13/12/2022
নাম টিলা হলেও আলুটিলা কিন্ত মোটেও টিলা নয়। বরং আলুটিলা খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত। আলুটিলার আগের নাম ছিল আরবারী পর্বত। ইতিহাস থেকে জানা যায়, খাগড়াছড়িতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাদ্যের অভাব প্রচণ্ডভাবে দেখা দিলে এলাকার মানুষজন খাদ্যের সন্ধানে এই পর্বত থেকে বুনোআলু সংগ্রহ করে তা খেয়ে বেঁচে ছিল। সেই থেকে পর্বতটির নাম হয়ে যায় আলুটিলা। আলুটিলার উচ্চতা সমুদ্র সমতল থেকে তিন হাজার ফুট। বিশ্বে যতগুলো প্রাকৃতিক গুহা আছে আলুটিলা সুড়ঙ্গ বা গুহা তার মধ্যে অন্যতম। এ গুহাটি খুবই অন্ধকার ও শীতল। খাগড়াছড়ি বেড়াতে এলে বা সাজেক ভ্যালিতে এলে সবাই অন্তত একবার হলেও গুহাটি ঘুরে যেতে চায়। গুহার পাথরগুলো পিচ্ছিল হওয়ার কারণে পা পিছলে যায় অনেকের তাই ভেতরে গেলে গ্রিপ আছে এমন স্যান্ডেল বা জুতা ব্যবহার করাই ভালো। অতিরিক্ত নিরাপত্তার জন্য মোবাইল টর্চ বা টর্চ লাইট নিয়ে যেতে পারেন। অনেকে আবার মশাল নিয়েও এই অ্যাডভেঞ্চার করে থাকেন। ভ্রমণপিপাসুদের জীবনে অন্তত একবার হলেও এ গুহাটি ঘুরে আসা উচিত।
আসন্ন বড়দিনের ছুটিতে, ডিসেম্বর ২২-২৫ তারিখে আমরা যাচ্ছি সাজকে ভ্যালি। যেখানে এই রহস্যময় আলুটিলা গুহা সহ আমরা ঘুরবো সাজকের সব দর্শনীয় স্থানগুলো। আপনিও চাইলে জয়েন করতে পারেন আমাদের সাথে।
যোগাযোগঃ +880 1707-000980, 01717504400
আমাদের পূর্বের ট্যুর থেকে আলুটিলা গুহার আরো ছবি দেখতে কমেন্ট বক্স চেক করুন।