04/04/2023
ভাগ্য বলে কিছু নেই তবে একটি ক্ষেত্র আছে, সেটি জন্মের ক্ষেত্রে। জন্মটাই একমাত্র, যা জীবনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত শাসন করে। রাজার পুত্র হয়ে জন্ম নিলে জীবন এক রকম হয়, ভিখিরির পুত্র হয়ে জন্ম নিলে হয় পুরোপুরি উল্টো। রাজপুত্র গাধা হলেও মহাপুরুষ, গরিবপুত্র সিংহ হলেও সামান্য। রাজাকারের পুত্র হলে জীবন চমৎকার, মুক্তিযোদ্ধার পুত্র হলে দুর্বিষহ; সৎ মানুষের পুত্র হলে জীবনটা কাঠকয়লার আর কালোবাজারির পুত্র হলে জীবনটা হিন্দি ছায়াছবির মতো উত্তেজক। তারপর কোন দেশে জন্ম হলো, সেটা এক বিরাট ব্যাপার। দেশটিই ঠিক করে দেয় জীবনটা স্বর্গবাস হবে নাকি হবে বাস্তব নরকবাস। আমেরিকায় জন্মালে যা হয়, বাঙলাদেশে জন্মালে হয় তার বিপরীত; বিলেতে জন্মালে জীবন যা হয়, বাঙলাদেশে জন্মালে হয় তার সম্পূর্ণ উল্টো। বাঙলাদেশে জন্মালে কী হয়, কেমন হয় জীবন?
-- হুমায়ুন আজাদ