Adventure Life

Adventure Life Adventure Life is a tour planner Company. We regularly organizes Domestic & International Tour. Time to adventure new destination with Adventure Life.
(18)

 #থাইল্যান্ড_ভিসা_সংক্রান্ত_জরুরী_বিজ্ঞপ্তি!সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩-২৮ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ড এ...
21/10/2024

#থাইল্যান্ড_ভিসা_সংক্রান্ত_জরুরী_বিজ্ঞপ্তি!

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩-২৮ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ড এম্বাসির নির্দেশনা অনুযায়ী সকল থাই ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে। যাদের ফাইল জমা হচ্ছে কিন্তু অনলাইন না হয়ে ব্যাকলডে থাকবে, তাদের ভিসার কার্যক্রম বাধাগ্রস্থ হবে। যার কারনে ভিসা প্রসেসিং এর ফলাফল পেতে বিলম্ব হবে এবং ৩০ দিনের অধিক হয়ে যাবে। সেক্ষেত্রে ব্যাংক সার্টিফিকেট, স্ট্যাটমেন্ট পুনরায় জমা দেয়া লাগতে পারে।

ধন্যবাদ

  কর্পোরেট ট্যুরের কিছু ছবি। আলহামদুলিল্লাহ আমাদের ট্যুর খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ✌️
25/09/2024

কর্পোরেট ট্যুরের কিছু ছবি।
আলহামদুলিল্লাহ আমাদের ট্যুর খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ✌️

23/09/2024

চলেন হারাই

  Corporate Tourনেপাল ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন।☎️01968423555
23/09/2024

Corporate Tour
নেপাল ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন।
☎️01968423555

নেপালে আমাদের কর্পোরেটর চলছে। গেস্টরা আজ কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছে।
21/09/2024

নেপালে আমাদের কর্পোরেটর চলছে। গেস্টরা আজ কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছে।

আলহামদুলিল্লাহ। ২৪ জনের কর্পোরেট গ্রুপ নিয়ে টিম এডভেঞ্চার লাইফে এখন নেপালে। সর্বনিম্ন দুজন হলে যে কোনদিন ঘুরে আসতে পারেন...
20/09/2024

আলহামদুলিল্লাহ। ২৪ জনের কর্পোরেট গ্রুপ নিয়ে টিম এডভেঞ্চার লাইফে এখন নেপালে। সর্বনিম্ন দুজন হলে যে কোনদিন ঘুরে আসতে পারেন হিমালয় কন্যা নেপাল থেকে।
যোগাযোগ:
☎️01968423555

15/09/2024

থাইল্যান্ড ই-ভিসা চালু করতেছে। আগামী ডিসেম্বর থেকে আর ষ্টিকার দেওয়া হবে না।

Mg Marg Gangtok ❤️
19/08/2024

Mg Marg Gangtok ❤️

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের...
18/08/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:

🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:

প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।

★টিকেট বুকিং:

ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।

★লাহোর থেকে ইসলামাবাদ:

লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।

★ইসলামাবাদে থাকা:

ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

★কারেন্সি চেঞ্জিং:

লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:

পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

★মূল ট্যুর:

ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

★ট্যুরের পদ্ধতি:

1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।

খরচ বিবরণ:

পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:

• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)

ভ্রমণস্থল:

নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:

1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী

★থাকা/হোটেল:

সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।

★অতিরিক্ত অভিজ্ঞতা:

• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।

সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

©

15/08/2024

বাংলাদেশসহ বিশ্বের ১২৬টি দেশকে বিনামূল্যে ৯০ দিনের ভিসা দেবে পাকিস্তান।

জেনে নিন বাংলাদেশে পাসপোর্ট করার  প্রক্রিয়া 🇧🇩 ১. আবেদন ফরম পূরণ ✍️- অনলাইনে আবেদন ফরম পূরণ- প্রথমে পাসপোর্ট বিভাগের অফি...
11/07/2024

জেনে নিন বাংলাদেশে পাসপোর্ট করার প্রক্রিয়া 🇧🇩

১. আবেদন ফরম পূরণ ✍️
- অনলাইনে আবেদন ফরম পূরণ-
প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

-আবেদন ফরম প্রিন্ট-
ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
• জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
• ভোটার আইডি কার্ডের ফটোকপি।
• জন্ম নিবন্ধন সনদের ফটোকপি
• জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
• অন্যান্য ডকুমেন্ট
• যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

৩. ফি জমা 💰
-ফি- পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
-ফি রসিদ- ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

৪. আবেদন জমা 📬
নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।

৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
• এসএমএস বা ইমেইল-: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
• সংগ্রহ-: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

🛑 অতি জরুরী পাসপোর্ট করতে চাইলে, পাসপোর্ট এর Super Express Delivery- এর জন্য সরাসরি আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে হয়। সাধারণত সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ৪-৭ দিন বা সর্বোচ্চ ১০ কার্যদিবসের মধ্যে পাসপোর্ট দেওয়া হয়। তাই আবেদনের পূর্বে পুলিশ ভেরিফিকেশন করে প্রি পুলিশ ভেরিফিকেশন লেটার জমা দিতে হয়।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

📍 ভালো লাগলে পেজটি লাইক-ফলো দিয়ে শেয়ার করে রাখুন।

সিকিম দার্জিলিং ট্যুর ✌️গেস্টের পাঠানো ছবি ❤️
08/07/2024

সিকিম দার্জিলিং ট্যুর ✌️
গেস্টের পাঠানো ছবি ❤️

সিকিম দার্জিলিং ট্যুরে গেস্টের পাঠানো ছবি
08/07/2024

সিকিম দার্জিলিং ট্যুরে গেস্টের পাঠানো ছবি

Sikkim Darjeeling tour.Happy Guest06.07.24
06/07/2024

Sikkim Darjeeling tour.
Happy Guest
06.07.24

 #ভূস্বর্গ_কাশ্মীর_ট্যুর এখন হবে আরও সহজ এবং ঝামেলা হীন। সর্বনিম্ন দুজন হলে যে কোনদিন ঘুরে আসতে পারেন জান্নাত - ই - কাশ্...
06/07/2024

#ভূস্বর্গ_কাশ্মীর_ট্যুর এখন হবে আরও সহজ এবং ঝামেলা হীন। সর্বনিম্ন দুজন হলে যে কোনদিন ঘুরে আসতে পারেন জান্নাত - ই - কাশ্মীর অ্যাডভেঞ্চার লাইফ ট্যুরস এর সাথে।

বিস্তারিত জানতে কথা বলুন আমাদের ট্রাভেল এক্সপার্টদের সাথে।
☎️ 01968423555 / 01894430550

বিদেশ ভ্রমনে চমৎকার অভিজ্ঞতা পেতে সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক ট্যুর প্ল্যান এবং সেখানকার লোকাল গাইড সাপোর্ট। আর এই দুটির ক্ষেত্রে আমাদের রয়েছে দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা। ধার করা ট্যুর প্ল্যান নয় বরং নিজস্ব অভিজ্ঞতা আর দক্ষতার সমন্বয়ে আমরা পুরোপুরি প্রস্তুত আপনাকে আথিতেয়তা দিতে।

৫ বছরের সফল পথচলায় অ্যাডভেঞ্চার লাইফ এখন দেশের সব চাইতে ফিমেল & ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার। দেশে ও দেশের বাইরে পরিচালনা করেছে ১ হাজারেরও বেশি ট্যুর। ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার হওয়ায় এসব ট্যুরে প্রায় শতভাগ অতিথি ভ্রমন করেছেন পরিবার নিয়ে।

❐ ভূস্বর্গ_কাশ্মীর_ট্যুর
৫ রাত ৬ দিন

==============================
(এই প্রাইসিং এ ঢাকা-শ্রিনগর-ঢাকা আসা-যাওয়ার কোন খরচ অন্তর্ভুক্ত নেই, ল্যান্ড প্যাকেজ শ্রিনগর (কাশ্মীর) এয়ারপোর্ট থেকে শুরু হয়ে সেম পয়েন্টে সমাপ্তি)
-----------------------------------------------------------------------------

বুকিং এর জন্য
☎️01968423555
01894430550
-----------------------------------------------------------------------------
⏺️ বিস্তারিত ভালোভাবে দেখে বুঝে আপনার ভ্রমণ কনফার্ম করুন।
-----------------------------------------------------------------------------
ভ্রমণের স্থান সমূহ :
📌শ্রীনগর
📌 গুলমার্গ
📌পেহেলগাম
📌সোনমার্গ
-----------------------------------------------------------------------------
সম্ভাব্য ভ্রমণ বিস্তারিত :
দিন ০১ : শ্রীনগর বিমান বন্দরে থেকে সরাসরি হোটেল চলে যাবো। এরপর আমরা পরিদর্শন করবো বিখ্যাত মোগল গার্ডেন যেমনঃ নিশাত বাগ, “গার্ডেন অব ব্লেসেস”, শালিমার, চেশমা শাহী, পরী মহল।
রাত্রিযাপন ।। শ্রীনগর।

দিন ০২ : শ্রীনগর – সোনমার্গ
সকালে আমরা সোনমার্গ এর উদ্দেশ্যে রওনা হবো।
হোটেলে নাস্তা শেষ করে আমরা সারাদিনের জন্য সোনমার্গ ভ্রমন করবো। যা অন্যতম সুন্দর এবং মনোমুগ্ধকর যায়গা কাশ্মীরের। আপনি তাজিওয়াচ থেকে ইচ্ছা করলে ঘোড়ায় চড়ে অথবা ট্যাক্সি নিতে পারেন(সম্পুর্ন নিজ খরচে)। যেখানে পাহাড়ে সারাবছর জুড়েই বরফ দেখা যায়। সারাদিন আনন্দ উপভোগ করে সন্ধ্যায় আমরা হোটেলে ফিরে আসবো।
রাত্রিযাপন ।। শ্রীনগর ।

দিন ০৩ : শ্রীনগর – গুলমার্গ
শ্রীনগর থেকে গুলমার্গ এর উদ্দেশ্যে রওয়ানা। সারাদিন গুলমার্গ সাইডসিন করবেন। চাইলে গন্ডোলা রাইডে/ক্যাবল কারে চড়তে পারেন (নিজ খরচে, টিকেট আগে থেকে অনলাইনে কাটতে হবে) বিকেলে শ্রীনগর এ ব্যাক। পরে আমরা ফিরে আসবো হোটেলে।
রাত্রিযাপন ।। শ্রীনগর।

দিন ০৪ : শ্রীনগর – পেহেলগাম
খুব সকালে ঘুম থেকে উঠে চলে যাব পেহেলগাম। সেখানে দেখব (বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চান্দনওয়ারী, বৈসারন ঘুরে সন্ধায় নিজেদের মতো করে শপিং। (বেতাব ভ্যালি, আরু ভ্যালি ইউনিয়ন গাড়ির খরচ প্যাকেজের অন্তর্ভূক্ত নয়।
রাত্রিযাপন।। পেহেলগাম।

দিন ০৫: পেহেলগাম – শ্রীনগর ( হাউজ বোট)
সকালে নাস্তা করে বাকি থাকা স্পট গুলো দেখতে যাবো, তারপর আমরা শ্রীনগরের উদ্দেশে যাত্রা করবো। শ্রীনগর পৌঁছে আমরা ডাল লেকে হাউজ বোটে চেক-ইন করবো। ডাল লেকে এক ঘন্টা শিকারা রাইট উপভোগ করবো।
রাত্রিযাপন ।। হাউজ বোটে।

দিন ০৬ : চেক আউট হাউজবোট (ডাল লেক) –
সকালে নাস্তা শেষে হাউসবোটে চেক আউট করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করবো।

বিঃদ্রঃ- Adventure Life Tours এই ভ্রমণ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত গ্রহনের একক ক্ষমতা রাখে। যেকোনো পরিস্থিতি এড়ানোর জন্য "অ্যাডভেঞ্চার লাইফ ট্যুরস " যেকোনো প্যাকেজ বা সাইটসিইং বা খাবার মেনু পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
-----------------------------------------------------------------------------

🚍ট্যুরে যে ধরণের রিজার্ভ ট্রান্সপোর্ট আমাদের সার্ভিস দিবে:
🚗পিক এন্ড ড্রপ/সাইটসিয়িং ট্রান্সপোর্টঃ
🔹Swift Dzire/Etiosঃ ২/৩/৪ জন এর ক্ষেত্রে
🔹ইনোভা/তাভেরা/স্কোরপিওঃ ৬/৭ জন এর ক্ষেত্রে
🔹টেম্পু ট্রাভেলারঃ ৮-১২/১৪-১৭ জন এর ক্ষেত্রে
🔹ট্যুরিস্ট কোচঃ ২০-২২ জন এর ক্ষেত্রে
==============================
⏱ ট্যুরে আমাদের একেকটি ভিউ পয়েন্টে যেতে আনুমানিক যত সময় লাগবে:
🔸*Srinagar Airport to Srinagar City: 30-40 minutes
🔸*Srinagar to Pahalgam: 3.5-4.0 hours
🔸*Srinagar to Gulmarg: 1.5-2.0 hours
🔸*Srinagar to Sonmarg: 2.0-2.5 hours

==============================

প্যাকেজ অন্তর্ভুক্ত:
✅ কাশ্মীরে প্রতিদিন ব্রেকফাস্ট ও ডিনার
,✅কাশ্মিরে হাউসবোটে ০১ রাত,
✅শ্রীনগরে ০৩ রাত
✅পেহেলগাম ০১ রাত
✅ প্রতিদিন সাইটসিন এর জন্য রিসার্ভ গাড়ী
✅ ডাল লেকে ১ ঘণ্টা শিকারা রাইড
✅সকল ধরনের ট্যাক্স

প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
❌ট্রাভেল ট্যাক্স (1000tk) ও বর্ডারে কোন ধরণের টিপস।
❌কাশ্মিরে সাইটসিন এর এন্ট্রি ফি (around 300 Rs. per pax)
❌Gondola ticket (1st phase: 810 Rs. per pax & 2nd phase: 1010 Rs. per pax)
❌Parimahal Union Auto (around 400-500 Rs. per Auto)
❌সোনমার্গ থেকে জিরো পয়েন্ট যাওয়ার ইউনিয়ন এর গাড়ির খরচ। (around 4000-5000 Rs. per Car-have to bargain instant)
❌ Any ride (Poni, ATV or others: around 1500-2500 Rs. per pax-have to bargain instant)
❌ Any Dress hiring (Boot/Jacket: around 100 Rs. per pax)
❌ Extra hour ride at Shikara (800 Rs. per boat per hour 4/5 pax in a boat)
❌সকল ব্যক্তিগত খরচ (যেমন, টিপস, লন্ড্রি, টেলিফোন, পানীয়, চিকিৎসা, শপিং খরচ, লন্ড্রি বিল, রুম হিটারসহ বাড়তি কোন খরচ)।
❌প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
❌কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
❌ দুপুরের খাবার (around 250-300 Rs. per pax per meal)

===================================
❑ চাইল্ড পলিসিঃ
- ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৫ বছরের শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে। ৫ বছরের অধিক শিশুদের এডাল্ট হিসেবে গণ্য করা হবে।

===================================
❑ #❑ #বুকিং_মানি_জমা_দেওয়ার_পদ্ধতিঃ
পুরোপুরি কনফার্ম থাকলে সরাসরি অফিসে এসে ১০০০০ টাকা বুকিং মানি দিয়ে বুকিং কনফার্ম করতে পারেন। অফিসে আসতে না পারলে আমাদের একাউন্ট এ বুকিং মানি দিয়ে বুকিং কনফার্ম করতে পারেন। অথবা বিকাশ/নগদ পেমেন্ট এর মাধ্যমে বুকিং মানি দিয়ে বুকিং কনফার্ম করতে পারেন।

❑ ব্যাংক একাউন্ট নাম্বার
====================
Adventure Life
AC:. 701911100000640
Southeast Bank Ltd.
Bangla Motor Branch

❑ বিকাশ/নগদ নাম্বার
==================
☎ 01817629282 ( personal )

❑ অফিস এড্রেস
=============
❑ যোগাযোগ:
অ্যাডভেঞ্চার লাইফ
রুম #২৯,ট্রপিক্যাল সেন্টার (চতুর্থ তলা), ২১৮ এলিফ্যান্ট রোড, বাটা সিগনাল, ঢাকা ১২০৫।
মোবাইল: 01968423555
01894430550


❤️সাদা দাগের এপারে বেলজিয়াম অপারে নেদারল্যান্ড ❤️মনে করেন যদি এটা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার হতো তো দুই দেশের জনগণ কি ক...
05/07/2024

❤️সাদা দাগের এপারে বেলজিয়াম অপারে নেদারল্যান্ড ❤️

মনে করেন যদি এটা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার হতো তো দুই দেশের জনগণ কি করত❓ আপনি কি করতেন ❓❓

📍Ooty hills, Nilgiris, Tamilnadu 🇮🇳
04/07/2024

📍Ooty hills, Nilgiris, Tamilnadu 🇮🇳

Address

3nd Floor Sahera Trofical Center, 218 New Elephant Road, Dhaka 1025, Dhaka
Dhaka
1205

Telephone

+8801968423555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adventure Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adventure Life:

Videos

Share

Nearby travel agencies