৬।

২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল সর্বোচ্চ ৬৮তম। অবশ্য সে সময় হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের হিসেবকৃত গন্তব্যের সংখ্যা এখনকার (২২৭) তুলনায় অনেক কম ছিলো। ২৮টি দেশে ভিসা ছাড়া পার্মিট ছিল বাংলাদেশি পাসপোর্টধারীদের।

২০০৯ থেকে ২০২১ পর্যন্ত বাংলাদেশের জন্য ভিসা মুক্ত দেশের সর্বনিম্ন সংখ্যা ছিল ৩৮ এবং বছরটি ছিল ২০১৭। অন্যান্য বছরগুলোতে সংখ্যাটি ৩৯ থেকে ৪১ এ উঠানামা করেছে সেই ধারাবাহিকতায় ২০১৯ এর সংখ্যাটিই (৪০) এ বছর আবার ফিরে এসেছে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথোরিটির ডাটা মতে র‍্যাংকিং-এর দিক থেকে বাংলাদেশ ক্রমাগত পিছিয়েই চলেছে। ২০১২ থেকে ২০১৩ তে ৯৩ থেকে ৮৫তম স্থানে এসেছিলো। ২০১৫ থেকে ২০১৭ তে পর পর তিন বছরে র‍্যাংকিং ৯৯ থেকে ৯৬; অতঃপর ৯৫তে উঠেছিলো। ২০১৮ থেকে ২০২০ এর পরিসংখ্যানটাও একই। ১০০ থেকে ক্রমান্বয়ে ৯৮। কিন্তু ২০২১ সালের রেকর্ডটা গতছয় বছরের অল্প অল্প করে ওপরে ওঠার মাত্রাটাকে একদম ম্লান করে দিয়েছে।

বর্তমানে বিশ্বের ১৬৮টি দেশে  প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে। এ সকল শ্রমিক নিয়মিত রেমিট্যান্স প্রেরণের মাধ...
04/08/2022

বর্তমানে বিশ্বের ১৬৮টি দেশে প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে। এ সকল শ্রমিক নিয়মিত রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে অসামান্য অবদান রাখছেন।

Address

Kakoli, Banani C/A
Dhaka
1213

Telephone

+8801308639847

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fast VISA Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Passport & Visa Services in Dhaka

Show All