26/12/2019
শীতের এই হিমেল ক্ষণে, যখন ভ্রমণ পাগল মন গুলো উড়োউড়ো করে, হারিয়ে যেতে চায় কোন পাহাড় চূড়ায় কি বা কোন ঝর্ণার কাছে। তখনই Hike us আপনাদের জন্যে নিয়ে এসেছে,মেঘ রাজ্য সাজেক ভ্যালি ভ্রমণের আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ।
সাজেক, ভ্রমন পিপাসুদের জন্য এক মেঘের স্বপ্ন রাজ্য । ভ্রমণ নিজেকে জানার এবং প্রাত্যহিক জীবনের ক্লান্তি দূর করার এক অন্যতম উপায় । Hike us আপনাদের এই ক্লান্তি থেকে একটু প্রশান্তির নিশ্বাস উপহার দিতে আগামী ১৬/০১/২০২০ ইং থেকে ১৮/০১/২০২০ ইং পর্যন্ত ৩ রাত ও ২ দিনের একটি আকর্ষনীয় ভ্রমণ প্যাকেজ নিয়ে এসেছে । যা খুব অল্প খরচে আপনি, আপনার পরিবার অথবা বন্ধুদের নিয়ে উপভোগ করতে পারেন ।
♦♦ সাজেক ভ্যালি ♦♦
➡️ ট্যুর স্থায়িত্বকালঃ ৩ রাত ২ দিন
➡️ ট্যু্রের তারিখঃ ১৬ই জানুয়ারি হতে ১৮ই জানুয়ারি পর্যন্ত
➡️ ট্যুরের স্থানঃ ▶️ ১ম দিনঃ হাজাছড়া ঝর্না, সাজেক ভ্যালি,
রুইলুই পাড়া, কংলাক পাহাড়, হেলিপেড ।
⏩ ২য় দিনঃ তারেং পয়েন্ট, আলুটিলা গুহা,
হটিকালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ।
♦♦ ট্যুর বিবরণী
➡️ প্রথম দিনঃ
✔️ ১৬ই জানুয়ারি Hike us এর সাথে ফকিরাপুল বাস ষ্টেশন হতে
রাত ৯ টায় যাত্রা শুরু হবে এবং গাড়িতে থাকছে Hike us এর
পক্ষ থেকে স্পেশাল নাস্তা ।
✔️ ১৭ই জানুয়ারি সকাল ৫.৩০ মিনিটে(আনুমানিক) খাগড়াছড়ি পৌঁছে
ফ্রেশ হয়ে সকাল ৭.৩০ মিনিটের মধ্যে নাস্তা শেষ করে সাজেকের
উদ্দেশ্যে চাঁন্দের গাড়িতে যাত্রা শুরু করবো । যাত্রাপথে হাজাছড়া
ঝর্নায় শরীরকে শীতল করবো ।
✔️ ১০.৩০ মিনিটে সেনাবাহিনীর চেক পয়েন্ট হতে নিবন্ধন শেষে
সাজেকের পথে যাত্রা করবো ।
✔️ আনুমানিক ১টায় হোটেলে (সাজেক) চেক ইন করে ফ্রেশ হয়ে
দুপুরের খাবার শেষ করব ৩ টার মধ্যে ।
✔️ বিশ্রাম শেষে বিকাল ৪টায় কংলাক পাড়ার উদ্দেশ্যে ট্রেকিং শুরু
করবো । সাজেকের সর্বোচ্চ চূড়ায় বসে সূর্যাস্ত দেখবো ।
✔️ ৬টায় হেলিপেডের উদ্দেশ্য ফিরে আসবো । হেলিপেডে বসে গান ও
আড্ডা দিয়ে সময় উপভোগ করবো ।
✔️ ৮.৩০ মিনিটে সকলের উপস্থিতিতে B-B-Q ডিনার করবো এবং এর
পর ইচ্ছানুযায়ী ব্যক্তিগত সময় পার করে বিশ্রামে চলে যাব ।
➡️ দ্বিতীয় দিনঃ
✔️ ১৮ই জানুয়ারি সকাল ৫.৩০ মিনিটে সবাই নিজ উদ্যোগে হেলিপেডে
চলে আসবো । সকলে একত্রে সূর্যোদয় দেখব এবং যদি ভাগ্য ভাল
থাকে মেঘের ছলে রংধনু আমাদের সামনে ভেসে উঠতে পারে ।
✔️ এরপর হোটেল এ ফিরে ফ্রেশ হয়ে ৮.৩০ মিনিটের মধ্যে নাস্তা শেষ
করবো ।
✔️ ৯.৩০ মিনিটের মধ্যে চাঁন্দের গাড়ির নিকট চলে আসবো ।
✔️ ১০.৩০ মিনিটে সেনা স্কোয়াডের মাধ্যমে খাগড়াছড়ির উদ্যেশ্যে রওনা
করবো ।
✔️ খাগড়াছড়িতে দুপুরের খাবার খাবো ।
✔️ এরপর তারেং পয়েন্ট দাঁড়িয়ে সমগ্র খাগড়াছড়ি শহর দর্শন করবো ।
✔️ এর পর মশাল হাতে আলুটিলা গুহায় প্রবেশ করবো ।
✔️ এরপর হটিকালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ ও আশপাশের নৈসর্গিক সৌন্দর্য
উপভোগ করবো।
✔️ সন্ধ্যা ৬টায় স্থানীয় রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে ৮.৩০ মিনিটের
মধ্যে ঢাকার উদ্যেশ্যে যাত্রা করবো ।
✔️ সবকিছু ঠিক থাকলে ১৯ই জানুয়ারি সকাল ৫.৩০ মিনিটের মধ্যে
ঢাকায় থাকব (ইন-শা-আল্লাহ) ।
♦♦ স্পেশাল ফিচারঃ
🔥 সবার অংশ গ্রহনে Bar-B-Q ডিনার ।
♦♦ যাতায়াতঃ
🚌 নন এসি বাস সার্ভিস ( ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা)
🚌 যদি কেউ এসি বাসে যেতে চান তাহলে অতিরিক্ত ১১০০ টাকা প্রদান
করতে হবে । (জন প্রতি)
✔️ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বাস এ সিট বিন্যাস করা হবে ।
🚙 চাঁন্দের গাড়ি (খাগড়াছড়ি-দিঘিনালা- সাজেক-খাগড়াছড়ি)
♦♦ প্যাকেজের ধরনঃ
👌 প্যাকেজ(১) : ৪ জন রুম শেয়ারিং - ৪৭৯৯/= টাকা। (জন প্রতি)
👌 প্যাকেজ(২) : ২ জন রুম শেয়ারিং – ৫৬৭৫/= টাকা। (জন প্রতি)
সর্বোচ্চ ৩৪ জনের প্যাকেজ । (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং সম্পন্ন করা হবে )
সর্বোনিম্ন ১২ জনের প্যাকেজ । (চাঁন্দের গাড়ি ভিত্তিতে)
♦♦ প্যাকেজে অন্তর্ভুক্তঃ
১। সাজেকে ১ রাত যাপন ।
২। যাত্রাপথে গাড়িতে ১টি হালকা নাস্তা।
৩। ২টি সকালের নাস্তা, ২টি দুপুরের খাবার, ১ টি রাতের খাবার +
১ টি B-B-Q ডিনার ।
📷 সাথে থাকছে সকলের উপস্থিতিতে ফটো সেশন।
♦♦ খাবারের এর বিস্তারিত:
১। যাত্রাপথে গাড়িতে হালকা নাস্তাঃ ১টি কেক+১প্যাকেট পটেটো
চিপস+মিনারেল ওয়াটার
২। ১ম দিন
➡সকালের নাস্তাঃ ২টি পরোটা+ডিম ভাজি + ডাল-সবজি+
মিনারেল ওয়াটার
➡দুপুরের খাবারঃ সাদা ভাত+আলু ভর্তা+সবজি(মিক্সড)+পাহাড়ি
ঐতিহ্যবাহী ব্যাম্বু-চিকেন+সালাদ+মিনারেল ওয়াটার
➡রাতের খাবারঃ B-B-Q ডিনার(মুরগী)+২টি পরোটা+
সস+সালাদ+মিনারেল ওয়াটার
৩। ২য় দিন
➡সকালের নাস্তাঃ ভূনা খিচুরি+ডিম+সালাদ+চাটনি+মিনারেল ওয়াটার
➡দুপুরের খাবারঃ সাদা ভাত+ঐতিহ্যবাহী পাহাড়ি শুটকি ভর্তা+
ডাল+পাহাড়ি স্পেশাল হাঁস ভুনা/মুরগী ভূনা+মিনারেল ওয়াটার
➡রাতের খাবারঃ সাদা ভাত+সবজি(মিক্সড)+ডাল+মাছ মুরগী +
সালাদ+মিনারেল ওয়াটার
📞 যোগাযোগঃ
১। হেল্প লাইন ( 01761487193)
♦♦ প্যাকেজ বুকিং এর জন্য অগ্রিম ৩০০০ টাকা 01745702500
বিকাশ করতে হবে । (মার্চেন্ট একাউন্ট, এই নাম্বারে পেমেন্ট অপশন
থেকে কাউন্টার নাম্বার ০ দিয়ে বিকাশ করতে হবে ।)
টাকা পরিশোধের পর বুকিং কনফার্মেশন SMS অথবা e-mail এ প্রদান
করা হবে । তাই প্রত্যেককে মোবাইল নম্বর ও মেইল আইডি প্রদান
করতে হবে ।
অথবা
ডাচ বাংলা ব্যাংক এ পাঠাতে হবেঃ
Bank: Dutch Bangla Bank Limited
Branch: Mohakhali Branch
Account Name: INFOSAPEX LIMITED
Account Number: 114.110.18705
** বাকি টাকা একইভাবে ১২ই জানুয়ারি, ২০১৯ তারিখ বা তার আগে প্রদান
করতে হবে ।
♦♦ সাথে যা যা নেয়া উচিতঃ
১। ভ্রমনের সময় যত কম জিনিস পত্র নেয়া যায়, ভ্রমণ ততই
আরামদায়ক ।
২। কিছু শুকনা খাবার যেমনঃখেজুর/কিসমিস/বাদাম।বিস্কুট রাখা যেতে
পারে ।
৩। সাথে গামছা এবং প্রয়োজনীয় জিনিস নিরাপদে রাখার জন্য ছোট ব্যাগ
সঙ্গে রাখতে পারেন।
৪। সানগ্লাস, ব্রাশ, প্রয়োজনীয় ঔষধ, ক্যামেরার ব্যাটারি,পাওয়ার ব্যাঙ্ক
সঙ্গে রাখতে পারেন।
*** সাজেক ভ্যালিতে গ্রামীনফোন ও বাংলালিংক এর নেটওয়ার্ক সহজলভ্য
নয় । তাই অন্যান্য অপারেটরের সিমে সঙ্গে রাখতে পারেন ।
♦♦ শর্তাবলিঃ
১। কেউ যদি বুকিং বাতিল করতে চায় তাহলে তার প্যাকেজটি অন্য কোন
ব্যক্তির নিকট বিক্রি সাপেক্ষে ফেরত দেয়া হবে ।
২। প্যাকেজ বুকিং এর শেষ তারিখ ১২/০১/২০২০ ইং ।
৩। বুকিং এর সময় NID এর ফটোকপি আমাদের ই-মেইল
([email protected]) এ পাঠাতে হবে।
৪। ০-৪ বছর বয়স পর্যন্ত ফ্রি (সকল কিছুই বাবা মায়ের সাথে
শেয়ারিং করতে হবে) ।
৫। ৫-৮ বছরের মধ্যে ৪২০০ টাকা প্রদান করতে হবে (পৃথক বাসের সিট+
পৃথক খাবার, বাবা-মায়ের সাথে রুম শেয়ারিং করতে হবে) ।
৬। প্রাকৃতিক দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত যেকোন ঘটনার কারনে সিদ্ধান্ত
পরিবর্তন হতে পারে ।
৭। যেকোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই মেনে নিতে হবে এবং কর্তৃপক্ষ
সমঝোতার মাধ্যমে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহন করার সর্বোচ্চ চেষ্টা
করবে ।
♦♦ বিশেষ দ্রষ্টব্যঃ
১। সবাই শালীনতা বজায় রেখে ভ্রমন উপভোগ করবেন।
২। কোন ভাবেই অতিরিক্ত সাহস দেখিয়ে কোন কিছু করা যাবে না।
৩। খাবারের মেন্যু পরিস্থিতির উপর বিবেচনার সাপেক্ষে পরিবর্তন হতে
পারে।
৪। দল ছাড়া হয়ে ঘুরা যাবে না, বিশেষ প্রয়োজন হলে দল নেতাকে
জানিয়ে যেতে হবে।
৫। স্থানীয়দের সাথে কোন প্রকার বিরূপ আচরন করা যাবে না । নতুন
কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে
হবে ।
৬। ভ্রমনের সময় কোন ধরনের মাদক দ্রব্য বহন করা যাবে না।
৭। ভ্রমণটি সুন্দর করার জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য । আমরা
আপনাদের সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করব ।
♦♦ প্রতিটি জায়গা-ই আমাদের নিজেদের, তাই সৌন্দর্য রক্ষা করা আমাদের
দায়িত্ব ।যেন প্রকৃতির এর কোন ক্ষতি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য
দিতে হবে ।
♦♦ যারা যাবেন কিনা সিউর না, তারা Interest এ ক্লিক করে রাখলে সব
আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going এ ক্লিক করলে
আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারনা পেতে এবং পরবর্তীতে
যোগাযোগ করতে সহজ হয়।
♦♦ আর যারা নিশ্চিত ভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে
শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও যাবার সুযোগ পায়।