Vromonguru Tents and Gears-ভ্রমণগুরু টেন্টস এন্ড গিয়ার্স

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Vromonguru Tents and Gears-ভ্রমণগুরু টেন্টস এন্ড গিয়ার্স

Vromonguru Tents and Gears-ভ্রমণগুরু টেন্টস এন্ড গিয়ার্স ক্যাম্পিং উপকরণ সহজলভ্য করার একটি উদ?
(1)

দিন গুলো মোর সোনার খাচায় রইলোনা বন্দী।
27/05/2021

দিন গুলো মোর সোনার খাচায় রইলোনা বন্দী।

আসছে বৃষ্টির দিন, এসময় দরকার ১০০ ভাগ ওয়াটারপ্রুফ টেন্ট। বর্ষায় ক্যাম্পিং করার জন্য আমাদের কাছ থেকে ১০০ ভাগ ওয়াটারপ্রুফ ট...
18/03/2021

আসছে বৃষ্টির দিন, এসময় দরকার ১০০ ভাগ ওয়াটারপ্রুফ টেন্ট। বর্ষায় ক্যাম্পিং করার জন্য আমাদের কাছ থেকে ১০০ ভাগ ওয়াটারপ্রুফ টেন্ট ভাড়া নিতে পারেন।

তুমুল ঝড়-বৃষ্টির রাতে ক্যাম্পিং:https://www.youtube.com/watch?v=2qHESOJk5tw&t=10s
10/03/2021

তুমুল ঝড়-বৃষ্টির রাতে ক্যাম্পিং:
https://www.youtube.com/watch?v=2qHESOJk5tw&t=10s

বৃষ্টি আসার আগেই তাড়াহুড়ো করে তাঁবু স্থাপনের কাজ শুরু হলো। ব্যাকপ্যাক থেকে ইতোমধ্যে তাঁবু বের করে এর পোলগুলো জোড়...

এটাইতো হবার কথা ছিলো 🙄
20/02/2021

এটাইতো হবার কথা ছিলো 🙄

এরকম অনিশ্চয়তায় অন্তত হাতে একটা তাঁবু নিয়ে গেলে কক্সবাজারে এ পরিস্থিতিতে পড়তে হতোনা। ছবিঃ Daily Cox’s Bazar News
20/02/2021

এরকম অনিশ্চয়তায় অন্তত হাতে একটা তাঁবু নিয়ে গেলে কক্সবাজারে এ পরিস্থিতিতে পড়তে হতোনা। ছবিঃ Daily Cox’s Bazar News

14/02/2021

ঘোষণা:
আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত সব তাঁবু বুকিং। সবাইকে ফাল্গুনের ও ভালবাসা দিবসের শুভেচ্ছা

11/02/2021

এ সপ্তাহে সব তাঁবু বুকড।
ধন্যবাদ

গৃহত্যাগী জোছনা আর ভবঘুরে যাযাবর।
30/01/2021

গৃহত্যাগী জোছনা আর ভবঘুরে যাযাবর।

24/01/2021

নোটিশঃ ২৯-৩০ জানুয়ারি তারিখে কোন তাঁবু খালি নেই। পরের তারিখে আছে

ইমারজেন্সী তাবু ডেলিভারি 😁😁
24/01/2021

ইমারজেন্সী তাবু ডেলিভারি 😁😁

প্রথমবার ট্রেকিংয়ে যাচ্ছেন, দেখে নিন কী কী সঙ্গে থাকতে হয়:https://vromonguru.com/2020/12/21/trekking-essentials/
18/01/2021

প্রথমবার ট্রেকিংয়ে যাচ্ছেন, দেখে নিন কী কী সঙ্গে থাকতে হয়:
https://vromonguru.com/2020/12/21/trekking-essentials/

শীতের সময় আমাদের দেশে অনেকেই ট্রেকিং করতে বের হয়ে পড়েন। যারা প্রথমবারের মতো বের হচ্ছেন তাদের অবশ্যই জানা জরুরি ক.....

Life is best when you are camping
12/01/2021

Life is best when you are camping

উন্নত মানের স্লিপিং ব্যাগ ভাড়া পাওয়া যাবে।ভাড়া দৈনিক ১০০ টাকা 😁
11/01/2021

উন্নত মানের স্লিপিং ব্যাগ ভাড়া পাওয়া যাবে।
ভাড়া দৈনিক ১০০ টাকা 😁

ক্যাম্পিংয়ের জন্য দেশের বিখ্যাত জায়গা চর কুকড়ি মুকড়ি
10/01/2021

ক্যাম্পিংয়ের জন্য দেশের বিখ্যাত জায়গা চর কুকড়ি মুকড়ি

উন্নত মানের স্লিপিং ব্যাগ পাওয়া যাবে এখন থেকে। ভাড়া প্রতিদিন ১০০ টাকা 😁
08/01/2021

উন্নত মানের স্লিপিং ব্যাগ পাওয়া যাবে এখন থেকে। ভাড়া প্রতিদিন ১০০ টাকা 😁

শুভ সকাল
07/01/2021

শুভ সকাল

৮ তারিখ আমাদের সব টেন্ট বুকড।অন্যান্য তারিখে পাওয়া যাবে।ধন্যবাদ।
05/01/2021

৮ তারিখ আমাদের সব টেন্ট বুকড।

অন্যান্য তারিখে পাওয়া যাবে।
ধন্যবাদ।

MTB রেইসের জন্য আগামী ১১-১২-১৩ ফেব্রুয়ারী সব তাঁবু বুকড।
04/01/2021

MTB রেইসের জন্য আগামী ১১-১২-১৩ ফেব্রুয়ারী সব তাঁবু বুকড।

Breathtaking photo of last camping in an unknown hilltop of Banderban ❤️
03/01/2021

Breathtaking photo of last camping in an unknown hilltop of Banderban ❤️

৩১ ডিসেম্বর আমাদের কোনো টেন্ট এভেইলেবল নেই।আগে পরে অন্যান্য তারিখে পাওয়া যাবে।ধন্যবাদ।
25/12/2020

৩১ ডিসেম্বর আমাদের কোনো টেন্ট এভেইলেবল নেই।

আগে পরে অন্যান্য তারিখে পাওয়া যাবে।

ধন্যবাদ।

নববর্ষে কে কোথায় ক্যাম্পিং করবেন?
23/12/2020

নববর্ষে কে কোথায় ক্যাম্পিং করবেন?

23/12/2020

পরিচিতদের সাথে ব্যবসা করলে যে সমস্যায় পড়তে পারেন তার একটা কেইস স্টাডি:
১. সবচেয়ে পিক ডেইটে তাঁবু ভাড়া নিবেন, সংগে পরিচিত হবার সুবাধে ডিসকাউন্ট নিবেন।
২. অগ্রীম দেবার প্রয়োজন নেই (আমিই চাইনাই!)
৩. ঠিক একদিন আগে জানাবেন আপনার তাঁবু দরকার অর্ধেক। বাকিরা নানাবিধ সম্যায় যেতে পারছেনা, তাই এখন ৪ টা না ২ টা তাঁবু লাগবে। (এদিকে আপনি বাকি যারা ওই ডেইটে চাইছে তাদের না করে দিয়ে বসে আছেন)
৪. তাঁবু নেবার জন্য রাত ১২:৩০ টায় আসবেন। আপনার কাছে পুরো ভাড়া থাকবেনা, কিছু টাকা বিকাশে দেবার প্রতিশ্রুতি দিবেন (সেটা মনে করারই দরকার নাই আর)
৫. ১৯ তারিখে ফেরত দেবার কথা আপনি নেটওয়ার্কে থাকবেন না, ফোনে পাওয়া যাবেনা। জানানোরই দরকার নাই আপনাদের ফিরতে দেরি হবে।
৬. ২০ তারিখে ফিরে জানাবেন ফিরছি, তবে এখন টায়ার্ড তাঁবু কালকে দিবেন।
৭. পরের দিন মনে পড়বে তাঁবু ও স্লিপিং ৬ জনের কাছে, তাদের কাছ থেকে যোগাড় দিতে হবে।
৮. ২৩ তারিখেও তাঁবু/স্লিপিং ব্যাগ ফেরত আসবেনা। পরবর্তী টিমকে ভাড়া দেবার দরকার আছে কিনা, সেই ভাড়া আপনি দিবেন কিনা, তাদের না করবো কিনা, এগুলোও বুঝার দরকার নাই। এছাড়া স্লিপিং ব্যগগুলো ওয়াশে পাঠানোর দরকার আছে কিনা সেটাও না বুঝলে চলবে।

যারা প্রথমবারের মতো বের হচ্ছেন তাদের অবশ্যই জানা জরুরি কোথাও ট্রেকিং করতে গেলে কি কি জিনিসপত্র আপনার সঙ্গে থাকতে হবে।htt...
21/12/2020

যারা প্রথমবারের মতো বের হচ্ছেন তাদের অবশ্যই জানা জরুরি কোথাও ট্রেকিং করতে গেলে কি কি জিনিসপত্র আপনার সঙ্গে থাকতে হবে।
https://vromonguru.com/2020/12/21/trekking-essentials/

শীতের সময় আমাদের দেশে অনেকেই ট্রেকিং করতে বের হয়ে পড়েন। যারা প্রথমবারের মতো বের হচ্ছেন তাদের অবশ্যই জানা জরুরি ক.....

শীতের সকালটা এমনই হয়
21/12/2020

শীতের সকালটা এমনই হয়

20/12/2020

তাঁবু যেদিন ফেরত দেবার কথা সেদিন ফেরত না দিয়ে গেলে ভাড়া উঠতে থাকবে!

অনেকেই মনে করেন তাঁবু থাকলেই যথেষ্ঠ। বিষয়টি তা নয়, ক্যাম্পিং করতে কী কী লাগে দেখে নিন: https://vromonguru.com/2020/10/27...
17/12/2020

অনেকেই মনে করেন তাঁবু থাকলেই যথেষ্ঠ। বিষয়টি তা নয়, ক্যাম্পিং করতে কী কী লাগে দেখে নিন: https://vromonguru.com/2020/10/27/camping-gears/

আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষ তাঁবুবাসে যায় শীতকালে। কারণটাও খুব স্বাভাবিক, অন্য সময় আমাদের আবহাওয়ায় ক্যম্পিং ক....

১৫ এবং ১৬ তারিখ রাতের জন্য কিছু তাবু এভেইলেবল আছে। এই তারিখে কেউ নিতে চাইকে নক করুন।
15/12/2020

১৫ এবং ১৬ তারিখ রাতের জন্য কিছু তাবু এভেইলেবল আছে। এই তারিখে কেউ নিতে চাইকে নক করুন।

Google Local Guides Bangladesh এর ১৫০ তম মিট আপ অনুষ্ঠিত হবে দু'টি পাতা একটি কুড়ির দেশ সিলেটে। আয়োজনে ক্যাম্পিং পার্টনার...
14/12/2020

Google Local Guides Bangladesh এর ১৫০ তম মিট আপ অনুষ্ঠিত হবে দু'টি পাতা একটি কুড়ির দেশ সিলেটে।

আয়োজনে ক্যাম্পিং পার্টনার হিসেবে আছি আমরা।

শুভ কামনা রইলো।

ঘোষণা: ১৬-১৯ তারিখ পর্যন্ত সব তাঁবু বুকড হয়ে আছে। এর আগে বা পরের তারিখে নিতে পারবেন।
07/12/2020

ঘোষণা: ১৬-১৯ তারিখ পর্যন্ত সব তাঁবু বুকড হয়ে আছে। এর আগে বা পরের তারিখে নিতে পারবেন।

মেঘে ঢাকা মারায়নতং। ছবিঃ Swain Sikder.
06/12/2020

মেঘে ঢাকা মারায়নতং।

ছবিঃ Swain Sikder.

ভাড়ার তাবু মানেই নিম্নমান, কুয়াশা কিংবা বৃষ্টিতে টুপ টুপ পানি পড়বে৷ কাকভেজা হয়ে বসে থাকবেন এরকম নীতিতে আমরা বিশ্বাসী নই।...
02/12/2020

ভাড়ার তাবু মানেই নিম্নমান, কুয়াশা কিংবা বৃষ্টিতে টুপ টুপ পানি পড়বে৷ কাকভেজা হয়ে বসে থাকবেন এরকম নীতিতে আমরা বিশ্বাসী নই।

তাই আমরা দিচ্ছি True 3 Season Tent যা ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিতে আপনাকে সুরক্ষা দিবে।

এই সপ্তাহে অল্পকিছু তাবু এভেইলেবল আছে, প্রয়োজন হলে শীঘ্রই বুকিং করুন।

উৎসুক জনতা রঙিন তাবু⛺ নদীর তীরে ভাসমান জীবনক্যাম্পিংয়ের জন্য তাবু প্রয়োজন হলে আমাদের ইনবক্স করুন।
30/11/2020

উৎসুক জনতা রঙিন তাবু⛺
নদীর তীরে ভাসমান জীবন

ক্যাম্পিংয়ের জন্য তাবু প্রয়োজন হলে আমাদের ইনবক্স করুন।

সেদিন ভোরে...ছবিঃ Swain Sikder
29/11/2020

সেদিন ভোরে...

ছবিঃ Swain Sikder

“পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে; পৃথিবীর সব প্রেম আমাদের দু'জনার মনে; আকাশ ছড়ায়ে আছে...
28/11/2020

“পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে; পৃথিবীর সব প্রেম আমাদের দু'জনার মনে; আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে”

-জীবনানন্দ দাশ

এর মধ্যে কয়টিতে ক্যাম্পিং করেছেন আপনিhttps://vromonguru.com/2020/11/26/best-camping-bangladesh/
28/11/2020

এর মধ্যে কয়টিতে ক্যাম্পিং করেছেন আপনি
https://vromonguru.com/2020/11/26/best-camping-bangladesh/

ক্যাম্পিং শব্দটা মনে পড়ার সাথে সাথেই এডভেঞ্চার প্রেমীদের মনে জেগে উঠে প্রকৃতির কাছাকাছি গিয়ে আদিম ও বুনো পরিব....

কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে  MTB Championship 2020 ক্যাম্পিং পার্টনার হিসেবে আছি আমরা।
27/11/2020

কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে MTB Championship 2020 ক্যাম্পিং পার্টনার হিসেবে আছি আমরা।

এলাকায় সার্কাস এসেছে তাই দেখতে ভীড় জমেছে😁
23/11/2020

এলাকায় সার্কাস এসেছে তাই দেখতে ভীড় জমেছে😁

19/11/2020
সাম্প্রতিক ছবি 😁😁
18/11/2020

সাম্প্রতিক ছবি 😁😁

তাঁবু সেট করতে বা ভাজ করতে জানেন না এরকম কেউ তাঁবু ভাড়া চাইতে আসবেন না দয়া করে 🙄🙄
17/11/2020

তাঁবু সেট করতে বা ভাজ করতে জানেন না এরকম কেউ তাঁবু ভাড়া চাইতে আসবেন না দয়া করে 🙄🙄

Address

Hatirpool Pukurpar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Vromonguru Tents and Gears-ভ্রমণগুরু টেন্টস এন্ড গিয়ার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vromonguru Tents and Gears-ভ্রমণগুরু টেন্টস এন্ড গিয়ার্স:

Share

Category