21/10/2024
#থাইল্যান্ড_ভিসা_সংক্রান্ত_জরুরী_বিজ্ঞপ্তি!
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩-২৮ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ড এম্বাসির নির্দেশনা অনুযায়ী সকল থাই ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে। যাদের ফাইল জমা হচ্ছে কিন্তু অনলাইন না হয়ে ব্যাকলডে থাকবে, তাদের ভিসার কার্যক্রম বাধাগ্রস্থ হবে। যার কারনে ভিসা প্রসেসিং এর ফলাফল পেতে বিলম্ব হবে এবং ৩০ দিনের অধিক হয়ে যাবে। সেক্ষেত্রে ব্যাংক সার্টিফিকেট, স্ট্যাটমেন্ট পুনরায় জমা দেয়া লাগতে পারে।
ধন্যবাদ